সাদা দাড়ি, সানগ্লাস চোখে ফাঁস শাহরুখের লুক! Bijoy TV

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • #শাহরুখ #শাহরুখ_খান #ShahRukh #Shah_Rukh #SRK
    ২০২৩ সালে দীর্ঘ সাড়ে চার বছর পর ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে নতুন যাত্রা শুরু করেন সুপারস্টার শাহরুখ খান। পাঠানের পর ‘জাওয়ান’ দিয়ে নিজের সিংহাসন আবারও দখলে নিয়েছেন কিং খান। এরপর থেকেই বাদশার ভক্তরা মুখিয়ে আছেন তার পরবর্তী সিনেমার অপেক্ষায়। শোনা যাচ্ছে, এবার মেয়ে সুহানা খানের সঙ্গে একই সিনেমায় হাজির হচ্ছেন শাহরুখ।
    সুজয় ঘোষের পরিচালনায় সিনেমাটির নাম রাখা হয়েছে ‘দ্য কিং’। এরইমধ্যে সিনেমাটি নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। আর সেই উন্মাদনার মধ্যেই এবার ফাঁস হলো শাহরুখের নতুন লুক।
    এর আগে ‘জাওয়ান’ সিনেমায় একেবারে রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিয়েছিলেন শাহরুখ। ধুন্ধুমার অ্যাকশনে রীতিমতো ঝড় তুলেছিলেন পর্দায়। ধারণা করা হচ্ছে, ‘দ্য কিং’ শিরোনামের সিনেমার জন্য ফের সেই বিধ্বংসী লুকে ফিরতে চলেছেন বাদশা।
    copyright © A BIJOY TV Production-2024
    সঙ্গে থাকুন বিজয় টিভির
    Website: bijoy.tv/
    Facebook: / bijoytvlimited
    UA-cam: / bijoytvofficial

КОМЕНТАРІ • 19