Today we cook and ate traditional tribe food with Santali tribal family | village Cooking vlog

Поділитися
Вставка
  • Опубліковано 18 кві 2021
  • Today we cook and ate traditional tribe food with Santali tribal family | village Cooking vlog
    Hello friends! today we will show you how we enjoy our full day with a tribal family in Chowpahari Jangal. Here we learn and cook traditional food of santali tribe community. Watch full video and enjoy with us.

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @prasantabiswas4041
    @prasantabiswas4041 2 роки тому +20

    খুব সুন্দর লাগলো। আদিবাসী কালচার এবং খাওয়া-দাওয়া আমাদের সামনে যেভাবে তুলে ধরলেন সত্যি অতুলনীয়। খুব সুন্দর লেগেছে।

  • @babybagchi9399
    @babybagchi9399 3 роки тому +17

    আমার খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠান না দেখলে অনেক কিছু জানতে পারতাম না ।আদিবাসী দাদাকে আমার আন্তরিক প্রণাম । ভিলে ফুড কিচেন কে আমার আন্তরিক ধন্যবাদ।তোমরা সবাই ভালো থেকো

  • @paritoshsingha5986
    @paritoshsingha5986 2 роки тому +5

    তোমরা সকলে খুব ভালো গো দাদারা। চন্দন দা অমায়িক মানুষ।

  • @soumensamanta2684
    @soumensamanta2684 3 роки тому +56

    আদি বাংলার এই সংস্কৃতি আজ এই আধুনিকতার মুখে এক যোগ্য জবাব। কোনো ভাবেই এটা হারিয়ে যেতে দেওয়া যায় না। ♥️♥️

  • @pranitamandal3242
    @pranitamandal3242 3 роки тому +79

    এটা একটা অতি চমৎকার উপস্থাপনা হোয়েছে । আদিবাসী সমাজের কিছুটা আমরা জানতে পারলাম । বাড়িটাও শিল্পমন্ডিত । ওঁদের সংস্কৃতিও কত সুন্দর ।

  • @sanjuktabagchi2404
    @sanjuktabagchi2404 3 роки тому +145

    এটা একমাত্র ইউটিউব চ্যানেল যেটা দেখে সবার মন ভরে যায়।❤️❤️❤️❤️❤️❤️

  • @sanjayshasmal4089
    @sanjayshasmal4089 2 роки тому +16

    কি সুন্দর দৃশ্য তুলে ধরলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ 👌👌👌👍👍👍👍

  • @shampamohanti2571
    @shampamohanti2571 2 роки тому +8

    আপনাদের সবার মনের মধ‍্যে শৈশব এখনো জীবিত আছে । খুব ভালো লাগে ।

  • @nupurchowdhury2415
    @nupurchowdhury2415 3 роки тому +14

    অসাধারণ লাগলো এই ভিডিও টা ।আদি সংস্কৃতি কে আনন্দ উপভোগের মধ্যে দিয়ে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাদের কে। আপনাদের একতা, আত্মীয়তা, বন্ধুত্ব এবং সরলতা দেখে মুগ্ধ হয়ে যাই। ভালো থাকবেন সবাই। আরো এগিয়ে যান। 🙏🏻

  • @swapandas-jt4ig
    @swapandas-jt4ig 3 роки тому +424

    হে উপমহাদেশের আদিপুরুষ তোমাদের প্রণাম জানাই🙏। আজ আমরা যখন নিজেদের সংস্কৃতি ভুলতে বসেছি,তোমরা সংখ্যায় অল্প হয়েও তোমাদের সংস্কৃতি টিকিয়ে রেখেছো হাজার হাজার বছর ধরে।🙏

  • @amitchowdhury4967
    @amitchowdhury4967 3 роки тому +65

    আদিবাসী এই মানুষগুলো কত সহজ-সরল, কত নিরীহ ❤️❤️❤️।

    • @gautamdhalla9364
      @gautamdhalla9364 3 роки тому

      Khub sundor dulal bhai
      Chandan ultimate

    • @babaidas5142
      @babaidas5142 7 місяців тому

      আবার নিরিহ মানুষ ক্ষেপে গেলে মুশকিল আছে

  • @Travelwithfamily-dv9ir
    @Travelwithfamily-dv9ir 2 роки тому +24

    আদিবাসী গোষ্ঠী দের নিয়ে এরকম আনন্দ সত্যি অসাধারণ
    love from Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩

    • @subhasmurmu5022
      @subhasmurmu5022 2 роки тому

      Sotti dada
      Love from India 🇮🇳🇮🇳🇮🇳

  • @musicloverr.p6660
    @musicloverr.p6660 2 роки тому +5

    আমাদের দেশের নিজের ঐতিয্য .আপনাদের জন্নে আবার দেখতে পেলাম , চন্দন দাদা ধন্নবাদ , সবাই ke প্রণাম 👏👏👏👏

  • @sanjoyroy8839
    @sanjoyroy8839 3 роки тому +17

    এইভাবে আনন্দ করেন এবং মানুষের পাশে থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।

  • @mdmamunurrashid9444
    @mdmamunurrashid9444 3 роки тому +73

    জীবন টা আসলেই সুন্দর
    যদি সেটা সুন্দরভাবে উপভোগ করা যায়।
    বাংলাদেশ থেকে অবিরাম ভালোবাসা রইলো আপনাদের জন্য।

  • @samiurkhan705
    @samiurkhan705 2 роки тому +23

    জামাইবাবু যেখানেই যাক না কেন মাছ কাটবেই সত্যিই জামাইবাবু অনেক পরিশ্রমী আর ভালো একজন মানুষ প্রণাম জামাইবাবু আপনাকে ❤️

  • @mitachakraborty8442
    @mitachakraborty8442 3 роки тому +38

    চন্দনের আত্মীয়ের বাড়ি গোরুর গোয়াল ঘরটা ট্রেনে র কামরার মতো লাগল । খুব সুন্দর সাজানো ঘর। আমার গ্রাম খুব ভালো লাগে।

  • @singersdlal5047
    @singersdlal5047 3 роки тому +77

    চন্দন দাদাকে সামনে রেখে আপনারা এগিয়ে যান। সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক আপনাদের সৃষ্টি।

  • @ShS-ld3fy
    @ShS-ld3fy 2 роки тому +4

    চন্দনের নাচ দেখে আমি হাসতে হাসতে শেষ💃💃

  • @mkbbd3367
    @mkbbd3367 2 роки тому +7

    এই ভিডিওটা মাঝেমধ্যেই দেখি। আমাদের ভারতীয় উপমহাদেশের আদি সংস্কৃতি কত সুন্দর ভাবে উপস্থাপিত হলো। ধন্যবাদ আপনাদের সকলকে।। নমস্কার

  • @sujoymondal4166
    @sujoymondal4166 2 роки тому +7

    তেতুল খাওয়া দেখে মুখে জল চলে এসেছিল দাদা।
    অসাধরন তোমাদের ব্লগ এর স্টাইল❤️👍🙏

  • @sanjibshaw1048
    @sanjibshaw1048 3 роки тому +15

    চন্দন তোমার দাদা এবং বৌদি দুজনই একদম মাটির মানুষ, ভগবান ওনাদের ভালো রাখুক আর দাদা আপনারা সবাই ভালো থাকবেন ভগবানের কাছে এই প্রার্থনা করি। আপনাদের দেখে খুব আনন্দ পাই। ধন্যবাদ 🙏🙏🙏

  • @pritamganguli5122
    @pritamganguli5122 3 роки тому +28

    দারুন একটা ভিডিও উপহার দিয়েছেন আপনারা ধন্যবাদ সবাই কে ।❤💐❤

  • @mr.luishsoren8888
    @mr.luishsoren8888 3 роки тому +6

    খুব মজা পেলাম,আমি বাংলাদেশী সাঁওতাল আদিবাসী

  • @priyankadutta3262
    @priyankadutta3262 3 роки тому +13

    দুলাল দা অনেক দিন পর এই আদিবাসী কালচার দেখতে পেলাম। খুব ভালো লাগল। ছোট বেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। এখন ওই দিন গুলো খুব মিস করি। এই ভাবে আপনারা সবাইকে আনন্দ দিয়ে ভরিয়ে রাখুন।

  • @bibekanandamanna5442
    @bibekanandamanna5442 3 роки тому +3

    খুব সুন্দর।।। সবার মন এইভাবে ভালো হয়ে উঠুক।
    এই অনাবিল আনন্দ, প্রাণবন্ত হাসি, মজা, প্রকৃতির কোলে নিজেদের সঁপে দেওয়া, এককথায় অনবদ্য।।। দেখে নিজের মনকে্ ভাল রাখা থেকে বঞ্চিত করা যায় না । মনে হয় সংসারে, জগতে আনন্দের কোন অভাব নেই। শুধু মনের বাঁধন খোলা আবশ্যক।।।

  • @mdmobarokhossen8835
    @mdmobarokhossen8835 Рік тому +2

    আমার নাম মোবারক হোসেন বাংলাদেশ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ আমি খুব ভালো আছি আপনাদের ভিডিও দেখে আমার খুব ভালো লাগে আমি হলাম মুসলমান আমি চাই আপনারা আরো এগিয়ে 🎉 ভিডিও গুলার চেয়ে আমার খুব ভালো লাগে

  • @bohemiancollective6981
    @bohemiancollective6981 3 роки тому +88

    This is real UA-cam content. Seriously one of the best channels ever ❤️

  • @travelwithbiswajit4975
    @travelwithbiswajit4975 2 роки тому +3

    তোমাদের ভিডিও গুলো যত দেখছি ততই আনন্দ হচ্ছে,,ভিডিও দেখছি একানে আর মন চলে গেছে তোমাদের ওখানে,,,💐💐💐👌👌👌

  • @mrinalkantimandal4955
    @mrinalkantimandal4955 2 роки тому +2

    অসাধারণ মনটা free করে দিলো তোমাদের ভিডিও টা

  • @kanchanmajhi1635
    @kanchanmajhi1635 2 роки тому +24

    Proud to be an Adivasi ♥️🔥

    • @hansda926
      @hansda926 2 роки тому

      🥰❤️🥰sagun johar dada

  • @tarunkantisarkar2634
    @tarunkantisarkar2634 3 роки тому +5

    সত্যি অসাধারণ একটা এপিসোড। অনেক আনন্দ পেলাম,জয় হরিবোল।

  • @mohitmohanta6461
    @mohitmohanta6461 3 роки тому +12

    অসাধারণ অভাবনীয় অকল্পনীয় | খুব সুন্দর হয়েছে ভিডিওটা৷ এভাবেই আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবেন । আপনাদের চ্যানেল টা যেন আরো এগিয়ে যায় এই কামনা করি।

  • @lipikagupta6408
    @lipikagupta6408 6 місяців тому +1

    আজকের ভিডিও টা দারুন লাগলো। বাড়ি টা কি সুন্দর। ঝকঝকে তকতকে পরিস্কার। আমার ওখানে খুব যেতে ইচ্ছে করছে। আর দুলাল ভাই তো ওখানে গিয়ে একেবারে শিশু হয়ে গেছে। সবাই কে আনন্দ করতে দেখে খুব ভালো লাগলো।

  • @debadityasaha4602
    @debadityasaha4602 3 роки тому +8

    কি সুন্দর বাড়ি ❤️❤️কতো সরল সবাই ❤️

  • @pamelabose8557
    @pamelabose8557 3 роки тому +61

    তোমাদের এই ভিডিও গুলোর জন্যই আমরা ট্রাইব্যাল সমাজের সব কিছু সম্পর্কে এতো তথ্য পাই।আমি তো প্রত্যেক কে সাজেস্ট করবো এই ভিডিও গুলো দেখার জন্য।যাতে আমাদের আগামী প্রজন্ম প্রাচীন এই সভত্যার সমন্ধে এখনো কিছু জানতে পারে। ❤️

    • @villagecookingvlogs
      @villagecookingvlogs  3 роки тому +2

      Eivabe amader pashe thakben

    • @tapatisworld7499
      @tapatisworld7499 3 роки тому +3

      কি সহজ সরল জীবনযাপন করছে এরা, সত্যি আমাদের শহূরে জীবন থেকে কত ভালো আছে এরা, আপনারা কত ভালো উপহার দিলেন। নূতন বছর খুব ভালো ও আনন্দ করে কাটুক। সবাই খুব ভালো থাকবেন, শুভ কামনা রইল।

    • @karunachakraborty738
      @karunachakraborty738 3 роки тому +1

      @@villagecookingvlogsawesome and very rare a

  • @conkamajhi.....9461
    @conkamajhi.....9461 3 роки тому +16

    WOW 😲
    Ican believe this
    Adibasi culture is great culture ❤️
    And iam so proud of you.❤️❤️❤️...

  • @dilipmondal3578
    @dilipmondal3578 2 роки тому +3

    চন্দন কে খুব ভালো লাগে কি সুন্দর সবার সঙ্গে মিশে চলছে 🙏🙏🙏🙏👌👌👌

  • @rashidahmd568
    @rashidahmd568 3 роки тому +8

    আপনাদের আনন্দ দেখে খুব ভাল লাগে। দোয়া করি আপনারা সবসময় এভাবে মিলে মিশে থাকেন ধন্যবাদ আপনাদেরকে। 🙋‍♀️

  • @villagecookingvlogs
    @villagecookingvlogs  3 роки тому +21

    Amader pashe thake amderke egiy.niyjben

  • @basantimandi465
    @basantimandi465 3 роки тому +108

    আমি একজন সাঁওতাল, আপনাদের প্রতিটা ভিডিও আমার ভালো লাগে,আমরা যেমন অন্যান কাস্ট এর লোকদের আপন করতে পারি সেটা আদার কাস্টরা পারেনা, খুব ভালো লেগেছে আপনাদের।

  • @viennacalling85
    @viennacalling85 2 роки тому +2

    অদ্ভুত সুন্দর। যোগ যোগ বেঁচে থাক আদিবাসী সংস্কৃতি সারা বাংলায়। সাত সমুদ্দুর তেরো নদীর ওপর থেকে বুক ভরা ভালোবাসা নিরন্তর

  • @rbdance3653
    @rbdance3653 8 місяців тому +1

    আমি আবার ও সেই পুরোনো ভিডিও দেখতে আসলাম আমার মন খুব ভালো খরাব তাই মন ভালো করার জন্য পুরনো ভিডিও দেখছি

  • @ishanmandal6305
    @ishanmandal6305 3 роки тому +4

    চন্দনের মামার বাড়ি খুবই ভালো লেগেছে। বাড়িটা ভীষন সুন্দর।

  • @mahuyaadhikary5540
    @mahuyaadhikary5540 3 роки тому +12

    এই ভাবেই আমাদের সবাই কে আনন্দ দিয়ে যান...আর আপনার ও এই ভাবে আনন্দ এ থাকুন...ভালো থাকুন সুস্থ থাকুন...lots of enjoy to all of you...🤘🤘

    • @swapandas-jt4ig
      @swapandas-jt4ig 3 роки тому

      আপনার নামটা খুব সুন্দর। এই ভিডিও টাই মহুয়া নাম টা বারবার উঠে আসছিল। আমার প্রেমিকার নাম ও মহুয়া ছিল...যদিও সে আজ আমার থেকে অনেক দূরে...😪

  • @supriyabaparc3564
    @supriyabaparc3564 Рік тому +1

    এক কথায় অসাধারণ,,,, আমি বাংলাদেশ থেকে দেখছি,

  • @anjabali4952
    @anjabali4952 2 роки тому +2

    আমি দুবাই থেকে বলছি দাদারা আপনাদের ভিডিও,অনেক ভালো লাগে আমার। এবং ভালবাসা রইল আপনাদের চারজনের জন্য।

  • @ajayhaldar79
    @ajayhaldar79 2 роки тому +19

    আমি বাঙ্গালি আমিও আপনাদের মতো আদিবাসী দের কে ভালো বাসি এমনকি তাদের ভাষাও বলতে পাড়ি সবাইয়ের পাশে থেকো ভালো থেকো

    • @probirmurari9870
      @probirmurari9870 2 роки тому

      আপনার কথা শুনে খুব ভালো লাগলো

  • @champakalimajumder4985
    @champakalimajumder4985 11 місяців тому +9

    The Adivasi means the original people of Bharatvarsh. I loved Chandan’s dada’s house. It is an example of sustainability and artistry. The Goshala is an innovative use of space and resources. The patapora was so fun. If we lived like them without greed,& taking only what we need from the environment, then Mother Earth would survive. Thank you so much villifood vlogers for the great inspirational and informative video

  • @basantiroy5787
    @basantiroy5787 2 роки тому +1

    Ader adibasi gaan gulo valo. Khub valo laglo video ta dhake. ❤❤❤❤

  • @prasantaadhikary8521
    @prasantaadhikary8521 3 роки тому +2

    নতুনত্ব আছে ,,,, অসাধারণ লাগলো 👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️👍❤️❤️

  • @thesaimonkabir
    @thesaimonkabir 3 роки тому +5

    I think this is the only UA-cam channel, which doesn't have any hater.

  • @fannysanny1461
    @fannysanny1461 3 роки тому +3

    গ্রামের পরিবেশ তোমাদের সবাইকে এক সাথে ঘোরাঘুরি সব মিলিয়ে অসাধারণ

  • @asishgaming6141
    @asishgaming6141 2 роки тому +2

    আপনাদের জন্য অনেক ভালোবাসা রইলো দাদা। তোমরা সবাই এইভাবে এগিয়ে যাও আর ভালো থাকবেন।

  • @basantiroy5787
    @basantiroy5787 2 роки тому +1

    My god tetul dhake amar jive jol chole aslo . sotti tomra khub valo manus . ❤❤❤❤

  • @rezwanulkabir8477
    @rezwanulkabir8477 3 роки тому +15

    অনেকদিন পর পছন্দের মানুষগুলোকে দেখলাম।
    ভালোবাসা নিও দাদারা।
    ❤️❤️❤️🇧🇩🇧🇩❤️❤️

  • @indranidas1037
    @indranidas1037 3 роки тому +16

    জিভের জল চেষ্টা করেও আটকাতে পারলাম না😛😛

  • @sujaymallick9967
    @sujaymallick9967 3 роки тому +2

    সত্যিই গ্রামের মানুষের জবাব নেই। যত তাদের দেখি ততই মুগ্ধ হই।

  • @sumannayek730
    @sumannayek730 2 роки тому +14

    আদিবাসী জনগোষ্ঠীরা বা আমার আমিও আদিবাসী । আমরা এখনো আদি যুগের ওনেক অভ্যাস এখনও আমাদের মধ্যে প্রচলিত আছে আর আমরা খুবই গর্বিত আমরা আদিবাসী ❤️

  • @GandhiKesav
    @GandhiKesav 3 роки тому +11

    Love from the Tamilnadu😍😋

  • @kabirmondal9413
    @kabirmondal9413 3 роки тому +3

    জামাই বাবু কে রান্নার মাস্টার বলা যায় খুব সুন্দর রান্না করেন। শোল মাছের ঝোল টা খুব সুন্দর কালার হয়েছে।

  • @babybagchi9399
    @babybagchi9399 3 роки тому +1

    চন্দনের মামার বাড়ির কালচার আমার খুব ভালো লাগলো।দুলাল কে নিয়ে তোমরা আরো এগিয়ে যাও ।দুলালের সব কিছু ভালো লাগে।

  • @mahiakash9135
    @mahiakash9135 2 роки тому +3

    দাদা আপ্নারা খুবি মজার লোক From বাংলাদেশ প্রতিটা ভিডিও দেখি আপনাদের খুবই ভালো লাগে

  • @kakalichakraborti1054
    @kakalichakraborti1054 3 роки тому +11

    আরোও আদিবাসী রীতি,culture দেখতে চাই,দাদা🙏😀

  • @kabitaghosh2070
    @kabitaghosh2070 3 роки тому +4

    অপূর্ব ! অসাধারণ !! অনবদ্য !!!👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👍👍👍
    প্রতিটি শট্ এ রয়েছে হাসি,মজা আর অনাবিল আনন্দ!! এতো ভালো লাগলো...বলে বোঝাতে পারবো না!! এমন উপভোগ্য ভিডিও বুঝি আর দ্বিতীয় টি নেই!! 😁

  • @Itsrahul333
    @Itsrahul333 Рік тому +1

    Osadharon video ta .....khub sundor ....chandan er barir shb kota vlog khub khub bhalo .....

  • @MS-zm9fx
    @MS-zm9fx Рік тому +1

    অসাধারণ লাগলো! আদিবাসীদের যেমন সুনিদর বাড়ী, ততোধিক সুন্দর কালচার…. খুবই ভালো লাগলো। সবাই খুব ভালো থাকুন। 💐💐

  • @amitbanerjee9388
    @amitbanerjee9388 2 роки тому +10

    One of your most accomplished episode.
    These videos are not just episodes guys... these are documentaries. Proud of you guys. Take love and hugs...

  • @srinandachatterjee9144
    @srinandachatterjee9144 3 роки тому +3

    মন ভালো করা ব্লগ❤️ আপনাদের ব্লগের জন্য অপেক্ষা করে থাকি।

  • @rupasaren6328
    @rupasaren6328 3 роки тому +1

    adi napai....khub sundor....from kolkata😊😊

  • @SohelRana-gk9wb
    @SohelRana-gk9wb 11 місяців тому +1

    খুব ভালো লাগলো দাদা ভিডিও টা,, আদিবাসীরা যে এখনোও সেই যুগের শাসকৃতি ধরে রেখে তাই ধন্যবাদ জানাচ্ছি,,, অসাধারণ

  • @kalpanadas3931
    @kalpanadas3931 3 роки тому +4

    Darun laglo Dada tomadar aksatha anando korte dakhe

  • @abhishekroy9286
    @abhishekroy9286 3 роки тому +4

    আপনাদের দেখলে খুব ভালো লাগে।
    "বহু পুরানো " যে নতুন recipe টা দেখালেন
    দেখেই মনে হচ্ছিল,, সুস্বাদু একটি recipe
    😅😅 আরো বিশেষ করে আপনারা যখন তেঁতুল খাচ্ছিলেন তখন সত্যিই গালে জল আসছিল। এইভাবে সবসময় মজা করবেন এবং সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করবেন।

  • @smsagor4994
    @smsagor4994 2 роки тому +1

    ভাই আমার বাড়ি বাংলাদেশ...//আমি আপনাদের প্রতি টা ভিডিও দেখি...//
    আর আপনাদের ভিডিও গুলো এত ভালো লাগে বলে বুঝাতে পারবো না ভাই..

  • @swapankumarmaji6452
    @swapankumarmaji6452 3 роки тому

    Dulal .chandan..swapan..sabaike danyabad ei dharoner video upohar deoyar jonno..

  • @teelee7742
    @teelee7742 3 роки тому +7

    অনেক দিন পর মেসেজ করলাম। আজকের ভিডিও দারুন হয়েছে।

  • @rupasharma6566
    @rupasharma6566 3 роки тому +34

    i m really feel very happy to see you all...n today video shows that these "Adivasi " are saving our old traditional culture of India...great salute to all these Adivasi n to your whole team

  • @rnhansda2102
    @rnhansda2102 2 роки тому +1

    Chandanda jabab nei darun.apnader sabaike dhekhle mon vore jai.

  • @g.msayed8307
    @g.msayed8307 2 роки тому

    তোমরা খুব মজার মানুষ,, বাংলাদেশ থেকে বোলতাছি🥰

  • @banerjeedebashish3684
    @banerjeedebashish3684 3 роки тому +3

    Beautiful memories. Namaskar & love from Dhanbad. Jharkhand.
    JOHAR.. JOHAR.. JOHAR 🙏

  • @Drleeon-iu1pc
    @Drleeon-iu1pc Рік тому +3

    Proud to be an Adibasi Santali from Bangladeshi!!!!

  • @rakeshsana9266
    @rakeshsana9266 2 роки тому

    খুব ভালো লাগলো দাদারা তোমাদের খুশী দেখে আমার খুব ভালো লাগে আমি মনে খুব খুশী হয় ভগবানের কাছে পার্থনা করি সব সময় এভাবেই হাসি খুশি থেকো ইনজয়

  • @barnalisardar5090
    @barnalisardar5090 2 роки тому +2

    Khub sundor, I am so happy, God bless you 🙏

  • @daydreamer163
    @daydreamer163 3 роки тому +6

    Overwhelmed to see our real culture

  • @allinkolkata2245
    @allinkolkata2245 3 роки тому +3

    খোকনদা তোমাদের ভিডিওটা আজকে দেখছি অনেক লম্বা

  • @sulatachatterjee383
    @sulatachatterjee383 Рік тому

    সত্যিই দারুণ লাগলো মামা এই ভিডিও টা চন্দন তো দারুন নাচলো খাও যা দাওয়া পাতা পুড়া মাংস দারুন আমরা পেলাম না বটে 👍👍 তোমার সবাই খুব ভালো আদিবাসীদের ঘরটা সাজানো আমার দারুন লেগেছে 👍👍❤️❤️🙏🙏

  • @sumanmondal5738
    @sumanmondal5738 2 роки тому +2

    অপূর্ব♥️♥️ এরকম একদিন কাটাতে পারলে জীবন ধন্য

  • @FoundaLove
    @FoundaLove 3 роки тому +4

    Wow! Nice village beauty❤
    Lots of love

  • @murmumurmu5967
    @murmumurmu5967 3 роки тому +5

    So beautiful house . Full injoy

  • @sawanminz6004
    @sawanminz6004 2 роки тому

    Beautiful village and nice house painting aap logo Ka program Bhalo Lagta hai dada..my fovret Chandan Bhai🕺🕺🕺🕺🕺

  • @rapajak96
    @rapajak96 2 роки тому +1

    Kub sundor video hoya6a tomder video gulo dakha vlo lga

  • @diptabarmon8117
    @diptabarmon8117 3 роки тому +7

    অনেকদিন অপেক্ষায় ছিলাম ❤️❤️

  • @mpmmammoth
    @mpmmammoth 3 роки тому +4

    Really ths is the best channel..very good and best team ever..jamai babu i like the way u speak..😊🙏

  • @johardooarsbyrenuka5512
    @johardooarsbyrenuka5512 3 роки тому +1

    Apnader sobaike amar torof theke joohar.khub khub sundor akti video .amader adivasi der hariye jaoya jinis gulo dekhanor jonno apnader puro times ke onek onek dhonyobad 🙏👍🏻

  • @myFUGEFGsquare
    @myFUGEFGsquare 2 роки тому

    বাহ দুলাল মামা দারুন লাগে তোমাদের ভিডিও। বাংলাদেশ থেকে দেখছি

  • @mahidebnath8600
    @mahidebnath8600 3 роки тому +3

    খুব মজা পেলাম দাদারা
    ভালো থাকেন

  • @towhidsuboz3046
    @towhidsuboz3046 3 роки тому +22

    ভাই এতদিন পরে আসলে হবে,প্রতিদিন ভিডিও চাই❤️🇧🇩

  • @sanjayshasmal4089
    @sanjayshasmal4089 2 роки тому +1

    দুলাল দা জখন বুঝতে পারছিলনা সেইটা দেখতে ভালই লাগল।

  • @aiorapajbro7880
    @aiorapajbro7880 2 роки тому

    উফফ কি ভালোবাসা তোমাদের মধ্যে বলার ভাষা নেই একে অপরের প্রতি তোমাদের এইরকম ভালবাসা অটুট থাকুক, আগামী প্রজন্ম তোমাদের ভালোবাসা দেখে মুগ্ধ হোক। আমি উত্তর দিনাজপুর থেকে তোমাদের ভিডিও দেখি প্রতিনিয়ত। ভালোবাসা রইলো আমার পক্ষ থেকেও।

  • @AnantadasOfficial
    @AnantadasOfficial 3 роки тому +3

    অসাধারন🥰🇧🇩