পাসপোর্টের যে তথ্য পরিবর্তন করলে MOM এর আপত্তি নাই । পাসপোর্টের কোন চেন্জের জন্য পাস আটকাবে না ।

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • পাসপোর্টের যে সকল তথ্য পরিবর্তন করলে পারমিট/আই পি এ রিনিউ করতে সমস্যা হবে না। এম ও এম যে ব্যাখ্যা দিল।
    এ সংক্রান্ত আরো ভিডিও লিংক নিচে দেয়া হলো।
    • পাসপোর্টের তথ্য পরিবর্...
    • শুধু পাসপোর্ট দিয়ে কি...
    #my_passport

КОМЕНТАРІ • 195

  • @alimdmahfuz1390
    @alimdmahfuz1390 Рік тому +1

    স্যার, অনেক অনেক চমৎকার এবং গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আন্তরিক অভিবাদন জানাই আপনাকে।

  • @mdmazaharulislampalash9660
    @mdmazaharulislampalash9660 Рік тому +2

    অনেক অনেক ধন্যবাদ স্যার মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। এতদিন যে প্রশ্নটা জানার ছিল সেটার উত্তর পেয়েছি আজ

  • @rmmedia0921
    @rmmedia0921 Рік тому +1

    অবশ্যই খুব ভাল। অসংখ্য ধন্যবাদ, এসব পরিবর্তন এর কারণে কেউ যদি সমস্যায় পড়, আর তিনি যদি আপনাদের যোগাযোগ কর, আশা করি যত দ্রুত সম্ভব সাহায্য করবেন

  • @jahirulislam1396
    @jahirulislam1396 Рік тому +3

    সার আমি ইসকেল পাশ করেছি. কিন্তু আমি সিংগাপুর যেতে পারছিনা.আইপির জন্য বিশ বার এপ্লাই করছি কিন্তু বিশ বারি রিজেক্ট আসছে এখন আমি কি করবো

  • @shohagabdullah9928
    @shohagabdullah9928 Рік тому +1

    অনেক অনেক ধন্যবাদ স্যার,love you always ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @akramkhan4995
    @akramkhan4995 3 місяці тому

    Thanks sir. ❤

  • @mstmowsumi8363
    @mstmowsumi8363 8 місяців тому

    অনেক ধন্যবাদ আপনাকে

  • @sanowarhossen9056
    @sanowarhossen9056 Рік тому +2

    Skill certificate এর বয়স কেমনে কো থায় এজেন্সি আপডেট দিবে। bca তে।

  • @hossenforhad5114
    @hossenforhad5114 25 днів тому

    বাংলাদেশে তথ্য চেন্জ করলে প্রতয়য়নপএ বাংলাদেশে দেওয়া যাবে নাকি

  • @misbahuddin2020
    @misbahuddin2020 Рік тому +1

    স্যার আমি আমার পাসপোর্ট এর বয়স পরিবর্তন করতে চাচ্ছি , আমার পাসপোর্ট এর বয়স আর সাটিফিকেট এর বয়স এর অনেকটা অমিল আছে আমি সিঙ্গাপুর এ আছি, এখন কি করতে পারি যদি বয়স পরিবর্তন করি তা হলে কি সিঙ্গাপুর সরকার কি আমার ওয়ার্ক পারমিট এর তথ্য সংশোধন করবে কিনা প্লিজ জানাবেন অনেক দিন ধরে এই সমস্যা ভুগতেছি 😢

  • @giasuddin6319
    @giasuddin6319 11 місяців тому

    আমি বিশ্ববিদ্যালয়ে জব করি সে ক্ষেত্রে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। পাসপোর্ট করার সময় Govt service দিয়েছি।
    এখন ভিসা আবেদনে অটোপাস দিলে কী সমস্যা হবে। আমরা নিজস্ব আইনে চলি সরাসরি সরকারী নয়। তবে সরকারের সুযোগ সুবিধা ভোগ করি।

  • @giasuddin6319
    @giasuddin6319 11 місяців тому

    খুবই ভালো লাগলো আপনার আলোচনা। পেশার ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সেটা কিন্তু স্বায়ত্তশাসিত এ ক্ষেত্রে পাসপোর্টে অপশন ছিল পরাই প্রাইভেট p

  • @VREDITS77
    @VREDITS77 2 місяці тому

    NOC তে ১৭ ডিজিট এর NID নং দেওয়া হলে পার্সপোট এর আবেদন এ স্মার্ট NID দেওয়া যাবে কিনা

  • @mdnasirhossainnasir6361
    @mdnasirhossainnasir6361 Рік тому +1

    ধন্যবাদ স্যার💗

  • @mithumia7491
    @mithumia7491 2 місяці тому

    স্যার আমার বাপের নাম এবং মায়ের নাম পাসপোর্টে ভুল আছে তো আমি কি চেঞ্জ করতে পারব

  • @AmitBiswas-be9cf
    @AmitBiswas-be9cf 11 місяців тому

    আগে MRP পাসপোর্ট ছিলো। এখন, রিনিউ করতে চাচ্ছি। আমার স্থায়ী ঠিকানার উপজেলাটি নতুন হয়েছে। আগের MRP তে অন্য উপজেলা ( যেটা ভেঙে নতুনটা হয়েছে) ছিল। বাকি সব তথ্য ( যেমন- গ্রাম, পোস্ট) অপরিবর্তিত আছে। আমি আমার আবেদনটি স্থায়ী ঠিকানার জেলায় দিবো না। বর্তমান ঠিকানা অনুযায়ী অন্য জেলার পাসপোর্ট অফিসে জমা দিবো
    এইক্ষেত্রে কি পাসপোর্ট অফিস স্থায়ী ঠিকানা পরিবর্তন হয়েছে, এটা ধরবে & পুলিশ ভেরিফিকেশন দিবে ? কারো জানা থাকলে, জানালে উপকৃত হবো ।

  • @cartoonfun1864
    @cartoonfun1864 Рік тому

    Sir, apni ekhane jemon sundor o sohoj kore bolen bastobe embassy te emon na okhane sudu hoyrani.

    • @oashim1
      @oashim1  Рік тому

      কোন এম্বেসি?

    • @cartoonfun1864
      @cartoonfun1864 Рік тому

      @@oashim1 Singapore 🇸🇬 embassy.

  • @mdkhalilkhalil8624
    @mdkhalilkhalil8624 Рік тому +2

    স্যার নামের আগে বা পরে মো বা হোসেন না থাকলে সিঙ্গাপুর আইপি হবে কি?

  • @islamshaunmd
    @islamshaunmd Рік тому

    স্যার আমি ২০১৬ সালে শিপিয়ার্ডে কাজে সিংগাপুর গিয়ে ৬ মাস কাজ করে ভালোভাবে রিজাইন দিয়ে চলে আইছিলাম।দেশে এসে ২য় পাসপোর্ট রেনু করেছিলাম।এখন আবার ৩য় পাসপোর্ট রেনু করতে ই পাসপোর্ট করা লাগছে।এমআরপি থেকে ই পাসপোর্ট করতে জন্মনিবন্ধন নাম্বারের জায়গায় এনআইডি নাম্বার বসেছে।আর আগে আমার সিগনেচার ছিলো ইংরেজিতে। এখন ই পাসপোর্টে সিগনেচার দিয়েছি বাংলায়।বাদবাকি সবকিছু ঠিকআছে।এখন কি আমার দ্বিতীয় বার সিংগাপুর যেতে কোনো সমস্যা হবে?

  • @imransikder1065
    @imransikder1065 Рік тому

    স‍্যার আমি 8 বছর সিংগাপুর ছিলাম দেশে ছুটিতে আসছি আবার সিংগাপুর গেলে কোম্পানিতে কাজ না থাকায় দেশে পাঠিয়ে দেয়।দেশে আসার 3মাস পর অন‍্য কোম্পানিতে এপ্লাই করছি বারবার রিজেক্ট আসে।এখন কি করব বুঝতে পারতেছি না।কিভাবে এখন সিংগাপুর যাইতে পারব দয়াকরে একটু জানাবেন স‍্যার

  • @giasuddin6319
    @giasuddin6319 11 місяців тому

    আপনার পরামর্শ অনেক গুরুত্বপূর্ণ।
    আমার মায়ের নামটি ই পাসপোর্টে চেন্জ হয়েছে।
    আগের পাসপোর্টে জোহরা বেগম ছিল
    বর্তমান ই পাসপোর্টে জোহরা খাতুন nid অনুযায়ী।
    কোন সমস্যা হবে ইন্ডিয়ান ভিসা পেতে?

    • @oashim1
      @oashim1  11 місяців тому +1

      নো প্রবলেম

  • @ronykhan479
    @ronykhan479 2 місяці тому

    Amar passport update deya lagbe.. Parben ki

  • @mamuns9751
    @mamuns9751 Рік тому

    ধন্যবাদ স্যার

  • @nazmayasmeenmunni7894
    @nazmayasmeenmunni7894 Рік тому

    আসসালামুয়ালাইকুম,আমার সম্পূর্ণ নাম ও বয়স সাত বছর চেঞ্জ হয়েছে। আগের পারসপোট ফুটা করে দিয়েছে। তাহলে আগের পারসপোট কী ব্যান্ড হবে? আর ভিসার ফর্মে কী সেই ভুল নামের পরিবর্তনটা লিখতে হবে? আর ভুল ফুট করা পারসপোটটা কী জমা দিতে হবে? জানালে উপকৃত হব। আসসালামুয়ালাইকুম।

  • @giasuddin6319
    @giasuddin6319 11 місяців тому

    প্রাইভেট / সরকারি আমি কিন্তু সরকারি দিয়েছি। এখন ভিসা আবেদনে অটোমাস দিতে পারবো কীনা?

  • @MdJahangir-lw5kx
    @MdJahangir-lw5kx Рік тому

    স্যার আমি বাংলাদেশ থেকে বলছি । স্যার আমি আমার প্রথম পাস্টপোর্ট দিয়ে এক বছর সিঙ্গাপুর ছিলাম কিন্তু দ্বিতীয় পাস্টপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাইনি, তাই দ্বিতীয় পাস্টপোর্ট এর মেয়াদ শেষ হওয়ায় তৃতীয় পাসপোর্ট করি, তৃতীয় পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার জন্য এপ্লিকেশন করি কিন্তু আমার প্রথম পাসপোর্ট দিয়ে আবার আইপিএ লাগে গত পঁাচ (৫)দিন আগে এমতো অবস্থায় আমার প্রথম ও দ্বিতীয় পাস্টপোর্ট হারিয়ে গিয়েছে এখন আমি কি করব বা আমি কি আমার তৃতীয় পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর আস্তে পারবো দয়াকরে স্যার আমাকে যানাবেন।

  • @b.kbillalgaming6653
    @b.kbillalgaming6653 Рік тому

    ভাই আমি মালয়েশিয়াতে আসছি এক কোম্পানিতে ওই কোম্পানি থেকে চইলা আসছি পাসপোর্ট ওখানেই রয়ে গেছে পাসপোর্ট এর মেয়াদ শেষ হবে 2026 সাল তাহলে এখন কি আমি পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবো

  • @RedoyHossen-wl6pp
    @RedoyHossen-wl6pp 5 місяців тому

    sir ami agy Singapore cilam skill passport name cillo Redoy hossen akhon vortoman p.name MD Redoy hossen father name cilo abdur roshid vortoman mame MD Rashid mia akhon ami Singapore asty parbo

  • @md.sohidulislam-xu3dt
    @md.sohidulislam-xu3dt 6 місяців тому +1

    স্যার সিঙ্গাপুরের জন্ম নিবন্ধন দিয়ে কি ই পাসপোর্ট এপ্লায় করতে পারবো??

    • @oashim1
      @oashim1  6 місяців тому

      বর্তমান পাসপোর্ট জন্মনিবন্ধন দিয়ে করা থাকলে পারবেন

  • @amranhossain8106
    @amranhossain8106 Рік тому

    Thanks

  • @mahimvai9727
    @mahimvai9727 7 місяців тому

    ২০২৩ সালে মালয়েশিয়াতে আসছি..
    আমার ই-পাসপোর্ট
    এখন কি আমি এমআরপি পাসপোর্ট করতে পারবো

  • @mdmominul6593
    @mdmominul6593 Рік тому

    আসসালামু আলাইকুম স্যার,
    আমি এখানে প্রায় নয় বছর যাবৎ কাজ করি, আমার কোন স্কিলড সার্টিফিকেট নাই, NID অনুযায়ী আমি যদি আমার পাসপোর্টে নাম পরিবর্তন করি তাহলে আমার ভ্যাকসিন সার্টিফিকেট গুলোতে কিভাবে নাম পরিবর্তন করব।

  • @MdMamun-mz7ee
    @MdMamun-mz7ee Рік тому

    স্যার আইপি রিজেক্ট হলে কি করলে আইপি হবে এর যদি একটা ভিডিও দিতেন অনেক উপকার হতো

    • @oashim1
      @oashim1  Рік тому

      বলা আছে

  • @tarifhossainhossain8732
    @tarifhossainhossain8732 Рік тому

    আমার সার্টিফিকেটের ডেট অফ বার্থ হল 14-02-1996/কিন্তু আমি পাসপোর্ট করার সময় 14-02-1988 এখন আমার সার্টিফিকেট অনুসারে কি পাসপোর্ট এর ডেট পরিবর্তন করতে পারব কি বর্তমানে এখনো আমার এনআইডি কার্ড হয় নাই

  • @user-mr8hs6lj8q
    @user-mr8hs6lj8q 7 місяців тому

    amar jonmo tarik chilo 1997 akon e pasporte 1998 akon ki korte pari, amar ki visa lagbe

  • @TouhidurRahman2009
    @TouhidurRahman2009 Рік тому

    আসসালামুয়ালাইকুম
    আমি সিংগাপুরে আছি
    আমার বর্তমান এম আর পি পাসপোর্ট এ পিতার নাম MOHAMMED DELWAR HOSSINE আছে আমি আমার পিতার এন আই ডি এবং আমার সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন সনদ এর সাথে মিল রেখে MD DELWAR HOSSAIN চেয়ে সংশোধন করতে চাচ্ছি ই পাসপোর্ট করার সময়। এই ক্ষেত্রে mom এর কোন নিষেধাজ্ঞা আরোপ আছে কি বা পারমিট রিনিওর সময় আমার কোন সমস্যায় সম্মুখিন হতে হবে কি না । দয়া করে জানাবেন ধন্যবাদ

  • @TamjidAlImran
    @TamjidAlImran Рік тому

    Amader ager ps Kotwali akn Bongsal Thana NID card a Kotwali ako passport ki rakbo

  • @moitparamadrasah2291
    @moitparamadrasah2291 Рік тому

    ki ki roog thakle singapore unfit debe. hbs positive hole ki singapore fit hobo. mom ki bole doya kore janaben.

  • @romanmahmud3571
    @romanmahmud3571 Рік тому

    আমার পাসপোর্ট সংগ্রহ করার তারিখ ছিল ১৫ জুলাই, আমি গিয়েছিলাম বলছে পাসপোর্ট প্রিন্টিং এর সময় নষ্ট হয়ে গেছে। ১৫ দিন পরে বলছিল আবার যেতে। এখন আমি কিভাবে জানবো আসলেই পাসপোর্ট রেডি হয়ে আসছে কিনা? আমার কম্পানি আমাকে প্রতিনিয়ত যেতে দিবে না ,, শুধু নিশ্চিত হলে আনতে পাঠাবে।

    • @oashim1
      @oashim1  Рік тому

      E passport হলে আপনার ই মেইলে মেসেজ যাবে। mrp হলে www.passport.gov.bd

  • @gazizakir8683
    @gazizakir8683 6 місяців тому

    স্যার আসালামুআলইকুম আমার ই পাসপোর্ট আবেদন এ, City/Village/House -এই জায়গায় পুরো ঠিকানা দিয়ে পেলেছি যেমন গ্রাম,পোস্ট অফিস, থানা, জেলার নাম এটা কোন সমস্যা হবে দয়া করে জানাবেন ধন্যবাদ

  • @pronaysikder
    @pronaysikder 9 місяців тому

    Hello bhai,
    Amar NID number change hoyece, agee 17 digit chilo akhon 10 digit hoyece. epassport 17 digit diye Kora chilo. Ata te ki kono problem hobe, visa apply korar somoy.
    Thanks in advance

  • @mirnahidhasan1887
    @mirnahidhasan1887 Рік тому

    সিঙ্গাপুর থাকা অবস্থায় কি পাসপোর্ট এর নাম পরিবর্তন করা যাবে অনুগ্রহ স্যার বলবেন

  • @HasanAli-go1so
    @HasanAli-go1so Рік тому

    স্যার ফিংগার প্রিন্ট দেওয়ার পর দেশে গেলে আমি কি দেশে থেকে পাসপোর্ট নিতে পারবো

  • @eyakubhossain1114
    @eyakubhossain1114 Рік тому

    School সাটিফিকেট টা কি ইংরেজিতে লাগবে। সিংগাপুর হতে পাসপোর্ট করতে চাইলে না বাংলায় হলে চলবে

  • @mukutimran
    @mukutimran Рік тому

    As-salamu alaykum Ami e passport apply korchi. single diye next month er 25 Amar appointment akhon kotha hosse Ami Jodi married ad Kori Tahole Ki kora jabe ?

  • @tawhidali652
    @tawhidali652 10 місяців тому

    এমআরপি পাসপোর্টে দেওয়া আছে
    হদ বাড়ুয়া নর্তন ওয়ার্ড ৬ কুলাউড়া মৌলভীবাজার
    ই পাসপোর্টে খদবাড়ুয়া নর্তন 3233 কুলাউড়া মৌলভীবাজার দিলে ভিসা সমস্যা হবে নি প্লিজ ভাই উত্তর দিবেন

  • @user-cz7dl6ux2s
    @user-cz7dl6ux2s 9 місяців тому

    আমার নাম swapan কিন্তু আমার পাসপোর্টে নাম রয়েছে s w apan . এটা কি ঠিক করা যাবে। ধন্যবাদ

  • @mdabdullah7623
    @mdabdullah7623 Рік тому

    Sir amar skill certificatey babar name mohammad ar akhonkar passporte md amar ipa hoyse.permit issued korte somossa hobe?

  • @bdboyamir
    @bdboyamir Рік тому

    আমার NID নাই।আমি পাসপোর্ট অনুসারে NID করতে চাই সিংগাপুর থেকে। এখান থেকে করা যাবে কি?

  • @jubairbintalha-gw5uh
    @jubairbintalha-gw5uh Рік тому

    আসসালামু আলাইকুম স্যার।আমি একজন সিঙ্গাপুর প্রবাসী করোনা সময় বাড়িতে আসছিলাম। তখন আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে গেছে। এখন ফাইনাল করতে আমার আইডি কার্ডের প্রয়োজন। আইডি কার্ড আছে। আর সমস্যা হচ্ছে পাসপোর্ট এর সাথে মিল নাই। মোহাম্মদের সমস্যার বাকি সবগুলা ঠিক আছে। এ সমস্যার জন্য আমি পাসপোর্ট করতে পারতেছি না। রেনল করলে আমার পাসপোর্ট অনুযায়ী আছেই হইতেছে না।। এমতাবস্থায় আমি সাহায্য করতেছি না বাট আমার আইডি কাড অনুযায়ী আমি পাসপোর্ট করে ফেলেছি।।এখন আমার এই পাসপোর্ট দিয়ে কি আমি সিঙ্গাপুরে যাইতে পারবো? আর একটা ভিডিও দেখলাম যে আপনার একটা প্রত্যয়ন পত্র দিলে আমি যাইতে পারবো।। তাহলে কি আমি একটা ইমেইল এড্রেস দিবো আপনি একটা প্রত্যয়ন পত্র দিবেন আমাকে ?

    • @mdnajmul1193
      @mdnajmul1193 Рік тому +1

      সমস্যা হবে না ভাই
      আমার একই সমস্যা ছিল
      আমি এখন সিংগাপুরে আছি

  • @user-vu4pw6sz4n
    @user-vu4pw6sz4n 6 місяців тому

    স্যার আমার স্কিল পাসপোর্ট রিনিও করতে দিয়েছি কিন্তু বাক্তিগত নাম্বার চেন্জ হয়েছে আমি কি সিঙাপুরে যেতে পারবো আমার স্কিল বইটি রিজেক্ট করেছে এখন রিনিও করা পাসপোর্ট

    • @oashim1
      @oashim1  6 місяців тому

      ব্যক্তিগত নাম্বার চেঞ্জ হলে সমস্যা নাই

    • @user-vu4pw6sz4n
      @user-vu4pw6sz4n 6 місяців тому

      ধন্যবাদ স্যার আমি প্রতিদিন আপনার ভিডিও দেখি আমাকে একটি পরামর্শ দিবেন দয়াকরে আমার পার্সপোর্টে নাম আশরাফুল আমার বইটি রিজেক্ট করেছে mom আমি কি কোনদিন সিঙাপুরে যেতে পারবো আমি খুব গরিব ঘরের সন্তান আমি বারো লাক টাকা খরচ করেছি আপনি যদি আমাকে একটু সহযোগীতা করতেন খুব উপকৃত হতাম

  • @tutulchowdhury6175
    @tutulchowdhury6175 Рік тому

    আসসালামু আলাইকুম স্যার
    আপনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাচ্ছিলাম কিভাবে কন্টাক্ট করতে পারব স্যার

  • @user-zv7xk8kl3k
    @user-zv7xk8kl3k Рік тому

    স্যার আমার মায়ের এনআইডি কার্ডের মোছাঃ সেলিনা খাতুন আছে আর আমার পাসপোর্টে মোছাঃ সেলিনা বেগম এটাকে আমি পরিবর্তন করতে পারব কি না সিংগাপুর থেকে।ইংলিশ বানানে মায়ের নাম ভুল আছে একটু জানাবেন

  • @user-sp1hr5rn3y
    @user-sp1hr5rn3y 11 місяців тому

    Vay apnr sathe ki aktu kotha bola jabe plzzz

  • @SaddamGandhi
    @SaddamGandhi Рік тому

    ভাই আমি মালয়েশিয়া তাকে আমার পাসপোর্ট দালাল হারিয়ে ফেলেছে আমার ই পাসপোর্ট যদি করতে পারেন জানাবেন যত টাকা লাগে দিব যদি করতে পারেন জানাবেন

  • @SaifulIslam-fp5wb
    @SaifulIslam-fp5wb Рік тому

    আসসালামু আলাইকুম স্যার দয়া করে জানাবেন আমার নাম মোঃ সাইফুল ইসলাম।মো: সাইফুল ইসলাম নামে পাসপোর্ট কি রিজেক্ট আসে.প্লিজ। সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের শিক্ষকরা বলে এই নামে নাকি পাসপোর্ট রিজেক্ট হয়।

  • @patawaryiqbal
    @patawaryiqbal Рік тому

    স্যার আমি আগে সৌদি ছিলাম, এখন নতুন বিসাতে আবার যাবো পাসপোর্টে বয়স সংশোধন হবে নয় বছর, আর নামের আগে এনআইডি মোতাবেক md লাগবে,এনআইডি মোতাবেক নয় বছর বয়স কমবে।এখন সৌদি নতুন বিসাতে যেতে সৌদি ইমিগ্রেশনে কি কোন সমস্যা হবে?

    • @oashim1
      @oashim1  Рік тому

      সে দেশের ইমিগ্রেশন আটকাতে পারে। তবে পরিবর্তন সংক্রান্ত কাগজ দেখতে পারেন

  • @RajuKhan-pb1fq
    @RajuKhan-pb1fq 7 місяців тому

    সার আমার পাসপোর্ট এর নামের সাথে আমি আহমেদ যোগ করতে চাই সার আমার এখন করনিয়ো কি আমাকে আেপনে যানাতে পারবেন

  • @biplobshibchar2428
    @biplobshibchar2428 Рік тому

    নমস্কার দাদা আপনার সাথে কি কোনভাবে কন্টাক্ট করা যাবে আপনার সাথে একটু কথা বলার দরকার ছিল 🙏🙏🙏

  • @urfavoritevideoinonepage2554

    Sir dakha kora Jabe apner shatey

  • @simantanondi6865
    @simantanondi6865 Рік тому

    সার আমি আপনার সাথে দেখা করতে চাই কোথাই আসবো বললে ভাল হবে যা কমেন্ট লেখা শেষ হবেনা

  • @BDTV-yt6ux
    @BDTV-yt6ux Рік тому

    আমার এমআরপি পাসপোর্ট এক্সপার হয়ে গেছে তো আমি এখন ই পাসপোর্ট এর জন্য আবেদন করব কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার যে ম্যারিড স্ট্যাটাসের যে নামটা দেওয়া আছে বর্তমানে এটা আমি পরিবর্তন করতে চাচ্ছি বা সংশোধন করতে চাচ্ছি। এটা কি এখন করা সম্ভব করলে কোন সমস্যা হবে আর যদি করি তাহলে প্রসেসিং টা কি যদি ছোট্ট একটা রিপ্লাই এর মাধ্যমে জানলে খুব উপকার হত স্যার 😢

    • @oashim1
      @oashim1  Рік тому +1

      ঠিক এ বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আপলোড করেছি সেটা দেখুন।

    • @BDTV-yt6ux
      @BDTV-yt6ux Рік тому +1

      @@oashim1 thanks sir

  • @hafizurkhan706
    @hafizurkhan706 Рік тому +1

    ❤❤

  • @mdsohag70232
    @mdsohag70232 Рік тому

    স্যার আমার একটা কথা জানার ছিল, দেশে আমার এক ফ্রেন্ড 2021 সালে একটা পাসপোর্ট করতে দিয়েছিল, কিন্তু পাসপোর্ট এখনো কালেক্ট করে নাই, এখন কি পাসপোর্ট অফিসে গেলে কালেক্ট করতে পারবে।

    • @oashim1
      @oashim1  Рік тому

      জি পারবে

  • @abdulkhalek4057
    @abdulkhalek4057 Рік тому

    আসসালামু আলাইকুম স‍্যার
    আমি 48 পেজ 10 মেয়াদ করিছি। আমার usd 50 ডলার দেখায়। আর এক জনের usd 125 ডলার এটা কি সমস্যা।

    • @oashim1
      @oashim1  Рік тому

      আপনি যখন অফিসে আসবেন তখন মেয়াদ ও পেজের পরিমাণ অনুযায়ী সিং ডলার নেয়া হবে।। ফি ও মেয়াদ নিয়ে এ চ্যানেলে একটা ভিডিও আছে সেটা দেখুন

  • @user-sd6zb1ko3t
    @user-sd6zb1ko3t 7 місяців тому

    Sir ..ami pasport renu korte disilam...company boss amake deshe patiyee debe ...sir akon ami ki babe padport nivo..sir...plece amake janeben.

    • @oashim1
      @oashim1  7 місяців тому

      দেশে গেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করবেন। বিস্তারিত এ চ্যানেলে বলা আছে। দেশে যাওয়ার আগে একবার খোঁজ নিয়েন পাসপোর্ট এসেছে কি না

  • @foryoueverything4802
    @foryoueverything4802 Рік тому

    জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করতে চাই।

    • @oashim1
      @oashim1  Рік тому

      হবে না

    • @foryoueverything4802
      @foryoueverything4802 Рік тому

      আপনি বলেন হবে না।
      কিন্তু আমার পরিচিত একজন সংশোধন করে আনলেন।

  • @MasudRana-zr8kc
    @MasudRana-zr8kc Рік тому

    স্যার আপনার ই মেইল এড্রেস টা দেওয়া যাবে।

  • @user-mv2zj4ki3s
    @user-mv2zj4ki3s 10 місяців тому

    স্যার আমি এখন সিংগাপুর আছি। আমার ই- পাসপোর্ট বাংলাদেশ থেকে করা এক নামে। এখন আমি নামের সাথে কিছু যোগ করতে চাই, এই জন্য আমার কি কি লাগবে?

    • @oashim1
      @oashim1  10 місяців тому

      NID লাগবে

  • @bestourself8427
    @bestourself8427 Рік тому

    আইপি তে মানে ওয়ার্ক পারমিট পেজে ট্রাভেলস ডকুমেন্ট নাম্বার পাসপোর্ট অনুযায়ী আছে কিন্তু পাসপোট এক্সপেয়ার ডেট পাসপোট অনুযায়ী নাই, ভুল হয়েছে, এখন আমার করনীয় কি? এজেন্সি টিকিট দিছে, আমি কি যেতে পারবো?

    • @oashim1
      @oashim1  Рік тому +1

      এজেন্সি কে বলেন ঠিক করে দিতে। অথবা তারা একটা প্রত্যয়ন আপনাকে দিক

    • @bestourself8427
      @bestourself8427 Рік тому

      @@oashim1 এজেন্সি বললো যে এটা কোনো সমস্যা না,, আমি যদি এভাবেই এয়ারপোর্টে যাই আমি কি ইমিগ্রেশন পার হতে পারবো? যদিও সিংগাপুর যেতে পারি তাহলে কি আমার পারমিট কার্ড হবে?

    • @oashim1
      @oashim1  Рік тому +1

      কোম্পানি যে ভাবে পরামর্শ দেয় সে ভাবে আসেন। তবে সিংগাপুর কোম্পানি ক্লারিকাল মিস্টেক দিয়ে একটা প্রত্যয়ন দিলেই হয়

    • @kajolmia9922
      @kajolmia9922 Рік тому

      ​@@oashim1❤❤

  • @user-is3hj5cr6o
    @user-is3hj5cr6o Рік тому

    আসসালামু আলাইকুম স্যার,
    আমি ২০২০ সালে একটি পাসপোর্ট করি কিন্তু সমস্যার কারণে বিদেশে যেতে পারিনি। ২০২৩ সালে আমি যেতে চাচ্ছি। কিন্তু ২ বছর মেয়াদ থাকার কারণে আমাকে আবার নতুন করে ই পাসপোর্ট আবেদন করতে হবে।
    আমার প্রশ্ন হলো mrp থেকে e passport এ কনভার্ট করলে আমার কি কোনো পুলিশ ভেরিফিকেশন আসবে?
    দয়া করে ans দিয়েন স্যার।

    • @mdrajibkhan8748
      @mdrajibkhan8748 Рік тому

      Na

    • @oashim1
      @oashim1  Рік тому

      যদি কোন ধরনের পরিবর্তন না থাকে তাহলে police verification লাগবে না। পুলিশ ভেরিফিকেশন বিষয়ে এ চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি সেটা দেখুন

  • @Muchkihasi67
    @Muchkihasi67 Рік тому

    পিলিজ দয়া করে একটু উত্তর দিবেন।আসালামু আলাইকুম স্যার।আমার আগের পাসপোর্ট নাম ছিল HOSSAIN JOBAYER বর্তমান ই পাসপোর্ট এন আইডিসাথে মিল রেখে করে ফেলছি এখানে চলে আসছে HOSSAIN ZOBAER এখন কি কোন সমস্যা হবে। আমি ৩০ মাস সিংগাপুর ছিলাম ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত। আমি এখন পাঁচ বছর দেশে আছি পাসপোর্ট মেদ বাড়াতে দিছি শেষ হয়ে গেছিলো

    • @oashim1
      @oashim1  Рік тому

      ভিডিও তে বিস্তারিত বলেছি

  • @minhajislam9825
    @minhajislam9825 Рік тому

    অন্য মানুষের এনআইডি কার্ড দিয়ে ফিঙ্গারপ্রিন্ট ছবি সহ পাসপোর্ট করা এখন নিজের এন আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করা যাবে কিনা.? যদি কোনো উপায় থাকে প্লীজ... জানান.....

    • @oashim1
      @oashim1  Рік тому

      আটকাবে। multiple active dekhabe.

  • @firozshah3400
    @firozshah3400 Рік тому

    S pass এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড স্ক্যানিং করা কার দায়িত্ব, এটা এজেন্ট করবে না S pass candidate করবে।জানালে উপকৃত হতাম।বাংলাদেশ থেকে,আপনার সাথে সরাসরি যোগাযোগ করার কোন মাধ্যম আছে কিনা,যদি থাকে তাহলে দিবেন ইন-শা-আল্লাহ্

    • @oashim1
      @oashim1  Рік тому +1

      আপনার কোম্পানির সাথে যোগাযোগ করুন

    • @firozshah3400
      @firozshah3400 Рік тому

      @@oashim1 S pass এ বাংলাদেশ থেকে যাওয়ার ক্ষেত্রে। আমার Singapore employer, background scaner জন্য link দিয়েছেন। আমার জানার বিষয় হল এই ব্যাকগ্রাউন্ড স্ক্যানিং গুলো মূলত কে করে থাকেন....

  • @shiblinuman4801
    @shiblinuman4801 Рік тому

    I like to know my passport can not read in online id verification can not read my passport they told its new passport just 2 month. Why it happen?from 🇮🇪 🇮🇪 🇮🇪 🇮🇪 🇮🇪

  • @lutporrahman3621
    @lutporrahman3621 Рік тому

    স্যার আমার smart nid card আছে, brith certificate আছে Singapore hi commission থেকে নেওয়া, যেটা passport দিয়ে বানানো হয়েছে, আমার ও বাবার নামে স্মার্ট এন আইডি কাডে MD আছে কিন্তু brith certificate ও পাসপোর্টে আমার,বাবার, md নাই, এখন আমি কোন ডকুমেন্ট দিয়ে ই পাসপোর্ট এপ্লাই করব।

    • @oashim1
      @oashim1  Рік тому

      md যোগ করতে হলে NID লাগবে

    • @lutporrahman3621
      @lutporrahman3621 Рік тому

      ধন্যবাদ স্যার, আপনার মুল্যবান সময় নষট করার জন্য দুখিঃত। আমি MD add করতে চাই না,পাসপোর্ট আগে যেভাবে আছে সেভাবে রাখতে চাই,আমি বাংলাদেশে nid smart কাড নেওয়ার সময়, আমার হাত ও চোখের বায়োমেট্রিক এনরোলমেনট নিয়েছে,এখন সিংগাপুরে আমি যদি brith certificate দিয়ে e passport করি,বায়োমেট্রিক এনরোলমেনট করার সময় আমার nid smart card এর কোন তথ্য আসবে নাকি,কারন আমার nid তে MD আছে।,শেষ কথা আমার Smart nid থাকার পরও Passport তথ্য ঠিক রাখার উদ্দেশ্যে brith certificate দিয়ে e passport করতে পারব।

  • @nayemislam5572
    @nayemislam5572 Рік тому

    স্যার, আমার পাসপোর্টে ডাকঘর ভুল আসছে, এন আই ডি কার্ড মিলে না,এখন কি আমার পাসপোর্ট পরিবর্তন করতে হবে।

    • @oashim1
      @oashim1  Рік тому

      কোন সমস্যা হবে না। চাইলে কারেকশন করতে পারবেন

  • @MdHmohammad-gb5xh
    @MdHmohammad-gb5xh Рік тому

    স্যার আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন,
    আমার পাসপোটের মেয়াদ শেষ হয়ে গেছে, আমি ইনজুরিগত সমস্যার কারনে সিংগাপুর থেকে দেশে আসছিলাম,ফারমিট রিনিও করে নাই, এখন আমাদের দেশে MRP পাসপোর্ট সরকার বন্ধ করে দিয়েছে, রিনিও করতে হলে E-PASSPORT করতে হয়, তাও আবার NID বরাবর, আমার প্রশ্ন হলো যেহেতু জন্মনিবন্ধন Not Allow, সেক্ষেএে পাসপোর্টের ব্যাক্তিগত নাম্বারের স্হানে যে জন্মনিবন্ধন নাম্বার টা আছে, ওই স্হানে E- Passport এ NID নাম্বার চলে আসবে, এজন্য কি IPA APPLY করলে রিজেক্ট আসবে কিনা, উওর টি দিবেন আশা করি. ধন্যবাদ

    • @oashim1
      @oashim1  Рік тому +1

      অনেক কারণে IPA reject হতে পারে।

    • @MdHmohammad-gb5xh
      @MdHmohammad-gb5xh Рік тому

      @@oashim1 ধন্যবাদ স্যার,,পাসপোর্ট এর ব্যাক্তিগত Birth certificate number এর স্হানে NID নাম্বার উল্লেখ হবে নিয়ম অনুযায়ী, কিন্তু পাসপোর্টের পূর্ববর্তী নাম্বার তো সংযুক্ত থাকবেই, এবিষয়ে MOM এর সাথে High Commission থেকে আলোচনা করে, একটি বিডিও আপলোড করার জন্য বিনীত অনুরোধ করছি,, এতে অনেক প্রবাসী ভাই উপকৃত হবে।
      ধন্যবাদ।

  • @mdmahmdul6157
    @mdmahmdul6157 Рік тому

    স্যার দয়া করে এই প্রশ্নের উত্তর দিবেন।
    আমার MRP পাসপোর্টে Spouse আমার স্ত্রীর নাম ভুল আছে । তার সঠিক নাম হবে ZAHEDA AKHTER RIPA কিন্ত পাসপোর্টে দেয়া আছে JAHEDA BEGUM.
    এখন আমি E পাসপোর্ট করার জন্য আমার বিবাহ নিকাহনামা নোটারি করেছি। E পাসপোর্ট করার সময় সব ডকুমেন্ট পেশ করবো। কিন্ত স্যার আজ হঠাৎ আমার স্ত্রীর মারা গেছে , এখন আমি যদি E পাসপোর্ট করি তাহলে করনীয় করি ? প্লিজ প্রশ্নের উত্তর দিবেন প্লিজ

    • @oashim1
      @oashim1  Рік тому

      আপনার স্ত্রী মৃত এ মর্মে একটা চেয়ারম্যান এর প্রত্যয়ন দাখিল করবেন

    • @mdmahmdul6157
      @mdmahmdul6157 Рік тому

      @@oashim1 স্যার, তাহলে চেয়ারম্যান প্রত্যায়ন পত্রে আমার স্ত্রীর নাম কোনটা উল্লেখ করবো ? MRP passport যেটা আছে সেটা নাকি তার NID কার্ডে সঠিক নাম যেটা আছে সেটা ??

  • @md.alamin3030
    @md.alamin3030 Рік тому

    স্যার আমার ১বছর হয়ছে স্কিল করছি এখন রিজেক্ট আসে এপলাই,,, সিংগাপুরে ডোকতে পারছি না,,, বর্তমান নাম,,,MD AL AMIN,,,এখন,,,যে কোনো একটা নাম এডকরে কি সিংগাপুরে ডোকতে পারবো আমি,,,কিংবা ওয়ার্ক পার্মিট হবে স্যার

    • @oashim1
      @oashim1  Рік тому +1

      অনেক ভিডিও তে বিস্তারিত বলেছি

    • @md.alamin3030
      @md.alamin3030 Рік тому

      স্যার আপনার পরামর্শে আমি,,,,এই নামের,, MD AL AMIN.... AMIN MD AL... আরেকটা নাম যুক্ত করতে চাই,,
      স্যার আমি কিন্তু নতুন স্কিল করছি,,, আগে আমি সিংগাপুরে যাইনি,,,স্যার তাহলে আপনার একটা পত্রায়ন প্রত্ত লাগবে,,,,

  • @rakibrisa4229
    @rakibrisa4229 Рік тому

    Sir Ami jodi jonmo nibondon die epassport kori next time renewal korte ki shodo passport lagbe naki nid lagbe? R jonmo nibondon die epassport korle tarpor ki nid proyjon nai

    • @oashim1
      @oashim1  Рік тому

      বর্তমান পাসপোর্ট যদি nid দিয়ে করা থাকে তাহলে সেটা দিয়েই করতে হবে, প্রতিবার nid লাগবে

    • @rakibrisa4229
      @rakibrisa4229 Рік тому

      @@oashim1 bortoman passport to jonmo nibondon die kora ekhon Ami epassport O jonmo nibondon die korbo next renewal korte ki lagbe jonmo nibondon na nid?

  • @leonmahmud3219
    @leonmahmud3219 Рік тому

    স্যার, আসসালামু ওয়ালাইকুম
    নতুন ই-পাসপোর্ট আবেদন করেছি, সেখানে ইমারজেন্সি কন্টাক্ট চেঞ্জ করেছি, এবং আগে অবিবাহিত ছিল এখন বিবাহিত দিয়েছি। এই সকল পরিবর্তনের জন্য কি সিঙ্গাপুর এ আমার ওয়ার্ক পারমিট রিনিউ হতে কোনো সমস্যা হবে..?

    • @oashim1
      @oashim1  Рік тому

      অনেক ভিডিও তে বিস্তারিত বলেছি। প্লিজ দেখুন

    • @amalsarker5841
      @amalsarker5841 Рік тому

      ​@@oashim1 স্যার আমি একজন সিঙ্গাপুর প্রবাসী বর্তমানে আমি এখন বাংলাদেশে আমি চার বছর যাবৎ দেশে আটকা পড়ে আছি আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ আমার পাসপোর্টে এমআরপি বর্তমানে পাসপোর্ট করতে হলে ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে ই পাসপোর্ট করতে হয়। কিন্তুক আমার ভোটার আইডি কার্ডের সাথে আমার পাসপোর্ট এর মিল নেই এমত অবস্থায় আমার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে ই-পাসপোর্ট করলে আমার যে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার এর সার্টিফিকেট আছে সেগুলো কি কোন সমস্যা হবে? বাংলাদেশ থেকে কিভাবে সংশোধন করব। এবং ই পাসপোর্ট করার পরে আমার সিঙ্গাপুর সার্টিফিকেট এর সাথে মিল না থাকলে সিঙ্গাপুর যেতে কি কোন সমস্যা হবে? স্যার দয়া করে একটু উত্তরটা দেবেন

    • @oashim1
      @oashim1  Рік тому

      এ বিষয়ে এ চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি সেটা দেখুন

  • @shagarhannan725
    @shagarhannan725 Рік тому

    ভাই আমার নাম হান্নান পাসপোর্টে। এখন আমি নাম সংশোধন করতে চাই আমার বাবার নাম এর সাথে বংস পদবী। মো: হান্নান মাদবর। এর পর কি আমার কোন সমস্যায় পড়তে হবে কি না, Bca or ica তে। এবং আমার করনীয়। দয়াকরে বলবেন।

    • @oashim1
      @oashim1  Рік тому

      এ বিষয়ে অন্য ভিডিও তে বিস্তারিত বলেছি

  • @user-uj6lj5zs6p
    @user-uj6lj5zs6p Рік тому

    আসসালামু আলাইকুম স্যার আমার আবেদন টা ডাবল হয়ে গেছে স্যার এখন আমি কিরবো স্যার প্রথমেরটা বাংলাদেশ অস্থায়ী ঠিকানা দিয়ে ফেলছি দ্বিতীয়টা আবার আমি সিঙ্গাপুরের ঠিকানা দিছি এখন কি করবো স্যার ধন্যবাদ 🙏🙏

    • @user-uj6lj5zs6p
      @user-uj6lj5zs6p Рік тому

      ৩০/০৫/২০২৩ জমা দেওয়ার তারিখ

    • @oashim1
      @oashim1  Рік тому +1

      সিংগাপুরে র টা দিবেন

    • @user-uj6lj5zs6p
      @user-uj6lj5zs6p Рік тому

      অনেক ধন্যবাদ স্যার 🙏🙏🙏

  • @-dawaah411
    @-dawaah411 Рік тому

    আসসালামু আলাইকুম ভাইয়া?
    আপনিই sign/সাক্ষর এর কথা বলেন নাই। তাই আমার প্রশ্ন
    আমি MRP থেকে E Passport করেছি এর মাধ্যমে Passport এর sign/সাক্ষর বাংলা থেকে ইংরেজিতে পরিবর্তন করেছি। এর ফলে Singapore নতুন IPA করে আসতে কি কোন সমস্যা হবে।দয়া করে জানাবেন?

    • @oashim1
      @oashim1  Рік тому

      অন্য একটা ভিডিও তে স্বাক্ষর নিয়ে কথা বলেছি

    • @-dawaah411
      @-dawaah411 Рік тому

      Video ta Pelam na vaiya link diben please

    • @oashim1
      @oashim1  Рік тому

      শিরোনাম : স্বাক্ষর নিয়ে চিন্তিত?

  • @rubelhosainbosuniya7365
    @rubelhosainbosuniya7365 Рік тому

    sir আমার পূর্বের পাসপোর্ট সংশোধন করে ই পাসপোর্ট করছি সেক্ষেত্রে আমার নাম ছিল MOHAMMAD ROKANUZZAMAN RUBEL
    ই পাসপোর্ট করার পরে নাম আসে MD.ROKANUZZAMAN আগে আমি ৭ বছর সিংগাপুর ছিলাম এক্ষেত্রে আমি কি এখন সিংগাপুর যেতে পারবো।দয়াকরে রিপ্লে দিয়ে যানাবেন প্লিজ

    • @atowarrahman4432
      @atowarrahman4432 Рік тому

      পাসপোর্ট চেঞ্জ করলে নাকি যাওয়া যায় না

    • @oashim1
      @oashim1  Рік тому

      এ বিষয়ে ভিডিও আপলোড করেছি সেটা দেখুন

  • @raihanricky3571
    @raihanricky3571 11 місяців тому

    স্যার বাবার নামের শেষে হোসেন পরিবর্তন করলে কোনো সমস্যা হবে কিনা প্লিজ জানাবেন

    • @oashim1
      @oashim1  11 місяців тому

      বাবার নামের সামান্য পরিবর্তনের ক্ষেত্রে খুব একটা ঝামেলা হয় না

  • @ruhulaamin8445
    @ruhulaamin8445 Рік тому

    আসসালামু আলাইকুম স্যার,
    আমার পাসপোর্ট এ পিতার নাম: Md A Mannan কিন্তু জন্মসনদ এ Md Abdul Mannan পাসপোর্ট জন্মসনদ দিয়ে করা এবং হাইকমিশন থেকে করা,আমার NID তে পিতার নাম মো: আ:মান্নান ,আমি E পাসপোর্ট আবেদন করেছি জন্মসনদ দিয়ে এবং পিতার নাম Md A Mannan দিয়ে , এখন আবেদন কি পরিবর্তন করতে হবে নাকি সাথে NID কপি দিলেই হবে,জমা দেওয়ার তারিখ ৩১-৫-২৩???
    ধন্যবাদ....

    • @oashim1
      @oashim1  Рік тому +1

      NID দিয়ে আবেদন করতে চাইলে এনরোলমেন্ট এর সময় এডিট করে নিয়েন।

    • @ruhulaamin8445
      @ruhulaamin8445 Рік тому

      @@oashim1 স্যার বুঝলাম না, জমা দেওয়ার সময় এডিট করে দিবো??
      ধন্যবাদ......

  • @user-oy1zs7qt7k
    @user-oy1zs7qt7k Рік тому

    স্যার প্রত্যয়ন পত্র নিতে হলে আমাকে কি কি করতে হবে

    • @oashim1
      @oashim1  Рік тому

      অনেক ভিডিও তে বিস্তারিত বলা আছে

  • @raselmahmud7586
    @raselmahmud7586 Рік тому

    আসসালামু আলাইকুম। বস,,আমার স্মার্ট কার্ডে বাবার নাম বাংলায় মোনছের এবং সার্টিফিকেটে ইংরেজীতে Monser দেওয়া আছে। কিন্তু পাসপোর্টে ইংরেজীতে Munser দেওয়া O এর জায়গায় U এতে করে কি শ্রমিক ভিসায় বিদেশ যেতে কোন সমস্যা হবে? সঠিক তথ্য দিয়ে সাহায্য করলে উপকূত হব।ধন্যবাদ

    • @oashim1
      @oashim1  Рік тому

      বাইরে যেতে সার্টিফিকেটের সাথে পাসপোর্টের কোন সম্পর্ক নাই। শ্রমিক ভিসা বলে কিছু নাই। পাসপোর্ট করে ফেলেন

    • @raselmahmud7586
      @raselmahmud7586 Рік тому

      @@oashim1 দুঃখিত বস আমার লেখা গুলো ভাল করে পড়লে বুঝতে পারবেন আমার পাসপোর্ট করা আছে। স্মার্ট কার্ডে মোনছের পাসপোর্ট Munser বয়স সংশোধনের সময় সার্টিফিকেটের ফটোকপি জমা দেওয়া হয়েছে।সাধারণত Monser হবে। শ্রমিক ভিসা বলতে কাজের জন্য যাব।ধন্যবাদ

    • @oashim1
      @oashim1  Рік тому

      কোন সমস্যা হবে না

  • @user-dk1fd5ty6p
    @user-dk1fd5ty6p Рік тому

    ভাইজান আপনাকে বলছিলাম আমার ভাইয়ের মালিক ভালনা তার পাসপোর্টের মিয়াদ আছে দুই বছর এখন রিনু করতে দিয়েছি কারন মালিক পালটাইবে নতুন পাসপোর্ট লাগবে দিয়েছি তিন মাস হয়েছে এখুনু আশেনাই রিসিপে চারমাসে টাইম দেওয়া আছে পাসপোর্ট আশতে কোনু সমস্যা হবে কি সৌদিআরব থেকে একটু বলেন ভাই

    • @user-dk1fd5ty6p
      @user-dk1fd5ty6p Рік тому

      আমার উওরটা দিলেনা ভাই

    • @oashim1
      @oashim1  Рік тому

      কোন সমস্যা হবে না। সময় মতো পেয়ে যাবেন

    • @user-dk1fd5ty6p
      @user-dk1fd5ty6p Рік тому

      ভাইজান এখন দেশেকি পাসপোর্টের ছারবারের কোনু সমস্যা হয়ছে নাকি জানাবেন

  • @rkrobinkhan7638
    @rkrobinkhan7638 Рік тому

    স্যার ই-পাসপোর্ট অনলাইন আবেদন করার সময় আমি জন্ম নিবন্ধন এর নাম্বার দিবো নাকি এনআইডি কার্ডের নাম্বার দিব আমার পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে করা আমার wife এর নাম বসালে কোন সমস্যা হবে কিনা আর মেরিজ সার্টিফিকেট ফটোকপি হলে হবে কি

    • @oashim1
      @oashim1  Рік тому +1

      প্রবাসে থাকলে nid or jonmonibondhon. Original ta dekhaben, photocopy joma diben

    • @rkrobinkhan7638
      @rkrobinkhan7638 Рік тому

      @@oashim1 wife এর নাম বসালে মেরেজ সার্টিফিকেট ফটোকপি হলে হবে কি

  • @user-iu3qe9lf3u
    @user-iu3qe9lf3u Рік тому

    লোকাল গার্ডিয়ান মারা গেলে কি নবায়ন করার সময় পরিবর্তন করা যাবে কি?

  • @HridoyKhan-bp5in
    @HridoyKhan-bp5in Рік тому

    Assalamualaikum vaia.Apnr sathe contact korar ki kono way ache

    • @oashim1
      @oashim1  Рік тому

      জি আছে। এ চ্যানেলের সাথেই থাকুন

  • @aslamsarder8694
    @aslamsarder8694 Рік тому

    Sir my passport name SARDAR ASLAM .
    Father name SARDAR ANSAR
    DOB 31/12/1982
    My NID MD ASLAM SARDAR
    DOB 31/12 /1988
    Father also MD be
    1st passport make mistake agent.
    Now is it possible . My fingers appoiment 19 may

    • @oashim1
      @oashim1  Рік тому

      what is your question?

  • @bdboyamir
    @bdboyamir Рік тому

    সিংগাপুর থেকে NID করা যায়??

  • @razzakbepari7118
    @razzakbepari7118 Рік тому

    আমার ঠিকানা কিছুটা ভুল আছে, কোন সমস্যা হবে?

    • @oashim1
      @oashim1  Рік тому

      এখানে বলা আছে

    • @razzakbepari7118
      @razzakbepari7118 Рік тому

      @@oashim1 thanks sir

    • @md.alamin3030
      @md.alamin3030 Рік тому

      আমি নতুন স্কিল করছি এখন রিজেক্ট আসে,,,, এখন আমার বর্তমানের নামের,, সাথে,,আরেকটা,,, নাম এড।করে কি,,সিংগাপুরে ডোকতে পারবো,, কি,,কারণ আমি তো আগে কখনো সিংগাপুরে,,যাই নি,,,তাই বলছি,,দয়া করে জানান,,, স্যার,,,🙏

    • @oashim1
      @oashim1  Рік тому

      সিংগাপুরে প্রবেশের গ্যারান্টি দেয় শুধু সিংগাপুর।

  • @ashrafhossen5171
    @ashrafhossen5171 Рік тому

    Bmet card থাকলে মাসে 2500 টাকা করে পাবে প্রবাসীরা,,এটা কতটা সত্য নিউজ??

    • @oashim1
      @oashim1  Рік тому

      ভুয়া নিউজ

  • @sofiquljonyb9488
    @sofiquljonyb9488 Рік тому

    স্যার আমার সমস্যা কি করব স্যার

    • @Mamun9574
      @Mamun9574 Рік тому

      apnar ki somossa vai

    • @sofiquljonyb9488
      @sofiquljonyb9488 Рік тому

      @@Mamun9574 বয়সের ভাই

    • @Mamun9574
      @Mamun9574 Рік тому

      @@sofiquljonyb9488 apnar phone number ta den vai

  • @moitparamadrasah2291
    @moitparamadrasah2291 Рік тому

    doya kore apner number ta din