তারাকে নিয়ে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিলাম | Doyel Agro

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @DoyelAgro
    @DoyelAgro  9 місяців тому +654

    শম্পার করা শুরুর দিকের একটা ভিডিও দেখুন ua-cam.com/video/iqJHcaEtAIM/v-deo.html সম্পূর্ণ ভিডিও দেখে মতামত দিবেন। ধন্যবাদ।

    • @jhornavlogwithsimplelife2442
      @jhornavlogwithsimplelife2442 9 місяців тому +9

      Onk year video dekhi ajke first comment korlam bhaiya ,
      nijer sontan ba bon hole tar thik, vul bichar na kore jevabe sobsomoy agle rekhe ,pashe thaka uchit chilen,achen, thakben asha rakhi
      Manush onk kothai bolbe
      boyosh onujayi, somoy r bortoman shes jamanar poribesher prekkhapote pottek bhai ,bon sontanke sothik vabe manush kora onk kothin hoye poreche

    • @mdshoriful10jr85
      @mdshoriful10jr85 9 місяців тому +9

      ভাই আমি আপনার বাসায় কাজ করতে চাই

    • @AlaminHossain-ke7rv
      @AlaminHossain-ke7rv 9 місяців тому +4

      vidio ta aro 2bochor 7 mash age dekhci ami.sompa apur sob vidio amar dekha.basir sur gulo khub valo lage 👍👍👍

    • @sanjinasanju6473
      @sanjinasanju6473 9 місяців тому +3

      Sei video gulai onk valo lagto...

    • @rafathussainrafi4838
      @rafathussainrafi4838 9 місяців тому +6

      ভাই আপনার এই চ্যানেলের শুরুর থেকে এবং শম্পা আপুর চ্যানেলের ভিডিওগুলো আমার পরিবারের সবাই দেখে যেহেতু তারার সাথে আপনার কোন রক্তের সম্পর্ক নেই আর তারাও চায় না আপনাদের সাথে থাকতে তাহলে ওকে ওর মতন ছেড়ে দেওয়াই ভালো

  • @mstnusratjahan7596
    @mstnusratjahan7596 9 місяців тому +546

    , 1000 নবীজির প্রেমিক দেখতে চাই

    • @mahfujaakter6249
      @mahfujaakter6249 9 місяців тому

      Vi amak akta thri pice deben

    • @Muftishihabuddin-o7o
      @Muftishihabuddin-o7o 9 місяців тому

    • @vvvvttkbb5728
      @vvvvttkbb5728 5 місяців тому

      ❤❤❤

    • @riziasultana4739
      @riziasultana4739 4 місяці тому

      তারা যদি ভালো মেয়ে হতো সারা জিবন থাকত আপনাদের কাছে। সারথপর একটা মেয়ে।

    • @MdHasan-fq2xl
      @MdHasan-fq2xl 3 місяці тому

      আমিন

  • @shamsara4282
    @shamsara4282 9 місяців тому +30

    আমি আপনাদের প্রতিটি কথাই মনোযোগ দিয়ে শুনছি।আর এটাই বুঝাতে পারলাম আপনারা অত্যান্ত মানবিক এবং ভালো মানুষ।তা না হলে কেউ পরের মানুষ কে নিজের আপন বোনের মতো করে এতোটা ভালোবাসতে পারে না।

  • @Sadiasdrems
    @Sadiasdrems 9 місяців тому +12

    ভাইয়া আমার ছেলে ও সেম আপনার মতো ওর গাছ পালা পশু পাখি এতো পছন্দ করে দোয়া করবেন আল্লাহ যাতে আপনার মতো এমন কিছু করার তৌফিক দান করে ❤❤❤❤

  • @mashiyatkalim766
    @mashiyatkalim766 9 місяців тому +404

    আলহামদুলিল্লাহ... আয়াতের জন্ম হওয়ার গল্পটা শুনে খুব ভালো লাগলো। আপনার মত এমন সাপোর্টিভ হাসবেন্ডকে স্যালুট জানাই, যিনি তার ওয়াইফকে বোঝে।

  • @minu240
    @minu240 9 місяців тому +55

    আমি আজকে ২ বছর যাবৎ আপনাদের ভিডিও দেখি। মাশাআল্লাহ, আপনারা অমায়িক মানুষ। আল্লাহ আপনাদেরকে হেদায়াতের পথে, হেফাযতে রাখুক সবসময় সেই দুআ করি।
    তারার প্রতি আপনাদের যা আচরন, বর্ননা না করলেও আমি যতটা খেয়াল করেছি তাতে আমার মনে হয় এটা ঈর্ষনীয়। আপনারা ওকে নিজের বোনের মত আদর করেন, আবেগ রাখেন ওর প্রতি। কিন্ত ওর ভিতরে যদি বিন্দুমাত্র কৃতজ্ঞতা কিংবা আল্লাহর শুকরিয়া থাকতো যে আল্লাহ আপনাদের মাধ্যমে ওর রিযকের এমন বারাকাহর ব্যবস্থা করেছেন তাহলে ওর এখনকার আচরন যা প্রকাশ পাচ্ছে তা পেত না। ওর চাইতেও সুন্দরী, গুনী আর ভালো ফ্যামিলির মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অথচ তারা আপনাদের ছত্রছায়ায় একটা আদর্শ পরিবেশে বড় হচ্ছে। ওর উচিৎ ছিল আপনাদের প্রতি কৃতজ্ঞ হওয়া আর আপনারা কেন ওর প্রতি এহসান করছেন সেই দৃষ্টিভঙ্গি বা আবেগটা বোঝা।
    আমি বাইরের মানুষ হয়েও বিশ্বাস করবেন কি না জানি না, তারার আচরন বা কথাবার্তায় চরম বিরক্ত। ওর প্রতি ভালো দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলেছি। আপনারা তবু কিভাবে ধৈর্য ধরছেন তা আপনারাই জানেন। আমি ইউটিউবে মাসে ১ টা ভিডিও না দেখলেও আপনাদের ভিডিও দেখার জন্য ১ বার হলেও টিভি অন করি। আর তাই বলতে পারেন খুব মনোযোগ দিয়ে, খুশি মনে ভিডিও গুলো দেখি। আপনাদের কাছ থেকে টাঙ্গাইলের ভাষাটাও বেশ শিখে নিয়েছি যেহেতু আমার শশুর বাড়ী নাগরপুর উপজেলাতেই।
    তারার যদি হেদায়েত হয় তাহলে যেন সে আত্মসমালোচনা করে। আমার কমেন্ট যদি পড়ে থাকে তাহলে ওর প্রতি নসিহা থাকবে। আর যদি ওর নিজের আত্নমালোচনা করার প্রয়োজনবোধ না হয় বা যেমন আচরন করছে তা ই করে যায় তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো ওর প্রতি আবেগ গুলো কন্ট্রোল করতে। কেননা এই মেয়ে এত ভালোবাসা, সম্মান আর যত্নের যোগ্য না। যদি তা ই হতো তাহলে এই পর্যায়ে কখনোই পৌছত না, তা সে যার প্রভাবই থাকুক ওর উপর।

  • @mstsriti641
    @mstsriti641 9 місяців тому +11

    সুখে খেতে ভুতে কিলাচছে তারারে,ভাই আপনাদের আমার খুব ভালো লাগে ❤❤❤❤❤❤

  • @mdyounus9132
    @mdyounus9132 9 місяців тому +338

    মানসিক শান্তি বড় শান্তি
    আর সেই মানসিক শুধু মাত্র নামাজের মাধ্যমেই পাওয়া সম্ভব ❣️

  • @arifa9773
    @arifa9773 9 місяців тому +980

    আল্লাহ গো এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার অন্য কোনো মালিক নেই, তাই তুমি মাফ না করলে কার কাছে যাবো আল্লাহ,,,,,?

    • @methelaakterliza5238
      @methelaakterliza5238 9 місяців тому +39

      Agulo eikhane eshe na bole namaj pore munajat a bolen

    • @mojahedl891
      @mojahedl891 9 місяців тому +19

      কিসের মাঝে কি পান্তা ভাতে ঘি

    • @mychanel50
      @mychanel50 9 місяців тому +2

      amin

    • @arifa9773
      @arifa9773 9 місяців тому +6

      আল্লাহ সব খানেই আছে,,?

    • @Rupalirupa7575
      @Rupalirupa7575 9 місяців тому

      এইটা নামাযে একাগ্র চিত্তে চোখের পানি ছেড়ে বলেন। ইউটিউবে আইসা বললে কি ইউটিউবের লোকারেরারে আল্লাহ বানাইলেন।? কি বুঝানের চেষ্টা করেন আল্লাহ পাক ভালো যানেন।

  • @sumonahmad9459
    @sumonahmad9459 9 місяців тому +12

    আসসালামু আলাইকুম
    প্রিয় ভাই, আপনার সব কথাগুলো (বকবক) শুনেছি, আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন এই দোয়া করি

  • @MDRahidulIslam-g6k
    @MDRahidulIslam-g6k 9 місяців тому +23

    সবই বুঝলাম। তবে একটা কথা কি, পর কখনো আপন হয় না।। এই তারার জন্যই আপনি একদিন অনেক বড় বিপদে পরবেন।

  • @RomaAkthar-cz7lw
    @RomaAkthar-cz7lw 9 місяців тому +44

    তারার ইগো বেশি আর ওর এই ইগোর কারণে অনেক ভুগতে হবে, তাও দোয়া করি আল্লাহ ওকে ভালো রাখুক।

  • @nazimuddin5730
    @nazimuddin5730 9 місяців тому +22

    ❤❤❤❤❤সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা,
    আমার যতটুকু মনে হয় তারার যে সম্পদ আছে এ সম্পদ গুলো আত্মসাৎ এর জন্য কেউ তাকে অন্যরকম রঙিন স্বপ্ন এবং বিয়ের প্রলোভন দেখিয়েছে, এইজন্য তারার এই পরিণতি বলে আমার মনে হয়, বাকিটা আল্লাহ পাক ভালো জানেন। পরিশেষে আপনাদের বাড়ীর সকলকে এবং দুনিয়ার সকল "মমিন-মুসলিম " জাতিকে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাখুক, আমিন।

    • @Amk-foodie
      @Amk-foodie 9 місяців тому

      ❤❤❤❤❤❤🎉

    • @FatemaAkter-kg7px
      @FatemaAkter-kg7px 9 місяців тому

      ভাই বাকিটা আল্লহ পাক ভালো জানে একথাটা বলা যাবে না সবটাই আল্লহ ভালো জানেন এটা বলতে হয়।

  • @MdMd-ny4es
    @MdMd-ny4es 9 місяців тому +131

    এক কথায় অসাধারণ, আপনারা দুই জন ই খাঁটি মনের মানুষ, সন্তান না হওয়াটা যে কি কষ্টের, তার ব্যাখ্যা বড় ই কঠিন।

  • @saymaakter1644
    @saymaakter1644 9 місяців тому +231

    সম্পূর্ণটাই শুনলাম।জানার ইচ্ছা ছিল।আপনাদের নিয়ত ভালো। সুতরাং আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিবেন, দুইজাহানে ইনশাআল্লাহ।

  • @MDShakilBhuiyan-df3wh
    @MDShakilBhuiyan-df3wh 9 місяців тому +56

    ইঞ্জিনিয়ার সাহেবের মনে অনেক মায়া,,, এবং একজন ভালো মানুষ ও বটে,,,

  • @onikmahmud5879
    @onikmahmud5879 9 місяців тому +33

    তারার বয়সটাই সমস্যা এই বয়সে খারাপ কিছুর প্রতি ছেলেসেয়েরা আসক্ত হয়। তবুও আপনারা অসাধারণ।

    • @josnamunny1346
      @josnamunny1346 3 місяці тому

      Sami adale istiri samne obak holam

  • @BristyBristy-xi7me
    @BristyBristy-xi7me 9 місяців тому +124

    ভাইয়া আপনি চেষ্টা করে যান। ইনশাআল্লাহ তারা নিজের ভুল বুঝতে পারবে।আপনেরা সত্যিই খুব ভালো মনের মানুষ।

    • @NASRINAKTER-kj5ts
      @NASRINAKTER-kj5ts 9 місяців тому

      rithe

    • @riyadbangla3016
      @riyadbangla3016 9 місяців тому

      আল্লাহ জেনো তারাকে হেদায়েত করে ভাই আপনারা খুবই ভালো মনের মানুষ এমু মানুষ সবার ভাজ্ঞে জুটেনা একদিন ঠিকই তারা ওর ভুল বুঝতে পরবে

  • @tasniakhusi2239
    @tasniakhusi2239 9 місяців тому +8

    ভাইয়া অনেক মনযোগ দিয়ে আপনার কথা গুলো শুনেছি ভালো লাগল এবং শেষের কথা টি শুনে 😂😂😂😂

  • @shamimosman5077
    @shamimosman5077 9 місяців тому +50

    ছোট মানুষ ভাই তারা বুজ কম মাপ করো দিবেন গরিব এর পাশে থাকলে আল্লাহর তায়ালা আপনার সহায়া হক ❤❤

  • @RSPK2
    @RSPK2 9 місяців тому +206

    মানুষের শান্তি হলেও বড় শান্তি আর সেই শান্তি আছে নামাজে ❤❤

  • @KAMRUJJAMAN-ym1yy
    @KAMRUJJAMAN-ym1yy 9 місяців тому +5

    প্রত্যেক মানুষকে তার কৃত কর্মের ফল ভোগ করতে হবে ইনশাআল্লাহ।
    নিশ্চয় আল্লাহ মহান😰✍️

  • @NewBangladesh123
    @NewBangladesh123 9 місяців тому +80

    গত তিন বছর ধরে আপনাদের ভিডিও দেখি ভাই।আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন বছরে আপনাদের যতটুকু চিনেছি তাতে আমি বিশ্বাস করি আপনারা অমায়িক এবং মাটির মানুষ। আল্লাহ আপনাদের দীর্ঘ নেক হায়াত দান করুক আমিন। 🥰

  • @lutfulanowar
    @lutfulanowar 9 місяців тому +12

    তারাকে আর না রাখাই আপনার জন্য ভালো হবে, এর জন্য আপনাকে ভবিষ্যৎ বড় মূল্য দিতে হবে

  • @kazihabib876
    @kazihabib876 9 місяців тому +2

    শম্পা ভাবী মত বউ পাওয়া, আসলে ভাগ্য ব্যাপার ভাই।আপনারা অনেক ভাল মানুষ।❤

  • @BdNews34s
    @BdNews34s 9 місяців тому +12

    পৃথিবীতে কেউ কারোর জন্য থেমে থাকে না 👌👌 এক তারা চলে যাবে হাজার তারার জন্ম নিবে ❤❤❤

  • @masudrayhan4503
    @masudrayhan4503 9 місяців тому +69

    আয়াত কে অনেক ভালো লাগে,,, আমি চেয়েছিলাম আয়াতের মতো একটা মেয়ে,, আল্লাহ আমাকে দিয়েছে,, আলহামদুলিল্লাহ

  • @musharafhossain1923
    @musharafhossain1923 9 місяців тому +6

    ভাই আপনি অনেক ভর মনের মানুষ আল্লাহ আপনের নেক হায়াত দিক আমিন

  • @mohammadmasudalom5098
    @mohammadmasudalom5098 9 місяців тому +47

    তারার একটা ছোট ভাই আছে, আমি মনে করি তারার ছোট ভাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আরো কয়েক বছর আপনাদের সাথে থাকা উচিত,

  • @akashmollik8916
    @akashmollik8916 9 місяців тому +93

    দুষ্ট গরু চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো

  • @CookingstudiobySuma.
    @CookingstudiobySuma. 9 місяців тому +8

    কিছু মানুষ এমনি বিপদের কথা ভুলে যায়,,আপনি ও ভাবি খুব বড় মনের মানুষ আল্লাহ আপনাদের ভালো রাখুক সবসময় 😊

  • @ayshaakter9534
    @ayshaakter9534 9 місяців тому +71

    ধন্যবাদ ভাইয়া।আপনি ঠিক বলেছেন সন্তান ভুল করলে তাকে ফেলে দেওয়া যায়না।আপনি আপনার মতো চেষ্টা করে বাকি আললাহ যা চায়।

    • @MdAltafhossain-fg8os
      @MdAltafhossain-fg8os 9 місяців тому

      ঠিক বলেছেন।

    • @fatamajannat2809
      @fatamajannat2809 9 місяців тому

      আপনার কথা টা খুব ভালো লাগলো ভালো, এমন কথা ভালো মনের মানুষই শুধু বলতে পারে, আমিও বলবো যে ভাইয়া আপনারা খুব ভালো মনের মানুষ তারাও খুব ভালো মেয়ে মানুষের কথা শুনবেন না তারারে আপনাদের কাছে রাখেন

    • @MdMoshairRahman-sz3vl
      @MdMoshairRahman-sz3vl 9 місяців тому

      ঔও

  • @socialbuzz4485
    @socialbuzz4485 9 місяців тому +3

    যদি পারেন তারাকে একটা নিজের চ্যানেল খুলে দেন।এতে করে আপনাের সহায়তায় মাঝেমধ্যে মেয়েটার নিজের ভিডিও আপলোড দিয়ে একটা পরিচয় দাড় করাতে পারবে।আপনারা খুব ভালো মানুষ।

  • @MonirHossain-yv9ji
    @MonirHossain-yv9ji 9 місяців тому +17

    সবার জিবনে আপনার মত ভাল মনের মানুষ আসুখ।আপনাদের দেখে খুব ভালো লাগে।❤❤❤

  • @HasanMamun-y6m
    @HasanMamun-y6m 9 місяців тому +23

    আধুনিক পৃথিবীতে মানুষের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে। ❤❤❤
    উপকারের কথা খুব তাড়াতাড়ি মানুষ ভুলে যায়।

  • @nafisaabuayub3872
    @nafisaabuayub3872 9 місяців тому +3

    ভাইয়া আপনার বকবক আমি এ টু জেড মনোযোগ দিয়ে শুনছি, আপনাদের মন মানসিকতা অনেক ভালো আল্লাহ আপনাদের রিজিকে আরো বরকত দান করুন।

  • @BulachandraShil-sm2pv
    @BulachandraShil-sm2pv 9 місяців тому +92

    আপনি যা বলছেন তার সবই যৌক্তিক আপনি যেভাবে তারা কে আগলে ধরে রাখছেন অন্য কেউ হলে রাখতো না নিজের আপন বলে ভাবেন তাই আগলে রাখছেন ওর সুন্দর ভবিষ্যৎ গুছিয়ে দেওয়ার জন্য এখনো যথাসাধ্য চেষ্টা করতেছেন ধন্যবাদ❤❤❤❤

  • @MdDanish-cq8ho
    @MdDanish-cq8ho 9 місяців тому +436

    অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেরকম হয় তারার অবস্থা সেরকম

  • @sagorKhan-l2o
    @sagorKhan-l2o 9 місяців тому +4

    দারুন মানুষ দুটি।ভালোবাসা আরো বেড়ে গেলো।

  • @skbprd6523
    @skbprd6523 9 місяців тому +137

    🙏🇮🇳 ভাই আপনার সন্মান থাকতে তারা কে তারাতারি বিদায় করেন 🇮🇳🙏

    • @SufeaRahaman
      @SufeaRahaman 9 місяців тому

      কেন৷?

    • @skbprd6523
      @skbprd6523 9 місяців тому

      @@SufeaRahaman তারা বিছি ভালো মেয়ে না আমি জানি অর বারি আমার বারি অই জানাগাই 😒

  • @সারা-ম৩প
    @সারা-ম৩প 9 місяців тому +40

    তারা ভাবছে সে নিজে একটা চ্যানেল খুলে সেলিব্রেটি হবে 😂😂😂😂😂😂।

  • @LipaIslam-z9m
    @LipaIslam-z9m 9 місяців тому +3

    ভিডিও কথা গুলা অনেক মনোযোগ দিয়ে শুনছি next ভিডিও তারাতাড়ি চাই

  • @RSPK2
    @RSPK2 9 місяців тому +61

    আমার কোন শিক্ষা নাই কিন্তু মার শিক্ষায় পৃথিবীর সবথেকে বড় শিক্ষা love ma❤❤

  • @shahjanuddin3766
    @shahjanuddin3766 9 місяців тому +35

    ভাই সারাজীবন প্লাষ্টিক গাছে পানি ঢেলে কি লাভ হলো।

  • @hossainbachuu4427
    @hossainbachuu4427 9 місяців тому +2

    ভাই তারাকে আবার একটা লাস্ট একটা চান্সদেন আপনে ভাই অনেক বড় মনের মানুষ আমরা জানি উপর আল্লাহ্ আপনার ভালো করবেন এবং আয়াতের জন্যতো একটা লোকের দরকার হয় তাই তারাকে ঈদে আগে নিয়ে আসেন

  • @QuddusAbdul-p2f
    @QuddusAbdul-p2f 9 місяців тому +36

    ভাই তারা নাটক আর নিতে পারছি না এবার বিদায় দিয়ে দেন

  • @mdamadulahmed-lq6yv
    @mdamadulahmed-lq6yv 4 місяці тому +2

    প্রায় ৫ মাস আগের ভিডিও ভাইয়া এটা ১৯ মিনিট পুরোটাই মনোযোগ সহকারে শুনেছি ❤❤

  • @mdshohel-um7sg
    @mdshohel-um7sg 9 місяців тому +52

    এত সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভাই

  • @Jannatislam-bt9sf
    @Jannatislam-bt9sf 9 місяців тому +52

    তারা মনটা অনেক সরল যেটা আমি বুঝতে পারি আসলে সব ভিডিও তো দেখি জ্ঞানের অভাবে এমন করতেছে 🥺🙆‍♀️

  • @ahmedaahil477
    @ahmedaahil477 9 місяців тому +5

    অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যা হয় 🙄

  • @urmisadiaurmi7561
    @urmisadiaurmi7561 9 місяців тому +112

    শম্পা আপু আর ভাইয়ার ব্যবহার অনেক ভালো।

  • @abdullatif3990
    @abdullatif3990 9 місяців тому +5

    আজকের বকবক টা খুব ভাল লাগছে। পরবর্তি ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম। সৌদি আরব থেকে ।

  • @HossainIslam-d2h
    @HossainIslam-d2h 9 місяців тому +30

    মাসে ২০ হাজার টাকা আপনার বাড়ি ছেরে অন্য জায়গায় কাজ করে কামাতে বলেন! মাসে ৫ হাজার টাকাও কামাতে পারবে না! ভাই এবং ভাবির কাছে দাবী থাকলো এতই যখন করছেন! ভালো একটা ছেলের কাছে বিয়ে দিয়ে দেন! মালোশিয়া থেকে সবসময়ই ভিডিও দেখি

  • @Anis-z6u
    @Anis-z6u 9 місяців тому +7

    ভাই, আমি অনেক আগে থেকেই আপনাদের সব বিডিও দেখি। আমি একটা কথাই বলব, যে পাখি খাঁচায় থাকতে চায় না, তাকে উড়িয়ে দেয়াই ভাল।

  • @riyadbangla3016
    @riyadbangla3016 9 місяців тому +5

    ভাই আমি আপনাদের ভিডিও গুলো করুনার সুরু থেকে দেছি আপনারা খুবই ভালো মনের মানুষ

  • @eyadworld99
    @eyadworld99 9 місяців тому +80

    আপনারা ২ জনেই খুব ভালো মনের মানুষ।।নিজের বোনের মতোই করে আগলে রাখছেন৷ তারার প্রেম বিষয়ক কোন ঝামেলা আছে আমি ১০০% সিউর।।

    • @gt-365nurtv9
      @gt-365nurtv9 9 місяців тому +2

      Ai tar deka nojor dan vai

    • @md.anamul2015
      @md.anamul2015 9 місяців тому +1

      আমারও তাই মনে হয়

  • @msmafuja5149
    @msmafuja5149 9 місяців тому +34

    আর ঝাই হোক তারা ভালো থাকতে চাইলেও পারে না কারণ বয়স টা এ এখন ভালো থাকতে দিবে না"আর ঝার প্রতি মায়া বেড়ে যায় সে সত খারাপ ভাবে চললেও তার প্রতি মায়া কমে না"তাই তারা ঝাই করে আপনার ফেলতে পারেন না"আসলে ভালোবাসা টা এই রকম শত কস্ট দিলেও ভুলতে পারা যায় না"

  • @mdhannanhannan9860
    @mdhannanhannan9860 9 місяців тому +7

    ভাইজান আপনার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমি এবং আমার বউ সম্পা আপু আপেল ও কমলা দিয়ে সমাদর করেছিলেন। আমার আল্লাহ আপনাদের অনেক বড় করুক।

    • @DoyelAgro
      @DoyelAgro  9 місяців тому +1

      ধন্যবাদ ভাই।

  • @BabuBabu-mr9zk
    @BabuBabu-mr9zk 9 місяців тому +80

    ভাই আপনার আর আমার শখ এবং ভালোলাগা একদম মিলে গেল। সবুজ প্রকৃতি গাছপালা এবং গরু, ছাগল, হাঁস মুরগি এই বিষয়গুলো আমাকে খুব কাছে টানে। আপনার সাথে আমার পার্থক্য হচ্ছে কোথায় জানেন, এগুলো করার জন্য আপনার কাছে অনেক টাকা আছে। কিন্তু আমার কাছে এগুলো করার জন্য কিছুই নেই।

  • @tajriyansworld05
    @tajriyansworld05 9 місяців тому +30

    জীবনের বাস্তবতা যে কতোটা কঠিন তারা আর কিছু দিন পর টের পাবে।সুখে থাকতে ভালো লাগে নাই।এত মায়া পেলে সাড়া জীবন কাজ করে যেতাম।

  • @omsaif2868
    @omsaif2868 9 місяців тому +3

    আসসালামুয়ালাইকুম সালাম ভাই শম্পা আপু প্রথম থেকে আমরা দেখি তারার লিমার ঘটনা আমরা জানি আপনি খুব ভালো মানুষ

  • @ghoroya_ranna_banna
    @ghoroya_ranna_banna 9 місяців тому +7

    আপনাদের সব ভিডিও আমি দেখি, তারার জন্যে না।ভিডিও গুলো এমনিতেই দেখতে ভালো লাগে।

  • @এফ.আর.রকমারি
    @এফ.আর.রকমারি 9 місяців тому +27

    মাঝে মাঝে পাখিকে উড়িয়ে দিতে হয়। হাজার চেষ্টার পরে যদি পাখি পোষ না মানানো যায় তাহলে তাকে উড়িয়ে দিতে হয়। উড়তে না পেরে অবশ্যই ফিরে আসবে। যদি না আসে তাহলে সে তার মতো চলুক।

  • @abdulkabir801
    @abdulkabir801 9 місяців тому +4

    It's clearly proved you are very nice responsible man .Tara left your family I think Allah has taken this decision for your best life.

  • @Prantadebnath981
    @Prantadebnath981 9 місяців тому +6

    ভাই আপনার মতো ভালো লোক
    বতমানে পাওয়া অনেক কঠিন। দোয়া রইল ভাই আপনার জন্য ❤❤❤❤❤❤

  • @mdfoyez9563
    @mdfoyez9563 9 місяців тому +11

    ছালাম ভাই + শম্পা আপা অনেক অনেক ধন্যবাদ ভালো একটা মনের জন্যে আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন আমীন

  • @Md.MAHMODMdMahmod
    @Md.MAHMODMdMahmod 9 місяців тому +10

    সালাম ভাই তারাকে নিয়ে তত্ত্ব দিয়েছেন ভালো হয়েছে প্রেমের সাগরে ঢেউ খেলতেছে এই জন্য এই অবস্থা

  • @Mahmudullah-n6v
    @Mahmudullah-n6v 6 місяців тому +2

    ভিডিও গুলা দেখে নিজের অনুভুতি গুলা উপলব্ধি করি গ্রামিন পরিবেশ ভাল লাগে আপনাদের ভিডিও

  • @MohammadSowkat-z4v
    @MohammadSowkat-z4v 9 місяців тому +22

    তবে এটাও আমি বিশ্বাস করি আপনি যতেষ্ট একজন ভালো মানুয,,

  • @fnvhch1384
    @fnvhch1384 9 місяців тому +792

    তারা নিজে থেকে আসলেও আর না রাখায় ভালো 😢😢😢😢😢😢😢

  • @tanvirhafij4923
    @tanvirhafij4923 9 місяців тому +8

    ভাই আপনার শেষের কথা টার জন্য কমেন্ট করলাম আপনার পুরো বকবকানি টা আমি খুব মনোযোগ সহকারে শুনছি।
    আপনারে, শম্পা আপুরে, আয়াত মামনিরে, দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ashimroky871
    @ashimroky871 9 місяців тому +52

    আমি তো বলবো আপনাদের কাছেই রাখতে। ও আসলে ছোট থেকেই অনেক ত্যাগ ও না পাওয়া আর কষ্টে বড় হইছে। তাই ছেড়ে যাওয়ার মায়া কমই হবে স্বাভাবিক। তবে আপনারা যথেষ্ট বুজাচ্ছেন আর সঠিকই আছেন। আর হ্যাঁ প্রথম কয়টা ভিডিওতে আমি তারাকে আপনার আপন বোনই ভাবতাম।

  • @hassaneditz000
    @hassaneditz000 9 місяців тому +3

    আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এবং রহমতের ছায়াতলে আপনাদেরকে সব সময় আল্লাহ হেফাজত করুক,
    আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক,,,

  • @MoniraKober-jk2mf
    @MoniraKober-jk2mf 9 місяців тому +53

    ধন্যবাদ সালাম ভাই আপনার ভিডিওর অপেক্ষায় থাকি প্রতিদিন

  • @Saifuislamvolg
    @Saifuislamvolg 9 місяців тому +10

    তারার চেহারা দেখতে ভিডিও দেখি না ভিডিও দেখি আপনাদের হাসি-খুশি পরিবার দেখে,আপনার বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য ভরা ফসল ফলানো দেখে। আমার মন একদিন খারাপ ছিল আপনাদের ভিডিও দেখে ভালো হয়েছিল গ্রামের এত সুন্দর দৃশ্য দেখে আমি মুগ্ধ❤

  • @devbappa493
    @devbappa493 9 місяців тому +5

    You are really very sensible and responsible person, lots of respect from Agartala, Tripura,

  • @breathing1e
    @breathing1e 9 місяців тому +15

    আচ্ছালামু আলাইকুম,ভাই..হ আপনাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছি, এতটুকু ধৈর্য্য আছে... ভাই ❤।

  • @nurnaharafrin-dw8wg
    @nurnaharafrin-dw8wg 9 місяців тому +4

    আসলে তারার কিছু টাকা হয়ে ছে তাই মনে করছে জীবন এভাবেই যাবে আসলে বাস্তববতা বড় কঠিন

  • @masudarexna8878
    @masudarexna8878 9 місяців тому +1

    16:51 অনেক ভালো লাগলো ভাই কথাগুলো শুনে।

  • @NodiKhan-bo3lv
    @NodiKhan-bo3lv 9 місяців тому +45

    ভাইয়া আপনি একমাত্র ব্যক্তি যে কিনা তারারে বুঝছেন। আমার মনে হয় তারা তার ফ্যামিলি, বাবা-মা ভাই-বোনদেরকে নিয়ে ডিপ্রেশনে আছে,মানুষ মনে হয় তারে উস্কানি দেয় তার ভবিষ্যৎ নিয়ে, এই জন্যই হয়তো সে এমন করতেছে, সত্যি আপনাদের মত ভালো মানুষ দুনিয়াতে কম আছে। আল্লাহ আপনাদেরকে ভাল রাখুক ❤

  • @shakir.688
    @shakir.688 9 місяців тому +98

    রহমতের ১০ দিন আজকে চলে গেলো বাকি রইলো মাগফিরাত ও নাযাত আল্লাহ আমাদের সাবাই কে কবুল করুন সবাই বলি আমিন

    • @HamimUddin-pp5ym
      @HamimUddin-pp5ym 9 місяців тому +2

      কভাই বাকি 20 দিন কি রহমত দিবেন না

    • @mychanel50
      @mychanel50 9 місяців тому +1

      আমিন

    • @محمدجمال-ق8ش3ز
      @محمدجمال-ق8ش3ز 9 місяців тому +1

      আমিন

    • @shakir.688
      @shakir.688 9 місяців тому +1

      @@HamimUddin-pp5ym রহমত তো আল্লাহ তাআ'লা ১২ মাস দেন তাহলে আলাদা ভাবে রমজান মাস দিলেন কেনো আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক আমিন

    • @mdsojon525
      @mdsojon525 9 місяців тому

      ​বাকি ২০ দিন সে আল্লাহ্‌র রহমত থেকে বঞ্চিত থাকবে।​@@HamimUddin-pp5ym

  • @arnoyon4275
    @arnoyon4275 9 місяців тому +3

    পুরাই শুনলাম অল্প পানির মাছ বেশি পানিতে পরছে আমাদের সাথে এমন হইছে অনেক বার আমাদেরো অনেক মানুষ লাগে।

  • @LizaAkter-c9t8k
    @LizaAkter-c9t8k 9 місяців тому +32

    মাশাল্লাহ আপনাদের গল্পটা শুনে ভালো লাগলো,কিন্তু তারার যেই অতীতের অবস্থা হয়তো বা তারার মনে নাই, যে আপনি তাদের জন্য কি করেছেন।মানুষ বড়ই স্বার্থপর যে তাদের অতীত ভুলে যায়😢😢😢 ভাইয়া আপনি দুনিয়াতে না পেলে ও আখিরাতে এর প্রতিদান অবশ্যই পাবেন ইনশাল্লাহ❤❤❤সবসময় আপনাদের জন্য দোয়া আর ভালবাসা😘😘😘

  • @smritiaktar2792
    @smritiaktar2792 9 місяців тому +7

    আমার পরামর্শ হলো ওকে আপাতত সমস্ত খরচ দেওয়া বন্ধ করে দেন। ওকে বুঝতে দেন জীবন কত কঠিন। বেশি পাইছে তো তাই এই অবস্থা।

  • @মর্জিনাসিকদারমালাVlogs

    ভাই আমাকে নিয়ে যান তো শম্পা আপুর সাথে কাজ কাম করমু আর আনন্দ করমু প্রবাস জীবনে আর ভালো লাগে 😢😢😢 দেশের জন্য মন খালি আনছান করে😢😢

  • @safiqualislam7865
    @safiqualislam7865 9 місяців тому +26

    আপনার সিদ্ধান্ত একদম ঠিক আছে। আপনার কাছে অনুরোধ থাকবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারাকে আপনার কাছে রাখতে। তা না হলে ওর লাইফ আগের মতো হয়ে যাবে। ওর বয়সটাই এখন ওর বড় শত্রু। এই বয়সে আবেগ, ইগো অনেক বেশি থাকে। ও সেটা বুঝবে না এটা। তাই আপনি অন্য কারো কথা শুনে ওকে তারিয়ে দেবেন না।

    • @ধাঁধামনগড়াগল্প
      @ধাঁধামনগড়াগল্প 9 місяців тому +2

      ধন্যবাদ ভাই আপনি একজন ঙানী লোক এত কমেন্ট পরলাম আপনার মত কেউ বলেনি

  • @pinkyakter5892
    @pinkyakter5892 9 місяців тому +6

    ভাই আপনার সব গুলো কথার মধ্যে শেষ কথা ছিলো সবচেয়ে ভালো আপনার মন মানুষিকতা হলো আকাশের মত বিশাল আল্লাহ আপনা কে যেন এমনই রাখে সবসময় ❤❤❤❤

  • @RimaAkter-yv1kn
    @RimaAkter-yv1kn 9 місяців тому +2

    তারা যদি নিজ থেকে সরে যায়, বা আপনারা তারাকে বোঝানোর পরও যদি তারা না থাকে তাহলে আপনার কাছে আমার একটা অনুরোধ তারার জায়গায় আপনারা আমাকে নিয়েন।🌸

  • @sharminrima9836
    @sharminrima9836 9 місяців тому +32

    তারা মনে হয় প্রেম করে এজন্য চলে যেতে চায়

  • @kaziforid4356
    @kaziforid4356 9 місяців тому +6

    ভাই আপনি অনেক বড়ো মনের মানুষ আল্লাহ সব সময় আপনার ভালো করুক দোয়া করি আপনার জায়গায় অন্য কেউ হলে তাঁরাকে নিয়ে এতো ভাবতো না তাঁরার ভালো মন্দ বোঝার বয়স এখনো হয়নি

  • @familykitchen176
    @familykitchen176 9 місяців тому

    👍আপু তোমাদের সবগুলো ভিডিও ভালো লাগে গ্রামের দৃশ্যগুলি তুলে ধর এজন্য ❤তারা না আসলে তাকে আর না নেওয়ায় ভালো ❤❤❤🎉

  • @HappyAstronomicalModel-kb1jj
    @HappyAstronomicalModel-kb1jj 9 місяців тому +45

    আপনি তারাকে আপন ভেবে যে দায়িত্ব নিয়েছেন সেটা পুরোপুরি ভাবে পালন করার চেষ্টা করেন আল্লাহ আপনাকে সাকসেস করবেন ইনশাল্লাহ

  • @shuvohd4703
    @shuvohd4703 9 місяців тому +23

    ভাই তারাকে আপনাদের সাথে রাখেন প্লিজ। কারন ওর মন মানসিকতা ঠিক নাই।

    • @tajHimel-o6y
      @tajHimel-o6y 9 місяців тому

      Valo 1ta idea

    • @icebottle4538
      @icebottle4538 9 місяців тому

      Please help her to get out from this situation, hope she is not okay, I think something is bothering her. Eventually she will understand how to survive with you all as a family member inshallah.

  • @MMcookingbd
    @MMcookingbd 9 місяців тому +8

    শেষ পর্যন্তই শুনলাম ভাই তবে খুব মূল্যবান কথা তারা এখন বুঝেনা ছোট বলে আপনারা বুঝেন ওকে বুঝেশুনে রাখেন শেষ পর্যন্ত শেষ ভালো যার সব ভালো তার আল্লাহ তায়ালা আপনার ভালো করবে ❤❤❤

  • @bdvlog7086
    @bdvlog7086 9 місяців тому +8

    সম্পূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনলাম। অনেক কিছু জানতে পারলাম। আপনার ভিডিও গুলো দেখার চেষ্টা করি প্রতিনিয়ত। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই এবং ভাবিকে ❤️❤️❤️❤️

  • @arshadhasantomas6985
    @arshadhasantomas6985 9 місяців тому +113

    ভাই আপনার আগের ভিডিওগুলো থেকে কিছু শিখতাম আর এখনকার ভিডিও থেকে শুধু ঝগড়া ছাড়া আর কিছুই পায় না।

    • @mdjohir990
      @mdjohir990 9 місяців тому

      Right

    • @makjilany
      @makjilany 9 місяців тому

      ভালা না লাগলে ফুইটা পড়েন... বেহুদা আদুচা কথা কন কেরে ??? সে তার লাইফস্টাইলটাই শো করে... না বুইঝা দেখস কেরে?

  • @ধাঁধামনগড়াগল্প

    তারা খুব ভাল একটা মেয়ে

  • @humairascooking
    @humairascooking 9 місяців тому +6

    আসসালামু আলাইকুম, আপু ও ভাইয়া আপনাদের ভিডিও গুলো প্রায়ই দেখি অনেক ভালো লাগে,বিশেষ করে গ্রামের পরিবেশ দেখে চোখ জুড়িয়ে যায়❤️

  • @mdomor9702
    @mdomor9702 9 місяців тому +29

    ঠিক বলেছেন ভাইয়া মেয়েটা আসলেই অসহায়। এজন্যই এজন্য আপনার ভিডিও এতো ভালো লাগে। আশাকরি তারাকে আপনার বোনের মতোই দেখবেন। ভালোবাসা অভিরাম অসহায় মানুষের পাশে দাঁড়ানো জন্য।

    • @MdAltafhossain-fg8os
      @MdAltafhossain-fg8os 9 місяців тому +1

      খুব সুন্দর কমেন্ট করেছেন

  • @RajHasan-Malek
    @RajHasan-Malek 8 місяців тому +1

    প্রিয় ভাই ❤️ভাবি❤আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রহিলো ❤️সিলেট থেকে 💝💝💝