কোলকাতা থেকে পাহাড় জঙ্গল ঝর্ণার দেশে | Sahibgunj | Rajmahal | Weekend Tour

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 369

  • @TourPlannerBlog
    @TourPlannerBlog  Рік тому +21

    11:51 সময়ে 1595-96 এর জায়গায় ভুলবশত 1995 বলা হয়েছে, এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত

  • @pradipkumarbiswas2767
    @pradipkumarbiswas2767 Рік тому +16

    খুব সুন্দর ভাষ্য অহনার, সুন্দর চিত্রগ্রহন নিশ্চয় অভিব্রতর , স্ক্রিপ্ট যিনি লিখেছেন তাঁকেও ধন্যবাদ জানাই । যে কোনো টূর ব্লগের সার্থকতার মাপ হচ্ছে যে সেটি দেখে আফসোস করা যে এত দিন কেন যাই নি এখানে । এই ব্লগ দেখে তাই মনে হবে । পুরো টিমকে ধন্যবাদ । আর ও ভাল এগিয়ে চল ।

  • @dybbukboba
    @dybbukboba Рік тому +16

    আমি প্রচুর ঘুরতে যাওয়ার ভিডিও দেখি, কিন্তু একটা কথা আজ নিঃসন্দেহে স্বীকার করছি আপনাদের কথা বলার ভঙ্গী বা এক কথায় বলতে বাচনভঙ্গী,শব্দচয়ন সত্যিই একদম আলাদা, ভালো লাগে বেশ।বেশ ভদ্র ভ্লগ না কি বলে আপনাদের। এগিয়ে যান, ঘুরি আপনাদের সাথে।

    • @TourPlannerBlog
      @TourPlannerBlog  Рік тому +2

      অসংখ্য ধন্যবাদ
      আপনাদের কমেন্ট আমাদের আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে

    • @dybbukboba
      @dybbukboba Рік тому +1

      আপনাদেরও ধন্যবাদ তবে এই ধন্যবাদ টা বাংলা ভাষার মাধুর্য কে জিইয়ে রাখার জন্য, নমস্কারান্তে@@TourPlannerBlog

  • @bharatibagchi-dm9so
    @bharatibagchi-dm9so Рік тому +1

    খুব সুন্দর ভিডিও,তথ্যবহুল আর বলার ধরনটি ও ভারি সুন্দর।

  • @sdutta8600
    @sdutta8600 Рік тому

    খুব উপভোগ করলাম, যেমন বর্ণনা, তেমনি ছবি, চমৎকার এডিটিং : এককথায় ভারি সুন্দর

  • @srabanibiswas8255
    @srabanibiswas8255 Рік тому

    Khub sundor. Very much informative. Sathey itihas...sob miliey jomey gechhey just.

  • @bulbulislam7545
    @bulbulislam7545 Рік тому

    Extremely beautiful video..Somoy kore ghure Asboo

  • @alokbandyopadhyay7655
    @alokbandyopadhyay7655 Рік тому

    নতুন জায়গা, বেশ লাগলো। সঙ্গীত এর ব্যবহার খুব ভালো লাগলো। অহনা জিন্দাবাদ 😊

  • @Travholic
    @Travholic Рік тому +2

    রাজমহল সাহেবগঞ্জের এত ডিটেইল ভ্লগ এই প্রথম দেখলাম। খুব ভাল লাগল।

  • @romaghosh1017
    @romaghosh1017 Рік тому

    Aamar jonmosthan ...akhanei lekhapora kore boro hoyechi ....khoob valo laglo dekhe ❤

  • @sudipta556
    @sudipta556 Рік тому +1

    সর্বাঙ্গসুন্দর ভ্রমণ ভিডিও। তুলনামূলক অচেনা জগতকে আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ।

  • @abhijitbiswas4459
    @abhijitbiswas4459 Рік тому +1

    প্রথম দেখছি আপনার টুর ভিডিও। দারুন লাগলো। আশা রাখছি পরবর্তীকালে আরও বিভিন্ন স্থানের ভিডিও দেখতে পাবো।

  • @EXPLOREWITHSAYAN
    @EXPLOREWITHSAYAN 8 днів тому

    Osadharon laglo ❤

  • @sangitasarkar2532
    @sangitasarkar2532 Рік тому

    দারুন লাগলো। অনেক অজানা জায়গা, অজানা বিষয় জানা গেলো। আমরা নিজেদের গাড়িতে যাব

  • @user-ts155
    @user-ts155 Рік тому

    Darun upobhog korlam aajker blog. Aapnader commentry aar background music miliye osadharon laglo.

  • @krishnamajumdar3709
    @krishnamajumdar3709 Рік тому

    Khuuuuuuub sundar barnna o drishya dekhlam
    Thankyou❤

  • @kakalidas9689
    @kakalidas9689 Рік тому

    Khub valo laglo.
    Apnader ei weekend tour gulo excellent. Weekend tour specialist bola jai.

  • @kamallahiri7477
    @kamallahiri7477 Рік тому

    Khub bhalo laglo apnader presentation....mohilader presentation is better. Chamatkar jayga dekhlam.

  • @niveditabanerjee8918
    @niveditabanerjee8918 Рік тому

    Khub valo laglo .chotobelar AK protibeshir bari ekhankar pyara kheyechi

  • @samarb9329
    @samarb9329 Рік тому

    Darun scenic beauty..
    Darun informative video hoyechey..

  • @subhasisghosh2308
    @subhasisghosh2308 Рік тому +1

    বিস্তারিত ভিডিওটি দেখার মতো, থাকার বিশদ বিবরণ সহ ঐতিহাসিক জায়গা খাবার রাজমহল পাহাড় সব মিলিয়ে দেখতে খুব আকর্ষণীয়।

  • @tapanchakraborty3575
    @tapanchakraborty3575 Рік тому

    অনেক ধন্যবাদ , সাহেব গঞ্জ কে ঘিরে এত সুন্দর দেখার যায়গা আছে এই ভিডিওর মাধ্যমে খুব ভাল ভাবেই জানা গেল , ভাল থাকবেন নমস্কার

  • @ratanmudi4762
    @ratanmudi4762 Рік тому

    অপূর্ব দৃশ্য video টা দেখে মন ভরে গেল❤❤

  • @10-anindyasundarghosal_7_h2

    Durdanto ekta video dekhlam, onek onek dhanyabad apnaderke

  • @alaychandanmaity1695
    @alaychandanmaity1695 7 місяців тому +1

    খুব সুন্দর ভিডিও। আপনার বাচন ভঙ্গির সাথে ইতিহাসটা জানা গেল। ধন্যবাদ।

  • @shravanamuhuri9514
    @shravanamuhuri9514 Рік тому

    Singh dalan dekhe pran juriye gelo

  • @souravpaul6213
    @souravpaul6213 Рік тому

    Tour planner abar arekta darun jaigar sondhan deor jonno..as usual darun laglo ai vlogta o.. Apnader uposthapona nie natun kore kichu bolar nei, ek kothai fatafati

  • @we6995
    @we6995 Рік тому

    Khub bhalo ekta offbeat destination,thank u

  • @somnathkoley8114
    @somnathkoley8114 Рік тому

    খুব সুন্দর লাগলো।

  • @mukulghoshal410
    @mukulghoshal410 Рік тому +1

    Khub khub sundor laglo ❤❤❤❤❤❤❤❤

  • @EverydayEnglishTipswithAmit
    @EverydayEnglishTipswithAmit 2 місяці тому

    Oh it's a beautiful place. ❤thanks for sharing your experience.

  • @RumkiBhattacharjee-ss9bo
    @RumkiBhattacharjee-ss9bo Рік тому

    Khubbb bhalo laglo 👍♥️🙏😊

  • @biswajitgoswami1355
    @biswajitgoswami1355 Рік тому

    অসাধারণ উপহার দিলেন যা কেবলমাত্র আপনারাই আমাদের দিতে পারেন সাহেবগঞ্জ নিয়ে বাঙলায় প্রথম ভিডিও আর কিছু বলার ভাষা নেই

  • @sudiptoganguly6746
    @sudiptoganguly6746 Рік тому

    Didi sotti video ta dekhe khub valo laglo.. Amr home town eita Sahibganj.. Stti khbb valo laglo video ta dekhe... 🥰

  • @pranabtravellers7270
    @pranabtravellers7270 Рік тому +1

    বেশ সুন্দর লাগলো ভিডিও টি ❤❤❤
    (Pranab Traveller's)

  • @biswajitgoswami1355
    @biswajitgoswami1355 Рік тому +2

    যে‌ জামালপুর এসকপ্রেসে আপনারা যাচ্ছেন সেই জামালপুর শহর থেকে কিছু দূরে মুঙগের মিরকাশিমের ‌রাজধানী,মগধ রাজ জরাসন্ধ এখানে রাজত্য ‌করেছেন তখন নাম ছিল মৌদগল্য

  • @pritikaguin5904
    @pritikaguin5904 Рік тому

    As usual sundor.... chaliye jan 🌿

  • @AyanDas-g5g
    @AyanDas-g5g Рік тому +1

    Khub Valo Hoyeche Didi 😊❤

  • @bosirsk5497
    @bosirsk5497 Рік тому

    আপনার কথা গুলো শুনে মনে হচ্ছে আপনি স্কুলে ক্লাস করাচ্ছেন আর আপনার ভাষা গুলো অতুলনীয়।

  • @somamukherjeemukherjeesoma2413

    Darun laglo video ta

  • @sibanibakshi5614
    @sibanibakshi5614 Рік тому

    ঘরে বসে অনেক কিছু দেখতে পাই
    আর ভাল লাগে তোমার ছোট ছোট করে স্থানের পরিচয় করিয়ে দেওয়া,খুব ভাল লাগল ভাল থেকো।

  • @sudiptadasgupta9124
    @sudiptadasgupta9124 10 місяців тому

    আমার চাকরির প্রথম পোস্টিং ছিল এই সাহেবগঞ্জ, সেটা 1985 সাল। চলে এসেছিলাম দু- বছর বাদে। বহু পুরান স্মৃতি মনে করিয়ে দিলে। ধন্যবাদ।

    • @TourPlannerBlog
      @TourPlannerBlog  10 місяців тому

      You are most welcome
      Kakhono samnasamni dekha hole galpo shunbo

  • @prof.gobindaroy
    @prof.gobindaroy Рік тому

    খুব সুন্দর উপস্থাপনা

  • @prabirpal6461
    @prabirpal6461 Рік тому +1

    বেশ কয়েক বছর আগে এই জায়গায় ঘুরতে গিয়ে ছিলাম। আমরা ওখানে 2 nights 3 day কাটিয়েছিলাম । জায়গা টা স্যতি খুব সুন্দর। আপনাদের এই ভিডিও টা দেখতে দেখতে পুরনো সেই দিনের স্মৃতি মনে পড়ে গেলো. এই episode টা ভালো লাগলো. 👍

  • @dhananjoymitra1402
    @dhananjoymitra1402 Рік тому

    Sotti khb khb valo laglo bon...❤❤

  • @anjanbanerjee2333
    @anjanbanerjee2333 3 місяці тому

    দারুণ তথ্য সমৃদ্ধ পোস্ট। এই জায়গার ভ্লগ কম। সেটা পুর্ণ হয়েছে।

  • @sinhacuisine8151
    @sinhacuisine8151 Рік тому

    Khub sundor laglo .

    • @TourPlannerBlog
      @TourPlannerBlog  Рік тому

      Notun Video esegeche dekhe janaben kemon laglo please

  • @pueroy1771
    @pueroy1771 Рік тому

    Khub sundor jayga ta....

  • @utsarahaman6163
    @utsarahaman6163 Рік тому

    শুধু ভালো voice এর জন্য অনেক অনেক ধন্যবাদ।

  • @ashimkumarghosal2549
    @ashimkumarghosal2549 Рік тому

    আবার একটা নতুন জায়গার খোঁজ পেলাম আপনাদের সৌজন্যে। খুব সুন্দর লাগল। নতুন জায়গার সন্ধান দেওয়ার ব্যাপারে আপনারা যে পথিকৃৎ, তা আর বলার অপেক্ষা রাখে না।

  • @santuissuo935
    @santuissuo935 Рік тому +1

    Nice tour plan

  • @chitrasenbhakat412
    @chitrasenbhakat412 Рік тому

    ভিডিও দেখে খুব ভালো লাগলো

  • @jaydebdas6391
    @jaydebdas6391 Рік тому

    Off beat destination এর প্রতিটা video গুলোই খুব সুন্দর, আপনার represent করাটাও খুব ভালো very good & informative 👍👍👍

  • @parthapratimmanna9204
    @parthapratimmanna9204 Рік тому

    দারুণ। ক্লান্তিকর দিন যাপনের মাঝে , বেশ তৃপ্তির , এই টুকরো ভ্রমণ গুলো।

  • @riadas5556
    @riadas5556 2 місяці тому

    Bangakocha falls+cave ta miss kore gelen

  • @utsarahaman6163
    @utsarahaman6163 Рік тому

    Sundar voice er sathe information.

  • @novojitsil7347
    @novojitsil7347 Рік тому

    Madam apnar বর্ণনা খুব ভালো লাগে। আর ভিডিও গুলো ও খুব ভালো লাগে

  • @geetaliroy5780
    @geetaliroy5780 3 місяці тому

    Vry nice information

  • @jayantachatterjee2024
    @jayantachatterjee2024 Рік тому

    Khub bhalo o sundor ❤

  • @swapnopaul
    @swapnopaul Рік тому

    ঝাড়খন্ডে আমি দুটো ট্যুর করেছি। খুব সুন্দর জায়গা ঝাড়খণ্ড। এর আগে সাহিবগঞ্জ, রাজমহল এর উপর বাংলায় আমি কোন ভিডিও দেখিনি। বেশ ভালো এক্সপ্লোর করেছো জায়গাগুলো।

    • @TourPlannerBlog
      @TourPlannerBlog  Рік тому +1

      Thank you dada

    • @khochchore
      @khochchore 11 місяців тому

      না আছে। 2021 সালের আগস্ট মাসে এই অঞ্চলের ভিডিও ফুটেজ দেখেছি Ghuranchandi ব্লগারের। সে যাই হোক প্রত্যেকেরই নিজস্বতা আছে বৈকি তথ্য চিত্র বানানোর ওপর। এঁদের প্রচেষ্টা কে সাধুবাদ জানাই। হাজার হোক এনারা তো আমাদের জন্যই এত কষ্ট করে এই সব তথ্য চিত্র তৈরি করেন যাতে পরবর্তী কালে আমরা সুন্দর ভাবে এই সব জায়গায় ঘুরে আসতে পারি। আমি তো সেই আশির দশক থেকে এই অঞ্চলে বেড়াতে আসার জন্য বসে আছি। কিন্তু সঠিক তথ্যর অভাবে সাহস করে যাওয়া হয়নি। এখন এই সব তথ্য চিত্র দেখে আশায় নতুন করে আবার বুক বাঁধলাম। দেখি কবে যাওয়া হয়। 😊😊😊😊

  • @subarnadas7357
    @subarnadas7357 Рік тому

    রাজমহল সমন্ধে অনেক তথ্য পেলাম ধন্যবাদ

  • @keyabhattacharya4873
    @keyabhattacharya4873 Рік тому

    Jathariti tour planner blog manei darun ak nutunotter suluksandhan,Ahonar darun upothaponay bhison bhalo kichu dakha

  • @ritadasmozumdar4214
    @ritadasmozumdar4214 Рік тому

    Budget kore dichhen atà khubi valo, a rokom aro dekhte chai, onek suvechha, thks

  • @riyaash2814
    @riyaash2814 Рік тому

    Bhaa. Besh sundor jayga 👌 😊

  • @sudeshnamondal6312
    @sudeshnamondal6312 Рік тому

    Amar choto bela, schooling till cl.12 Sahibgunj e keteche. Only place in Eastern India possibly where you can see Hills, Jharna, River Ganges & plain lands. Sotti khub sundor jayga. Thanks 4 sharing this.

  • @anjanachakraborty8839
    @anjanachakraborty8839 Рік тому

    Khub norom sundor monograhi akta barano holo.

  • @sumonamukherjee2069
    @sumonamukherjee2069 Рік тому

    Khub sundar tour ta chilo ......vison beautiful akta jaiga ....apnader upostapona khub valo ......porer video er opeckhai thaklam 👍👍👌👈😊😊😊❤💚❤💚🏞🏞🏞

  • @pintudoyari6213
    @pintudoyari6213 Рік тому

    As usual beautiful editing beautiful background music, beautiful video with full of information.

  • @traveltherapybysudiptaa1529

    Khub bhalo laglo ❤

  • @utpalbiswas1698
    @utpalbiswas1698 Рік тому

    মতিঝর্ণার সুন্দর দৃশ্য দেখে আনন্দ হল।

  • @Tarotreaderapurba
    @Tarotreaderapurba Рік тому

    Jayga gulo Sotti offbeat. Khub valo laglo ❤

  • @rumamukherjee6669
    @rumamukherjee6669 Рік тому

    Khuub bhalo laglo

  • @chiranjitsarkar5312
    @chiranjitsarkar5312 Рік тому

    অসাধারণ অনবদ্য।

    • @TourPlannerBlog
      @TourPlannerBlog  Рік тому

      Thank you so much
      Notun Video esegeche please dekhe janaben kemon laglo

  • @rimsbeautytravel305
    @rimsbeautytravel305 Рік тому

    Ahana tumi tomar upothapona just darun. I love to see your vlogs.

  • @chhandasen574
    @chhandasen574 Рік тому

    এবারের ভ্রমণে মন ভরে গেল
    শুভেচ্ছা নিরন্তর

    • @TourPlannerBlog
      @TourPlannerBlog  Рік тому +1

      Thank you

    • @chhandasen574
      @chhandasen574 Рік тому

      @@TourPlannerBlog শঙ্করপুর যাওয়ার ইচ্ছে ,সমুদ্রমুখী হোটেলে থাকতে চাই ।শঙ্করপুরের হোটেল সম্বন্ধে কোন ধারণা নেই। নাম জানিয়ে সাহায্য করলে ভালো হয়।কলকাতা থেকে গাড়ি করে যাবো।

  • @prodipghosal180
    @prodipghosal180 Рік тому

    Jemon sundor sob drishya temon sundor background music 😅😅 asadharan 😊 tomra bhalo theko 😢

  • @avikmajumder7034
    @avikmajumder7034 Рік тому +1

    Nature's womb এর পলাশ দার মতো আপনারাও নিত্যনতুন জায়গা explore করেন। বেশ ভালো লাগলো জায়গাটা। এবারে আমরাও সপরিবারে ঘুরে আসবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই অজানা জায়গার সন্ধান দেওয়ার জন্য।❤❤ (উঃ ২৪ পরগণার বেলঘরিয়া নিমতা থেকে বলছি)

  • @SouviksouhardyaSaha
    @SouviksouhardyaSaha 6 місяців тому

    Video taking excellent

  • @SD1977R
    @SD1977R Рік тому

    Excellent hoyeche

    • @TourPlannerBlog
      @TourPlannerBlog  Рік тому

      Thank you so much
      Notun Video esegeche please dekhe janaben kemon laglo

  • @jayantamallick2537
    @jayantamallick2537 Рік тому

    Darun laaglo. Aro offbeat series er jonne jharkhand, Bihar, odisha travel jonne wait korchi. Apnara ache bole amra ei jayega gulo dekhe bujhe budget jene explore korte parchi. Thanks a lot for your series

  • @ramamondal3951
    @ramamondal3951 Рік тому

    Khub sundor laglo

  • @siddharthabose4668
    @siddharthabose4668 Рік тому

    জয় মা গঙ্গা মা,জয় মোতি বাবা এবং শ্রী চৈতন্যদেবকে প্রণাম জানাই। পাহাড়,ঝরনা এবং সবুজে ঘেরা খুব সুন্দর জায়গা এই শাহিবগঞ্জ। তারসঙ্গে ইতিহাস,ডাইনসর জুগের উদ্ভিদ,পাহাড় এবং মা গঙ্গা আর বিশুদ্ধ বাতাস দারুন সুন্দর একটি জায়গা। শেষে বাবা সংকট মোচোনকে প্রণাম জানাই এবং আপনাদের ভিডিওটাও বেশ সুন্দর ভাবে সমাপ্ত হোলো। আপনাদের যে সমবেত বৈঠক হবে তার ভিডিও দেখার অপেক্ষায় রইলাম।

    • @TourPlannerBlog
      @TourPlannerBlog  Рік тому +1

      ধন্যবাদ
      ভিডিও কেন ? সামনাসামনি দেখা করার সুযোগ কি পাবো না ? সামনা সামনি দেখা হওয়ার অপেক্ষায় রইলাম

    • @siddharthabose4668
      @siddharthabose4668 Рік тому

      @@TourPlannerBlog দাদা আমার ঝুলিতে ঘোরার জায়গা নেই বললেই চলে। আমি এবং আমার স্ত্রী নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে যেতে কখন যে জীবনের বেশির ভাগ সময়টা কাটিয়ে ফেলেছি বুঝতে পারিনি। জানিনা বাকি জীবনে কোথাও যেতে পারবো কিনা। প্রভু যদি চান তাহলে হয়তো হতে পারে। জগন্নাথদেবের অসীম কৃপায় নভেম্বরে পুরীতে যাবো। আপনাদের এবং আরো কিছু ট্যুরের ভিডিও দেখে কিছু জায়গা খুব ভালো লাগে দেখি জেতে পারি কিনা।

    • @TourPlannerBlog
      @TourPlannerBlog  Рік тому +1

      আসলে আগামী 24শে সেপ্টেম্বর ট্যুর প্ল্যানার পরিবারের সকলকে নিয়ে একটা আড্ডার প্ল্যান করেছি, সেখানে এলে খুব ভালো লাগবে আমাদের

    • @sibagmandalng-vb3rb
      @sibagmandalng-vb3rb Рік тому

      Bengsli der kono jat dharmo nei
      Ara besaram

  • @paulamimukherjee4149
    @paulamimukherjee4149 Рік тому

    কথা বলে ভালো লেগেছে। আমরা ঘুরে এলাম। একদিন তাই ফসিল পার্ক যেতে পারলাম না। বাকি সবই ঘুরেছি। আমাদেরব্যক্তিগত কাজে যাওয়া, ঘোরার সিদ্ধান্ত, হোটেল নিলীমা প্যালেস বুকিং আগেই হয়ে গিয়েছিল। ইউটিউব সার্চ করতে করতে আপনাদের ব্লগ আবিষ্কার করি। ঘোরাতে খুবই সাহায্য হয়েছে। যেমন ছবি, তেমন বক্তব্য ও বাচনভঙ্গি। প্রতিটি ভিডিও সময় করে দেখে নেওয়ার ইচ্ছে রইল। বাঙালি মানসিকতার উপযুক্ত। খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন। চারখোলের ব্লগও খুব ভালো লেগেছে।

    • @TourPlannerBlog
      @TourPlannerBlog  Рік тому

      Thank you so much
      Notun Video esegeche please dekhe janaben kemon laglo

  • @mithunbiswas46
    @mithunbiswas46 Рік тому

    Good trip vidro

  • @subhasisbarman2361
    @subhasisbarman2361 Рік тому

    Protiti uposthapona r motoi aro aro sundar... kanhaiya sthan dakhanor samay j background music ta use korechen ota sune mon ta vore galo...subhokamona roilo..

  • @sanatchakraborty2359
    @sanatchakraborty2359 Рік тому

    এক কথায় অসাধারণ ❤

  • @travelwalebaba8
    @travelwalebaba8 Рік тому

    Opekkhay chilam ❤

  • @-pt8gwAbhishekBej
    @-pt8gwAbhishekBej Рік тому

    দারুণ 👌👍

  • @jeetmandal8988
    @jeetmandal8988 Рік тому

    Thanks to you all for recalling my childhood memories... ❤❤❤

  • @pujapandit3605
    @pujapandit3605 Рік тому

    khub sundor jaiga ta r songe apnar osadharon bornona..akta prosno chilo ekhane ki kono pet friendly hotel er sondhan dite parben ba pet niye gele kono byabosha ache kina jana thakle ektu janaben.

  • @swetlinasarkar7927
    @swetlinasarkar7927 Рік тому

    অপূর্ব লাগলো

  • @adityaroy833
    @adityaroy833 Рік тому

    আপনাদের অনেক ধন্যবাদ

  • @srijoneebhattacharyya5560
    @srijoneebhattacharyya5560 Рік тому

    Excellent 👌 👍🏻 aber akta sundor place khog dilen ja akber na ghirte geley noy apnader 2 joner onek onek bhalobhasa prapo y bhabe unknown place khog din ja dekhe amera spellbound hy jai

  • @monirulislamrubel
    @monirulislamrubel Рік тому

    মানিকচক ঘাট পার হয়ে রাজমহল স্টেশন গিয়েছিলাম। রাজমহল স্টেশন থেকে তিনপাহাড় বেড়িয়ে আসার পর কানাইয়া স্থানের কাছাকাছি গিয়েও জায়গাটা সময়াভাবে দেখা হয়নি। ফেরত চলে আসতে হয়েছিল। কানাইয়া স্থান দেখার উদ্দেশ্যেই গিয়েছিলাম। কিন্তু দেখা হয়নি। পরবর্তীতে আবার যাবো। এখন আপনাদের মাধ্যমে দেখে সেই ইচ্ছেটা পূর্ন হয়ে গেল।

    • @TourPlannerBlog
      @TourPlannerBlog  Рік тому

      Asole auto te onekta samay lage
      Pore samay kore ghure asben valo lagbe

  • @DebasishBanerjee-l1w
    @DebasishBanerjee-l1w Рік тому

    ❤❤

  • @mohiuddinahmad1792
    @mohiuddinahmad1792 Рік тому

    দিদি ভিডিও দেখে মন ভরে গেল।ঢাকা থেকে।

  • @biswajitghosh8624
    @biswajitghosh8624 Рік тому

    SPLENDID POST.

  • @debangnandy1683
    @debangnandy1683 Рік тому

    11:35 Flute music ta darun...
    I guess it's may be in raag Jog !

  • @ar-km4yf
    @ar-km4yf 4 місяці тому

    You could have come through Manikchuk hat , Malda to Godara ghat Rajmahal on Launch....Rajmahal has hotels for accommodation...

  • @biswajitbubu62
    @biswajitbubu62 Рік тому

    Excellent