হেমন্ত মুখোপাধ্যায় - গ্রামোফোনে রবীন্দ্রসঙ্গীত | কালানুক্রমিক ১৯৬০-৬৯

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @gautambhattacharjee566
    @gautambhattacharjee566 7 місяців тому

    ১৯৬১ সালে Rabindranath Thakur এর Birth anniversary তে উনি কি কোনও গান Record করেন নি? দয়া করে জানাবেন। এছারা Musical Album Shyma বা Shapmochon এর কথাও উললেখ করেননি।

    • @DJPView
      @DJPView  7 місяців тому

      শ্যামা এবং শাপমোচন উল্লেখ করিনি কারণ ওগুলি কেবল আলাদা গান হিসাবে প্রকাশিত নয়।
      ১৯৬১ সালের বিষয়ে ভিডিওর নিচে description-এ সামান্য আলোকপাত করেছি। মূলসূত্র হেমন্ত জীবনী আনন্দধারা। তাতে দেখছি দুটি গান মনে কি দ্বিধা রেখে গেলে এবং মন মোর মেঘের সঙ্গী ১৯৬১ সালের রেকর্ড নং GE 25049-দেখানো আছে। আবার ঐ শিরোনামের গান দুটিই ১৯৬২ সালে প্রকাশিত অ্যালবাম 'জেমস ফ্রম টেগোর'-এ (EALP 1267) আরও চারটি গানের সঙ্গে অন্তর্ভূক্ত রয়েছে। আমি জানি না, GE 25049-এর গান দুটি পৃথক কোনও রের্কডিং কিনা; অথবা উভয় ডিস্কে একই রের্কডিং রাখা হয়েছে কিনা। ১৯৬১ রবীন্দ্র জন্ম শতবর্ষে প্রকাশিত হেমন্ত মুখোপাধ্যায়ের রবীন্দ্রসঙ্গীতের ঐ দুটি ছাড়া আর কোনও গান প্রকাশিত হয়নি দেখে আমিও অবাক হয়েছি। অনুমান করছি, ১৯৬২-র EALP 1267 এর আগে তড়িঘড়ি তারই দুটি গান নিয়ে GE 25049 ডিস্কটি ১৯৬১ সালে প্রকাশ করা হয়েছিল। প্রকৃত তথ্য আমি এখনও পাইনি।

    • @DJPView
      @DJPView  7 місяців тому

      সংযোজন:
      faculty.ist.unomaha.edu/pdasgupta/hemanta/discography/tagore.html
      এখানে দেখছি, 'জেমস ফ্রম টেগোর' (EALP 1267) অ্যালবামটি ১৯৬২ নয়, ১৯৬১ সালে প্রকাশিত হয়েছিল।
      আর একটা ধন্দ থেকে যায়, GE 25049 ডিস্কটির বিষয়ে। এর অস্তিত্ব নিয়ে কেউ কোনও তথ্য পেলে অনুগ্রহ করে জানাবেন।