Bon er upor Kalo Jadu | বোনের উপর কালো যাদু | Bhoyer Shoni
Вставка
- Опубліковано 9 лют 2025
- ভয়ের শনি, যা ভূত ডট কম থেকে পুরোই আলাদা, তবু সে আপনাদের নিয়ে যেতে চায় ভয়ের রাজ্যে, কখনো সত্য ঘটনায়, কখনো সাহিত্যের পাতা থেকে উঠে আসা রক্ত হিম করা গল্প বা উপন্যাসে। অর্থাৎ এখানে ঘটনা পাঠাতে হচ্ছে না আপনাকে। তবে, যদি কোনো ভয়ের গল্প পড়ে ভয় পান, তবে সেই বইয়ের নামটা জানাতে পারেন আমাদের।
সত্য ঘটনাও যে একেবারেই থাকবে না, তা কিন্তু নয়। তবে, কোনটা সত্য ঘটনা আর কোনটা গল্প বা উপন্যাস, জানিয়ে দেয়া হবে আপনাদের। আপাতত: শুরুটা করছি সত্য ঘটনা দিয়ে। ধীরে ধীরে ভয়ের জগতের সব ঘটনাই স্থান পাবে ভয়ের শনিতে। শুধু বৃহস্পতিবার আর শুক্রবার না, এখন থেকে শনিবারেও আপনাদের ভয়ের রাজ্যে নিয়ে যেতে আছে ভয়ের শনি। ভয়ের শনি শুনতে লজেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।