Chena Surer Anangonay I Epi 13 I Bengali Podcast I Pahari, mountains, nature and music I Snigdhadeb

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 21

  • @surajitsen5199
    @surajitsen5199 Місяць тому +1

    অনবদ্য একটি এপিসোড !! যেমন নৈসর্গিক দৃশ্য ঠিক তেমন সুন্দর তোমার কথন, যা শুনে আমরা অনেক ঋদ্ধ হলাম ।। আমার যেটা মত সেটা হলো এক্সপেরিমেন্ট যেমন চলছে চলুক, তার সাথে আমরা যে ট্রেডিশন এতদিন ধরে বহন করে এসেছি, সেটাও থাকুক ,কারণ এটা অস্বীকার করি কি করে একদম ভোরে "ভৈরবী" শোনার যে তৃপ্তি সেটা কি দুপুরে বা সন্ধ্যায় শুনলে পাওয়া সম্ভব? স্থান, কাল, পাত্র অনেক কিছুকেই নিয়ন্ত্রণ করে।। অনেক রাগ বা গান আছে যা সমুদ্র বা পাহাড়ি জায়গায় শুনতে বেশি ভালো লাগে, আবার সেই সব গান আমরা বাড়িতে বসেও শুনি কিন্তু তার আকর্ষণ ততটা থাকে না।। স্নিগ্ধর সাথে আমি ভীষণ ভাবে একমত এই ব্যাপারে যে এই স্মার্ট ফোন কিন্তু আমাদের জীবনের স্বাভাবিক আনন্দ, কোমলতা কে হরণ করেছে ।। বিয়াস কে সামনে থেকে দেখে যে আনন্দ সেটা কখনো স্মার্ট ফোনের ভিডিও দেখে পাওয়া যাবে না।। আসলে সেই পুরোনো প্রবাদ বাক্য টি আবার মনে পড়ে গেল "বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ"।।

  • @SubrataBiswas-dc2ix
    @SubrataBiswas-dc2ix Місяць тому

    রাগ পাহাড়ি, বাহারোঁ মেরা জীবন ভি সবারোঁ,আখরি খত, লতাজি,অনবদ্য।
    খুব সুন্দর, স্নিগ্ধদেববাবু।

  • @Antaraex
    @Antaraex Місяць тому

    খুব ভাল লেগেছে... চেনা সুরের আনাগোনার প্রতিটা এপিসোডের আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর বিশ্লেষণ সত্যিই অসাধারন

  • @indraniroy_
    @indraniroy_ Місяць тому

    বরাবরের মতোই খুব তথ্য সমৃদ্ধ.. আর উপরি পাওনা এতো সুন্দর পাহাড়ী প্রকৃতির কোল সাথে পাহাড়ী সুরের আনাগোনা.. ❤️

  • @subhasishchakrabarty9720
    @subhasishchakrabarty9720 Місяць тому

  • @roudribagchi4019
    @roudribagchi4019 Місяць тому

    কিই ভালো কিই spontaneous একটা episode! যেমনি বক্তব্য তেমনি চাঙ্গা ঝকঝকে মুখ চোখ, তেমনি background. কান চোখ মন তিনটেই satisfied.

  • @rjsanjukta6358
    @rjsanjukta6358 Місяць тому +1

    অনবদ্য একটি পর্ব। অনেক কথাই লিখতে ইচ্ছে করে, কিন্তু সব কিছু কি লিখে বোঝানো যায়? পাহাড়ি গ্রাম, সেখানকার মানুষের জীবন সংগ্রামের মধ্যেও তাদের মুখের হাসিতে আমি সুর পাই।পাহাড়ের গায়ে, পায়ে খেলতে থাকা জলধারায় যে সুর আছে, তাকে কোন স্মার্ট ডিভাইস আটকাতে পারেনা।রাগ পাহাড়িতে কল্যাণ অঙ্গ নিয়ে উস্তাদ বড়ে গুলাম আলি খাঁ সাহেবের যে আলাপ, সেখানে ডুবে মরতেও ভারি সুখ। প্রকৃতির কোলে বসে "চেনা সুরের আনাগোনায়".. আহা, মন ভালো হয়ে গেল

  • @RhythmicSudipta
    @RhythmicSudipta Місяць тому

    অসাধারণ লাগলো এতো সুন্দর ভাবে আগে কোনোদিনও বোঝার সুযোগ হয় নি অসংখ্য ধন্যবাদ🙏

  • @paramitachatterjee5974
    @paramitachatterjee5974 Місяць тому

    স্নিগ্ধদেব ভাই আমি শুনলাম, আমার ব্যক্তিগত মতামত সত্যি অনেক গান শোনার থেকেও বেশি কিছু পেলাম এবং এতো সুন্দর জায়গায় এনে আপনি প্রশ্ন তা রাখলেন.... আমি মনে করি আমরা আজকের smart হতে গিয়ে সত্যি অনেকটাই পিছিয়ে যাচ্ছি। 🙏সমৃদ্ধ হলাম।

  • @thirthankarchakraborty3097
    @thirthankarchakraborty3097 Місяць тому

    খুব ভালো লাগল। শুনে সমৃদ্ধ হলাম।❤

  • @SamirDas-ti8zm
    @SamirDas-ti8zm Місяць тому

    খুউব ভালো লাগলো ভাই👌👌

  • @shreebakshi9619
    @shreebakshi9619 Місяць тому

    Ei channel ti ek bochor hoe geleo Ami ei episode die apnar kotha sonar poth chola shuru korlam. Ami gan suni ebong bujhte khub valobashi. Apnar bojhanor podhoti khub sundor, jodi konodin amar souvaggo hoy ami apnar kache gyan orjon korte chai. Aporup sundor lagche ei channel er videoguli, amar pronam neben🙏🏻

  • @manideepaghosh1727
    @manideepaghosh1727 Місяць тому

    Darun❤

  • @swarajbhattacharyya
    @swarajbhattacharyya Місяць тому

    ❤ খুব ভালো লাগলো ❤

  • @ShampaShuchismita16
    @ShampaShuchismita16 Місяць тому

    যত শুনি এমন আলোচনা, মনে হয় আরো শুনি।
    বাবা দেখছি স্মার্ট ছিলেন। বলতেন- আমার তো দুপুরবেলা মালকোষ বাজাতেও বেশ লাগে। কি সকালবেলা পুরিয়া।

  • @banashreemukhoti8804
    @banashreemukhoti8804 Місяць тому

    অনবদ্য একটি এপিসোড তৈরি করেছেন। এমন?টায়( ভাবনা,চর্চা আপনি ই করতে পারেন। আমরাও তাতে সমৃদ্ধ হই।
    প্রকৃতির সাথে সঙ্গীতের তো আত্মিক সম্পর্ক তাকে কি করে এড়িয়ে যাবো আমরা যতই স্মার্ট হই প্রযুক্তিগত দিক দিয়ে।yeh hashi badiya yeh khula ashma.. এই গানটি শুনতে গেলে আমাদের মানস চক্ষে ভেসেই উঠবে পাহাড়ের সৌন্দর্য্য,প্রকৃতি তাকে যেভাবে সাজিয়ে দিয়েছে.. গানের লিরিক্স যিনি তৈরি করছেন তার মনে তো আগে পাহাড়ী সৌন্দর্য ই ভেসে উঠবে ,অনেকেই প্রকৃতির কোলে বসে কবিতা রচনা করেছেন সেই সৌন্দর্য কে অনুভব করে। সুতরাং পাহাড়ী রাগের গান যখন গাইব সে ঘরে বসেই হোক বা পাহাড়ের কোলে , পাহাড়ী সৌর্ন্দয্য ই অনুপ্রাণিত করবে গাইতে বা গানের কথা লিখতে।
    শাস্ত্রীয় সংগীতে সময়ের ভিত্তিতে সকল রাগ তৈরি করা হয়েছে ,রাগ ভৈরবী ,ভৈরব নিশ্চই সন্ধ্যেবেলা ভালো লাগবেই না । ঋতুর ওপর ভিত্তি করে যে সব গান তৈরি হয়েছে সেইসব গান সেই সময় অনুযায়ী ই শুনতে ভালো লাগে । বর্ষা ঋতু তে নিশ্চই গ্রীষ্মের গান ভালো লাগবে না। আমরা পাহাড়ে ঘুরতে গেলে মোবাইল সাথে নি ঠিক ই সেটা প্রকৃতিকে এত সুন্দর দেখে ছবি তুলি তবে সেটা দু চোখ ভরে দেখে তবেই ...পাহাড়ে সূর্যোদয়ের সময় যেমন আমার এই গানটিই মনে পড়ে গেলো,ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া .. কাঞ্চি রে কাঞ্চি রে .. হিন্দি সিনেমার গানে আমরা পাই পাহাড়ী ধুন ও একটি পাহাড়ী মেয়েকে।
    এরকম অনেক উদাহরণ রয়েছে প্রকৃতির সাথে গানের লিরিক্স ও ধুনের মেলবন্ধনের। একে অপরের পরিপূরক প্রকৃতি ও গান। জানি না ঠিক ঠিক ভাবে নিজের অনুভব টা ব্যক্ত করতে পারলাম কি না? তবে খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা করলেন এই পাহাড়ী রাগের এই এপিসোড টি।নতুনত্ব খুঁজে পাই আপনার এই এপিসোড গুলিতে।👌🏻🎶🌿👌🏻🙏🏻

  • @arunabhasinha2723
    @arunabhasinha2723 Місяць тому

    অনেক কিছু ভাবতে শিখছি।

  • @swarabithidas4889
    @swarabithidas4889 Місяць тому

    Call of the valley ❤আমার ছোটবেলা

  • @pijushguha3008
    @pijushguha3008 День тому

    কি অসাধারণ কথাগুলো কি সহজে বললেন। আমি গানের লোক নই, এসব technical কথার মানেও সব বুঝি না। তবুও আপনার পুরো কথা সম্পূর্ণ না শুনে পারলাম না। আর আপনার তোলা প্রশ্নগুলো নিয়েও ভাবছি।
    Smartness বলতে আমার ধারণা সময়ের সাথে সাথে প্রকৃতি,সমাজ, মানুষের যে পরিবর্তন গুলো হয় তাতে সাড়া দেওয়া। তা অনেক সময়েই প্রকৃতি, সমাজ, মানুষের জন্য ভালো ফল নাও নিয়ে আসতে পারে।

  • @sayanbhattacharya6832
    @sayanbhattacharya6832 Місяць тому

    রাগ পাহাড়ি আশ্রিত পণ্ডিত অজয় চক্রব্তীর একটি অনবদ্য গান - মধু লগন বয়ে যায়, এছাড়া একটি নজরুলগীতি - ' দাঁড়ালে দুয়ারে মোর' , মনে হয় পাহাড়ি রাগাশ্রীত, নিশ্চিত নই।