@@HaribhaktiTv যেখানে ইচ্ছে সেখানে চলুক, আপনি একটি সংস্থার দায়িত্বে থেকে বিকৃত মতামত প্রকাশ করা থেকে বিরত থাকুন, আমাদের আদি গ্রন্হ গুলো বিকৃত করে সনাতনীদের বিভ্রান্ত করার প্রচেষ্টা বহুদিন থেকে চলে আসছে, তাই আমাদের সাবধান হতে হবে।
দাদা, নমস্কার। আমার কিছু প্রশ্ন আপনাকে করেছিলাম। দয়া করে উত্তর দিলে খুব উপকৃত হব।শ্রী কৃষ্ণ ভগবান না হলে কিভাবে বিশ্বরূপ দর্শন করালেন?শ্রী কৃষ্ণ ও শ্রী হরি চাঁদ ঠাকুর এদের মধ্যে পার্থক্য কি?শ্রীহরি চাঁদ ঠাকুর বিশ্বরূপ কাউকে কি দেখিয়েছেন? আমি দুজনকেই শ্রদ্ধা ও সন্মান করি। দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না।
@@sonatonijoddha এক ইশ্বর ব্যাতিতো আর কোনো প্রভু নেই,,,,ইশ্বর শুধুমাত্র একজন দৃতীয় কেউ নেই,ইশ্বর এক এবং অদ্বিতীয়,তার কোন তুলনা হয় না,কেননা তার কোন ছবি অথবা প্রতিমা নেই,তার মতো কোনো কিছুই নেই,এই পুরো বিশ্বজগত নভোমণ্ডল ও ভূমণ্ডল সহ পুরো বিশ্বব্রহ্মাণ্ডের কোনো কিছুই তার মতো নয়,অতএব সৃষ্টিকর্তা মহান ও পবিত্র এক এবং অদ্বিতীয় 👈👈🙂🙂🌹🌹🙂🌹🧑👨
যদি করেই থাকে তাতে হয়েছে কি তবুও স ই একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর কেউ ই নন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বানী গীত ই একা মাত্র সরবোশেরষট গ্যান এগুলো ই ফলো করা উচিত
@@HaribhaktiTv দাদা আপনার কাছে অনেক জ্ঞান পাওয়ার আছে কোন কিছু নিয়ে যদি সংশয় দ্বিধা-দ্বন্দ্ব থাকে থাকে তাহলে কি জিজ্ঞেস করতে পারি???,অনুমতি চাই দাদা,আমার প্রণাম নেবেন ধন্যবাদ
উল্টাপাল্টা কথা বলে নিজেদের গ্রন্থ গুলোকে অবমাননা করবেন না। কথাগুলোর অর্থ বুঝে তারপরে বলবেন। যাতে যথাযথ বোঝা যায় মানুষকে শুধু বিভ্রান্তি করবেন না। নিজের ধর্ম নিয়ে। ভালোভাবে জানুন এবং মানুষকে সুন্দরভাবে বোঝান। উল্টাপাল্টা কথা বোঝাবেন না । এতে মানুষের ধর্মের প্রতি ভালোবাসা থাকবে না।
@@HaribhaktiTv অনুবাদ গ্রন্থ থেকে না বলে সঠিক বক্তব্য মূল গ্রন্থ ব্যাসদেবের মহাভারত থেকে বলুন। কারণ দুটি গ্রন্থের মধ্যে কিছু পার্থক্য আছে। আর কাশীরাম দাশ নিজে সম্পূর্ণ মহাভারত অনুবাদ করে যেতে পারেননি। কাশীরাম দাশের ভারতপাঁচালী গ্রন্থটি আক্ষরিক অনুবাদ নয় ভাবানুবাদ।
কাশী-দাশী মহাভারতে আমি এই সম্পর্কে কিছুদিন আগে পড়েছি দাদা। আমার কাছে মনে হচ্ছে ভিডিওটি ভগবান আমার জন্যই হয়তো আপনাকে দিয়ে করিয়েছেন। কারণ আমি এটা সম্পর্কে কিছুদিন যাবৎ কিছু একটা লিখব ভাবতেছি৷ আমার মনের কথা সবকিছুই আপনি বলে দিছেন। এই জন্য আন্তরিক প্রণাম রইলো দাদা। রাধা-কৃষ্ণ প্রভাবিত এলাকা এত দ্রুত সংখ্যালঘু হয় কেন তার চাইতে বিভিন্ন দেবদেবী প্রভাবিত অঞ্চলগুলোতে সংখ্যালঘু ধীরে হওয়ার কারণ কি? দাদা আমার আমার ক্রয় করা কাশীদাশী মহাভারতে গান্ধারীর ১০০ পতঙ্গ হত্যা ও যজ্ঞক্ষেত্রে স্বর্ণময় বেজির গড়াগড়ি দেওয়ার উপাখ্যান নেই। এটা কত পৃষ্ঠাতে আছে একটু বললে খুশি হবো আর আপনার এই গ্রন্থটির ছাপা দেখলেই বোঝা যায় খুব প্রাচীন কালের ছাপা। আমারটার ছাপা আধুনিক প্রিন্টারের তাই আমার গ্রন্থটি কাশীদাসী হলেও এর খাঁটি/প্রাচীনত্ব নিয়ে সন্দেহে পড়ে গেছি৷ অক্ষয় লাইব্রেরির গ্রন্থ আমি পড়েছি৷
যারা মানুষ তাদের কাছে সময়ে মুল্য অনেক। আপনার কথার কোন মুূল্য দিতে পারিলাম না। ধর্মে কোন যুক্তি পেলাম না। আমি তারপরও বলব জপ করুন গীতা ভাগবতম অধ্যায়ন করুন সুচিতা ওএকাদশী ব্রত পালন করুন তাহলেই মনে শান্তি পাবেন। হরেকৃষ্ণ
লেখালেখি দিয়ে কৃষ্ণের হাজার চরিত্র গড়া হয়েছে।সংস্কৃতে সাহিত্যে কৃষ্ণের চরিত্র যেভাবে নির্মিত হয়েছে তাতে শুধু ঘৃণার উদ্রেক করে।পড়ে দেখবেন। মহাভরত সহ অন্যান্য পুরাণগুলো।
কলুষিত নয়৷ আমাদের কুসংস্কার দূর করার প্রয়াস করা হয়েছে৷ শ্রীকৃষ্ণের চরিত্র কলুষিত করা হয়েছে জয়দেবের গীতগোবিন্দ গ্রন্থে আর বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থে৷ রাধাকৃষ্ণের আপনি যত কাহিনি জানেন সবই এই গ্রন্থের থেকেই নেওয়া হয়েছে৷
প্রথম কমেন্ট, আমি সোনাতন ধর্ম সম্পর্কে কিছুই জানিনা বল্লেই চলে।আমি আপনার কাছে জানতে চাই?প্রকৃত ধর্ম গ্রহন্ত কনটি?এবং কোন গ্রহন্ত গুলি আমাদের মেনে চলা উচিত?
আপনি বললেন মূল গ্রন্থে নাই,তাই এ গ্রন্থের গ্রহনযোগ্যতা কতটুকু?এভাবে কৌশলে শৃকৃষ্ণের চরিত্র হনন করার প্রচেস্টা থেকে নিজেকে বিরত রাখুন নইলে এর জন্য হয়ত একদিন আপনাকে চরম মূল্য দিতে হবে।ভগবান আপনাকে সুবুদ্ধি দাব করুন।
আরে তাপস বাবুকে পাপে ধরবে কেন বলুন যারা বই ছাপিয়েছে, মহাভারত তো আপনাদেরই না যা লেখা আছে তাই বলেছে তার মানে বুঝা গেল যে চুরি করে সে চোর নয় যে চোর ধরিয়ে দেয় সে চোর তাইতো
নমস্কার দাদা জানতে চাই উদ্ধার বলতে কি জন্ম-মৃত্যুর বন্ধন থেকে উদ্ধার হওয়া না অন্য কিছু ,যদি শ্রাদ্ধ করে জন্ম-মৃত্যুর বন্ধন থেকে উদ্ধার হওয়া যায় তাহলে গীতা তে যে যোগ্য ক্রিয়া যৌগ ক্রিয়া তার মানে কি ,আর মুক্তি আর কি উদ্ধার এর মধ্যে পার্থক্য আছে নমস্কার
@@BORD_MISTRI_TV ভাই, ভগবানের নাম মুখে নিলে কখনো গায়ে ফোসকা পড়ে না, বরং সকল কষ্ট দূর হয় ৷ তাই আপনাদের ধারণাটি ভুল ৷ যারা মাছ-মাংস খায় না তারা সেই সমস্ত গ্রন্থ খোঁজে যার ভিতরে মাছ-মাংস খাওয়ার নিয়ম নাই ৷ আর যারা মাছ-মাংস খায় তারা সেই সকল গ্রন্থ খোঁজে যেখানে মাছ-মাংস খাওয়ার নিয়ম দেওয়া আছে ৷ আর যে, যাহা চায় সে তাই পায় ৷ তবে কলিতে মাছ-মাংস খাওয়া সম্পূর্ণ নিষেধ আছে, কারণ মাছ-মাংস খাইয়া কলিতে স্বর্গে যাওয়া যাবে না ৷
@@milanhalder6120 ভাই, গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বলে গেছেন, কর্ম থেকে বুদ্ধ শ্রেষ্ঠ ৷ তাই ধর্মশাস্ত্রের নিয়ম অনুযায়ী সবাইকে চলা উচিত ৷ তাই অবশ্যই ত্রেতা ও দ্বাপর যুগে মাছ-মাংস খাওয়া হত ৷ কিন্তু কলিতে সম্পূর্ণ নিষেধ ৷ আর ঘাস মানুষের খাবার নয়, ওটা গরু-মোহিষদের খেতে দিতে হয় এবং তাদের থেকে দুধ সংগ্রহ করে করে, সেই দুধের বিভিন্ন খাবার সামগ্রী তৈরি করে , তাই ভক্ষণ করতে হয়।
আমাদের এখানে কয়জন মাছ মাংস খেত না তারা স্বর্গে গেছে স্বর্গে স্বর্গে থেকেআবার ফিরে চলে এসেছে এসে বলছে যে মাছ মাংস না খাইলে তাকে হেভি কেলায় শেষে আবার মাছ মাংস খাওয়া শুরু করে আমি একটা বেদব্যাস এর গ্রন্থ হতে দেখেছি কৃষ্ণ মহিষের মাংস টক খেয়েছে সে তো স্বর্গে যেতে পারেনি
আচ্ছা যদি শ্রাদ্ধ করেই থাকে ,তো কি ??? আপনারা কি তাহলে শ্রী কৃষ্ণ কে মানবেন না ,পূজা করবেন না ,,, সেই সময় যদি পূর্বপুরুষ দের কথা মত , সেটা করেই থাকে তো কি ,,,
এখানে খারাপ বার্তার কী আছে? মহাভারতের বিভিন্ন সংস্করণে বিভিন্ন ধরণের গল্প আছে। কাল্পনিক কাব্য। যে যেমন পেরেছেন বা ইচ্ছে করেছেন তেমন লিখেছেন। যারা সাহিত্যরসিক তারা উপভোগ করছেন সবগুলোই।
@@pinkpasa2634 কিছু লোক কথা বলে শাস্ত্রের জোরে স্বাস্থ্য যখন সত্য প্রমাণ দেয় তখন আমি শাস্ত্র মানুষের লেখা হয়ে যায় আর নিচে যখন ধর্মের কথা বলে তখন বিভিন্ন মনি ভগবানের কথা হয় সব যার যেরকম মনের সঙ্গে ম্যাচ করে সেটাই স্বাস্থ্যসম্মত হয় যখন স্বার্থে আঘাত লাগে, ওটা শাস্ত্রসম্মত না
যদি সবেই শাস্ত্র গ্রন্থ হয় তাহলে সঠিকটা সব বইয়ে লেখা থাকে না কেন?ধর্ম বলতে সঠিক আর ন্যায় বোঝায় তবে সব বইয়ে ন্যায় পাওয়া যায় না কেন? তবে যেটা ন্যায় সেটাই ধর্ম। আপনার মত ভুল শাস্ত্রে নিয়ে মানুষকে বিভ্রান্তি করার প্রয়োজন নাই।
হিন্দুরা খুব সহজ সরল এজন্যই আপনার ভিডিওর উত্তর ভালোভাবে দিতে চায় না যদি মুসলিম ধর্মে এমন কথা বলা হত আল্লাহকে নিয়ে তাহলে আপনি ভিডিও বানাবেন থাক দূরের কথা আপনার কথা বলার মত বডি দেখে মাথাটাই থাকতো না
দাদা আপনাকে আবারও অসংখ্য অসংখ্য ভক্তি ও শুদ্ধা জানাই। এ চরম সত্য বলার জন্য। মূল কথা হচ্ছে যারাই সোনাতন ধর্ম কথা শুনে শুনে কেবলমাত্র সোনাতনী দাবি করেন। মাছ মাংস দিয়ে যে শ্রাদ্ধ করা যায় । এটাও বহু প্রমাণ আছে। যারা বলেন যে কৃষ্ণ এইকথা বলে নাই ইহা ভুল । তাদেরকে আমি বল্লছি। যে আপনারা কৃষ্ণের জন্মের সময়। কৃষ্ণ শয়ন বলেছন যে মাছ মাংস দিয়ে দেবির পূজা দিলে তাদের মনের বাসনা পূর্ণ হবে। এটা সত্য না মিথ্যা যাচাই করে তার পরকথা বলেন।
কলির অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু,অনার জীবনি নিয়ে আলচনা করুন।
দাদা আমি একটা মহাভারত লিখেছি। সেখানে আমি লিখেছি শ্রীকৃষ্ণ শ্রাদ্ধ করেছিল ডাইনোসরের মাংস দিয়ে।
😲😲😲
🤣🤣
হরে কৃষ্ণ
দয়া করে আপনি গ্রন্থ লেখা বন্দ করুন।
কারণ আমাদের কাছে প্রভুপাদ এর গ্রন্থ আছে।
আমরা আপনার লেখা গ্রন্থ পড়তে চাই না চাই না চাই না
হরে কৃষ্ণ
আমরা কাশিদাসী মহাভারত সাধারণত আমাদের ঘরে আছে এবং পড়েছি ।এটা আছে সর্বসমক্ষে আমার জন্য ধন্যবাদ । জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ ।
অসাধারন সুন্দর একটি ভিডিও দেখলাম। আমার কাছে খুবই চমৎকার লাগলো। আশাকরি এভাবে আমারও পাশে থেকে উৎসাহ দিয়ে যাবেন।
ধন্যবাদ
মুল সংস্কৃত ভাষায় রচিত মহাভারত অনুসরণ করুন,
বিকৃত মহাভারত নিয়ে সনাতনীদের বিভ্রান্ত না করার জন্য অনুরোধ করছি।
ভাই এই বিকৃত মহাভারত বাংলায় বেশি চলে।
মুল মহাভারত কয়জন চেনে?
@@HaribhaktiTv যেখানে ইচ্ছে সেখানে চলুক,
আপনি একটি সংস্থার দায়িত্বে থেকে বিকৃত মতামত প্রকাশ করা থেকে বিরত থাকুন,
আমাদের আদি গ্রন্হ গুলো বিকৃত করে সনাতনীদের বিভ্রান্ত করার প্রচেষ্টা বহুদিন থেকে চলে আসছে,
তাই আমাদের সাবধান হতে হবে।
এই, সমস্ত তাপস বাবু নিজে বলছে না। বরং আপনারা ই ঐসমস্ত গ্রণ্থ ভালো বাসেন।
@@ashokbiswas9219 কথাগুলো তার মুক দিয়ে বের হয়েছে কেন?
আমরা কোনটা ভালোবাসি আর কোনটা ভালোবাসি না সেটা আপনাকে বলতে হবে না।
ভালো করে শূকরের মাংস খাবেন, ভালো জিনিষ
Hori , Krishna সবই এক ভগবানের একেক রূপ
হরি বল
Tapas da Jay haribol. Aami Krishna shil. Aamar bari . Malda . Thaki Delhi. Aamar ekta anurodh ekadashi upobas samparko niye ekta video banaben. Jay haribol.
হরিবোল🙏
কিছুদিন আগে এ বিষয়ে ভিডিও করেছি আমাদের চ্যানেল চেক করে দেখুন
রসালো ভাবে উপস্হাপন করতে পরলে আয় উপার্জন করা যাবে।
কতটা গবেট এরা, মূল গ্রন্থনে এগুলোর কথা উল্লেখ নেই। অথচ বিভিন্ন লেখক মহাভারতে অপব্যবহার করেছেন। দুঃখের বিষয়। এটাই কলির পুরস্কার।
দাদা, নমস্কার। আমার কিছু প্রশ্ন আপনাকে করেছিলাম। দয়া করে উত্তর দিলে খুব উপকৃত হব।শ্রী কৃষ্ণ ভগবান না হলে কিভাবে বিশ্বরূপ দর্শন করালেন?শ্রী কৃষ্ণ ও শ্রী হরি চাঁদ ঠাকুর এদের মধ্যে পার্থক্য কি?শ্রীহরি চাঁদ ঠাকুর বিশ্বরূপ কাউকে কি দেখিয়েছেন? আমি দুজনকেই শ্রদ্ধা ও সন্মান করি। দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না।
মতুয়ারা কেনো একাদশি করেনা এ বিষয়ে একটা ভিডিও বানান 🙏 হরিবোল 🙏
প্রভু আসল মহাভারত আমি একটু দেখতে চাই।দয়া করে দেখাবেন কি।
এই চ্যানেলে আছে। খুঁজুন পেয়ে যাবেন। মানুষকে প্রভু বলবেন না।
@@pinkpasa2634 সঠিক মানুষকে প্রভু বলা চলে না
@@flashlight3333 uni provu na manus,,, Tobe uni vlo kotha bolle provu Bola jete pare
@@sonatonijoddha এক
ইশ্বর ব্যাতিতো আর কোনো প্রভু নেই,,,,ইশ্বর শুধুমাত্র একজন দৃতীয় কেউ নেই,ইশ্বর এক এবং অদ্বিতীয়,তার কোন তুলনা হয় না,কেননা তার কোন ছবি অথবা প্রতিমা নেই,তার মতো কোনো কিছুই নেই,এই পুরো বিশ্বজগত নভোমণ্ডল ও ভূমণ্ডল সহ পুরো বিশ্বব্রহ্মাণ্ডের কোনো কিছুই তার মতো নয়,অতএব সৃষ্টিকর্তা মহান ও পবিত্র এক এবং অদ্বিতীয় 👈👈🙂🙂🌹🌹🙂🌹🧑👨
Radhe 🙏 radhe 🙏 radhe 🙏 Krishna
আপনাকে danda মাৰা দৰকাৰ।
হরে কৃষ্ণ 🙏🏻🙏🏻
হরেকৃষ্ণ
জয় শ্রী রাম জয় জয় রাম জয় সীতা রাম শুভ কামনা কলির যুগে অনেক কিছু নিষিদ্ধ আছে আপনি কি জানেন না
জয় শ্রী কৃষ্ণ
যদি করেই থাকে তাতে হয়েছে কি তবুও স ই একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর কেউ ই নন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বানী গীত ই একা মাত্র সরবোশেরষট গ্যান এগুলো ই ফলো করা উচিত
কৃষ্ণ গীতা বলেননি, তিনি গীতা ভুলে গিয়েছিলেন।
প্রমাণ চান?
এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছ দেখার জন্য অনুরোধ করছি🙏🙏
ঐ গ্রন্থ গুলির লেখক কি জাকির হোসেন?
@@HaribhaktiTv রাইট
কাকা আপনার সাথে কী ভাবে আমি কথা বলতে একটু বলবেন
ভালো করে বুঝতে চেষ্টা করুন। মূল বাদ দিয়ে খোশা নিয়ে গবেষণা করবেন না।
মহাভারতে এটা আমি পড়েছি। মহাভারতে বহু জায়গায় মাংস খাওয়া, মৃগয়া, পাখি শিকারের কথা আছে৷
দাদা এটা আমাদের কথা যে
মুল গ্রন্থ পড়ুন।
ধন্যবাদ
@@HaribhaktiTv দাদা আপনার কাছে অনেক জ্ঞান পাওয়ার আছে কোন কিছু নিয়ে যদি সংশয় দ্বিধা-দ্বন্দ্ব থাকে থাকে তাহলে কি জিজ্ঞেস করতে পারি???,অনুমতি চাই দাদা,আমার প্রণাম নেবেন ধন্যবাদ
@@tanmaybiswas3090
তাতে কি হলো ?
ক্ষত্রিয়রা মাংস মদ খাবেনা , এটা কোথাও নেই ।
অসাধারন একটি ভিডিও দেখলাম।।
প্রনাম শ্রী চরনে।।
আমার প্রনাম নেবেন 🙏🙏
ভগোবান আপনাকে সুবুদ্ধি দান করুনl
ধন্যবাদ
উনিখুব সরল ভক্ত চেষ্টা চালিয়ে যাক ধন্যবাদ
জয় হরিবল
আমার প্রিয় দাদাকে প্রনাম। সুন্দর আলোচনা।
ধন্যবাদ 🙏
উল্টাপাল্টা কথা বলে নিজেদের গ্রন্থ গুলোকে অবমাননা করবেন না। কথাগুলোর অর্থ বুঝে তারপরে বলবেন। যাতে যথাযথ বোঝা যায় মানুষকে শুধু বিভ্রান্তি করবেন না। নিজের ধর্ম নিয়ে। ভালোভাবে জানুন এবং মানুষকে সুন্দরভাবে বোঝান। উল্টাপাল্টা কথা বোঝাবেন না । এতে মানুষের ধর্মের প্রতি ভালোবাসা থাকবে না।
দাদা গ্রন্থে যা আছে তাইই বলেছি বা দেখিয়েছি আমরা।
@@HaribhaktiTv অনুবাদ গ্রন্থ থেকে না বলে সঠিক বক্তব্য মূল গ্রন্থ ব্যাসদেবের মহাভারত থেকে বলুন। কারণ দুটি গ্রন্থের মধ্যে কিছু পার্থক্য আছে। আর কাশীরাম দাশ নিজে সম্পূর্ণ মহাভারত অনুবাদ করে যেতে পারেননি। কাশীরাম দাশের ভারতপাঁচালী গ্রন্থটি আক্ষরিক অনুবাদ নয় ভাবানুবাদ।
@@HaribhaktiTv dekan je likeche oigula akonkar juge fake ki kore krishnak avabe papider sasti hoya uchit
@@kalyanmondal289 right
উল্টা পাল্টা না বই তে আছে
Hare Krishna Joy Haribol, Namaskar Tandra Didi. Tumi Amar Vaktipurno Pranam Nio. Mananiyo Shree Tapas Biswas Mahashoy Khub Sundor Ekti Alochana Tule Dhorechhen. Ai Video-ta UA-cam Channel-a Upload Karar Janno Tomake Asonkho Dhannobad Janai. Namaskar, Hare Krishna.
হরেকৃষ্ণ🙏
@@HaribhaktiTv Radhe Radhe
দাদা, আমার খুব সত্য জানতে ইচ্ছে করে। আপনি নিরপেক্ষ হয়ে ঈশ্বরের কৃপায় সত্য কথা বলে এগিয়ে জান।
ধন্যবাদ সত্যগুলো তুলে ধরার জন্য ?
কাশী-দাশী মহাভারতে আমি এই সম্পর্কে কিছুদিন আগে পড়েছি দাদা। আমার কাছে মনে হচ্ছে ভিডিওটি ভগবান আমার জন্যই হয়তো আপনাকে দিয়ে করিয়েছেন। কারণ আমি এটা সম্পর্কে কিছুদিন যাবৎ কিছু একটা লিখব ভাবতেছি৷ আমার মনের কথা সবকিছুই আপনি বলে দিছেন। এই জন্য আন্তরিক প্রণাম রইলো দাদা।
রাধা-কৃষ্ণ প্রভাবিত এলাকা এত দ্রুত সংখ্যালঘু হয় কেন তার চাইতে বিভিন্ন দেবদেবী প্রভাবিত অঞ্চলগুলোতে সংখ্যালঘু ধীরে হওয়ার কারণ কি?
দাদা আমার আমার ক্রয় করা কাশীদাশী মহাভারতে গান্ধারীর ১০০ পতঙ্গ হত্যা ও যজ্ঞক্ষেত্রে স্বর্ণময় বেজির গড়াগড়ি দেওয়ার উপাখ্যান নেই। এটা কত পৃষ্ঠাতে আছে একটু বললে খুশি হবো আর আপনার এই গ্রন্থটির ছাপা দেখলেই বোঝা যায় খুব প্রাচীন কালের ছাপা। আমারটার ছাপা আধুনিক প্রিন্টারের তাই আমার গ্রন্থটি কাশীদাসী হলেও এর খাঁটি/প্রাচীনত্ব নিয়ে সন্দেহে পড়ে গেছি৷ অক্ষয় লাইব্রেরির গ্রন্থ আমি পড়েছি৷
ঠিক আছে আমি বলে দেব।
@@HaribhaktiTv ধন্যবাদ দাদা
যারা মানুষ তাদের কাছে সময়ে মুল্য অনেক। আপনার কথার কোন মুূল্য দিতে পারিলাম না। ধর্মে কোন যুক্তি পেলাম না। আমি তারপরও বলব জপ করুন গীতা ভাগবতম অধ্যায়ন করুন সুচিতা ওএকাদশী ব্রত পালন করুন তাহলেই মনে শান্তি পাবেন। হরেকৃষ্ণ
আপনার কিছুই করতে হবে না আপনি শুধু মাসের ইসটোভিতি দেবেন তাহলেই হবে
দাদা আপনি মাসে মাসে কত কোরে দেন
Kicu kora lagbe na sudu hori bol hori bol bole
Sob kothar ses kotha holo hori hori
দাদা শ্রীকৃষ্ণের শুয়ারের মাংস খাওয়ার ব্যাপারে যানতে চাই কতো অধ্যায় কোন গ্রহন্তে পাতায় যানতে চাই হরিবল জয় হরিবল মাতাপিতার জয় মেমারি বর্ধমান
মূল মহাভারতে যা নেই তা ইতিহাস নয়। কাশিদাস বা কৃত্তিবাস না, আমাদের আরাধ্য বাল্মীকি ও ব্যাস
শ্রাদ্ধ করতে মাংস লাগে ?
না
হরিবল
বই টা কি করে নিবো যানাবে না
মিথ্যা প্রচার ও প্রসার দণ্ডনীয় অপরাধ।
এখানে কৃষ্ণচরিত্র যে কুলশীত করার প্রয়াস হচ্ছেনা তা আমরা সনাতনীরা কিভাবে নিশ্চিত হতে পারি!
লেখালেখি দিয়ে কৃষ্ণের হাজার চরিত্র গড়া হয়েছে।সংস্কৃতে সাহিত্যে কৃষ্ণের চরিত্র যেভাবে নির্মিত হয়েছে তাতে শুধু ঘৃণার উদ্রেক করে।পড়ে দেখবেন। মহাভরত সহ অন্যান্য পুরাণগুলো।
ধর্মগ্রন্থগুলোই ভালো করে অধ্যায়ন করুন
কলুষিত নয়৷ আমাদের কুসংস্কার দূর করার প্রয়াস করা হয়েছে৷ শ্রীকৃষ্ণের চরিত্র কলুষিত করা হয়েছে জয়দেবের গীতগোবিন্দ গ্রন্থে আর বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থে৷ রাধাকৃষ্ণের আপনি যত কাহিনি জানেন সবই এই গ্রন্থের থেকেই নেওয়া হয়েছে৷
@@tanmaybiswas3090 কৃষ্ণের কাহিনি যেখানে লেখা হয়েছে কলুষিত করেই লেখা হয়েছে। পুরাণগুলোতে।
@@pinkpasa2634 মহাভারতে তো পেলাম না ভাই!
অসাধারণ উপস্থাপনা . ধন্যবাদ আপনাকে . নদীয়ার রঘুনন্দন ভট্টাচার্যের সম্পর্কিত VIDEO কবে পাবো?
তাড়াতাড়ি পাবেন
TUMAR BABA MNE HY NAMAJ PORTO
Apni eysob sarther jonno korcen so apni joto tuku parben mul mahavarat thake niye tarpor procar korben
Amar mone hoy apnader moto sarthopor manuser jonno e aj sonaton dhormer khoti hocce
মনে হয় গাঁজা বেশি পুরনো হয়েছে।
হরিচাঁদ গুরুচাঁদ শুকরের মাংস খেতেন বলার অর্থ ওড়াকান্দি যে যায় শুকরের মাংস খেয়ে আসে
ঠিক বলেছেন
Hare Krishna
হরে কৃষ্ণ🙏
প্রথম কমেন্ট, আমি সোনাতন ধর্ম সম্পর্কে কিছুই জানিনা বল্লেই চলে।আমি আপনার কাছে জানতে চাই?প্রকৃত ধর্ম গ্রহন্ত কনটি?এবং কোন গ্রহন্ত গুলি আমাদের মেনে চলা উচিত?
Radhe Radhe
Shastra Grantha Path kore amader eituku jivan e beshi kissu jante parina
Jodi Gurur Kripa hoy, Tobe hoyto anek kissu hote pare
Bujhina Thakur Tomar Lila !
"Guru, Tomar Lila bujhe Vobe Saddho ba Kar,
Tumi Jare Bujhao, Sei Jon bujhe, aporer bujha Bhar"
Jai Radhe Govindo
হরিবোল
Jeeb hoity moha paap
আপনি বললেন মূল গ্রন্থে নাই,তাই এ গ্রন্থের গ্রহনযোগ্যতা কতটুকু?এভাবে কৌশলে শৃকৃষ্ণের চরিত্র হনন করার প্রচেস্টা থেকে নিজেকে বিরত রাখুন নইলে এর জন্য হয়ত একদিন আপনাকে চরম মূল্য দিতে হবে।ভগবান আপনাকে সুবুদ্ধি দাব করুন।
হুমকি দিচ্ছেন নাকি?
@@sukantasikder3483 হুমকি নয় উপদেশ। কারন তাপসবাবু যা করছেন তা জেনে-বুঝে পাপ করছেন আর পাপ বাপকেও ছাড়েনা।
ভাই আপনাদের শাস্ত্র কৃষ্ণকে চরিত্রহীন করেছে, আমি করব কেন?
@@HaribhaktiTv মূল গ্রন্থে যা নাই তা উপস্থাপন করে বলছেন শাস্ত্রে আছে, আপনিতো আসল বাদ দিয়ে নকল নিয়ে টানাটানি করেন।যে জেগে ঘুমায় তার ঘুম ভাংগানো যায়না।
আরে তাপস বাবুকে পাপে ধরবে কেন বলুন যারা বই ছাপিয়েছে, মহাভারত তো আপনাদেরই না যা লেখা আছে তাই বলেছে তার মানে বুঝা গেল যে চুরি করে সে চোর নয় যে চোর ধরিয়ে দেয় সে চোর তাইতো
আমার মনে হয় এই ষ্টুডিওর মালিক মুসলিম হিন্দু ধর্ম কে হেও করতে চাই ছে
বলেন কি?? 😇😇😇😇
মুসলিম নয় মূর্খ দালাল
@@HaribhaktiTv right
@@HaribhaktiTv hm hoteo pare
খুব ভালো ।।।
খুবই সুন্দর আলোচনা শুলাম
ধন্যবাদ
Kasi dasi mahabharot manbo kano
নমস্কার দাদা জানতে চাই উদ্ধার বলতে কি জন্ম-মৃত্যুর বন্ধন থেকে উদ্ধার হওয়া না অন্য কিছু ,যদি শ্রাদ্ধ করে জন্ম-মৃত্যুর বন্ধন থেকে উদ্ধার হওয়া যায় তাহলে গীতা তে যে যোগ্য ক্রিয়া যৌগ ক্রিয়া তার মানে কি ,আর মুক্তি আর কি উদ্ধার এর মধ্যে পার্থক্য আছে নমস্কার
Mool byasdev mahabharate hollo akdam satya, r kashi dashi mahabharate bhool lekha hoyece,ei dui granther modhye kono mil nei..
ধন্যবাদ
চ্যানেলটিটক অসংখ্য ধন্যবাদ,
Ajana jinis dekhanor jonno dhannobad hare krishna
Apnr nijei akta sukor
তাপস দাদা শ্রীকৃষ্ণ তো পৃথিবীতে আসে নাই আমার অভিমত।
ভালো ভালো 😄😄
@@kalkiavtar2914 আপনার মাথায় মগজ থাকলে একথা বলতেন না বোকা কলকি
@@pinkpasa2634 হিন্দু ধর্ম theory প্লাস প্র্যাকটিক্যাল ,,,না বুজলে pogo দেখুন বাচ্ছাদের মতো বুজলেন🥴🥴
4 বেদ + 108 উপনিষদ+ 18 পুরাণ + 1লাখ শ্লোক ভগবত মহাভারত,+ রামায়ণ
,আয়ুর্বেদ সাস্ত্র+ বিমানিকা সাস্ত্র+ মন্দির বানানোর নীতি সাস্ত্র+ yoga সাস্ত্র+ অস্ট্রোলোজি সাস্ত্র+++++
👆 এই সব পড়ার পর বিচার করবেন কাল্পনিক কিনা🥴🥴 অবশ্য বাচ্ছাদের মাথায় কিছু ঢুকবে না,,,তাই কার্টুন pogo দ্দেখুন🥴🥴🥴
পড়েই বলছি। ওগুলো আমার গবেষণার বিষয়।
@@kalkiavtar2914 নতুন তথ্য থাকলে জানাবেন 🙏আমি এ বিষয়ে ভীষণ কৌতুহুলী।
❤👌
🙏🙏
ওটার নাম জাত বরাহ নয়, শ্বেত বরাহ ৷ আর সেই কৃষ্ণের আবির্ভাবের যুগটা ছিল, দ্বাপর যুগ ৷ আর এই কলিযুগে মাছ-মাংস সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে ৷
তাহলে আপনারা দ্বাপদ যুগে মাছ খেতেন আর কলি যুগে ঘাস খাচ্ছেন
দাপার যুগের ভগবানের ভজনা করতে পারেন দ্বাপর যুগের কথা বলে গায়ে ফোসকা পড়ে কেন
@@BORD_MISTRI_TV ভাই,
ভগবানের নাম মুখে নিলে কখনো গায়ে ফোসকা পড়ে না, বরং সকল কষ্ট দূর হয় ৷ তাই আপনাদের ধারণাটি ভুল ৷
যারা মাছ-মাংস খায় না তারা সেই সমস্ত গ্রন্থ খোঁজে যার ভিতরে মাছ-মাংস খাওয়ার নিয়ম নাই ৷ আর যারা মাছ-মাংস খায় তারা সেই সকল গ্রন্থ খোঁজে যেখানে মাছ-মাংস খাওয়ার নিয়ম দেওয়া আছে ৷ আর যে, যাহা চায় সে তাই পায় ৷ তবে কলিতে মাছ-মাংস খাওয়া সম্পূর্ণ নিষেধ আছে, কারণ মাছ-মাংস খাইয়া কলিতে স্বর্গে যাওয়া যাবে না ৷
@@milanhalder6120 ভাই,
গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বলে গেছেন, কর্ম থেকে বুদ্ধ শ্রেষ্ঠ ৷ তাই ধর্মশাস্ত্রের নিয়ম অনুযায়ী সবাইকে চলা উচিত ৷ তাই অবশ্যই ত্রেতা ও দ্বাপর যুগে মাছ-মাংস খাওয়া হত ৷ কিন্তু কলিতে সম্পূর্ণ নিষেধ ৷
আর ঘাস মানুষের খাবার নয়, ওটা গরু-মোহিষদের খেতে দিতে হয় এবং তাদের থেকে দুধ সংগ্রহ করে করে, সেই দুধের বিভিন্ন খাবার সামগ্রী তৈরি করে , তাই ভক্ষণ করতে হয়।
আমাদের এখানে কয়জন মাছ মাংস খেত না তারা স্বর্গে গেছে স্বর্গে স্বর্গে থেকেআবার ফিরে চলে এসেছে এসে বলছে যে মাছ মাংস না খাইলে তাকে হেভি কেলায় শেষে আবার মাছ মাংস খাওয়া শুরু করে আমি একটা বেদব্যাস এর গ্রন্থ হতে দেখেছি কৃষ্ণ মহিষের মাংস টক খেয়েছে সে তো স্বর্গে যেতে পারেনি
সম্পূর্ণ ভুল ভাল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না।
SUPER. ANS,
Sree. Krishner pirbpursh. Ke. Chhilen. He bakta apani balun
বসুদেবের বাপ ঠাকুরদা ও তাদের বাপ ঠাকুরদা
@@HaribhaktiTv o
বিশুদ্ধ কাশীদাসী।মহাভারত। আদিপর্ব, এ বই টা পাওয়া যাবে।
আপনি যে কাকে বড় করবেন তা বোঝাটা সাধারণ মানুষের বোঝা কোঠিন
আমি কাউকে বড়ো ছোট করতে চাই না,
শাস্ত্রে যা আছে তাই বলি।
@@HaribhaktiTv এটই তো সঠিক প্রচারণ আপনি ঠিক আছেন
আপনাকে বলছি দয়া করে বিভ্রান্তিকর মন্তব্য ইউটিউবে ছাড়বেন না,
সত্য সত্যই
@@HaribhaktiTv r8
Galpo
আমার শিব পুরান বই টা নিবো
VERY BEAUTIFUL APNAR KHOTHA
জয় হরিবোল, দাদা একটা প্রশ্ন ছিল, কৃষ্ণ নাকি হরিণের মাংস খেয়েছিলেন?
সব কিছু খেতেন তিনি 🙏
@@HaribhaktiTv আপনি কি প্রমান দেখাতে পারবেন
@@HaribhaktiTv প্রমাণ করে দেন তো দাদা একটু ধর্মগ্রন্থ থেকে
@@HaribhaktiTv horiner mangsho ki karap nki porishkar
@@HaribhaktiTv hm amdr krishna ja kheto sob proman dekan??
আচ্ছা যদি শ্রাদ্ধ করেই থাকে ,তো কি ??? আপনারা কি তাহলে শ্রী কৃষ্ণ কে মানবেন না ,পূজা করবেন না ,,, সেই সময় যদি পূর্বপুরুষ দের কথা মত , সেটা করেই থাকে তো কি ,,,
তাহলে আপনার মতে ভগবান কে,,,,???? জানাবেন একটু,,,
কৃষ্ণ শূকর মেরেছিলেন বলে কি তিনি ভগবান নন??
@@HaribhaktiTv আমার মনে কোন সংশয় নেই,, কিন্তু আপনি তো মানেন না,,,তো আপনার কাছে কে ভগবান এটাই জানার ছিল বলবেন একটু,,,
দাদা উনার মতামত আপনি কেন নিতে চাচ্ছেন, আসলে বেদ ও গীতার মতামত কি আপনি আগে সেটা দেখেন
@@HaribhaktiTv proman ki krishna sukor mereche apnr real mohavaror anun ar amdr dekan
Tor baba tor vogoban
tobe kashidasi mahabarat er kotha prochar korchhen kono?Somaje vul barta jachhe na ki?
কাশিদাসী মহাভারতকে বাংলার সমাজ মুলমহাভারত ভাবেন। তাই তাদের দেখানোর জন্য এই ভিডিও
এখানে খারাপ বার্তার কী আছে? মহাভারতের বিভিন্ন সংস্করণে বিভিন্ন ধরণের গল্প আছে। কাল্পনিক কাব্য। যে যেমন পেরেছেন বা ইচ্ছে করেছেন তেমন লিখেছেন। যারা সাহিত্যরসিক তারা উপভোগ করছেন সবগুলোই।
@@pinkpasa2634 কিছু লোক কথা বলে শাস্ত্রের জোরে স্বাস্থ্য যখন সত্য প্রমাণ দেয় তখন আমি শাস্ত্র মানুষের লেখা হয়ে যায় আর নিচে যখন ধর্মের কথা বলে তখন বিভিন্ন মনি ভগবানের কথা হয় সব যার যেরকম মনের সঙ্গে ম্যাচ করে সেটাই স্বাস্থ্যসম্মত হয় যখন স্বার্থে আঘাত লাগে, ওটা শাস্ত্রসম্মত না
এভাবেই তো সনাতন ধর্মের বিকৃতি হচ্ছে !!!!
@@Kalyanimandal00 সনাতন ধর্ম কী জিনিস বুঝিয়ে বলুন।
এই মিথ্যে অপবাদ বন্ধ করুন
দাদা নাম্বার টা দেন প্লিজ
দাদা এখানে নাম্বার দেওয়া নিষেধ
বাবা এইভাবে চালিয়ে যাও ভাইরা সবাই তোমাদের সাথে আছি
👑Congratulations👑
সকল প্রশংসা মহান আল্লাহ র
আপনাকে ধন্যবাদ
এর সাথে সাথে তুমিও নরকে যাও
অষ্টাদশ পুরান টা দেখলাম না
কভার ছাড়া, আছে
যদি সবেই শাস্ত্র গ্রন্থ হয় তাহলে সঠিকটা সব বইয়ে লেখা থাকে না কেন?ধর্ম বলতে সঠিক আর ন্যায় বোঝায় তবে সব বইয়ে ন্যায় পাওয়া যায় না কেন? তবে যেটা ন্যায় সেটাই ধর্ম। আপনার মত ভুল শাস্ত্রে নিয়ে মানুষকে বিভ্রান্তি করার প্রয়োজন নাই।
ভুল কোনটা ঠিক কোনটা?
@@pinkpasa2634 apni Boi porun vlo kore tobr janben
হিন্দুরা খুব সহজ সরল এজন্যই আপনার ভিডিওর উত্তর ভালোভাবে দিতে চায় না যদি মুসলিম ধর্মে এমন কথা বলা হত আল্লাহকে নিয়ে তাহলে আপনি ভিডিও বানাবেন থাক দূরের কথা আপনার কথা বলার মত বডি দেখে মাথাটাই থাকতো না
আরে ভাই আপনাদের শাস্ত্রের কথা। আমার কথা নয় 🙏
দাদা আপনাকে সাপোট করার জোনন আমার ইউ টুব বলক করে দিয়েছে আমি খুব দখিত
বিকৃত গ্রন্হ এটি।
Apni ki kisnar saka chlan vari Batman video korben na
ভুয়ো বই কখনো গ্রন্থ হয় না।
দাদা আপনাকে আবারও অসংখ্য অসংখ্য ভক্তি ও শুদ্ধা জানাই। এ চরম সত্য বলার জন্য। মূল কথা হচ্ছে যারাই সোনাতন ধর্ম কথা শুনে শুনে কেবলমাত্র সোনাতনী দাবি করেন। মাছ মাংস দিয়ে যে শ্রাদ্ধ করা যায় । এটাও বহু প্রমাণ আছে। যারা বলেন যে কৃষ্ণ এইকথা বলে নাই ইহা ভুল । তাদেরকে আমি বল্লছি। যে আপনারা কৃষ্ণের জন্মের সময়। কৃষ্ণ শয়ন বলেছন যে মাছ মাংস দিয়ে দেবির পূজা দিলে তাদের মনের বাসনা পূর্ণ হবে। এটা সত্য না মিথ্যা যাচাই করে তার পরকথা বলেন।
নকল গ্ৰন্থে ভরপুর
আপনি মানেন সেটা বলুন...মুল গ্রন্থ ছাড়া দেখাচ্ছেন আবার বলছেন আপনাদের বক্তব্য নেই...
Kasi dasi noi kashiram Daser mahabharat bhul bolben naa doya kore
প্রনাম 🙏
26/7/22
প্রনাম🙏🙏
মূল মহাভারতে নারায়ণী সেনার জন্ম কথা আছে কি না?
একটু আলাদা ভাবে আছে
Comedy king
Hari Chad er Hari nam ta kotha theke elo vai?? seta vabun. Apni hindu dharme bived er chesta korchen. Boli muslim sangathan thek taka pan naki??
Sohomot pach mishali
Krishna r dosgun tathakathita sastra dkhe bala murkhata ya naraadham
এইসব গ্রন্থ না পড়ে মূল গ্রন্থ পড়ুন
Baler news,vul val bolen kano?
That means you are admitting that modern translated Mahabharata is corrupted by someone.
Apnar aei mahabharot ta raetr kehe pagol porobad.
আমি আপনার ভিডিও নিয়মিত দেখি এবং দেখে আমি নাস্তিক হয়ে যাচ্ছি। সত্যি বলতে কি ভগবান সত্ত্বা বলতে কিছু আছে?
ইস্কনের সরানগত হোন এসব বিকৃত মানসিকতার লোকের ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না
মাথা নষ্ট আছে নেকি আপনাৰ। এইসব বাজে কথা বললে কেও ভাল পায় না।
ধর্ম শাস্ত্রের বাণী হাস্যরসের খনি
একদম ঠিক 👍👍
@@HaribhaktiTv right
এগুলো ঢপের কেত্তন
Apni Jodi eto kisu jene thaken ....
Tahole apnake Nobel dewa uchit ...
Vogoban apnake shubuddhi Dan koruk😂😂