সাবঅল্টার্ন স্টাডিজ আর তার প্রদীপের নীচের অন্ধকার।। সাঈদ ফেরদৌস ।। বোধিচিত্ত

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2019
  • বোধিচিত্তের আয়োজনে "সাবঅল্টার্ন স্টাডিজ আর তার প্রদীপের নীচের অন্ধকার" প্রসঙ্গে আলাপ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক সাঈদ ফেরদৌস।

КОМЕНТАРІ • 40

  • @sudipsikder9979
    @sudipsikder9979 Рік тому +7

    স্যার আমি কলকাতা থেকে শুনছি। কি অসাধারণ বক্তব্য! মোহিত হয়ে গেলাম। এত ভাল শিক্ষক সারা জীবনে খুব কম দেখেছি। এমনকি আমার নিজের বিশ্ববিদ্যালয় C.U তেও বিরল। বাংলাদেশ সম্পর্কে ধারণা পরিবর্তন হয়ে গেল। আপনাদের মত পন্ডিত মানুষরাও ওদেশে আছেন অথচ রাজনীতি, সাংস্কৃতিক জগতে দেশের মুখপাত্র দেখে মনে হয় সবাই কি হিরো আলম/ দেওয়ার জাহান ঝন্টু ..........।

  • @AhmedBabluOFFICIAL
    @AhmedBabluOFFICIAL 4 роки тому +11

    এত অসাধারণ লাগল যে, মনে হলো এক ধাক্কায় সাবঅল্টার্ন সম্পর্কে অনেকখানি শিক্ষিত হয়ে উঠলাম। ধন্যবাদ সাঈদ ফেরদৌস। ধন্যবাদ বোধিচিত্ত।

  • @mdraihanali2521
    @mdraihanali2521 3 роки тому +15

    বাংলাদেশে যে এতো গুনি মানুষ থাকেন, বোধিচিত্ত এমন অনুষ্ঠানের আয়োজন না করলে অজানাই থেকে যেত। বোধিচিত্তের কাছে আমি কৃতজ্ঞ।

  • @shouvikmondal6713
    @shouvikmondal6713 2 роки тому +2

    ইতিহাসের ছাত্র হিসেবে এই ধরনের একটা ভিডিও দেখে খুবই সমৃদ্ধ মনে হলো নিজেকে। এরকম আরো ইতিহাস নির্ভর টপিক নিয়ে আলোচনা দিলে ভালো হয়। অনেক ধন্যবাদ।

  • @sanjaymaitra8562
    @sanjaymaitra8562 3 роки тому +6

    সর্বপ্রথম বোধিচিতত সকল কে ধন্যবাদ ও শুভকামনা জানাই। আপনাদের এই উদ্যোগের ও তা বাস্তবায়িত করার ফল স্বরূপ একের পর এক এই রূপ মনন শীল অনুষ্ঠানে অত্যাধুনিক মাধ্যমের সহযোগিতায় অংশ গ্রহন করতে পারার জন্য।
    কত অজানা কে জানতে পারলাম, সমৃদ্ধ হলাম আপনাদের দেওয়া উপহারে।
    প্রনাম 🙏

  • @Adv.Rahman
    @Adv.Rahman 4 роки тому +3

    কি আসাধারণ আলোচনা! কি অসাধারণ আলোচনা। ধন্যবাদ আবারও বোধিচিত্তকে।

  • @saifsiraj
    @saifsiraj 4 роки тому +6

    আকর্ষণীয় বাগভঙ্গি। বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ।

  • @nayeemhossain738
    @nayeemhossain738 4 роки тому +3

    খুব আগ্রহোদ্দীপক একটি বিষয়ের দারুন এবং উপভোগ্য বক্তৃতা ♥

  • @mohammadiqbalmonawar7020
    @mohammadiqbalmonawar7020 2 роки тому +1

    বোধিচিত্তের প্রতি কৃতজ্ঞতা।

  • @delwarhossain9151
    @delwarhossain9151 3 роки тому +1

    অসাধারণ। অভিভূত। ধন্যবাদ।

  • @Adv.Rahman
    @Adv.Rahman 4 роки тому +3

    ধন্যবাদ বোধিচিত্ত।

  • @saifulislamshahin8212
    @saifulislamshahin8212 4 роки тому +2

    বেশ চমৎকার ব্যাখ্যা, ধন্যবাদ বোধিচিত্ত।

  • @tamaldey8423
    @tamaldey8423 3 роки тому +1

    অসাধারণ অসাধারণ ❤️

  • @kapilentertainmentstudio9203
    @kapilentertainmentstudio9203 4 роки тому +2

    একটা সুন্দর আলোচনা

  • @ashok755
    @ashok755 3 роки тому +2

    Very balanced review. Thanks

  • @rabindrakamilya189
    @rabindrakamilya189 3 роки тому +1

    Thanks sir for your nice representation & thanks to bodhichitya

  • @shahidulmamunsm
    @shahidulmamunsm 4 роки тому +1

    দারুন মনোগ্রাহী আলোচনা।

  • @wululantor7063
    @wululantor7063 4 роки тому +1

    খুবই গোছানো আলাপ

  • @kolikata1690
    @kolikata1690 4 роки тому +1

    বাহ! বেশ লাগলো।

  • @brewedmeditation2886
    @brewedmeditation2886 3 роки тому +1

    আহ্, মধুর ভাষণ

  • @BillahaMdMasum
    @BillahaMdMasum 3 роки тому +2

    অসাধারন, তবে কি বলতে পারি সাবঅল্টার্ন রা মিড লেভেলে যেতে পারেন না কারন এলিটিস্টরা তাদের সেখানে যেতে বাধা দেন। সেক্ষেত্রে সাবঅল্টার্নিস্টদের ব্লাইন্ড স্পটে থেকে যেতেই হচ্ছে, সাবঅল্টার্ন আচে বলে কি তবে পপুলিস্ট পলিটিক্স বৃদ্ধি পেয়েছে উপমহাদেশে? অনেক অনেক প্রশ্ন রয়ে গেলে। স্যার। আবার কোথায় আপনার লেকচার শোনা যাবে ! জানতে পারলে ভালো হত।

  • @arupbar
    @arupbar 4 роки тому +2

    অনেক ধন্যবাদ।

  • @abutaher3465
    @abutaher3465 4 роки тому +2

    আসাধারণ

  • @liaquatali3030
    @liaquatali3030 3 роки тому +1

    Nice...I like it

  • @TheMirazMithu
    @TheMirazMithu 3 роки тому +1

    *সাবলীল-বাচনভঙ্গি এবং গুরুত্বপূর্ণ আলোচনা ❤*

  • @efratsheikh526
    @efratsheikh526 4 роки тому +2

    বাহ, দারুন আলোচনা

  • @avijitmukherjee4541
    @avijitmukherjee4541 3 роки тому +1

    আমি কিভাবে এই মহান মানুষ এর সাথে যোগাযোগ করতে পারি.. Please help me

  • @tahsinsilvy4955
    @tahsinsilvy4955 3 роки тому +1

    ধন্যবাদ

  • @taiubatonoi4823
    @taiubatonoi4823 2 роки тому +1

  • @sudipghosh14
    @sudipghosh14 4 роки тому +1

    অত্যন্ত জ্ঞানী ও সুবক্তা ।moreover being a calcuttan ( call me snob ! And sorry ) আপনার বাংলা কলকাতার উচ্চারণ পাই

    • @zahid1909
      @zahid1909 3 роки тому

      যে কোন বিষয়ে গুরুত্বপূর্ণ কাজের দাবীদার হতে গেলে, আমাদের কণ্ঠেও সেই 'প্রবল স্বরটা' চলে আসে।
      দারুণ ক্রিটিক করেছেন, দাদা। আমাদের সাব-কন্সাস অনেককিছুই আমাদের অজান্তেই বলায়।

    • @sayeedferdous1970
      @sayeedferdous1970 3 роки тому +1

      হা হা আমি তো করসি খাইসি করেই কথা বলি সচরাচর, কিন্তু আনুষ্ঠানিকতা হয়তো যাকে আপনি বলছেন কলকাত্তাইয়া, সেইটাতে আমাকে ঠেলে নিয়ে গেছে।

  • @MDTAHER-ng7sn
    @MDTAHER-ng7sn 4 роки тому +2

    খুব ভাল লাগলো । একটা প্রশ্ন ছিল , ভারতবর্ষে (বিশেষ করে বাংলায় ) ব্রিটিশ অস্ত্বীত্ব কে অস্বীকার করা , বা তাকে ভুল প্রমান করাটা কি অপরিহার্য ?

    • @kentokickot595
      @kentokickot595 2 роки тому

      ব্রিটিশ অস্তিত্ব যদি আমরা উপমহাদেশের দিক থেকে দেখি তাহলে ব্রিটিশ অস্তিত্ব বলতে সবসময়ই আমরা উচ্চতর কোনো কিছু দেখি।আমাদের বিভিন্ন ধরনের মানসিকতা দেখলে বোঝা যায় যে সেগুলো ব্রিটিশ অস্তিত্ব ফলে তৈরি সমস্যা।

    • @pinkpasa2634
      @pinkpasa2634 Рік тому

      সেটা সম্ভব নয়।

  • @anandarupa5959
    @anandarupa5959 Рік тому

    louis dumont er proshongsha korar mane hoyna. irfan habib o hira singh er kaajer maddhome bojha jay je dumont er analysis khub eurocentric chilo, aar class analysis ke sompurno bhabe erie geche aar caste ke ekta religion based concept e atke rekheche.

  • @pradyumnabandyopadhyay7926
    @pradyumnabandyopadhyay7926 4 роки тому +2

    এমনি ত ভালো। কিন্তু কয়েকটি জায়গায় সঠিক তথ্য দিলেন না।দেশ বিভাগ নিয়ে অনবদ্য কাজ করে ন সাবলটান ঐতিহাসিক gyan pandey prose of otherness রচনা য়। পড়ে নিন ।

    • @sayeedferdous1970
      @sayeedferdous1970 3 роки тому +2

      হুম সত্য, আমার উল্লেখ করা উচিতছিলো। তাঁর কাজ আমি রিভ্যু করেছি আমার থিসিসে। তবে পুরো কালেক্টিভের সামগ্রিক কাজের পরিধিতে দেশভাগে উপস্থিতি সামান্যই।