অবশ্যই ভাইয়া। আগে মুরগী গুলোকে ৩ দিন পর্যবেক্ষনে রাখেন। তারপর ই ফ্লক্সাসিন অথবা লিভোক্সিন অথবা লিভোম্যাক্স, অথবা ইরোকট এই এন্টিবায়োটিক গুলোর যেকোন একটি পরপর ৩/৫ দিন খাওয়াবেন। তারপর ৩/৪ গ্যাপ দিয়ে কৃমির ডোজ করিয়ে দিবেন। তারপর আবার ৩ দিন গ্যাপ দিয়ে রানীক্ষেত এর ভ্যাকসিন করিয়ে দিবেন। আপাততঃ এই কাজ গুলো করেন। পরবর্তীতে প্রয়োজনে ফোন করতে পারেন।
ভাই আমাদের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে ভালো ভ্যাক্সিন দেয় না। আমি পরিক্ষা করে দেখেছি। সিরেঞ্জের পানি ভ্যাক্সিন শিশি টানে না,তবে কি তা ভালো না খারাপ। আমি কি করতে পারি।
৫দিনে যে চোখে ভ্যাকসিন দেয় ঐটা আবার ২১ দিনে অন্য চোখে দেয় নাকি আর একটা কথা জানতে চাই ১৫ দিনে এবং ৩৫ দিনে কি কোন ভ্যাকসিন আছে আর ২মাস বা ৩মাস পরে RDV ভ্যাকসিন দিতে হবে সব সময় একবার দিলে হবে
৫ দিন বয়সে যে চোখে দিবেন ২১ দিন বয়সে অণ্য চোখে দেওয়া ভাল। কিন্তু আপনার মনে না থাকলে কোন সমস্যা নেই আপনি যেকোন চোখেই দিতে পারবেন। ৯/১০/১১ তম দিনে এবং ১৮ তম দিনে বোস্টার ডোজ গাম্বোরু ভ্যাকসিন দিতে পারেন যদি বেশি মুরগী থাকে। কম হলে গাম্বোরু দেওয়ার দরকার নাই। যে ভ্যাকসিন টি জরুরি তা হল ১২ তম দিনে পিজন পক্সের ভ্যাকসিন দেওয়া। এই ভ্যাকসিন করা থাকলে চোখে মুখে গুটি ওঠবে না। এই ভ্যাকসিন ৩ মিলি পানির সাথে মিশিয়ে পাখনার নিচে খুচা দিয়ে দিতে হয়। আর ৩৫ দিন বয়সে ফাউল পক্সের ভ্যাকসিন দিবেন। তারপর ২ মাস বয়স হলে রানীক্ষেত এর RDV vaccine দিবেন। এই RDV vaccine দুই মাস প্রতি ৩ মাস অন্তর অন্তর প্রয়োগ করবেন। একটি কথা মনে রাখবেন ফাউল পক্সের ভ্যাকসিন মুরগির জীবনে একবার প্রয়োগ করতে হয় আর সেটি হল ৩৫ দিন বয়সে।
ভাই আপনার ভিডিও গুলো খুব সুন্দর হয় সুন্দর করে উপস্থাপন করতে পারেন আপু ও আপনাকে ধন্যবাদ
্য
এই আপুটা অনেক সাজিয়ে গুছিয়ে কথা বলে।আপুর থেকে আমাদের মত ছোট খামারিদের অনেক কিছু সেখার আছে।এই আপুকে নিয়ে নতুন ভিডিওর আসায় রইলাম। 🇧🇩🇧🇩🙏🙏
Assalamualaikum vaiya... Ekta problem e achi murgir niya help korben plz...
অনেক ভাল লাগল ❤❤❤
খুব সুন্দর লাগলো
ভাই অসাধারন ভিডিও।
আপনার ভিডিও দেখে আজকে আমি ১০ টি মুরগী কিনে আনছি।১/০৭/২০২২।পরামর্শ দিয়ে সাহায্য করবেন ভাইয়া।এখন শুরুতে কি করণীয়
অবশ্যই ভাইয়া। আগে মুরগী গুলোকে ৩ দিন পর্যবেক্ষনে রাখেন। তারপর ই ফ্লক্সাসিন অথবা লিভোক্সিন অথবা লিভোম্যাক্স, অথবা ইরোকট এই এন্টিবায়োটিক গুলোর যেকোন একটি পরপর ৩/৫ দিন খাওয়াবেন। তারপর ৩/৪ গ্যাপ দিয়ে কৃমির ডোজ করিয়ে দিবেন। তারপর আবার ৩ দিন গ্যাপ দিয়ে রানীক্ষেত এর ভ্যাকসিন করিয়ে দিবেন। আপাততঃ এই কাজ গুলো করেন। পরবর্তীতে প্রয়োজনে ফোন করতে পারেন।
Good doing well
❤❤❤❤❤❤
ভাইজান আমি কিছুতেই মুরগির বাচ্চা বাঁচাতে পারছিনা। বাচ্চার যত্ন নিয়ে কিভাবে কি করবো যদি একটু বলতেন আর সেটা মুরগির সংগে রেখে। প্লিজ
ভাই ফোন করতে পারেন। ম্যাসেজের মাধ্যমে বললে হয়ত বুঝতে কষ্ট হবে। তাই আেনার ফ্রী সময়ে ফোন করতে পারেন।
০১৭৮৯-৫৩৫৭১৬
গ্রাম থেকে বড় মুরগী কিনলে যদি কোন ঔষধ না দেয় আমরা কি ঔষধ খাওবো যদি একটু বলতেন বাইয়া
একটু হেল্প লাগবে
ভাইয়া মুরগির বাচ্ছা কতদিন হলে RDV ভ্যাকসিন দিতে পারব। জানাবেন
ভাইয়া আমার ডিম পাড়া মুরগী আছে ৫ । টা কিন্তু প্রদিন দুটো করে ডিম দেয় আবার কোন মুরগী তিন দিন পর একটা ডিম দেয় । এটা কি উপায়, ফাঁকে ফাঁকে ডিম দেয়??
ভাই আমি নতুন ওদদুকতা আমি ডিম পারা মুরগী নিয়ে খামার করটে চাই ভেকসিন কুনটা দেব
ভাইয়া দেশী মুরগী পাকিস্তানি বয়লার লেয়ার সব কি একসাথে ঘরোয়া ভাবে পালন করা যায় এবং এদের ভ্যাকসিন কি একই
অসাধারণ
Nice video vai
আমি নতুন করে সুরু করবো ভাই
ভাই আমাদের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে ভালো ভ্যাক্সিন দেয় না। আমি পরিক্ষা করে দেখেছি। সিরেঞ্জের পানি ভ্যাক্সিন শিশি টানে না,তবে কি তা ভালো না খারাপ। আমি কি করতে পারি।
খাজা বিতরে মোরগি পালন করতে চাচ্ছি একটু সহজোগিতা করোন আমাকে
good conversations
৫দিনে যে চোখে ভ্যাকসিন দেয় ঐটা আবার ২১ দিনে অন্য চোখে দেয় নাকি আর একটা কথা জানতে চাই ১৫ দিনে এবং ৩৫ দিনে কি কোন ভ্যাকসিন আছে আর ২মাস বা ৩মাস পরে RDV ভ্যাকসিন দিতে হবে সব সময় একবার দিলে হবে
৫ দিন বয়সে যে চোখে দিবেন ২১ দিন বয়সে অণ্য চোখে দেওয়া ভাল। কিন্তু আপনার মনে না থাকলে কোন সমস্যা নেই আপনি যেকোন চোখেই দিতে পারবেন। ৯/১০/১১ তম দিনে এবং ১৮ তম দিনে বোস্টার ডোজ গাম্বোরু ভ্যাকসিন দিতে পারেন যদি বেশি মুরগী থাকে। কম হলে গাম্বোরু দেওয়ার দরকার নাই। যে ভ্যাকসিন টি জরুরি তা হল ১২ তম দিনে পিজন পক্সের ভ্যাকসিন দেওয়া। এই ভ্যাকসিন করা থাকলে চোখে মুখে গুটি ওঠবে না। এই ভ্যাকসিন ৩ মিলি পানির সাথে মিশিয়ে পাখনার নিচে খুচা দিয়ে দিতে হয়। আর ৩৫ দিন বয়সে ফাউল পক্সের ভ্যাকসিন দিবেন। তারপর ২ মাস বয়স হলে রানীক্ষেত এর RDV vaccine দিবেন। এই RDV vaccine দুই মাস প্রতি ৩ মাস অন্তর অন্তর প্রয়োগ করবেন। একটি কথা মনে রাখবেন ফাউল পক্সের ভ্যাকসিন মুরগির জীবনে একবার প্রয়োগ করতে হয় আর সেটি হল ৩৫ দিন বয়সে।
@@youthagro4585vaiya Ami aponar sate Kotha bolte chai please 🙏🥺
Vaiya kaliyakur e training center kuthai ase
আসসালামু আলাইকুম। ভাই আপনি উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে বা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন। ওখান থেকে প্রয়োজনীয় তথ্য পাবেন ইনশাআল্লাহ
Vai apni khasa ki vave banalen ples bolben
টুমপা আপুতোমার সাথে কখন কথা বলতে পারব মানে সময় দিতে পারবেন।
Good
দেশি মুরগির বাচচাকে কি খাবার দিবো
আমি আপনার বিডিও দেখি কিন্তু আপনার নাম জানিনা?
আসসালামু আলাইকুম ভাই। আমার নাম মো: সাইদুর রহমান
Vaiya ami aponar sate Kotha bolte chai please 🙏🥺 nambar den plz
০১৭৮৯-৫৩৫৭১৬
আপুকে ফোন করা যাবে। প্লিস জানাবেন
Good video vai