Carvaan Classic Radio Show-Firoza Begum & Kamal Dasgupta Special | Ami Chanchal | Emoni Barosa
Вставка
- Опубліковано 8 лют 2025
- To listen to the best of Bangla songs, subscribe to @saregamabengali
Click below to listen to the song of your choice:
0:01:00 Ami Chanchal Jharnadhara ~ Firoza Begum
0:04:56 Emoni Barosa Chilo Sedin ~ Firoza Begum
0:08:07 Jobe Esechhile Tumi Priyo ~ Firoza Begum
0:11:34 Tumi Ki Ekhon Dekhicho Swapan ~ Firoza Begum
0:16:30 Kotodin Dekhini Tomay ~ Firoza Begum
0:20:07 Ami Banophool Go ~ Firoza Begum
0:23:01 Ei Ki Go Shesh Daan ~ Firoza Begum
0:26:39 Prithibi Amare Chai ~ Firoza Begum
0:31:23 Ghumer Chhaya Chander Chokhe ~ Firoza Begum
0:36:17 Mor Jibaner Duti Raati ~ Firoza Begum
0:39:57 Charon Phelio Dheere ~ Firoza Begum
0:45:34 Jai Tobe Chole Jai ~ Firoza Begum
0:48:35 Jetha Gaan Theme Jay ~ Firoza Begum
#carvaanclassicradioshow
#kamaldasgupta
#firozabegum
#saregamabengali
Buy Carvaan Mobile - Feature phone with 1500 Pre-loaded songs: sarega.ma/ycmbuy
Awaz Aapki, Gaane Hamare, Ab Sunegi Duniya Saari.
Make your own cover on this song and we’ll launch it on our Openstage UA-cam Channel.
Send it on content@saregama.com
To buy Carvaan, visit www.saregama.c...
To buy virus-free original tracks, visit www.saregama.c...
Label:: Saregama India Ltd, A RPSG Group Company
For more videos log on & subscribe to our channel :
/ saregamabengali
Facebook:: / saregamabangla
Twitter:: / saregamaglobal
Google+ :: plus.google.co...
Carvaan classic Radio show কে অনেক ধন্যবাদ প্রিয় গুনিদের নিয়ে কাজ করার জন্য
Beautiful.
"পৃথিবী আমারে চায়
রেখোনা বেঁধে আমায়
খুলে দাও প্রিয়া
খুলে দাও বাহু ডোর।"
এটাই যদি সত্য হতো তাহলে আমরা হয়তো কমল দাশগুপ্তের আরো অসংখ্য সৃষ্টিতে সমৃদ্ধ হতাম। দুর্ভাগ্য......
Tulonahin,firojer asadharan suromurchana hridoy choyea jay
অসাধারণ এক উপস্থাপনা দিয়ে শুরু করা অসাধারণ এই আয়োজন সত্যি সত্যিই অসাধারণ এবং অনবদ্য!
ভারতীয় বাংলা সঙ্গীতের প্রবাদপ্রতিম এক অবিস্মরণীয় সুরকার কিংবদন্তি কমল দাসগুপ্তের অনন্য সুরে বাংলা গানের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের গাওয়া কালজয়ী স্মরণীয় বাংলা গানের অ্যালবাম।
ভারতীয় বাংলা গানের প্রবাদপ্রতিম এক অবিস্মরণীয় সুরকার সুরসম্রাট কিংবদন্তি কমল দাসগুপ্ত এবং কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম।♥️🙏
😊
1971সালে কালীঘাটের ঠিক থানার কাছে ' শ্রী সংঘ ' ক্লাবের একটি বিচিত্রানুষ্ঠানে ( যে অনুষ্ঠানটি সন্ধ্যা 7 টায় শুরু হয়ে সকাল 6 টায় ' 'ফিরোজা বেগম' এর 1 ঘন্টার নজরুল গীতি দিয়ে শেষ হয়েছিল , সাথে সুবিখ্যাত সুরকার কমল দাশগুপ্ত ( ওনার সঙ্গীতজীবনের শিক্ষক ও স্বামীও বটে )ও এসেছিলেন। ( ঐ অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায় সহ তদানীন্তন সময়কার অনেক প্রথিতযশা গায়ক, গায়িকাও এসেছিলেন। ফিরোজ বেগমের সর্বাধিক কৃতিত্ব এই যে প্রায় সকল শ্রোতা যারা অনেক ঘন্টা ধরে গান শুনে ক্লান্ত হয়ে গেছিলেন , সকাল 5টার সময় অনুষ্ঠান শেষ ভেবে নিয়ে ঘুমন্ত চোখে বাড়ী ফিরে যাচ্ছিলেন ) এস্টেট ঐ অনুষ্ঠানের উদ্যোক্তাদের একটি চরম ভুল হয়েছিলো যে ফিরোজ বেগম সন্ধ্যা 7 টায়ই এসে গিয়েছিলেন এবং তখন উদ্যোক্তরা তাকে অনুষ্ঠানে গান করতে দেয়নি , ঐ উদ্যোক্তাদের ফিরোজা বেগমের সম্বন্ধেও অনভিজ্ঞ ছিলেন যেহেতু ফিরোজ বেগমের তার আগে কোলকাতায় কোনো লাইফ প্রোগ্রাম করেননি।যাই হোক ঐ সারারাত গান শুনে ক্লান্ত বাড়ী ফিরে যাওয়া শ্রোতাদেরও তার সঙ্গীতের মূর্ছা দিয়ে ফেরত নিয়ে এসে সিটে বসিয়ে দিযেছিলেন। আর একটি বিষয়ের উল্লেখ করি ঐ অনুষ্ঠানে শিল্পীদের রিশেপশনে আমার দায়িত্ব থাকায় আমি সমস শিল্পীদের খুব কাছের থেকে দেখার ও বাক্যটা করার সুযোগ পেয়েছিলাম, সেইজন্য ফিরোজ বেগম ও কমল দাশগুপ্ত সঙ্গে কথা বলারও সুযোগ পেয়েছিলাম।
👏👏
Zz
Dada, আপনি অনেক অনেক সৌভাগ্যবান।
তরতর তেমনও আনন্দনৌদঞঠঠণ
নখ আহমদ ছথ হও ছলছল ছিল জন
বাংলাদেশের বিখ্যাত রক ব্যান্ড মাইলসের সদস্য শ্রদ্ধেয় কিংবদন্তি শাফিন আহমেদ এবং জীবন্ত কিংবদন্তী হামিন আহমেদ উপমহাদেশের বিখ্যাত শিল্পী ফিরোজা বেগম এবং বাংলাদেশের বিখ্যাত নজরুল শিল্পী কমল দাস গুপ্তের সন্তান। এটা এতদিন জানতাম না। সেজন্য একজন সংগীতপ্রেমী হিসেবে আমি অত্যন্ত লজ্জিত। ওনাদের প্রতি অনেক শ্রদ্ধা। শাফিন আহমেদের মৃত্যুতে অত্যান্ত শোকা স্তব্ধ। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন...
চোখ ভরে আসে জলে - এতো মর্মস্পর্শী শিল্পী ও প্রতিভাবান সুরকার কমল দাশ গুপ্তের পরবর্তী জীবনের যন্ত্রণা আমায় অশ্রুসিক্ত করে। ওনাদের অবদান সঙ্গীতপ্রেমী যেন কখনোই না ভোলে। বেশি প্রচারিত হওয়া উচিত। সশ্রদ্ধ প্রণাম 🙏🙏🙏
There is no doubt, Kamal Dasgupta is a pioneer in composing Bengali and Hindi songs. His creation will never fade out!
Firoja Begam er nam maaer mukhe sunechilam, Aaj uner gan shune mugdha holam. Dhanyabad.
🌹 সত্যি ধন্য মরা, ফিরোজা বেগমের অসাধারণ মর্মস্পর্শী কণ্ঠস্বর ও কমল দাশগুপ্ত এর সুরে অনবদ্য গান। কাজী সাহেবের স্নেহধন্য ফিরোজা বেগম অসাধারণ অনন্য।
খুব ভালো লাগল ।ঐ রকম শিল্পী, যারা অজস্র অপমান সহ্য করল।এ দেশ থেকে একরকম চলে গেল বাধ্য হয়ে । কমল দাশগুপ্ত এবং ফিরোজা বেগম উভয় কেই অন্তরের শ্রদ্ধা জানাই ।
ফিরোজা বেগম আর কমলবাবুর জুটি অসাধারণ। অনবদ্য। অতুলনীয়।
আহ এই মানুষ গুলো নেই . অদ্ভূত sur সৃষ্টি এবং gayika যেনো এই gaan গুলো gaibar জন্য jonmechhilen.
অসাধারণ ❤। এই শিল্পীদের যুগল চরণে আমার একান্ত প্রণাম। অনবদ্য উপস্থাপনা একে অত্যন্ত চিত্তাকর্ষক করেছে।
অসাধারণ ❤❤❤
অসাধারণ। গানগুলি শুনলে মনের গভীরে এক অকল্পনীয় অনুভূতির সৃষ্টি করে । আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভাল থাকবেন।
ফিরোজা বেগম কমল দাশগুপ্ত আজীবন আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে
God gifted সুরকার কমল দাশগুপ্ত ও জাদুকণ্ঠি ফিরোজা বেগম। যুগ যুগ জিও
যেমন স্বনামধন্য সুরকার তেমনি মায়াবি কণ্ঠী রূপকার ।অপূর্ব মেলবন্ধন,সুরের মূর্চ্ছনায় মন প্রাণ ভরে যায় ।
প্রায় সবগুলি গান প্রণব রায় রচিত। এই তিনজনের জুটির কোনো তুলনা নেই।জীবনের শেষ প্রান্তে এসেএই গানগুলি আরো ভালো লাগছে।
আমাদের শ্রদ্ধা কমল দাশগুপ্ত র জন্য।
এক উজ্জ্বল নক্ষত্র সঙ্গীত জগতের উপমহাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব নজরুল গীতি সুরসম্রাজ্জী ফিরো আপা ও বিশিষ্ট সঙ্গীত সুরের স্রম্রাট শ্রদ্ধেয় কমল দাস গুপ্তের অসাধারণ কালজয়ী রোমান্টিক প্রেমময় গানের সুরের মূর্ছনায় চমৎকার গানগুলো টেনে নিয়ে গেলো ফেলে আসা সেই দিনগুলিতে ❤।
ধন্যবাদ জানাচ্ছি কার্নিভাল কে।❤
দুজনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি
কিন্নর কণঠী এই শিল্পী চির অমর হয়ে থাকবেন আমার কাছে।
সত্যি বলতে নাই অসাধারন একটি উপস্থাপনা অনুষ্ঠান টি প্রচার করার জন্য আপনাদের অসংখ্য 2 ধন্যবাদ দুজন শিল্পী আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয়
সবগুলো গান শোনা, এমনকি কথাগুলো মুখস্ত হয়ে গেছে শুনে শুনে। আমাদের যশোরের বাঙলা সংস্কৃতিতে বিশাল অবদান।
Monn bhore gelo Gaan er sathe Sohini Senguptar apurbo kanthashwar peye.. 🙏❤️
কি আবেগ কি অসাধারণ কণ্ঠস্বর 💝💘
ফিরোজা বেগমের!!💝💘💖💔
ওনার তুলনা এক মাত্রই উনি !!💝💔💖💔💘💘💘💘💘সুরকার কমল দাশগুপ্ত আমাদের গর্ব আমাদের অহংকার ,অভিমান, আমাদের প্রতিটি
বাঙ্গালীর বুকের স্পন্দন ❤💘💝💖💞💔💔❤️🩹🧡❤️🩹❤️🔥💔💔💔💔
Ami ekjon Bangali, dui Banglar priyo shilpider gaan Shuni.
যত শুনি ততই মুগ্ধ হই
কি অসাধারণ কন্ঠ ❤❤
অপূর্ব
মন ভোরে গ্যালো
এইসকল শিল্পীরা চিরদিন জীবিত আছেন মানুষের মনের মধ্যে।
খুব আনন্দ পেলাম গানগুলো শুনে।
প্রতিটি গান গভীর মর্মস্পর্শী 💖💖
অপূর্ব উপস্থাপন ❤❤
Excellent unparalleled.
আন্তরিক শ্রদ্ধা জানাই শ্রদ্বেয় কোমল দাশগুপ্তকে।
We have lost such music ,modern bengali song may not produce such feelings sothey will remain for ever to lovers of music.
। ................বলে ফুলের দেশের কন্যা সে - যে - - - * চম্পাবতী * - নামটি তাঁর ! ! ! !
এই সব গান কোন দিন ও পুরোনো হবে না। মন ভরে গেল। অনেক শুভেচ্ছা ও ভালো বাসা। ❤❤❤❤👌👌👌
Apurbo
তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি
Ei shilpir gaoua gan guli amar shunte vishon valo lage......
Attraction able arrangement!!! Really OLD IS GOLD !!!
অমর শিল্পী তোমাদের শত কোটি প্রনাম।
আহঃদারুন।
Uh excellent tremendous program ❤❤❤❤❤
উপস্থাপিকার মুখে সুরস্রস্টারাজ কমলদাস গুপ্তকে 'ওর' সম্বোধন শুনে হতাশ হলাম। সম্মানী ব্যাক্তিকে সম্মান না দিয়ে উপস্থাপন করা অভদ্রতা ছাড়া আর কিছুই না। আগামীতে উপস্থাপনে যত্নশীল হবার পরামর্শ রইলো।
অন্তরের অন্তর স্থল থেকে দোয়া করি আল্লাহ পাক তিনা দের বিগত জীবনের কোথাও ভুল বা গুনা গুলো মাফ করে, জান্নাত বাসী করে নিন।
এখন সর্বত্র ওঁর জায়গায় ওর, উনাদের জায়গায় ওদের ব্যবহার হচ্ছে যা নিম্নরূচির পরিচায়ক।
Beautiful collection
এদেরকে জানাই শতো সহস্র শ্রদ্ধা এবং ভালোবাসা
অপূর্ব।
অসাধারণ ❤
Apurba gan, bare bare sunte ichha kare.
শিল্পী কে আমার বিনম্র প্রণাম ।
Khub khub khub sunder hoche
অপূর্ব,মম অন্তর স্পর্শ করে।।
এমন সুর,কথা ,গান ,আজ বড় অভাব ।
অসাধারণ।
These songs have become my memories & will remain till my death
My fevorite singer ❤️
দারুন,বারে বারে শুনতে ইচ্ছা করে।
Ki Apurbo!
Thanks...
Awesome
"Ami bono phool go." The rendition of Kanan Devi is far. better
আল্লাহ ওন্নাদের রহম ক্রুন
কত আনন্দ পেলাম বলতে পারব না ।
Sundar Paribeshon
Hats of two legends, God peace yourselves in heaven.
Osadharan sangeet
🎉nice
Mesmerizing voice.
Excellent
অনেক ভালো
শ্রদ্ধেয় ও শ্রদ্ধেয়া এই দুই প্রতিভাবান শিল্পীর প্রতি কি ভাবে শ্রদ্ধা জানাবো
আমি বাকরুদ্ধ হয়ে পড়লাম 💝💖💔💖💝💙💖
মরণের পরপারে সদা থেকো প্রেমের অবগাহণে দুটি হৃদয়ের নিবিড় বন্ধনে,
নীলাকাশ জুড়ে লক্ষ লক্ষ নক্ষত্রের মাঝে! 💝💖❤️🩹💜💖💚🩷💝💝💝
La jabab
ধন্যবাদ
Sob gan sobar konthe manay na ata shilper Jana uchit
Hridoy chhuye jay.
Mon vore galo
কোথাও কমল দাশগুপ্ত এর interview শুনতে পাওয়া যাবে কি?খুব interested
I do still keep thinking it was so unfortunate they all had to leave India where they did belong.......Isn't it shameful for us ??
ওরা ফিরে গিয়েছিলেন কারণ বাংলাদেশে ফিরোজা বেগমের বাড়ী।
+
Ei dozen jodi na sokto haate dhor ten. Tahole Nozrul er gaan gulo..amra jaantam e na.
Asah
Ki sonale .mrittu obdhi mone rakhbo
No comments required, because they're above all comments.
❤
🙏
Old is gold 🪙🪙
Abhaypadabhattacharya
51:42
Vola jai na
🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶 👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤ABSOLUTELY GREAT HEART--- ❤ TOUCHING NOSTALGIC ❤ INNER-FEELINGS OF OUR 👍-- OLD GODGIFTED GREAT 🙏🙏 - BLESSED 🙏🙌🙌🙏 OLD----- GOLDEN DAYS AS WE HAVE -- GROWNUP LISTENING RADIO 🔘📻🔘 ALL TYPE OF 🎶🎶- - GODGIFTED GREAT TALENT-- ED...VERSATILE LEGEND 🙏--- EVERGREEN 🙏🌲🌲🌲🌲🙏 - MELODIOUS SINGERS OF 🎶- - OUR ❤ GREAT VERSATILE -- COUNTRY ❤️🇮🇳❤️ AS WELL - AS BANGLADESH ❤🇧🇩❤ 🎶 - LISTENING RADIO 🔘📻🔘 - AND LONG PLAYING HMV 📻- - RECORDS ALONGWITH OUR- LATE. ❤ PARENTS. * I STILL - -💙 TO LISTEN & LEARN FRM ALL TYPE OF OLD GOLDEN 🎶 - SOBGS & LEGEND SINGERS -- DAILY TILL MIDNIGHT 👌👌--- 🌉🌙🌉 😍❤🎶🎶👌💙😍!!! * OSADHARON KHUBEI 👌👌- - SUNDAR PARIBESHAN 🙏🙏. * RESPECTED HIGHLY 👌👌-- CALTURED, INTELLECTUAL, -- LEARNED, SIMPLE DOWN- TO EARTH 🌍🙏🌍👍 KAMAL 🙏 -DASGUPTA SAHEB & "HIS" 💙 - BELOVED WIFE CUM WORLD - FAMOUS MOST TALENTED -- SWEETEST MEMORIES 🎶🎶 -👌👌🎶🎶 EVERGREEN 🎶🙏🌲🌲🌲🌲🙏 VERSATILE -- SINGER FIROZA BEGAM 🙏🙏 - SAHEBAJI 🙏🙏 BOTH ARE-- OUR MOST FAVORITE GREAT - LEGENDS 🙏🙏. *BINORMO --- SRADDHANJAIS TO BOTH OF **-THEM FROM BOTTOM OF 🙏-** - OUR HEARTS (* MY LATE ❤- BELOVED WIFE WAS VERY 🎶- FOND OF THEM AS WELL AS--- BISWAKABI RABINDRA NATH - TAGORE"S ALL TYPE OF 🎶-- VERSATILE WORLD'S🌍🇮🇳🌍-- MOST FAMOUS EVERGREEN-- 🙏🌲🌲🌲🌲🙏 RABINDRA - SANGEETS ALONGWITH ALL-- - ALL TYPE OF EVERGREEN--- 🙏🌲🌲🌲🌲🙏 VERSATILE - MELODIOUS NAZRUL GEETS-- OR SANGEETS 🎶🙏🎶) ...... * SOTO KOTI PRANAM JANAI --- ANTAR THEKE 🙏🙏🙏🙏🙏. * ACTUALLY I AM REALLY 👍--- SPEECHHLESS AFTER LISTEN -ING....ALL TYPE OF NAZRUL - SANGEETS ON HER GREAT --- SWEETEST MELODIOUS 👌👌 VOICE AS HER GORGEOUS- 👌 - SOPHISTICATED GREAT 🙏-- -PERSONALITIES HIGHLY 👍-- CALTURED LEARNED LADY --- AS WELL AS VERY SIMPLE 🙏 - DOWN TO EARTH 🌍🙏🌍👍 - SELF RESPECTS- &- SELF 🙏- MADE GODGIFTED GREAT 🎶-- TALENTED 🙏🙏 BARRON 💙- LADY....TOTALLY DIFFERENT - THAN ALL OTHERS WITH 🙏- DUE RESPECTS TO ALL THE--- LEGEND SINGERS OF OUR 🙏- OLD GOLDEN 🙏 🙏 DAYS.......
Who say, you are death!
♥️❤👌👌🔨🧄🔨☺
কমল নয়, মোহাম্মদ কামাল !!
ছোট মুখে বড়ো কথা! ওঁরা সমালোচনার উর্দ্ধে!
❤