সুলতানা। আমাদের বাংলা চলচ্চিত্রের গুনী এক অভিনেত্রী। তার বাবা বড় আদর করে মেয়ের আসল নাম রেখেছিলেন চান্দ সুলতানা। ৫০ দশকে পাবনায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চার ভাই তিন বোন এর মধ্যে সবার বড় হলেন চান্দ সুলতানা। সুলতানার বাবা বাংলাদেশের কিন্তু মা এর বাড়ি কলকাতা। পরিবারটি ছিল সংস্কৃতিমনা। ৬০ দশকে ছোট্ট শিশু সুলতানার স্কুলের এক অনুষ্ঠানে পারফর্ম দেখে তৎকালীন ডাকসাইটে অভিনেত্রী রাণী সরকার চলচ্চিত্রে আসার প্রস্তাব দেন। অপরিচিতা ছায়াছবি তে সেই ছোট্ট সুলতানা প্রথম অভিনয় করেন। এভাবেই চলচ্চিত্রে তাঁর পথচলা শুরু।
নায়িকার বান্ধবী কিংবা নায়ক নায়িকার বোন অথবা নায়িকা(রক্তান্ত বাংলা) সব চরিত্রে তাঁর সামান্য উপস্থিতি মোহিত করত, আনন্দিত করত। কী স্বতঃস্ফূর্ত অভিনয়। হাসিখুশি। সবার প্রিয় ছিলেন। লতার কন্ঠে ও দাদা ভাই গানে কী সাবলীল প্রাণ ছোঁয়া অভিনয় হৃদয় জুড়িয়ে যায়। তিনি বাংলাদেশের সৌভাগ্যবান অভিনেত্রী যিনি লতার বাংলা গানে প্রথম ঠোঁট মিলিয়েছেন। এ অভিনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
ধন্যবাদ বুশরা ম্যাডাম জনপ্রিয় অভিনেত্রী সুলতানা স্মরণে নতুন করে কিছু বলার জন্য ........ পরবর্তীতে আরেক জনপ্রিয় অভিনেত্রী মিনু রহমান ও আয়েশা আক্তার সম্পর্কে ভিডিও দেখতে চাই !!
সুলতানা, নতুন, সুচরিতা,সুচনদা, এরা ছিল জাত শিল্পী এরা আর আসবেনা, তাদের মেধা অভিনয় দক্ষতা দিয় বাংলাদেশের চলচিত্র আকাশ কে আলোকিত করে রেখেছিলেন, আজ বেচে থাকলে ও তারা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত নয়, চলচ্চিত্র অংগনে তাদের অভাব চির দিনই থাকবে, দোয়া করি তারা যে যেখানে থাকেন ভাল থাকেন
কি আশ্চর্য কাকতলীয়ভাবে আমি গত দুইদিন আগে সুলতানার কথা চিন্তা করছিলাম কারণ উনার সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল মোহাম্মদপুরে তারপরে আর দেখা হয়নি তো আমি চিন্তা করলাম যে কোথায় গেল এই মিষ্টি মুখের মেয়েটি ওনাকে সিনেমা তো দেখি না নাটকও দেখেন উনি কি বেঁচে আছেন কিন্তু 17 ঘণ্টা আগে বুস্টার চ্যানেল থেকে নতুন একটা ভিডিও আপলোড করে ভালো একটা খবর দিলেন ধন্যবাদ আপনাকে
This is the only song that was sung by Lata Mangeskar for any Bangladeshi film. Probably Salil Chowdhury was the Music Composer. He managed Lata Mangeskar to sing a song for this film. Biswajeet, father of Prusenjit, was the hero. Sultana was Biswajeet's sister in this film. Lyrics of the song is based on the relation between brother and sister. So far as I know the name of the film was 'Songram'. The story of the film was our heroic liberation war. I found very little or no interest about this film in the heart of our present generation.
সুলতানা।
আমাদের বাংলা চলচ্চিত্রের গুনী এক অভিনেত্রী। তার বাবা বড় আদর করে মেয়ের আসল নাম রেখেছিলেন চান্দ সুলতানা। ৫০ দশকে পাবনায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চার ভাই তিন বোন এর মধ্যে সবার বড় হলেন চান্দ সুলতানা। সুলতানার বাবা বাংলাদেশের কিন্তু মা এর বাড়ি কলকাতা। পরিবারটি ছিল সংস্কৃতিমনা। ৬০ দশকে ছোট্ট শিশু সুলতানার স্কুলের এক অনুষ্ঠানে পারফর্ম দেখে তৎকালীন ডাকসাইটে অভিনেত্রী রাণী সরকার চলচ্চিত্রে আসার প্রস্তাব দেন। অপরিচিতা ছায়াছবি তে সেই ছোট্ট সুলতানা প্রথম অভিনয় করেন। এভাবেই চলচ্চিত্রে তাঁর পথচলা শুরু।
আর হবেনা এরকম সিনেমা
পাবনা কোথায় উনার বাড়ি....
বুশরা আপাকে অনেক ধন্যবাদ জানাই এমন একটি সংবাদ দেওয়ার জন্য। অপেক্ষায় রইলাম প্রিয় সুলতানার সাক্ষাৎকারটি দেখার জন্য
উনাকে দেখার অপেক্ষায় রইলাম! বাংলা চলচিত্র থেকে অনেক আগেই অদৃশ্য হয়েছেন! উনার সাবলিল অভিনয় এখনো আমাদের মনের মাঝে দোলা দেয়!
নায়িকার বান্ধবী কিংবা নায়ক নায়িকার বোন অথবা নায়িকা(রক্তান্ত বাংলা) সব চরিত্রে তাঁর সামান্য উপস্থিতি মোহিত করত, আনন্দিত করত। কী স্বতঃস্ফূর্ত অভিনয়। হাসিখুশি। সবার প্রিয় ছিলেন। লতার কন্ঠে ও দাদা ভাই গানে কী সাবলীল প্রাণ ছোঁয়া অভিনয় হৃদয় জুড়িয়ে যায়। তিনি বাংলাদেশের সৌভাগ্যবান অভিনেত্রী যিনি লতার বাংলা গানে প্রথম ঠোঁট মিলিয়েছেন। এ অভিনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
❤
কালজয়ী একজন অভিনেত্রী তিনি প্রবীন অভিনেত্রী তাকে আজীবন সম্মাননা দেয়া প্রয়োজন।
আমার অত্যন্ত ভালো লাগার একজন অভিনেত্রী। আপনাকে অনেক অনেক শ্রদধা ও ভালোবাসা জানাই।ভালো থাকুন ও সুস্থ থাকুন।
বুশরা আপা ধন্যবাদ। পুরোনো কে সামনে আনার জন্য।
Very good. উনি সাবলীল অভিনয় করেছেন অসাধারণ ধন্যবাদ
অনেক ভালো লাগলো। উনাকে মিস করি। অপেক্ষায় আছি। অনেক অনেক ধন্যবাদ। 👍👍👍👍👍
খুবই আনন্দ পেলাম কৈশোর বেলার সৃতি মনে পরে গেল ।
উনি বেঁচে আছেন এবং আল্লাহর রহমতে ভালো আছেন জেনে অনেক ভালো লাগছে। আল্লাহর কাছে দোয়া কবি উনি যেনো আরো ভালো থাকেন সুস্থ থাকেন।
Nayikar gunah mukthir jonno dua korun, bhai
ভেবেছিলাম যে সেই মিষ্টি মেয়ে হয়তোবা আর বেঁচে নেই। কিন্তু খুবই ভালো লাগলো জেনে যে তিনি আছেন এবং ভালোই আছেন পরিবার নিয়ে।
বুশরা আপু আপনার উপস্থাপনা অসাধারণ
অনেক আগ্রহ নিয়ে থাকলাম। অনেক ধন্যবাদ জানাই।
Apnar ei programme ti amar khub valo lagey. Onek Onek Dhannobad apnake.
ওহ অসংখ ধন্যবাদ
কত দিন ভেবেছি ওনার কথা যে শুনবো
সুলতানার পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দেখার অপেক্ষায় থাকলাম
Channel I te ase
লিংক দিন
অনেক ভালো থেকো সুলতানা
খুব সুন্দর একটা কাজ হয়েছে। বুশরা আপু অপেক্ষায় রইলাম এই প্রিয় অভিনেত্রীকে দেখার জন্য।
অপেক্ষায় থাকলাম পরবর্তী ভিডিও দেখার জন্য।ওনার অভিনয় আমার অনেক ভাল লাগত।
খুব মার্জিত ও গুণী অভিনেত্রী আমাদের এই সুলতানা আপা।
আমরা চাই উনি আবার অভিনয় জগতে ফিরে আসুক।
অপেক্ষায় রইলাম আপু❤
অপেক্ষার প্রহর গুনছি।
❤❤❤ মাশআল্লাহ , শুভ কামনা তারজন্য ।
কতদিন ওনার কথা জানতে চেয়েছি। কোথায় হারিয়ে গেছে সুলতানা? প্লিজ তাড়াতাড়ি আপলোড করেন, অনেক অপেক্ষা করছি তাকে দেখার জন্য
খুব সুন্দর অভিনয় করতেন। আমার প্রিয় একজন অভিনেত্রী।
বেশি অপেক্ষায় থাকতে পারবো না শীঘ্রই খুব তাড়াতাড়ি আপনার সাক্ষাৎকারে দেখতে চাই আমার প্রাণপ্রিয় সুলতানা বুবুকে।আমি তাহার অনেক প্রিয় ভক্ত আশায় রইলাম
বড় ভালো লোক ছিলো,ব্যাথার দান,গাড়িয়াল ভাই ইত্যাদি সুলতানা অভিনীত ছবি,যতদুর জানি উনার বাসা মোহাম্মদপুর।
অনেকদিন ধরে উইকিপিডিয়াতে খুঝেও পাচ্ছিনা বেঁচে আছে কি মরে গেছে ,অনেক ধন্যবাদ
খুব খুশি হলাম জেনে যে উনি হারিয়ে যান নি, উনি আছেন সংসারের মাঝে, আমাদের মাঝে।
সত্যি ও দাদা ভাই এই গানটি খুব ভালো লাগে।
অনেক গুনী শিল্পী,
After long time seen thank you so much for your interview ❤❤
অসংখ্য ছবিতে পার্শ্বচরিত্র অভিনয়কারী সুলতানা অনবদ্য অভিনয়ের জন্য জনপ্রিয় ছিল।
সত্যি সুলতানা কে আজীবন সম্মাননা প্রদান করা দরকার।
খুব ভালো লাগল অনেক দিন পর তার খবর জানলাম।
অপেক্ষা নিদারুণ কষ্টের। সমাধান দিন তাড়াতাড়ি।
ছোটবেলায় নায়িকা বাদে সুলতানা প্রিয় অভিনেত্রী ছিলেন।
আল্লাহ তাকে সুস্থ্য রাখুন ,প্রতিটি চরিত্রে অনবদ্য, দুঃখ তিনি একক নায়িকা হয়ার সুযোগ পাননি
Sultana amar onek priyo ekjon Ovinetri.Ei Ovinetri er dirgha o Sustha jibon kamona korchi.
নায়িকার পাশাপাশি পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও উনার অনবদ্য উপস্থিতি আমাদের মোহিত করতো।
Wow! I remember seeing her
movies when I was young. I remember Rani Sarkar too.
ছোটকালে উনার অনেক ছবি দেখেছি!
খুব ভালো লাগে উনার অভিনয়!!!
Excellent Artist Sultana apa ❤ ❤ ❤ , thank you bushra apa ❤ ❤ From Bogura ...
আমার কাছে সবচেশে ভালো লাগে এই সুলতানার অভিনয়। সে কি বেচে আছে। যদিথাকে তার কে সরাসরি দেখতে চাই।
১৯৯২ সালে ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে বসবাস করতাম । তখন সুলতানা আমার প্রতিবেশী ছিলেন । অনেকবার দেখা হয়েছিল ।
খুবই ভাল অভিনেত্রী ছিলেন
আমার প্রিয় অভিনেত্রী সুলতানার বর্তমান অবস্থা এবং সাক্ষাৎকার চাই,প্লিজ!
অসাধারণ অভিনেত্রী...
নায়িকার বান্ধবী মানেই সুলতানা। একটা সময় এটাই ছিলো নিয়ম 😅
উনাকে খুব সুন্দর লাগতো। ছোট বেলা দেখেছি।
Very nice story 💕🇧🇩
অপেক্ষায় রইলাম। কিন্তু অপেক্ষার শেষ কবে হবে?
Unar chand pur er hajigonj er bari te ami giyechilam 1994 tokhon onek choto chilam . Amar nanu r barir pashe chilo
ধন্যবাদ বুশরা ম্যাডাম জনপ্রিয় অভিনেত্রী সুলতানা স্মরণে নতুন করে কিছু বলার জন্য ........ পরবর্তীতে আরেক জনপ্রিয় অভিনেত্রী মিনু রহমান ও আয়েশা আক্তার সম্পর্কে ভিডিও দেখতে চাই !!
সুলতানা আছে মনের মনি কোঠায়।
অনেক ধন্যবাদ
সুলতানা,ভালো থাকুন সবসময়।
Opekkhay thaklam apu...
amader pabnar meye bole katha .kabita .Suchitra sen onek boro maper silpi
সে ত ভুলে যাবার নয়, সুলতানা আপা একজন গুণী অভিনেত্রী ছিলেন।
অনেক অনেক শুভ কামনা ❤❤
ভালো থাকুন সুলতানা
🎉🎉🎉 Bushra DIDI thanks 🙏
প্রায়ই সুলতানার কোথা হয় । জানতে ইচ্ছে হচ্ছিলো কেমন আছে কথাই আছে ,
একটা পুরাঙ্গ সুলতানার সখ্যাতকারের অপেক্ষাই । অনেক অনেক ধন্যবাফ ।
Super
Respect ❤
She is so beautiful ❤️
Dharun Bursha apa
wow thank you
excellent
অপূর্ব অভিন সুলতান আপা চোখ দুটো জানো নয়ন তারা দেখতে খুবই সুন্দর
❤❤❤❤❤sultana❤❤❤❤❤
সুলতানার স্বামী মোঃ মহসিন সাহেবকে চিনতাম। উনারা আমেরিকায় থাকতেন। উনার দুই ছেলেকে চিনতাম।ওরা ঢাকা, মহম্মদপুরে ভাড়া বাসায় থাকতো। এক ভাইয়ের দোকান ছিলো। মহসীন সাহেব পুরাতন ঢাকার মানুষ ছিলো।
❤❤❤
Please Produce her interview
Kichu meye ache jawani two sundori, buro bayoseo sundori. Sultana taderi akjon.
Wish her ling life. Ameen.
বুশরা আপু আশি দশকের সংবাদ পাঠক সালেহ আকরামের সম্পর্কে কিছু জানতে চাই।
পরিচালক শাহজাহান চৌধুরীর সাক্ষাতকার দেখতে চাই
ছোট্ট মন বানাতে পার কি? মনের অজান্তে মানস পটে ভেসে উঠে।
🎉🌹🌹🌹🌹🌹🌹🌹🎉
Ami oh Jantam oni USA asey. Maje maje desh e ese oni onar Mohammad pur er basay thakey
সুলতানার তুলনা সে নিজেই
❤️🌹❤️
সুলতানার অভিনিত উর্দু সিনেমাগুলোর নাম আসলো না কেন?
আমিও ইনোসেন্ট চেহারা ও হাসির জন্য সুলতানা কে খুব পছন্দ করতাম। আমিও ভাবতাম সুলতানা এখন কোথায় বেঁচে আছেন কিনা?
সুলতানা, নতুন, সুচরিতা,সুচনদা, এরা ছিল জাত শিল্পী এরা আর আসবেনা, তাদের মেধা অভিনয় দক্ষতা দিয় বাংলাদেশের চলচিত্র আকাশ কে আলোকিত করে রেখেছিলেন, আজ বেচে থাকলে ও তারা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত নয়, চলচ্চিত্র অংগনে তাদের অভাব চির দিনই থাকবে, দোয়া করি তারা যে যেখানে থাকেন ভাল থাকেন
সুলতানাকে দেখে কি যে ভালো লাগছে বুঝাতে পারবো না।
👍😃
Please apu, give information about Kalpana and Shobita.
Kolpona already uploaded
কি আশ্চর্য কাকতলীয়ভাবে আমি গত দুইদিন আগে সুলতানার কথা চিন্তা করছিলাম কারণ উনার সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল মোহাম্মদপুরে তারপরে আর দেখা হয়নি তো আমি চিন্তা করলাম যে কোথায় গেল এই মিষ্টি মুখের মেয়েটি ওনাকে সিনেমা তো দেখি না নাটকও দেখেন উনি কি বেঁচে আছেন কিন্তু 17 ঘণ্টা আগে বুস্টার চ্যানেল থেকে নতুন একটা ভিডিও আপলোড করে ভালো একটা খবর দিলেন ধন্যবাদ আপনাকে
সবাই কে ধন্যবাদ
অনেক আগে শুনেছিলাম উনার ক্যান্সার হয়েছে?
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
কাজরি মেডাম কোথায় আছেন
চট্টগ্রাম
এ রখম অভিনেত্রী আর পাওয়া যাবে না
নায়িকা জিনাত,রানী সম্পর্কে জানাবেন,আপু।প্লিজ
Biswajit er Sathe acting korse😊😊😊
This is the only song that was sung by Lata Mangeskar for any Bangladeshi film. Probably Salil Chowdhury was the Music Composer. He managed Lata Mangeskar to sing a song for this film. Biswajeet, father of Prusenjit, was the hero. Sultana was Biswajeet's sister in this film. Lyrics of the song is based on the relation between brother and sister. So far as I know the name of the film was 'Songram'. The story of the film was our heroic liberation war. I found very little or no interest about this film in the heart of our present generation.