R Music Azam Khan With Ayub Bachchu | Official Music Video | Rtv Music | Rtv

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @emdadtalukder7581
    @emdadtalukder7581 9 місяців тому +43

    বাচ্চু ভাই এই গানটিতে এত মাধুর্য দিয়ে গিটার বাজানোর কারণে আজম খানের এই গানটিতে এক অন্যরকম অনুভূতি পেয়েছে সবাই আমার ধারণা।

    • @KajolGosh-c5j
      @KajolGosh-c5j 6 місяців тому +1

      Write

    • @rafijulislam103
      @rafijulislam103 2 місяці тому

      পাগল, আজম খান,বাচ্চু ভাইয়ের বিগ বসস।

  • @mdshakil3975
    @mdshakil3975 3 роки тому +175

    সম্মানিত ব্যক্তি রাই সম্মান দিতে জানে, যার উদাহরণ গুরু আজম খান যখন মঞ্চে আসলো আইয়ুব বাচ্চু তখন চেয়ার থেকে উঠে দাঁড়ালো। স্যালুট আপনাদের

    • @abdussaburhossainkayes1750
      @abdussaburhossainkayes1750 Рік тому +3

      বাচ্চু ভাই আজম খানের সঙ্গে অনেক কাজ করেছেন । তার কনসার্টে বাচ্চু ভাই মিউজিক দিতেন

    • @jubaermahmud3780
      @jubaermahmud3780 9 місяців тому +1

      বাচ্ছু ভাই উনাকে অনেক সম্নান করতেন।

    • @MdRipon-m7e9e
      @MdRipon-m7e9e 9 місяців тому +2

      Best

    • @KajolGosh-c5j
      @KajolGosh-c5j 6 місяців тому +1

      Baccu bi ak pis. Baccu bier bikolpo kew ni

    • @alimran6301
      @alimran6301 3 місяці тому

      হাত দিয়েও সালাম দিয়েছে লাইভেও সালাম দিলো

  • @imtiazkhandakerofficial3362
    @imtiazkhandakerofficial3362 2 роки тому +44

    কতটা ইমোশনাল হলে এবং গানের গভীরে গিয়ে বিলিন হলে গানের সাথে কান্নার শব্দ বের হয়ে আসে তা দেখলাম, এই জন্য ই এরা লিজেন্ড ইভার গ্রিন তারকা। বিনম্র শ্রদ্ধা ও সম্মান এবং ভালোবাসা দুই লিজেন্ডের জন্য 💕💕❣️

  • @thisiskhanmamun8236
    @thisiskhanmamun8236 3 роки тому +170

    ৭১ এ যার বন্ধুক বেজেছিলো গিটারের মতো,পরে যার গিটার বেজেছিলো বন্ধুকের মতো-তিনি কিংবদন্তি,বীর মুক্তিযোদ্ধা গুরু আজম খান-
    গুরু তোমায় সালাম 🙏

  • @sdrubelaslam1794
    @sdrubelaslam1794 4 роки тому +132

    পপ সম্রাট গুরু আজম খান একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।এমন মানুষের জন্ম বারবার হয় না।দোয়া করি ওপারে ভালো থাকেন আপনি..

    • @iqbal1569
      @iqbal1569 3 роки тому +2

      মুক্তিবাহিনীর প্রথম স্পেশাল ফোর্স ক্র‍্যাক প্লাটুন এর সদস্য ছিলেন।

    • @mujahidulislam898
      @mujahidulislam898 3 роки тому +2

      @@iqbal1569 yes brothe, he was the leader of crack platoon.

    • @fahimaakter5182
      @fahimaakter5182 Місяць тому

      Guru ajom khan is best

  • @Mohoth.Gaming.
    @Mohoth.Gaming. Рік тому +10

    ভালো লাগলো,,, সম্মানিত ব্যক্তিরাই সম্মান দিতে জানেন...গুরু আজম খানকে দাড়িয়ে সবাই সম্মান করলেন। অসাধারণ একটা দৃশ্য!

  • @smmasudarnab214
    @smmasudarnab214 5 років тому +66

    অজান্তেই চোখে জল এসে গেল, কত নিরহংকার মানুষ দুটি আজ আকাশের তারা হয়ে আছে 😭। মিস ইউ পপ/রক গুরু, মিস ইউ গিটারিস্ট গুরু। ওপারে ভাল থাকবেন... দোয়া রহিলো।

  • @asrintu894
    @asrintu894 3 роки тому +74

    সত্যিই গুরু আজম খানের গান শুনলে মনে হয় কোথায় যেন হারিয়ে যাই। বিনম্র শ্রদ্ধা । হে আল্লাহ্ আপনি গুরু আজম খানের সমস্ত গুনাহ মাফ করে উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন । আমিন

    • @ashrafbograa1903
      @ashrafbograa1903 2 роки тому +1

      Shudhu azam khan noy sathe Ayub BAchchu sir keo Allah Jannat Naseeb korun. Ameen

  • @rkdjibon4288
    @rkdjibon4288 6 років тому +895

    নিজের কথা গুলোকে গানে পরিনত করার একমাত্র দক্ষ কারিগর দুজনের একজনেও আজ নেই😭😭😭😭।।।
    শেষ ভরসা গুরু জেমস।।।

    • @topone8664
      @topone8664 5 років тому +34

      কেউ থাকবেনা আমাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে জিনি আমাদের সৃস্টি করেছে।

    • @sakibulhasan8411
      @sakibulhasan8411 5 років тому +3

      Right vai

    • @gamingtasdid7527
      @gamingtasdid7527 5 років тому +3

      🕋🚓

    • @MdAkram-vs8bi
      @MdAkram-vs8bi 5 років тому +13

      গুরু জেমস আছে আমাদের আছে ছিল এবং থাকবে

    • @rajdipdas3206
      @rajdipdas3206 5 років тому +2

      Ami asi😎

  • @jabeduddin2587
    @jabeduddin2587 11 місяців тому +4

    বাংলা ব্যান্ড জগতের দুই উজ্জ্বল নক্ষত্র। আপনাদের এই ভিডিও থেকে নতুন প্রজন্মের শেখার আছে অনেক কিছু কি ভাবে গুরুজনকে সম্মান দিতে হয়, কি ভাবে কথা বলতে হয় অনেক কিছু। আল্লাহ আপনাদের দু'জনকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক।

  • @salekhossain2807
    @salekhossain2807 5 років тому +525

    এখন রাত ১.০০ এই রাতে এই গানটা শুনতে গিয়ে আর পারছিনা এই দুই লিজেন্ডস এর কথা সুর ভাব সব মিলিয়ে চোখে জল চলে আসছে,,, ওপারে ভাল থাকবেন দুই লিজেন্ডস আল্লাহ আপনাদের জান্নাত নসিব করুক আমীন 😟🙁

    • @hollywoodindia517
      @hollywoodindia517 4 роки тому +10

      Vitor ta nara diye uthe 2ta legend kei amra haralam.. Allah tader 2jon ke jannat bashi koruk amin 🤲

    • @sajiasultanasnigdha8917
      @sajiasultanasnigdha8917 3 роки тому +5

      Jara gun bajna kore tara ki jannate jete parbe?

    • @salekhossain2807
      @salekhossain2807 3 роки тому +10

      @@sajiasultanasnigdha8917 muslim hoie mritto boron korle ek somoy to jabei dua kori jate Allah onader vultroti maf kore jannat nasib koren ameen.

    • @sheikhmujib6581
      @sheikhmujib6581 3 роки тому +6

      সারা জীবন পাপের উৎস তৈরি কইরা দিয়ে আবার ___..
      কবে হুশ ফিরবে এই মুসলিম উম্মাহর।।
      আল্লাহ্ অতিশয় ক্ষমাশীল, তাই কিছু বললাম না।।
      আল্লাহ্ আমাদের হেদায়েত দিন,
      কোনো পাপিষ্ঠ ব্যাক্তিকে আদর্শ না মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আদর্শ মেনে চলার তৌফিক দিন, ইয়া রব।।

    • @mamunorrashid6646
      @mamunorrashid6646 3 роки тому +2

      কাকতালীয় ভাবে আমিও ঠিক রাত ১ টার সময়ই গানটা শুনছি,,

  • @tanvirovi
    @tanvirovi 3 роки тому +23

    বাংলাদেশের দুইজন মিউজিক লিজেন্ড প্রয়াত আজম খান ও প্রয়াত আইয়ুব বাচ্চু। মহান আল্লাহ তাদের দুই জন কে জান্নাতবাসী করুন

  • @wohidurrahman5621
    @wohidurrahman5621 5 років тому +73

    চোখের পানি ধরে রাখতে পারলাম না 😓
    ভালোবাসি গুরু💖
    ভালোবাসি গানের যাদুকর💖

  • @mintumusicbox184
    @mintumusicbox184 4 роки тому +16

    আহা কি আবেগ, আর কি দরদ কি ভংগী। আর গিটার যেন গান টাকে আরো মধু যুগিয়ে দিচ্ছে। আর যতটা ভালো লাগলো, তার চেয়ে বেশি কষ্ট পেলাম। এই ভেবে যে এই দুজনকেই হারিয়েছি আমরা,

  • @biva6023
    @biva6023 5 років тому +48

    পাপড়িরা বোঝেনা কষ্ট কি জিনিস, তাই আসে না। তবে এরকম দুএকজন পাপড়িদের জন্য সৃষ্টি হয় এসব মহান মানুষদের।

    • @minarmahmud5933
      @minarmahmud5933 3 роки тому

      মনের মতো একটা কথা বলেছেন

    • @SG_Arthurs.0489
      @SG_Arthurs.0489 3 роки тому

      দু একজন নয়,
      এক মহা মানবের ত্বরে একজন ই
      " পাপড়ি " এক দ্বেবী স্বত্তা ই হয়...

  • @rihansha3099
    @rihansha3099 2 роки тому +47

    রাত প্রায় ৩টা একা বারান্দায় বসে গানটি শুনছি....
    গুরু আজম খানের সুরে যেন বেদনা ঝরছিলো 🖤
    শ্রদ্ধেয় বাচ্চু ভাই অল অয়েজ বিউটি 👌😍
    ২৪ ফেব্রুয়ারি ২০২২
    রাত ২:৫৩ মিনিট।

    • @SabbirMridha173
      @SabbirMridha173 5 місяців тому

      Ei thandar moddha vai barandai kivabe siln ??

  • @rifatahmmed8710
    @rifatahmmed8710 5 років тому +277

    গুরু আসামাত্রই সবাই দাঁড়িয়ে গিয়েছে।রেস্পেক্ট ❤❤

    • @shihabnabid3087
      @shihabnabid3087 2 роки тому +3

      ভাই আগের জেনারেশন গুলো সম্মান করতে জানে। আর এখন এর কথা না‌ "ই" বললাম 🙂

    • @vertexdesign8720
      @vertexdesign8720 2 роки тому

      সেটাই দেখলাম

  • @mamun4726
    @mamun4726 3 роки тому +12

    সারাজীবন ভালো থাকুক এমন পাপড়ি গুলা যাদের কাছে নিষ্পাপ আবেগগুলার কোনো মূল্য নেই 😭😭😭😭

  • @youtubeschool2458
    @youtubeschool2458 5 років тому +10

    অাজম খানের সরলতার জন্য সবার শ্রদ্ধা পাওয়ার যোগ্য।।।। বস ভালো থেকো, অাল্লাহ ভালো রেখো,,,,,এই যে এটাই ভালোবাসা। কখনও দেখিনি কিন্তু বলে ফেললাম ভালো থেকো

  • @MdHalim-mg2us
    @MdHalim-mg2us 3 роки тому +317

    এই গানটির কভার অনেকেই করেছে, সবাই অনেক অনেক যন্ত্রের ব্যবহার দেখিয়েছে / করেছে। কিন্তু আইয়ুব বাচ্চুর গিটারের এর মতো অন্য কারো গিটারে এই সুর পেলাম না। কারণ, বাচ্চু একজন-ই হয়❤️।

    • @bellalhossen2880
      @bellalhossen2880 Рік тому +7

      রাইট

    • @salmanmahmud616
      @salmanmahmud616 Рік тому +5

      এস টুটুল করছে বেশ ভালো হয়েছে,কারন সে বাচ্চু ভাইয়ের সবচেয়ে ঘনিষ্ট ছিলো মিউজিকে।

    • @mahmodulhasan5320
      @mahmodulhasan5320 Рік тому +2

      Guitar goro 😍😍

    • @MdCox-ge4xb
      @MdCox-ge4xb Рік тому +1

      ❤❤❤❤❤❤

    • @MdCox-ge4xb
      @MdCox-ge4xb Рік тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @helalkhan7484
    @helalkhan7484 3 роки тому +11

    আমার কাকা শুনেছে ,তারপর আমার বাবা শুনেছে এখন আমি শুনছি,,ইনশাআল্লাহ আমার ছেলের ছেলেরা একদিন এই গান শুনবে

  • @aditthochowdhury4943
    @aditthochowdhury4943 4 роки тому +12

    অনেক কস্ট হয় এ দুজন মানুষ কে দেখে, আর পাব না দুই লিজেন্ড কে
    নিজের উস্তাদ কে সম্মান, শ্রদ্ধা কাকে বলে, আমাদের লিজেন্ড গিটারগুরু আইয়ুব বাচ্চু স্যার
    সবাই কে দেখিয়ে দিলেন।

  • @anowarhossen4707
    @anowarhossen4707 5 років тому +129

    তাহলে ভালোবাসা নামের এই রোগ আমাদের গুরু কে ও ছাঁড়েনি ! ভালোবাসা আর বিষের মধ্যে শুধু একটা,ই পাথ্ক্য , বিষ সাথে সাথে জীবন শেষ করে দেয় আর ভালোবাসা তিলে তিলে শেষ করে !!

  • @shafikvhoumik1433
    @shafikvhoumik1433 Рік тому +11

    পাপড়ি গানটা যত শুনি অন্য একুটা ফিলিংস কাজ করে,ওপারে ভালো থাকো দুই লিজেন্ড

  • @bangladeshibandmusic3081
    @bangladeshibandmusic3081 6 років тому +439

    চোখের কোনে অজান্তেই পানি জমে গেল মিস ইউ গুরু আজম খান😍মিস ইউ বাচ্চুদা😍

  • @rajbhai0437
    @rajbhai0437 10 місяців тому +44

    আমার মতো কে কে 2024 সালে শুনছো?

  • @sazzadhossain-gy5fz
    @sazzadhossain-gy5fz 5 років тому +67

    গিটার সম্রাটের গিটার বাদন আর পপ সম্রাটের মায়াবী গায়কি.... অসাধারণ...!!

  • @MdMHRony
    @MdMHRony 4 роки тому +39

    বাংলাদেশের গানের জগৎতের দুই নক্ষত্র।আজ দুইজন পৃথিবীতে নেই আছে তাদের গান। যতদিন পৃথিবী থাকবে ততদিন গান থাকবে।

  • @ADVENTURE-fw7gv
    @ADVENTURE-fw7gv 5 років тому +44

    সত্যকথা গুলো কিভাবে অকপটে বলেদেয়া যায় তারই নিদর্শন সহজ সরল মানুষ ছিলেন আপনি , ভালো থাকুক আপনার পাপরি এবং ভালো থাকুন আপনি পরপারে ।

  • @niazdewan3606
    @niazdewan3606 4 роки тому +14

    যতদিন বাংলা মিউজিক থাকবে,ততদিন এই দূজন বসও থাকবেন,মানুষের হৃদয়ে।সেটা শত বছর পর হলেও

  • @ayesharhaman105
    @ayesharhaman105 6 років тому +356

    বাংলা দুই কিংবদন্তি আজকে আমাদের মাঝে নেই, এখন শুধুই সৃতি

    • @aponahmed8531
      @aponahmed8531 4 роки тому

      😢😢😢

    • @zamanmiraj6298
      @zamanmiraj6298 Рік тому

      😭😭

    • @kamrulhossainforhad7621
      @kamrulhossainforhad7621 Рік тому

      সবার জীবনে একটি পাপড়ি থাকে তাঁরাই দেবদাস বানিয়ে দিয়ে যায় 😢😢😢😢

  • @KhanSohelkhann
    @KhanSohelkhann 4 роки тому +25

    দাঁড়িয়ে শ্রদ্ধা!...😍

  • @SarderZahidurRahaman
    @SarderZahidurRahaman 5 років тому +23

    এই গানটা আগে শুধু শোনার জন্য শুনতাম, কিন্তু গুরু মারা যাবার পর গানটির মর্ম বুঝলাম । মানুষ হিসেবে আমরা কত স্বার্থপর, বেঁচে থাকতে গুরুর মর্যাদা আমরা দিতে পারি নাই। গুরু মাফ করবেন, আল্লাহ আপনাকে বেহেসত নসীব করুন । আমীন।

  • @mojnushahariar2289
    @mojnushahariar2289 4 роки тому +1

    এই মায়া ভরা পৃথিবী ছেরে আজ আপনারা দুজনেই ওই নীল আকাশের তারা।আপনারা ভাল থাকেন, যেখানেই থাকেন,,,,তবে কষ্ট সব সময়ই স্বার্থপর হয়না মাঝে মাঝে ভাল কিছু তৈরীও করে দেয়,,,তারই প্রমান হলো গুরুর এই লাইন দুইটা,,,
    ;;এই মায়া ভরা পৃথিবী ছেরে চলে যাবো চিরতরে,,সবাই চলে যায় কতটুকুই বা পায়😥😥,,,ভালবাসা রইলো আপনাদের প্রতি🥰🥰

  • @shafkwathossain9389
    @shafkwathossain9389 5 років тому +66

    কত ভাগ্যবান আমি, বাচ্চু ভাই গীটার বাজাচ্ছেন আর আজম খান গাচ্ছেন,😍😍

  • @benjamingonsalves-do4oh
    @benjamingonsalves-do4oh Рік тому +6

    Both are in heaven now....
    History maker....Once in a century....
    Thanks from Philipines.Cebu City

  • @BinanceBangladesh
    @BinanceBangladesh 5 років тому +465

    ওস্তাদকে কিভাবে সম্মান করতে হয় সেটা আইয়ুব বাচ্চুর থেকে শেখা উচিত হয়।

    • @rakibsorkar8036
      @rakibsorkar8036 4 роки тому +10

      সত্যিই,,,, আবেগাপ্লুত হলাম,, কত সুন্দর করে একটা গানের মনচে বসেও সালাম দিলেন,,, কত অমায়িক একটা মানুষ ছিলেন আইয়ুব বাচচু

    • @mdjabed9988
      @mdjabed9988 3 роки тому +1

      @@rakibsorkar8036 ক

    • @sheikhmujib6581
      @sheikhmujib6581 3 роки тому +4

      ছাগুলের দল

    • @raselhasan3226
      @raselhasan3226 3 роки тому +2

      নোবেলের শেখা উচিত

    • @raselhasan3226
      @raselhasan3226 3 роки тому +4

      @@sheikhmujib6581 গান বুঝেন?

  • @mdafjal1877
    @mdafjal1877 8 місяців тому +17

    কে কে আমার মত 2024 সালে এসে গুরুর পাপড়ি কেন বোঝেনা শুনেছো পরবর্তী প্রজন্মের কাছে রেখে গেলাম আমার এই কমেন্ট তারা হয়তো বুঝবে আমাদের লিজেন্ডদের কথা লাভ ইউ গুরু আজম খান লাভ ইউ বাচ্চু দাদা

  • @sefanuelhemrom2772
    @sefanuelhemrom2772 6 років тому +90

    দুই জন খুবই সাধারন কিন্তু অসাধারন গুনের মানুষ, দিল খোলা মনের মানুষ, নিরহংকারী মানুষ আমাদেরকে কাদিয়ে চলে গেলেন। 😪

    • @MdNoor-mq2wi
      @MdNoor-mq2wi 5 років тому

      @Martin Roy ঠিক বলেছেন ভাই

  • @golamrabbani3706
    @golamrabbani3706 Рік тому +21

    আমি আমার ৬০ বছর বয়সেও আজম খাঁনের বিকল্প কাউকে চিন্তা করতে পারি না।

  • @illiterateperson9323
    @illiterateperson9323 4 роки тому +16

    কলকাতা শিলিগুড়ি থেকে, মিস ইউ গুরু,😥😥😥

  • @mirzashaidulislamfoysal8485
    @mirzashaidulislamfoysal8485 3 роки тому +4

    নতুম প্রজন্মের শিল্পীদের শেখার অনেক কিছু আছে, আইয়ুব বাচ্চু স্যার আজম খান স্যারকে যেভাবে সম্মান দিলেন, শিকড়কে অবঙ্গা করে বড় হওয়া যায়না, আল্লাহ আপনাদের কবরের আযাব মাফ করেন।

  • @sohelhossain3139
    @sohelhossain3139 6 років тому +413

    একজন পপ সম্রাট অন্যজন গিটার সম্রাট

  • @jamilmahmud3726
    @jamilmahmud3726 3 роки тому +6

    গানটার একটাই সমস্যা তাড়াতাড়ি শেষ হয়ে যায় 😔 প্রতিটা লাইন ভিতরে একটা শিহরণ দেয় 😎 ওপারে ভালো থাকবেন স্যার আজম খান ও বাচ্চু ভাই ❤

  • @sdrubelaslam1794
    @sdrubelaslam1794 4 роки тому +32

    শিল্পী:আইয়ূব বাচ্চু ভাই য়ের শুন্যতা কোন দিন পুরন হবে না।দোয়া করি ওপারে ভালো থাকেন আপনি..

  • @musicman6140
    @musicman6140 3 роки тому +9

    মানুষ বেঁচে থাকেন তার কর্মে, যেমন চলে গিয়েও বেঁচে আছেন আমাদের মিউজিক লিজেন্ডগন.. 🎵💙🎶

  • @aslamarafat590
    @aslamarafat590 5 років тому +33

    7:30!!!! How great he was!!!! He came on stage with barefooted!!! Love u Ajam Sir ❤❤❤❤
    Nowadays it is just impossible for thinking only!!!

  • @mdmahfuzurrahman1240
    @mdmahfuzurrahman1240 10 місяців тому +5

    পৃথিবীতে যদি কয়েকজন ভালো গিটারিস্ট থাকে,তাদের মধ্যে আইয়ুব বাচ্চু একজন।

  • @rizbyhossain1659
    @rizbyhossain1659 5 років тому +25

    Two legends!
    Papri aunty onek lucky😍😍😍😍

  • @vlogwithchill3212
    @vlogwithchill3212 Рік тому +4

    বাংলাদেশের দুই কিংবদন্তি
    স্বরণীয় হয়ে থাকবে এই মুহূর্ত টা।❤
    কারেকশন: এখন দুই জনের একজন ও নেই আমাদের মাঝে। 😥😪🥲

  • @mohammadalamin8812
    @mohammadalamin8812 6 років тому +293

    বাংলা গানের দুই নক্ষত্র, যেখানে থাকেন ভাল থাকবেন, এই কামনা করি মহান আল্লাহতালার কাছে।

  • @somratkabir6457
    @somratkabir6457 3 роки тому +4

    সুন্দর সংগীত সম্মান প্রদর্শন দুইটাই মনোমুগ্ধকর ও শিক্ষনীয় ❤️❤️❤️💞

  • @হযবরলবিডি
    @হযবরলবিডি 5 років тому +7

    😥😥😥😥😥😥😥😥😥
    কান্না ছাড়া কিচ্ছু করার নাই।
    বাচ্চু ভাইয়ের মৃত্যুর খবর যেদিন শুনি,মনে হলো বুকের পাঁজর বন্ধ হয়ে গেছিল।ভালবাসি ভাই এর গান।

  • @folkuncutbd4138
    @folkuncutbd4138 2 роки тому +4

    গানটা যতবার শুনি তোমার কথা মনে পড়ে যায় প্রিয়,
    কত কাছের ছিলে তুমি,
    কতটা দূরে চলে গেলে
    কত আবেগ কত আক্ষেপ
    লুকিয়ে আছে গানটির মধ্যে
    হয়তো বুঝবে না।
    "পাপড়ি কেন বোঝেনা,তাই ঘুম আসে না"

  • @ayshachowdhury280
    @ayshachowdhury280 6 років тому +406

    প্রিয় মুখ গুলো একের পর এক চলে যাচ্ছে, আযম খান, বারী সিদ্দিকী, আইয়ুব বাচ্চু

  • @HridoyHasanEmu
    @HridoyHasanEmu 2 роки тому +4

    ওস্তাদকে দেখে দাঁড়িয়ে যাওয়ায় মন টা ভরে গেলো-
    গান গুলোর কথা কেমন যেনো হৃদয় ছুয়ে যায়-❤️💔❤️

  • @baharulbabar8
    @baharulbabar8 4 роки тому +86

    আজ ২ নক্ষত্র প্রয়াত।
    ২০২০ এ কে কে দেখেছেন..?

  • @rahatdcosta9280
    @rahatdcosta9280 3 роки тому +1

    এদেশে আইয়ুব বাচ্চু স্যার, আজম খান স্যার, জেমস্ স্যার, আসিফ আকবর স্যারদের মত লিজেন্ডরা একবারই জন্মায়। জন্ম নেয়, আবার স্বার্থপরের মত চলে যায়। রেখে যায় রক্তের শিরায় শিরায় কিছু কাঁপুনি ধরার মতো স্মৃতি। যা বয়ে চলে নিরন্তর।

  • @mdrashel5420
    @mdrashel5420 5 років тому +7

    সত্যি ভাইয়া আপনার গিটারের সুরে শরীরের লুম কাড়া হয়ে যায়,,,ভালো থাকবেন দুইজনেই

  • @dipankarbarua4623
    @dipankarbarua4623 2 роки тому +1

    বিনম্র শ্রদ্ধা গুরুর প্রতি।
    যৌবনের ঊষালগ্নে যখন একটু আধটা গ্রামের বিভিন্ন স্টেজ প্রোগ্রামে গান গাইতাম তখন প্রথমেই শুরু করতাম গুরুর " চুপ চুপ অনামিকা চুপ..... " কিংবা, "অভিমানী তুমি কোথায় হারিয়ে গেছ........" দিয়ে। আহ্ সেসব সোনালী দিনগুলো আজ কেবলি স্মৃতি!

  • @arman3383
    @arman3383 6 років тому +147

    বাচ্চু,গাও বাচ্চু,গাও বাবারা,গাও।।।আজম খানের গান গুলি তে এই শব্দ গুলো খুব ভালো লাগে।

    • @mdhanifmahamod2335
      @mdhanifmahamod2335 6 років тому +10

      Real Rayhan,,, রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিলো একটি ছেলে মা তার কাদে ছেলেটি মরে গেছে হায় রে হায় বাংলাদেশ আমার বাংলাদেশ গাও বাচ্চু বাজাও ✌✌✌

    • @nowrazahmedmusfak
      @nowrazahmedmusfak 5 років тому +11

      যখন তিনি এই কথা বলে ছিলেন গানের মধ্যে বাচ্চু গাও বাচ্চু গাও, তখন আমার গায়ের লোম দাড়িয়ে গিয়েছিল

    • @morshedulislam2591
      @morshedulislam2591 4 роки тому +1

      Azom khan

    • @jasimhuddin2902
      @jasimhuddin2902 3 роки тому +1

      ✋ আমার ও

  • @shoaibislamrakib900
    @shoaibislamrakib900 2 роки тому +2

    স্টেজের দুইটা মানুষ পৃথিবীতে নাই অনেক দিন হয়ে গেলো। ভালোবাসি আপনাদের নিজের চাইতে বেশি।আল্লাহ যেনো জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করেন।

  • @mdmuazzenbillah543
    @mdmuazzenbillah543 5 років тому +26

    JUST AFTER LIBERATION WHEN EVERYTHING WAS GLOOMY AND IN DISASTER THIS VERY SIMPLE MAN BROKE THE SILENCE OF SADNESS WITH PULSATING TUNES NEVER HEARD BEFORE ENVIGORATING A NEW BORN BABY BANGLADESH AND WE COULD HEAR PULSES BEATING IN OUR VEINS PUMPING US WITH DELIGHTS NEVER TASTED BEFORE WE OWE A LOT TO THIS VERY SIMPLE BUT GENUINE PIECE OF GENTLEMAN A HEART FULL OF LOVE AND PRAY TO GOD FOR BOTH OF THEM

  • @mehedihassanmst2271
    @mehedihassanmst2271 2 роки тому +11

    দুটি নক্ষত্রর কেউই আজ নেই 😓😓😓😓

  • @SayemAbu-y9c
    @SayemAbu-y9c Рік тому +5

    আমার মনে যে কয়জন মানুষ আজও জেগে আছেন,আযমভাই ও আইয়ুব বাচ্চু ভাই অন্যতম

  • @mdronyeshan9722
    @mdronyeshan9722 Рік тому +2

    এক আকাশ সমান অনিশ্চয়তা তোমাকে পাওয়া না পাওয়ার! তবুও রোজ ভাবি তুমি আমার।🖤

  • @mdtanvirislamtaher3249
    @mdtanvirislamtaher3249 2 роки тому +4

    জীবনের সবচেয়ে ভালো লাগার একটি অনুষ্ঠান

  • @AbrarKhan-f9z
    @AbrarKhan-f9z 3 місяці тому +2

    সারারাত জেগে জেগে কত কথাই আমি ভাবি.....

  • @mazharrakib107
    @mazharrakib107 5 років тому +41

    আল্লাহ তাদের পাপ মার্জনা করে জান্নাত নসিব করুক

    • @r.kshawon1980
      @r.kshawon1980 3 роки тому +1

      আল্লাহুমা আমীন

  • @jamilmahmud3726
    @jamilmahmud3726 3 роки тому +3

    ফেভারিট গানের তালিকায় এই গানটা সবার শীর্ষে 😍

  • @hridoy5767
    @hridoy5767 6 років тому +69

    বাংলার তারা ⭐ ছিলে তোমরা ❤
    কোথায় হারিয়ে গেলে

  • @sharifhossain5570
    @sharifhossain5570 11 місяців тому +1

    গীটারের টুনটা মনের গভীর থেকে ফিল করি। আহ্ বস বাচ্চু ভাই এবং গুরু আজম খান আপনারা বাংলা গানের জগতে ‍দুই লিজেন্ড। আপনারা ওপারে ভাল থাকেন দোয়া রইল।

  • @imrannagar91
    @imrannagar91 6 років тому +12

    Salute to you guys. Legends never die. They live forever with their creations.

  • @ikramhossain8463
    @ikramhossain8463 Рік тому

    পাপড়িকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আজম স্যারকে ছেড়ে যাওয়ার জন্য।আজম স্যারের ভালোবাসা পূর্ণতা পেলে হয়তো এই গান এর সৃষ্টি হতো না ❤

  • @dbdbarua
    @dbdbarua 6 років тому +51

    R tv music কে একটা রিকোয়েস্ট, প্লিজ,R Tv তে প্রচারিত বাচ্চু ভাইয়ের উপস্থাপনায় R music এর সব episode গুলো full আপলোড দেন, HD formate এ।

  • @sumonhossain5212
    @sumonhossain5212 3 роки тому +3

    আই মিস ইউ 😥 মতিঝিল টি'এন'টি কলোনি'র সেই মানুষ'টা... 12/12/2012

  • @ArijitBiswas
    @ArijitBiswas 3 роки тому +55

    I can not stop my tears right now. Two legends, Two immortals. Magical moments.

    • @AastabolProductions
      @AastabolProductions 3 роки тому +1

      Pray majhe majhe asi unader dekhte. Thanks to technology, akhono tader khuje pai. ❤

    • @redomkhan5455
      @redomkhan5455 2 роки тому +1

      You exactly talking my language huge legends….Bangladesh made of….

  • @anonymoussoul3343
    @anonymoussoul3343 3 роки тому

    এই পৃথিবীকে ধন্য করে দুই নক্ষত্র আজ এক আকাশে। যেখানেই থাকুন ভাল থাকুন। শ্রদ্ধা ও ভালবাসা গুরু।

  • @Sifat811
    @Sifat811 3 роки тому +3

    আপনারা থাকবেন আমাদের হৃদয়ে ❣️
    -ভালো থাকুন ওপারে দুই লিজেন্ডস 🌹

  • @NazrulIslam-t1p
    @NazrulIslam-t1p 11 місяців тому

    গানের প্রতিটা বাংলা কথা এতোটাই সহজ ছিলো যা একটি শিশুও বুঝতে পারবে সহজেই।ভাষার মাসে শ্রদ্ধা জানাই গায়ক মুক্তিযোদ্ধা আজম খানকে।

  • @sobujkholifa9951
    @sobujkholifa9951 3 роки тому +4

    দুজনের কেউ আজ পৃথিবীতে নেই,
    একজন ছিলেন ব্যান্ড সংগীতের প্রথিকৃত
    আর একজন ব্যান্ড মিউজিক এর লিজেন্ড

  • @mdjamalhodssain3057
    @mdjamalhodssain3057 3 роки тому +1

    আর কোনো দিন এমন প্রোগ্রাম দেখা হবেনা
    পরপারে ভালো থাকবেন
    প্রিয় লিজেন্ডদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি

  • @71238sam
    @71238sam 3 роки тому +21

    Can’t believe both legends are gone ! RIP & RESPECT for giving us moments that will always be precious as breathing

  • @KAWSAR1979
    @KAWSAR1979 Рік тому +1

    মনটা খারাপ হয়ে গেলো ঘুম আসছিলো না তাই ভিডিও দেখতে দেখতে এই ভিডিও চলে আসে দেখার লোভ সামলাতে পারি নাই। আমার প্রিয় দুই শিল্পী আজ দু'জনই আমাদের মাঝে নেই কিন্তুু উনাদের গাওয়া গানগুলো চিরসবুজ কোনো সন্দেহ নেই।

  • @beautifulnice3769
    @beautifulnice3769 5 років тому +15

    দুই জন আজ আমাদের মাঝে নেই।
    আল্লাহ দুইজন জে জান্নাত বাসি করুন

  • @openeye21
    @openeye21 3 роки тому +1

    ছোট বেলা থেকেই ইচ্ছা ছিল একটিবার বাচ্চু স্যারের সাথে দেখা করার.....
    সেই সৌভাগ্য হয়েছিল, মৃত্যুর কয়েক মাস আগে আমায় এখানে কনসার্ট করতে এসেছিলেন, খুব কাছ থেকেই দেখেছিলাম।
    যদিও কথা হয়নি তবুও সেটাই সুখ স্মৃতি।

  • @aminulbadhon7659
    @aminulbadhon7659 4 роки тому +3

    দুইজন লিজেন্ডই আমাদের ছেড়ে চলে গেছেন। ভালো থাকুক দুইজনই.. ❤

  • @azharasif9169
    @azharasif9169 2 роки тому +1

    এই বিদেশের মাটিতে,মাঝরাতে চেয়ারে বসে বসে গানটা শুনতেই কেমন যেন একটা ভাল লাগা কাজ করলো।আর দোয়া এই দুজনের জন্যই।অবশ্য একদিন চিরাচরিত নিয়মে আমিও যাবো,আর কেউ এই মন্তব্য পড়বে আর ভাববে।

  • @adnansami6007
    @adnansami6007 5 років тому +25

    দুই গুরু আজ আমাদের মাঝে নেই।
    বাংলা গানের উজ্জল নক্ষত্র।
    😥😥😥

  • @SharifHasanSumonSir
    @SharifHasanSumonSir 2 роки тому +1

    অনুষ্ঠানটা যে কতবার যে দেখছি, বলে শেষ করতে পারবো না।
    মনে হয় দু'জনই এখনো বেঁচে আছেন।
    ভালো থাকুক ওপারে গুরু

  • @riajulalam4423
    @riajulalam4423 3 роки тому +15

    আহহা এই রকম আর কখনো দেখবো না। কিংবদন্তি বাংলার রক,পপ, গায়ক আল্লাহ যেন এদের বেহেশত নসিব করেন। আমিন

  • @remonkhan9828
    @remonkhan9828 Рік тому +1

    Ai song gula sonle automatic choke jol chole ase .Kono reasons chara

  • @souravdasshanto2036
    @souravdasshanto2036 4 роки тому +108

    বুঝলাম না কিছু শ্রবণপ্রতিবন্ধি বা রুচিপ্রতিবন্ধি এসে কিভাবে এই ভিডিও গুলোতে ডিজলাইক দিয়ে গেল!😓🙄

    • @azizulmollha4497
      @azizulmollha4497 3 роки тому +3

      Right bro 100% Right

    • @যুক্তিকথা
      @যুক্তিকথা 3 роки тому +4

      ভাগ্য ভালো যে বাবু হাগিছো গানের ভক্তরা এই গান শুনতে আসেনি
      তাহলে কয়েক মিলিয়ন ডিস লাইক পড়তো

    • @abusayem8348
      @abusayem8348 3 роки тому +1

      এরা জারজ সন্তান,

    • @naeemnipu3872
      @naeemnipu3872 3 роки тому

      না ভাই ওরা BTS aka হিজড়া ফ্যান, তাই

    • @YasinArafat_cub90
      @YasinArafat_cub90 3 роки тому +1

      এরা মানুষ নামে কলংক।দুই কিংবদন্তি একসাথে তারপর ও ডিসলাইক।ছাগলের সংখ্যা বেড়ে গেলে যা হয় আর কি।।

  • @sadmusic01
    @sadmusic01 2 роки тому +1

    একটা রিকোয়েস্ট আজম খানের গান গুলো হারিয়ে যাচ্ছে। তার গান গুলো movie বা singal মিউজিকের মধ্যে দিয়ে প্রকাশ করা হোক। যদি এমন করা হয় তাহলে গানগুলো জনপ্রিয় হবেই। আজম খানের নাম ও গান কেউই চেনে না, বিশেষ করে এই প্রজন্মের ব্যাক্তিরা। আমিও চিন্তাম না তাকে। টিভিতে তার একটা গান শুনে তার ব্যাপারে জানলাম। তার পর ইউটিউবে তার অনেক গান শুনি তার ভক্ত হয়ে গেলাম। ভালো গায়ক দিয়ে গান গাওয়ালে হয়তো আজম খানের গান গুলো সবাই শুনবে। বিশেষ করে তরুণ প্রজন্ম। তার গানের যে গভীর শুর তা যে কেউ শুনলে অবাক হবেন যে, গান না শিখেও কিভাবে এত ভালো গান গায়। Ayub bachchu কে এ প্রজন্মের সবাই চেনে। আজম খানকে কয়জনে চেনে❓

  • @GENTLEBIKER
    @GENTLEBIKER 3 роки тому +11

    His unique body language is still unique. The real guru! Love for this kind of persons never dies. The real contributors of the country. Freedom fighter as well as "pop guru" and another is "guitar guru". You are never be forgotten.

  • @rubelparvez5676
    @rubelparvez5676 10 місяців тому +1

    মনে কষ্ট নিবেন না।সমাজে কিছু মানুষ আছে যারা শুধু বিপরীতমুখী থাকে জানলে অবাক হবেন এটা ইচ্ছে করে থাকে।

  • @banglafunny9403
    @banglafunny9403 5 років тому +6

    গুরুর মাঝে একটাই প্রতিভা ছিল,তার মাঝে কোন অহংকার ছিলনা, দোয়া করি গুরুর জন্য আল্লাহ্ খমা করেন তাকে,,,,

  • @rakibulhasan-br3xc
    @rakibulhasan-br3xc 3 роки тому +2

    সংগীতের দুই উজ্জ্বল তারা,দুইজন বিদায় নিয়েছেন আল্লাহ পাকের ইচ্ছায়,সবার ই উচিত এমন কিছু সৃষ্টি রেখে যাওয়া যেন বিদায়ের পরও সবাই অন্তরের অন্তস্থল থেকে স্মরণ করেন,আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন,আমীন.!❣️

  • @kawser-gx9nf
    @kawser-gx9nf 2 роки тому +4

    বাংলার আকাশে র দুই নক্ষত্র আজ দূর পরবাসে ওপারে ভালো থাকবেন লিজেন্ড,, 🤲😓

  • @biplobhassan6299
    @biplobhassan6299 3 місяці тому

    আজম খানকে কত সম্মান করতেন বাচ্চু ভাই,
    আজম খান আসার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সালাম দিলেন এবং সাথে যারা ছিলেন সবাই উঠে দাঁড়ালেন,
    অনেক শ্রদ্ধা আপনাদের জন্য 💙💚