ছবি।আবু হেনা মোস্তফা কামাল। ফজলে রাব্বী।কবিতা আবৃত্তি আসর।[Chobi.Abu Hena Mustafa Kamal.Fazla Rabby]
Вставка
- Опубліковано 7 лют 2025
- কবিতা - ছবি
কবি - আবু হেনা মোস্তফা কামাল
আবৃত্তি - ফজলে রাব্বী
ছবি
-আবু হেনা মোস্তফা কামাল (১৯৩৬-১৯৮৯)
আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ
ছবির মতো এই দেশে একবার বেড়িয়ে যান।
অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই,
কিন্তু তাতে কিছু আসে যায় না- আপনাদের স্ফীত সঞ্চয় থেকে
উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিঙের বিনিময়ে যা পাবেন
ডালাস অথবা মেম্ফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ!
আসুন, ছবির মতো এই দেশে বেড়িয়ে যান
রঙের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা
আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না, বস্তুত শিল্প মানেই নকল
নয় কি?
অথচ দেখুন, এই বিশাল ছবির জন্যে ব্যবহৃত সব উপকরণ
অকৃত্রিম;
আপনাকে আরো খুলে বলি; এটা, অর্থাৎ আমাদের এই দেশ,
এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি,
সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে
সম্প্রতি সাজানো হয়েছে।
খাঁটি আর্যবংশসম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ত্রিশ লক্ষ কারিগর
দীর্ঘ ন’টি মাস দিনরাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি।
এখনো অনেক জায়গায় রং কাঁচা- কিন্তু কী আশ্চর্য গাঢ় দেখেছেন?
ভ্যান গগ্- যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে
সোনালী তুলে এনে
ব্যবহার করতেন কখনো, শপথ করে বলতে পারি,
এমন গাঢ়তা দেখেন নি!
আর দেখুন, এই যে নরমুন্ডের ক্রমাগত ব্যবহার- ওর ভেতরেও
একটা গভীর সাজেশান আছে- আসলে ওটাই এই ছবির অর্থাৎ
এই ছবির মতো দেশের- থিম্ ।
#কবিতা #আবৃত্তি #ফজলে_রাব্বী
I wait to heard your recitation. When seeing the recite of poem then I am feeling peaceful. Ainul Ali from West Bengal.
@@raselali2230 Thank you so much for being there and remembering.