জনাব, আমার দাদা ৮.২৫ শতক জমি ক্রয় করেন ১৯৫৬ সালে। তিনি মারা যান ১৯৭০ সালে, তিনি মারা গেলে তার ওয়ারিশ থাকে তার ৫ ছেলে, ২ কন্যা এবং ১ স্ত্রী। ১৯৭৮ সালে ওয়ারিশ দের নামে নাম্পর্তন করা হয় এবং ১৯৯৭ সালে আর এস এ শরিকদের অংশ মোতাবেক রেকর্ড হয়। কিন্তূ জমির কোনো ভাগ বাটোয়ারা হয়নি। আমার পিতা (অর্থাৎ আমার দাদার ৫ ছেলের ১ ছেলে) মারা যান ২০০৪ সালে, তিনি মারা গেলে তার ওয়ারিশ থাকে ২ পুত্র, ১ কন্যা এবং ১ স্ত্রী। আমার দাদী ২০০৭ সালে মারা যান। ২০২১ সালে সম্পর্টির ভাগ বাটোয়ারা জন্য বাটোয়ারা কেস করা হয়েছে। আমার প্রশ্ন হল যে, যেহেতু আমার বাবা তার মার আগে মারা গেছে সেই ক্ষেত্রে কি আমার দাদী আমার বাবার অংশ থেকে পাবে অর্থাৎ আমরা আমার বাবার প্রাপ্য সম্প্রতি পাবো না কি আমাদের অংশ কমবে? আর দাদীর অংশ থেকে আমরা পাবো কি? কোন কেসের রেফারেন্স থাকলে দয়া করে জানাবেন।
১৯৬১ সালের আইনের আগে ছেলে মারা গেছে কিন্তু বাবা ১৯৬১ আইনের পরেও জীবিত ছিলেন এঅবস্থায় কি নাতিরা অংশ পাবে
পাবে
এই ফরায়েজ টার কপি কিভাবে পাওয়া যাবে
ভাই অলা সম্পদ কি?
জনাব,
আমার দাদা ৮.২৫ শতক জমি ক্রয় করেন ১৯৫৬ সালে। তিনি মারা যান ১৯৭০ সালে, তিনি মারা গেলে তার ওয়ারিশ থাকে তার ৫ ছেলে, ২ কন্যা এবং ১ স্ত্রী। ১৯৭৮ সালে ওয়ারিশ দের নামে নাম্পর্তন করা হয় এবং ১৯৯৭ সালে আর এস এ শরিকদের অংশ মোতাবেক রেকর্ড হয়। কিন্তূ জমির কোনো ভাগ বাটোয়ারা হয়নি। আমার পিতা (অর্থাৎ আমার দাদার ৫ ছেলের ১ ছেলে) মারা যান ২০০৪ সালে, তিনি মারা গেলে তার ওয়ারিশ থাকে ২ পুত্র, ১ কন্যা এবং ১ স্ত্রী। আমার দাদী ২০০৭ সালে মারা যান। ২০২১ সালে সম্পর্টির ভাগ বাটোয়ারা জন্য বাটোয়ারা কেস করা হয়েছে। আমার প্রশ্ন হল যে, যেহেতু আমার বাবা তার মার আগে মারা গেছে সেই ক্ষেত্রে কি আমার দাদী আমার বাবার অংশ থেকে পাবে অর্থাৎ আমরা আমার বাবার প্রাপ্য সম্প্রতি পাবো না কি আমাদের অংশ কমবে? আর দাদীর অংশ থেকে আমরা পাবো কি?
কোন কেসের রেফারেন্স থাকলে দয়া করে জানাবেন।
1961 সালের আইন হওয়ার পূর্বে ম্রত ব্যাক্তির সম্পওি তাদের সন্তান ছাড়াও আর কারা পেত? এই আইন শুরু হওয়াতে কারা কারা বাদ পরেছে যদি একটু বুঝিয়ে বলতেন।