না তেমন কিছু না। আমি যখন করেছিলাম তখন প্রায় দুপুর ২ টার মত বেজে গিয়েছিল। আর আমার পরেও অনেক লোক ছিল। প্যারাগ্লাইডিং সাধারণত ভোরবেলা থেকে শুরু হয় অনেকে সানরাইজ এ সময় প্যারাগ্লাইডিং করে। এটা মূলত ওয়েদারের উপর ডিপেন্ড করে যদি ওয়েদার ভালো থাকে তাহলে অনেক সকাল থেকেই করা যায় আর ওয়েদার খারাপ থাকলে ওয়েট করতে হয়। এজেন্সি গুলো সাধারণত সকাল বেলা সবাইকে পিকআপ করে দেন সিরিয়াল করে সবাই প্যারাগ্লাইডিং করে। সাধারণত মানুষজন প্যারাগ লাইটিং এর পরে অন্যান্য এক্টিভিটিস করে যেমন বাঞ্জি জাম্পিং, জিপ লাইন ইত্যাদি। আপনি আপনার সময় মতই প্যারাগ্লাইডিং করতে পারবেন এজেন্সিকে সেভাবেই বলে দেবেন। আর কিছু জানতে চান?
Nice informative
@@adelimamkhan3097 Thank you❤️
paragliding kotha theke booking korechen?
আমি যে হোটেলে ছিলাম (হোটেল আইসল্যান্ড) ওনারা বুকিং করে দিয়েছে।
সব হোটেলে এমন ব্যবস্থা থাকে রিসিপশনে বললে উনারা বুকিং করে দেয়।
ভাইয়া প্যারাগ্লাইডিং এর জন্য কি কোন নির্দিষ্ট সময় আছে? মানে ২টা বা ৩ টার আগেই করতে হবে, এর পর আর করা যায় না। এরকম কিছু???
না তেমন কিছু না। আমি যখন করেছিলাম তখন প্রায় দুপুর ২ টার মত বেজে গিয়েছিল। আর আমার পরেও অনেক লোক ছিল।
প্যারাগ্লাইডিং সাধারণত ভোরবেলা থেকে শুরু হয় অনেকে সানরাইজ এ সময় প্যারাগ্লাইডিং করে।
এটা মূলত ওয়েদারের উপর ডিপেন্ড করে যদি ওয়েদার ভালো থাকে তাহলে অনেক সকাল থেকেই করা যায় আর ওয়েদার খারাপ থাকলে ওয়েট করতে হয়।
এজেন্সি গুলো সাধারণত সকাল বেলা সবাইকে পিকআপ করে দেন সিরিয়াল করে সবাই প্যারাগ্লাইডিং করে। সাধারণত মানুষজন প্যারাগ লাইটিং এর পরে অন্যান্য এক্টিভিটিস করে যেমন বাঞ্জি জাম্পিং, জিপ লাইন ইত্যাদি।
আপনি আপনার সময় মতই প্যারাগ্লাইডিং করতে পারবেন এজেন্সিকে সেভাবেই বলে দেবেন।
আর কিছু জানতে চান?