বর্তমান যুগের আন্দোলন বনাম নববী যুগের আন্দোলন ও জিহাদ | গুরুত্বপূর্ণ আলোচনা

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 99

  • @josimjosim4820
    @josimjosim4820 3 роки тому +5

    মাশাল্লাহ খুব সুন্দর আলোচনা

  • @FerozFeroz-bh2xc
    @FerozFeroz-bh2xc 2 місяці тому

    যদি কোন দিন ডাক আসে ইসলামের জন্য জীবন দিতে হবে তৈরী আছেন তো❤😂😂❤

  • @aburaihan4179
    @aburaihan4179 3 роки тому +1

    Jazakallah

  • @kowsarahmed7875
    @kowsarahmed7875 3 роки тому +1

    Alhamdulillah valo
    Lecture

  • @Freelancer_Anab
    @Freelancer_Anab 3 роки тому +4

    নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক (ﷺ) ইরশাদ করেছেনঃ
    مَنْ مَاتَ وَلَمْ يَغْزُ وَلَمْ يُحَدِّثْ بِهِ نَفْسَهُ مَاتَ عَلَى شُعْبَةٍ مِنْ نِفَاقٍ
    যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, অথচ কখনো আল্লাহর রাস্তায়্ জিহাদ করলো না কিংবা সশস্ত্র জিহাদের কথা তার মনে কোন দিন উদিতও হলো না, সে যেন মুনাফিকের মৃত্যুবরণ করলো।
    (সহীহ মুসলিম ৪৮২৫)
    ✈ আব্দুর রহমান ইবনে যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পিতা থেকে বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ﷺ ইরশাদ করেছেন, “যতকাল পর্যন্ত আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে ততকাল পর্যন্ত জিহাদ সতেজ ও সুমিষ্ট থাকবে।
    আর অদূর ভবিষ্যতে মানুষের জীবনে এমন একটি সময় আসবে যে যুগের শিক্ষিত লোকেরা বলবে এটা সশস্ত্র জিহাদের যুগ নয়। অতএব যে ব্যক্তি সে যুগটি পাবে তার জন্য সেটি হবে সশস্ত্র জিহাদের শ্রেষ্ঠ যামানা।”
    সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম বললেন, “ইয়া রসূলুল্লাহ ﷺ ! একজন মুসলিম কি এমন কথা বলতে পারে?!”
    নবীজী ﷺ বললেন, হ্যা । “এমন মুসলিমরা বলবে যারা পাক, ফেরেশতা আলাইহিমুস সালাম এবং সমস্ত মানুষের অভিশাপে অভিশপ্ত।”
    [√ কিতাবুস সুনান, ২য় খন্ড. পৃ: ১৭৬ √ আস সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান, ৩য় খন্ড, পৃ:৭৫১ ]
    ✈ সালামাহ বিন নুফাইল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেনঃ আমি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, এমন সময় একজন লোক এসে উনাকে বললেনঃ ইয়া রাসুলুল্লাহ (ﷺ) , ঘোড়াগুলোকে (জিহাদের জন্য ব্যবহার না করে আস্তাবলে রেখে দিয়ে) অপদস্থ করা হচ্ছে এবং অস্ত্র নামিয়ে রাখা হয়েছে, আর কিছু লোক বলাবলি করছে যে, আর জিহাদ করতে হবে না, সশস্ত্র জিহাদ শেষ হয়ে গিয়েছে! রসুলুল্লাহ সল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,
    ﻛَﺬَﺑُﻮﺍ ﺍﻵﻥَ ﺍﻵﻥَ ﺟَﺎﺀَ ﺍﻟْﻘِﺘَﺎﻝُ ﻭَﻻَ ﻳَﺰَﺍﻝُ ﻣِﻦْ ﺃُﻣَّﺘِﻲ ﺃُﻣَّﺔٌ ﻳُﻘَﺎﺗِﻠُﻮﻥَ ﻋَﻠَﻰ ﺍﻟْﺤَﻖِّ ﻭَﻳُﺰِﻳﻎُ ﺍﻟﻠَّﻪُ ﻟَﻬُﻢْ ﻗُﻠُﻮﺏَ ﺃَﻗْﻮَﺍﻡٍ ﻭَﻳَﺮْﺯُﻗُﻬُﻢْ ﻣِﻨْﻬُﻢْ ﺣَﺘَّﻰ ﺗَﻘُﻮﻡَ ﺍﻟﺴَّﺎﻋَﺔُ ﻭَﺣَﺘَّﻰ ﻳَﺄْﺗِﻲَ ﻭَﻋْﺪُ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺍﻟْﺨَﻴْﻞُ ﻣَﻌْﻘُﻮﺩٌ ﻓِﻲ ﻧَﻮَﺍﺻِﻴﻬَﺎ ﺍﻟْﺨَﻴْﺮُ ﺇِﻟَﻰ ﻳَﻮْﻡِ ﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِ
    তারা মিথ্যা বলছে! জিহাদ তো কেবল শুরু হয়েছে, আমার উম্মাতের একটি দল আল্লাহর পথে সশস্ত্র জিহাদ করতেই থাকবে। বরং আল্লাহ মানুষের মধ্য থেকে কারো কারো হৃদয়কে বক্র করে দিবেন যাতে তারা তাদের বিরদ্ধে লড়াই করতে পারে এবং এবং এই কিতাল থেকে তাদেরকে তিনি রিযক্ব দান করবেন যতক্ষণ না ক্বিয়ামাত কায়েম হয় এবং আল্লাহ্*র ওয়াদা এসে যায়। ঘোড়ার কপালে ক্বিয়ামাত পর্যন্ত রহমত থাকবে
    (সুনান নাসায়ি, হাদিস নং ৩৫৬১ - সাহিহ)
    ★ আবূ উমামাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি নিজে কখনো সশস্ত্র জিহাদ করেনি বা কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জামের ব্যবস্থা করে দেয়নি অথবা মুজাহিদ পরিবারের উপকারও করেনি, আল্লাহ্ তা'আলা ক্বিয়ামাতের পূর্বে তাকে কঠিন বিপদে ফেলবেন।"

    সুনানে আবু দাউদ, কিতাবুল জিহাদ, ইফাবা হাদীস : ২৪৯৫
    shobujbanglablog.net/শাহ-নেয়ামাতুল্লাহ-ওয়ালী/

  • @Shahriarijony
    @Shahriarijony 3 роки тому +1

    😭😭😭😭😭 হে আল্লাহ আমাদের মাফ করে দিন 😭😭😭😭😭

  • @soruwarali2241
    @soruwarali2241 3 роки тому +5

    ভাই আপনি জিহাদের মাসআলা গুলো প্রচার করুন। জীবনে অনেক কিছু শিখেছি কিন্তু জিহাদ সম্বন্ধে কিছু শিক্ষার বাকী আছে।

    • @gazwatulhind666
      @gazwatulhind666  3 роки тому +4

      কিতাব আল জিহাদ- ua-cam.com/play/PL4ylJLgjQy8rXOkPxqgZipoTXQu6KcFi3.html

  • @muhammadkhalidalkhattab9796
    @muhammadkhalidalkhattab9796 3 роки тому

    ইনশাআল্লাহ

  • @mdkarimuddinuddin4302
    @mdkarimuddinuddin4302 3 роки тому +1

    মুসলমান ভাইয়েরা জিহাদের দাও

  • @ruhanuddinofficel977
    @ruhanuddinofficel977 2 роки тому

    হুজুর আমি জামাত বদ্ধ হতে চাই কিভাবে হইবো দয়া করে আমাকে একটা দিক নির্দেশনা দেন

  • @Sayem-ih6fp
    @Sayem-ih6fp 3 роки тому +3

    ভাই আল্লাহ প্রদত্ত ইমাম আত্মপ্রকাশের পূর্ব পর্যন্ত সাধারণ মুসলমানদের কি কর্তব্য,,,,তারা কিভাবে জিহাদ করবে,,,,নাকি ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকবে??

    • @TariqulIslam-ch6yk
      @TariqulIslam-ch6yk 3 роки тому +4

      আল্লাহ প্রদত্ব ইমাম এসে গেছেন,আর যতক্ষন তাকে চিনতে না পারেন,ততক্ষণ সকল দল মত থেকে নিজেকে বিচ্ছিন রাখবেন।একাকী দ্বীন পালন করতে থাকবেন।

  • @smshariful3245
    @smshariful3245 3 роки тому +1

    ভাই আপনি আগামী কথন কে রেফারেন্স হিসেবে নিতে পারেন না কারণ আগামী কথন এ যা বলা হয়েছে তার সাথে এখন পর্যন্ত কোনো কিছু মিলে নাই

    • @gazwatulhind666
      @gazwatulhind666  3 роки тому +1

      ১। ভবিষ্যতের বিষয় জানা ও তা উল্লেখ করার বিষয় সম্পর্কে | ১ম পর্ব | গুরুত্বপূর্ণ আলোচনা- ua-cam.com/video/sVk-1s-EYIk/v-deo.html
      ২। ফিতনার হাদিসগুলো বেশির ভাগই জয়ীফ হওয়ার কারণ | ভবিষ্যতের বিষয় জানা ও তা উল্লেখ করা সম্পর্কে | ২য় পর্ব- ua-cam.com/video/rllunQogqiQ/v-deo.html
      ৩। হাদিসে কি সাল-সময়কাল বলে কিছু উল্লেখ থাকে? | ভবিষ্যতের বিষয় জানা ও তা উল্লেখ করা সম্পর্কে | ৩য় পর্ব- ua-cam.com/video/a_m-VDLpM0I/v-deo.html

    • @smshariful3245
      @smshariful3245 3 роки тому

      ভাই আমার প্রশ্নটা ছিল আগামী কথন কে রেফারেন্স হিসেবে ধরা যায় কিনা আমরা কাসিদাকে যেরকম গুরুত্ব দিতে পারি সেভাবে আগামী কথন কে রেফারেন্স ধরা যায় না এর কারণ হলো আগামী কথন এর কোন কথার সাথে মিল নেই এখন পর্যন্ত

  • @oneummah3
    @oneummah3 3 роки тому +2

    আমরা কি তাহলে বিভ্রান্তি তে আছি😑

  • @sabrinlota3863
    @sabrinlota3863 3 роки тому +3

    মাশাল্লাহ খুব সুন্দর আলোচনা

  • @ummahtv7844
    @ummahtv7844 3 роки тому

    ইনশাআল্লাহ

  • @ruhanuddinofficel977
    @ruhanuddinofficel977 2 роки тому

    হুজুর আমি জামাত বদ্ধ হতে চাই কিভাবে হইবো দয়া করে আমাকে একটা দিক নির্দেশনা দেন