এটি একটি ভাইরাস জনিত রোগ।সাদা মাছি দ্বারা ভাইরাস ছড়ায় । আক্রান্ত গাছ খর্বাকৃতি হয় । পাতার গায়ে টেউয়ের মত ভাজের সৃষ্টি হয়, কুঁচকে যায় । বয়স্ক পাতা পুরু ও মচমচে হয়ে যায় । অতিরিক্ত শাখা প্রশাখা বের হয় ও ফুল ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে । আক্রমণের আগে করণীয়ঃ রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা । • রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা । • আক্রমণ হলে করণীয়ঃ আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করা । • ভাইরাসের বাহক পোকা দমনের জন্য ডায়ামেথেয়ট, এসাটাফ, এডমেয়ার, টিডো, ইত্যাদি যে কোন একটি ১ মিলি /লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা) । • তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmers' window
১২,৩,২০২২ করলার বীজ ২৪ ঘন্টা ভিজিয়ে রাখার পর ভিজা টিস্যু পেপার দিয়ে বীজ গুলো এয়ারপ্রুভ বক্সে তিন দিন রাখার পরেও জার্মিনেট হয়নি,,সেই গুলো আবারা মাদায় লাগিয়েছি তারপরও জার্মিনেট হয় না,,
বীজের অঙ্কুরোদগম ক্ষমতা কম থাকলে এই সমস্যা হতে পারে । বাজার থেকে বীজ সংগ্রহ করার পর অবশ্যই রোদে ঘণ্টা খানেক শুকিয়ে নিতে হবে । এরপর ছায়া স্থানে রেখে বীজটি ঠান্ডা করার পর বীজ ভিজতে হবে । ২৪ ঘণ্টা ভিজানোর পর পানি ঝেরে নিয়ে সুতি কাপড় কিংবা চট ভিজিয়ে নিয়ে তাতে বীজ রেখে ওটা মুড়িয়ে পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখতে হবে ২ দিন পর খুলে দেখতে হবে মুখ ফেটেছে কি না । মুখ ফাটল কোকো পিট অথবা মাটিতে বীজ বুনতে হবে এতে দ্রুত চারা গজিয়ে আসবে । মুখ ফুটানো ছাড়াও মাটিতে বপন করা যায় তবে এতে গজাতে সময় লাগে ।
নতুন পদ্ধতি ভাল লাগল
ইউক্লিপ্টাস গাছের নিচে চাষাবাদে ফলন অর্ধেক কমে যাবে৷
ধন্যবাদ সাদ্দাম ভাই
সাদ্দাম ভাই কেমন আছেন। খুব ভালো লাগছে আপনাকে
খুব সুন্দর হয়েছে ধন্যবাদ
মাঝারি সাইজের কোন জাতের করলা তে সব থেকে বেশি ফলন পাওয়া যাবে??
মায়া বতী, রেসার, নিহারিকা, বন্ধন গোল্ড ইত্যাদি জাত
বাহ অাপনি খুব অাকর্ষনীয় ভিডিও তৈরি করেছেন। প্রিয় খুব সুন্দর ভিডিও, অামি নতুন সাব......অামি সম্পূর্ন দেখেছি, অাপনি এত অাকর্ষনীয় ভিডিও~~~~~😍~~~~😍~~~~~😍
অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন যেন এগিয়ে যেতে পারে এবং আরো ভালো এবং তথ্যপূর্ণ ভিডিও দিতে পারি ।
শুভ কামনা সাদ্দাম ভাই।
করলা গাছ কুকড়িয়ে যায় এর পতিকার কি
এটি একটি ভাইরাস জনিত রোগ।সাদা মাছি দ্বারা ভাইরাস ছড়ায় । আক্রান্ত গাছ খর্বাকৃতি হয় । পাতার গায়ে টেউয়ের মত ভাজের সৃষ্টি হয়, কুঁচকে যায় । বয়স্ক পাতা পুরু ও মচমচে হয়ে যায় । অতিরিক্ত শাখা প্রশাখা বের হয় ও ফুল ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে ।
আক্রমণের আগে করণীয়ঃ
রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা ।
•
রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা ।
•
আক্রমণ হলে করণীয়ঃ
আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করা ।
•
ভাইরাসের বাহক পোকা দমনের জন্য ডায়ামেথেয়ট, এসাটাফ, এডমেয়ার, টিডো, ইত্যাদি যে কোন একটি ১ মিলি /লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা) ।
•
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmers' window
Vai ai neter dam koto plz aktu janaben
১৮০-২৫০ টাকা কেজি প্রতি দাম নিতে পারে ।
এক বিঘা জমিতে কয়টি গাছ লাগালে ভালো হবে
প্রতি শতাংশে ১০ টি হিসেবে ৩৩০ টি লাগবে বিঘা প্রতি । তবে ভালো ফলনের জন্য ২৯০-৩০০ টি লাগতে পারেন ।
ভাই করলা কয় হাত পর পর লাগাতে হয়
করলা ৬ ফিট পর পর রোপণ করলে ভালো ফলন পাওয়া যায়
১২,৩,২০২২ করলার বীজ ২৪ ঘন্টা ভিজিয়ে রাখার পর ভিজা টিস্যু পেপার দিয়ে বীজ গুলো এয়ারপ্রুভ বক্সে তিন দিন রাখার পরেও জার্মিনেট হয়নি,,সেই গুলো আবারা মাদায় লাগিয়েছি তারপরও জার্মিনেট হয় না,,
বীজের অঙ্কুরোদগম ক্ষমতা কম থাকলে এই সমস্যা হতে পারে । বাজার থেকে বীজ সংগ্রহ করার পর অবশ্যই রোদে ঘণ্টা খানেক শুকিয়ে নিতে হবে । এরপর ছায়া স্থানে রেখে বীজটি ঠান্ডা করার পর বীজ ভিজতে হবে । ২৪ ঘণ্টা ভিজানোর পর পানি ঝেরে নিয়ে সুতি কাপড় কিংবা চট ভিজিয়ে নিয়ে তাতে বীজ রেখে ওটা মুড়িয়ে পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখতে হবে ২ দিন পর খুলে দেখতে হবে মুখ ফেটেছে কি না । মুখ ফাটল কোকো পিট অথবা মাটিতে বীজ বুনতে হবে এতে দ্রুত চারা গজিয়ে আসবে । মুখ ফুটানো ছাড়াও মাটিতে বপন করা যায় তবে এতে গজাতে সময় লাগে ।
ভাই করলা গাচ মারা জায় কি ওসুধ দিবো
ক্রোজিন/ ব্যাক্ট্রোল প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে সাথে থিওভিট 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন ।
নেট কোথায় পাবো, জানাবেন প্লিজ
হার্ডওয়্যার এর দোকানেই পাওয়া যায়, এছাড়া অনলাইনে ক্রয় করতে পারেন অনেকেই বিক্রয় করছে । ঢাকার কামরাঙ্গীর চরে ও সিদ্দিক বাজারে পাওয়া যেতে পারে ।
ভাই করলা আগাম ফলনের জন্য পোষ মাষে রোপন করলে কেমন ফলন হবে কারন শীতের পরপরি করলার দাম বেশি থাকে বাজারে
এক্ষেত্রে আপনি শীত সহনশীল জাত নির্বাচন করতে পারবে, যেমন রেসার, গ্লোরি, পাপিয়া সুপার গোল্ড, নবাব, টিয়া সুপার ইত্যাদি । এতে ভালো ফলন পেতে পারেন ।
ভাই আলহামদুলিল্লাহ, আমিও ১২ শতক জমিতে করলা চাষ করেছি নেট জালের সাহায্যে,
ভাই একটু ভালো সাজেষ্ট করলে আমিও উপকৃত হতাম......?
জ্বি অবশ্যই, আপনার জানার বিষয় টি যদি আমাকে বলতেন।
চাষির নাম্বার দেওয়া যাবে, দিলে ভালো হতো
01722358823 আব্দুল খালেক
সবকিছু তো বললেন এক কেজি নেট মূল্য কত সেটাই তো বললেন না??
২৮০ টাকা কেজি নিতে পারে
@@KrishiDigonto ভাইয়া 1 রোল মালচিং পেপারের দাম কত একটু বলতে পারবেন
৫২০০ টাকা +- হতে পারে আপনি @Agro1 এর সঙ্গে যোগাযোগ করতে পারেন