বিশ্ব বাজারে নরসিংদীর কলা !! মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ১৫টি দেশে রপ্তানি !!

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • কলার জন্য সারা দেশের মধ্যে বিখ্যাত নরসিংদী জেলা। নরসিংদীতে প্রায় ১২ প্রকার কলার চাষ হয়। নরসিংদীর জেলার মধ্যে সবচেয়ে বেশি কলা উৎপাদিত মনোহরদী ও শিবপুর উপজেলায় । সবচেয়ে বড় বাজার হচ্ছে অর্জুনচর বাজার। এখানে কলা বিক্রি হয়। অন্য কোনো ফসল তেমন বেচা-কেনা হয় না। কৃষকরা প্রতি সপ্তাহে ৫০ হাজারের বেশি কলার ছড়া বিক্রি করেন। এসব ছড়া ৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। এতে সপ্তাহে প্রায় ২ কোটি টাকার কলা বিক্রি হয়। নরসিংদীর এ কলা দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যায় পাইকাররা। এ কলার একটি অংশ রাজধানী ঢাকা হয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ১৫টি দেশে রপ্তানি করা হয়।
    বিশ্বে সবচেয়ে বেশি উৎপাদিত ফল ও ফসলের মাঝে গম, ধান ও ভুট্টার পরে কলার স্থান। অর্থাৎ ৪ নম্বরে। দক্ষিণ এশিয়া- প্যাসিফিক কলা উৎপাদনের মূল কেন্দ্র। মূলত ভারতই দখল করে রেখেছে বিশ্ব কলা বাজারের বড় একটি অংশ। দিন দিন কলার বাজার বড় হচ্ছে, ফলে বেড়ে চলেছে কলার উৎপাদন। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে ২০০০ সালের দিকে সারা পৃথিবীতে কলার মোট উৎপাদন ছিল ৬৯ মিলিয়ন টন, আর ২০২০-এর দিকে এসে তা বেড়ে হয়েছে ১১৬ মিলিয়ন টন, যার অর্থমূল্য গিয়ে দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ইউএস ডলারে। এ উৎপাদনের মাত্র ১৫% আন্তর্জাতিক বাজারে বেচাকেনা হয়। আর এ চাহিদা মাথায় রেখে ভারত, চীন, ব্রাজিল ও সাউথ আফ্রিকা কলার আন্তর্জাতিক বাজারে দাপিয়ে বেড়াচ্ছে। তবে আশার কথা হল, ধীরে ধীরে এই বাজার দখলে চেস্টায় আছে বাংলাদেশ।
    banana farming in Narshindi District, Bangladesh
    ⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন অনলাইন মাধ্যমে আপলোড করবেন না।
    ⚠ DO NOT DOWNLOAD & RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
    ✔✔✔ এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুন।
    ☢☢☢ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। ☢☢☢

КОМЕНТАРІ • 87