২৫ ভাদ্র [ রবি 9 Sep ] সকালে রবীন্দ্রনাথ সাজাদপুর থেকে পতিসর যাত্রা করেন ।10 Sep ইন্দিরা দেবী কে লিখেছেন : কাল সকাল থেকে জলপথে রয়েছি । ভাদ্র মাসের দিন , বাতাস বেশি নেই , বোটের শিথিল পাল ঝুলে ঝুলে পড়ছে এবং নৌকাটি সমস্তদিন আলস্যমন্থর গমনে নিতান্ত উদাসীনের মতো চলেছে । এই শৈবালবিকীর্ণ সুবিস্তীর্ণ জলরাজ্যের মধ্যে শরতের উজ্জ্বল রৌদ্র পড়েছে, আমি জানলার কাছে এক চৌকিতে বসে আর এক চৌকিতে পা তুলে দিয়ে সমস্তদিন কেবল গুন্ গুন্ করে গান করছি ।.. আমার সুরের সঙ্গে কত টুকরো টুকরো কথা যে আমি জুড়ি তার আর সংখ্যা নেই - এমন এক লাইনের গান সমস্ত দিন কত জমছে এবং কত বিসর্জন দিচ্ছি । রীতিমত বসে সেগুলোকে পুরো গানে বাঁধতে ইচ্ছা করছে না ।'এইরকম একটা টুকরো গানের কয়েকটি ছত্র তিনি এই পত্রে উদ্ধৃতি করেছেন: ১৩১৪ -তে দীর্ঘকাল পরে 'তুমি নব নব রূপে এসো প্রাণে' গীতরূপ লাভ করে ।(রবিজীবনী)
২৫ ভাদ্র [ রবি 9 Sep ] সকালে রবীন্দ্রনাথ সাজাদপুর থেকে পতিসর যাত্রা করেন ।10 Sep ইন্দিরা দেবী কে লিখেছেন : কাল সকাল থেকে জলপথে রয়েছি । ভাদ্র মাসের দিন , বাতাস বেশি নেই , বোটের শিথিল পাল ঝুলে ঝুলে পড়ছে এবং নৌকাটি সমস্তদিন আলস্যমন্থর গমনে নিতান্ত উদাসীনের মতো চলেছে । এই শৈবালবিকীর্ণ সুবিস্তীর্ণ জলরাজ্যের মধ্যে শরতের উজ্জ্বল রৌদ্র পড়েছে, আমি জানলার কাছে এক চৌকিতে বসে আর এক চৌকিতে পা তুলে দিয়ে সমস্তদিন কেবল গুন্ গুন্ করে গান করছি ।.. আমার সুরের সঙ্গে কত টুকরো টুকরো কথা যে আমি জুড়ি তার আর সংখ্যা নেই - এমন এক লাইনের গান সমস্ত দিন কত জমছে এবং কত বিসর্জন দিচ্ছি । রীতিমত বসে সেগুলোকে পুরো গানে বাঁধতে ইচ্ছা করছে না ।'এইরকম একটা টুকরো গানের কয়েকটি ছত্র তিনি এই পত্রে উদ্ধৃতি করেছেন: ১৩১৪ -তে দীর্ঘকাল পরে 'তুমি নব নব রূপে এসো প্রাণে' গীতরূপ লাভ করে ।(রবিজীবনী)
Apurba gaan ebong gayaki dhonnobad
Good
👍👍👍
Atulanio sabar sera kabiguru r gaan