মা ঠাকুমার জন্য নিয়ে এলাম সিকিমের সেরা পাহাড়ি শাক সবজি | organic vegetables of Sikkim | villfood

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @samparoy4531
    @samparoy4531 9 місяців тому +11

    আমি শিলিগুড়ি থেকে বলছি রাইসাখ লবণ দিয়ে মাখিয়ে জল বের করে ফেলে দিয়ে তার পর কালোজিরা কাঁচা লঙ্কা রসুন ফরন দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে এইভাবে খেয়ে দেখবে ঠাকুমা ভালো লাগবে ❤❤

  • @SatyendraDas1
    @SatyendraDas1 9 місяців тому +36

    দারুণ লাগল। শানুদাকে দেখেও খুব ভালো লাগল। তবে এডিট করতে গিয়ে একটু সমস্যা হয়েছে বলে মনে হল। 14:12 থেকে 21:47 এ ভিডিওর পরের ক্লিপিংস ঢুকে গিয়েছে।

  • @shantaroy3073
    @shantaroy3073 9 місяців тому +3

    আমি শিলং থাকি।আপনাদের রান্নার চেনেলের দর্শক। আজ খুব ভালো লাগছে পাহাড়ের সব জিনিষ দেখে।লাই শাখ,শীতের টমেটো দেখে আপ্লুত। লাইশাখ দিয়ে মাছের ঝেল খুব ভালো হোয়।টমেটো দিয়ে চাটনি ভালো লাগে।আমি আপনার চেনেলের দর্শক এবং লাইক দিয়ে থাকি।সবাই ভালো থাকবেন নমস্কার

  • @Roma05
    @Roma05 9 місяців тому +3

    Khoob bhalo laglo video 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @MazharulIslam-vs2mo
    @MazharulIslam-vs2mo 9 місяців тому +12

    দাদা আমরা বাংলাদেশে রাই শাকের ভর্তা করে খাই..রাই শাক কুচি করে কেটে পেঁয়াজ, শুকনো মরিচ, ধনে পাতা,মাছ আর সরিষা তৈল দিয়ে মাখালে দারুণ লাগে খেতে। খেয়ে দেখবেন..অনেকটা সরিষা শাকের মত ঝাঁঝালো.

    • @MdZaman-j8i
      @MdZaman-j8i 9 місяців тому +2

      টিক, এই ভাবে একবার খেয়ে দেখবেন সাথে কয়েকটি শুকনো লঙ্কা ভেজে ভেঙ্গে দিলেই স্বাদ আরেকটু বাড়বে
      আমরা আমেরিকাতে এই শাক টা সারা বছরই পাই ,
      খুবই প্রিয় একটি ভর্তা

    • @devdas2219
      @devdas2219 9 місяців тому

      😮😮😮

  • @minapaul5209
    @minapaul5209 8 місяців тому +1

    ঠাকুমা র যোগ্য উত্তরসূরী কাজলের মা। তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা ও শুভকামনা❤️❤️

  • @kanijsalimabanu6280
    @kanijsalimabanu6280 9 місяців тому +3

    পঞ্চ মুখি দিয়ে শোল মাছ, চিংড়ি দিয়ে ও ভালো লাগে। আমাদের এখানে ও আছে। সিদল শুটকি ভর্তা খেতে হয়। রান্না করা যায় বেগুন আলু দিয়ে।ভর্তা করতে হয় দুটো তিনটে মাছ শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে ময়লা বেছে তারপর হাল্কা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হয়। তারপর দু তিন মুঠো রসুন দুই তিন মুঠো কাচা মরিচ দুই তিন টা পেয়াজ বড়ো করে কেটে এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়ে মাছও এর সাথে ভেজে নিও।তার পর বেটে খাবা।খুদের ভাত, খিচুড়ি, বা অন্য তরকারির সাথে নিয়ে খেলে ভালো লাগে।

  • @anjalidas2649
    @anjalidas2649 9 місяців тому +9

    দিদি এইসময় আপনার বাড়ি গিয়ে কয়েক দিন থাকলে ভিডিও খুব ভালো হতো এই অজানা সবজি খাওয়া হতো। কাজল ও পারে কোথার থেকে এতো সবজি বয়ে এনেছে আজকের ভিডিও টা দেখে মনটা ভরে গেল।

  • @alisstarariyan477
    @alisstarariyan477 9 місяців тому +3

    খুব ই স্বাদ। শাক ভর্তায় শাকের মাঝের শক্ত ডাটা ফেলে দিয়ে শাকটা সরু সরু করে কেটে নিতে হয়।

  • @shakilaranu6638
    @shakilaranu6638 9 місяців тому +18

    পাহাড়ি শাক সবজি ফলমূল দেখে খুব ভাল লাগছে অসাধারণ সুন্দর তাজা সবজি সব তুলে নিয়ে এসেছে কাজল দারুন হয়েছে শাক রান্না ❤ ঢাকা বাংলাদেশ থেকে

    • @mylove-kv3kg
      @mylove-kv3kg 8 місяців тому

      চাটগাঁর, সিলেটের দিকেও এগুলো পাবেন

  • @tanusvlog9550
    @tanusvlog9550 9 місяців тому +7

    দাদা উত্তরবঙ্গ থেকে বলছি, দাদা ওই লাল সিম টাকে রাজমা বলে ওর দানা গুলো দিয়া আলু দিয়া রান্না করো, রায়ও সাগ বলে ওটাকে জিরা ফোড়ন দিয়ে আদা থেঁতো দিয়া কাকিমাকে রান্না করতে বলো তবে বেশি ভাজবে না তাহলে টেস্ট হবে না,অন্য টা ফাফর শাগ ওটাও ভালো ওটা পেয়াজ আদা রসুন দিয়া করতে বলো, ওটা করলা না কুদ্রীই ওটা আলু দিয়া ভাজা করো খুব ভালো লাগবে,আর কুমড়ো দিয়া চিকেন করো খুব ভালো লাগবে, আর রায়ও শাগের শুকনো টাকে gundruk বলে ওটাও খুব ভালো খেলে গরম হয় আরো আছে অনেক কিছু আর টিম্বুর টাকে টমেটো র ধনেপাতা রসুন পুরিয়া আচার করো খুব ভালো লাগবে❤

    • @binderkaur8478
      @binderkaur8478 9 місяців тому

      Rajma chinis na bengoli ra rajma chene na taye simer Dana k rajma bolchis pgl

  • @suhitas7327
    @suhitas7327 9 місяців тому +2

    পাহাড়ের অচেনা শাক সবজি দেখে খুব ভালো লাগলো।
    আর শানুকে ভিডিওতে দেখে আরও ভালো লাগলো।

  • @Jhunussimplelife
    @Jhunussimplelife 9 місяців тому +3

    Ami asame thaki ami aigulo sob kichu khai darun lage khete

  • @FarziaAhmed-o2x
    @FarziaAhmed-o2x 3 місяці тому +2

    আমাদের সিলেটে লাইশাক বলে,মাছ দিয়ে ঝোল খুব ভালো লাগে, মাছ দিয়ে ভর্তা ও ভালো লাগে

  • @pujachandra473
    @pujachandra473 9 місяців тому +6

    পাহাড়ের সব্জি দেখে খুব ভাল লাগল ❤❤❤

  • @JHARNASAHA-ss8sg
    @JHARNASAHA-ss8sg Місяць тому +2

    পেটে ক্ষিদে নিয়ে তোমাদের রান্না দেখছি । খুউব খেতে ইচ্ছা করছে ।আমি নিরামিষ খাই তাই নিরামিষ পদ গুলোই দেখলাম ।

  • @mbpahariya
    @mbpahariya 9 місяців тому +6

    রাই শাক নেপালিদের খুব প্রিয়।লাল সিমগুলোর বিজ বের করে তরকারি হয়।। খুব ভালো লাগলো সব পাহাড়ের জিনিস দেখে। আমি শিলিগুড়ি থেকে দেখেছি 🙏🏻

  • @minakshmahanta2116
    @minakshmahanta2116 9 місяців тому +1

    বাশেৰ মত সেইটা মনে হয় বেত গাজ, লাই শাক, শিমলু আলু। ভাল লাগিল অসমৰ জিনিশ সব

  • @hridayranjanroy9705
    @hridayranjanroy9705 9 місяців тому +5

    পাহাড়ি করলা খেয়েছি খেতে দারুন লাগে
    North Bengal থেকে দেখছি❤

  • @mojaruddinlaskar3092
    @mojaruddinlaskar3092 9 місяців тому +1

    Kub valo laglo video ta dehke kub valo

  • @karabidas-pg3sq
    @karabidas-pg3sq 9 місяців тому +6

    আলু বোখারা লাল ফলটা।

  • @babelahmad4620
    @babelahmad4620 9 місяців тому +2

    দাদা এখানের অনেকগুলো জিনিস আমাদের এখানে পাওয়া যায়। চিংড়ি মাছ কচুর লতি দিয়ে রান্না করলে একটু সিদল শুটকি দিবেন খেতে অন্যরকম লাগবে।

  • @nadinaislam3259
    @nadinaislam3259 9 місяців тому +22

    আজকের ভিডিও টা একটু এলোমেলো হয়ে গেছে দাদা। 😊😊😊😊😊love from Bangladesh.

  • @sanchitasapkotta8106
    @sanchitasapkotta8106 9 місяців тому +6

    Hello sir. I am from Siliguri. I am Nepali so just wanted to share you some authentic pahadi recipe of 'kuwas er shikor' jeta amra 'iskus ko jara' boli. Apnara je vabe kochu katen thik oy vabe ota kete kalo jeera r shokno lonka foron diye ota ektu bheje lonka r garlic bete upor diye ota valo kore bhajte hobe halka makha makha kore tale otar authentic taste paben. R oy tomato ta torkari te diye otar taste paben na ota aagune pudiye til diye bete chatney khele besi tasty hoy. Hope this will be helpful for you r apnara oy jinis gulor asol taste paben. Thank You

    • @nupurdutta661
      @nupurdutta661 9 місяців тому

      Tomato gulo puriye jemon begun pora banay temon kore khele bhalo lage

  • @subaita7047
    @subaita7047 9 місяців тому +10

    এলোমেলো এডিটিং হইছে

  • @AMRITADAS-r4r
    @AMRITADAS-r4r 9 місяців тому +10

    Oil chara Sutki mach diye shim, alu, tomato garlic diye jhal kore sutki mach ranna kore khaben kakimaa onk mojar recipe try korben kintu..... Assam(silchar) theke bolchi ami Priyanka😊

  • @KalponaSouthKorea
    @KalponaSouthKorea 9 місяців тому +1

    love from south korea n Bangladesh

  • @Istimira
    @Istimira 9 місяців тому +41

    আমি জলপাইগুড়ি থেকে বলছি ধনেপাতার মতো যে শাকটা ওটা মাছ দিয়ে ঝোল করে খাই আমরা আর রাই শাকটা রসুন দিয়ে ভাজা করতে হয়।

  • @MitraNath-o9n
    @MitraNath-o9n 9 місяців тому

    এই শাখ মাছ দিয়ে ঝোল খেতে খুব সুস্বাদু

  • @sultanasanjida4239
    @sultanasanjida4239 9 місяців тому +5

    আমরা সরিষাকেই রাই বলি

  • @mithunchowdhury1388
    @mithunchowdhury1388 9 місяців тому

    Ato rokom sak-sobji dekhe khub valo laglo

  • @anulipisarkar5993
    @anulipisarkar5993 9 місяців тому +36

    আচ্ছা সানু তোমাদের সাথে দেখে অবাক হলাম সানু তোমাদের কে হয় একটু বলবে তোমাদের সবাই কে খুব ভালো লাগে তোমরা সবাই খুব ভালো মানুষ

  • @rajuvii9828
    @rajuvii9828 9 місяців тому +1

    ধুলো গাছের মত যে গাছটা হয় সেটা হচ্ছে কাপ্পা হ্যাঁ কাজল দা খুব ভালো লাগলো গ্যাংটক গেছো এগুলো এ সমস্ত খাবার গ্যাংটকের পাওয়া❤❤❤🎉🎉🎉

  • @kowsikroy7681
    @kowsikroy7681 9 місяців тому +5

    13:00 যে ডালগুলো দেখালেন ওইগুলো ঠাকুড়ি কালাই
    ডাল খেতে অনেক মজা

    • @deepak.zy1
      @deepak.zy1 9 місяців тому

      সেরা ডাল।
      খেতে অনেক স্বুস্বাদু।
      বাংলাদেশের উত্তরবঙ্গেও বহুল প্রচলিত।

  • @jinack6058
    @jinack6058 9 місяців тому +1

    যে ডাল গুলো আছে ওই ভিতরে শাস টা সিদল শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখো অনেক সাদ হয়... শুধু হালকা মসলা জিরা আর পিয়াজ রসুন দিলে হবে আর তরকারি রান্নার শেষের দিকে চালের গুরো হালকা করে দিবেন😋

  • @SampaBijoya
    @SampaBijoya 9 місяців тому +17

    এটা লাই শাক এই শাক মাছ দিয়ে ঝোল রান্না করে খায় আমি শিলচর আসাম থেকে। আমাদের এখানে এই শাক চাষ করা হয়।

  • @rinkumallickbengalivlog3046
    @rinkumallickbengalivlog3046 9 місяців тому +1

    রাই শাক আমাদের বাড়িতে চাষ হতো এটা থেকে রাই শস্যা হয়। যেটা হলুদ রঙের আমরা রান্নায় ব্যবহার করি। সবাই সাদা সর্ষে বলে মাসিমা ঠিকই বলেছেন

  • @সবাইসাপোর্টকরুনবন্ধুরা

    শানু দাকে দেখতে পেয়ে খুব ভাল লাগল ❤

  • @SharmilaSarkar-s3v
    @SharmilaSarkar-s3v 9 місяців тому

    কাজলের ধৈর্য্য আছে ওখান থেকে বয়ে নিয়ে আসা মুখের কথা নয়❤❤❤

  • @RafeaAkhter
    @RafeaAkhter 9 місяців тому

    লাল আলুর ভতা অনেক অনেক অনেক মজা লাগে বশি শুকনো মরিচ আর কাচা পিয়াজ সরিসা তেল দিয়ে খেতে অনেক সাধ হয়❤❤❤❤❤।

  • @sampabhattacharya4894
    @sampabhattacharya4894 9 місяців тому

    লাই শাক বোয়াল মাছ দিয়ে শীতের দিনে রান্না করে খেও। যখন ঠাণ্ডা বেশি পড়বে তখন লাই শাক মাছ দিয়ে রাতে রান্না করে রেখো। পরদিন একদম জমে থাকবে আর ওইটা খেয়ে দেখো স্বর্গীয় স্বাদ পাবে। তবে পেঁয়াজ দিয়ে নয় মেথি ফোড়ন দিয়ে করবে

  • @ishwarmahato8569
    @ishwarmahato8569 9 місяців тому

    পাহাড়ী সবজি খুব ভালো লাগলো

  • @jayaroy616
    @jayaroy616 9 місяців тому +1

    আজ কাজলদার জন্য অনেক কিছু জানতে পারলাম। জীবনে প্রথম দেখলাম।

  • @dipanwitabose9761
    @dipanwitabose9761 9 місяців тому

    আমি আলিপুর দুয়ার থেকে বলছি। আমরা এই শাক কে রাই শাক বলি। এই শাক সর্ষে ফোরোন দিয়ে 🥔 আলু আর টমেটো 🍅 সরু করে কেটে পাতলা ঝোল করে খাই। আমাদের উত্তর বঙ্গের সব্জি দেখে ভালো লাগলো।

  • @PuspaRoy-hx5mv
    @PuspaRoy-hx5mv 8 місяців тому

    সিকিমের রান্না শিখতে হলে ওখানে গিয়ে থাকতে হবে তা হলে যদি সমস্যা র সমাধান করা যায়। এ ছাড়া সিকিমের নাগরিক যদি হও য়া রায় তাহলেও সম্ভব ধন্যবাদ ঠাকুরমা জয়গুরু

  • @Roma05
    @Roma05 9 місяців тому

    Kajol,Shojol,Shanu,Shantanu,Raja,Raaj shobai khoob bhalo chhele….. Kajol as a big brother,very much takes care of his younger brothers🥰

  • @rinachowdhury9518
    @rinachowdhury9518 9 місяців тому +1

    আমরা এটাকে বলি লাই শাক। গন্ধ খুব সুন্দর

  • @shadhathossainkhan8894
    @shadhathossainkhan8894 9 місяців тому

    পাহাড়ি আমড়া ছোট মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে।

  • @babelahmad4620
    @babelahmad4620 9 місяців тому

    আমরা এই শাককে লাই শাক বলি।যেটার বড় বড় পাতা। আমরা মাছ ভেজে শাক কুচি কুচি করে পানি ঝেরে তারপর একসাথে মিক্স করে ভাতের সাথে খাই।খেতে খুব ভালো।

  • @jacintabismaw602
    @jacintabismaw602 9 місяців тому

    আমি ইটালিতে আছি এখানে লাল সিমটাকে বরলতি বলে ।কচি বেলায় ভাঁজা খাওয়া যাবে আর পাকালে সিম দানার মতো ঘুগনি করলে খুব খুব ভালো লাগে। আর শাক সরষের শাকের মতো খেতে। এর ফুল খেতে আরও অনেক টেস্টি। এর গোড়ায় সালগমের মতো গোল গোল হয়।খেতে খুব ভালো লাগে, কাচা স্যালাট করে খেতে ভালো লাগে।

  • @sarmaskitcheneverythingtes2550
    @sarmaskitcheneverythingtes2550 9 місяців тому

    খুব সুন্দর নতুন নতুন সবজি দেখলাম

  • @ShreyasandMom
    @ShreyasandMom 8 місяців тому

    এই সরিষা শাক আমাদের বাংলাদেশের পাহাড়ীরা সেদ্ধ করে ভর্তা দিয়ে খায়❤

  • @Shakshevlog
    @Shakshevlog 9 місяців тому +1

    Ai tomoto diya sukki mass diya chatni wowwww ❤

  • @jacintabismaw602
    @jacintabismaw602 9 місяців тому

    রাই শাক শুকনো টমেটো পোড়া দিয়ে মাখিয়ে খেলে খুব ভালো লাগে।

  • @sharmeenahmed1576
    @sharmeenahmed1576 9 місяців тому

    শিম, আলু আর চাপা শুটকি দিয়ে রান্না ভাল লাগে।

  • @seberakadir4525
    @seberakadir4525 9 місяців тому

    লাই পাতা মাছ দিয়ে ভর্তা খুব মজা 🇧🇩

  • @seemasarmah7320
    @seemasarmah7320 9 місяців тому

    এই চিম মছলা দিয়া ৰান্না কৰিলে খুব ভাল লাগে

  • @shyamalitarafder8984
    @shyamalitarafder8984 9 місяців тому

    Nice👌👌r onek kichu nutan item dekhe valo laglo👌👌

  • @pannaroy576
    @pannaroy576 9 місяців тому

    একটা শক্ত চিনলাম ওটার নাম খুঁটির আশা ওটার রসুন দিয়ে খেতে খুব ভালো লাগে

  • @labanyaray2197
    @labanyaray2197 9 місяців тому +2

    Rai shakta chicken r sathe khete darun lge🤤

  • @ruparoy3017
    @ruparoy3017 9 місяців тому +1

    পাহাড়ি সবজি গুলো খুব ভালো, organic

  • @SujataGhosh-sz1vu
    @SujataGhosh-sz1vu 9 місяців тому

    এত দূর থেকে এত জিনিস কি করে আনলে? তুমি আমাদের কথা মা,ঠাকুমার কথা খুব চিন্তা কর।একটা inquisitive mind আছে।আমারা দেখেও দেখি না। ভাল লাগল

  • @ciciliagomes1453
    @ciciliagomes1453 9 місяців тому +2

    নমস্কার কাজল দাদা, পাহাড়ি শাক, সবজি ও শুটকি মাছ দেখে খুব ভালো লাগলো। কাকিমা রান্না গুলো করেছেন অতি চমৎকার হয়েছে। সবাই মিলে খাওয়া দাওয়া করছেন দেখে আরও ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ দাদা। 💙💙💙💙💙💙💙

  • @dipapaul1540
    @dipapaul1540 9 місяців тому

    হলুদ রঙের কুমরো গোয়া তে পাওয়া যায় । দারুন সুন্দর খেতে।

  • @SumonaMohsin
    @SumonaMohsin 9 місяців тому +1

    ভাই আমি বাংলাদেশ থেকে বলছি আমাদের এখানে রাই শাকটাকে হালকা ভেজে তার পরে মাছ দিয়ে মাখা হয় অনেক ভালো লাগে ❤

  • @ThiruZevile
    @ThiruZevile 9 місяців тому

    Bahud fresh vegetables ❤❤❤

  • @AmitDas-jf4cb
    @AmitDas-jf4cb 9 місяців тому +1

    Suru theke sesh porjonto video ta dekhe darun darun laglo Dada Bhai 👌👌👌👌❤❤❤❤❤❤

  • @MDDIHANHASAN
    @MDDIHANHASAN 8 місяців тому +1

    দাদা তোমাদের বাগানটা গুড়ে দেখাও প্লিজ প্লিজ

  • @RubiDas-z9e
    @RubiDas-z9e 9 місяців тому +1

    দাদা ঐ লম্বা যে একটা ডালের মতো ঐটা নিরামিষ ঘ্যাট এর মধ্যে দিলে ভীষণ ভালো লাগে।এটার নাম তারা

  • @sadhanakhan6465
    @sadhanakhan6465 9 місяців тому

    সিকিমের বাজার টা ভালোই ছিল, রাই শাক টা ভাল খেতে আমি ভাজা করে খেয়েছি,অন্য গুলো প্রথম দেখলাম।

  • @anupampurkait9836
    @anupampurkait9836 9 місяців тому +2

    দুই ভাই কে একসাথে দেখে আরো অনেক বেশি ভালো লাগলো beautiful

  • @DebashreeRoy-ut3eo
    @DebashreeRoy-ut3eo 9 місяців тому +1

    onion garlic dolle fry করে রাইশাক কুচি দিয়ে একটু সেদ্ধ হলে টমেটো কুচি দিয়ে লবন একটু চিনি দিয়ে রান্না করে দেখবেন আশা করি ভাল লাগবে

  • @rupachatterjee6210
    @rupachatterjee6210 9 місяців тому

    ঠাকুমা সবাই তো গ্যাংটক ঘুরতে গিয়েছিলো কিন্তু আমার কাজল ভাই আসলো ঘুরতে গিয়েছিলো কেনো না যা শাক সবজি ফল এনেছে দেখে মন ভোরে গেলো তবে আজকের ভিডিও টা একটু এলোমেলো হয়েগেছে ❤❤❤❤❤

  • @moniraferdoushi9711
    @moniraferdoushi9711 7 місяців тому

    পঞ্চমুখী কচু খুব স্বাদ

  • @anasuyaroy2612
    @anasuyaroy2612 9 місяців тому +3

    Tree tomatoes! So nostalgic,amar choto belar sob saag,alu,rye ko saag...
    Suntala....komla lebu Kay bolay.
    Kumro khub khaye.Next time ,try to get some spices. Aludum moshla,roasted spice mix,pickles.

  • @ShampaChandra-mx1hi
    @ShampaChandra-mx1hi 9 місяців тому

    দুই ভাইকে একসাথে বসে খাওয়া দেখে খুব ভালো লাগলো।

  • @rowshanarauddin5097
    @rowshanarauddin5097 9 місяців тому

    শাক ভাজিতে যদি একটু রসুন কুচি দিলে আরো মজা হয়, আমাদের দেশে এভাবে ভাজে।একবার রান্না করে খেয়ে দেখবে

  • @nasimbithiislam5146
    @nasimbithiislam5146 9 місяців тому

    এটা বাংলাদেশের সিলেট অঞ্চলে পাওয়া যায়। খুব টেস্ট, বেগুন ভেজে রান্না করলে খুব ভালো লাগে।

  • @mdsoma9014
    @mdsoma9014 9 місяців тому

    Dadavhai darun darun laglo vegetable

  • @pannaroy576
    @pannaroy576 9 місяців тому

    কাজলদা তোমার হাতে যে শাকটা ছিল ওই শাকটা ঘটিরা শাক ওটাকে রসুন দিয়ে খেতে খুব ভালো লাগে

  • @Meintohaloohu
    @Meintohaloohu 9 місяців тому +3

    AWESOME AWESOME VLOG DIL KHUSH HO GAYA KAJOL AAJ KEE VIDIO DEKH KAR 👌👍🙌🙏🩵🤍🩵💐 BLESSED YOU BETA 🙌

  • @AMRITADAS-r4r
    @AMRITADAS-r4r 9 місяців тому +6

    Shidol gulo onion,garlic , tomato diye chatni kore khaben onk tasty hoy... Sathe Mosur dal patla kore korben vhat er sathe khaben....
    Assam (silchar) shidol chatni onk famous recipe pls kore khaben....Assam (silchar) theke bolchi Ami Priyanka😌

  • @naemahmed9689
    @naemahmed9689 9 місяців тому +3

    দুইভাইকে একসাথে খেতে দেখে খুব ভালো লাগলো।
    শুভ কামনা রইল বাংলাদেশ থেকে 🇧🇩❤️

  • @nupursen3286
    @nupursen3286 9 місяців тому

    রাই সরিসা( সাদা সরিসা) শাক এটা। তোমাদের বাগানে সাদা সরিসা ছিটিয়ে রেখো এমন শাক হবে,কই মাছ মেনি মাছ পুঠি মাছ নলা মাছ দিয়ে এই শাক খেতে চমৎকার লাগে, কালো জিড়া সম্ভার দিয়ে পিয়াজ ছাড়া রান্না করতে হবে।

  • @shaylamita1513
    @shaylamita1513 9 місяців тому

    Khub vhalo laglo video ta.

  • @jayasishhalder
    @jayasishhalder 9 місяців тому

    Video ta khub valo legeche

  • @shekhardhar6931
    @shekhardhar6931 9 місяців тому +1

    Tumader jamai khub valo manush

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 9 місяців тому +5

    খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌 দারুন লাগলো 👍❤

  • @susmitamaity8961
    @susmitamaity8961 9 місяців тому +1

    Khub valo kha dha

  • @swapnaroy8942
    @swapnaroy8942 9 місяців тому +1

    Rai shak sorshor theke testy

  • @dipsvlog2360
    @dipsvlog2360 5 місяців тому

    Khub sundor darun all recipe ❤😊

  • @sutapamukhopadhyay5505
    @sutapamukhopadhyay5505 9 місяців тому

    সাদা সরষেকে রাই সরষে ,সেই শাক।

  • @aparna-ghosh
    @aparna-ghosh 9 місяців тому +6

    প্রথম কমেন্ট, আপনাদের ভিডিও এর অপেক্ষায় থাকি। আসাম, শিলচরের বাসিন্দা, রান্না করতে খুব ভালোবাসি। আপনাদের ওখানে গিয়ে সিদল বা চ্যাপা শুঁটকি দিয়ে চালকুমড়া পাতার বড়া খাওয়াতে চাই। ❤

    • @villfood
      @villfood  9 місяців тому +2

      Chole asun ekdin tahole

    • @mytravelcuisine1766
      @mytravelcuisine1766 9 місяців тому

      Lal colr er jegulo ke shim er moto dekhte...oi gulo shim noy .oi gulo kancha rajma. Or khosha ta fele dite hoy . Bij gulo die alu diea ranna korte hoy.. peyaj, Ada, roshun die.

  • @lakhikoch6538
    @lakhikoch6538 9 місяців тому +1

    লমবা আলুটা শিমুল আলু বলে এই আলুটা দিয়ে সাবুদানা বানানো হয় আর রাই শাকটা রসু ন শুকনো মরিচ সমবাস দিয়ে ভাজা করলে ভালো লাগে অনেক ধরনের বানিয়ে খাওয়া জায় সবাই ভালো থাকবেন নমো বুদ্ধায় 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @purbidas7258
    @purbidas7258 9 місяців тому +1

    পঞ্চ মুখী কচু টা অনেক খেয়েছি খুব সাধ /আমার নতুন ছোট পরিবারে আপনাদের সবার জন্য নিমন্ত্রণ রইল ❤❤❤❤❤❤❤❤ এখানে অনেক মজার মজার খাবার video দেখতে পাবে ❤❤❤❤❤

  • @debaratirudra3335
    @debaratirudra3335 9 місяців тому +1

    Pahari ai sak sabji gulo deke khub valo leglo ❤❤

  • @manasibiswas4993
    @manasibiswas4993 9 місяців тому

    Darun...👌mulyoban video 😍🙏

  • @Rose-vz4xi
    @Rose-vz4xi 9 місяців тому +1

    এই কচু শুকটি দিয়ে খেতে খুব ভালো হয়,বাংলাদেশে আমরা মাছ দিয়েও খাই।

  • @Sultanalifestyle44
    @Sultanalifestyle44 9 місяців тому +3

    Rai Shak bole ota..r ruti dite khete darun lage kajoj da❤

  • @indranidas9977
    @indranidas9977 9 місяців тому

    সিদল এক ধরনের শুঁটকি, যেটা পুটি মাছ শুকিয়ে করা হয়। এটা বেশী করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হয়। খেতে খুব ভালো।