নিজস্ব সংস্কৃতির প্রতি যখন আমরা অনীহা প্রকাশ করছি ঠিক তখনই আপনারা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরলেন আমাদের নিজস্ব সংস্কৃতিকে।। অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কে।।
আবারও মুগ্ধ হলাম আপনাদের পরিবেশনায় ❤❣️ কন্ঠশিল্পী, নির্দেশনা, কোরাস, মিউজিশিয়ান সকলেই অনবদ্য ❣️ সাথে বাংলার কবি পল্লী কবি জসীম উদ্দীনের আশির্বাদ। উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ থেকে 🙏
দারুণ !! নতুন স্বাদের গান । আমাদের বাংলার পুরাতনী গান আপনারাই বাঁচিয়ে রেখেছেন । Hats off to you কলকাতায় আসুন । আমরা পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের গান শুনতে চাই । কলকাতা থেকে শুভেচ্ছা জানাই । ভালো থাকুন আপনারা ।
Bhai Please see the videos of this channel for one time. Tumi ekbar dekhle subscribe na kore tumi thakte parbe na eta amar biswas. jodi tomar valo lage tahole like dio. Valo na lagle like dita hobe na and subscribe kisui korte hobe na. #jibonerjonnogaan
কোক স্টুডিও বাংলার গানগুলো থেকে আইপিডিসির গান এর এরেঞ্জমেন্টগুলো খুবই নান্দনিক এবং আমাদের শতভাগ বাঙালীয়ানা স্বকীয়তায় ভরপুর। এই গানটাও বরাবরের মতো যথেষ্ট অসাধারণ। পার্থ দা 👌👌👏👏
ময়মনসিংহ গীতিকার সব গানগুলোই আমাদের বাঙালী সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ,, IPDC কে অসংখ্য ধন্যবাদ বর্তমান প্রজন্মের কাছে এমন চিত্তাকর্ষকভাবে গানটি উপস্থাপন করার জন,,💕
আমি তোমাদের একজন নিয়মিত শ্রোতা, গানটা শুনে আমার চোখে জল এসে গেল ,সত্যিই খুব সুন্দর হয়েছে ,আমি দিল্লিতে থাকি যার কারণে মাটির গন্ধ গানের মধ্যে দিয়ে পাই এজন্যই হয়তো চোখে জল আসার কারণ, খুব ভালো আরো অনেক অনেক অনেক গান চাই
এই পর্যন্ত আইপিডিসি র সেরা আয়োজন। শিল্পীদ্বয়ের অসাধারণ গায়কী, মিউজিসিয়ান দের চমৎকার তালে বাজানো একটা অপুর্ব সুরের মূর্ছনা,সব মিলিয়ে অন্য রকম একটা ভালো লাগা।
IPDC অনুষ্ঠানের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে কোরাস। এদের মধ্যে আবার একজন দোতরা বাজান যা অন্যরকম একটি উপস্থাপনা। স্যালুট রইল কোরাস এর সবার জন্য। আর IPDC অনুষ্ঠানের ক্যামেরার সামনে ও পিছনের সকল টিম মেম্বারদের জন্য ভালবাসা অবিরাম।
আমার দেখা সবচেয়ে সেরা গানের ইউটিউব চ্যানেল । ‘IPDC আমাদের গান’ চ্যানেলের প্রত্যেক সদস্যকে অনেক অনেক ধন্যবাদ; আমাদেরকে এতো সুন্দর গান প্রর্দশিত করার জন্য । আপনাদের এই মঞ্চ এবং গানগুলো মন মুগ্ধ করার মতো ।💖💖❤️❤️❤️
ওহ! কি চমৎকার পরিবেশনা। এত সুন্দর করে বাংলা গান, বাংলা বাদ্য বাজানো যায় এটা থেকে গান বাংলার তাপস আর কোক স্টুডিও বাংলার শিক্ষা নেয়া উচিৎ কারন তারা গানের বারটা বাজায় দিছে ওভার মিউজিক দিয়ে। আইপিডিসিকে ধন্যবাদ গানের মান ধরে রাখার জন্য।
পল্লীকবি জসিমউদদীন এর ‘ নকশীকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, বালুর চর’ ইত্যাদি বাংলা সাহিত্যকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়!! জয় হোক বাংলা গানের! জয় হোক বাংলা সাহিত্যের! জয় হোক বাঙালির! বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের মানুষের জন্যে এক বুক ভালোবাসা রইলো............ জুড়ী, মৌলভীবাজার, সিলেট থেকে। 🥰💖💝
IPDC আমাদের গান - সেলাম বারে বার। পার্থ ভাই - সেলাম বারে বার। আপনেরা আছেন বইলায় আমরা বাংলার মাটির গানগুলা শুনতে পারতেছি। অনেক চমৎকার পরিবেশনা হইছে। বিনের শব্দ যে এতো সুন্দর করে গানের লগে খাপ খায় এইটাও বুঝলাম নতুন কইরা। রাব্বি ভাইয়ের কন্ঠ কি ওজনওয়ালা! অঙ্কনও অসাধারণ করছে। জসীমউদ্দিন সাহেবও আমাদের দিয়ে গেছেন এমন সব অসাধারণ গান। সবাইরে অনেক অনেক ধইন্যবাদ।
অসাধারণ অসাধারণ প্রয়াস এটি।মুগ্ধতা গ্ৰাস করেছে আমার মননে।আরো পাওয়ার আশায় রইলাম। এভাবেই নিজস্ব সত্তাকে বাঁচিয়ে রাখার অসাধারণ প্রয়াস কে কুর্নিশ না জানিয়ে পারলাম না। তবে দেশভাগের যন্ত্রনা দেয় মনে।
দুই বাংলাতেই সংস্কৃতি রয়েছে ।। ঐতিহ্য রয়েছে দু বাংলাতেই ।। সে পশ্চিমবাংলা হোক্ বা হোক্ বাংলাদেশী আমরা বাঙালি ।। সবাই আমরা নিজেদের ঐতিহ্যের দিকে চেয়ে সংস্কৃতির পোশাক পড়ে এগিয়েই চলেছি ।।
India te gan manei Movier gan; r nacha nachii; Bangladeshe movier gan manush khub ekta shunei na. Bangladesher Band gulo world class level er. r ei rokom Palli giti, Loko giti, Lalon giti sob toh achei.
আমি এই প্রজন্মের ছেলে কিন্তু এই প্রজন্মের ছেলেরা নিজের সংস্কৃতি ভুলে আজ ইংলিশ গান শুনে শুনে মস্তিষ্ক নষ্ট করে ফেলছি,তবে ipds কে অনেক অনেক ধন্যবাদ আমার মতো এই আধুনিক প্রজন্মের ছেলেদের জন্য নতুন রূপে নতুন আঙ্গিকে গানগুলা তুলে ধরার জন্য, অধীর আগ্রহে থাকি কখন আপনাদের গান বের হবে🥰🥰
@@RanaSamakal মস্তিষ্কে ইংলিশ গান শুনতে শুনতে বাংলা গানের থেকে আগ্রহ সরে যায়,ভালো লাগে না,বাংলা গান মনে হয় হাসি তামাশা সেটাই মনে করে আজকাল ইংলিশ গান শোনা পোলাপাইন
আহা কাবিল মিয়ার ট্রাম্পেট আর বীণ শুনে তো মুগ্ধ হয়ে গেলাম। সাথে মাখন ভাইয়ের হারমোনিয়াম আর মন এর দোতারা। গানের সুর লাজওয়াব আর যারা গেয়েছেন তাদের কথা আর কী বলবো! এক কথায় অসাধারণ!!
এমন গান শুনতে পেরে জীবন ধন্য। Way of presentation excellent. বলতে গেলে এক কথায় "নেশা লাগিলো"। IPDC র সকলকেই জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। অপেক্ষায় থাকলাম নুতন কোনো গানের আশায়।
জয় বাংলা, জয় বাংলাদেশ। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, এবং বাংলার অসাম্প্রদায়িক চেতনার জয় হোক। আমার বাড়িও পদ্মার পাড়ে। চার দশক আগে বেদে নাও এবং তাদের জীবন খুব কাছে থেকে দেখেছি, যা আমাকে মানবিক হোতে শিখিয়েছে। ধন্যবাদ, এই সুন্দর পরিবেশনার জন্য। সেই সাথে ভারতের শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাই। ❤️🇧🇩❤️🇧🇩।
IPDC নিরন্তর ছুটে চলেছে শেকড়ের সন্ধানে। এই পরিবেশনার সাথে সংশ্লিষ্ট কাউকে খাটো করতে পারছি না। প্রত্যেকের স্বতঃস্ফুর্ততা এই অনুষ্ঠানকেও অসাধারণ প্রাণবন্ত করে তুলেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
২০২০ সালে শুরু হয়ে মাত্র ৩০/৪০টা গান কভার অতি ক্ষুদ্র মনে হচ্ছে। নিজেকে ক্ষুধার্ত মনে হচ্ছে এসব গান শোনার জন্য। ছোটবেলার স্মৃতি, আবেগ-অনুভূতির এক অনন্য মিশেল এসব গান। হঠাৎ কোথায় যেন হারিয়ে গিয়েছিল গানগুলো।আশাকরি IPDC এর মাধ্যমে এভাবেই বাংলার গৌরব অনন্য উচ্চতায় পৌঁছাবে। কোক স্টুডিওর কবলে পরে এই অসাধারণ আয়োজন যেন থমকে না যায়, এটাই চাওয়া।
সঙ্গীত পরিচালকের প্রতি অসীম কৃতজ্ঞতা নতুন প্রজন্মের এত দরদী কন্ঠ খুঁজে বের করার জন্যে। গায়কের অনেক গানই ইউটিউবে রয়েছে তবে এই গানটির মতন করে কোনটিতেই গায়কির পরিচয় পাইনি। অসাধারন।
IPDC কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি কালজয়ী লোকসঙ্গীত এর এমন একটি গান উপহার দেবার জন্য, কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলার এই লোকসংগীত ধরে রাখার জন্য, ধন্যবাদ জানাচ্ছি সেই সব গুনী শিল্পি ও মিউজিশিয়ান দের, যাদের বাদ্যযন্ত্রে ও কন্ঠে গান টি এত সুন্দর করে ফুটে উঠেছে। সবাই কে ধন্যবাদ
বিশ্বাস করেন পার্থ দা, কামরুজ্জামান রাব্বি ভাইয়ের জন্য অধির আগ্রহে বসেছিলাম, চমকে তো দিলেনই, সেই সাথে চমৎকার এক পরিবেশনা উপহার দিলেন। ঈদ মোবারক প্রিয় পার্থ দা, ভালোবাসা নিবেন ❤️❤️
From Kharupetia, Assam, India., I.P.D.C. one of the best chanal of Bangladesh. They are always a lovely beautiful family village songs presentation us. Many Thanks to thems.
এত সুন্দর কথা ও সুর আমাদের জসীমউদ্দিন সৃষ্টি করে গেছেন তা মনে হয়না এখন আর কারো পক্ষে করা সম্ভব।অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
আহা মনটা ভরে গেলো। কি অনবদ্য উপস্থাপনা !!!! সত্যিই প্রশংসনীয় ❤️❤️❤️ আমি শুরু থেকেই মুগ্ধ শ্রোতা। অনেক বড় হও আমাদের গান, পুরো বিশ্ব চিনবে ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে।
দারুণ পরিবেশনা।অনেক দিন পর এমন একটি গান শুনা ও দেখার ফলে মনটা ভরে গেল। চমৎকার পরিকল্পনায় কাজ করা হয়েছে,যা আমাদের পুরাতন গ্রাম বাংলার আধুনিকতার চুঁয়ায় ছেয়ে গেছে।
অসাধারণ পরিবেশনা! শিল্পীদের কোরিওগ্রাফি এবং পরিবেশনা এর কম্বিনেশন দশে দশ। আজকের গানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পরিচালনায় ও কোরাসদের আলাদাকরে ধন্যবাদ দিতেই হয়। গান শেষে রাজা মশাই শিল্পী ও সাপুরদের কিছু পুরস্কার দিলে আরো ভালো লাগত মনে হয়।
বাহ্, সুন্দর পরিবেশ সৃষ্টি, সুন্দর গায়কি ভীষণ সুন্দর করে বাংলাকে তুলে ধরার জন্য আইপিডিসির সকল কলা কুশলিদের অনেক ধন্যবাদ। ভবিষ্যতেও এমন গান পাওয়ার আশা রইলো🙏❤️
এক কালে ঈদের দিন ব্যান্ডের গান বাজতো, পরবর্তীতে হিন্দি গানের আড়ালে তা হারিয়ে যায়! এখন আবার দিন এসেছে সেই পুরোনো দিনের গানের নতুন এরেঞ্জমেন্টকে ঈদের দিনে স্বাগত জানানোর! বেশ ভালো হবে এবারের ঈদের গানের আয়োজন! জেমস এর নতুন গান, কোক স্টুডিওর প্রার্থনা আর IPDC আমাদের গানের বাবু সেলাম বারে বার! অসাধারণ!
অসাধারণ ছিল আপনাদের পরিবেশনা। গায়ক, গায়িকা, সহকারি গায়িকা, মিউজিশিয়ান, রাজা সহ অন্যান্য অভিনেতা সকলের পারফরম্যান্স ছিল খুবই ভালো। আপনাদের আইপিডিসির ভিন্নরকম আয়োজন আসলেই প্রশংসার দাবিদার। গ্রাম বাংলার বিভিন্ন গানগুলোকে ভিন্ন রকম ভাবে তুলে ধরার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি সব সময় অপেক্ষায় থাকি আপনাদের এরকম ভিন্ন রকম আয়োজন এর গান কখন আসবে।
অপূর্ব সত্যিই অপূর্ব ! মন আনন্দে ভরে ওঠে! এ গান একবার নয় বহুবার শুনে তবে মনটা একটু যেন আনন্দে ভরে ওঠে । আরও বহুদিন বহুবার শুনে মনটা আনন্দে ভরাবো। ধন্যবাদ শুধু দুই শিল্পীদের নয় সকলকে সেই জন্যই এতো সুন্দর উপস্থাপনা ! আমি পশ্চিম বঙ্গ থেকে নিয়মিত আপনাদের অনুষ্ঠান দেখি ।
আমি আইপিডিসি আমাদের গান দেখি এজন্য যে এই গ্রুপটি লোকজ গানের মূল থেকে গানগুলো তুলে এনে নতুন প্রজন্মের শিল্পিদের দিয়ে গাওয়ায়।যা আমার ভিষন ভাবে মন কেড়েছে।অসংখ্য অভিনন্দন রইল আইপিডিসির জন্য।
অাজ সারাদিন ধরে গানটা শুনছি। ফেসবুক টাইমলাইনে শেয়ারও করছি। কি যে সুন্দর হয়েছে গানটা। ভাষায় প্রকাশ করতে পারবো না। রাব্বি ভাইয়া এবং অঙ্কন অাপু দুজনের গলার সুরে এক অদ্ভুত জাদু অাছে যা হৃদয় কে ছুঁতে পেরেছে।
অনেক অনেক বার শুনেছি, তবে যতই শুনি তারপরও যেন তৃপ্তি মেটে না, IPDC কে মন থেকে ধন্যবাদ জানাই সব সময় অসাধারন কিছু গান আমাদেরকে উপহার দেয়ার জন্য, আরো নতুন নতুন গান চাই।।
এই গানগুলো শুনলে যেকেও স্মৃতিকাতর হতে বাধ্য। বাংলার গান কতটা সমৃদ্ধ এটা নতুন প্রজন্মের কাছে একেবারেই অজানা। কি সুন্দর পরিবেশনে গান গুলোকে নতুন করে প্রান দেয়া হচ্ছে! এক কথায় অনবদ্য। ❤️
নিজস্ব সংস্কৃতির প্রতি যখন আমরা অনীহা প্রকাশ করছি ঠিক তখনই আপনারা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরলেন আমাদের নিজস্ব সংস্কৃতিকে।। অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কে।।
আবারও মুগ্ধ হলাম আপনাদের পরিবেশনায় ❤❣️
কন্ঠশিল্পী, নির্দেশনা, কোরাস, মিউজিশিয়ান সকলেই অনবদ্য ❣️
সাথে বাংলার কবি পল্লী কবি জসীম উদ্দীনের আশির্বাদ।
উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ থেকে 🙏
অনেক ধন্যবাদ।
দারুণ !! নতুন স্বাদের গান ।
আমাদের বাংলার পুরাতনী গান আপনারাই বাঁচিয়ে রেখেছেন ।
Hats off to you
কলকাতায় আসুন । আমরা পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের গান শুনতে চাই ।
কলকাতা থেকে শুভেচ্ছা জানাই । ভালো থাকুন আপনারা ।
কেমন আছে ভাইয়া আমি বাংলাদেশ থেকে বলছি।আমি আপনার সাথে কথা বলতে চাই।
জসীম উদদীন হলে শুয়ে শুয়ে এই রাতের বেলা পল্লি কবি জসীম উদদীন এর গান শুনে আবেগে আল্পুত হয়ে যাচ্ছি।
সংস্কৃতি কখনো পুরানো হয় না। কালের বিবর্তনে ভিন্নভাবে নির্মিত হয়েছে কিন্তু বাঙালিয়ানায় কোন ঘাটতি নেই। অসাধারণ।
জয় হোক উভয় বাংলার,
উভয় বাংলার সংস্কৃতি আমরা ধরে রাখবো,
হে ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন🙏🙏
নিবাসঃ নদীয়া, পশ্চিমবঙ্গ
উভয় নয়,,,,বলুন বাংলার।
আমি বাংলাদেশি তাই বলে আপনি ইন্ডিয়ান,,, এটা নয় আমরা উভয়ে বাঙ্গালি এটাই পরিচয়।
@@santosaiful9542 Ekdom thik kotha.....
দাদা আপনাদের পশ্চিমবঙ্গে কি জসীমউদ্দিনের গান কেউ গায়?
@@mezbahuddin6708 ha gaye koyekti procholito gan.
উভয় বাংলা!!!
এমন কথা জীবনে শুনি নাই।
বাংলার বাঙালি আমরা , আপনি কি???
বিনের শব্দটা😁আহা😁😁
ছোটবেলার কথা মনে হয়ে গেল😁😌এটা বাংলাদেশের নিজস্ব লোকগীতি❤শুধু পদ্মানদীর দেশের❤❤
শুধু বাংলাদেশের বলে কিছু নেই। সবটাই বাংলার সংস্কৃতি। বাংলা সংস্কৃতি বলতে সমগ্র বাংলা ই!
আমার ফরিদপুর এর কবি জসিমউদদীন এর লেখা গান😍😍😍😍
একটা কথা লিখতে ভুলে গেছি আসলে total arrangement খুব সুন্দর, যারা এখানে সবাই কাজ করছেন তাদের সবাইকে আমার শুভকামনা 'ঈদ মোবারক' সবাই খুব অসাধারণ
ঈদ মোবারক
Eid Mubarak
অসাধারন গানটি শুনে পুরানো দিনের কথা মনে পড়ে গেল দিনে একবার শুনি
অসাধারণ। হারিয়ে গেছিলাম এই গানের ভেতরে। Love ipdc আমাদের গান। 🇮🇳
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই। আমি বাংলাদেশ থেকে বলছি।
Bhai
Please see the videos of this channel for one time. Tumi ekbar dekhle subscribe na kore tumi thakte parbe na eta amar biswas. jodi tomar valo lage tahole like dio. Valo na lagle like dita hobe na and subscribe kisui korte hobe na.
#jibonerjonnogaan
চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমার মায়ের মুখে শুনেছিলাম অনেক আগে😍😍😍
আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। পরবর্তীতে আরও সুন্দর গান উপহার দেওয়ার চেষ্টা করব আমরা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। 😍
❤❤❤
🥲🥲
সেই বিটিবির কোন পুরাতন গানের আমেজ এ যেন হারিয়ে গেলাম, আহা সেই আমেজ যেন ফিরিয়ে দিল বিন এবং অনান্য বাদ্যযন্ত্র
জয়তু..... দুজনেই গানের প্রতিটি লাইনে অসাধারণ যত্নের সাথে নিঃশ্বাস নিয়ন্ত্রন করেছেন ।
কোক স্টুডিও বাংলার গানগুলো থেকে আইপিডিসির গান এর এরেঞ্জমেন্টগুলো খুবই নান্দনিক এবং আমাদের শতভাগ বাঙালীয়ানা স্বকীয়তায় ভরপুর। এই গানটাও বরাবরের মতো যথেষ্ট অসাধারণ। পার্থ দা 👌👌👏👏
আমি গর্বিত, আমার জন্ম ফরিদপুরে।আবেগে আপ্লুত, চোখে পানি চলে এসেছে।
ময়মনসিংহ গীতিকার সব গানগুলোই আমাদের বাঙালী সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ,, IPDC কে অসংখ্য ধন্যবাদ বর্তমান প্রজন্মের কাছে এমন চিত্তাকর্ষকভাবে গানটি উপস্থাপন করার জন,,💕
আজ পল্লী কবি জসিম উদ্দিন যদি আমাদের মাঝে থাকতেন তাহলে বলতো আমার সৃষ্টি আজ প্রান পেয়েছে
❤️❤️❤️
আমি তোমাদের একজন নিয়মিত শ্রোতা, গানটা শুনে আমার চোখে জল এসে গেল ,সত্যিই খুব সুন্দর হয়েছে ,আমি দিল্লিতে থাকি যার কারণে মাটির গন্ধ গানের মধ্যে দিয়ে পাই এজন্যই হয়তো চোখে জল আসার কারণ, খুব ভালো আরো অনেক অনেক অনেক গান চাই
ঠিক কথা 😭😭
আপনার জন্য শুভ কামনা রইলো ।
আমাদের বাংলাদেশে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আসোন🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ধন্যবাদ
একদম ঠিক কথা
অসাধারণ অসাধারণ অসাধারণ।
কামরুজ্জামান দা যেখানেই আছে, সেখানেই জমে ক্ষীর হয়ে যাবে।
Unsurpassed brilliant singer ankon really pleased nice voice famous in Bangladesh ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
এই পর্যন্ত আইপিডিসি র সেরা আয়োজন। শিল্পীদ্বয়ের অসাধারণ গায়কী, মিউজিসিয়ান দের চমৎকার তালে বাজানো একটা অপুর্ব সুরের মূর্ছনা,সব মিলিয়ে অন্য রকম একটা ভালো লাগা।
দর্শকদের হৃদয়ে স্থান করে নেওয়াতেই আমাদের স্বার্থকতা। আপনার মতামত আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
অসাধারণ 💓 ছোটবেলায় চৈত্র সংক্রান্তিতে এই গান গেয়ে শিব পার্বতী সেজে নৃত্য করতো দেখতাম, আহা সেই ছেলেবেলা মনে পড়ে গেলো। ধন্যবাদ আইপিডিসি💓
চমৎকার শ্রুতি নন্দন এবং দৃষ্টি নন্দন উপস্থাপনা | ধন্যবাদ IPDC .....
চমৎকার শিরোনাম। গানটিও অসাধারণ হয়েছে। বাবু, বাইদ্যা বাইদানিদের পোশাক দারুন হয়েছে।
প্রিয় শিল্পী কামরুজ্জামান রাবি ভাই♥️এর সাথে অংকন! এক কথায় অসাধারণ 👍🙏
আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ।
IPDC অনুষ্ঠানের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে কোরাস। এদের মধ্যে আবার একজন দোতরা বাজান যা অন্যরকম একটি উপস্থাপনা। স্যালুট রইল কোরাস এর সবার জন্য।
আর IPDC অনুষ্ঠানের ক্যামেরার সামনে ও পিছনের সকল টিম মেম্বারদের জন্য ভালবাসা অবিরাম।
বাংলার ঐতিহ্য ধরে রাখতে এই Ipdc এর জুরি মেলা ভার।
এককথায় অসাধারণ গান💖💖
আমার দেখা সবচেয়ে সেরা গানের ইউটিউব চ্যানেল । ‘IPDC আমাদের গান’ চ্যানেলের প্রত্যেক সদস্যকে অনেক অনেক ধন্যবাদ; আমাদেরকে এতো সুন্দর গান প্রর্দশিত করার জন্য । আপনাদের এই মঞ্চ এবং গানগুলো মন মুগ্ধ করার মতো ।💖💖❤️❤️❤️
ধন্যবাদ
হারিয়ে যাওয়া বাংলা গান গুলো কত সুন্দর ছিলো IPDC না থাকলে হয়তো বর্তমান প্রজন্ম কখনো জানতো না। ধন্যবাদ IPDC
গান শুনে মুগ্ধ। পশ্চিমবঙ্গ 🇮🇳🇮🇳🇮🇳
কোন কথা হবে না, পার্থ দা কে ধন্যবাদ অপসংষ্কৃতির ভীরে, এতো সুন্দর একটি অনুষ্ঠানের উপহার দেয়ার জন্যে,
এ দেশের সংস্কৃতি,ঐতিহ্য কে তারুণ্যের মাঝে সুরের মাধ্যমে তুলে ধরার জন্য IPDC কে অনেক অনেক ধন্যবাদ💖💖
খুব সুন্দর গায়কী, সুন্দর উপস্থাপন
শুধু ঐ দেশ না। দুই বাংলার তরুণ প্রজন্মের মাঝে সুরের মাধ্যমে তুলে ধরার জন্য IPDC দের প্রান ভরা ভালোবাসা।
আমি ইউটুবে গান শুনাই সবাই শুনো,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও,২০০০+ সদস্য্য হলো, আমার ছোট মিউজিক পরিবারে এসো সবাই🇧🇩❤️🇧🇩🇧🇩🌐👌💕💕ত
ইহাই আমাদের গান।। আমাদের দেশের কবির গান।
আমাদের দেশের শিল্পীর গান।
আমাদের সংস্কৃতি।।
ওহ! কি চমৎকার পরিবেশনা।
এত সুন্দর করে বাংলা গান, বাংলা বাদ্য বাজানো যায় এটা থেকে গান বাংলার তাপস আর কোক স্টুডিও বাংলার শিক্ষা নেয়া উচিৎ কারন তারা গানের বারটা বাজায় দিছে ওভার মিউজিক দিয়ে।
আইপিডিসিকে ধন্যবাদ গানের মান ধরে রাখার জন্য।
পল্লীকবি জসিমউদদীন এর ‘ নকশীকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, বালুর চর’ ইত্যাদি বাংলা সাহিত্যকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়!! জয় হোক বাংলা গানের! জয় হোক বাংলা সাহিত্যের! জয় হোক বাঙালির! বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের মানুষের জন্যে এক বুক ভালোবাসা রইলো............ জুড়ী, মৌলভীবাজার, সিলেট থেকে। 🥰💖💝
আপনার মতামত আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। বাংলা গানকেও আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। 🥰
আমি আপনাদের নিয়মিত শ্রোতা।এত সুন্দর করে গানটি পরিবেশন করলেন, মনটা শীতল হয়ে গেল❤️পল্লীকবি লও সেলাম❤️
আমি ইউটুবে গান শুনাই সবাই শুনো,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও,২০০০+ সদস্য্য হলো, আমার ছোট মিউজিক পরিবারে এসো সবাই🇧🇩❤️🇧🇩🇧🇩🌐👌💕💕
বহু পুরান একটি লোকগীতি নিনা হামিদের গাওয়া গানটি অংকন দারুণ গেয়েছ সাথে মিউজিক কম্পোজিশন অসাধারণ।
IPDC আমাদের গান - সেলাম বারে বার।
পার্থ ভাই - সেলাম বারে বার।
আপনেরা আছেন বইলায় আমরা বাংলার মাটির গানগুলা শুনতে পারতেছি।
অনেক চমৎকার পরিবেশনা হইছে। বিনের শব্দ যে এতো সুন্দর করে গানের লগে খাপ খায় এইটাও বুঝলাম নতুন কইরা।
রাব্বি ভাইয়ের কন্ঠ কি ওজনওয়ালা! অঙ্কনও অসাধারণ করছে।
জসীমউদ্দিন সাহেবও আমাদের দিয়ে গেছেন এমন সব অসাধারণ গান।
সবাইরে অনেক অনেক ধইন্যবাদ।
গানটা শোনার পর পুরোনো দিনের কথা মনে পড়ছিল।তাই সাথে সাথে হারমোনিয়ামটা নিয়ে বাজালাম। অনেক অনেক ভালোবাসা 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@@mdasadulislam192 ধ
Ki
@@mdasadulislam192 ো
@@amarkrishnachowdhury902 ?
অসাধারণ অসাধারণ প্রয়াস এটি।মুগ্ধতা গ্ৰাস করেছে আমার মননে।আরো পাওয়ার আশায় রইলাম। এভাবেই নিজস্ব সত্তাকে বাঁচিয়ে রাখার অসাধারণ প্রয়াস কে কুর্নিশ না জানিয়ে পারলাম না। তবে দেশভাগের যন্ত্রনা দেয় মনে।
অসাধারণ গান শুনে মন ভরে যায়
অসংখ্য ধন্যবাদ জানাই সকল টিমকে🇮🇳🇮🇳
আপনাদের পরিবেশনাগুলো মনে করিয়ে দেয় "আমাদের গান" কত সমৃদ্ধ। পল্লিকবির লেখা বাংলার ঐতিহ্যকে এভাবে চিত্রিত করার জন্য ধন্যবাদ
অসাধারণ আয়োজনের জন্য আইপিডিসি এবং সংগীত পরিচালক পার্থ বড়ুয়া কে অসংখ্য ধন্যবাদ ও সবাইকে ঈদের শুভেচ্ছা ।
গান শুনিয়ে মন জয় করো তোমরা। কলকাতা থেকে নিয়মিত তোমাদের শ্রোতা। অপূর্ব সুন্দর। অপূর্ব। অপূর্ব। অনবদ্য IPDC
Visit Bangladesh.
যেমন সাউন্ড সিস্টেম তেমনি শিল্পীরা সেরকম পরিবেশনা এককথায় অনবদ্য, অসাধারণ সুন্দর একটি ফসল । সমস্ত গুণী শিল্পীদের বিনীত নমস্কার সকলে ভালো থাকবেন, পঃ-বঙ্গ থেকে
আমি ইউটুবে গান শুনাই সবাই শুনো,, আর ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও,২০০০+ সদস্য্য হলো, আমার ছোট মিউজিক পরিবারে এসো সবাই🇧🇩❤️🇧🇩🇧🇩🌐👌💕💕
সেই ছোট্ট বেলা আমার বড় ভাই শুনতো আজও আছে এই কাল জয়ী গান। ❤❤❤
আমি আইপিডিসি এর নিয়মিত শ্রোতা। অসাধারণ উপস্থাপনা ।মন টা ভরে গেলো। বাংলার ঐতিহ্য কিভাবে ধরে রাগতে হয় শিখে নাও হে পশ্চিমবঙ্গবাসী। পশ্চিমবঙ্গ থেকে দেখছি।
দুই বাংলাতেই সংস্কৃতি রয়েছে ।। ঐতিহ্য রয়েছে দু বাংলাতেই ।। সে পশ্চিমবাংলা হোক্ বা হোক্ বাংলাদেশী আমরা বাঙালি ।।
সবাই আমরা নিজেদের ঐতিহ্যের দিকে চেয়ে সংস্কৃতির পোশাক পড়ে এগিয়েই চলেছি ।।
কালকে ফোন দিব ং৷
West Bengal ei sab 50 year agay present korey diyeche, SALIL CHOUDHURY NIRMOLENDU CHOUDHURY S D BARMAN r nam bolbo, tomader jonmo hoy ni.
@@pradipbanerjee9897 hmm Sir thik bolechhen. Amra ki parbo ei oitiya dhore ragte???
India te gan manei Movier gan; r nacha nachii; Bangladeshe movier gan manush khub ekta shunei na.
Bangladesher Band gulo world class level er. r ei rokom Palli giti, Loko giti, Lalon giti sob toh achei.
আমি এই প্রজন্মের ছেলে কিন্তু এই প্রজন্মের ছেলেরা নিজের সংস্কৃতি ভুলে আজ ইংলিশ গান শুনে শুনে মস্তিষ্ক নষ্ট করে ফেলছি,তবে ipds কে অনেক অনেক ধন্যবাদ আমার মতো এই আধুনিক প্রজন্মের ছেলেদের জন্য নতুন রূপে নতুন আঙ্গিকে গানগুলা তুলে ধরার জন্য, অধীর আগ্রহে থাকি কখন আপনাদের গান বের হবে🥰🥰
ইংলিশ গান শুনলে কি মস্তিষ্ক নষ্ট হয়ে যায়?
@@RanaSamakal মস্তিষ্কে ইংলিশ গান শুনতে শুনতে বাংলা গানের থেকে আগ্রহ সরে যায়,ভালো লাগে না,বাংলা গান মনে হয় হাসি তামাশা সেটাই মনে করে আজকাল ইংলিশ গান শোনা পোলাপাইন
নিজের সংস্কৃতির চেয়ে যারা বিদেশি সংস্কৃতি বেশি ধারণ করেন।তাদের মস্তিষ্কের অবনতি ঘটেছে বলায় যায়।
আহা কাবিল মিয়ার ট্রাম্পেট আর বীণ শুনে তো মুগ্ধ হয়ে গেলাম। সাথে মাখন ভাইয়ের হারমোনিয়াম আর মন এর দোতারা। গানের সুর লাজওয়াব আর যারা গেয়েছেন তাদের কথা আর কী বলবো! এক কথায় অসাধারণ!!
ধন্যবাদ IPDC কে। পুরানো গান কে নতুন সংষ্কার করে বর্তমান তরুণ প্রজন্মের সাথে পরিচয় করে দেয়ার জন্য ❤
অসাধারণ গান❤❤❤
পরের জায়গা পরের জমিন গানটা দারুন❤❤❤
ভারত, পশ্চিমবঙ্গ থেকে
জসিমউদদীন একজন কঠোর পরিশ্রম লেখক ছিলেন। তিনি বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র। সেলোট আপনাদের উদ্যোগ কে।
ব্যতিক্রমধর্মী একটি সংগীতায়োজন। এভাবেই চালিয়ে যান, খুব ভালো লাগছে।
কোক স্টুডিওর চাইতে Ipdc আমাদের গানের মিউজিক কম্পোজিশন সেরা। পার্থ বড়ুয়া আপনাকে সেলাম।
কোক স্টুডিও আর গান বাংলার তাপস ওভার মিউজিক দিয়ে বাংলা গানকে শ্রুতি কটু করে গানের ১২ টা বাজায় দিছে।
এতো সুন্দর সুর এবং উপস্থাপনা,সত্যিই মন কেড়ে নেবার মতো।এই গানের শিল্পী বৃন্দ অপরিসীম ভালবাসা পাবার অধিকারি।হৃদয়ের সবটুকু ভালবাসা নিংড়ে দিলাম।গানটি শুনে পল্লীকবি জসীম উদ্দিন,মাতৃভাষা এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবনত হয়ে পড়লাম।
এমন গান শুনতে পেরে জীবন ধন্য। Way of presentation excellent. বলতে গেলে এক কথায় "নেশা লাগিলো"। IPDC র সকলকেই জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। অপেক্ষায় থাকলাম নুতন কোনো গানের আশায়।
জয় বাংলা, জয় বাংলাদেশ। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, এবং বাংলার অসাম্প্রদায়িক চেতনার জয় হোক। আমার বাড়িও পদ্মার পাড়ে। চার দশক আগে বেদে নাও এবং তাদের জীবন খুব কাছে থেকে দেখেছি, যা আমাকে মানবিক হোতে শিখিয়েছে। ধন্যবাদ, এই সুন্দর পরিবেশনার জন্য। সেই সাথে ভারতের শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাই। ❤️🇧🇩❤️🇧🇩।
ভুল বলেছেন !
ভারতের
শ্রোতা প্রসঙ্গে!
ভারতে এই গান (উপস্থাপনা) বুঝার কোন মানুষ নাই !
বাঙালি ছাড়া!
Jai Bangla, Jai Bharat, Jai Gaia Maa
Fokkir ni
😅\❤lan in
ওহ! এ গান শোনার অনুভূতিই অন্যরকম❤️❤️ পল্লিকবি জসীমউদ্দিন আমাদের অহঙ্কার। তার গানে বাংলা মাটি মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায়।
IPDC নিরন্তর ছুটে চলেছে শেকড়ের সন্ধানে। এই পরিবেশনার সাথে সংশ্লিষ্ট কাউকে খাটো করতে পারছি না। প্রত্যেকের স্বতঃস্ফুর্ততা এই অনুষ্ঠানকেও অসাধারণ প্রাণবন্ত করে তুলেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
২০২০ সালে শুরু হয়ে মাত্র ৩০/৪০টা গান কভার অতি ক্ষুদ্র মনে হচ্ছে। নিজেকে ক্ষুধার্ত মনে হচ্ছে এসব গান শোনার জন্য। ছোটবেলার স্মৃতি, আবেগ-অনুভূতির এক অনন্য মিশেল এসব গান। হঠাৎ কোথায় যেন হারিয়ে গিয়েছিল গানগুলো।আশাকরি IPDC এর মাধ্যমে এভাবেই বাংলার গৌরব অনন্য উচ্চতায় পৌঁছাবে। কোক স্টুডিওর কবলে পরে এই অসাধারণ আয়োজন যেন থমকে না যায়, এটাই চাওয়া।
সঙ্গীত পরিচালকের প্রতি অসীম কৃতজ্ঞতা নতুন প্রজন্মের এত দরদী কন্ঠ খুঁজে বের করার জন্যে। গায়কের অনেক গানই ইউটিউবে রয়েছে তবে এই গানটির মতন করে কোনটিতেই গায়কির পরিচয় পাইনি। অসাধারন।
IPDC কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি কালজয়ী লোকসঙ্গীত এর এমন একটি গান উপহার দেবার জন্য, কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলার এই লোকসংগীত ধরে রাখার জন্য, ধন্যবাদ জানাচ্ছি সেই সব গুনী শিল্পি ও মিউজিশিয়ান দের, যাদের বাদ্যযন্ত্রে ও কন্ঠে গান টি এত সুন্দর করে ফুটে উঠেছে।
সবাই কে ধন্যবাদ
বিশ্বাস করেন পার্থ দা, কামরুজ্জামান রাব্বি ভাইয়ের জন্য অধির আগ্রহে বসেছিলাম, চমকে তো দিলেনই, সেই সাথে চমৎকার এক পরিবেশনা উপহার দিলেন। ঈদ মোবারক প্রিয় পার্থ দা, ভালোবাসা নিবেন ❤️❤️
আহা, কি অসাধারণ আয়োজন।
সংগীতায়োজন,গায়কী, অভিনয়,কোরাস সব মিলিয়ে পারফেক্ট। বাংলা গানের সুদিন ফিরে আসছে আবার।
জয় হোক বাংলা গানের।❤️❤️❤️
From Kharupetia, Assam, India., I.P.D.C. one of the best chanal of Bangladesh. They are always a lovely beautiful family village songs presentation us. Many Thanks to thems.
Thank you so much 😀
এত সুন্দর কথা ও সুর আমাদের জসীমউদ্দিন সৃষ্টি করে গেছেন তা মনে হয়না এখন আর কারো পক্ষে করা সম্ভব।অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
আহা মনটা ভরে গেলো।
কি অনবদ্য উপস্থাপনা !!!! সত্যিই প্রশংসনীয় ❤️❤️❤️
আমি শুরু থেকেই মুগ্ধ শ্রোতা।
অনেক বড় হও আমাদের গান, পুরো বিশ্ব চিনবে ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে।
পার্থ দাদাকে অনেক ধন্যবাদ জানাই। এমন সব গানগুলাকে আবার নতুন প্রজন্মের নিকট নতুন ভাবে তুলে দিবার জন্যে।
#পার্থ_বড়ুয়ার" পক্ষেই সম্ভব এমন একটি পরিবেশনার আয়োজন করা। শিল্পীদের গায়কি, উপস্থাপনা, কোরিয়গ্রাফি সবকিছু মিলে অতুলনীয় একটি সৃষ্টি।
ধন্যবাদ
Unsurpassed brilliant singer nice voice famous in Bangladesh ❤❤❤❤❤❤❤❤
শুনলে মুগ্ধ হতে হবেই।
এই গান শোনার পর প্রজন্মের পর প্রজন্ম বাংলা গানের নেশায় বিভোর থাকবে।
ধন্যবাদ পার্থ দা কে , ধন্যবাদ আইপিডিসিকে বাংলার লোকগানকে নতুন করে তুলে ধরার জন্য। শুভকামনা রইল সকলের জন্য। ঈদ মোবারক। ❣️
এতো সুন্দর করে আসল সাপ দিয়ে এতো সুন্দর উপস্থাপনা আসলেই অসাধারান। এতো সুন্দর কম্পোজিসন, মিউসিক, পেছনের মেয়েদের কোরাস আসলে এক কথায় অসাধারাণ। IPDC কে অসংখ্যা ধন্যবাদ।
এই বাংলায় জন্ম না হলে, এই মধুর গানের ভাষা আমি কোনদিনও বুজতে পারতাম না।
অসাধারন একটা গান আর দুজনেই একসাথে খুব সুন্দর গেয়েছে গানটা আর অসাধারণ দুজনের কেমিস্ট্রি 👍
দারুণ পরিবেশনা।অনেক দিন পর এমন একটি গান শুনা ও দেখার ফলে মনটা ভরে গেল।
চমৎকার পরিকল্পনায় কাজ করা হয়েছে,যা আমাদের পুরাতন গ্রাম বাংলার আধুনিকতার চুঁয়ায় ছেয়ে গেছে।
বেশ নাটকীয়। এক বিশেষ সম্প্রদায়ের গান চিনিয়ে দিল সহজ সরল মানুষগুলোকে। সকলকে ধন্যবাদ
বাংলার মাটির সকল সুবাস মিশ্রিত গানটিতে.....চারিদিকে শুধু বাংলাদেশের খুশবু তে ভরে উঠেছে 🥰🥰
♥️
অসাধারণ পরিবেশনা! শিল্পীদের কোরিওগ্রাফি এবং পরিবেশনা এর কম্বিনেশন দশে দশ। আজকের গানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পরিচালনায় ও কোরাসদের আলাদাকরে ধন্যবাদ দিতেই হয়।
গান শেষে রাজা মশাই শিল্পী ও সাপুরদের কিছু পুরস্কার দিলে আরো ভালো লাগত মনে হয়।
মা ও মাটির গন্ধ পাইনা অনেক টা বছর।আপনাদের গান পরিবেশার মধ্যে খুঁজে বেড়াই মনের ও বাংলার সৃতি। ধন্যবাদ।
এই দেখলাম প্রথম দেশীয় ভালোবাসা, সত্যি অর্পূব অসাধারণ ❤ ।
বাহ্, সুন্দর পরিবেশ সৃষ্টি, সুন্দর গায়কি
ভীষণ সুন্দর করে বাংলাকে তুলে ধরার জন্য আইপিডিসির সকল কলা কুশলিদের অনেক ধন্যবাদ।
ভবিষ্যতেও এমন গান পাওয়ার আশা রইলো🙏❤️
এক কালে ঈদের দিন ব্যান্ডের গান বাজতো, পরবর্তীতে হিন্দি গানের আড়ালে তা হারিয়ে যায়! এখন আবার দিন এসেছে সেই পুরোনো দিনের গানের নতুন এরেঞ্জমেন্টকে ঈদের দিনে স্বাগত জানানোর! বেশ ভালো হবে এবারের ঈদের গানের আয়োজন! জেমস এর নতুন গান, কোক স্টুডিওর প্রার্থনা আর IPDC আমাদের গানের বাবু সেলাম বারে বার! অসাধারণ!
গায়ক, গায়কী, কোরাস, মিউজিকাল এরেজমেন্ট, উপস্থাপনার ভঙ্গি, এক কথায় অসাধারণ
কামরুজ্জামান ভাই বরাবরই অসাধারণ গেয়ে থাকেন। অঙ্কন দিদির কন্ঠে আজ ব্যতিক্রম এক লয় উঠে আসলো। "সেলাম বারে-বা-আ__র", কী এক অতুলনীয় মায়ার লয় খেলে যায় তার কণ্ঠে, সুরের লহর বয়ে যায় এই মানুষটার কণ্ঠে।
অসাধারন আপনাদের উপস্থাপনা, আমি ভারতে থাকি চারিদিকে এত অশান্ত পরিবেশ হিন্দু মুসলিমের বিভেদ তার মাঝে আপনাদের এই সব গান অনেক কিছু আপন করে নেয় ।
বিজেপি সরকার বেশি উগ্র হিন্দুত্ব বাদি তাই এই সমস্যা হয়
অসাধারণ ছিল আপনাদের পরিবেশনা। গায়ক, গায়িকা, সহকারি গায়িকা, মিউজিশিয়ান, রাজা সহ অন্যান্য অভিনেতা সকলের পারফরম্যান্স ছিল খুবই ভালো। আপনাদের আইপিডিসির ভিন্নরকম আয়োজন আসলেই প্রশংসার দাবিদার। গ্রাম বাংলার বিভিন্ন গানগুলোকে ভিন্ন রকম ভাবে তুলে ধরার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি সব সময় অপেক্ষায় থাকি আপনাদের এরকম ভিন্ন রকম আয়োজন এর গান কখন আসবে।
আহা..!!
কি সুন্দর নাটকীয় উপস্থাপন
অসাধারণ।
অঙ্কন 🥰🥰🥰
যেমন কন্ঠ তেমনি সুর ❤️
আর চেহারা টাও ভীষণ মায়াবী 😍😍😍
ভালবেসে ফেললাম 🙈🙈🙈
বাকি সবাই ও পারফেক্ট ছিলো👌👌👌
😎
ami asa hoto hoilam. ei naam nia onek jamelay achi
@@mdoliahamod7905 হতাশার কারণ কি ভাই?
অস্বাধারণ গান, অঙ্কনকে ভীষণ ভালো লাগছে, রাজার অভিনয় অনেক সুন্দর হয়েছে, অঙ্কনের রাজাকে বা হাত দিয়ে সালাম করাটা বেমানান লাগছে
চমৎকার, চমৎকার, চমৎকার,,,,,,,,👌👌👌👌👌কী সুন্দর আমাদের নিজস্ব সংস্কৃতির গান।আর এত সুন্দর কন্ঠ দুজনের,বারবার শুনলেও বিরক্ত আসবেনা কখনো🌹🌹🌹🌹🌹
অসাধারণ পারফর্মেন্স,,, বাংলাদেশের মিউজিক বাংগালী ভাব, অসাধারণ
অপূর্ব সত্যিই অপূর্ব ! মন আনন্দে ভরে ওঠে! এ গান একবার নয় বহুবার শুনে তবে মনটা একটু যেন আনন্দে ভরে ওঠে । আরও বহুদিন বহুবার শুনে মনটা আনন্দে ভরাবো। ধন্যবাদ শুধু দুই শিল্পীদের নয় সকলকে সেই জন্যই এতো সুন্দর উপস্থাপনা !
আমি পশ্চিম বঙ্গ থেকে নিয়মিত আপনাদের অনুষ্ঠান দেখি ।
আমি আইপিডিসি আমাদের গান দেখি এজন্য যে এই গ্রুপটি লোকজ গানের মূল থেকে গানগুলো তুলে এনে নতুন প্রজন্মের শিল্পিদের দিয়ে গাওয়ায়।যা আমার ভিষন ভাবে মন কেড়েছে।অসংখ্য অভিনন্দন রইল আইপিডিসির জন্য।
গানটা লাস্ট ১ মাসে ১০০ বারের ও বেশী শোনা হয়ে গেল। অসাধারণ ।Love From West Bengal Coochbehar
আপনি খুব মনোযোগ সহকারে গানটি শুনেছেন। তাই গানের গভীরতা ধরতে পেরেছেন।
অাজ সারাদিন ধরে গানটা শুনছি। ফেসবুক টাইমলাইনে শেয়ারও করছি। কি যে সুন্দর হয়েছে গানটা। ভাষায় প্রকাশ করতে পারবো না। রাব্বি ভাইয়া এবং অঙ্কন অাপু দুজনের গলার সুরে এক অদ্ভুত জাদু অাছে যা হৃদয় কে ছুঁতে পেরেছে।
অংকন আপুর অপেক্ষায় ছিলাম৷দুজনেই খুব ভালো গেয়েছেন ৷গানের পরিবেশ গেটাপ ছিল একদম আলাদা ৷সবকিছুই অসাধারণ
অনেক অনেক বার শুনেছি, তবে যতই শুনি তারপরও যেন তৃপ্তি মেটে না, IPDC কে মন থেকে ধন্যবাদ জানাই সব সময় অসাধারন কিছু গান আমাদেরকে উপহার দেয়ার জন্য, আরো নতুন নতুন গান চাই।।
এই গানগুলো শুনলে যেকেও স্মৃতিকাতর হতে বাধ্য। বাংলার গান কতটা সমৃদ্ধ এটা নতুন প্রজন্মের কাছে একেবারেই অজানা। কি সুন্দর পরিবেশনে গান গুলোকে নতুন করে প্রান দেয়া হচ্ছে! এক কথায় অনবদ্য। ❤️
Hi
বাংলা ভাষা, সংস্কৃত, গান বিশ্ব সেরা । মন জুরিয়ে যান । ধন্যবাদ IPDC কে নতুন ভাবে বাংলা সংস্কৃতকে তরুনদের মাঝে তুলে আনার জন্য
এই নিয়ে গান টা ১৮ বার শুনলাম । যত শুনি ততই শুনতে মনে চায় ।ধন্যবাদ IPDC কে এত সুন্দর একটা বাংলা গানের আয়োজন করার জন্য ।