খেয়া দেশে তৈরি ৪ চাকার অটো গাড়ি, এক চার্জে চলবে ২৫০ কিঃমিঃ | ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি !

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • সস্তায় দেশে তৈরি ১২ সিটের ব্যাটারি চালিত নতুন গাড়ি |
    কুষ্টিয়া বটতৈল মোড় থেকে পোড়াদহ সড়কে অবস্থিত টেকনিক্যাল হসপিটাল নামের প্রতিষ্ঠান এই গাড়ীটি উদ্ভাবন করেছেন, ১২ সিটের এই গাড়ীতে থাকছে আরো অনেক সুবিধা বিস্তারিত ভিডিওতে, ক্রয় সংক্রান্ত এবং বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন __ তুহিন ভাই মোবাইল ০১৯১৭-৯৯৯৪৭২
    বৈশিষ্ট্য সমূহ ঃ
    ১। এলই রিং বিশিষ্ট টিউবলেস 15 সাইজ চাকা চারটি।
    ২। ওয়েল ব্রেকিং সিস্টেম।
    ৩। সেমি পাওয়ার হুইল স্টিয়ারিং সিস্টেম।
    ৪। ৬০ ভোল্ট এর লিথিয়াম আয়ন ব্যাটারি একটি।
    ৫। ৬০ ভোল্টের মোটর একটি।
    ৬। ১২ আরামদায়ক চেয়ার।
    ৭। সর্বোচ্চ গতি ৪৫ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা।
    ৮। 35 টাকার বিদ্যুৎ খরচ 250 কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম।
    ৯। ব্যাটারির ওয়ারেন্টি ৫ বছর ব্যবহার করতে পারবে ৮ বছর।
    ১০। গাড়িটির ওজন 550 কেজি।
    ১১। সর্বোচ্চ লোড ক্ষমতা দুই টন।
    খেয়া দেশে তৈরি ৪ চাকার অটো গাড়ি, এক চার্জে চলবে ২৫০ কিঃমিঃ | ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি !

КОМЕНТАРІ • 439

  • @TAFSIDUL_05
    @TAFSIDUL_05 Рік тому +183

    একটি গান তি চারবার শুনলে বিরক্ত লাগে কিন্তুু পবিত্র আযান ১০০ বার শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় সুবাহানাল্লাহ❤️❤️❤️..

    • @comment2758
      @comment2758 Рік тому +5

      শব্দ দূষণ মানুষের জন্য ক্ষতিকর

    • @ovirajkumar1309
      @ovirajkumar1309 Рік тому +2

      আপনাকে কি কেউ জিগাসা ,করছে??

    • @vipdemand5965
      @vipdemand5965 Рік тому +2

      মানসিক রোগী

    • @BossraSakiba
      @BossraSakiba 8 днів тому

      ভাই গতি বারানো যাবে কি

  • @mohammadsojib5606
    @mohammadsojib5606 Рік тому +205

    10 20 টাকা করে ভাড়াও উঠিয়ে ৫ লক্ষ ৭০ হাজার টাকা কামাতে গেলে তার জীবন শেষ তার বাড়ি বেঁচে গাড়ির টাকা উঠাতে হবে

    • @mdsojol3673
      @mdsojol3673 Рік тому +5

      😂

    • @abdurrahim-hu1pj
      @abdurrahim-hu1pj Рік тому +4

      ১০০%

    • @OdhorjoIasin
      @OdhorjoIasin Рік тому +10

      Vhul,apne ek din a to r 10.20taka uthaiben na,sara din je inkam korben,ontoto 1hajar to korben,to mase 30hajar,garir charg a jodi 2hajar jay,r rastar tex a jodi 2hajar jay,r o thake 26hajar,to khawa dawa jodi 10hajar jay,r o thake 16hajar,ebar hisab koren,bochore koto ase,,,r esob garir inkam besir vhag sara dine 1hajar er o besi kora jabe,,

    • @robiulawal5572
      @robiulawal5572 Рік тому +1

      2 bossor er agey taka othey jabe

    • @TuneHeart-gj9rg
      @TuneHeart-gj9rg Рік тому

      আবাল চোদা নাকি রে তাইলে যারা সিএনজি কিনে ভাড়া বইতাছে ওরা কি জীবন শেষ করে দিতেছে কেউ একটু এই আবাল টারে বুঝাও যে একটা সিএনজি র দাম কিত🤣

  • @mdsaiyan2936
    @mdsaiyan2936 Рік тому +10

    5 লাখ টাকা অনেক কম হয়ে গেছে ভাই,,, এত সুন্দর গাড়ি , ৩০ লাখ টাকা হলে ভাল হইত,,, এটাতো BMW কে হার মানাইছে,,, এ গাড়ি গরিব এর জন্য নয়,,,

    • @boideshi25
      @boideshi25 Рік тому

      😂😂😂

    • @mdsamsu5249
      @mdsamsu5249 3 дні тому

      আসলেই ভাই উনি অনেক দয়ালু 😂😂😂

  • @ashrafuddin2438
    @ashrafuddin2438 10 місяців тому +6

    দাম বেশি অতিরিক্ত ৩ লাখ হলে ঠিক ছিলো।
    মাথায় রাখতে হবে আমাদের দেশে টয়োটা সেকেন্ডহ্যান্ড ইঞ্জিন গাড়ী সল্প মূল্যে পাওয়া যায়।বাজাজ সিএনজি নতুন গাড়ী ৬-৭ লাখ টাকায় পাওয়া যায়।

  • @joybishwas651
    @joybishwas651 Рік тому +33

    5,00000 takay X Corolla kine uber right sharing korba....taile ata kno kinbo?

    • @jahidislam59
      @jahidislam59 Рік тому +2

      সহমত

    • @joyhasan4772
      @joyhasan4772 Рік тому +4

      ২-৩ কিলোমিটার তো মানুষ উবার ডাকবে না,
      আমার মতে এই ডিজাইন এর গাড়িগুলো রিকশা,মিশুক, অটোর বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত।
      দেখতে ভাল,নিরাপদ, এতে দেশের ভাবমূর্তিও পরিবর্তন হবে।

    • @ophunteryt166
      @ophunteryt166 4 місяці тому

      ​@@joyhasan4772যারা রিকশা অটো চালায় তারা সবাই গরীব মধ্যবিত্ত পরিবারের ।। কিস্তি তে গাড়ি কেনে। 1 লাক টাকা কিস্তি থেকে নেওয়া বেপার না কিন্তু 5 লাক টাকা কি তাদের আপনি দেবেন এই গাড়ি কেনার জন্য ? ।। যেটা সম্ভব না সেটা নিয়ে কথা বলবেন না। কথা বলার আগে বুঝে শুনে যুক্তি দিয়ে কথা বলবেন 🙄

  • @abdulmannan5088
    @abdulmannan5088 Рік тому +16

    মূল্য অনেক বেশি হয়েগেলোনা? বৃষ্টি তে চালালে পেসেন্জার ভিজে যাবে।

  • @anupk8973
    @anupk8973 Рік тому +10

    খুব ভালো উদ্যোগ। ব্যাটারি চালিত গাড়ির দাম একটু বেশিই হয়। সে হিসাবে গাড়ির দাম ঠিকই আছে। এটা দ্বিতীয় সারির শহরগুলোর আভ্যন্তরীণ পরিবহন এর জন্য ব্যবহার করা যেতে পারে।

  • @AkashAkash-zf4bt
    @AkashAkash-zf4bt Рік тому +12

    গাড়িটা সেই কিন্তু দাম অনেক বেশি গরিবের হাতের নাগালের বাহিরে

  • @mdahsanulhaque3748
    @mdahsanulhaque3748 Рік тому +22

    গাড়ী টা দেখতে খুবি সুন্দর , তবে অতিরিক্ত দাম, এই দামে সেকেন হেন্ড x corolla নিলে কোন টেনশন তাকে না

  • @rashedrashed-mj2xp
    @rashedrashed-mj2xp Рік тому +36

    পাচ লাখ দিয়ে মাইক্রো নিলেই ভালো হবে😮

    • @OdhorjoIasin
      @OdhorjoIasin Рік тому +1

      Ei gari 60takar charg a jodi 250kilu calaite paren,,,,apne privet car koto taka gash ba tel a 2500kilu jaben???lab konta??r o onek bebodhan ache

    • @rayhanmahmud6097
      @rayhanmahmud6097 Місяць тому

      চার্জ দিতে কত ক্ষণ লাগে?😊​@@OdhorjoIasin

  • @mahmudurrahman8353
    @mahmudurrahman8353 Рік тому +13

    ৩ লাখের মত হইলে ঠিক ছিল ব্যটারি সহ

  • @rashedulhasan9673
    @rashedulhasan9673 Рік тому +9

    দামটা অনেক বেশি হয়ে গেছে,,,ব্যটারিসহ ৩-৩.৫লক্ষ হলে ঠিক হতো

  • @KdrHH
    @KdrHH 7 місяців тому +2

    উত্তরার জম জম টাওয়ার থেকে মেট্রো রেল স্টেশন পর্যন্ত এবং মিরপুর ১২ পর্যন্ত এই গাড়ি চাই । এই রোডে প্রচুর যাত্রী পাওয়া যাবে ।
    শুরু করে দিন ❤❤❤❤❤

  • @ashishranjanbiswas9431
    @ashishranjanbiswas9431 Рік тому +2

    ডিস্প্লেতে একটা ছোট প্রাইভেট গাড়ী দেখলাম। এগুলো নিয়ে একটা ভিডিও বানান

  • @UzzalHossain-fg4wy
    @UzzalHossain-fg4wy 2 місяці тому

    প্রতিভাটা আমার খুব ভালো লেগেছে এরকমভাবে আপনারা চালিয়ে যান ইনশাল্লাহ

  • @স্বাধীনবাংলারপরাধীনজীবন

    আপনাদের গাড়ীগুলো সুন্দর লাগে কিন্তু স্টিয়ারিং হুইলটা পছন্দ নয়, মনে হয় এ যেন সেই ৯০ এর যুগে পড়ে আছি, তাই আপনার কাছে অনুরোধ স্টিয়ারিংটা পরিবর্তন করবেন, বর্তমান সময়ের স্টিয়ারিং দেবেন,

  • @abdulmaleksae8217
    @abdulmaleksae8217 3 місяці тому +3

    গাড়ীটির দুই পাশ্বে দরজা দিলে ভাল হত।তাহলে মাইক্রো হত।

  • @jibonhosain2262
    @jibonhosain2262 Рік тому +9

    দামটা একটু বেশি মনে হইলো
    তারচেয়ে ভালো হবে কিছু টাকা বেশি দিয়ে প্রাইভেট কার কিনলে

  • @alaminrajon
    @alaminrajon Рік тому +4

    এই দামে একটি টয়োটা প্রোবক্স পাওয়া যাবে
    আপনার জন্য দোয়া রইলো।

  • @HasanAli-yy5bo
    @HasanAli-yy5bo 7 місяців тому +3

    ভাই চার পাচ লাখ টাকা দিয়ে ত ছোট 100 কারই পাএয়া যায়।তাহলে এত দাম দিয়ে অটো বাইক কেনার প্রয়োজন কি। আর সেটা আপনার অটো চেয়ে বেশি মাইলেজ দিবে। ত অটো বাইক কেনার চেয়ে কার কেনাই ভাল🤔🤔🤔🤔

  • @ধ্রুবটিভি-ল৬চ
    @ধ্রুবটিভি-ল৬চ 3 місяці тому +1

    ভাই দাম টা একটু বেশি হয়েছে তার পরো বৃষ্টির হলে প্রবলেম হবে

  • @jewel23978
    @jewel23978 11 місяців тому

    আপনার তৈরী গাড়ী গুলো দেখতে খুবই সুন্দর লাগে ৷ আমাকে বাজাজ কিউট গাড়ীর মতো করে একটা ব্যাটারী গাড়ী বানিয়ে দিতে পারবেন কি ? চাওড়া কমপক্ষে ৪ ফুট থাকবে থাকবে ৷

  • @sonalijoreehause
    @sonalijoreehause 4 місяці тому +2

    গাড়িটা ভালো কিন্তু দাম বেশি গরিবের নাগালের বাইরে দাম কমাইতে হইবো

  • @mdbablur6272
    @mdbablur6272 Рік тому +3

    মডেল হিসেবে বলবো বেশি পছন্দ হয়ইনি। দাম ৮০.০০০/=

  • @mirajkhan-is8bb
    @mirajkhan-is8bb Рік тому +2

    এই গাড়ির সাথে যদি ভালো বাইক ইঞ্জিন ব্যবহার করা যায় তাহলে আরো ভালো সার্ভিস পাবেন সাধ্যের ভিতরে প্রাইস রাখলে ইনশাআল্লাহ উপরে উঠতে বেশিদিন লাগবে না

  • @joyhasan4772
    @joyhasan4772 Рік тому +15

    রিকশা,মিশুক,অটোর পরিবর্তে Licence দিয়ে এগুলো চালু করা হোক,
    রাস্তায় দেখতে ভাল লাগবে,নিরাপদ হবে।
    দেশের ভাবমূর্তির জন্য ভাল।❤

  • @IndianJCBVideo
    @IndianJCBVideo Рік тому +1

    Garita khub sundor lagche ❤❤❤

  • @subankarroy5516
    @subankarroy5516 4 місяці тому +3

    Nice

  • @mominulislam129
    @mominulislam129 Рік тому +2

    এটার দাম আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে হলে গরিব মানুষ কিনতে পারতো।

  • @bittudas-2461
    @bittudas-2461 Рік тому +1

    Dada ami India theke bolchi ami apanar gari khub valo lege che tai apni ki indian rupees koto hobe r aap nara ki indian te Delivary dite parben

    • @AHTecHBanglA
      @AHTecHBanglA  Рік тому

      এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য।

  • @AbdulHai-dy4nn
    @AbdulHai-dy4nn Рік тому +3

    ৫ লক্ষ ৭৮ হাজার এই গাড়ীর দাম, ৫ লক্ষ টাকা হলেতো মাইক্রো কেনা যায়।

  • @mdasadul7932
    @mdasadul7932 Рік тому +5

    আসসালামু আলাইকুম ভাই এত কম দামে কিভাবে গাড়িগুলো বিক্রি করেন এই গাড়ির বাজার মূল্য ৭০ থেকে ৮০ লাখ টাকা

  • @ashiksarker1462
    @ashiksarker1462 Рік тому +1

    ভাই মজা পাইলাম আরোনতুন ভিডিও দাও

  • @MahtabMMahtab-g4e
    @MahtabMMahtab-g4e 4 місяці тому

    এই গাড়ি চালাতে গেলে ড্রাইভিং শিখতে হবে কি? জানাবেন তো।

  • @soliman7462
    @soliman7462 Рік тому +1

    এই গাড়িটা দেখতে সত্যিই খুব সুন্দর

  • @absh2748
    @absh2748 8 місяців тому +2

    ধন্যবাদ

  • @MCBIKERBD24
    @MCBIKERBD24 Рік тому

    মাশাআল্লাহ তবে এই দামে সুন্দর পিকাপ পাওয়া জাবে

  • @mdsamrat26
    @mdsamrat26 Рік тому +1

    চার্জ করতে কত সময় লাগবে এবং বিদ্যুত বিল কেমন আসবে

  • @nabbiferdous7123
    @nabbiferdous7123 Рік тому +1

    হেডলাইটের যে এলইডি বালব ব্যবহার করা হয়েছে তাতে বিপরিত দিক থেকে আসা চালকের খুব সমস্যা হবে।

  • @user-ni2zs9nn7o
    @user-ni2zs9nn7o Рік тому

    ভাইজান ভারতের Smart কার এর ডিজাইনে গাড়ী বানিয়ে দেয়া যাবে?
    একটি কিনতে চাই।

  • @RakibHossain-u4e
    @RakibHossain-u4e Рік тому +1

    Puro Bangladesh 🇧🇩 ei gari chalu kora uchit

  • @SamiUllah-uf7sq
    @SamiUllah-uf7sq Рік тому

    ভাই রায় পুরা ঠানা আমাদের গ্রামের আই ছিলো ❤❤

  • @AlaminRajj-tz5jx
    @AlaminRajj-tz5jx Рік тому

    অনেক ভাল খবর আমাদের জন্য।কিন্তু ব্যটারি চালিত গাড়ী রোড পারমিশন সরকার কেনো দেয়না?

    • @AHTecHBanglA
      @AHTecHBanglA  Рік тому

      সরকার ভালো জানে

  • @baulaganerpahar
    @baulaganerpahar Рік тому +1

    যদি কোন কোটিপতি অটো চালাতে চান,
    তাহলে অবশ্যই এই গাড়িটি কিনবেন,,
    গরীবরা দূরে থাকুন..

  • @Probash-Jibon
    @Probash-Jibon Рік тому

    Vai ai tay ki roode license ba parmision lagbe?chaloker ki license lagbe janaben plzzzz?

  • @HanifKhan-k3j
    @HanifKhan-k3j Місяць тому

    Vai gari ta lagsilo.... India yate dite parbe.....?????

  • @Asrafullislam792
    @Asrafullislam792 Рік тому +1

    এই গাড়িটা কি বাংলাদেশের রাস্তায় চলার অনুমতি আছে কিনা।।

  • @tonybisaws
    @tonybisaws Рік тому +1

    Love from Kushtia

  • @ranaislam7168
    @ranaislam7168 Рік тому

    ভাই আপনাদের গাড়ি নিলে বাংলাদেশের যে কোন জায়গা থেকেই ব্যাটারি সার্ভিসিং ফ্রী

  • @MdMohi-s7o
    @MdMohi-s7o Рік тому +1

    এমনিতে বিদ্যুতের কষ্টে আছি কারেন্টের গাড়ি

  • @anwarhasan6276
    @anwarhasan6276 11 місяців тому

    দামটা মানানসই না বলে মনে করি আমি।এটার বেস্ট প্রাইস হতে পারে তিন থেকে সারে তিন লক্ষ টাকা ব্যাটারি সহ👍

  • @sulamanchowdhury1374
    @sulamanchowdhury1374 10 місяців тому

    স্কেনিয়ার মত সুন্দর ডিজাইন করে ভালো কোয়ালিটি মেটাল দিয়ে ছোট করে ১২ সিট বাস কি বানিয়ে দিতে পারবেন?

    • @AHTecHBanglA
      @AHTecHBanglA  10 місяців тому

      দেওয়া যাবে

    • @sulamanchowdhury1374
      @sulamanchowdhury1374 10 місяців тому

      @@AHTecHBanglA আমার একটা লাগবে ওয়াটঅ্যাপ নাম্বার টা দিন।

  • @DIPANKARBARMAN-x6p
    @DIPANKARBARMAN-x6p 7 місяців тому

    ভারতের কোচবিহার জেলা থেকে বলছি। আমি কি নিতে পারবো।

  • @sharthopor350
    @sharthopor350 Рік тому +1

    ভাই চোলার পেনেল লাগায়লে আরো ভালো হতো

  • @gazikhgazihs7007
    @gazikhgazihs7007 Рік тому

    ভাই গ্যস চিস্টেম হয়নাা??

  • @atikulislam3219
    @atikulislam3219 Рік тому

    Ai model ei loard othanor gari banaite hobe taile vlo hobe

  • @shahidanaz5956
    @shahidanaz5956 Рік тому

    Production বেশি হলে কি দাম কমে আসবে?

  • @yasinkobir5325
    @yasinkobir5325 Рік тому +1

    5 লক্ষ টাকা হলে একদম নতুন 2 লাইটের সিএনজি কিনা যায়

  • @User-q1j7n
    @User-q1j7n Рік тому

    দরজাতো নেই বৃষ্টির দিনেতো ভিজে যাবে সবকিছু

  • @MdMojib-tl9re
    @MdMojib-tl9re 3 місяці тому +1

    এটা কি কিস্তিতে দেয়া হয়

  • @FarukHossain-ft8pm
    @FarukHossain-ft8pm Рік тому

    Vai, max speed koto hoi?
    Battary ki apnr nije banano?

  • @provatsarkar6492
    @provatsarkar6492 Рік тому +2

    এই গাড়ি না কিনে সিএনজি কেনা অনেক ভালো

  • @-ug5gh
    @-ug5gh Рік тому +2

    ২/২.৫০লাখ হলে ঠিক হতো

    • @AHTecHBanglA
      @AHTecHBanglA  Рік тому

      ২ লক্ষ ৭০ হাজার দিয়ে শুধু গাড়ী হবে

  • @abdullahhero4174
    @abdullahhero4174 2 місяці тому

    প্রায় ৬ লক্ষ টাকার কাছা কাছি😮। এই টাকা দিয়ে মিনি ট্রাক পাওয়া যায়,যা অনেক বছর ঝামেলা ছাড়া চলবে। ভাড়াও ভালোই আসে মিনি ট্রাকে।

  • @kaliya222
    @kaliya222 Рік тому

    Rikshar bodole agulo namale Valo hoto😊😅

  • @saidulbahi7917
    @saidulbahi7917 Рік тому

    ভাই সোলার দিয়ে কিছু একটা করেন

    • @AHTecHBanglA
      @AHTecHBanglA  Рік тому

      ধন্যবাদ মতামত জানানোর জন্য

  • @Al_Amin_Molla_360
    @Al_Amin_Molla_360 Рік тому +1

    এই টাকায় ব্রান্ড নিউ সি এন জি কেনা যায়। যা এর চেয়ে কয়েকশগুন বেশি টেকসই ও ভালো

  • @সবুজবাংলা-গ৬ন

    এ-সব মডেলের গাড়ি বাইরের দেশে বিভিন্ন পার্কে থাকে কম গতিতে পার্কে ঘুরে ঘুরে মানুষকে বিনোদন দিতে পারে কিন্তু রাস্তায়ে এ-সব গাড়ি বিপদজনক

  • @ahmedadif488
    @ahmedadif488 Рік тому +1

    দেশে নাই কারেন্ট আর তুমি বেলকা নিয়ে এসেছো 😂

  • @habibkhan3036
    @habibkhan3036 Рік тому +5

    170000 hola valo hoto....

  • @patuakhaliagro
    @patuakhaliagro Рік тому

    এটায় ইঞ্জিন দিয়ে করে দেয়া যায়...??

  • @shirajsheikh9462
    @shirajsheikh9462 Рік тому +3

    এতো দামে,জীবনে একটাও বেচা হওয়েছে কি। বাড়ি নিয়া ঘুমাও।

  • @Shakilahamed-jh3gp
    @Shakilahamed-jh3gp 4 місяці тому

    ভাই ব্যাটারি প্যানেল বাদ দিয়ে ইউটিউব এ দেখান মটরের একটা জেনারেটর আছে ওটা মডিফাই করে গাড়িতে লাগানো যায় কিনা দেখান

  • @MosharotVay
    @MosharotVay 27 днів тому

    😎দাম বেশি 🇧🇩

  • @taslim2111
    @taslim2111 Рік тому

    একবার ফুল চার্জ করতে কত সময় লাগতে পারে এবং বিদ্যুৎ খরচ একবকর চার্জে কত হতে পারে তাছাড়া সরকার কি এটি মহানগরে চালনার অনুমতি দিবে?

    • @AHTecHBanglA
      @AHTecHBanglA  Рік тому

      ৩ থেকে ৫ ঘন্টা ১ চার্জে ৩০থেকে ৩৫ টাকা
      এটা সাধারণ ইজিবাইকের মত

  • @OmarFaruq-vv4ye
    @OmarFaruq-vv4ye 4 місяці тому

    বালোহয়সে

  • @Quran_my_power
    @Quran_my_power 4 місяці тому

    ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি আমি নিতে চাই toto

  • @mdtahasanali-jv2jq
    @mdtahasanali-jv2jq 3 місяці тому

    ইন্ডিয়া তে পাওয়া যাবে কি মালদা

  • @robiulawal5572
    @robiulawal5572 Рік тому

    Akta cng jara kine tara o sare 5 lak taka diye kine ter ceye ata onek valo hobe jekhane cng te4 jon er besi neoa jay na

  • @FarukLaskar-e3v
    @FarukLaskar-e3v Місяць тому

    এই গাড়ি আমি নেব ভাই আমাকেও একটু যোগাযোগ করতে পারব

  • @Mdshojalahmed
    @Mdshojalahmed Рік тому

    solare charge ora jabeto ? solar system kora jabeto

  • @MrFaizul1970
    @MrFaizul1970 Рік тому

    বিদ্যুৎ চালিত গাড়ি চালানোর পারমিশন কি পাওয়া যাবে?

  • @IstiakmoonKp
    @IstiakmoonKp Рік тому +1

    Good job

  • @SingleLife-q1d
    @SingleLife-q1d Рік тому +4

    খুবই সুন্দর গাড়ি মডেলটাও ঠিক আছে কিন্তু আমার মনে হয় একটু পরিবর্তনের প্রয়োজন আছে, আর তা হল গাড়ির ঠিক মাঝখানে যে সিট টা দেওয়া আছে এই সিটটা ড্রাইভারের পিছনে বসিয়ে শেষের সিটের যাত্রীদের দিকে ফিরিয়ে দিলে যাত্রীদের মালামাল রাখার জায়গা হয়ে যাবে।

    • @jewel23978
      @jewel23978 10 місяців тому

      আপনার চিন্তাধারা সঠিক না ৷ আপনার মনের মতো করলে তো তিন চাকা অটোর মতো হয়ে গেল ৷ তাছাড়া কেউই উল্টা বসতে চায় না ৷ শুধু মাত্র আপনার মতো ২, ১ জন ছাড়া ৷

  • @salmaaktar312
    @salmaaktar312 Рік тому

    ভাই এটা কি সরকারি অনুমদিত,,
    আমার নাম তুহিন আমার চারটি অটো রিকসা আছে,, এই গাড়ি নিতে চাই কতো করে পড়বে মূল্য

    • @AHTecHBanglA
      @AHTecHBanglA  Рік тому

      অনুমতি নেই এমনি অটো যে-ভাবে চলাই ঐ ভাবে চলাতে পারবেন

    • @salmaaktar312
      @salmaaktar312 Рік тому

      @@AHTecHBanglA ভাই ফালতু সরকারের দেশে আছি,, এই গাড়ি গুলোর সরকারি অনুমতি নেই এইটাই লজ্জার৷

  • @r...o...b...u...l
    @r...o...b...u...l 8 місяців тому

    ভাই এই গারি দিয়ে মিনি পিকাপ বা ভেন ভানালে কত টাকা লাগবে একটি ভিডিও ভানিয়ে জানাবেন

    • @AHTecHBanglA
      @AHTecHBanglA  8 місяців тому

      ভিডিও তে দেওয়া নম্বরে যোগাযোগ করেন

  • @mdtuhinmolla1329
    @mdtuhinmolla1329 Рік тому

    ভাই তুহিন ভাই আমার মিতা তাই বলতাছি কিস্তিতে দিয়া জাই কি না আর তুহিন ভাইয়ের সাথে কথা বলা তে চাই

  • @MdRahim-so3qy
    @MdRahim-so3qy 29 днів тому

    আপনার এই গাড়ির কি ব্যাটারি দিবেন

  • @mdnuri9008
    @mdnuri9008 Рік тому

    ভাই পানি ব্যাটারি তো পুরাতন হলে বিক্রি করা যায় কিন্তু এগুলা কি করা যাবে

  • @ArjunKumar-t1s8w
    @ArjunKumar-t1s8w 16 днів тому

    Egg ride lena after kaisa konta hoga

  • @mdshaadihussain59
    @mdshaadihussain59 3 місяці тому

    আপনাদের সুরুম কোথায় ভাই

  • @MilonRay-bg6ht
    @MilonRay-bg6ht Місяць тому

    এই গাড়ি কি কিস্তির মধ্যে দেওয়া যাবে অবশ্যই জানাবেন

  • @shahidanaz5956
    @shahidanaz5956 Рік тому

    বৃষ্টি সময় কি হবে?

  • @munawarahmed2833
    @munawarahmed2833 28 днів тому

    এতো কিছু বলছে, safety test, road test কোন সংস্থা করেছে? বা আদৌ test / certification দেশে আছে কি?

  • @MdnasimSheikh-fk8zb
    @MdnasimSheikh-fk8zb 3 місяці тому

    ভাই আমার কাছে একটা গাড়ি আছে
    এই রকম গাড়ি বিক্রি হবে ব্যাটারি নাই
    শুধু বডি

  • @AlaminKhan-k9g
    @AlaminKhan-k9g 7 місяців тому

    গাড়ি সাথে কি ব্যেটারি দিবেন

  • @mdmmm1450
    @mdmmm1450 Місяць тому

    ভাই দাম কতো আর আপনার সরুম কথায়

  • @AlArafatZishan
    @AlArafatZishan Рік тому

    eghula kon jaigha
    I want to visit

  • @jewel23978
    @jewel23978 10 місяців тому

    প্রাইভেট কারের মতো গাড়ী বানাতে পারবেন কি?

    • @AHTecHBanglA
      @AHTecHBanglA  10 місяців тому

      দেওয়া যাবে

  • @MDMaflumd
    @MDMaflumd 5 місяців тому

    ঠিক