তর্পণী এবং আবাহনী || Mahalaya || Nrisingha Prasad Bhaduri

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #mahalaya #ganga #tarpan #pitripaksha #devipaksha #birendrakrishnabhadra #prasarbharti #nrisingha_prasad_bhaduri #brihadaranyaka #akashvaniradio

КОМЕНТАРІ • 401

  • @kalyanbhattacharjee8831
    @kalyanbhattacharjee8831 11 місяців тому

    Ashadharon khoob bhalo laglo, darun

  • @anindyadey80
    @anindyadey80 Рік тому

    🙏🏻 🙏🏻 🙏🏻

  • @shyamalkantichatterjee619
    @shyamalkantichatterjee619 18 годин тому

    Apurva chamatker bisleson korechhen. You are really great. Pranam neben

  • @sangitachatterjee1739
    @sangitachatterjee1739 2 роки тому +11

    তন্ময় হয়ে শুনলাম, কোথা দিয়ে যে সময় কেটে বুঝতেই পারলাম না ।সশ্রদ্ধ প্রণাম জানা ই আপনাকে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘ জীবী হোন।🙏🙏🙏

  • @ruhichoudhoury2130
    @ruhichoudhoury2130 9 годин тому

    Apnar video dekhe khubi information pai ❤🙏🏽

  • @umade9460
    @umade9460 2 роки тому

    অনেক অজানা জিনিস জানলা।

  • @sumanatalukdar2540
    @sumanatalukdar2540 2 роки тому

    🙏🙏🙏

  • @newpanditjee
    @newpanditjee 16 годин тому

    Gurudeb… sudur Virginia theke apnar video khub mon diye dekhi… pronam

  • @parnashasankalpitabhowmick3788
    @parnashasankalpitabhowmick3788 11 днів тому

    A big thank you to Acropolis for compiling this beautiful collection. I am sure it will act as a treasure trove of information for many more research scholars such as me. Thank you very much Sir.

  • @tandrasarkhel2653
    @tandrasarkhel2653 Рік тому

    🙏🙏🙏🙏

  • @amritachakraborty-hl1nw
    @amritachakraborty-hl1nw 8 днів тому

    🙏🙏🙏

  • @kabitapaul6065
    @kabitapaul6065 2 роки тому

    আপনাকে অনেক প্রণাম জানাই আপনার মত বিদগ্ধ ব‍্যাক্তি এখন বিরল

  • @coelleiya
    @coelleiya 2 роки тому +1

    প্রণাম নেবেন, মুগ্ধ হয়ে সমস্ত কথা শুনলাম, জানলাম ,শিখলাম এবং আরো আরো জানার ও শেখার আগ্রহ বেড়ে গেলো।🙏

  • @ritasingharoy1411
    @ritasingharoy1411 Рік тому +1

    অসংখ্য ধন্যবাদ আপনাকে।কত কিছু জানতে পারি এক ই সাতে।ভীষণ ভালো লাগে ।প্রণাম নেবেন।

  • @নয়নবিশ্বাস-ঝ১ম

    প্রণাম

  • @pranatideb7119
    @pranatideb7119 Рік тому

    I feel very much satisfaction hearing our greatGuruji

  • @dhrubajyotighosh3805
    @dhrubajyotighosh3805 2 роки тому

    আপনার কথায় আমরা সবাই অনুপ্রাণিত হই। অসাধারণ বাখ্যা আপনার।

  • @sumantune
    @sumantune 2 роки тому

    আপনি শুধু জ্ঞানী নন, প্রকৃত শিক্ষক, সুবক্তা, রসিক এবং বাঙালি। অপুর্ব এবং অসাধারণ এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলো সামান্য সময় টুকু। অমূল্য দলিল হয়ে থাকলো।

  • @sujatadas5290
    @sujatadas5290 2 роки тому

    Ato apurbo byakkha sotti tulona heen pronam neben🙏🙏🙏

  • @sahanachaudhuri9816
    @sahanachaudhuri9816 11 місяців тому

    মুগ্ধ হয়ে শুনলাম। অসাধারণ লাগল। প্রণাম নেবেন।

  • @gokulmaity5783
    @gokulmaity5783 2 роки тому +18

    কোন ও কথা না বলে অন্তরের অন্তস্থল থেকে কোটি কোটি প্রণাম জানাই ।সুস্থ থাকুন🙏🙏🙏

    • @anusnadutta7175
      @anusnadutta7175 2 роки тому

      অন্তর থেকে সমৃদ্ধ হলাম কথা গুলো শোনার পরে 🙏🙏

  • @jitchakraborty8839
    @jitchakraborty8839 2 роки тому

    প্রণাম নেবেন, মুগ্ধ হয়ে আপনার কথা শুনি!

  • @বৈদিকজ্যোতিষশাস্ত্রভাস্করাচা

    আপনাকে প্রথমেই হার্দিক প্রণাম, আপনি যখন কোন বিষয় নিয়ে বলেন তখন মূল বিষয় থেকে সরে যান, এটা আপনার সনাতনী জ্ঞানের উচ্ছিষ্ট।

  • @prabhasray4662
    @prabhasray4662 2 роки тому

    অধ্যাপক ভাদুড়ী কে খুব কাছ থেকে দেখেছি, বিভিন্ন সেমিনারে কথা বলার সুযোগ হয়েছে। নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়
    এর বিভিন্ন অনুঠানে উনি নিয়মিত যোগদান করতেন। সুবক্তা, এক অনন্য চিন্তাবিদ।

  • @shabaridasgupta5835
    @shabaridasgupta5835 2 роки тому

    অপূর্ব। অনেক কিছু শিখলাম। বর্তমান যুগের সন্তানদের এইসব জানার প্রয়োজন আছে। আপনাকে শ্রদ্ধা নিবেদন করি।

  • @saradasaraswatikalamandir1713
    @saradasaraswatikalamandir1713 11 місяців тому

    ❤❤❤DADABHAIER BSKKGA MON PEAN BHORIE DAY JOY MA SARIDESWARI.

  • @joydebchakraborty
    @joydebchakraborty 2 роки тому

    Apurba laglo Mahalaya ki jene. Apnar mukher shabda vibration aane. Pronam neben

  • @purnachandrachakraborty9175
    @purnachandrachakraborty9175 2 роки тому +1

    পিতৃতর্পণই যদি মাতৃতর্পণ হয় তাহলে যার মাতা প্রেত হয়েছেন কিন্তু পিতা জীবিত, তিনি কি তর্পণ করতে পারবেন? যদি পারেন তাহলে কীভাবে? ব্যাখ্যা করলে উপকৃত হব।

  • @souvikprofile
    @souvikprofile 2 роки тому

    কি অসাধারণ সব ব্যাখ্যা। কি অসাধারণ আমাদের ধর্ম। কি অসাধারন আপনার ব্যাখ্যা। কিছুই জানিনা আমরা। আজে বাজে তর্ক করি অন্যের সাথে। অথচ সঠিক ভাবে জানলে সুন্দর সব কিছুর একটা নিয়ম আছে ছন্দ আছে। আপনার থেকে জানতে পারছি তৃপ্ত হচ্ছি

  • @shyamalkantichatterjee619
    @shyamalkantichatterjee619 17 годин тому

    Nrisinha babu apner pandityer tulona hoy naa. Ami mugdha. Apnake asankhya pranam

  • @tanusrisarkar8297
    @tanusrisarkar8297 2 роки тому +1

    স্যার আমার মনে দুটো বিষয় জানার আাছে ১.মেয়েরা তর্পণ করতে পারবে?২ কুরুক্ষেত্রের যুদ্ধ কোন মাসে হয়েছিল?

    • @adityathakur3792
      @adityathakur3792 2 роки тому

      (১) ক্ষেত্র বিশেষে মহিলারা তর্পণ করতে পারেন। (পুরোহিত দর্পণ ইত্যাদি বইতে বিশদে পাবেন)
      (২) মহাভারত অনুসারে চান্দ্র অগ্রহায়ণ মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধ চলেছিল ১৮ দিন, অর্থাৎ চান্দ্র অগ্রহায়ণ মাসের শেষ দিনে অমাবস্যা তিথিতে দুর্যোধনের মৃত্যুর পর কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়। তারপরের দিন অর্থাৎ চান্দ্র পৌষ মাসের প্রথম দিন, অর্থাৎ প্রতিপদ তিথিতে যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হন।

    • @souravdas3995
      @souravdas3995 Рік тому

      2. Agrahayan .

  • @tivo3720
    @tivo3720 11 місяців тому

    Please translate these slokas in English 🙏 please save Hinduism ❤ in this land and in the world 🙏 its a request

  • @ritasingharoy1411
    @ritasingharoy1411 Рік тому +2

    কত উদার চিন্তা ছিলো ভারত বর্ষে।আমরা ধন্য হলাম জন্ম গ্রহণ করে ।প্রণাম

  • @subratamodak895
    @subratamodak895 11 місяців тому +1

    আপনার এই প্রচেষ্টাই প্রাচীন সনাতনী জ্ঞনকে আধুনিক প্রযুক্তির সাথে মেলবন্ধন ঘটানো । এই ভাবেই বর্তমান প্রজন্মের মধ্যে ভারতের আধ্যাত্মিক জ্ঞান আরোহনের আগ্রহ জন্মাবে।

  • @ahadbiswas9262
    @ahadbiswas9262 2 роки тому

    তৃনমূলের ধর্ম প্রচারক ,,,,, বিদ্যেবোঝাই বাবু মশাই।।

  • @adwaitvedant3297
    @adwaitvedant3297 2 роки тому +5

    *অসাধারণ ব্যাখ্যা আচার্য , শত শত প্রণাম আপনাকে* ! 🙏🏻🙏

  • @subratamukherjee750
    @subratamukherjee750 2 роки тому

    পন্ডিত মশাই, অনেক অনেক দিন ধরেই আমরা আপনার জ্ঞানগর্ভ আলোচনা শুনে আসছি। কিন্তু আপনার প্রতি আমার একটি বিনীত অনুরোধ, সম্প্রতি রাখি মিত্র মহাশয়া আপনার প্রতি তার যে প্রশ্ন, যে জিজ্ঞাস্য রেখেছেন, তার যথাযথো উত্তর কি আপনি দেবেন?

  • @amitavachakraborty9719
    @amitavachakraborty9719 2 роки тому

    মহালয়ার দিন দেবীর চক্ষুদান বিষয়ে কিছু জানালে উপকৃত হবো প্রণাম নেবেন 🙏🏻🙏🏻

  • @irabiswas6099
    @irabiswas6099 2 роки тому

    🙏🙏🙏

  • @ankanabhattacharya5428
    @ankanabhattacharya5428 2 роки тому

    Sotti onek kichu janar ache.kichui jani na.khub bhalo laglo.pronam grohon korben.🙏

  • @samirkumarchakraborti8678
    @samirkumarchakraborti8678 Рік тому

    KINDLY bolben eta...AMAR jante ichhe Kore KHUB

  • @aishanibiswas155
    @aishanibiswas155 2 роки тому

    👌🙏

  • @satyabratakarmokar9078
    @satyabratakarmokar9078 2 роки тому

    আমার প্রণাম নেবেন।
    আপনার আলোচনা শুনে ঋদ্ধ হই।
    দয়া করে কল্প সংক্রান্ত কিছু আলোচনা করলে উপকৃত হই।

  • @soumitrachakraborty1204
    @soumitrachakraborty1204 2 роки тому +35

    অন্তরের অন্তরতম স্থান থেকে জানাই স শ্রদ্ধ প্রণাম। তাও মনেহয় কম হয়ে গেলো। মনে পড়ে যায় সেই সেই শ্লোকটি:- বিদ্যা দদাতি বিনায়াম......।🙏🙏

    • @ananyadashgupta6059
      @ananyadashgupta6059 2 роки тому

      ua-cam.com/video/55Dut4PrAl0/v-deo.html

    • @sawam986
      @sawam986 2 роки тому

      বিনয়ম্

    • @soumitrachakraborty1204
      @soumitrachakraborty1204 2 роки тому

      ঠিক ই বলেছেন, ওটা বাংলা কি-বোর্ডের ছলনা

  • @nirmalkumarmaity9245
    @nirmalkumarmaity9245 2 роки тому

    শুধু কি পিতারাই পিতৃলোকে থাকেন? মাতৃগণ কোথায় থাকেন?

  • @g.mukherjee1103
    @g.mukherjee1103 2 роки тому

    পিতৃপক্ষে কি করে পূজো উদ্বোধন হলো সেটা একটু জানাবেন ?

  • @user-tu5
    @user-tu5 2 роки тому

    গায়েত্রী দেবী কে নিয়ে কিছু বলুন, একজন খুবই রহস্যময় দেবী

  • @arupkar9423
    @arupkar9423 11 місяців тому

    অসাধারণ। প্রণাম জানালাম। নৃসিংহ বাবুকে বিনীত অনুরোধ ওই শ্লোকটা কি মনুসংহিতায় পাবো। কীট পতঙ্গ, পশু পাখী অবশিষ্ট অন্য দেওয়ার যে প্রথা।

  • @GPmylive
    @GPmylive 2 роки тому

    আমি একটা বিষয় জানতে চাই... সবাই বলে মহালয়া তে পিতৃপক্ষ অবসান আর দেবীপক্ষ শুরু। তাহলে পিতৃপক্ষ কবে শুরু হয় আর দেবীপক্ষ কবে শেষ হয়?

  • @MrSusamay
    @MrSusamay 2 роки тому

    Jodi sir er samne theke sorasori kichu sekhar sujog petam tobe dhonyo bodh kortam,video dekhe somriddho holam,pronam janai sir ke,kritogyota janai channel ke

  • @tradermadhumita
    @tradermadhumita 2 роки тому

    ব্রাহ্মণ ক্ষত্রিয় এর বিবাহ নিয়ে কিছু বলুন।🙏

  • @malibanerjee9840
    @malibanerjee9840 11 місяців тому

    অনেক অনেক শ্রদ্ধা আপনার প্রতি। আজ গল্পের মতো করে বলার জন্য খুবই ভালো লাগলো🙏💕 আপনার ভিডিও। কারণ বেশী সংস্কৃত শব্দ ব্যবহার হলে আমাদের বুঝতে অসুবিধা হয়। এভাবে ই বলবেন। আপনি ভালো থাকুন।

  • @jayachakraborty5735
    @jayachakraborty5735 11 місяців тому

    Sir,
    গভীর মনোযোগ দিয়ে শুনলাম,এত ভালো লাগলো ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। Sir, আপনার কাছে একটি অনুরোধ, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব কে নিয়ে একটি অনুষ্ঠান করার জন্য। আপনাকে অনেক শ্রদ্ধা ও নমস্কার জানাই ।

  • @debangshibagchi
    @debangshibagchi 2 роки тому

    কত কিছু জানলাম, বোঝার চেষ্টা করলাম। আপনাকে শতকোটি প্রণাম জানাই।
    একটি প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে কোথাও পাইনি। সেটি হল, মেয়েরা কী তর্পণ করতে পারে? সেক্ষেত্রে মন্ত্র কী আলাদা বা নিয়মাবলি আলাদা হয়? আমার মন চাই বাবা-মায়ের উদ্দেশ্যে এই দিন জল দান করতে। কিন্তু না জানার কারণে করা হয়ে ওঠেনা।

  • @muktimaity7646
    @muktimaity7646 2 роки тому

    সশ্রদ্ধ প্রনাম নেবেন স্যার।প্রত্যেক বারের মতো এবারও এই আলোচনা টিকে আপনার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পরিবেশন কোরলেন এবং হৃদয় গ্রাহী ও যুক্তিগ্রাহ্য করে।আপনার কাছে আমার একটি জিজ্ঞাসা আছে জড়ো উত্তর দেন খুবই ভালো লাগবে এবং আমার মনে শান্তি পাব।পিতা জীবিত থাকলে মাতার তর্পণ হয়না?কেন হয়না?

  • @rajasreesarkar9915
    @rajasreesarkar9915 11 місяців тому

    প্রেত = প্র + ইত অর্থাৎ যিনি প্রকৃষ্ট রূপে চলে গেছেন,( বুদ্ধি বা মহান-এ লয় হয়ে গেছেন) । প্রেত বলতে ভুত বোঝায় না। হ্যাঁ, শ্রাদ্ধের মন্ত্রে এই শব্দটি উচ্চারণ করা হয়, আর তখন আপনজনকে ঐ শব্দে সম্বোধন করা হয়, এতে মনে খুবই দুঃখ আঘাত লাগে যা খুবই স্বাভাবিক। কিন্তু শব্দের অর্থ যে কি ভীষণ বিকৃত হয়ে উঠেছে , আর সেটা আমরা জানিও না, জানতেও পারি না কারণ জানানো হয় না। কেই বা জানাবে! কারণ যে বামুন পুরোহিত এই কর্মকাণ্ডে নিযুক্ত হন তিনিও more or less অশিক্ষিত, ফলে তিনিও ভুল বোঝান। যাই হোক। নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর বক্তব্য ও লেখা খুব প্রাঞ্জল, যেহেতু তিনি সংস্কৃত ভাষায় এই মুহূর্তে বিশেষজ্ঞ ব্যক্তি আর শাস্ত্রের ব্যখ্যা তিনি নিরপেক্ষভাবে তুলে ধরেন, কোন রকম bias না হয়েই। মহালয়া তিথি আসলে বাৎসরিক শ্রাদ্ধ, সংক্ষেপে করা হয়। যদিও কিছু লোক আরেকটু বিস্তৃত আকারে করে থাকেন।

  • @Swati64
    @Swati64 Рік тому +5

    অসাধারণ! ঋদ্ধ হলাম। আপনি এত সুন্দর ভাবে 'প্রেত' শব্দের ব্যুৎপত্তি বুঝিয়ে দিলেন, মনে শান্তি পেলাম। পিতা মাতার শ্রাদ্ধবাসরে শব্দ টা বড় কানে ঠেকেছে। আজ সব দ্বন্দ্বের অবসান হল। 🙏

  • @ShriKushalBaranChakraborty
    @ShriKushalBaranChakraborty 2 роки тому

    অসাধারণ স্যার!

  • @subrataraychaudhury8952
    @subrataraychaudhury8952 2 місяці тому

    বিয়ের জন্য যে নান্নিমুখ করা হয় তাতে কি মাছ ব্যবহার করা হয়, যদি জানান খুব ভালো হয়। ভালো থাকবেন।

  • @SomnathDas-wx9nr
    @SomnathDas-wx9nr 11 місяців тому

    প্রায় ৪০ ,৪২ বছর আগের একটা কথা মনে পড়ে গেল , আমার স্কুল জীবনের বন্ধু রবীন ব্যনার্জী আর আমি প্রায়ই পাড়ার পুকুরে স্নান করতে যেতাম , আমি পুকুর থেকে ঘাটে উঠে গামছা নিংড়ে জল দিয়ে পা ধূতাম , রবীন বলল গামছার জল পায়ে দিবিনা ।আমি প্রশ্ন করলাম কেন? ও বলল পাপ হয় । আজ আপনার কথায় বুঝতে পারলাম কোন পাপের ভয়ে এই সংস্কার আজও মেনে চলেছি । প্রনাম নেবেন।

  • @suparnasarkar9854
    @suparnasarkar9854 Рік тому

    স্যার বাঙালি বিয়েতে বিদায়বেলায় কনে যে কনকাঞ্জলি দিয়ে বলে "বাবা মায়ের ঋণ শোধ করলাম", এখানে কি সত্যি এভাবে ঋণ শোধ করা যায়? এই ব্যাপারে জানতে চাই স্যার।

  • @Funnyboy-h7q
    @Funnyboy-h7q 2 роки тому

    আমার প্রণাম নেবেন আপনি যেভাবে বলছেন ব্যাখ্যা করে যেভাবে বলছেন এইরকম ধরনের আপনার গ্রন্থের মধ্যে কি ব্যাখ্যা পাওয়া যাবে বা ইউটিউবে যেভাবে নাম দেখছি বামন পা বিষ্ণু নখ এগুলো কি গ্রন্থের নাম যদি একটু কৃপা করে বলেন এরকম শুদ্ধ ব্যাখ্যা জানতে চাই অধীর আগ্রহে রইলাম আমার প্রণাম নেবেন

  • @krishnamukherjee1887
    @krishnamukherjee1887 2 роки тому

    Anek kichu janchi. Bhalo thakun.
    Pronam korchi

  • @mintupurkait8508
    @mintupurkait8508 2 роки тому

    Sir.পিতা।মাতা।জিবীত।থাকাকালিন।কি।তর্পণ।করাযায়।

  • @MrSDe-or4zb
    @MrSDe-or4zb 2 роки тому

    Sir, ami choto theke apnar lekha pori. Balmikir Ram o Ramayan theke apnar boi porar suru.
    Jodi, kindly, Ramayaner ekti choritro "Kakabhushundi" Er opor ekta video banan. Ebong "Kakabhushundi" 11 bar different Ramayan er ki results dekhechilo seta jodi ektu kholsa koren

  • @bulubanerjee1818
    @bulubanerjee1818 11 місяців тому

    Thank you very much for beautiful discussion
    Like it very much
    From Delhi

  • @munmunguhoneogi1988
    @munmunguhoneogi1988 7 місяців тому

    Tara Jodi niche neme ase (purbopurus) tahole jonmai kara

  • @amitra5568
    @amitra5568 2 роки тому +13

    মনটা জুড়িয়ে গেল। আপনি যে কত অসংখ্য মানুষকে আনন্দদান করছেন, সে আর কি বলব। মা আপনাকে রক্ষা করুন, তাঁর আশীষ আপনাকে ঘিরে থাকুক।
    আর আমাদের ধর্মাচরণের মধ্যে এই যে generosity, এই যে বিশালকে আপন করার তাগিদ, এটা বড় হৃদয়স্পর্শী।প্রণাম নেবেন।

  • @goparoy8632
    @goparoy8632 2 роки тому +2

    অপূর্ব ব্যাখ্য। অনেক অজানা তথ্য জেনে মনটা আনন্দে ভরে গেলো। প্রণাম জানাই। ভালো থাকুন।

  • @ashishchakraborty6984
    @ashishchakraborty6984 2 роки тому

    অপূর্ব । সমৃদ্ধ হলাম । আপনাকে প্রণাম ।

  • @amitghosh64
    @amitghosh64 2 роки тому

    ছেলে যদি সমস্যার জন্য বাবার উদ্দেশ্যে তর্পণ করতে না পারে, ছেলের বউ কি শ্বশুরের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন যদি তার বাবা মা জীবিত থাকেন?

  • @সৃষ্টিসুখ-ত৬ম

    এই কথা বলে বলে লোককে আমি বোঝাতে পারিনা

  • @pratimasarkar1659
    @pratimasarkar1659 2 роки тому +3

    অজ্ঞানের অন্ধ কার থেকে আপনি আমাদের মুক্ত করছেন। নমস্কার।

  • @BANGLA1837
    @BANGLA1837 Рік тому

    SIR APNAKE JOTOY POSONGSHA KORI TOTOY KOM HOY.APNI ONEK VALO THAKBEN.

  • @biprasapui7394
    @biprasapui7394 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

    • @2214580
      @2214580 2 роки тому

      Pronam neben. 🙏

  • @brewedmeditation2886
    @brewedmeditation2886 2 роки тому

    আপনার ব‌ই পড়া শুরু করলাম

  • @manabendrakaran2353
    @manabendrakaran2353 7 днів тому

    Apurbo. Pronam Sir Ji🙏🙏🙏

  • @jayantachattopadhyay3079
    @jayantachattopadhyay3079 8 днів тому

    K HUB B HALO LAGLO. PANDIT MAHASAY AMAR PRONAM. NEBEN

  • @debabratadey552
    @debabratadey552 2 роки тому

    মৃত্যু দোষ কি? একটু বিস্তারিত জানতে চাই।

  • @sharmisthaghatak6501
    @sharmisthaghatak6501 Рік тому

    Apurbo apnar katha sune ami bakhin hoe jai,ki bollo khuje paina🙏🙏

  • @rabindutta7227
    @rabindutta7227 2 роки тому +1

    সশ্রদ্ধ প্রণাম। শুনেছি আপনি সমগ্র মহাভারত নিজের মতো করে সংকলন করেছেন। আমি কোথায় মানে কোন পাবলিশার এর কাছে পাবো ও সেই বইগুলির নাম কি। দয়া করে জানাবেন।

    • @shastramayanandaswami267
      @shastramayanandaswami267 2 роки тому

      'কথা অমৃতসমান'- দে'জ পাবলিকেশন্স - ৬ খণ্ড প্রকাশিত হয়েছে।

  • @kuntalchaki4152
    @kuntalchaki4152 2 роки тому +1

    মহালয়ার অর্থ কি আনন্দ নিলয়?

    • @proloydas4312
      @proloydas4312 2 роки тому +1

      না মহান আলয় , আলয় মানে বাসা

  • @pritammaity12345
    @pritammaity12345 Рік тому

    ami j ki khusi hoi apnar episode gulo sune, ta bole bojhate parbo na.
    Ae sujog kore deoar jnne osonkhyo dhonnobad 🙏

  • @dr.subhasishthakur8076
    @dr.subhasishthakur8076 2 роки тому +2

    What a beautiful discussion! It held me spellbound. I had the same feeling while reading ur book, " MAHABHARATER PROTINAYAK". It is unfortunate that many Indians like me had no scope for learning Sanskrit, which is the mother of the majority of the Indian languages, & which is the reservoir of many philosophical & literary gems. But it is also our good luck that scholars of ur erudition have helped unfold the beauty of this language to the people at large.

  • @ashutoshprinters2410
    @ashutoshprinters2410 2 роки тому

    Ekta to apni pitri lok apni bollen,Ami mone kori ektasomaj lok jate apnar moto juni lok ke ese sobai kenie demonstrate kora uchit,apna koti koti pronam janai
    Ajoy Bhattacharya
    Varanasi

  • @soumenchakraborty2651
    @soumenchakraborty2651 2 роки тому

    কিন্তু যে ব্যাক্তি বিবাহ করেন না তার পিতৃ ঋণ কিভাবে শোধ হবে একটু যদি বলেন তাহলে উপকৃত হব

  • @samirkumarchakraborti8678
    @samirkumarchakraborti8678 Рік тому

    Eisab Pretamta Der tahole r mukti pabar upai nei?

  • @rajarshichakraborty3871
    @rajarshichakraborty3871 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻 Pronam Niben

  • @anirbankundu2412
    @anirbankundu2412 11 місяців тому

    প্রণাম নেবেন... 🙏🙏🙏🙏🙏

  • @sounakganguly2233
    @sounakganguly2233 2 роки тому

    Amra onek kom jani tai plz erom aro chai shunte jante

  • @kaberisaha4479
    @kaberisaha4479 2 роки тому

    Sir, Gaya te tarpan Kara ta ki jaruri ektu janaben please. Upokrito habo

  • @krishnaraman2266
    @krishnaraman2266 2 роки тому

    চামচাগিরি করা কি আপনার মানায় ?

  • @souravsen7763
    @souravsen7763 2 роки тому +1

    পিতৃপক্ষে দুর্গাপূজা শুরু করে দেওয়া কতটা শাস্ত্রসম্মত? একটু জোরগলায় বলুন!

    • @shuvadeeplahiri
      @shuvadeeplahiri 2 роки тому

      কোনো কোনো বাড়িতে কিন্তু বরাবরই নবম‍্যাদি কল্পারম্ভ অর্থাৎ পিতৃপক্ষের কৃষ্ণা নবমী তিথি থেকেই দুর্গাপূজা শুরু হয়ে যায়। অবশ‍্য রাজনৈতিক কারণে আজকাল নবমীরও আগে থেকে মোচ্ছব শুরু হয়ে গেলেও কিছুই আশ্চর্য নয়।

    • @proloydas4312
      @proloydas4312 2 роки тому +2

      যতই শাস্ত্র আওড়ান না কেনো সত্যি বলার সৎ সাহস এসব শাস্ত্রজ্ঞ বুদ্ধিজীবী দের নেই, এটাই দুঃখজনক

  • @kshamachakraborty7292
    @kshamachakraborty7292 2 роки тому

    Khub sundor bollen.

  • @sudarsanmaitra956
    @sudarsanmaitra956 Рік тому

    আপনাকে অনেক প্রণাম

  • @maliabanerjee2306
    @maliabanerjee2306 2 роки тому +1

    এত সুন্দর আলোচনা
    খুব ভালো লাগলো
    ধন্যবাদ আপনাকে

  • @parthapratimpaul2248
    @parthapratimpaul2248 2 роки тому +1

    Sir হিন্দুশাস্ত্রীয় ( Indian sub continent) আত্মা বা Life beyond the Death. আভেদাননদ বই । এই বিষয়ে যদি কিছু বলেন

  • @bidishabhattacharya1647
    @bidishabhattacharya1647 11 місяців тому

    দু ঘন্টা র হলে ভালো হত

  • @anupamchattopadhyay3781
    @anupamchattopadhyay3781 2 роки тому +1

    কি বলব জানি না।শব্দ হীন ভাষা হীন ।মন ভারাক্রান্ত হোল ।কই এ ভাবে তো কোন দিন ভাবিনি।তর্পণ করেছি অনেক বার বাবুঘাট এ গেছি কিন্তু এই মাহাত্ম্য তো সত্যিই জানা ছিল না। অসম্ভব সমৃদ্ধ হলাম।আপনাকে আপনার জ্ঞান কে অন্তরের অসংখ্য প্রনাম ।

  • @mitachakraborty6259
    @mitachakraborty6259 2 роки тому

    Ki je bhalo laglo bole hoy to bojhate parbo na