জাপানে কি কি ভিসা চালু আছে || What Visas Are Available in Japan?

Поділитися
Вставка
  • Опубліковано 15 бер 2024
  • জাপানে কি কি ভিসা চালু আছে || What Visas Are Available in Japan?
    উন্নত এবং পরিশ্রমী দেশ হিসেবে পরিচিতি রয়েছে জাপানের। দেশটিতে বিভিন্ন খাতে কাজ করেন অনেক বিদেশিও। এবার জাপান সরকার একটি নতুন ভিসা চালু করতে যাচ্ছে, যা বিদেশি সংস্থাগুলোর কর্মীদের দেশটিতে বসবাস সহজ করে তুলবে।
    জাপানের অভিবাসন পরিষেবা সংস্থার বরাত দিয়ে শুক্রবার (২ ফেব্রুয়ারি) নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, ভ্রমণের পাশাপাশি উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের ছয় মাস পর্যন্ত ‘টেলিওয়ার্কিং’ ভিত্তিতে জাপানে কাজ করার অনুমতি মিলবে।
    প্রতিবেদনে বলা হয়, আগামী মাসের মধ্যে এই কার্যক্রম চালু করার আশা করা হচ্ছে। জাপান ‘ডিজিটাল নোম্যাডদের’ স্বাগত জানাতে প্রস্তুত, যারা যেকোনো জায়গা থেকে কাজ করতে পারবেন।
    রিপোর্ট অনুসারে, ‘ডিজিটাল নোম্যাড’ ভিসার যোগ্য হতে আবেদনকারীদের বার্ষিক আয় অবশ্যই এক কোটি ইয়েন বা ৬৮ হাজার মার্কিন ডলারের সমতুল্য হতে হবে।
    এছাড়াও আবেদনকারীদের অবশ্যই সেই ৫০টি দেশ এবং অঞ্চলের একটির নাগরিক হতে হবে, যাদের সঙ্গে জাপানের ভিসা মওকুফ চুক্তি রয়েছে এবং তাদের ব্যক্তিগত স্বাস্থ্য বীমা রয়েছে।
    প্রতিবেদনে আরও বলা হয়, এই ভিসাধারীরা তাদের পরিবারের সদস্যদেরও জাপানে নিয়ে আসার অনুমতি পাবে। তবে এক্ষেত্রে তাদের ব্যক্তিগত স্বাস্থ্য বীমার আওতায় থাকতে হবে।
    এদিকে জাপানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে কর্মরত বিদেশি নাগরিকের সংখ্যা প্রথমবারের মতো ২০ লাখ অতিক্রম করেছে। নিক্কেই এশিয়ার প্রতিবেদন মতে, জাপানে বিদেশি শ্রমিকদের মধ্যে ২৫ শতাংশের বেশি ভিয়েতনামের নাগরিক। এরপরই রয়েছে চীন ও ফিলিপিন্স।
    Channel Keyword:
    জাপান ভিসা,জাপান জব ভিসা,job in japan,japan,জাপানে কাজের ভিসা,japan visa,life in japan,জাপানে জব ভিসা চালু,work in japan,japan work visa,which jobs are available in japan,জাপানের কাজের ভিসা,work visa in japan,living in japan,japan visa for bangladeshi,japan visa requirements,জাপান কাজের ভিসা,জাপান ভিজিট ভিসা,জাপান ভিসা প্রসেসিং,জাপান স্টুডেন্ট ভিসা,জাপান স্টুডেন্ট ভিসা ২০২৩,জাপানে ভিসা চালু,jobs in japan for foreigners
    জাপানে কি কি ভিসা চালু আছে || What Visas Are Available in Japan?

КОМЕНТАРІ • 35