সিলেটের মনিপুরীদের তাঁত-বস্ত্র বাজারে কেনাকাটা | দারুন সব শাড়ি থ্রিপিচ | Monipuri Market in Sylhet

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • #sreemangal #monipurisaree #sylhet
    এই মনিপুরী পল্লী সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। এদেশে বসবাসকারি মনিপুরী সম্প্রদায়ের বেশীরভাগ মানুষের আবাস মৌলভীবাজার জেলার আদমপুর এবং মাধবপুরে। নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যের কারনে মনিপুরী সম্প্রদায়ের রয়েছে আলাদা খ্যাতি। মনিপুরিদের তৈরি করা বিভিন্ন জিনিষের দেশে বিদেশে রয়েছে ব্যাপক চাহিদা আর এ কারনেই রাসমেলা অথবা মনিপুরী পল্লীতে না যেতে পারলেও এখানকার দোকানেই আপনি এসব মনিপুরি পণ্য পেয়ে যাবেন।
    মনিপুরি সম্প্রদায়ের নাচের রয়েছে আলাদা খ্যাতি। এ নাচের মাধ্যমে এই সম্প্রদায়ের ঐতিহ্য প্রতিফলিত হয়। কোন পর্যটক পৃথিবীর এ প্রান্তে আসলে তাঁকে অবশ্যই মনিপুরি নৃত্য দেখার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত।
    ঢাকা থেকে কিভাবে মৌলভীবাজারে পৌছাবেন ইতিমধ্যেই উল্ল্যেখ করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলায় পৌছে লোকাল জীপ বা চাঁদের গাড়িতে চড়ে এই পল্লীতে যেতে পারেন
    ১। প্রতিবছর নভেম্বরে বাংলা অগ্রহায়ন মাসের শুরুতে এখানে রাসমেলার আয়োজন করা হয়। এ সময় বেড়াতে গেলে আপনি রাসমেলা উপভোগ করতে পারবেন।
    ২। মনিপুরি সম্প্রদায়ের সুখ্যাতি রয়েছে তাদের ঐতিহ্য ও সংস্কৃতির জন্য। প্রায় প্রতিটি মনিপুরি পরিবারেরই আছে নিজস্ব কাপড় বোনার যন্ত্র। নিজেদের কাপড় তৈরি করাটা মনিপুরি সংস্কৃতিরই একটি অংশ। এখানে মনিপুরিদের ঐতিহ্যবাহী পোশাক ‘খামি’ র পাশাপাশি তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিস যেমনঃ শাড়ি, শাল, ব্যাগ, বিছানার চাদর ইত্যাদি প্রদর্শন ও বিক্রি করা হয় যেসব আপনি কিনতে পারেন।
    আপনি এখানকার গ্রামে খাওয়ার জন্য ছোট খাবার দোকান পাবেন । তাছাড়া, শ্রীমঙ্গল শহরে খাওয়ার সুব্যবস্থা রয়েছে।
    মাধবপুরে অবস্থিত মনিপুরি সাংস্কৃতিক একাডেমী থেকে এই সম্প্রদায় সম্পর্কে আপনি আরও তথ্য পেতে পারেন।

КОМЕНТАРІ • 26