আরএফএল ম্যাজিক টিউবওয়েল মূল্য ও ব্যবহার - RFL magic Tubewell review and price in Bangladesh

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • আরএফএল ম্যাজিক টিউবওয়েল এর দাম কত রিভিউ এবং কিভাবে বসাতে হবে ও ব্যবহার করবেন । টিউবওয়েল বসানোর সময় টিউবওয়েল এর পানির আয়রন পরিক্ষা করতে হবে । অনেক সময় টিউবওয়েল এ অতিরিক্ত আয়রন হয় । তাই টিউবওয়েল এ অতিরিক্ত আয়রন হলে কি করবেন তা জেনে নিতে হবে । টিউবওয়েলের পানি আয়রন মুক্ত করার কিছু সহজ উপায় আছে তাই সেগুলো জেনে নিতে পারেন । অনেকেই পানি আয়রন মুক্ত করতে বাসার ছাদে ফিল্টার ব্যবহার করেন । তাই শুরুতেই আয়রন মুক্ত আধুনিক পদ্ধতিতে ডিপ টিউবওয়েল স্থাপন বা বসানোর নিয়ম জেনে নিতে হবে । ডিপ টিউবওয়েল বসানোর খরচ এবং ডিপ টিউবওয়েল এর গভীরতা সম্পর্কে জেনে নেবেন । টিউবওয়েলে পানি না ওঠার বিভিন্ন কারণ রয়েছে । অনেক টিউবওয়েলে এ পানি থাকে না । আবার অনেকের ক্ষেত্রে টিউবওয়েল থেকে মটর এ পানি উঠে না । তাই টিউবওয়েলের বাকেট সঠিকভাবে লাগাতে হবে । কিভাবে টিউবওয়েলের সাথে মটর সেটিং করবেন তা দেখে নিতে পারেন । অনেকেই টিউবওয়েল ছাড়া মটর সেটিং বা ফিটিং করেন । ডিপ টিউবওয়েল বসানোর খরচ কতো এবং ডিপ টিউবওয়েল বসাতে বা স্থাপন করতে কি কি মালামাল প্রয়োজন তা আগেই লিস্ট করে নেবেন । বিশেষত টিউবওয়েল পাইপের দাম যাচাই করুন । টিউবওয়েল থেকে পানি তোলার পাম্প বসাতে পারেন । তাই টিউবওয়েল এর সাথে ওয়াটার পাম্প সেটিং করবেন । তার আগে টিউবওয়েলের সঙ্গে পানির পাম্প ফুল সেটআপ পদ্ধতি দেখে নিবেন । নলকূপ মেকানিক এর মাধ্যমে শুরুতে নলকূপ বসানোর খরচ কত এবং নলকূপ বসানোর নিয়ম জেনে নেবেন । নলকূপ মেরামত করতে অল্প কিছু জিনিস প্রয়োজন ।
    Details about RFL magic tubewell price review installation progress and using methods in Bangladesh. Before installing a modern tubewell you have to know details about it. See A to Z process to connect a tubewell with a water motor or pump. Also learn what to do when you find iron in your tubewell water. Then you have to use filter to remove iron from tubewell water.

КОМЕНТАРІ • 472

  • @mdagimulislam6291
    @mdagimulislam6291 2 роки тому +5

    RFLতো কাদিয়ানি পন্য অন্য কোম্পানির এরকম টিবয়েল পাওয়া যায় না

  • @takdirhossain89no.23
    @takdirhossain89no.23 Рік тому +2

    এটা একটা বাজে টিউব অয়েল এটাআমার বিদ্যালয়ে পাবলিক হেল্থ এর মাধ্যমে পেয়েছিলাম কিন্তু ৬ মাস পরে পুরু অকেজো হয়ে যায় ৷

  • @musefahmed6383
    @musefahmed6383 2 роки тому +113

    দেশের বিভিন্ন জায়গায় পানির লেয়ারের পার্থক্য বিরাট।তাই ম‍্যাজিক টিউবওয়েল সর্বত্র প্রচলিত হবে বলে মনেকরিনা।।

    • @RubelHossain-ju9yv
      @RubelHossain-ju9yv 2 роки тому +12

      তবে নদীর আশেপাশে যেসব গ্রাম অবস্থিত সে জায়গায় সমাদৃত হবে।

    • @samirmajumder8633
      @samirmajumder8633 Рік тому

      Right

    • @mdforid4472
      @mdforid4472 Рік тому

      @@RubelHossain-ju9yv @@@@@@@@@@@@@@@@@AA@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@A@A@@@@@@@

  • @teachrabby7089
    @teachrabby7089 2 роки тому +2

    এমন ম্যাজিক টিউবওয়েল কোন দরকার নাই

  • @nargismunni223
    @nargismunni223 2 роки тому +39

    ৪০/৫০ বছর আগে আমাদের বাসায় ছিল। সকাল বিকাল দুবেলা একজন লোক এসে চেপে পানি তুলে দিত। এটা ছিল ভিতরে ব্যবহারের জন্য । আর বাহিরে কল ও কুয়া ছিল সবসময় ব্যবহারের জন্য। এখন কি এ যুগে এসে মানুষ এতে কষ্ট করে পানি তুলতে চাইবে

    • @LrBabu
      @LrBabu  2 роки тому +18

      হ্যাঁ আপু, মূলত এই টিউবওয়েল ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমল থেকেই ভারতীয় উপমহাদেশে প্রচলিত ছিল । আপনি যেভাবে বললেন, আগে মানুষ প্রতিদিন এই টিউবওয়েল ব্যবহার করে পানি উত্তোলন করতো, বিশেষত সরকারি অফিসে । কিন্তু এখন তো মোটামুটি সব এলাকায় বিদ্যুৎ এবং পানির মটর আছে । কিন্তু অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় বা একাধিক দিন বিদ্যুৎ না থাকলে পানি উত্তোলন করতে হয় । শুধুমাত্র সেই সব জরুরী দিনের কথা মাথায় রেখেই আসলে আমি এই টিউবওয়েল টি কিনেছিলাম এবং গত দেড় বছরে তার সুফল ও পেয়েছি । আর এটি তো শুধু ট্যাংকে পানি উত্তোলন করে এমনটা নয়, নরমালিও তো পানি উত্তোলন করে । নরমাল টিউবওয়েল আর এটির মাঝে দামের হালকা পার্থক্য হওয়ায় এটা নেয়াই লাভ হবে ।
      ধন্যবাদ

    • @MamunurRashid-we4ee
      @MamunurRashid-we4ee 2 роки тому +2

      স্বাস্থ্যের জন্য ব্যায়াম হবে

    • @funnyminortv8197
      @funnyminortv8197 Рік тому +2

      ​@@LrBabuট্যাংকে পানি ভরতে গেলে জীবন শেষ।

    • @MilonRoy-x6g
      @MilonRoy-x6g Рік тому +1

      😊

  • @kdchannel9249
    @kdchannel9249 2 роки тому +40

    ক্ষুদ্র পরিসরে স্বল্পমূল্যে, কুড়ে ঘরে থাকা বাংলার মানুষদের,, নিরাপদ পানি পান করতে, অসাধারণ দৃষ্টান্ত রাখবে, আরএফএল এর ম্যাজিক টিউবল, আশা করি।।।

    • @jahirulislam-of5gd
      @jahirulislam-of5gd 2 роки тому +2

      আমরা সব সময় মানুষকে ভালো কিছু দিতে চেষ্টা করি

  • @voiceofpeace9821
    @voiceofpeace9821 2 роки тому +15

    মিথ্যার আশ্রয় নিয়ে পর্নো বাজারে বিক্রি করিবেন না। অটোপাম না পানি , মিথ্যা কথা।

    • @zihadhabib
      @zihadhabib 2 роки тому +2

      এটা পর্নো না পন্য ।

    • @rokibulhasan4738
      @rokibulhasan4738 2 роки тому

      @@zihadhabib 😁

  • @reazuddinliton904
    @reazuddinliton904 2 роки тому +12

    ভাই আপনি যে নয় চাপে ১৫ লিটার বালতি ভরলেন।উপরে উঠার পাইপের বল বালব খোলা কেন। সেটা দিয়ে তো এমনি পানি পরে।

  • @mdrumed1065
    @mdrumed1065 2 роки тому

    বাটপারির একটা সীমা থাকা উচিৎ। কিসের ম্যাজিক। এটা আমার মামার বাড়িতে সেই পাকিস্তান আমল থেকে আমরা দেখে আসছি

  • @shefaulhaque1409
    @shefaulhaque1409 2 роки тому +16

    মোটর না চালিয়ে ট্যাংকে পানি ওঠে তা কিন্তু দেখাননি…! আপনি কি আর এফ এল কোম্পানির প্রচারের দ্বায়িত্ব নিয়েছেন…?

    • @robinkhan7235
      @robinkhan7235 2 роки тому +6

      ভাইজান ভিডিও ভালো করে খেয়াল করেন, উনি যেভাবে বলছে তাতে বুঝা যায় হাতে চাপার মাধ্যমে ট্যাংকিতে পানি তুলা যাবে।

    • @rizwanahmed2530
      @rizwanahmed2530 2 роки тому

      Right

  • @giasuddinansaree6110
    @giasuddinansaree6110 18 днів тому +1

    কাদিয়ানী কোম্পানিকে সাহায্য সহযোগিতা করা থেকে বিরত থাকুন।

  • @rajibhossain9475
    @rajibhossain9475 2 роки тому +3

    কৌতুক করার জন্য এ ধরনের টিউবওয়েল ব্যাবহার করা যেতে পারে ।

  • @monirkhan-oq4ly
    @monirkhan-oq4ly 2 роки тому +5

    যেখানে পানির লেয়ার নিচে সেখানে পর্যাপ্ত পরিমাণ পানি তুলতে পারলেই তো আপনার ম্যাজিক টিউবওয়েল ঠিক আছে। আর না হয় সব কিছু বেঠিক।

  • @md.abdulkaium-t3x
    @md.abdulkaium-t3x 4 місяці тому

    এটা নতুন কোন আবিষ্কার নয় মোটর বিহিন এই পদ্ধতিতে উপরে টাংকিতে পানি উঠাতে দেখেছি ৪২ বছর আগে।

  • @masudsarkar8410
    @masudsarkar8410 2 роки тому +1

    টিউবওয়েল টি সাধারণ টিউবওয়েল এর মত কাজ করে ।আলাদা কোন কাজ করে না

    • @ranjibborah3274
      @ranjibborah3274 2 роки тому +1

      It can lift water to roof tank without motor thus saves current & Money.

  • @srk6852
    @srk6852 2 роки тому +30

    পানির আরেক নাম জীবন তাই পানি অপচয় থেকে বিরত থাকুন।

    • @LrBabu
      @LrBabu  2 роки тому +9

      বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক সম্পদ হলো পানি । পানির অপচয় করি না ভাই । কারো যেন ভবিষ্যতে এই টিউবওয়েল এর মাধ্যমে পানির অপচয় না হয়, তাই ভিডিওর প্রয়োজনে একটু পানির অপচয় করা হয়েছে ।
      ধন্যবাদ

    • @Nayeem-ey5rn
      @Nayeem-ey5rn 23 дні тому

      Paaniopochoykorbenna

  • @AHMPRINKAKAFOLLOWER
    @AHMPRINKAKAFOLLOWER Рік тому +3

    তোমার মতো আমি এগুলো জানি। আমি ২০২২ সালের প্রায় ১ম দিক থেকেই জানি। আমি আরও ভালো সিস্টেমে পারি কোনো মটর লাগে না সদর বিনা মটরে পানি উঠে আবার ধারুণ গতিতে

  • @mdimranali7379
    @mdimranali7379 2 роки тому +8

    এই টিবলের দাম কত এবং কোথায় পাব

    • @LrBabu
      @LrBabu  2 роки тому

      ভাই ভিডিও টি পুরোটা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন । তাই ভিডিও টি আর একবার দেখুন ।
      ধন্যবাদ

  • @mojnumia6116
    @mojnumia6116 2 роки тому +1

    বাই আমার কলের ওপর দিয়ে পানি লিক করে ৷কিবাবে থিক করব।।।। পরবর্তী ভিডিও দেন।।,,,, বাই আমি থিক করতে পারতে ছিনা,,,,plich by vidio ta kore dekhan plich

    • @LrBabu
      @LrBabu  2 роки тому +1

      ওকে ভাই । একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে নতুন ভিডিও দিতে পারছিনা । ইনশাআল্লাহ তিন-চার দিনের মধ্যে ভিডিওটি দেয়ার চেষ্টা করব ।

    • @mojnumia6116
      @mojnumia6116 2 роки тому +1

      @@LrBabu ok💝💝 by apnake Dhonnobad...replyi debar jonno.
      Opekkhay roilam. Apnar...
      .insha allah asha kori vidio ta pabo...

    • @LrBabu
      @LrBabu  2 роки тому

      @@mojnumia6116 ইনশাআল্লাহ

  • @shafiqurrahmanmazumdar8231
    @shafiqurrahmanmazumdar8231 Рік тому +1

    পানির লেয়ার ১০০০ ফুট নীচের লেবেলে হয় কি পানি উঠবে?

    • @LrBabu
      @LrBabu  Рік тому

      হ্যাঁ তুলতে পারবে পানি । আর দশটা সাধারণ টিউবওয়েল যদি আপনার এলাকায় পানি তুলতে পারে তবে এই টিউবওয়েলটিও পানি তুলতে পারবে ।
      ধন্যবাদ

  • @thebeautifullifeinalqurana8933
    @thebeautifullifeinalqurana8933 2 роки тому

    বিসমিল্লাহির রহমানি রাহীম।আসসালমু আলাইকুম,প্রিয় শ্রোতা আল্লাহর পবিত্র আল কোরআনের তেলাওয়াত শ্তনা ও অন‍্যকে শ্তনতে সাহায্য করা নেক আমল ও সত্যিই ভালো কাজ, পৃথিবীর সকল মানুষের কাছে আমার আহবান একবার হলেও আল কোরআন অর্থসহ শোনান। শোনা অবশ‍্যক(জরুরী) the beautiful life in al quran আল্লাহ্ আমাদের কোরআনের অনুবাদ বা অর্থ বোঝার ও মেনে চলার তফিক দিন। লাইক কমেন্ট ও শেয়ার, SUBSCRIBE করে পাশে থাকবেন,এবং Keep us in your prayers. (নামাজ প্রতিষ্টা করোন)🌻🌻🌷

  • @srimanisvlog
    @srimanisvlog Рік тому

    Amar লাগবে, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, দাম কত

  • @jitendrokumardas1347
    @jitendrokumardas1347 2 роки тому +6

    ভাই আমার টিউবওয়েল ১৬০ফুট গভীরে বসানো হয়েছে। সাধারণ জেঢ মটরে পানি উঠে না। মাটি থেকে ৩৫ ফুট নীচে পানি থাকে। চাপ দিয়ে পানি উঠানো খুব কষ্টকর । আপনার এই টিউবওয়েল সংযুক্ত করলে কি সমস্যার সমাধান হবে? যদি হয় তবে আমি কিভাবে করতে পারি। আমার বাড়ি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায়।

    • @dewanh40
      @dewanh40 2 роки тому

      এটা লিফ্ট পাম্পের একটা সংস্করণ....পদার্থবিজ্ঞানের সূত্র অনুসারে পানির লেয়ার থেকে পাম্পের উচ্চতা ৩২ ফুটের বেশি হলে কোনো লিফ্ট পাম্প পানি তুলতে পারবে না.

  • @usergoogle1752
    @usergoogle1752 2 роки тому +1

    ভাই আমার কাছে পাচ হাজার টাকা চায় কুমিল্লা।

    • @LrBabu
      @LrBabu  2 роки тому

      এখন তো সব কিছুরই দাম বেড়েছে হয়তো তাই । ভিডিও তে দেখানো মোবাইল নম্বর এ কল করুন । তাহলে হয়তো কম পাবেন ।

  • @sharifulislam1613
    @sharifulislam1613 2 роки тому +6

    যেখানে পানির লেয়ার অনেক নিচে তাদের জন্য এই টিউবওয়েল কাজে আসবেনা।

  • @rabiulhasane
    @rabiulhasane 2 місяці тому +1

    ভাই পানির পরিমাণ কি নরমাল টিউবওয়েল থেকে বেশি নাকি কম?

    • @LrBabu
      @LrBabu  2 місяці тому

      কম

  • @mojnumia6116
    @mojnumia6116 2 роки тому +1

    বাই পরবর্তী বিডিও কই দিলেন্নাত।।। দিলে উপক্রিত হব৷ 😥😥😥

  • @BDNET.
    @BDNET. 2 роки тому +2

    ভাই আরো একটি ভিডিও বানান।। ট্যাংকিতে কি রকম পানি ভরে এবং কত চাপে।।

  • @jahidhasan6666
    @jahidhasan6666 2 роки тому +1

    এতে লাভ কি

  • @sksvoicetune
    @sksvoicetune 2 роки тому +2

    ভাই আমি তো বুঝতে পারলাম না, আপনি যে বললেন কারেন্ট না থাকলে টিউবেল থেকে অটো পানি ওঠাতে পারবে,, এটা কি টাংকি থেকে টিউবল দিয়ে পানিটা বাইর হবে,, নাকি টিউবল চাপলেন নিচ থেকে সরাসরি পানি উঠবে,,

    • @workinglife8949
      @workinglife8949 Рік тому

      টিউবওয়েল চেপে সরাসরি পানি উঠাতে পারবেন

  • @muktidill290
    @muktidill290 2 роки тому +3

    এমন একটা টিউবওয়েল এর খোজ দেন যেটা অটোমেটিক পানি ফিলটার হয়ে বের হবে।

  • @s.a.n.moyeenuddowlah6176
    @s.a.n.moyeenuddowlah6176 2 роки тому +5

    bhai the cost is tk.4000.00 only the pump but what is the cost of total set including pipe boring?

  • @thebeautifullifeinalqurana8933
    @thebeautifullifeinalqurana8933 2 роки тому +5

    মাশাল্লাহ্

  • @mohammadmostakim7297
    @mohammadmostakim7297 2 роки тому +4

    এই টিউবওয়েল শুরু থেকে সেষ পর্যনত কতো টাকা খরচ হবে মটর সহ আপনি যদি বলতেন উপক্রিত হইতাম ধন্যবাদ

    • @LrBabu
      @LrBabu  2 роки тому +4

      এটা এলাকাভেদে বিভিন্ন রকম হবে । আমি এ বিষয়ে একটি ভিডিও তৈরি করবো । আশাকরি ভিডিও টি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ।
      ধন্যবাদ

    • @alomhossain2261
      @alomhossain2261 2 роки тому

      এটা কোথায় পাওয়া যায়

  • @fabiha9955
    @fabiha9955 2 роки тому +1

    আমাদের টিউবওয়েল পাইপ ২৬০ ফুট এর,, এই টিউবওয়েল কি এই সিস্টেম করা যাবে

  • @shahidsikder6704
    @shahidsikder6704 2 роки тому

    আমি, য়দি,একহাজার,ফিট,পাইপ,দি,আ্রর,,এই,হেঢ,,দি,তা,হলে,কি,চলবে,

  • @MDANWAR-dc5iw
    @MDANWAR-dc5iw Рік тому

    আরএফএল কল ফ্যাক্টরি থেকে নিতে চাই যোগাযোগ নাম্বারটা দিবেন

  • @syedkamal1763
    @syedkamal1763 2 роки тому +1

    এটা কোতাই পাওয়া যাবে আপনাদের মোবাইলে নাম্বার টা দিয়ু কেমন

    • @LrBabu
      @LrBabu  2 роки тому

      ভিডিওতে বিস্তারিত বলা আছে ভাই ভিডিওটি একবার দেখুন

  • @tutulmiayousuf7048
    @tutulmiayousuf7048 2 роки тому +1

    কত টাকা খরচ হবে মটর নেবো না

    • @LrBabu
      @LrBabu  2 роки тому

      এ বিষয়ে খুব শীঘ্রই একটি ভিডিও তৈরি করব ভাই । ভিডিওটি দেখলে আশা করি বিস্তারিত বুঝতে পারবেন ।

  • @SihabSihab-c6g
    @SihabSihab-c6g Рік тому +1

    আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আশা করি মহান আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছেন! ভাই আপনার সাথে আমার অনেক বেশি জরুরি কথা ছিলো তবে আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করবো আমাকে দয়া করে একটু জানাবে আমার অনুরোধ রইলো ভাইয়া

    • @LrBabu
      @LrBabu  Рік тому

      আপনি আমাকে ফেসবুকে মেসেজ করুন ।
      facebook.com/M.lrbabu
      ধন্যবাদ

  • @mdwaheduzzamankhan6773
    @mdwaheduzzamankhan6773 2 роки тому +2

    ভাই দয়া করে কমেন্টের উত্তর দিবেন এ-ই টিউবল কোথায় পাওয়া যাবে এবং দাম কতো বা মোট খরচ কতো পড়বে

  • @shohid1256
    @shohid1256 2 роки тому +1

    দাম কত হবে তা বলেন

  • @bishalbarua7686
    @bishalbarua7686 2 роки тому +1

    যদি দুইতালায় ট্যাংকিতে পানি ভরতে চাই সেক্ষেত্রে কি হাত দিয়ে চেপে ভরতে হবে?

  • @atikkhan5122
    @atikkhan5122 Рік тому

    এটা যে লাগাবে দুইদিন পর সে মোটর কিভাবে শিওর

  • @mohammadalamgir1962
    @mohammadalamgir1962 2 місяці тому

    ১৫ লিটার পানি তুলতে ৯ চাপ দেওয়া লাগে,, ২০০০ লিটার পানি তুলতে কম চাপের কোন সিস্টেম আছে কিনা জানাবেন।।

  • @sarwerhossain2110
    @sarwerhossain2110 2 роки тому +4

    ১০০ ফুট গভীর লেয়ার থেকে কি পানি তোলা যাবে?

  • @Shafikulislam.Dulal529
    @Shafikulislam.Dulal529 2 роки тому

    হাতল চেপে টেংকে পানি উঠানো এত সোজা না | অনেক কষ্ট তাই এত টাকা খরচ করে লাভ নাই

  • @amransohel4634
    @amransohel4634 Рік тому +2

    এখন পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে,আল্লাহ একে একে নিয়ামত সব উঠিয়ে নিচ্ছে,আল্লাহ সবাইকে হেদায়েতের করুন

    • @SujanSarker
      @SujanSarker Рік тому

      Allah নেয় নাই , আমরা পানি তুলে শেষ করে ফেলছি 😂

  • @subodhbalok4817
    @subodhbalok4817 2 роки тому +1

    হাতল চেপে ছাদের ট্যাংকিতে পানি ওঠানো অত সহজ? ২/৩ দিন পর হাতের দিকে আর তাকানো যাবে না মামা !!

  • @MdSalmanAlom-dc4ig
    @MdSalmanAlom-dc4ig 2 місяці тому

    বসাতে মোট মূল্যে কত টাকা লাগবে জানালে উপকৃত হবো ইনশাআললাহ।

  • @mohonbiswas8852
    @mohonbiswas8852 2 роки тому +2

    ভাই এটি কোন কোন জায়গায় পাওয়া যায় এবং কত টাকা খরচ পড়বে জানাবেন

  • @lakhsmisarkar3989
    @lakhsmisarkar3989 2 роки тому

    প্রান কোম্পানি চিটাড় কোম্পানি লিমিটেড

  • @najimahmed993
    @najimahmed993 2 роки тому +21

    ভিডিওটা অনেক ভালো লাগলো। কথা ও গুলো স্পষ্ট ছিল ধন্যবাদ।

    • @LrBabu
      @LrBabu  2 роки тому +1

      আপনাকেও ধন্যবাদ ।

    • @bfbvlogs
      @bfbvlogs 2 роки тому

      Vai apnar Video ta use kora jabe ki??????

    • @kuntal106
      @kuntal106 Місяць тому

      না​@@bfbvlogs

  • @RobiulIslam-fl7vw
    @RobiulIslam-fl7vw 2 роки тому

    একটা সমস্যা তা হলো এটা কাদিয়ানী পণ্য

  • @rasikkabir7292
    @rasikkabir7292 2 роки тому

    এর কার্যকারিতাই বোঝা গেল না

  • @mhariranjandasmhariranjan1418
    @mhariranjandasmhariranjan1418 2 роки тому +6

    পানির লেয়ার 70 ফিট নিচে ওখান থেকে কিভাবে পানি উটানো যাবে আমার টিউব ওয়েল হাফ ডিপ প্লিজ একটু জানাবেন কি

    • @LrBabu
      @LrBabu  2 роки тому

      হাফ ডিপ বলতে কি বুঝায় । কতো ইঞ্চি পাইপ দিয়ে ডিপ করা এবং কতো ফিট গভীরতায় ডিপ করা আছে ?

    • @prasanjitmondal8137
      @prasanjitmondal8137 2 роки тому

      Vai amar 100 fut eki kaje asbe

  • @mdsaddamhassan6798
    @mdsaddamhassan6798 2 роки тому +7

    আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে আমার নাম মোঃ সাদ্দাম হোসেন আমি একজন ইলিকটিক সেনেটারী মেস্তারী ধন্যবাদ আপনাকে

    • @LrBabu
      @LrBabu  2 роки тому +2

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই । বাথরুম বানানো নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে সেটি দেখতে পারেন এবং যাদের কাজ করবেন তাদের ও দেখাতে পারেন । আশাকরি এতে আপনার কাজের মূল্যায়ন বাড়বে ।
      ধন্যবাদ

  • @mdbappy2129
    @mdbappy2129 2 роки тому +9

    আমি যখন প্রথম শ্রেণীতে পড় তাম, তখন ঐ টিউবওয়েল দেখেছি। আজ আবার দেখা হলো।

    • @LrBabu
      @LrBabu  2 роки тому +4

      হ্যাঁ ভাই । আমিও শুনেছি এই টিউবওয়েল অনেক আগে থেকেই ভারতীয় উপমহাদেশে প্রচলিত ছিল ।

    • @mdbillalkhan7002
      @mdbillalkhan7002 2 роки тому

      @@LrBabu tumar barie koy.

  • @mdrubelkhan374
    @mdrubelkhan374 3 місяці тому

    খরচ কি রকম হতে পারে
    এবং কাদের সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে

  • @masumrana7350
    @masumrana7350 2 роки тому +1

    শুধু হেড নাকি নিচের পাইপ সহকারে দাম ৪ হাজার?

    • @LrBabu
      @LrBabu  2 роки тому

      শুধু টিউবওয়েল এর মূল্য

  • @borhannokti4441
    @borhannokti4441 2 роки тому

    এইটা একটা ফালতু টিউব ওয়েল।

  • @happyfatima4331
    @happyfatima4331 2 роки тому +3

    সালামুআলাইকুম আচ্ছা ট্রিপল সহকারে মোটর সহকারে কত দাম পড়বে টোটাল আর কোথায় পাবো

    • @LrBabu
      @LrBabu  2 роки тому +1

      এভাবে তো বলা সম্ভব নয় আপু । আমি এ বিষয়ে একটি ভিডিও তৈরি করব । আশা করি ভিডিও টি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ।
      ধন্যবাদ

  • @mdbappihossain1133
    @mdbappihossain1133 Рік тому +1

    ভুল আছে কাজে

    • @LrBabu
      @LrBabu  Рік тому

      ভুল হতেই পারে ভাই । কি ভুল আছে একটু বিস্তারিত বলবেন ?

  • @shahallam5284
    @shahallam5284 4 місяці тому

    বাই এর দাম কত আমি আনতে পারবো কোথায় যোগাযোগ করবো

  • @moniruzzaman5985
    @moniruzzaman5985 2 роки тому +2

    মটর ছারা আপনার কত টাকা খরচ হয়েছে

    • @LrBabu
      @LrBabu  2 роки тому

      এটি এক বাক্যে বলা সম্ভব নয় ভাই । এ বিষয়ে সামনে একটি বিস্তারিত ভিডিও আসবে । সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ।
      ধন্যবাদ

  • @arifurrahman6863
    @arifurrahman6863 2 роки тому +2

    মোবাইল নম্বর দেন

    • @LrBabu
      @LrBabu  2 роки тому

      আপনার যে কোনো তথ্য প্রয়োজন হলে এই কমেন্টের রিপ্লাই দিতে পারেন ।
      ধন্যবাদ

  • @salamelectronics
    @salamelectronics 2 роки тому

    Amio banate chi

  • @micytm007
    @micytm007 2 роки тому

    একটা জিন্দা ঘোড়াকে কাধে চেপে রাস্তায় হাটা যেমন সহজ ৷ তেমনি সহজ ছাদের ট্যাংকিতে টিউবওয়েল দিয়ে পানি উঠা ৷ এজন্য ঘোড়া না থাকার কারনে পানি উঠানোটা দেখানো হয়নি ৷

  • @abbasuddin3732
    @abbasuddin3732 2 роки тому +12

    মাশাআল্লাহ সত্যি অসাধারণ খুব ভালো লাগলো একটি নতুন আবিষ্কার দেখে। ধন্যবাদ ভিডিওটি করার জন্য।

  • @rakibulislam-qt6ch
    @rakibulislam-qt6ch 2 роки тому

    ভাই এই কল দিয়ে কতটুকু গভির থেকে পানি উতলোন করেন আপনারা বা এই কল দিয়ে কত টুকু গবির থেকে পানি উঠানো যাবে।আমি শুনেছি বরিং যদি ৪০০/৫০০ করা হয় তাহলে সেখান থেকে কল দিয়ে পানি উঠানো যায় না।আপনার নাম্বার টা দিলে আরো কিছু জানার ছিলো। আমি নতুন কল বসাতে চাই

  • @ratulroy9862
    @ratulroy9862 2 роки тому

    এর মধ্যে ম্যাজিক কিছু নেই। ইঞ্জিনিয়ার এর ডিজাইন করা। বডি গুলো কোথায় মোল্ডিং হয়।

  • @SayanSarkar00
    @SayanSarkar00 2 роки тому +1

    Hare Krishna
    Darun to 😃

  • @truthlover4359
    @truthlover4359 Рік тому

    ৪০০০ চার হাজার টাকা দিয়া আপনি কিভাবে কিনলেন ভাই? এখন দাম চাইতেছে ৫৭০০টাকা

    • @LrBabu
      @LrBabu  Рік тому

      ভিডিওটা তো আমি বহু আগে বানিয়েছিলাম । তখন ৪০০০ টাকা ছিল কিন্তু এখন তো দাম বেড়ে গেছে ।

  • @Sandiplifestyle841
    @Sandiplifestyle841 2 роки тому

    Please don't waste water

  • @bipulbiswas82
    @bipulbiswas82 3 роки тому +4

    আমি এটা কিনতে চায় । আমি ভারতের নদিয়া জেলা থেকে বলছি ।

    • @LrBabu
      @LrBabu  3 роки тому +1

      আপনার নিকটস্থ আর এফ এল ডিলার পয়েন্ট এ যোগাযোগ করুন ।
      ধন্যবাদ

    • @skrhridoy4826
      @skrhridoy4826 2 роки тому +1

      আই আপনার নামবাটা দি্বেন

    • @skrhridoy4826
      @skrhridoy4826 2 роки тому +1

      আপনার নামবাটা দিবেন

    • @LrBabu
      @LrBabu  2 роки тому

      @@skrhridoy4826 ভাই এভাবে তো মোবাইল নাম্বার দেয়া যাবেনা । আপনি কি জানতে চান বলুন । বেশি প্রয়োজন হলে আমি আপনার নম্বর নিয়ে আপনার সাথে যোগাযোগ করবো ।
      ধন্যবাদ

    • @syedsafikurrahaman1243
      @syedsafikurrahaman1243 2 роки тому

      @@LrBabu কোলকাতায় কোথায় পাওয়া যাবে? অনুগ্রহ করে কোলকাতার ঠিকানা সহ ফোন নাম্বার দেবেন। ধন্যবাদ।

  • @dineshbala8066
    @dineshbala8066 2 роки тому +4

    কলের মুখ ঘোরানোর দরকার নেই, এর হেড এ জল ঢালার জায়গা থাকে। চেক ভালব না জিনিস টার নাম শিট ভালব ।এই কল আমার এলাকা থেকে বিদায় নিয়ে ছে পঁচিশ বছর আগে।

    • @LrBabu
      @LrBabu  2 роки тому

      হ্যাঁ ভাই । হেড এ জল দেয়ার জায়গা আছে । কিন্তু অনেক ক্ষেত্রে বার বার পানি নিচে নেমে যায় সেক্ষেত্রে তো বার বার হেট এর প্লাগ খুলে পানি দেয়া সম্ভব নয় । তাই সংক্ষিপ্ত এবং সহজ পদ্ধতি দেখানো হয়েছে । আর সঠিক নাম শিট ভালব হতে পারে কিন্তু প্রচলিত ভাবে চেক ভালব বলা হয় বলে আমি চেক ভালব শব্দটি ব্যবহার করেছি । আর এটি এখনো দুনিয়া থেকে বিদায় হয়নি । মূলত এই টিউবওয়েল ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমল থেকেই ভারতীয় উপমহাদেশে প্রচলিত ছিল ।
      ধন্যবাদ

  • @ronyctg111
    @ronyctg111 2 роки тому +1

    ভাই , আমার গ্রামের বাড়ী বগুড়া জেলার গাবতলী উপজিলার | আমি 2 টা টিউব ওয়েল বসিয়াছি ১ ০০ ফুট আর একটা ১৫০ ফুট । দুইটা দিয়ে ই আয়রন পানি উঠে । এখন করণীয় কী ? জানা থাকলে দয়া করে জানাবেন . অনেক উপকার হবে

    • @LrBabu
      @LrBabu  2 роки тому

      এখন আর এগুলো ঠিক করা সম্ভব নয় বা ওই ডিপ গুলো থেকে আয়রন মুক্ত পানি উত্তোলন করতে আপনাকে অনেক ব্যয় করতে হবে । যখন ডিপ বসানো হয় ঠিক সেইসময় চেক করে বসাতে হয় যে কোন লেয়ারের পানি আয়রন মুক্ত । তাই আপনি নতুন করে ডিপ করাবেন । যারা এ বিষয়ে দক্ষ তাদের সঙ্গে অবশ্যই চুক্তি করে ডিপ করতে বলবেন । তারা ডিপ করার সময় পানি যাচাই করলে বুঝতে পারবে যে কোন লেয়ারে গিয়ে শেষ করতে হবে ।
      ধন্যবাদ

    • @ronyctg111
      @ronyctg111 2 роки тому +1

      @@LrBabu আমি নতুন আরো একটা বসাতে চাই কী ভাবে বসলে আয়রন ছাড়া সাদা পানি পাওয়া যাবে এবং খরচ কত পড়বে ?

    • @LrBabu
      @LrBabu  2 роки тому +1

      আগের কমেন্টে তো বলেছি ভাই যে যখন ডিপ বসাবেন তখন যে লেয়ার এ পানি ভালো পাবে সে লেয়ারে রাখতে হবে । যারা ডিপ বসাবেন এটা তাদের দায়িত্ব । আর খরচের ব্যাপার সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয় । গভীরতা যতো বেশি খরচ ততো বেশি পড়বে । যারা এগুলোর কাজ করেন আপনি তাদের সঙ্গে কথা বলে খরচের হিসাব নিতে পারবেন ।
      ধন্যবাদ

  • @villagelifeeveryday8226
    @villagelifeeveryday8226 2 роки тому +5

    nice video bro

  • @EbrahimAhmedShopno
    @EbrahimAhmedShopno 2 роки тому +2

    দারুণ

  • @sohorcity4804
    @sohorcity4804 2 роки тому +1

    নাইস লি বিউটিফুল এন্ড মাইন্ড ব্লোইং

  • @sagorbd9877
    @sagorbd9877 2 роки тому +1

    ভাই এই টিউবওয়েল বসাতে কত খরচ পড়ে একটু জানান প্লিজ

  • @shahriyarhossain1207
    @shahriyarhossain1207 2 роки тому

    শুধু টিউবয়েলের মাথার দাম ৪ হাজার নাকি সব মিলে।৪ হাজার???? সব মিলে কত খরচ পরবে?? ৪০ হাজার নাকি ৫০ হাজার???

  • @yaqeenstudio6729
    @yaqeenstudio6729 Рік тому

    এটা লক্ষীপুর জেলার রায়পুর থানায় পাওয়া যাবে কি?

  • @ksr2070
    @ksr2070 Рік тому

    এই টিউব ওয়েল ব্যাবহার করতে যেয়ে আমাদের মা খালারা সব পানি শেষ করে ফেলবে

  • @putuls8259
    @putuls8259 2 роки тому

    তা বুঝলাম। কিন্তু ভিডিও বানাতে বানাতে এতটা পানি পরে নষ্ট হলো🙄। অপচয়

  • @rabinroy6394
    @rabinroy6394 2 роки тому

    ভাই আমি একটা মেজীক টিউবল নিতে চাই। তাই আপনাদের সংগে কথা বলতে চাই। আমার বাড়ি ভারতে। ভিডিওতে আপনাদের যে ফোন নম্বর দেওয়া আছে ঐ নম্বরে ফোন ধরছেনা। তাই আপনাদের সঠিক ফোন নম্বরটা দিন যাতে করে আমরা আপনাদের সংগে যোগাযোগ করতে পারি। ধন্যবাদ।

  • @md.abdullah2336
    @md.abdullah2336 2 роки тому +1

    ভিডিও কোথায় থেকে করেছেন লোকেশন মোবাইল নং দেন

    • @LrBabu
      @LrBabu  2 роки тому

      কেন ভাই কি প্রয়োজন । ভিডিও তে তো বিস্তারিত বলা আছে

  • @vibekbapari2470
    @vibekbapari2470 2 роки тому +1

    পুরো ফিটিং সহ কি চার হাজার টাকা

    • @LrBabu
      @LrBabu  2 роки тому

      না শুধু টিউবয়েলের মূল্য ।

  • @abdullahnahean3069
    @abdullahnahean3069 2 роки тому

    আমার বাড়ি ঝালকাঠি। আমার বর্তমানে ডিপ টিউবওয়েল আছে ।সেখানে এটা ব্যাবহার করা যাবে কি না। যদি ব্যাবহার করা যায় তাহলে ফিটিং করার জন্য কি পদক্ষেপ নিতে হবে। জানালে উপকৃত হবো।

  • @MdHabib-wm3ev
    @MdHabib-wm3ev 2 роки тому +3

    স্যার কত ইঞ্জি পাইপের সাথে চেকবাল যাবে এবং কত ফুট পর্যন্ত দিতে হবে

    • @LrBabu
      @LrBabu  2 роки тому

      দেড় ইঞ্চি পাইপ । আপনার এলাকায় অনুযায়ী ডিপ করতে হবে ।
      ধন্যবাদ

  • @MohammadIsmail-zo3yj
    @MohammadIsmail-zo3yj 2 роки тому +1

    Ata Cox’s Bazar a kotai pawa jabe??

    • @LrBabu
      @LrBabu  2 роки тому

      ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। দেশের যেকোনো প্রান্ত থেকে কিনতে পারবেন ।

  • @ASMBANGLAWAZ
    @ASMBANGLAWAZ 2 роки тому

    আপনার মোবাইল নাম্বার টা আমাকে দেন?

  • @bikeexpress8324
    @bikeexpress8324 2 роки тому

    ভাই ভালোই লেগেছে আপনার ভিডিও টা । ভাই মানুষ এর উপোকারের জন্য ধন্যবাদ । আচ্ছভাই আমি এ ভিডিও টা আমার ইউটিউবে ছারতে পারব আপনি যদি অনুমতি দিন। জানাবেন ভাই

  • @shohelmiah6048
    @shohelmiah6048 Рік тому

    একমাত্র নাদান লোকজনই, এই টিউবওয়েল কিনবে

  • @জিয়াউররহমান-ঙ৯ধ

    ভিডিও করতে গিয়ে তো প্রচুর পানি নষ্ট জরে ফেললেন

  • @suruzmondolmondol2460
    @suruzmondolmondol2460 2 роки тому +2

    Very nice post Bhai

    • @LrBabu
      @LrBabu  2 роки тому

      ধন্যবাদ ভাই

  • @Muhammad_Raian
    @Muhammad_Raian 2 роки тому

    Normal tubewel e tw...ajaira

  • @razaulkarimmaizvandari3420
    @razaulkarimmaizvandari3420 Рік тому

    এই টিউবওয়েল অনেক আগে আসলে কোম্পানি অবশ্য লাভবান হতো। কিন্তু এখন গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে আছে বিদ্যুৎ।আমি ঐ সময় এরকম কিছু উপায় ভের করার চেষ্টা করেছিলাম। তখন সৌরবিদ্যুৎ ও গ্রামে ছিলো না।এখন এগুলো কাজে লাগবে বলে মনে হয় না।

  • @usergoogle1752
    @usergoogle1752 2 роки тому

    ভাই আমি কিনিছি ,উপরে বল বাল্ব,পাইপ কত ইন্চি লাগাতে হবে নিজে লাগাবো তাই ,নিজে লাগিছি পানি চলে যায় কারাণ কি,জানাবেন ভাই

  • @TIPUSULTAN-rp9co
    @TIPUSULTAN-rp9co 2 роки тому +3

    খুব ভাল লাগলো .