শীতকালে লাইটিং করে ড্রাগন ফল উৎপাদন সফল হলো!
Вставка
- Опубліковано 23 лис 2024
- আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাকসেস এগ্রোর পক্ষ থেকে৷ আমাদের বাগানটি মূলত মিশ্র বাগান৷ এখন পর্যন্ত মোট ১৫ বিঘার বাগান এটি৷ এখানে আমাদের রয়েছে : ড্রাগন, হলুদ মালটা, হলুদ কমলা, কালো- লাল - সবুজ বিদেশী কয়েক জাতের আঙ্গুর,লেবু ইত্যাদি৷ আমাদের বাগানে আসতে চাইলে যে কোন সময় যোগাযোগ করে আসেত পারেন৷
সরাসরি বাগান থেকে ফল কিনে নিয়ে যেতে পারবেন৷ হোক না ১ কেজি হোকতা ১০০ কেজি৷
তাছাড়া আমরা নিজস্ব চারা উৎপাদন করি আমাদের এই উন্নত জাতের গাছগুলো থেকে৷ আমাদের কাছে এগুলোর চারাও পাবেন৷ আমাদের হলুদ মালটা- কমলার জাত রয়েছে ৫-৬ টি৷ যেমন: তুরস্কের মালটা, আমেরিকার ওয়াশিংটন নাভেল মালটা, দার্জিলিং এর কমলা, সাউদ আফ্রিকান কমলা, চায়নিজ বা মেন্ডারিন কমলা, ভিয়েতনামি ১২ মাসী মালটা৷
ড্রাগনের জাত: বারি-১, থাই রেড হাইব্রিড, বোল্ডার, পিংক রোজ, ইজরায়েলি হলুদ, ISIS gold yellow, থাই হোয়াইট৷
আঙ্গুর: বাইকুনুর, আমেরিকান ভিজেল, এ্যাকোলো, সুলতানা, চয়ন ইত্যাদি৷
এগুলোর চারা পাবেন আমাদের নিজস্ব উৎপাদিত৷
লোকেশন: সালনা, পোড়াবাড়ি, গাজীপুর।
যোগাযোগ : 01323124873
Email: isuccessagro@gmail.com
আজকের ভিডিওতে মুলত আমরা আগের এক ভিডিওর ধারাবাহিকতায় শীতকালে লাইটিং করে ড্রাগন ফল উৎপাদন সম্পর্কে জানিয়েছি৷ আলহামদুলিল্লাহ ফুল আসছে৷