নবদ্বীপ কখনোই নয়টি দ্বীপ নয়। নবদ্বীপ অর্থ হলো নতুন দ্বীপ। বৃন্দাবন নিবাসী জনৈক নরহরি নামক ব্যক্তি যিনি বৃন্দাবনে মন্দিরে রান্না কাজ করতেন তিনি ভক্তিরত্নাকর গ্ৰন্থ রচনা করে নবদ্বীপকে নয়টি দ্বীপের উল্লেখ করেন। আসলে নবদ্বীপ নুতন দ্বীপ। আমরা ভক্তগণের ভক্তির অপার মহিমার সুযোগ নিয়ে নয়টি দ্বীপ পরিক্রমায় নিয়ে যাই।
নবদ্বীপ অর্থাৎ নয়টি দ্বীপ এই যুক্তির সত্যতা কোথায় ? ১৭৬০ খ্রিস্টাব্দে বা তার কাছাকাছি সময়ে বৃন্দাবন নিবাসী নরহরি চক্রবর্তী শ্রীনিবাস আচার্যের জীবনী গ্রন্থ "ভক্তিরত্নাকর" রচনা করেন। শ্রীনিবাস আচার্য নবদ্বীপে এসে বিষ্ণুপ্রিয়া দেবীকে প্রণাম জানিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত শ্রী চৈতন্য মহাপ্রভুর দারু বিগ্রহ দর্শন করে (বর্তমানে বিগ্রহটি নবদ্বীপ মহাপ্রভু পাড়ায় অবস্থিত) শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত স্থানগুলি যেভাবে দর্শন করেছিলেন তার বর্ণনা "ভক্তিরত্নাকর" গ্রন্থে আছে। তবে এটা মনে রাখা দরকার নরহরি চক্রর্বর্তী "ভক্তিরত্নাকর" রচনার সময় চৈতন্যদেবের সময়কালের নবদ্বীপের ভৌগোলিক পরিবির্তন অনেকটাই ঘটে গিয়েছে। চৈতন্যদেবের সময় গঙ্গার মূল ধারা প্রবাহিত হত নবদ্বীপের পশ্চিমে, কিন্তু নরহরি চক্রবর্তীর সময় গঙ্গা বর্তমান নবদ্বীপ শহরের পূর্ব দিক দিয়ে প্রবাহিত ছিল। বৃন্দাবনে গিয়ে শ্রী চৈতন্যদেব চুরাশি ক্রোশ পরিক্রমার প্রথা প্রবর্তন করেছিলেন কারণ মানুষ যাতায়াত থাকলে স্থানগুলো বিলুপ্ত হবে না, এটাকেই অনুসরণ করে নরহরি চক্রবর্তী শ্রী চৈতন্য স্মৃতি বিজড়িত স্থানগুলি নিয়ে, নবদ্বীপে ষোলো ক্রোশ পরিক্রমা চালু করেন । এছাড়াও তিনি "নবদ্বীপ পরিক্রমা" নামে গাইড বই রচনা করেন । ভারতীয় ঐতিহ্যে অবতারদের আবির্ভাব ক্ষেত্রকে "মায়াপুর" বলা হয়ে থাকে । যেমন শ্রীরাম জন্মভূমি "অযোধ্যা" মায়াপুর, শ্রী কৃষ্ণের জন্মভূমি "মথুরা" মায়াপুর তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে ও মায়াপুর নামটি সেই প্রথম যুক্ত হয় । নরহরি বলেন " নবদ্বীপ মধ্যে মায়াপুর । যথা জন্মহৈল কৃষ্ণচৈতন্য প্রভুর " নরহরি চক্রবর্তী যখন "ভক্তিরত্নাকর" এবং "নবদ্বীপ পরিক্রমা" রচনা করেন তখন অতীতের মায়াপুর ও কেদারনাথ দত্তের শ্রীমায়াপুর নবদ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো তাই মানুষ যাতে মিঞাপুরকে মায়াপুর বলে ভুল না করে তার জন্য তিনি বলেছিলেন - "নবদ্বীপ মধ্যে মায়াপুর" অর্থাৎ গঙ্গা জলঙ্গীর ভাঙাগড়ার পর ও যে ভুখন্ডটি নবদ্বীপ বা নদীয়া নামে চিহ্নিত ছিল সেই ভূখণ্ডের মধ্যেই মায়াপুর অবস্থিত ছিল। অর্থাৎ শ্রী জগন্নাথ মিশ্রের ভদ্রাসনই মায়াপুর । গঙ্গা থেকে উত্থিত নতুন দ্বীপ তাই এই ভূখণ্ডের নাম হয়েছে নবদ্বীপ । নবদ্বীপ কখনোই নয়টি দ্বীপের সমষ্টি নয় । নয়টি দ্বীপের প্রবক্তা হলেন নরহরি চক্রবর্তী, তিনি কখনোই নয়টি দ্বীপের সমষ্টি বলেননি । ভুল প্রচার করা হয়েছে নবদ্বীপ নামের ভুল ব্যাখ্যা করা হয়েছে । নব অর্থাৎ নতুন , কারো নাম যদি হয় "নবনারায়ণ" তার অর্থ কি নয়টি নারায়ণের সমষ্টি ? নাকি নব অর্থাৎ (নতুন) নারায়ণ, কোনটা ? নরহরি চক্রবর্তী লিখেছেন " জয় জয় নদীয়া নগর । নব দ্বীপে বেষ্টিত পরম মনোহর " নরহরি চক্রবর্তী নবদ্বীপ শহর বা নদীয়া কে নয়টি দ্বীপ দ্বারা বেষ্টিত নগর বলেছেন । তাহলে দেখা গেলো নতুন দ্বীপ অর্থে এই স্থানের নাম হয়েছে নব (নতুন) + দ্বীপ = নবদ্বীপ । ১৭৭০ খ্রিস্টাব্দে রচিত বিজয়রাম সেনের তীর্থমঙ্গলেও বলা হয়েছে.. কালনা আসিয়া সবে স্নান পূজা করি । ভোজন করিয়া কর্ত্তা চড়িলেন তরী ।। ছয় দণ্ড বেলা যখন আছয়ে গগনে । নবদ্বীপ আসি নৌকা দিল দরশনে ।। চলাচল চলে নৌকা নদ্যা বামভিতে। তে-মোহনা দিয়া নৌকা পড়িল খড়্যাতে ।। গঙ্গার তীরেতে গ্রাম অতি পুন্য স্থান । ইহ দেশে নবদ্বীপ কাশীর সমান ।। নবদ্বীপে বুড়োশিব আর নিত্যানন্দে । উদ্দেশে প্রণাম করি চলিল আনন্দে ।। অর্থাৎ ১৭৭০ খৃস্টাব্দেও বিজয়রাম সেন নবদ্বীপ অর্থাৎ বর্তমান নবদ্বীপ ধামকে বুঝিয়েছেন কারণ বুড়োশিব মন্দির সেই প্রাচীনকাল থেকেই নবদ্বীপে অবস্থিত আর মহাপ্রভু নিত্যানন্দের নাম ও এখানে বলা হয়েছে।। মহারাজা কৃষ্ণচন্দ্র ১৭২৮-১৭৮২ নবদ্বীপে বৈষ্ণবদের প্রভাবে শাক্ত পূজার চল কমে যাওয়ায় শাক্ত রাস উৎসবের জন্য বর্তমান নবদ্বীপ কেই বেছে নেন। আসল বৈষ্ণবক্ষেত্র যদি মিঞাপুর হত তাহলে শাক্ত রাস উৎসব আজ কিন্তু বর্তমান মায়াপুরে হত। তেমনটি কিন্তু হয়নি কারণ তিনি মহাপ্রভুর লীলাক্ষেত্র হিসাবে বর্তমান নবদ্বীপ কেই বুঝতেন । এবার তর্কের খাতিরে যদি নবদ্বীপকে দ্বীপের সমষ্টিই ধরা হয় তাহলে দ্বীপের সংখ্যা কটি দ্বারাই ? নিচে ছবি দেওয়া হলো একটু গুনেই দেখুন ! #Nabadwip #westbengal
সত্যিই নয়টি দ্বীপ পরিক্রমণ হল । হরে কৃষ্ণ
হরেকৃষ্ণ
Haribol
Hora Krishna
@@krishnabhavnamrito jjjjjjjjjjjjjjjjjjjnnnnjjnnnn
X,
হরে কৃষ্ণ ! অনন্তকোটি প্রণাম প্রভুজী ! জয় জয় নবদ্বীপ ধাম কি জয় জয় ! হরি হরি বোলো !!!
হরিবোল 🙌🙌🙌
Hare krishna Pravu Dandabat pranam amar 🙏🙏🙏🌹
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে জয় মহারাজ আপনার চরনে দন্ডবৎ প্রনাম 🙏🙏🙏🙏
হরেকৃষ্ণ মহারাজ নয়টি দ্বীপের মাহাত্ম্য শুনে মনটা ভরে গেল হরে কৃষ্ণ 🙏🙏🙏🌹
হরে কৃষ্ণ মহারাজ দণ্ডবৎ প্রণাম🙏
হরে কৃষ্ণ প্রভু
প্রনাম আপনার শ্রী চরণে।নয়টি দ্বীপের মাহাত্ম্য শুনে অনেক তৃপ্ত হলাম প্রভু। কৃপা করবেন।
Khub valo laglo apnar kothagulo sune
Hare krishna provhu🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
হরে কৃষ্ণ
জয় নিতাই
হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 🙏🙏🙏🌺🌺🌺❣❣❣
Hare Krishna Prabhu ji danvat parnam 💝🙏🏻🙏🏻
Excellent for krishna bhaktas
রাধে রাধে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
Jay jay Nabadwip dham and mayapur ki jay.
মহাপ্রভুর নবদ্বীপের নয় ধামের অপূর্ব মহাত্মা শ্রবণ করলাম 🌹🙏 জয় গৌরাঙ্গ 🌹🙏 নিত্যানন্দ প্রভুর জয় 🌹🙏🙏
Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 🙏🙏🙏🙏💐🌷💐
হরে কৃষ্ণ প্রনাম প্রভুজি আপনার চরণে🙏🙏🙏
Hare krisna hare Krisna krisna krisna hare hare hare Ram hare ram ram ram hare hare
হরিবোল প্রনাম মহারাজ।
Beautiful hara krishna hare bol
koti koti koti koti koti pranam maharaj
Hare Krishna Dandavat pranam Prabhu.
Hare krishna radha radha joy gouranga mahaprabhu
Jay navdeep dham ki Jay Jay mahaprabhu ki Jay
Joygopal🙏🙏🙏🙏🌿🌿🌿🌺🌺🌿🙏
Hora krishna pprabhu dandabot prabhu
আমাদের বাসস্থানের বিশয়ে জেনে খুব তৃপ্ত হয়ে বলছি রাধে রাধে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে 🙏🙏🙏🌺🌺🙏🙏🙏🇧🇩
Hare Krishna pravu
Hare Krishna Joy shree Radha Madhav 🌹🥀🌷🙏🙏🌷🥀🌹
horibol❤❤
Jay sri mahaprabhur Jay jay nabadwip basir jay. Jay mayapur ki jay.
Joy shree Nawabip Dham parkrama
Dandobot 🙏 maharaj
Darun
Radhe radhe
জয় শ্রী কৃষ্ণ
hare krishno
Jai jai Nabodip dham ki jai
Hare krisnha Jay radhe Jay shree raam Jay gita
Jay nitai
Hare Krishna prabhuji dandovat Pranams
হরে কৃষ্ণ🌹🪔‼️
Joy Joy Nobodip dham ki Joy 🙏🙏🙏🌹🌹🌹🥭🍓🍇
❤❤HARE KŔISHNA ❤❤
হরি হরি বোল জ য় জয় পরম দয়াল গৌর হরি র জ য় ধন্যবাদ
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare.
Hare krishna prabhu🙏🙏🙏🙏
Hare Krishna.
Hare Krishna
Hare Krishna dandabat pronam porvu 🙏🙏🙏
Krishna ko Bhalobashi
হরে কৃষ্ণ মহারাজ দারুণ সুন্দর আরো কিছু গোবর ধন মহারাজের কথা বলবেন ডনডোবত 👌👌👌🙏🙏🙏🙏🙏😔
হরে কৃষ্ণ প্রভু আপনাদের চরণে ভক্তি পূর্ণ প্রনাম জানাই
Hara krishana
Important spiritual lecture. Joy ISKCON.
হরে কৃষ্ণ 🙏🙏🙏
হরেকৃষ্ণ প্রভু
হরিবোল হরিবোল
SRI MAYAPUR DHAM KI JOY
Joy sri sri Maharaja ki joy!!!!
Happy porikroma
Jay mahaprabhu Chaitannya Dev ki jay
হরে কৃষ্ণ
গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ
হরে কৃষ্ণ💝💝💝
হরে কৃষ্ণ 👏
Hare-krishna prabhu
🌷🌷 Hare Krishna prabhu 🌷🌷💓💓🙏🙏
Govind Kumar Dj
Nabadwip is heritage city in the world
অাপনার মতো শুদ্ধ ভক্ত যেন জন্মে জন্মে পাই,,,🙏🌾
হরেকৃষ্ণ
হরেকৃষ্ণ 🙏
Radhe radhe..
Haribol…🪷🙏
Haribol....
Very nice story...
Nabadwip dham ki jay...
Gouranga mahaprabhu ki jay🙏🙏😍
hari bol
রাধে রাধে 🙏🙏
Haribol Haribol
Hara Krishna
হরে কৃষ্ণ জয় রাধে রাধে
Hare krishna
Nawdwip mayapur mai rehne ka arrangement bataye please
জয়শ্রী চেত ন্য👏
hare krishna
অপূর্ব বাক্য শুনলাম
তবে গুরুজীর পাশে মালা পরিহিত সাধু এত হাই তুলছেন না যা খুব দৃষ্টিকটু
Horibol
গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ
Joy Nitai hori bol
নবদ্বীপ কখনোই নয়টি দ্বীপ নয়। নবদ্বীপ অর্থ হলো নতুন দ্বীপ। বৃন্দাবন নিবাসী জনৈক নরহরি নামক ব্যক্তি যিনি বৃন্দাবনে মন্দিরে রান্না কাজ করতেন তিনি ভক্তিরত্নাকর গ্ৰন্থ রচনা করে নবদ্বীপকে নয়টি দ্বীপের উল্লেখ করেন। আসলে নবদ্বীপ নুতন দ্বীপ। আমরা ভক্তগণের ভক্তির অপার মহিমার সুযোগ নিয়ে নয়টি দ্বীপ পরিক্রমায় নিয়ে যাই।
নবদ্বীপ অর্থাৎ নয়টি দ্বীপ এই যুক্তির সত্যতা কোথায় ?
১৭৬০ খ্রিস্টাব্দে বা তার কাছাকাছি সময়ে বৃন্দাবন নিবাসী নরহরি চক্রবর্তী শ্রীনিবাস আচার্যের জীবনী গ্রন্থ "ভক্তিরত্নাকর" রচনা করেন। শ্রীনিবাস আচার্য নবদ্বীপে এসে বিষ্ণুপ্রিয়া দেবীকে প্রণাম জানিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত শ্রী চৈতন্য মহাপ্রভুর দারু বিগ্রহ দর্শন করে (বর্তমানে বিগ্রহটি নবদ্বীপ মহাপ্রভু পাড়ায় অবস্থিত) শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত স্থানগুলি যেভাবে দর্শন করেছিলেন তার বর্ণনা "ভক্তিরত্নাকর" গ্রন্থে আছে।
তবে এটা মনে রাখা দরকার নরহরি চক্রর্বর্তী "ভক্তিরত্নাকর" রচনার সময় চৈতন্যদেবের সময়কালের নবদ্বীপের ভৌগোলিক পরিবির্তন অনেকটাই ঘটে গিয়েছে। চৈতন্যদেবের সময় গঙ্গার মূল ধারা প্রবাহিত হত নবদ্বীপের পশ্চিমে, কিন্তু নরহরি চক্রবর্তীর সময় গঙ্গা বর্তমান নবদ্বীপ শহরের পূর্ব দিক দিয়ে প্রবাহিত ছিল।
বৃন্দাবনে গিয়ে শ্রী চৈতন্যদেব চুরাশি ক্রোশ পরিক্রমার প্রথা প্রবর্তন করেছিলেন কারণ মানুষ যাতায়াত থাকলে স্থানগুলো বিলুপ্ত হবে না, এটাকেই অনুসরণ করে নরহরি চক্রবর্তী শ্রী চৈতন্য স্মৃতি বিজড়িত স্থানগুলি নিয়ে, নবদ্বীপে ষোলো ক্রোশ পরিক্রমা চালু করেন ।
এছাড়াও তিনি "নবদ্বীপ পরিক্রমা" নামে গাইড বই রচনা করেন ।
ভারতীয় ঐতিহ্যে অবতারদের আবির্ভাব ক্ষেত্রকে "মায়াপুর" বলা হয়ে থাকে । যেমন শ্রীরাম জন্মভূমি "অযোধ্যা" মায়াপুর, শ্রী কৃষ্ণের জন্মভূমি "মথুরা" মায়াপুর তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে ও মায়াপুর নামটি সেই প্রথম যুক্ত হয় ।
নরহরি বলেন
" নবদ্বীপ মধ্যে মায়াপুর ।
যথা জন্মহৈল কৃষ্ণচৈতন্য প্রভুর "
নরহরি চক্রবর্তী যখন "ভক্তিরত্নাকর" এবং "নবদ্বীপ পরিক্রমা" রচনা করেন তখন অতীতের মায়াপুর ও কেদারনাথ দত্তের শ্রীমায়াপুর নবদ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো তাই মানুষ যাতে মিঞাপুরকে মায়াপুর বলে ভুল না করে তার জন্য তিনি বলেছিলেন - "নবদ্বীপ মধ্যে মায়াপুর" অর্থাৎ গঙ্গা জলঙ্গীর ভাঙাগড়ার পর ও যে ভুখন্ডটি নবদ্বীপ বা নদীয়া নামে চিহ্নিত ছিল সেই ভূখণ্ডের মধ্যেই মায়াপুর অবস্থিত ছিল। অর্থাৎ শ্রী জগন্নাথ মিশ্রের ভদ্রাসনই মায়াপুর ।
গঙ্গা থেকে উত্থিত নতুন দ্বীপ তাই এই ভূখণ্ডের নাম হয়েছে নবদ্বীপ । নবদ্বীপ কখনোই নয়টি দ্বীপের সমষ্টি নয় । নয়টি দ্বীপের প্রবক্তা হলেন নরহরি চক্রবর্তী, তিনি কখনোই নয়টি দ্বীপের সমষ্টি বলেননি ।
ভুল প্রচার করা হয়েছে নবদ্বীপ নামের ভুল ব্যাখ্যা করা হয়েছে । নব অর্থাৎ নতুন , কারো নাম যদি হয়
"নবনারায়ণ" তার অর্থ কি নয়টি নারায়ণের সমষ্টি ?
নাকি নব অর্থাৎ (নতুন) নারায়ণ, কোনটা ?
নরহরি চক্রবর্তী লিখেছেন
" জয় জয় নদীয়া নগর । নব দ্বীপে বেষ্টিত পরম মনোহর "
নরহরি চক্রবর্তী নবদ্বীপ শহর বা নদীয়া কে নয়টি দ্বীপ দ্বারা বেষ্টিত নগর বলেছেন ।
তাহলে দেখা গেলো নতুন দ্বীপ অর্থে এই স্থানের নাম হয়েছে নব (নতুন) + দ্বীপ = নবদ্বীপ ।
১৭৭০ খ্রিস্টাব্দে রচিত বিজয়রাম সেনের তীর্থমঙ্গলেও বলা হয়েছে..
কালনা আসিয়া সবে স্নান পূজা করি ।
ভোজন করিয়া কর্ত্তা চড়িলেন তরী ।।
ছয় দণ্ড বেলা যখন আছয়ে গগনে ।
নবদ্বীপ আসি নৌকা দিল দরশনে ।।
চলাচল চলে নৌকা নদ্যা বামভিতে।
তে-মোহনা দিয়া নৌকা পড়িল খড়্যাতে ।।
গঙ্গার তীরেতে গ্রাম অতি পুন্য স্থান ।
ইহ দেশে নবদ্বীপ কাশীর সমান ।।
নবদ্বীপে বুড়োশিব আর নিত্যানন্দে ।
উদ্দেশে প্রণাম করি চলিল আনন্দে ।।
অর্থাৎ ১৭৭০ খৃস্টাব্দেও বিজয়রাম সেন নবদ্বীপ অর্থাৎ বর্তমান নবদ্বীপ ধামকে বুঝিয়েছেন কারণ বুড়োশিব মন্দির সেই প্রাচীনকাল থেকেই নবদ্বীপে অবস্থিত আর মহাপ্রভু নিত্যানন্দের নাম ও এখানে বলা হয়েছে।।
মহারাজা কৃষ্ণচন্দ্র ১৭২৮-১৭৮২ নবদ্বীপে বৈষ্ণবদের প্রভাবে শাক্ত পূজার চল কমে যাওয়ায় শাক্ত রাস উৎসবের জন্য বর্তমান নবদ্বীপ কেই বেছে নেন। আসল বৈষ্ণবক্ষেত্র যদি মিঞাপুর হত তাহলে শাক্ত রাস উৎসব আজ কিন্তু বর্তমান মায়াপুরে হত। তেমনটি কিন্তু হয়নি কারণ তিনি মহাপ্রভুর লীলাক্ষেত্র হিসাবে বর্তমান নবদ্বীপ কেই বুঝতেন ।
এবার তর্কের খাতিরে যদি নবদ্বীপকে দ্বীপের সমষ্টিই ধরা হয় তাহলে দ্বীপের সংখ্যা কটি দ্বারাই ?
নিচে ছবি দেওয়া হলো একটু গুনেই দেখুন !
#Nabadwip
#westbengal
Forester challenge ki Jhotwara butchers
Hu hu
Hare Krishna channel detail Juta wallpaper
Hari kashina
Rakhi Paul
Rakhi
Eto bhalo bhalo nai. Hare krishna. Bhagaban apnake aro power din jate manush gyan lubh korte paren. 🙏🙏.
H