এখন এই সময়েও ভালো ছবি হয়।ধন্যবাদ আলমগীর স্যারকে এবং সকল অভিনেত্রী অভিনেতা কে।আমি সকল সিনেমা প্রেমিক প্রেমিকাদের অনুরোধ করবো যেন একবার হলেও এই সিনেমা দেখার জন্য।
অনেক গুলো কমেন্ট পরলাম আর ছবিটাও দেখছিলাম আর ভেবেছিলাম কি এমন ভাল সিনামা সবার খুব ভাল কমেন্ট করছে এবং কান্না করছে কিন্ত অবশেষে আমিও তাদের মতই হয়ে গেলাম কখন যে মনের অজান্তে চোখের পানি চলে এল খুব সোন্দর একটি সিনেমা যা পরিবারের সবাই মিলে দেখা যাবে ধন্যবাদ সবাইকে
ভালো লাগলো.. অনেক দিন পর বাংলা সিনেমা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আলমগীর স্যার নায়ক হিসাবে যেমন সফল পরিচালক হিসাবে ও তেমন দুর্দান্ত ♥️এমন ছবি আরও চাই এদেশে
প্রতেক টা জায়গায় আপনার অভিনয় গুলো ছিল খুব খুব খুব ই আকর্ষনীয় এবং খুব ই রোমান্টিক লাগছিল কিউট আলমগীর ভাইয়া। আসলে বাস্তব বড় কঠিন। সত্যি আপনার কোন তুলনা হয় না। আপনার ভিতর অনেক কারিশমা লুকিয়ে আছে,,,,,, বলে শেষ করা যায় না ।
বাংলা সিনেমার ইতিহাসে আমার দেখা এটি একটি সেরা সিনেমা আর এই রকম সিনেমা বানানো শুধুমাত্র আলমগীর সাহেব এর দ্বারা সম্বব সেই সাথে ঋতুপর্না এবং আরেফিন শুভ তো আছেই ধন্যবাদ সবাইকে। অনেক দিন পরে ভালো একটি সিনেমা দেখলাম।
ছবিটা দেখে কেনো জানি নিজের অজান্তেই চোখের কোনে দু'ফোটা পানি চলে এসেছে।। আমি অনেকদিন বাংলাদেশের সিনেমা দেখিনা কারণ অনেক বাজে সিন থাকে কিন্তু আজ এই সিনেমা দেখার পর মনে হচ্ছে এমন সিনেমা বার বার দেখি🥺🥺🥺🥺
অনেক বছর পরে একটি ছবি দেখলাম বলে বুঝাতে পারবো না,জদি আমাদের দেশে, ১৪ শো হল থাকতো তাহলে এই ছবি দেখে হাজারো মানুষ কান্না করতো, আর বলতো কাখে বলে ভালোবাসা,আই লাভ ইউ,ঋতুপর্ণা এবং আলমগীর স্যার এবং আরিফিন শুভ, অনেক দোয়া ও ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে
এতো সুন্দর ছিনেমা যে এখনো হয় তা এ-ই ছবি টা না দেখলে হয়তো বুঝতে পারতাম না,, যখন মৃত্যু সন্নিকটে চলে আসে তোখন মানুষের বেঁচে থাকতে চাওয়ার যে আকুতি ,, চোখের পানি আটকে রাখতে পারাই যায় না ,, অসাধারণ
এরকম কাহিনী আমার জীবনের সাথে মিল আছে আমি একটা ছেলেকে অনেক গরীব ভালোবাসি কিন্তু সে আমাকে অবহেলা করে ভালোবাসে না আমি এভাবে প্রতিদিন কষ্ট পাই প্রতিটি মূহুর্তে কতটা যন্ত্রণা দেয় যে সহ্য করে সেই জানে
ঋতুপর্ণা একজন অসম্ভব শক্তিশালী অভিনেত্রী। তিনি তাঁর অভিনয় ক্ষমতা দিয়ে ছবিটিকে সাজিয়েছেন। ঈশ্বরের কাছে কামনা করি আরও অনেক দিন তিনি এভাবেই দর্শকদের মনোরঞ্জন করুন। ছবি সম্পর্কে বলব এটি একটি অসাধারণ সিনেমা ।। পরিবারের সবাইকে নিয়ে দেখা যায়। পরিষ্কার ও সুন্দর একটি সিনেমা। ধন্যবাদ youtube এ আপলোড করার জন্য। অনেক দিন ধরে সিনেমাটি খুজছিলাম। বাস্তবে সিনেমা ও বাস্তবের ফারাক খুবই কম। সিনেমাটি দেখে এটাই বুঝতে পারলাম। অনেক সময় একটি সিনেমার গল্প হয়ে যায় একটি জীবনের গল্প।। আলমগীর স্যার, শুভ সহ সবাই খুব ভালো কাজ করেছেন
খুবই সুন্দর একটা ছবি বাংলাদেশে এমন ছবি যদি আরও বেশি বেশি বানাতেন তো আজ চলচিত্রের এমন অবস্তা হতনা🤕আলমগীর স্যরকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা ছবি বানানোর জন্য 👏👏
সম্পূর্ণ চলচ্চিত্রটি খুব মনোযোগ দিয়ে দেখলাম... এতদিন জানতাম- অন্যতম প্রিয় অভিনেতা শ্রদ্ধেয় জনাব আলমগীর -একজন গুনী অভিনেতা, কিন্তু “একটি Cinema’র গল্প” চলচ্চিত্রটি দেখার পর জানলাম, তিনি বাঙলা চলচ্চিত্রের অসম্ভব গুনী একজন- কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ লেখক এবং পরিচালক। তিনি এতো মনোযোগ দিয়ে, এতো নিখুঁত শৈল্পিকভাবে কাজটি করেছেন যে- খুব ভালো লেগেছে। এই চলচ্চিত্রের প্রতিটি এতো দরদ দিয়ে তিনি তৈরী করেছেন যে, তাদের মুখ থেকে দৃশ্যের প্রয়োজন অনুসারে সংলাপ দিয়ে তাদের জীবন্ত করে তুলেছেন যে, তিনি প্রমাণ করে দেখিয়েছেন, নায়ক বা নায়িকা বলে কিছু নেই, প্রতিটি চরিত্রই একেকজন চরিত্রাভিনেতা। পরিচালক সহ প্রতিটি অভিনেতা ও কলাকুশলীগনই- বাংলাদেশ সহ দুই বাঙলার দর্শকদের মানসিকতা বুঝে এই চলচ্চিত্রের শৈল্পিক গুনমানের উন্নতি ঘটানোর প্রচেষ্টা সফল হয়েছে বলেই আমি মনে করি। কাহিনীতে সুস্থ বিনোদন হিসেবে হাস্যরসের ব্যবস্থা রাখায় অর্থাৎ হাসির দৃশ্যগুলো দেখে আমি খুব মজা পেয়েছি। জীবনে হাসি-আনন্দের যে খুব প্রয়োজন এ ব্যাপারটি মাথায় রাখার জন্য- কাহিনীকার, চিত্রনাট্যকার ও পরিচালককে আন্তরিক ধন্যবাদ! শব্দ, আলো, পোশাক, রূপসজ্জা, গীতিকবিতা, সঙ্গীত পরিচালনা, কন্ঠশিল্পীদের সুরেলা গায়কী, আবহ সঙ্গীত, চিত্রগ্রহণ, দৃশ্যধারণ, দৃশ্যের স্থান, নৃত্য, মারপিট বা বিশেষ দৃশ্য, সম্পাদনা, ব্যবস্থাপনা, শিল্প নির্দেশনা, প্রযোজনা ইত্যাদি প্রতিটি কাজই, বলতে গেলে এই চলচ্চিত্রের সবকিছুই আমার কাছে খুব ভালো লেগেছে... 👏 এক কথায় অসাধারণ! চলচ্চিত্রের গল্পটি বাস্তবতার নিরীখে দাঁড় করানো হয়েছে, তবে, শেষে বিয়োগান্তক দিকে মোড় ঘুরিয়ে গ্রীক সাহিত্যের মতো করার চেষ্টা না করে, কবিতার চরিত্রটির মৃত্যু না ঘটিয়ে সজিবের সাথে মিলন করিয়ে একটি মিলনাত্মক সমাপ্তি ঘটালে কি, দর্শকপ্রিয়তা পেতো না বলেই- প্রযোজক, কাহিনীরার ও পরিচালক ভেবেছিলেন ?! 🤔 চলচ্চিত্র শিল্পীদের জীবনের যে বাস্তব দিকটি কাহিনীকার শ্রদ্ধেয় জনাব আলমগীর নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে চেয়েছেন- তাতে কবিতার মৃত্যু ঘটিয়ে কাহিনীকে বাস্তব থেকে তুলে নিয়ে নাটকীয় করার কি খুব দরকার ছিলো ?! 🤔 প্রতিটি শিল্পী এতো দরদ দিয়ে অভিনয় করেছেন যে, প্রতিটি কলাকুশলী এতো মনযোগ দিয়ে কাজ করেছেন যে- চলচ্চিত্রটি কয়েকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে বলেই আমি প্রত্যাশা রাখছি... -স্বপ্ন সোহাগ -০৮’ই চৈত্র ১৪২৮; 22’nd March 2022. -মিলানো, লোম্বারদিয়া, ইতালিয়া।
মনের অজান্তেই দুই চোখ দিয়ে অঝোরে পানি চলে আসল। পরিবারের সকলকে নিয়ে দেখার মতো একটি সিনেমা। ধন্যবাদ পরিচালক সাহেব কে আমাদের মাঝে এতো সুন্দর সিনেমা উপহার দেওয়ার জন্য। আর এই রকম করুন কাহিনীর সিনেমার অপেক্ষায় রইলাম। একটি সিনেমার গল্প সিনেমার মধ্যেই লুকিয়ে আছে সিনেমার গল্পটি। আর নায়ক আলমগীরের অভিনয়ের কোন তুলনা করা যায় না।
Osomvob sundore hoice sobar ovinoi.r rituporna asolei akjon guni ovinetri r champa madam o.alomgir sir o tar Meyer ovinoi o khub Valo laglo.arifin suvo khub Valo ovinoi pare.adesher onek ceniour nayika ase jara sujok Pele amon main nayikar motoh Mon cowa ovinoi Korte parbe obbosoy Bangladesh er cenemar Jonno abong ei cenemar sate sogslisto sokoler Jonno dowa o suvokamona roylo.....sokolei dherghojibi hok......
ঋতুপর্ণা একজন বিবাহিত ছেলের পিছনে ঘুরে খুবই লজ্জাজনক প্রেম-ভালোবাসা পরিচয় আগে থাকতে পারে তাই বলে স্ত্রী সন্তান আছে জানার পরও তার পিছনে লেগে আছে সত্যিই দুঃখজনক তবে শেষের কাহিনীটা খুবই বেদনাদায়ক
দারুন একটি সিনেমা "ঢাকা ড্রিম" দেখুন আজই: ua-cam.com/video/Y64D8gDqweI/v-deo.html
ৃসজীজসহসহহডমশহনহননননূদজাজপূহড
আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ (সঃ) ❤❤
❤
এককথায় অসাধারণ ❤
বাংলা মুভির প্রতি আস্থা উঠে গিয়েছিল!
কিন্তু আলমগীর সাহেব এমন কিছু নিয়ে আসলেন
নতুন করে বাংলা মুভির প্রতি প্রেম জাগিয়ে তুললেন 😍
এখন এই সময়েও ভালো ছবি হয়।ধন্যবাদ আলমগীর স্যারকে এবং সকল অভিনেত্রী অভিনেতা কে।আমি সকল সিনেমা প্রেমিক প্রেমিকাদের অনুরোধ করবো যেন একবার হলেও এই সিনেমা দেখার জন্য।
Nice
চিরসবুজ নায়িকা ঋতু পর্ণা ❤️❤️❤️এখনো তাঁর সৌন্দর্য হ্রাস পায়নি,, তার অভিনয় তার সৌন্দর্য সেই ছোট থেকেই লাইক করি ❤️❤️❤️ভালো থাকুক এই দোয়াটাই করি ❤️❤️❤️
জীবনটা যদি কাঠ পেন্সিল দিয়ে লেখা হতো, তাহলে রাবার দিয়ে ঘষে ঘষে আবার
নতুন করে শুরু করতাম।।❤️❤️❤️❤️❤️
তোমরা জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং তোমাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা কর। (সূরা- মোহাম্মদ -আয়াত -১৯)🌹🌹
hiiii
Kanki magi
Alhamdulillah
অনেক গুলো কমেন্ট পরলাম আর ছবিটাও দেখছিলাম আর ভেবেছিলাম কি এমন ভাল সিনামা সবার খুব ভাল কমেন্ট করছে এবং কান্না করছে কিন্ত অবশেষে আমিও তাদের মতই হয়ে গেলাম কখন যে মনের অজান্তে চোখের পানি চলে এল খুব সোন্দর একটি সিনেমা যা পরিবারের সবাই মিলে দেখা যাবে ধন্যবাদ সবাইকে
777777
Rights
রাইট
ভাই ঠিক বলেছেন এসব কাহিনী 1985 সালে মানাইত
কে না কাদে
সবাই এমন ছবি বানালে আজ বাংলাদেশের সিনেমার এমন খারাপ অবস্থা হতো শুভকামনা রইল আলমগীর স্যারের জন্য
সত্যি জীবনের গল্প যদি নতুন করে লিখা যেত। আমি নতুন করে লিখতাম।
জীবনের প্রথম কোন বাংলা সিনেমা দেখলাম,,, দেখে চোখে পানি চলে আসল......সত্যি অসাধারণ মুভি....
Vul kotha jibona konodin bangla chobi dekhi ni mirtha ba noyat.
"জান্নাতী লোক হবে দুনিয়াতে দূর্বল ,মজলুম আর অসহায়।
আর যারা জাহান্নামে যাবে তারা হবে অবাধ্য ,ঝগড়াটে এবং অহংকারী।"
[সহীহ বুখারী ৬২০৬]🌿
খুব সুন্দর হয়েছে মুভিটা,,,বিশেষ করে দৃশ্য টা দেখতে হবে তো আমাদের বান্দরবানে করেছে এই মুভিটা,,,,,
এটাই ত সিনেমার সংগা!সকল সিনেমা প্রেমী এবং পরিচালকদের একবার দেখা দরকার মুভিটা!এক কথায় অসাধারন!
ছবিটা দারুণ। কেঁদে উঠে হৃদয়, একটু হাসি আর ভিলেন টা সিনিয়র দরকার ছিল, ঝিতু দি এপার বাংলা অনেক খুশি
ভালো লাগলো.. অনেক দিন পর বাংলা সিনেমা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আলমগীর স্যার নায়ক হিসাবে যেমন সফল পরিচালক হিসাবে ও তেমন দুর্দান্ত ♥️এমন ছবি আরও চাই এদেশে
প্রতেক টা জায়গায় আপনার অভিনয় গুলো ছিল খুব খুব খুব ই আকর্ষনীয় এবং খুব ই রোমান্টিক লাগছিল কিউট আলমগীর ভাইয়া। আসলে বাস্তব বড় কঠিন। সত্যি আপনার কোন তুলনা হয় না। আপনার ভিতর অনেক কারিশমা লুকিয়ে আছে,,,,,, বলে শেষ করা যায় না ।
প্রতিদিন সামনে চলে আসে,তাই আজ দেখতে আসলাম বাট মনের অজান্তেই কখন যে চোখ দিয়ে পানি চলে আসলেন😭😭
সবাই বলে সিনেমার সাথে নাকি বাস্তবতা মিলে না,এই সিনেমা আমার বাস্তব জীবনের সাথে মিলে গেল। অনেক সুন্দর একটা ছবি। একটি মেয়েই পারে এভাবে ভালোবাসতে।
ভুল বলছেন😞😞😞
ভালোবাসা এক তরফা হয় না
❤️❤️❤️❤️
Hiiii
I love you
শুভর এক্টিন অসাধারণ 💙ঋতু এখনো অনেক সুন্দরী
এই সিনেমা টা প্রথম যে দিন সিনেমা হলে দেখি সে দিনই খুব ভালবেসে ফেলি...
মুভিটা কার কাছে কেমন লেগেছে জানি না, কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে
আমারও অনেক ভালো লেগেছে
মনের অজান্তেই কখন যে চোখের পানি বেরিয়ে গেলো বুঝতেও পারলাম না । অনেক সুন্দর হয়েছে ছবিটি । ধন্যবাদ সবাইকে।
বাংলা সিনেমার ইতিহাসে আমার দেখা এটি একটি সেরা সিনেমা আর এই রকম সিনেমা বানানো শুধুমাত্র আলমগীর সাহেব এর দ্বারা সম্বব সেই সাথে ঋতুপর্না এবং আরেফিন শুভ তো আছেই ধন্যবাদ সবাইকে। অনেক দিন পরে ভালো একটি সিনেমা দেখলাম।
সত্যি ছবি দেখতে দেখতে কখন যে চোখ দিয়ে পানি ঝরসে কিছু বাস্তব জীবনের কাহিনী ফুটে উঠেছে ঋতু বণা অভিনয় সেই
রিতু পর্না কে অপুর মতো লাগে মাঝে মাঝে
সত্যি কথা বলতে কি আপনার ভিতর এখনো অনেক অনেক অনেক কারিশমা লুকানো আছে ❤❤❤❤❤❤❤
ছবি টা দেখে না কেদেঁ পারলাম না নিজের জীবনের সাথে অনেক টা মিল আছে সত্যিই মুভি টা খুব সুন্দর
আসলেই ছবিটি অনেক সুন্দর।এমন সিনেমা হলে বাংলা ছবি সবাই দেখবে।
আরিফিন শুভুর অভিনয় খুব সুন্দর হয়েছে।
সত্যি মনের অজান্তেই চোখে জল এসে গেছে বুঝতে পারলাম না ।
অসাধারণ সুন্দর অভিনয় করেছে সকলেই । 🔥💥🥰🥰🥰🥰
ছবিটা দেখে কেনো জানি নিজের অজান্তেই চোখের কোনে দু'ফোটা পানি চলে এসেছে।।
আমি অনেকদিন বাংলাদেশের সিনেমা দেখিনা কারণ অনেক বাজে সিন থাকে কিন্তু আজ এই সিনেমা দেখার পর মনে হচ্ছে এমন সিনেমা বার বার দেখি🥺🥺🥺🥺
ছবিটি দেখে না কেঁদে আর পারলাম না। একেই বলে গল্প , একেই বলে আসল সিনেমা । যেখানে বাস্তবতা রয়েছে।
Right
😅জ
Ha
আমি ছবিটা প্রথম দেখছি ২০২৩ আর কে কে দেখছেন
ঋতুপর্ণা অসাধারণ অভিনয় করেছে।সলকলেই ভালো করছে।
অনেক বছর পরে একটি ছবি দেখলাম বলে বুঝাতে পারবো না,জদি আমাদের দেশে, ১৪ শো হল থাকতো তাহলে এই ছবি দেখে হাজারো মানুষ কান্না করতো, আর বলতো কাখে বলে ভালোবাসা,আই লাভ ইউ,ঋতুপর্ণা এবং আলমগীর স্যার এবং আরিফিন শুভ, অনেক দোয়া ও ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে
Soboj
প্রকৃত স্মার্ট তারা যারা..
সব পরিস্থিতিতে নিজেকে...
মানিয়ে নিতে পারে 🥰🥀
Humm but ami parini
love you
পিছনে বাঁশ যায় পর মানিয়ে নেয়া এত সহজ নয়
জীবনটা যদি রাবার দিয়ে মুছা যেত তাহলে আবার মুছে লেখে নিতাম এইটা অনেক কষ্টের একটা কথা আসলে আমিও মনে করি কথাটা
Hmm. Allah rohomot tar Jonno ace vaya. Allah ke soron Korun tini utom diban. In sha Allah
বেশ ভালো অভিনয় করেছেন ঋতুপর্না
সাবনুর ছাড়া ছবি দেখিনা আজ আবার দেখলাম অনেক সুন্দর হইছে
কি বলব বুঝতে পারছি না,অসাধারণ ছবিটা সবার কমেন্ট দেখার পর ছবিটি আজ দেখলাম সত্যি অসাধারণ একটা ছবি 😢😢😢😢😢
Ma sha Allah
এতো সুন্দর ছিনেমা যে এখনো হয় তা এ-ই ছবি টা না দেখলে হয়তো বুঝতে পারতাম না,, যখন মৃত্যু সন্নিকটে চলে আসে তোখন মানুষের বেঁচে থাকতে চাওয়ার যে আকুতি ,, চোখের পানি আটকে রাখতে পারাই যায় না ,, অসাধারণ
খুব সুন্দর একটা মুভি,,,,,
অসাধারণ, এককথায় অসাধারণ! ঋতুপর্ণা সেনগুপ্ত ফাটিয়ে দিয়েছেন। আসলে সবসময়ই উনি অসাধারণ অভিনয় করেন।
সেরা নায়িকার সেরা অভিনয়
সত্যিই একটি অসাধারণ ছবি দেখে অনেক ভালো লাগলো
আপনি এবং চম্পা ম্যাম কে নিয়ে একটা টেলিফ্লীম করেছিলেন,, সেই টা দেখতে চাই কিউট ভাইয়া ❤❤❤❤❤
এরকম কাহিনী আমার জীবনের সাথে মিল আছে আমি একটা ছেলেকে অনেক গরীব ভালোবাসি কিন্তু সে আমাকে অবহেলা করে ভালোবাসে না আমি এভাবে প্রতিদিন কষ্ট পাই প্রতিটি মূহুর্তে কতটা যন্ত্রণা দেয় যে সহ্য করে সেই জানে
অনেকদিন পর একটা মানসম্মত মানের ছবি পেলাম যেটা পরিবার সাথে নিয়ে দেখা যাবে অনেক সুন্দর হয়েছে ছবিটা love you all
ঋতুপর্ণা একজন অসম্ভব শক্তিশালী অভিনেত্রী। তিনি তাঁর অভিনয় ক্ষমতা দিয়ে ছবিটিকে সাজিয়েছেন। ঈশ্বরের কাছে কামনা করি আরও অনেক দিন তিনি এভাবেই দর্শকদের মনোরঞ্জন করুন।
ছবি সম্পর্কে বলব এটি একটি অসাধারণ সিনেমা ।। পরিবারের সবাইকে নিয়ে দেখা যায়। পরিষ্কার ও সুন্দর একটি সিনেমা। ধন্যবাদ youtube এ আপলোড করার জন্য। অনেক দিন ধরে সিনেমাটি খুজছিলাম। বাস্তবে সিনেমা ও বাস্তবের ফারাক খুবই কম। সিনেমাটি দেখে এটাই বুঝতে পারলাম। অনেক সময় একটি সিনেমার গল্প হয়ে যায় একটি জীবনের গল্প।। আলমগীর স্যার, শুভ সহ সবাই খুব ভালো কাজ করেছেন
জী Yes
প্রশংসনীয় 🎉🎉🎉
অসাধারণ একটি সিনেমা।এত সুন্দর একটি ছবি উপহার দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ নায়ক আলমগীর স্যারকে।
সিনেমা টা সত্যি অন্যরকম,,,, চোখের পানি ধরে রাখতে পারলামনা
এমন সামাজিক ছবি আরো হোক এটাই চাই,,ছবির নির্মাতাসহ সম্পৃক্ত সকলকে অসংখ্য ধন্যবাদ,,এমন অসাধারণ একটা ছবি উপহার দেয়ার জন্য
Indian Jodi movi ta dakhen like diye jan
আরফিন শুভর সাথে রিতু পান্না কে খুব সুন্দর মানিয়েছে তাঁকে,,, আর মুভিটা খুব সুন্দর হয়েছে,,,
আমার মনে হয় নায়ক, নায়িকার ছেলের বয়সী
Right
মনে হয়, মানে ঋতু পর্না বয়স্ক মহিলা তবুও ভালো লাগে মন থেকে, ❤️❤️💝@@tawheedanupur6115
খুবই সুন্দর একটা ছবি বাংলাদেশে এমন ছবি যদি আরও বেশি বেশি বানাতেন তো আজ চলচিত্রের এমন অবস্তা হতনা🤕আলমগীর স্যরকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা ছবি বানানোর
জন্য 👏👏
এক কথাই অসাধারণ 💓❤️❤️❤️
এই ছিনেমার মধ্যো দিয়ে বোঝানো হয়েছে নিজের জিবন কারোর জন্যো নষ্ট করো না।
হইতো শেষ সময়ে বাঁচার জন্যো যুদ্ধ করতে হবে।
অনেক অনেক অনেক কারিশমা সম্পন্ন মিষ্টুি মধুর আত্মা লুকিয়ে আছে। আপনার ভিতর অনেক সুন্দর একটা রোমান্টিক জিনিস আছে। যা সবার কাছে পাওয়া যায় না।
আপনি, চম্পা ম্যাম মিলে একটা টেলিফ্লীম করে ছিলন সেই টা দেখতে চাই কিউট ভাইয়া,,,,,, ❤❤❤
😢😢😢😢 ভালোবাসা যার কষ্ট দিয়েছে।সেই বেশি কাদবে ছবিটা দেখে...
ইন্ডিয়া র এক নায়িকা র সংগে একটা সাক্ষাকার করে, একটি সিনেমা র গল্পের কথা বলতে ছিলেন সেই অনুষ্ঠান টা দেখতে চাই ❤❤❤❤❤
অনেকদিন পর একটি ভালো ছবি দেখলাম। সবাই অনেক ভালো অভিনয় করেছেন, বিশেষ করে রিতুপর্ণার অভিনয়টা অসাধারন ছিলো!
সম্পূর্ণ চলচ্চিত্রটি খুব মনোযোগ দিয়ে দেখলাম... এতদিন জানতাম- অন্যতম প্রিয় অভিনেতা শ্রদ্ধেয় জনাব আলমগীর -একজন গুনী অভিনেতা, কিন্তু “একটি Cinema’র গল্প” চলচ্চিত্রটি দেখার পর জানলাম, তিনি বাঙলা চলচ্চিত্রের অসম্ভব গুনী একজন- কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ লেখক এবং পরিচালক।
তিনি এতো মনোযোগ দিয়ে, এতো নিখুঁত শৈল্পিকভাবে কাজটি করেছেন যে- খুব ভালো লেগেছে। এই চলচ্চিত্রের প্রতিটি এতো দরদ দিয়ে তিনি তৈরী করেছেন যে, তাদের মুখ থেকে দৃশ্যের প্রয়োজন অনুসারে সংলাপ দিয়ে তাদের জীবন্ত করে তুলেছেন যে, তিনি প্রমাণ করে দেখিয়েছেন, নায়ক বা নায়িকা বলে কিছু নেই, প্রতিটি চরিত্রই একেকজন চরিত্রাভিনেতা।
পরিচালক সহ প্রতিটি অভিনেতা ও কলাকুশলীগনই- বাংলাদেশ সহ দুই বাঙলার দর্শকদের মানসিকতা বুঝে এই চলচ্চিত্রের শৈল্পিক গুনমানের উন্নতি ঘটানোর প্রচেষ্টা সফল হয়েছে বলেই আমি মনে করি।
কাহিনীতে সুস্থ বিনোদন হিসেবে হাস্যরসের ব্যবস্থা রাখায় অর্থাৎ হাসির দৃশ্যগুলো দেখে আমি খুব মজা পেয়েছি। জীবনে হাসি-আনন্দের যে খুব প্রয়োজন এ ব্যাপারটি মাথায় রাখার জন্য- কাহিনীকার, চিত্রনাট্যকার ও পরিচালককে আন্তরিক ধন্যবাদ!
শব্দ, আলো, পোশাক, রূপসজ্জা, গীতিকবিতা, সঙ্গীত পরিচালনা, কন্ঠশিল্পীদের সুরেলা গায়কী, আবহ সঙ্গীত, চিত্রগ্রহণ, দৃশ্যধারণ, দৃশ্যের স্থান, নৃত্য, মারপিট বা বিশেষ দৃশ্য, সম্পাদনা, ব্যবস্থাপনা, শিল্প নির্দেশনা, প্রযোজনা ইত্যাদি প্রতিটি কাজই, বলতে গেলে এই চলচ্চিত্রের সবকিছুই আমার কাছে খুব ভালো লেগেছে... 👏 এক কথায় অসাধারণ!
চলচ্চিত্রের গল্পটি বাস্তবতার নিরীখে দাঁড় করানো হয়েছে, তবে, শেষে বিয়োগান্তক দিকে মোড় ঘুরিয়ে গ্রীক সাহিত্যের মতো করার চেষ্টা না করে, কবিতার চরিত্রটির মৃত্যু না ঘটিয়ে সজিবের সাথে মিলন করিয়ে একটি মিলনাত্মক সমাপ্তি ঘটালে কি, দর্শকপ্রিয়তা পেতো না বলেই- প্রযোজক, কাহিনীরার ও পরিচালক ভেবেছিলেন ?! 🤔
চলচ্চিত্র শিল্পীদের জীবনের যে বাস্তব দিকটি কাহিনীকার শ্রদ্ধেয় জনাব আলমগীর নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে চেয়েছেন- তাতে কবিতার মৃত্যু ঘটিয়ে কাহিনীকে বাস্তব থেকে তুলে নিয়ে নাটকীয় করার কি খুব দরকার ছিলো ?! 🤔
প্রতিটি শিল্পী এতো দরদ দিয়ে অভিনয় করেছেন যে, প্রতিটি কলাকুশলী এতো মনযোগ দিয়ে কাজ করেছেন যে- চলচ্চিত্রটি কয়েকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে বলেই আমি প্রত্যাশা রাখছি...
-স্বপ্ন সোহাগ
-০৮’ই চৈত্র ১৪২৮; 22’nd March 2022.
-মিলানো, লোম্বারদিয়া, ইতালিয়া।
এই যুগে এত সুন্দর মুভি হয়
আলমগীর স্যারকে অনেক অনেক অনেক ধন্যবাদ
কে কে আমার মতন 2023 সালে এসেও এই মুভিটা দেখে❤❤❤
আমি
না
Qe
আমি এই প্রথম দেখতাছি
আমি
বাংলাদেশের নায়িকা পারে শুধু চেচাতে আর লাফ পারতে। ঋতুপনার অভিনয় Excellent.
খুব শক্তিশালী অভিনেত্রী
ছবিটা আসলেই দূরদান্ত চোখে বার বার পানি চলে আসছে ধন্যবাদ পরিচালক ভাইকে আমাদেরকে এত সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
মনের অজান্তেই দুই চোখ দিয়ে অঝোরে পানি চলে আসল। পরিবারের সকলকে নিয়ে দেখার মতো একটি সিনেমা। ধন্যবাদ পরিচালক সাহেব কে আমাদের মাঝে এতো সুন্দর সিনেমা উপহার দেওয়ার জন্য। আর এই রকম করুন কাহিনীর সিনেমার অপেক্ষায় রইলাম। একটি সিনেমার গল্প সিনেমার মধ্যেই লুকিয়ে আছে সিনেমার গল্পটি। আর নায়ক আলমগীরের অভিনয়ের কোন তুলনা করা যায় না।
সাকিব খান ঋতুপর্ণা মুভি চাই
বিবাহ করার আগে সমপর্ক সবারই থাকে কিন্তু কোনো কারনে বিবাহ হয়ে গেলে আগের সমপর্ক ভুলে গেলেই সংসারে আর কোনো ঝগড়া হবে না।
অনেক অনেক ভালো লেগেছে এরকম আরো সিনেমা চাই
Osomvob sundore hoice sobar ovinoi.r rituporna asolei akjon guni ovinetri r champa madam o.alomgir sir o tar Meyer ovinoi o khub Valo laglo.arifin suvo khub Valo ovinoi pare.adesher onek ceniour nayika ase jara sujok Pele amon main nayikar motoh Mon cowa ovinoi Korte parbe obbosoy Bangladesh er cenemar Jonno abong ei cenemar sate sogslisto sokoler Jonno dowa o suvokamona roylo.....sokolei dherghojibi hok......
শাবনুর চলচিত্র বাদ দেওয়ার পর বাংলাদেশের এই মুভিটাই ভালো লাগছে
❤❤❤চিরসবুজ ভাইয়া তোমার / রোমানার একটা টেলিফ্লীম নস্টালজিয়া নাটক টা দেখতে চাই,,,,,৷ ❤❤❤
Apurbo.thank you writter k,producer k,actress der k.
আমার মনে এই ছবি জাতীয় পুরস্কার দেয়া হোক,
Amar onk cohker pani jorce kokhon kuvabe je aslo nijer ojante,asole onk vlo hoice movie ta 😍jatio puruskar deya hok aiy movie tar😍 thanks all
Rituparna khubkhub sunder lagcha areshuvoo are sata khub sunder maniacha
ঋতুপর্ণা যে সব ধরণের অভিনয়ে দক্ষ এই বইটা না দেখলে জানতাম না। উনি একাই সিনেমাটাকে ফুটিয়ে তুলেছেন।
আপনিও একজন বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ এইজন্য ঋতুপর্ণার যে সব ধরনের অভিনয় দক্ষ আছে সেটা আপনি বুঝতে পেরেছেন
প্রেম ভালোবাসা কোন বয়স মানে না। সিনিয়র শিল্পী ঋতুপর্ণার সাথে ও আরেফিন শুভ দারুণ রোমান্স করেছে।
এমন বাংলা চবি ফাস্ট আজ দেখলাম,ধন্যবাদ সবাইকে
প্রিয় অভিনেতা আলমগীর আছে তাই দেখা শুরু করলাম
সত্যিই কান্না করে পেলছি😰😰😰
খুব সুন্দর হয়েছে এ রকম একটা ছবি দেশবাসীকে উপহার দেওয়ার জন্য পরিচালক কে।
মা এবং ছেলের অভিনয় খুবই সুন্দর হয়েছে
Mozza sir ai doroner cinema ase deikai চলচ্চিত্ৰ o ase
সত্যি অসাধারণ কাহিনি নির্ভর সিনেমা,এরকম সিনেমা দরকার
Hmm sistr
ছবিটা দেখে না কেঁদে পারলাম না,,, জিবনের সাথে অনেক মিল আছে বলে ভাল লাগলো
অনেকদিন পরে ঋতুপর্ণার একটা মুভি দেখলাম সত্যি খুব ভালো লাগছে আমার এই রকম একটি মুচু উপহার দেবার জন্য আলমগীর স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই
অসাধারণ মুভি
রিতু অনেক সুন্দর অভিনয় করেছেন
নতুন কিছু দেখতে চাই কিউট ভাইয়া,,, ❤❤❤
অনেক সুন্দর ছবি এরকম ছবি উপহার দেওয়ার জন্য আপনাদের সকল টিম কে অনেক অনেক ধন্যবাদ আশা করি এরকম ছবি আরও উপহার দেবেন
ছবি টি দেখে অনেক বার আমার চোখ দিয়ে পানি বের হয়ে ছে। খুব সুন্দর একটি ছবি।
মন্তব্য করার ভাষা নাই সত্যি অসাধারণ ❤❤
সেই আমার প্রিয় নায়ক আলম
গীর স্যার
একদিন সবাইকে চলে যেতে হবে। এটাই বাস্তব।
তবে পৃথিবী থেকে বিদায় দেওয়াটা খুবই কষ্ট। খুবই বেদনার। মুভিটা দেখে নিজের অজান্তে অনেক কান্না করেছি
বয়সের পার্থক্যে হলেও.... বাংলাদেশী নায়িকাদের চেয়ে ভালো অভিনয় করেছে ঋতুপর্ণা আরেফিন শুভর সাথে
আপনি মনে হয় জানেন না যে ঋতুপর্ণা কলকাতার মহানায়িকা
Ora hindu oder rokte ovinoy tai.
ঋতুপর্ণা একজন বিবাহিত ছেলের পিছনে ঘুরে খুবই লজ্জাজনক প্রেম-ভালোবাসা পরিচয় আগে থাকতে পারে তাই বলে স্ত্রী সন্তান আছে জানার পরও তার পিছনে লেগে আছে সত্যিই দুঃখজনক তবে শেষের কাহিনীটা খুবই বেদনাদায়ক
এমন চরিএ আশা করিনাই
শুভর মুভি আমার কাছে অনেক বেশি ভালো লাগে
Ai movie jonno subscribe korlam channel ta