সোলার দিয়ে আমি কি কি চালাই,এর সুবিধা অসুবিধা কি জানুন। সোলার প্যানেল/sular penel /

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • সোলার দিয়ে আমি কি কি চালাই,এর সুবিধা অসুবিধা কি জানুন। সোলার প্যানেল/sular penel
    আপনার সোলারের বেপারে কিছু যানা প্রয়োজন হলে কমেন্ট করুণ আমাকে। Sular penel /
    How many watts of solar power you can use, what batteries you can use, how much it costs, today I will share some information from my six years of experience so that you can benefit from its pros and cons.
    #sular #sular_penel
    #সোলার_প্যানেল
    #sular_setting
    সোলার বিসয়ে আরো জানতে নিচের লিঙ্ক ক্লিক করুন।
    • #Sular penel
    👇Facebook
    www.facebook.c...

КОМЕНТАРІ • 66

  • @sohidsheikh2313
    @sohidsheikh2313 Рік тому +4

    সঠিক তথ্য দিযার জন্য ভাই জান আপনাকে আমার মন থেকে দোয়া করি ভালো থাকবেন

  • @mdarafathhossen
    @mdarafathhossen Рік тому +3

    একদম খাঁটি উপদেশ,,,
    ধন্যবাদ স্যার❤

  • @mijanurrahman3820
    @mijanurrahman3820 25 днів тому

    আচ্ছা,আমার বাসায় ৫ ফ্যান,৮ টা বাতি চালাতে চাই,কত ওয়াট প্যানেল,এবং কত এমপিয়ার ব্যাটারী কিনলে ভালো ব্যাকআপ পাবো?? ভাইয়া একটু বলবেন!!

  • @MasudelectricMasudelectric
    @MasudelectricMasudelectric Місяць тому

    Dhanyvad bhai❤❤❤❤❤❤

  • @rifathossain901
    @rifathossain901 Рік тому +1

    অনেক ধন্যবাদ ভাই ভিডিও এর জন্য।। ভাই আমি ১০০ ওয়াটের সোলার প্যানেল, ৫০ এম্পিয়ার ব্যাটারি, ২০ এম্পিয়ার কন্ট্রোলার এর সাথে ১০০০ ওয়াটের ইন্টভার্টার ইউজ করতে চাই।। এগুলো দিয়ে ১৪ ওয়াটের ৩ টা সোলার ফ্যান, ৫ ওয়াটের ৩ টা লাইট এবং ল্যাপটপ + মোবাইল চার্জ দিতে চাই।।আমার ব্যাকাপ দরকার ৬ ঘন্টা।।আপনার মুল্যবান মতামত আশা করছি।।।

    • @litonmake1
      @litonmake1  Рік тому +1

      না ভাই আপনি ৫০ এম্পিয়ার বেটারি দিয়ে এতো কিছু চালাতে পারবেন না । Dc ফেন ১৪ ওয়ার্ড ৩ টা হলে ৪২ ওয়ার্ড, dc লাইট ৩ টা ৫ ওয়ার্ড হলে ১৫ ওয়ার্ড,,... মোট ৫৭ ওয়ার্ড হয় ,, ৫০ এম্পিয়ার বেটারি দিয়ে ভাই ১ ঘন্টা ২০ মিনিট চালাতে পারবেন। লেপটক, মোবাইল চার্জ করা,ইনবেটার চালালে এখানে ও অনেক ওয়ার্ড নিবে,সেখেতরে আরো কম বেকাপ পাবেন।৫০ এম্পিয়ার বেটারি তে যদি ১ এম্পিয়ার লোড দেন তাহলে ৪০ ঘন্টা চলবে।২ এম্পিয়ার লোড দিলে ২০ ঘন্টা চলবে। এখন আপনি যত লোড দিবেন তত‌ই কম চলবে। আপনার খরজের উপর নির্ভর করবে ভাই।

  • @dao-po9ub
    @dao-po9ub Рік тому

    Vai kon brand er battery valo? Ar 100 watt er panel er sathe kot amph er battery valo hobe? Ar room er vitor pani battery rakle ki harmful gas ber hobe?

    • @litonmake1
      @litonmake1  Рік тому

      ভাই ,যেকোনো পাউডার বেটারি সোলারের জন্য ভালো ,পানি বেটারির চেয়ে পাউডার বেটারি দূত চার্জ হয়, নিয়ম হলো বেটারির চেয়ে ৩ গুন সোলার প্যানেল লাগানোর নিয়ম। ৬০ ওয়ার্ড বেটারির সাথে ১০০,বা ১২০ ওয়ার্ড সোলার লাগাবেন , সোলার প্যানেল বেশি হলে দূত চার্জ হয় বেটারি । ঘরের জন্য, কিংবা, সোলারের জন্য পাউডার বেটারি ব্যবহার করুন।

  • @mirajkhan8026
    @mirajkhan8026 Рік тому +1

    ১২ ইঞ্চির ৩ টা সোলার ফ্যান সেটআপে কত খরচ হবে?

    • @litonmake1
      @litonmake1  Рік тому +1

      ভাই আপনি কত ঘন্টা ব্যবহার করতে চান। ৩ টা ফেন ,এটা আমাকে জানালে সঠিক হিসাব দিতে পারবো।

    • @iddrisehowlader-oc9jm
      @iddrisehowlader-oc9jm 11 місяців тому +1

      ​@@litonmake1সুপারস্টারের ফ্যান১২ ইঞ্চি তিনটা রোজ ঘন্টা চলবে...পাসওয়ার্ডেরপাঁচ..টি বাদী ৬ ঘন্টা চলবে....কতওওয়াড সোলার প্যানেল লাগবে কত এমপি আর ব্যাটারি লাগবে

  • @shahinalom1409
    @shahinalom1409 Рік тому

    ভাই আমি ওয়াসিংমেসিন চালাতে চাই সোলার প্যানেল দিয়ে।এখন এই বিষয় একটা পরামর্শ দেন কোন প্যানেল ব্যবহার করবো দয়া করে রিপলে দিবেন

    • @litonmake1
      @litonmake1  Рік тому

      এটা আমার নাম্বার চাইলে কল দিতে পারেন।01797262486 A great সোলার প্যানেল কিনবেন।

  • @EarningLifetimeshyerBazer666
    @EarningLifetimeshyerBazer666 5 місяців тому +1

    বাস্তব কথা ব্যাটারি দিয়ে সোলার চালালে বছর শেষে উল্টো লস হয় দেড় দুই বছর পর ব্যাটারি পাল্টাতে হয় 15 থেকে 20 হাজার টাকার দাম ব্যাটারি অথচ সরকারি বিদ্যুৎ এত টাকা কখনোই যাবে না 6 হাজার টাকার নিচে যায় সারাবছর তো ব্যাটারি ছাড়া যদি সোলার শুধু দিনে চালানো যায় তাহলে ভালো

  • @mdjasim3122
    @mdjasim3122 Рік тому

    সালাম ভাই ধন্যবাদ

    • @litonmake1
      @litonmake1  Рік тому +2

      ভাই সোলার 6 বসর ধরে ব্যবহার করছি,যদি কোন কিছু যানার দরকার হয়, আমাকে কমেন্ট করবেন। আসা করি ঠকবেন্না।ইনসাআল্লাহ।

  • @nomanmiah655
    @nomanmiah655 9 місяців тому

    vai pawder battery ar lithium battery ki same na alada?

    • @litonmake1
      @litonmake1  9 місяців тому +1

      ji Vai onek tai alada....

    • @nomanmiah655
      @nomanmiah655 9 місяців тому

      vai lithium battery kun companyr ta valo hoba?

  • @মোঃনাঈমখান-শ১ট

    ভাই আপনি যে ইনভার্টার টা কয় হাজার ওয়াট ইনভার্টার ব্যবহার করতেছেন আমাকে একটু জানাবেন আমি সিস্টেম করতে চাইতাম

    • @litonmake1
      @litonmake1  Рік тому +1

      ভাই আমার ওয়াসিন মেসিন 350 ওয়াড,আমি 500 ওয়াড ইনবেটার ব্যবহার করি। আপনি জাই ব্যবহার করেন তার চেয়ে ইনবেটার টা ,200 ,300, ওয়াড বেশি নিবেন।

  • @sagorkahn28
    @sagorkahn28 Рік тому +1

    ভাই পাওডার বেটারি তো এক দুই বছরের বেসি যাবে না

    • @litonmake1
      @litonmake1  Рік тому

      জি ভাই 2... থেকে 3 ,বসরের বেশি পাউডার বেটারি জায়না,কথাটা সত্য। কিন্তু রোদ কম বা হালকা থাকলে পানি বেটারি চার্জ হয়না। এই 2 বেটারি তেই 2 ধরনের সমস্যা আছে। কিন্তু পাউডার বেটারি দূত ও হালকা রোধে চার্জ হয়। পাউডার বেটারি সোলারের জন্য বালো, আর মেয়াদের জন্য খারাপ। আর জদি লিথিয়ান বেটারি নেন,তাহলে মেয়াদ ও দূরত চার্জ হয়, কিন্তু দামটা অনেক বেশি।

  • @abosaddam9275
    @abosaddam9275 Рік тому +1

    ফ্যান কিনতে চাইলে সুপার স্টার এসি ডিসি ফ্যান সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ

  • @mdmainuddin4362
    @mdmainuddin4362 Рік тому

    Solar panel a ki siling fan chole?

    • @litonmake1
      @litonmake1  Рік тому

      জি ভাই সিলিং ফেন চলে।

    • @mdmainuddin4362
      @mdmainuddin4362 Рік тому

      @@litonmake1 vai koto watt hole siling fan freeze agulo chalano jay

    • @litonmake1
      @litonmake1  Рік тому

      @@mdmainuddin4362 জদি সিলিং ফেন, ফ্রিজ, পানির মোটর,লাইট, এগুলো সব DC হলে, এক হাজার ওয়ার্ড সোলার প্যানেল লাগবে। ...আর জদি Ac কারেন্ট করে চালান তাহলে, ২২০০ থেকে ২৪০০ ওয়ার্ড সোলার প্যানেল দরকার হবে আইপিয়াস ৫ কিলুওয়ার্ডের,ac কারেন্ট করে চালালে।খরজ হবে। প্রাই পাঁচ লাখ আশি হাজারের মতো। এতো খরজ করে কোন লাভ নেই ভাই , সোলার প্যানেল ব্যবহার করলে,ফেন লাইট এগুলো ব্যবহার করেন,কম টাকায় ২৪ ঘন্টা চালাতে পারবেন।

  • @shakibhossain-vb6jk
    @shakibhossain-vb6jk Рік тому +5

    👉এগুলো পলি প্যানেল ভালো না। এগুলো রোদে চার্য করতে হয়। মনো প্যানেল বৃষ্টির দিনেও চার্য হয়। ভাই আপনি সোলার সম্পর্কে জানেন না। তাই খারাপ বললেন।

    • @litonmake1
      @litonmake1  Рік тому +2

      ভাই আমার কাছে সব ধরনের সোলার প্যানেল আছে, বৃস্টির দিনে , মনো আর পলি ২ টাই সেম কাজ করে। কেনো পারথ্ক্ক দেখিনা। কিন্তু রোদের সময়, মনো সোলার একোরেট কাজ করে,সে খেতরে মনো ভালো। ভাই আগে জাচাই তো করবেন। আপনার কাছে টাকা থাকলে মনো সোলার ব্যবহার করেন। আমি না করছি না । আমি জাছাই বাছাই করে বিডিও বানিয়েছি ভাই, পলি সোলার ও তেমন খারাপ না,মোটা মটি ভালো । যদি টাকা থাকে মনো সোলার কিন্তে পারেন। যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ তাহলে আপনি পলি সোলার নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন,মনো সোলারের মতোই ফাইদা হবে।

    • @shakibhossain-vb6jk
      @shakibhossain-vb6jk Рік тому +2

      @@litonmake1 ধন্যবাদ। আমিও সোলার ব্যবহার করি। বেশি লোডের জন্য পাউডার ব্যটারি ভালো। আর নরমাল লোডের জন্য পানি ব্যটারি ব্যবহার করা যায়। ব্যাটারি কেনার ক্ষেত্রে ব্যাটারির উপর উৎপাদন তারিখ দেখে কিনতে হয়। উৎপাদন তারিখ থেকে এর লাইফ টাইম শুরু হয়।

  • @ahasanvlogs1152
    @ahasanvlogs1152 Рік тому +1

    পানি ব্যাটারিই ভালো আমি ৬০ এম্পিয়ার ব্যাটার ২০ ওয়াট মনো প্যনেল দিয়ে ৩টা ডিশি ১৬ " ফ্যান চালাই লাইট ১৫ টা চালাই কোন সমস্যা নাই।

    • @litonmake1
      @litonmake1  Рік тому

      জি ভাই চলবে। কিন্ত 24 ঘন্টা ব্যবহার করতে পারবেন্না। এতো কম সোলারে।

    • @onlineincometips38
      @onlineincometips38 Рік тому +1

      বলেনকি ৬০ এম্পিয়ার ব্যাটারি চার্জ দেন মাত্র ২০ ওয়াট দিয়ে আমি তো শুনছি যত এম্পিয়ারের ব্যাটারি তার থেকে অন্তত দ্বিগুন ওয়াট লাগে

    • @bdsigma136
      @bdsigma136 Рік тому

      চার্য হতে কতক্ষণ লাগে ভাই?😮

  • @royaltyfreemusicnocopyrigh8480

    আমার বাসায় ৮৫ ওয়াট পেনেল ৮০ ওয়াট ব্যটারি দিয়ে আমি ২ টা লাভা টেবিল ফ্যান ২৪ ঘন্টা চালাই এবং ৭ টা LED লাইট চালাই

    • @litonmake1
      @litonmake1  Рік тому

      জি ভাই ,লাইট আর ফেন চালানো সম্ভব, এতে খরজ অনেক কম, এটা সঠিক।

    • @royaltyfreemusicnocopyrigh8480
      @royaltyfreemusicnocopyrigh8480 Рік тому

      @@litonmake1 ৫৬ ইঞ্চি DC fan ওরজিনিয়ালি ওয়াড হয় খায় ৩ টা ৫৬ ইঞ্চি fan চালাতে কত ah battery লাগবে

    • @shakibhossain-vb6jk
      @shakibhossain-vb6jk Рік тому

      ​​@@royaltyfreemusicnocopyrigh8480 মনো প্যানেল ব্যবহার করলে ২০০ ওয়াটের প্যানেল ১০০ - ১২০এম্পিয়ারের ব্যাটারি ইউজ করতে হবে। তাহলে ফ্যান চালাতে পারবেন।

  • @mdaminul2127
    @mdaminul2127 Рік тому +1

    নোহা এসি ডিসি ফ্যান প্রাইস কত

    • @litonmake1
      @litonmake1  Рік тому +1

      আমি করোনার সময় কিনেছিলাম ৩ হাজার টাকায়, এখন ৩ হাজার ২ শত বা কম বেশ হতে পারে। এখন সব কিছুই দাম বেশি তাই সঠিক বলতে পারলাম না, তবে দাম ৩ হাজার বা ২ শত এরকমি হবে ।

  • @sobujhossen6395
    @sobujhossen6395 Рік тому

    Vi apnar to babostha pona vlo na panel hoytaca poli r chila chalano jaba mino panel lagba r adhonik invator gula lagba

    • @litonmake1
      @litonmake1  Рік тому

      ভাই 6 বসর ধরে সোলার ব্যবহার করি। কোনটা ভালো,আর কোনটা খারাপ তা আমার ভালো করেই জানা আছে, আমি এগুলো দিয়ে 24 ঘন্টা বেকাপ নিতেছি রেগুলার। আপনার টাকা আছে আপনি দামি গুলো কিনুন আর তা ব্যবহার করুন। আমি তো আপনাকে না করিনি। দামি কম দামি সব সোলারি ব্যবহার করেছি ভাই, আমি 6 বসর ধরে ব্যবহার করেছি,পরীক্ষা করে বিডিও আপলোড দিয়াছি, আপনাদের সত্যিটা জানানো কি আমার অপরাধ ভাই। দামি আর কম দামি সোলারের সামান্ন কিছু তফাত আছে, 19আর 20 এতটুকুই। দামি কিনে টাকা নষ্ট করে কি লাভ, আমাদের দেশের যেই আবহাওয়া দামি টা তো কনো কাজে আসেনা কম দামি টার মতোই কাজ করে। রোদ কখনো থাকে আবার থাকে না, এটা মূলত এক এক জায়গার আবহাওয়ার উপর নির্ভর করে, সোলার প্যানেল কিনতে হয়। ভাই আমি দামি সোলার প্যানেল কিনতে কাউকে না বলিনি।

  • @tauhidulhasanbhuiyan373
    @tauhidulhasanbhuiyan373 Рік тому +2

    আপনার সোলার সিস্টেমের ক্যালকুলেশনে ভুল আছে, সিস্টেমেও সমস্যা আছে। সেজন্যই দুই বছর পর পর ব্যাটারি পালটানো লাগে। সিস্টেম ঠিকমত করতে পারলে ৫-৭ বছর যাবে। সোলার ব্যাটারির ওয়ারেন্টিই থাকে ৫ বছর। পাউডার ব্যাটারি না, ব্যবহার করতে হবে সোলার ব্যাটারি। সাথে সোলার আইপিএস।

    • @litonmake1
      @litonmake1  Рік тому +1

      জিভাই তা আমি জানি,সেটাতে খরজ 3 গুন বেশি হয়।

  • @NasirUddinSaudi
    @NasirUddinSaudi Рік тому +1

    ভাই কম দামের পেনেল এমনি হয়।আপনি ভাল মানের পেনেল কিনেন।খামকা পালতু ইনপরমেসন দেন।পালতু

    • @litonmake1
      @litonmake1  Рік тому +1

      ভাই আমি সব ধরনের সোলার ব্যবহার করেছি, ভিসি ফেন আর ডিসি লাইট, এগুলো ২৪ ঘন্টা ব্যবহার করা যায় অল্প খরজে, ফ্রীজ,আইরন,পানির মটর, এগুলো ব্যবহারে ভাই অনেক টাকা খরচ হয়, পেনেল বেটারি বেশি লাগে, তাছাড়া পেনেল গুলো ১২,বা ১৫ ,বসর হলে বল্ট কমে যায়, বেটারি চার্জ হয়না, বেটারি ৩.বা ৫,বসর পর পর চেন্জ করতে হয়।
      হিসাব করলে কোনো লাভ ণাই। ভাই আপনার টাকা থাকলে আপনে কিনে লাগিয়ে দেখতে পারেন,আপনার কাছে টাকা আছে লস হলেও কেনো সমস্যা নাই। জাদের টাকা কম তাদের সমস্যা, আমি দীর্ঘ ৬,৭ বসর ধরে ব্যবহার করতেছি সেই অবিক্গতা নিয়েয় পস্ট করেছি ।আসা করি বুজতে পেরেছেন। আপনার টাকা আপনি খরজ করবেন আমার তো কোনো লস নাই, যত দামি সোলার ব্যবহার করেন্না কেনো ১২.থেকে১৫ বসরের মধ্যে,বল্ট,২৩ থেকে ১৪,বা ১৫ তে চলে আসে।

    • @shakibhossain-vb6jk
      @shakibhossain-vb6jk Рік тому

      ​@@litonmake1 ভাই আপনি তো পলি প্যানেল ব্যবহার করেন।মনো প্যানেল গুলো ভালো। এই গুলি বৃষ্টির সময়ও চার্য হয়।

  • @knowtheworld5755
    @knowtheworld5755 Рік тому +1

    30 টাকা দামের সোলারে ভাল আউটপুট পাওয়া যায়না। আর একটা ফ্যান ২৪ ঘন্টা চালাতে মিনিমাম ২০০ ওয়াট প্যানেল লাগে।

    • @litonmake1
      @litonmake1  Рік тому

      ভাই আপনার কোন অবিগ্গতাই নাই সোলারের।

    • @NasirUddinSaudi
      @NasirUddinSaudi Рік тому

      তার অভিজ্ঞতা ঠিকে আছে আপনার অভিজ্ঞতা নেই আপনি প্যানেলগুলো বসাইছেন দে হয় নাই এগুলো ২৩ ডিগ্রি এ্যাঙ্গেলে লাগান

    • @rubelmollah5455
      @rubelmollah5455 Рік тому

      😂

  • @momin8249
    @momin8249 11 місяців тому

    পুরাই ছেরা বেরা অবস্তা,, নিম্ন মানের পলি পেনেল, নিম্ন মানের কেবল, নিম্ন মানের কন্ট্রোলার, এগলা থেকে আর কি আসা করা যায়

  • @publictv2243
    @publictv2243 Рік тому

    ভাই আপনার নাম্বার টা দেওয়া যাবে?

  • @arifhossainkajol9596
    @arifhossainkajol9596 2 місяці тому

    আপনার ফোন নাম্বার দেওয়া যাবে ভাইজান

  • @mostofakamal1761
    @mostofakamal1761 Рік тому

    আপনার মোবাইল নাম্বার টা দেন ভাই

  • @hmamun1897
    @hmamun1897 8 місяців тому

    ফেন কেনেন সুপার ঈসটার

  • @TECHGUIDESUMIT24
    @TECHGUIDESUMIT24 3 місяці тому

    সোলার এর ডিসি তার ব্যবহার না করার জন্য আপনার জিনিসপত্র ব্যবহার করতে বেশি ব্যাটারি খরচ হচ্ছে।।

    • @litonmake1
      @litonmake1  3 місяці тому

      Dc তার আবার আলাদা হয় নাকি, কখনো তো শুনি নাই ,সবি তো তামার তার হয়।

    • @TECHGUIDESUMIT24
      @TECHGUIDESUMIT24 3 місяці тому

      @@litonmake1 hm, আলাদা, এর রেজিস্ট্যান্স কম হয় (বাঁধা) । ফলে বেশী সময় ব্যাটারী ব্যাকআপ পাওয়া যায়। মাইক্রোটেক, কেনবুরুক, পলিক্যাব ইত্যাদি

  • @hmamun1897
    @hmamun1897 8 місяців тому

    আপনার পেনাল ভালো না

  • @pronoysingha7624
    @pronoysingha7624 6 місяців тому

    Phone number ta den

    • @litonmake1
      @litonmake1  5 місяців тому

      দয়া করে আমার ফেসবুক পেজে কল করতে পারেন ভাই,জদি দরকার মনে হয়।বিডিওর ডেস্কিপসনে ফেসবুক পেজের লিংক দেয়া আছে।