কোন আঙুলে ও কোন ধাতুতে কোন রত্ন ব্যবহার করবেন? Which Gemstone to Use on which finger and which metal

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • ‪@astrosolution3309‬ #MrSukritiDan #WhatsApp9804836994
    utility-astrological-instructions-of-wearing-gemstones
    কোন আঙুলে কোন রত্ন ধারণ করবেন
    What is the correct procedure to wear Astrological Gemstones?
    rashi which stone to wear in which finger
    which finger to wear moonstone ring for female
    in which finger to wear diamond ring according to astrology
    diamond in which finger for venus
    Which finger is best for gemstone?
    Which stone is wear in which metal?
    Can I wear gemstone in any finger?
    In which finger should Ruby be worn?
    can i wear moonstone in ring finger
    peridot stone wear in which hand
    in which finger zircon should be worn
    in which finger moonstone should wear
    কোন আঙুলে কোন রত্ন ধারণ করবেন
    In Which Finger To Wear Gemstones
    Which stone is wear in which metal?
    Can I wear gemstone in any finger?
    In which finger should ruby be worn?
    Can I wear ruby in left hand ring finger?
    দুই হাতের আটটি আঙুলেই গ্রহরত্ন ধারণ করা যায়, একমাত্র বৃদ্ধাঙ্গুল বাদে। প্রত্যেকটি আঙুলের সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যোগসূত্র আছে বিভিন্ন নার্ভের দ্বারা। তাই আঙুলে রত্ন ধারণ করলে সবচেয়ে বেশি কাজ দেয়।
    কোন রত্ন কোন আঙুলে ধারণ করতে হয় এবং কেন? দেখে নেওয়া যাকঃ-
    তর্জনী- তর্জনীর সঙ্গে যোগসূত্র আছে রেসপিরেটরি সিস্টেম ও স্টম্যাকের।
    মধ্যমা- মধ্যমার সঙ্গে যোগসূত্র আছে অন্ত্র বা ইনটেস্টাইন, মাইণ্ড বা ব্রেনের।
    অনামিকা- অনামিকার সঙ্গে যোগসূত্র আছে হার্ট, কিডনি, স্টম্যাক, ডাইজেস্টিভ সিস্টেম, ব্লাড সার্কুলেশন, রিপ্রোডাক্টিভ অর্গান (একটি বিশেষ নার্ভ যার নাম ভেনা এমোরিস। এর সঙ্গে অনামিকা আঙুল ও হার্টের যোগসূত্র আছে তাই বিয়েতে এনগেজমেন্ট রিং বা ইটারনিটি রিং এই আঙুলেই পড়ানো হয়, এই নার্ভের পোশাকি নাম ভেইন অফ লাভ)।
    কনিষ্ঠা- কনিষ্ঠার সঙ্গে যোগসূত্র রয়েছে প্রাইভেট পার্টস, লেগস, এবং শরীরের নিম্নাংশের।
    বিঃ দ্রঃ- আঙুলে রত্ন ধারণ সম্ভব না হলে তা বাহুতে বা গলায় ধারণ করা যায় তবে তার এফেক্ট খুব কম হয়।
    কোন রত্ন কোন আঙুলেঃ-
    তর্জনী- তর্জনীতে ধারণ করা উচিত ইয়োলো স্যাফায়ার, টোপাজ, মুনস্টোন, হোয়াইট পার্ল ইত্যাদি।
    মধ্যমা- মধ্যমায় ধারণ করা উচিত নীলা, হীরা, গোমেদ ইত্যাদি।
    অনামিকা- অনামিকায় ধারণ করা উচিত চুনী, লাল পলা, ক্যাটস আই ইত্যাদি।
    কনিষ্ঠা- কনিষ্ঠায় ধারণ করা উচিত ক্যাটস আই, পাণ্ণা, হীরা ইত্যাদি।
    বিঃ দ্রঃ- বিশেষ বিশেষ ক্ষেত্রে আঙুল পরিবর্তন করা যায়। আবার বিশেষ কিছু রত্ন ডান হাতের আঙুলে আবার বিশেষ কিছু রত্ন বাঁ হাতের আঙুলে ধারণ করতে হয়।
    আমাদের জীবন নানা সমস্যায় ভরা। যেমন, গ্রহ শুভ ও অশুভ প্রভাব বিস্তার করে, তেমনই অশুভ বাস্তুর প্রভাবেও জীবনে উন্নতি ও বাধার সৃষ্টি হয়। মানব জীবনে বাধা কাটাতে জ্যোতিষীরা রত্ন ধারণের পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু রত্ন ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময়কাল এবং নিয়মাবলী অবলম্বন করা জরুরি। তা না হলে রত্ন ধারণে উপযুক্ত ফল মেলে না। যেমন, কোন রত্ন কোন আঙুলে ধরণ করলে উপযুক্ত ফল মিলবে, এ বিষয়ে জ্যোতিষশাস্ত্রে নির্দিষ্ট কিছু নিয়মাবলী বা নির্দেশ রয়েছে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
    কোন গ্রহের জন্য কোন আঙ্গুলে রত্ন ধারণ করবেন:--
    ১) রবি: রবির রত্ন অনামিকাতে বা তর্জনীতে ধারণীয়।
    ১) চন্দ্র: অনামিকা বা কনিষ্ঠাতে ধারণ করবেন।
    ৩) মঙ্গল: অনামিকা বা তর্জনীতে ধারণ করবেন।
    ৪) বুধ: কনিষ্ঠা বা মধ্যমাতে ধারণ করবেন।
    ৫) বৃহস্পতি: তর্জনী বা অনামিকাতে ধারণ করবেন।
    ৬) শুক্র: কনিষ্ঠ বা মধ্যমাতে ধারণ করবেন।
    ৭) শনি: মধ্যমাতে ধারণ করবেন।
    কোন রত্ন কোন আঙ্গুলে ধারণ করবেন:--
    ১) নীলা: মধ্যমা আঙ্গুলে ধারণ করবেন।
    ২) হীরা: কনিষ্ঠা বা অনামিকায় ধারণ করবেন।
    ৩) চুনি: অনামিকা বা তর্জনীতে।
    ৪) পাণ্ণা: কনিষ্ঠা বা অনামিকায় ধারণ করবেন।
    ৫) পোখরাজ: তর্জনী বা অনামিকায়।
    ৬) মুনস্টোন: অনামিকায় ধারণ করবেন।
    ৭) প্রবাল: তর্জনী বা অনামিকায়।
    ৮) মুক্তা: অনামিকা বা কনিষ্ঠায়।

КОМЕНТАРІ • 180

  • @banglasolution2949
    @banglasolution2949 Рік тому +4

    অসাধারণ ভিডিও, কিছু জানতে পারলাম, ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ 💐👍🇮🇳

  • @debojotidey5
    @debojotidey5 2 роки тому +6

    খুব ভালো লাগছে দাদা , সত্যি আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ দাদা আপনি এই ভাবে নিত্য নতুন video দিয়ে সবার ভালো করুন এবং ঈশ্বর আপনার মঙ্গল করুক 🙏🙏

  • @kousikghosh4171
    @kousikghosh4171 Місяць тому +1

    খুবই ইফেক্টিভ ভিডিও

  • @adhirchandranath7508
    @adhirchandranath7508 2 роки тому +4

    অনেক অনেক ধন্যবাদ দাদা, খুব সুন্দর বুঝিয়ে বললেন

    • @kushikmondol3013
      @kushikmondol3013 Рік тому

      👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓👮😷👮🚓Jail police's 📱phones📞

  • @internationaldiplomacy
    @internationaldiplomacy 2 роки тому +12

    100% সঠিক ব‍্যাখ‍্যা করেছেন 🙏।

    • @kalran4530
      @kalran4530 Рік тому

      Apni janen kivabe?

    • @internationaldiplomacy
      @internationaldiplomacy Рік тому +1

      @@kalran4530 কারণ আমি জ‍্যোতিষী সৃষ্টি করেছি।

    • @kalran4530
      @kalran4530 Рік тому

      @@internationaldiplomacy gal kom mara valo....🤣

    • @internationaldiplomacy
      @internationaldiplomacy Рік тому +1

      @@kalran4530 আমি রোদ্দুর রায় বলছি, বেশী মারাতে আসবেন না, 😂🤣👉

    • @sauravdas7728
      @sauravdas7728 6 місяців тому

      😮😮😮😮😮😮😮😮😮😮​@@internationaldiplomacy

  • @potulchakraborty1912
    @potulchakraborty1912 Рік тому +1

    অনেক ধন্যবাদ আপনাকে🙏🙏🙏🙏

  • @sumitrabose4402
    @sumitrabose4402 2 роки тому +1

    🙏🙏 apnar theke anek kichu jante pari, khub valo lage, apni jodi
    Kachua ring dharon er sampark e alochona koren tahole khub valo hoy

  • @tushipriya930
    @tushipriya930 2 роки тому +3

    খুব ভালো লাগলো দাদা, ভিডিও টা দেখে।

  • @somnathkundu1052
    @somnathkundu1052 4 місяці тому +1

    Thank You Dada...........❤

  • @sajibnath5685
    @sajibnath5685 2 роки тому +2

    নমস্কার দাদা🙏🙏🙏 অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ 🌹❤️ একটা প্রশ্ন ছিল, গোমেদ এবং এমিথিস্ট একসাথে ধারণ করতে চাইলে কোন কোন আঙুলে পরতে হবে?? ( ছেলেদের ক্ষেত্রে)

    • @prasantachatterjee7231
      @prasantachatterjee7231 2 роки тому

      গোমেদ পড়বেন না । এমিথিস্ট পঞ্চ ধাতু বা লোহা ব্যবহার করুন ।

  • @ashacomputeracademy4531
    @ashacomputeracademy4531 8 місяців тому

    Khub vlo baksha dilen. Ebar ektu bolben stone koto roti Porte hobe seaiti bujhbo ki vabe.

  • @Dare2bUnique02
    @Dare2bUnique02 2 роки тому +2

    Ei vabei egiye cholo 🙏

    • @astrosolution3309
      @astrosolution3309  2 роки тому +1

      Thank you

    • @Dare2bUnique02
      @Dare2bUnique02 2 роки тому

      শ্বেত পোখরাজ কোন ধাতুতে ব্যবহার করতে হয়?

  • @milon9614
    @milon9614 6 місяців тому

    খুব ভালো লাগলো

  • @subhenduchatterjee8129
    @subhenduchatterjee8129 2 роки тому +2

    নমস্কার দাদা, দাদা বামহাতের মধ্যমা আঙুলে সাদা জারকোন এবং ডানহাতের মধ্যমা আঙুলে নিলা এবং কনিষ্ঠ আঙুলে পান্না পড়া থাকলে এমতাবস্থায় গোমেদ কোন আঙুলে পড়া যায়, দয়াকরে এই বিষয়ে একটু জানাবেন দাদা 🙏🙏🙏

  • @bappapal1024
    @bappapal1024 Рік тому +1

    Thanks

  • @DipaliChattopadhyay
    @DipaliChattopadhyay 3 місяці тому

    ভালো লাগলো

  • @biswaprakashdutta7191
    @biswaprakashdutta7191 2 місяці тому

    Ami liitle finger e panna pori kintu mokn stone o jotishi diyeche tahole noon stone kon angul e porbo???? Jodi bole ektu help koren....

  • @Susmitadasvlogs
    @Susmitadasvlogs 4 місяці тому

    আমার নীলা আর গোমেদ দুটোই প্রয়োজন আমি দুটোই তো মিডিল ফিঙ্গার এ পড়তে পারবো না তাহলে কোন আঙ্গুলে পড়তে পারি একটু জানাবেন?

  • @TheBongRoute5399
    @TheBongRoute5399 6 місяців тому

    বর্তমানে আমি পীতাম্বরী মুক্ত এবং রক্ত প্রবাল ধারন করে আছি, এখন যদি সূর্যকে পাওয়ার দেবার জন্য কনিষ্ঠ আঙুলে চুনি ধারন করতে পারি ❓

  • @zakirhossainmondal5211
    @zakirhossainmondal5211 Рік тому +1

    Good information

  • @taposdas3278
    @taposdas3278 2 роки тому +1

    Dada bangladesh theke thanks.

  • @koushikdas4411
    @koushikdas4411 Рік тому +1

    Sar rokto probal rrr gomed ki eksonge pora jete pare

  • @tonysarkar877
    @tonysarkar877 4 місяці тому

    Ekta request korchi panna stone ki shobai dharon korte pare?? Ar jara ba kader para uchit noi??

  • @subhajitgayen5528
    @subhajitgayen5528 7 місяців тому

    Darun

  • @santanuparua0144
    @santanuparua0144 Рік тому +1

    Dada gourik probal ki modhoma angula pora jai ?

  • @atasijana5386
    @atasijana5386 4 місяці тому

    Thank you so much😊 dada

  • @kekadas9355
    @kekadas9355 2 роки тому +1

    Dhanu rashi mithune lagno amar.tai mukto sona dia porte bolechen.ami ki korbo?Rupo diye ki pora jabe.ektu janaben.

  • @शिंचननोहारा

    পোখরাজ তরজণী আঙ্গুল ছাড়া অন্য আঙ্গুল এ ধারণ করা যাবে কিনা ?আঙটি বা ধাগা বা লকেট এরকম কিছু পড়লে বারহমদের হিংসা হয় কেন বা খারাপ চোখে দেখে কেন ?
    ‌। ধন্যবাদ।

  • @dipalimukherjee3248
    @dipalimukherjee3248 11 місяців тому

    Blue zircan wich finger use and wich dayes....??and which metal use plz hlp....

  • @somakdas1111
    @somakdas1111 2 роки тому +4

    অসাধারণ দাদা 🙏

  • @arindamchakraborty5607
    @arindamchakraborty5607 2 роки тому +1

    Rotno chara Chandra o brihaspotir upaye bole din

  • @AbdulKader-kt2hf
    @AbdulKader-kt2hf 7 місяців тому

    Right sir

  • @oldbollywoodsongs3928
    @oldbollywoodsongs3928 11 місяців тому

    Blue zircon er bepare plz bolun.amake index finger e prtr bla hoeche ring ta rupo r gol portn ta gold

  • @sumivlog7015
    @sumivlog7015 7 місяців тому

    Dada yellow stone rupo diye ata kon finger a porte hoye bolben plz reply plz

  • @upayanghosh4635
    @upayanghosh4635 Рік тому

    রুপোর আংটি তে যদি সোনা ছুঁইয়ে পোখরাজ এবং এমিথিস পড়ি তাহলে কাজ হবে দাদা? মানে পড়া যাবে? একটু জানাবেন প্লিজ 🙏

  • @srabantiBiswas1786
    @srabantiBiswas1786 9 місяців тому

    দাদা বাচ্চাদের কী করবো? স্কুলে পারমিশন নেই কোন পাথর পড়ার তাই গলায় ধারণ করানো হয়েছে তাতে কাজ হবে প্লিজ বলবেন 🙏🙏🙏

  • @namrata1999
    @namrata1999 Рік тому +1

    Ruby stone rupo diya pora jabena?

  • @Ujjwalbiswas568
    @Ujjwalbiswas568 9 місяців тому

    Dada red coral & yellow sapphire eki satha use kora jabe ? 🙏

  • @2014-l8e
    @2014-l8e 6 місяців тому

    যে দিন রত্ন ধারন করবো সেদিন কি নিরামিষ খেতে হয়?

  • @rahulandma2653
    @rahulandma2653 8 місяців тому

    valo laglo dada❤❤❤

  • @ChumkiAdhikary-q1p
    @ChumkiAdhikary-q1p Місяць тому

    Dada rokto probal ar price koto porbe..

  • @arsuraj2499
    @arsuraj2499 4 місяці тому

    Yellow topaz r zircon stone ak sata pora jaba sar

  • @tuhinsarkar275
    @tuhinsarkar275 Рік тому

    Amar ring finger a star ruby r torjoni te topaz pora royche ..ami tahole kivabe pola dharon korte pari jodi ektu bolen

  • @soniaroysings
    @soniaroysings 4 місяці тому

    Hira mohila o purush kom haater madhyamay porben ta janan please

  • @sanjucktaghosh7134
    @sanjucktaghosh7134 2 місяці тому

    Kono vhabe ki lal probal middle finger a porte pari??

  • @amirhoque4268
    @amirhoque4268 7 місяців тому

    Sr,, blue opal stone kon finger e porbo

  • @souvikbanerjee8220
    @souvikbanerjee8220 10 місяців тому

    Ratna r angti kibhabe shodhon korbo, please janaben

  • @anishasultana5735
    @anishasultana5735 5 місяців тому

    White zarcon sukrogoroho katabo kon angule porbo ar kon hat

  • @blackbery1991
    @blackbery1991 Рік тому

    Songe jodi aangul ta diye dekhiye diten tobe onk valo hoto

  • @susmitachakraborty424
    @susmitachakraborty424 Рік тому

    Kochhoper angri kon angule r kiser porbo r amni tamar angti kon angule porbo

  • @keyabiswas9020
    @keyabiswas9020 10 місяців тому

    Blue jarcon meyara kon finger a dharon korbe?

  • @wolfmagicbeginnow8012
    @wolfmagicbeginnow8012 Рік тому

    আমার হাতে পলা পান্না ও গোমেদ আছে। আমি পলা ডান হাতে পড়ছি। গোমেদ আর অনেক্স পান্না বামহাতে পড়ছি। গোমেদ পান্না পলা কি একই হাতে পরা উচিত?

  • @mimisaha1275
    @mimisaha1275 Рік тому

    Ami pannal sobsomoi Sona diye porar kotha sunechi akhon rupo sunchhi 🤔

  • @priyankakarmakar7514
    @priyankakarmakar7514 Рік тому

    Dada gomeda er songe catseye or moti pora jai..? Or catseye er songe moti pora jai..?

  • @ShuvoRahman-rq7cw
    @ShuvoRahman-rq7cw Рік тому

    সাদা জারকোন কনিষ্ঠ আঙুলে ব্যবহার করা যাবে।

  • @kushalmaity8999
    @kushalmaity8999 Рік тому

    Sir mukta aksange tarjani and little finger a dharon Kara jabe ? Mane duto mukto ak hate..

  • @putulsamim79
    @putulsamim79 Рік тому +1

    ❤❤❤❤❤

  • @boishakhipramanik4423
    @boishakhipramanik4423 Рік тому

    আমার একটা কথা জানার ছিল। আমি একজন ভালো জ্যোতিষী দেখিয়েছিলাম তিন বছর আগে। উনি আমাকে রুবি ,প্রবাল পাথর এবং জারকন দিয়েছিলেন। রুবি পড়তে বলেছিলেন অনামিকাতে রক্ত প্রবাল মধ্যমাতে আর জারকন যে কোন আঙুলে। আমি আসলে এতদিন রক্ত প্রবাল বানায়নি। এখন বানাতে যাচ্ছিলাম তখন জানতে পারলাম যে অনামিকাতেই পড়তে হয় তা না হলে কাজ হয় না। কিন্তু আমার তো রুবি এবং প্রবাল দুইটাই লাগবে তাহলে আমি কোন আঙ্গুলে পড়ব? এক আঙুলে দুইটা আমি কিভাবে পড়বো? তো আমার জ্যোতিষী এখন বেঁচে নেই আমি আলোচনা করতে পারছি না। তাহলে আমি এখন কি করতে পারি??

    • @gourab3977
      @gourab3977 Рік тому

      একটি আংটি তেই সেট করা যায়।

    • @souvikdas1530
      @souvikdas1530 11 місяців тому

      আপনি প্রবালটা আর জারকনটা ডান হাতে আর রুবিটা বাম হাতে পড়ুন

  • @sibani2335
    @sibani2335 Рік тому

    Sir Rakto prabal kakhon kondin porbo jodi bolen.🙏

  • @dbag687
    @dbag687 Рік тому

    Sir opal,lapis,roktoprobal kon kon angul a porbo r ki dia porbo

  • @supriyadas5603
    @supriyadas5603 Рік тому +1

    Nilam stone which finger wire

  • @jayadas3985
    @jayadas3985 Рік тому

    thank-you Dada

  • @sabitadas2681
    @sabitadas2681 Рік тому

    Sir mukto cheleder kon , kon finger e porte hoi ?? Kon din dharon Kora uchit ?

  • @sayanikabarman154
    @sayanikabarman154 Рік тому

    Lal pal ba rokto probal torjoni angul e pore nki?

  • @banglagan1242
    @banglagan1242 2 роки тому +1

    Red probal er dam koto thaka suruu

  • @GeographyMadeEasy
    @GeographyMadeEasy Рік тому

    Dada index finger e pukhraj ring finger e probal ache mukto porte boleche astrologer kon angule pora jay

  • @raimamondal9075
    @raimamondal9075 6 місяців тому

    আমি কি আমিথিস্ট তাকে ডান হাতের মধ্যমা আগুলে পড়তে পারি? আসলে আমার বাম হাতে একটু অসুবিধা হয়

  • @putulmitra9779
    @putulmitra9779 Місяць тому

    Raktamukhi nilar ki kaz

  • @debasishmondal9745
    @debasishmondal9745 2 роки тому

    Kannya lagn. Lagne rahu ache. mercury 8th house a ache .Ami ki Panna and gomed aksathe Porte pari pls pls pls janaben

  • @nilimaghosh4352
    @nilimaghosh4352 Рік тому

    Khub balo amar rashi jani na

  • @Priyasoulofprosperity
    @Priyasoulofprosperity 2 роки тому

    Red probal ta meyeder khetre left hand er jaigai jodi right hand er onamika finger e pore tahole ki fol valo paoa jabe?

  • @rup.prasad
    @rup.prasad 2 роки тому

    Kavach na stone konta bashi effective ektu janaben.

  • @alokeshchatterjee2534
    @alokeshchatterjee2534 2 роки тому

    গোল্ডেন মুক্ত র বেপার এ ভিডিও করুন 🙏

  • @madhusudandas3934
    @madhusudandas3934 2 роки тому

    Dhanabath vay

  • @sutradhar2009
    @sutradhar2009 Рік тому

    I am using Gomed but ware in left hand middle finger is it harmful? due to my all fingers of right hand all is full, please reply

  • @sudisreecreativedance3266
    @sudisreecreativedance3266 11 місяців тому

    মুক্ত ও পান্না একই হাতে কি পড়া যাবে?

  • @s.bshorts8506
    @s.bshorts8506 16 днів тому

    দাদা আমি কুম্ভ রাশি আমি কি মুক্তার আংটি পরতে পারি

  • @शिंचननोहारा

    আমার নীলাতে ঘসা লেগে একটু আবছা দেখাচেছ,এই নীলা ফল দিবে কিনা ?

  • @ipsitabhattacharya9125
    @ipsitabhattacharya9125 5 місяців тому

    ❤❤

  • @Diti411
    @Diti411 2 роки тому

    Blue zircon nie akta video banan dada pls

  • @buddhadevnandi2058
    @buddhadevnandi2058 Рік тому

    Tambar ankti kon hatar kon angula pora valo

  • @ARjuInzju
    @ARjuInzju 2 роки тому

    ভাইয়া গোমেথ পাথরটা রিং পিংঙার আংঙুলে পরা যাবে একটু জানাবেন

  • @prasantadas4052
    @prasantadas4052 Рік тому

    Dada amithes stone gold diya pora jaba na only silver

  • @iimraniimran7506
    @iimraniimran7506 2 роки тому

    দাদা এমরান এর জন্য কোন পাথর দেয়া ভালো হবে যদি বলেন উপকার হবো।

  • @PARTHAPRATIMCHATTOPADHYAY
    @PARTHAPRATIMCHATTOPADHYAY Рік тому

    Pitambari nila kon finger e pora uchit

  • @prasantarouth2854
    @prasantarouth2854 Рік тому

    সাদা জারকোণ এবং গোমেজ একসাথে পরা যায় কি??

  • @subhajitbanik3605
    @subhajitbanik3605 Рік тому

    Sir apnar kache kusti ta bichar korabo

  • @shuvoeee
    @shuvoeee 2 роки тому

    দাদা আংটি কি ধারণ করার পর কি একটু ও খোলা যাবে না ?

  • @cartoonbangla2954
    @cartoonbangla2954 Рік тому

    Sir bracelet hisabe use Korea jabe

  • @arindamchakraborty5607
    @arindamchakraborty5607 2 роки тому +1

    Mul er bepare kichu bolun

  • @anaymondal858
    @anaymondal858 Рік тому

    টোপাজ কি ব্রোঞ্জ দিয়ে পড়া যাবে

  • @onlineearnofficial
    @onlineearnofficial 2 роки тому

    Sir ji.. Diamond stone pabo kothay

  • @baloramdevroy1924
    @baloramdevroy1924 2 роки тому

    Please tell me white sapphire wearing finger?

  • @rumamallick
    @rumamallick Рік тому

    Very good discussion. many many thanks.

  • @souravbhowmick1282
    @souravbhowmick1282 2 роки тому

    দাদা আমি বাম হাতে মুক্ত পরে আছি, অসুবিধা হবে?

  • @mousumichatterjee3017
    @mousumichatterjee3017 3 місяці тому

    Female ra kon hate porbe?

  • @debashishnayak9602
    @debashishnayak9602 Рік тому

    How to panna use in finger in better benifit

  • @Rsrmultimidialtd
    @Rsrmultimidialtd 8 місяців тому

    Dada kemon asen

  • @alauddinjebon9753
    @alauddinjebon9753 2 роки тому

    Pokraj and nela ki ak data pora jaba

  • @sawonkumardey4576
    @sawonkumardey4576 2 роки тому +1

    White shappire