চোখের কোনায় এক ফোঁটা পানি খেয়াল করলাম ভিডিও শেষে। সুন্দর উপস্থাপনা এবং এডিটিং। যদিও আমার জন্ম নব্বইয়ের দশকে তবে শৈশবে কিছু রুশ আর চীন সাহিত্যের বই আমার ছিল যার কিছু এখনো সযত্নে সংগ্রহে রয়েছে। কিছু চুরি হয়ে গেছে, কিছু হয়েছে নষ্ট। অনুরোধ থাকবে এই জাতীয় আরো ভিডিও বানাবেন আরও ইতিহাস আর ভিতরের বর্ননা সহকারে। ধন্যবাদ শৈশবের স্মৃতি জাগিয়ে তোলার জন্য।
এক কথায় অসাধারণ আপনার প্রচেষ্টা এবং সংগ্রহ। অন্তর্জালে বস্তাপচা বিষয় এর মাঝে আপনার এই উপস্থাপনা খুঁজে পাওয়াটা সৌভাগ্যের মনে করছি। আশায় থাকব নতুন কিছুর জন্য।
আমার দেখা সবচেয়ে ব্রিলিয়ান্ট কনটেন্ট ক্রিয়েটরদের একজন আপনি। ধারাবাহিক হলে আপনার সৃষ্টিকর্ম আরো বেশি দেখতে পারতাম। আর আপনার বইয়ের সংগ্রহশালা দেখে অভিভূত, মুগ্ধ।
ইহা একটা অপূর্ব সুন্দর ভিডিও। আমার আপনার কালেকশন দেখে কঞ্চিত জেলাস লাগছে। তবে এতত সংগ্রহের পিছনের গল্পটা যে অনন্যসাধারণ তা আমি স্বীকার করতে বাধ্য। বেঁচে থাকুক এসব সংগ্রহ চিরদিন।
@@ShahedArefin ভাই আমার উৎসাহ যে আপনার কাজে লেগেছে এটা জেনেও ভালো লাগছে। ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে আছি। আর আপনি শুধু এই বই এর ব্যাপার না, আরো ভিন্ন ভিন্ন টপিক নিয়ে একটু ইউটিউবেও নিয়মিত হবার চেষ্টা করেন। তাহলে আমরা কিছু অসাধারন কাজ দেখতে পারবো।সপ্তাহে না হোক নিয়ম করে অন্তত মাসে একটা ভিডিও দেয়ার চেষ্টা করেন। আপনি যে অনেক ট্যালেন্ট একটা মানুষ সেটা আমরা যারা ফেসবুকে আপনাকে ফলো করি তারা অন্তত জানি। শুভকামনা থাকলো।
আমার বাড়িতে বড় আপুর সংগ্রহে সেবার কিছু বই থাকার সুবাদে আমার কৈশোর সেবার সাথেই কেটেছে। তিন গোয়েন্দা পড়তাম প্রকাশ্যেই, কিন্তু লুকিয়ে লুকিয়ে মাসুদ রানা, সেবা রোমান্টিক, সেবা ওয়েস্টার্ন পড়তাম। একটু বড় হওয়ার বেশকিছু বই pdf সংগ্রহ করে পড়েছি। বই কিনে পড়ার আগ্রহ ছিল কিন্তু বহুৎ আগেই তো মফস্বলের লাইব্রেরীগুলো বই বিক্রি বন্ধ করে দিয়েছে। সেবা পরিচ্ছদ দেখে নস্টালজিক আর বাকিগুলো দেখে জেলাস ফিল করেছি। আপনার রুচি, সংগ্রহ ও ধৈর্য। 💥ব্রিলিয়ান্ট মেকিং। শখের বশে যারা কাজ করে তাদের কাজ দেখে আলাদা একটা মুগ্ধতা কাজ করে, কাজটার প্রতি ভালোবাসা পাওয়া যায়। ফেসবুকে বলেছেন বই নিয়ে এটাই আপনার শেষ কাজ। বই নিয়ে কন্টেন্ট, আইডিয়া মাথায় আসলে এই শেষ দিয়েই শেষ না করার অনুরোধ। ভালোবাসা রইলো, ভাই।
আপনার সংগ্রহে থাকা বই গুলার একটা ডেটা সিট থাকলে আর একই সাথে বইগুলা কোথা থেকে সংগ্রহ করা যেতে পারে সেটার একটা ক্লু দিলে খুব ভালো হত।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনার জন্য।
ধন্যবাদ আপনাকে। বইয়ের কোন চার্ট আসলে করা হয় নাই কখনো। আর সত্যি কথা বলতে এখন সংগ্রহ করাটা দুস্কর একটু। নীলক্ষেত, মিরপুর ১০, মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে (এটা এখন নাই), ত্রিফলি বই বিতান মিরপুর ১৪ (এখন নাই), পল্টনের মোড়, জগন্নাথ ভার্সিটির সামনে, চট্টগ্রামের নুপুর মার্কেট, খুলনার বড়বাজার সহ অনেক জায়গা থেকেই আসলে সংগ্রহ করা। তবে সবই ২০১৩-২০১৭ সালের মধ্যে কালেক্ট করা। বই দোকানে অনেকদিন যাওয়া আসা নাই বিধায় এখন আর আসলে বলতে পারছি না পাওয়া যাবে কিনা। এছাড়া বেশ কিছু বই সরাসরি কলকাতা থেকে একজন এনে দিয়েছিল।
একজন বইপাগল এবং ভিন্টেজ বই পাগলা হিসেবেও বলছি না, আপনার কালেকশন, কথা বলা এবং ভিডিওগ্রাফি সব মিলিয়ে যদি ইংরেজি ভাষায় রিলিজ হতো এই ভিডিওটি মিনিমাম ১ মিলিয়ন ভিউ তো পেতোই
চমৎকার কালেকশন আপনার, চমৎকার উপস্থাপনা,বইগুলোর কন্ডিশন অত্যন্ত ভালো,আমি নিজেও একজন কালেক্টর।হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে শেয়ার করবেন।কালেক্টরদের সাথে বই নিয়ে কথা বলতে ভালো লাগে
দুর্দান্ত বললেও কম বলা হয়। সম্ভবত আপনার এখন পর্যন্ত সেরা ও মুগ্ধ করা কাজ। তবে পরামর্শ রইলো, কথার স্পিড আরেকটু বাড়ালে ভাল হয়। 4:18 সেকেন্ডে কি আব্দুল জব্বারের জায়গায় আব্দুল জলিল বললেন?
ধরে ফেলছেন! 😁 জহুরির চোখ! আপলোড করার পর খেয়াল করে দেখলাম *জলিল বলে ফেলেছি! তবে একটা কায়দা অবশ্য করা হইছে আর সাবটাইটেল যোগ করলে ওটা ডিক্লেয়ার দিবো! ভয়েসে বরাবরই আমার দুর্বলতাত জায়গা, কারন বাই ডিফল্ট আমি ভালো বক্তা না। তারপরও চেষ্টা থাকবে ❤️
ধন্যবাদ আপনাকে। এগুলো আসলে অনেক আগে সংগ্রহ করা। ২০১১ থেকে ২০১৬ এই সময়কালের মধ্যে। নিলক্ষেত, পল্টন, পুরান ঢাকা, মিরপুর, খুলনা, চট্টগ্রামের.. সম্ভাব্য যেখানে পুরানো বই বিক্রি হত। তখন বইয়ের প্রাচুর্যও ছিল আসলে। এখন পাওয়া কিছুটা দুস্কর হলেও মাঝে মাঝে এসব জাগায় যেয়ে দেখতে পারেন, কিছু না কিছু পেয়ে যাবেন হয়তো।
নিয়মিত পুরনো বইয়ের দোকানে গেলে এখনও পাবেন মাঝে মাঝে। বই বিষয়ক আমার আরেকটি ভিডিও দেখতে পারেনঃ পুরনো বই ক্রয়ের কলা-কৌশল - ua-cam.com/video/VnxYazgpsaQ/v-deo.html
শিওর, আড্ডা হবে। কেনো নয় :) ধন্যবাদ আপনাকে ভাই। হ্যাঁ আমার ফেসবুক আইডি পাওয়া যাবে- facebook.com/SHAHEDx900 এখানে ম্যাসেজ করলে আমি আপনাকে ফ্রেন্ড লিস্টে নিয়ে নিবো।
তারা পরিচিতি- মোহাম্মদ আবদুল জব্বার প্রাচীন জ্যোতির্বিদ্যা- মোহাম্মদ আবদুল জব্বার আকাশ পট- মোহাম্মদ আবদুল জব্বার পৃথিবী কি গোল? - আনাতোলি তমিলিন পৃথিবী ও আকাশ- আলেক্সান্দর ভলকভ মহাবিশ্বের কথা - ফেলিক্স ক্রিভিন মহাকাশে মহামিলন - আলেক্সেই লেওনভ টেলিস্কোপ কী বলে - পাভেল ক্লুশান্ৎসেভ ছবিতে গ্রহ নক্ষত্র - বরিস লিভিন ও লিদিয়া রাদ্লভা Cosmos by carl sagan A brief history of time by stephen hawking The Milky Way: An Autobiography of Our Galaxy" by Moiya McTier NightWatch: A Practical Guide to Viewing the Universe
আমার বয়স তুলনামূলক অনেক কম। আমি বই পড়া শুরু করতে চাই। এতগুলো জিনিস দেখে খানিকটা বিভ্রান্ত হয়ে গেলাম। কোথা থেকে শুরু করলে ভালো হবে? আমার ইতিহাস, অ্যাডভেঞ্চার, রাজনীতি,যুদ্ধ এইসব বিষয় তে আগ্রহ রয়েছে। আমাকে সাহায্য করলে উপকৃত হব ভাই। ধন্যবাদ।
চোখের কোনায় এক ফোঁটা পানি খেয়াল করলাম ভিডিও শেষে। সুন্দর উপস্থাপনা এবং এডিটিং। যদিও আমার জন্ম নব্বইয়ের দশকে তবে শৈশবে কিছু রুশ আর চীন সাহিত্যের বই আমার ছিল যার কিছু এখনো সযত্নে সংগ্রহে রয়েছে। কিছু চুরি হয়ে গেছে, কিছু হয়েছে নষ্ট। অনুরোধ থাকবে এই জাতীয় আরো ভিডিও বানাবেন আরও ইতিহাস আর ভিতরের বর্ননা সহকারে। ধন্যবাদ শৈশবের স্মৃতি জাগিয়ে তোলার জন্য।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য..
এক কথায় অসাধারণ আপনার প্রচেষ্টা এবং সংগ্রহ। অন্তর্জালে বস্তাপচা বিষয় এর মাঝে আপনার এই উপস্থাপনা খুঁজে পাওয়াটা সৌভাগ্যের মনে করছি। আশায় থাকব নতুন কিছুর জন্য।
ধন্যবাদ, আপনার ভালো লেগেছে জেনে খুশি লাগলো :)
What an effort.
I am mesmerized to watch this artwork..
Thanks man..
অসাধারণ! ভিডিও৷ এডিটিং, ভয়েস- সবমিলিয়ে চমৎকার! ❤
আরো ভিডিও চাই ভাইয়া!
অভূতপূর্ব কন্টেন্ট।
ভিডিও এডিটিং, সংলাপ ডেলিভারি, আর দারুণ ভয়েসের অদ্ভুত কম্বিনেশন আমার মন মজাইয়া দিলো।
ভিডিওর বিষয়বস্তু ছিল আমার জন্যে খুবই প্রাসঙ্গিক।
আপনার ভিডিওগুলো সত্যিই আন্ডাররেটেড। তবে, আপনি আপনার পৌনঃপুনিকতা বহাল রাখুন।
শুভকামনা বড় ভাই..💙
Vai re vai.......eigula shob kemne pailen...... Salute you
অসাধারণ!! এই ভিডিওটা দেখতে ও ভালো লাগছিলো! মনে হচ্ছিলো পাইরেটস রা যেমন গুপ্ত ধন খুজে পায়!! তেমনই কিছুটা!
ধন্যবাদ আপনার অনুভূতি প্রকাশের জন্য।
আপনার ভিডিও দেখার কয়েক দিন পর তিন গোয়েন্দা ভলিউম ৩ (১৯৮৯ edition)এক লাইব্রেরি থেকে সংগ্রহ করলাম।
Shahed ভাইয়া আপনি প্লিজ আবার ভিডিও বানান কয়েকটা প্লিজ,,!আপনার ভিডিও খুব দেখতে ইচ্ছে করছে,,!
The best content creator in Bengali language
I was getting goosebumps throughout the video🤯🤯🤯
That's great! I am pleased. Thanks.
আমার দেখা সবচেয়ে ব্রিলিয়ান্ট কনটেন্ট ক্রিয়েটরদের একজন আপনি। ধারাবাহিক হলে আপনার সৃষ্টিকর্ম আরো বেশি দেখতে পারতাম।
আর আপনার বইয়ের সংগ্রহশালা দেখে অভিভূত, মুগ্ধ।
আপনাকে ধন্যবাদ ভাই ❤️
@@ShahedArefin ভাই নতুন ভিডিও দিলে অনেক ভালো হবে ।
2 years hoye gelo. Back korben kobe bhaiya? Miss your videos.
ইহা একটা অপূর্ব সুন্দর ভিডিও। আমার আপনার কালেকশন দেখে কঞ্চিত জেলাস লাগছে। তবে এতত সংগ্রহের পিছনের গল্পটা যে অনন্যসাধারণ তা আমি স্বীকার করতে বাধ্য। বেঁচে থাকুক এসব সংগ্রহ চিরদিন।
ভিডিওটি উপভোগ করেছেন জেনে অনেক ভালো লাগলো। শুভকামনা :)
This was my childhood. An excellent piece!
অসাধারণ বন্ধু । নিয়মিত আরো ভিডিও চাই। দোআ ও শুভকামনা রইলো।
অসাধারণ ভিডিও,, সবসময় লেগে থাকা চাই,,,, ভালো ভালো আরো কন্টিন্ট চাই
এক থায় অসাধারন সংগ্রহ। বইগুলো নিয়ে প্রদশর্নীর আয়োজন করলেও বইপড়ুয়াদের উপচে পড়া ভিড় হবে।
ধন্যবাদ ভাই ❤️ একসময় আপনার উৎসাহ আমার অনেক কাজে এসেছে।
@@ShahedArefin ভাই আমার উৎসাহ যে আপনার কাজে লেগেছে এটা জেনেও ভালো লাগছে। ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে আছি। আর আপনি শুধু এই বই এর ব্যাপার না, আরো ভিন্ন ভিন্ন টপিক নিয়ে একটু ইউটিউবেও নিয়মিত হবার চেষ্টা করেন। তাহলে আমরা কিছু অসাধারন কাজ দেখতে পারবো।সপ্তাহে না হোক নিয়ম করে অন্তত মাসে একটা ভিডিও দেয়ার চেষ্টা করেন। আপনি যে অনেক ট্যালেন্ট একটা মানুষ সেটা আমরা যারা ফেসবুকে আপনাকে ফলো করি তারা অন্তত জানি। শুভকামনা থাকলো।
একরাশ মুগ্ধতা রেখে গেলাম❤️❤️
আপনাকে অনেক ধন্যবাদ :)
অসাধারণ! মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছি...
ধন্যবাদ :)
এগুলো দেখে মুগ্ধ হলাম।।
This video is for me!❤
আমার বাড়িতে বড় আপুর সংগ্রহে সেবার কিছু বই থাকার সুবাদে আমার কৈশোর সেবার সাথেই কেটেছে। তিন গোয়েন্দা পড়তাম প্রকাশ্যেই, কিন্তু লুকিয়ে লুকিয়ে মাসুদ রানা, সেবা রোমান্টিক, সেবা ওয়েস্টার্ন পড়তাম। একটু বড় হওয়ার বেশকিছু বই pdf সংগ্রহ করে পড়েছি। বই কিনে পড়ার আগ্রহ ছিল কিন্তু বহুৎ আগেই তো মফস্বলের লাইব্রেরীগুলো বই বিক্রি বন্ধ করে দিয়েছে। সেবা পরিচ্ছদ দেখে নস্টালজিক আর বাকিগুলো দেখে জেলাস ফিল করেছি।
আপনার রুচি, সংগ্রহ ও ধৈর্য। 💥ব্রিলিয়ান্ট মেকিং।
শখের বশে যারা কাজ করে তাদের কাজ দেখে আলাদা একটা মুগ্ধতা কাজ করে, কাজটার প্রতি ভালোবাসা পাওয়া যায়। ফেসবুকে বলেছেন বই নিয়ে এটাই আপনার শেষ কাজ। বই নিয়ে কন্টেন্ট, আইডিয়া মাথায় আসলে এই শেষ দিয়েই শেষ না করার অনুরোধ। ভালোবাসা রইলো, ভাই।
গুছিয়ে সুন্দর মন্তব্যের জন্য আপনার জন্য ভালোবাসা ❤️ ধন্যবাদ আপনাকে..
আপনার সংগ্রহে থাকা বই গুলার একটা ডেটা সিট থাকলে আর একই সাথে বইগুলা কোথা থেকে সংগ্রহ করা যেতে পারে সেটার একটা ক্লু দিলে খুব ভালো হত।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনার জন্য।
ধন্যবাদ আপনাকে। বইয়ের কোন চার্ট আসলে করা হয় নাই কখনো। আর সত্যি কথা বলতে এখন সংগ্রহ করাটা দুস্কর একটু। নীলক্ষেত, মিরপুর ১০, মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে (এটা এখন নাই), ত্রিফলি বই বিতান মিরপুর ১৪ (এখন নাই), পল্টনের মোড়, জগন্নাথ ভার্সিটির সামনে, চট্টগ্রামের নুপুর মার্কেট, খুলনার বড়বাজার সহ অনেক জায়গা থেকেই আসলে সংগ্রহ করা। তবে সবই ২০১৩-২০১৭ সালের মধ্যে কালেক্ট করা। বই দোকানে অনেকদিন যাওয়া আসা নাই বিধায় এখন আর আসলে বলতে পারছি না পাওয়া যাবে কিনা। এছাড়া বেশ কিছু বই সরাসরি কলকাতা থেকে একজন এনে দিয়েছিল।
Mugdho Hoye apnar Kotha guli shunlam r video ta daklam
Thank you so much ❤
দারুন ভাই দারুন।
অসাধারন
তারা পরিচিতি বইটা আমার প্রিয় 4:01
Vaia apner new video ashbe kobe?
দেখি... চেষ্টা করবো খুব শীঘ্রই একটা কাজ শেষ করার।
কি দারুণ ভিডিওটা!
ধন্যবাদ আপনাকে ❤
একজন বইপাগল এবং ভিন্টেজ বই পাগলা হিসেবেও বলছি না, আপনার কালেকশন, কথা বলা এবং ভিডিওগ্রাফি সব মিলিয়ে যদি ইংরেজি ভাষায় রিলিজ হতো এই ভিডিওটি মিনিমাম ১ মিলিয়ন ভিউ তো পেতোই
ভালোবাসা ভাই😊🥰
ধন্যবাদ ভাই 🙂
বই নিয়ে আরো ভিডিও চাই
চমৎকার কালেকশন আপনার, চমৎকার উপস্থাপনা,বইগুলোর কন্ডিশন অত্যন্ত ভালো,আমি নিজেও একজন কালেক্টর।হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে শেয়ার করবেন।কালেক্টরদের সাথে বই নিয়ে কথা বলতে ভালো লাগে
ধন্যবাদ আপনাকে। আমাকে নক করলে হোয়াটসঅ্যাপ নম্বরটি পাবেন - facebook.com/SHAHEDx900
Ai video popular howya uchit chilo?
Bhaiya make videos more often 💙
Its hard but I'll try. Thanks for your love & encouragement ❤️
❤❤❤
Please make more videos on books
Wow
দুর্দান্ত বললেও কম বলা হয়। সম্ভবত আপনার এখন পর্যন্ত সেরা ও মুগ্ধ করা কাজ। তবে পরামর্শ রইলো, কথার স্পিড আরেকটু বাড়ালে ভাল হয়। 4:18 সেকেন্ডে কি আব্দুল জব্বারের জায়গায় আব্দুল জলিল বললেন?
ধরে ফেলছেন! 😁 জহুরির চোখ! আপলোড করার পর খেয়াল করে দেখলাম *জলিল বলে ফেলেছি! তবে একটা কায়দা অবশ্য করা হইছে আর সাবটাইটেল যোগ করলে ওটা ডিক্লেয়ার দিবো!
ভয়েসে বরাবরই আমার দুর্বলতাত জায়গা, কারন বাই ডিফল্ট আমি ভালো বক্তা না। তারপরও চেষ্টা থাকবে ❤️
দুর্লভ বইগুলো আপনি কিভাবে সংগ্রহ করলেন সেটা নিয়ে একটা ভিডিও দিবেন আশা করি 🙂
প্রায় সেরকম একটি ভিডিও অবশ্য আমার আছেঃ ua-cam.com/video/VnxYazgpsaQ/v-deo.html
Brother you should read some of these Russian stories … that could have been a great opportunity for us.. listening from USA 🇺🇸
Brother Thank you for reaching out to me. Its a generous suggestion that I will bear in my mind. Cheers!
ভাইজান, মৃত্যুর আগে আপনার সাথে একবার দেখা করতে চাই!
এটাতো দেখি ডেথ উইশ হয়ে গেলো ভাই! নিশ্চই সময় সুযোগ হলে দেখা হবে।
আপনার এই ভিডিওতে স্কিনশট নিয়ে রাখছি কিচু বই ,এই গুলো আমি কিনবো তাই 13:33
ধন্যবাদ। কি কি লিস্টে রাখলেন?
@@ShahedArefin মাসুদ রানা ৪ আর ওয়েষ্টান সিরিজের কিছু
শাহিদ ভাইয়া এই বইগুলো কোথা থেকে সংগ্রহ করলে ভাল হয়? এবং খরচ কেমন পড়েছে আপনার?
ধন্যবাদ আপনাকে। এগুলো আসলে অনেক আগে সংগ্রহ করা। ২০১১ থেকে ২০১৬ এই সময়কালের মধ্যে। নিলক্ষেত, পল্টন, পুরান ঢাকা, মিরপুর, খুলনা, চট্টগ্রামের.. সম্ভাব্য যেখানে পুরানো বই বিক্রি হত। তখন বইয়ের প্রাচুর্যও ছিল আসলে। এখন পাওয়া কিছুটা দুস্কর হলেও মাঝে মাঝে এসব জাগায় যেয়ে দেখতে পারেন, কিছু না কিছু পেয়ে যাবেন হয়তো।
এখানে কি 1990 সালের প্রাইমারী পাঠ্য বই পাওয়া যাবে? পাওয়া গেলে খুব উপকার হবে।
পাঠ্যপুস্তকের বইয়ের দোকান আলাদা। গল্পের বইয়ের দোকানে এটা পাবেন না।
@@ShahedArefin এগুলো কোথায় পাওয়া যাবে যদি জানা থাকে? জীবনে চিরকৃতজ্ঞ থাকতাম।
@@avsadarpabna নিলক্ষেত এবং মিরপুর ১০ নম্বরে পুরানো বইয়ের দোকান গুলোতে খোঁজ নিয়ে দেখতে পারে। ওখানে টেক্সট বইয়ের আলাদা দোকান পাবেন।
তিন গোয়েন্দা, মাসুদ রানা সহ আরো অনেক ভিন্টেজ বই খুঁজি আমি। পাই না সহজে। এগুলো সংগ্রহ করতে পারলে অনেক ভালো লাগতো
নিয়মিত পুরনো বইয়ের দোকানে গেলে এখনও পাবেন মাঝে মাঝে। বই বিষয়ক আমার আরেকটি ভিডিও দেখতে পারেনঃ পুরনো বই ক্রয়ের কলা-কৌশল - ua-cam.com/video/VnxYazgpsaQ/v-deo.html
আপনি আসলেই একটা জিনিয়াস ভাই👍
খুব ইচ্ছে করে আপনার সাথে একদিন আড্ডা দিই।আপনার ফেসবুক আইডি পাওয়া যাবে কি ভাই?
শিওর, আড্ডা হবে। কেনো নয় :) ধন্যবাদ আপনাকে ভাই। হ্যাঁ আমার ফেসবুক আইডি পাওয়া যাবে- facebook.com/SHAHEDx900 এখানে ম্যাসেজ করলে আমি আপনাকে ফ্রেন্ড লিস্টে নিয়ে নিবো।
প্রিয় শাহেদ ভাই, আপনাকে ইনবক্স করেছি। ধন্যবাদ
Vai space related kisu boier nam bolben plzzz
তারা পরিচিতি- মোহাম্মদ আবদুল জব্বার
প্রাচীন জ্যোতির্বিদ্যা- মোহাম্মদ আবদুল জব্বার
আকাশ পট- মোহাম্মদ আবদুল জব্বার
পৃথিবী কি গোল? - আনাতোলি তমিলিন
পৃথিবী ও আকাশ- আলেক্সান্দর ভলকভ
মহাবিশ্বের কথা - ফেলিক্স ক্রিভিন
মহাকাশে মহামিলন - আলেক্সেই লেওনভ
টেলিস্কোপ কী বলে - পাভেল ক্লুশান্ৎসেভ
ছবিতে গ্রহ নক্ষত্র - বরিস লিভিন ও লিদিয়া রাদ্লভা
Cosmos by carl sagan
A brief history of time by stephen hawking
The Milky Way: An Autobiography of Our Galaxy" by Moiya McTier
NightWatch: A Practical Guide to Viewing the Universe
আমার বয়স তুলনামূলক অনেক কম। আমি বই পড়া শুরু করতে চাই। এতগুলো জিনিস দেখে খানিকটা বিভ্রান্ত হয়ে গেলাম। কোথা থেকে শুরু করলে ভালো হবে? আমার ইতিহাস, অ্যাডভেঞ্চার, রাজনীতি,যুদ্ধ এইসব বিষয় তে আগ্রহ রয়েছে। আমাকে সাহায্য করলে উপকৃত হব ভাই। ধন্যবাদ।
যেটাতে আগ্রহ, যেটা পড়তে ভাল্লাগবে সেটাই পড়বেন। এটা পড়তে হবে সেটা পড়া যাবে না এরকম কোন বাধা ধরা নিয়ম নাই।
আমি এসএসসি-২৪ ব্যাচের ইংলিশ ভার্সনের ফুল বইয়ের সেট,গাইড,টেস্ট পেপার এবং সাপ্লিমেন্ট বিক্রি করতে চাই। কেউ নিতে চাইলে অবশ্যই রিপ্লাই দিবেন
ভাই? কন্টেন্ট তো যথেষ্ট ভালো, ভয়েস, এডিট সবকিছুই ভালো। ভিডিও আপলোড করছেন না যে আর?
ধন্যবাদ আপনাকে। জী নেক্সট প্রজেক্টের জন্য চিন্তা-ভাবনা চলছে ইতিমধ্যে, তবে কিছুটা সময় লাগবে। আশা করি সাথেই থাকবেন :)
দোকানদারের মোবাইল নাম্বারটা দিলে একটু ভালো হতো
apni jodi purono boi gulor oudiobook pore sunan aro vlo hoto...
ধন্যবাদ আপনাকে। তবে আমার ভয়েস আসলে অডিও বুক হবার মত স্যুটেবল না।
স্যার আমি অনেক বই নিতে চাই প্লীজ আমাকে ইনবক্সে নক দিবেন৷
আমার সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগের জন্য - facebook.com/SHAHEDx900/