দাওয়াতে চলে গেলাম ফাহমিদের বাড়িতে 😍।ওইখানে গিয়ে অনেক মজা করলাম 🥰।Part-1

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025
  • বন্ধুরা সবাই চলে গেলাম কৃষি বিশ্ববিদ্যালয়, চা বাগান এবং সিনেমা দেখতে
    বন্ধুদের সঙ্গে কাটানো দিনের অনুভূতি যেন এক অনির্বচনীয় সুখের অধ্যায়। সারা দিন ধরে যেন হাঁটলাম আনন্দের রঙে মোড়ানো পথে। কত জায়গায় ঘুরলাম, হাসি-মজায় মেতে উঠলাম, সময় যেন উড়ে গেল। বন্ধুত্বের এই সোনালি মুহূর্তগুলো কাউকে বলে বোঝানো যায় না।
    এটি যেন জীবনের এমন একটি স্মৃতি, যা মনের গভীরে চিরকাল ধরে রাখা যায়। বন্ধুরা যে এতটা আপন, তা এই দিনটা যেন আরও একবার প্রমাণ করে দিল।
    হে প্রভু,
    তোমার অশেষ কৃপায় আজকের দিনটি কাটিয়েছি বন্ধুবান্ধবদের সঙ্গে।
    তোমার দেওয়া ভালোবাসা ও সুখের জন্য আমরা কৃতজ্ঞ।
    আমাদের সম্পর্কগুলো আরও মজবুত করো,
    তোমার পথে চলার শক্তি দাও,
    এবং সবসময় আমাদের হৃদয়কে পূর্ণ রাখো তোমার শান্তি ও রহমতে।
    আমিন।
    Cameraman : Salman Ahmed,Jamil
    Blogmembers:Fahmid,Tahmid,Eftekhar,Jamil,Shakil,Salman and shakil
    Thumbnail made by : Salman
    Voice made by : Salman Ahmed
    Video Editor : Salman Ahmed
    Next blog coming soon.....!!

КОМЕНТАРІ • 19