এই গাছের চারা সরকারি ভাবে বিতরণ করতে পারলেই খুব ধ্রুত গ্রামেগ্রামে পৌছানো যেতে পারে, আর আমি সরকারের কাছেই প্রত্যাসা করি সরকার যেন জনসার্থে ই এই মহত কাজে হাত বাড়িয়ে দেন ।
আমি এই গাছটা চিনি ২০০৫ সালে।আসাদ গেট পেট্রোল পাম্পের পিছনেই একটা স্থায়ী নার্সারীর পশ্চিম কোনে। ছোট ছেলেকে আসাদ গেট প্রিপ্যারেটরী স্কুলের আনা নেয়ার পথে আবিষ্কার এই ফল গাছ।আজকে জানতে পারলাম এটা রুটি গাছ।তখন বোটানীর ছাত্রী বলে সীমাহীন কৌতুহল ছিল, আর তাই এর ভিতরটা ফলটা কেমন জানতে গাছের তলা থেকে ফল কুড়িয়ে ভেঙ্গে দেখেছি.....! তেমনি নাগলিঙ্গম গাছ যখন মানুষ চিনলো, তার বহু আগের থেকে আমি চিনতাম। আমাদের বাসা ছিল নটরডেম কলেজের সামনের বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারে।বন্ধু বান্ধবীরা তো কোয়ার্টারে ছিলোই আরও ছিলো আরাম বাগে(নটরডেম কলেজের সাথে লাগোয়া এলাকা)! কলেজের ঠিক পেছনেই ইঞ্জিনিয়ার্স এ্যাপার্টমেন্টের এলাকা।বান্ধবীর কাছে প্রায়ই যেতাম, নাকে আসতো খুবই মিষ্টি ঘ্রানযুক্ত কোণ ফুলের সুবাস সেই তো গাছ গাছালির প্রতি তীব্র আকর্ষনে কলেজের ভিতরে হোষ্টেল ও অডিটোরিয়াম বিল্ডিংয়ের উত্তর পশ্চিম কোনায় বিরাট মহিরুহের কান্ডের নিচ থেকে উপর পর্যন্ত মোটা পাপড়িওয়ালা গোলাপি ফুলে ভরা গাছ (ক্যানন বল)।পুরো এলাকাটা বেহেশতি ফুলের মিষ্টি ঘ্রানের ম ম করছে।এমন আবিস্কারের আনন্দে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। সে দিনের আমি আজকে স্মৃতির পাতা খুলে আবেগাপ্লুত হয়ে গেলাম। ক্লাস ফাইভ সিক্সের মেয়ে (সেটা৭৫/৭৬ সালের কথা) আজ ষাট বছরের জীবন সায়াহ্নের পথিক.... এক। নতুন নতুন গাছের কথায়,আবিষ্কারে আজও সমান আনন্দ অনুভব করি।দেয়া করবেন। আল্লাহ্ আমাদের সবাইকে দ্বীনের উপর রাখুন ও হেফাজত করুন।
এই ফলের কথা জানতাম, পড়েছি। জানতাম না ভারত-বাংলাদেশে এর অস্তিত্বের কথা। সম্বৃদ্ধ হলাম। এও যে একটি ব্লগের বিষয়বস্তু হতে পারে তাও অজানা ছিল। তাই চমৎকৃত হলাম। সুনিপূন পরিবেশনা ভিডিওটির সাফল্যের অন্যতম কারন। শুভেচ্ছা ও ধন্যবাদ ❤
সত্যিই এই ফল গাছটির সম্পর্কে কিছুই জানা ছিলো না, খুব ভালো লাগলো একটি অজানা বিষয় সম্মন্ধে জেনে। ভালো থাকবেন একটি গাছ থেকে আজীবন ফ্রি রুটি খাওয়া যাবে। Bread Fruit Tree.
অসাধারণ পোস্ট দেশের দারিদ্রতা দূর করার জন্য রুটি ফল অতিব জরুরি। আপু সরকারের কাছে যে আহ্বান তুমি করেছো ঘরে ঘরে রুটি ফল গাছ বুননের এটা চমৎকার উদ্যোগ। তোমার এ পোস্ট যেন সরকারের নজরে আসে ও দেশে সর্বজনীন উদ্যোগ নেয় এজন্য সহমত পোষণ করছি। শুভকামনা রইল তোমার জন্য।
ব্যক্তিগত উদ্দ্যোগেই এর প্রসার বাড়াতে হবে। প্রতিটি বাড়ীতেই বেড়ে উঠুক এই গাছ। আমি খেয়েছি এই ফলের তরকারী খুবই সুস্বাদু। অনেকদিন আগেও এই ফল সম্পর্কে ভিডিও ইউ টিউবে দেখেছি এবং কার্জন হলে যে এর একটি গাছ আছে উনি তাও বলেছিলেন। তবুও নতুন করে আবার প্রচার করার জন্য ধন্যবাদ।
এটা একমাত্র আমার রব একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার রহমত ও আমাদের ভালোবাসা প্রিয় নাবীজি হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ এর দোয়ার বরকত ও অছিলায়
ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো আসলে দুবাইতে মার্কেটে অনেক ফল দেখা যায় কিন্তু আমি মনে করতাম মনে হয় ছোট ছোট কাঁঠাল আপনার ভিডিও দেখে অনেকটা ধারণা পেলাম ধন্যবাদ ভালো থাকবেন
তাই যদি হয়, তাহলে এই ফলটি উপেক্ষিতই থেকে গিয়েছে। বর্তমান যুগের খাদ্য সংকটে এই ফলটি বিশেষ একটা ভূমিকা রাখতে পারে। তাই এই ফলটির চাষের দিকে মনোনিবেশ করা প্রয়োজন। সম্পূর্ণ অজ্ঞাত একটি ফল সম্পর্কে ভিডিও করবার জন্য ধন্যবাদ।
সত্যি বলছি আমি আপনার প্রতিবেদন দেখে মুগধ হয়ে গেলাম, অনেক দিন বেঁচে থাকুক এমন ভালো মনের মানুষ গুলো দোয়া রইলো, যারা সাধারণ মানুষের উপকারে প্রতিবেদন দেয়, রুটি ফল খাওয়ার অপেক্ষায় রইলাম৷ আপনার বাচন ভঙ্গি মাসাললাহ ৷
আর আমার জন্য দোয়া করবেন আললাহ যেন আমাকে একটি নেক এবং সুস্থ সন্তান দান করেন, শুনেছি একসাথে চল্লিশ জনে মিলে দোয়া করলে মহান আললাহ নাকি খুশি হয়, আর এই দুনিয়াতে আজকে আমার বেঁচে থাকার কোন অর্থ থাকবেনা যদি একটা সন্তানের মা না হতে পারি, আমার দীর্ঘ বার বছরের সংসারে আমার মানুষটাকে আমি বাবা হবার সুখবর দিতে পারিনি, তার মহান আললাহর দরবারে আমি অভাগীর জন্য একটু দোয়া করবেন ৷
Thank, thank, thank you Shoma debi for this important informatic video. Government of each country should take initiative for propagating the Bread fruit tree.
সত্যিই এই ফল গাছটির সম্পর্কে কিছুই জানা ছিলো না, খুব ভালো লাগলো একটি অজানা বিষয় সম্মন্ধে জেনে। ভালো থাকবেন 🙏🙏🙏
সত্যি অসাধারণ একটা প্রতিবেদন। অজানা তথ্যটি আপনি না জানালে অজানাই রয়ে যেত।ধন্যবাদ আপনাকে।
এই গাছের চারা সরকারি ভাবে বিতরণ করতে পারলেই খুব ধ্রুত গ্রামেগ্রামে পৌছানো যেতে পারে, আর আমি সরকারের কাছেই প্রত্যাসা করি সরকার যেন জনসার্থে ই এই মহত কাজে হাত বাড়িয়ে দেন ।
@@ALIMURTAZA-t4w shobar jonno ashole khup upokar hoito.
আমি এই গাছটা চিনি ২০০৫ সালে।আসাদ গেট পেট্রোল পাম্পের পিছনেই একটা স্থায়ী নার্সারীর পশ্চিম কোনে। ছোট ছেলেকে আসাদ গেট প্রিপ্যারেটরী স্কুলের আনা নেয়ার পথে আবিষ্কার এই ফল গাছ।আজকে জানতে পারলাম এটা রুটি গাছ।তখন বোটানীর ছাত্রী বলে সীমাহীন কৌতুহল ছিল, আর তাই এর ভিতরটা ফলটা কেমন জানতে গাছের তলা থেকে ফল কুড়িয়ে ভেঙ্গে দেখেছি.....! তেমনি নাগলিঙ্গম গাছ যখন মানুষ চিনলো, তার বহু আগের থেকে আমি চিনতাম। আমাদের বাসা ছিল নটরডেম কলেজের সামনের বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারে।বন্ধু বান্ধবীরা তো কোয়ার্টারে ছিলোই আরও ছিলো আরাম বাগে(নটরডেম কলেজের সাথে লাগোয়া এলাকা)! কলেজের ঠিক পেছনেই ইঞ্জিনিয়ার্স এ্যাপার্টমেন্টের এলাকা।বান্ধবীর কাছে প্রায়ই যেতাম, নাকে আসতো খুবই মিষ্টি ঘ্রানযুক্ত কোণ ফুলের সুবাস সেই তো গাছ গাছালির প্রতি তীব্র আকর্ষনে কলেজের ভিতরে হোষ্টেল ও অডিটোরিয়াম বিল্ডিংয়ের উত্তর পশ্চিম কোনায় বিরাট মহিরুহের কান্ডের নিচ থেকে উপর পর্যন্ত মোটা পাপড়িওয়ালা গোলাপি ফুলে ভরা গাছ (ক্যানন বল)।পুরো এলাকাটা বেহেশতি ফুলের মিষ্টি ঘ্রানের ম ম করছে।এমন আবিস্কারের আনন্দে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। সে দিনের আমি আজকে স্মৃতির পাতা খুলে আবেগাপ্লুত হয়ে গেলাম। ক্লাস ফাইভ সিক্সের মেয়ে (সেটা৭৫/৭৬ সালের কথা) আজ ষাট বছরের জীবন সায়াহ্নের পথিক.... এক। নতুন নতুন গাছের কথায়,আবিষ্কারে আজও সমান আনন্দ অনুভব করি।দেয়া করবেন। আল্লাহ্ আমাদের সবাইকে দ্বীনের উপর রাখুন ও হেফাজত করুন।
@@ALIMURTAZA-t4w ঠিক বলেছেন
চমৎকার ভিডিও লাইক করে দিলাম
@@ALIMURTAZA-t4w কেমন আছেন দাদা ভাই
জীবনের প্রথম অভিজ্ঞতা রুটি ফল ভাল লাগ্লো ধন্যবাদ আপনাকে
Thanks
দাদাভাই কেমন আছেন শুভ দুপুর
এই ফলটি সম্পর্কে টোটালি জানতাম না আর ফলটির কখনোই চোখে দেখিনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ফলটি সম্পর্কে এত সুন্দর ভাবে বিস্তারিত ইনফরমেশন দেওয়ার জন্য
আল্লাহ তাআলা আমাদের জন্য কত জায়গায় কত ভাবে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে।
🎉 Excellent presentation!!
Thank you
ভারতের পশ্চিমবঙ্গ থেকে দেখছি,
খুবই সুন্দর একটা প্রতিবেদন, খুব সুন্দর উপস্থাপনা,জানতে পারলাম অনেক কিছুই, অশেষ ধন্যবাদ আপনাকে,
এই ফলের কথা জানতাম, পড়েছি। জানতাম না ভারত-বাংলাদেশে এর অস্তিত্বের কথা। সম্বৃদ্ধ হলাম।
এও যে একটি ব্লগের বিষয়বস্তু হতে পারে তাও অজানা ছিল। তাই চমৎকৃত হলাম।
সুনিপূন পরিবেশনা ভিডিওটির সাফল্যের অন্যতম কারন।
শুভেচ্ছা ও ধন্যবাদ ❤
খুবই চমৎকার উপস্থাপনা। রুটি ফল সম্পর্কে এই প্রথম দেখলাম ও জানলাম। অনেক ভাল লাগলো, উপস্থাপককে ধন্যবাদ।
দারুন একটা খবর জানলাম।আমি প্রথম জানলাম
আপনার উদ্যোগ যেন কার্যকরী হয় আপা।
সত্যিই এই ফল গাছটির সম্পর্কে কিছুই জানা ছিলো না, খুব ভালো লাগলো একটি অজানা বিষয় সম্মন্ধে জেনে। ভালো থাকবেন একটি গাছ থেকে আজীবন ফ্রি রুটি খাওয়া যাবে। Bread Fruit Tree.
❤ অনেক সুন্দর,অনেক তথ্য মূলক ভিডিও❤
অসাধারণ পোস্ট
দেশের দারিদ্রতা দূর করার জন্য রুটি ফল অতিব জরুরি। আপু সরকারের কাছে যে আহ্বান তুমি করেছো ঘরে ঘরে রুটি ফল গাছ বুননের এটা চমৎকার উদ্যোগ। তোমার এ পোস্ট যেন সরকারের নজরে আসে ও দেশে সর্বজনীন উদ্যোগ নেয়
এজন্য সহমত পোষণ করছি।
শুভকামনা রইল তোমার জন্য।
আপু বেশ ভালো লাগলো এই বিষয়ে জানতে পেরেছি-- আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক দোয়া ও শুভকামনা রইল।
ব্যক্তিগত উদ্দ্যোগেই এর প্রসার বাড়াতে হবে। প্রতিটি বাড়ীতেই বেড়ে উঠুক এই গাছ। আমি খেয়েছি এই ফলের তরকারী খুবই সুস্বাদু। অনেকদিন আগেও এই ফল সম্পর্কে ভিডিও ইউ টিউবে দেখেছি এবং কার্জন হলে যে এর একটি গাছ আছে উনি তাও বলেছিলেন। তবুও নতুন করে আবার প্রচার করার জন্য ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ জীবনের প্রথম জানলাম এই ফল দিয়ে রুটি তৈরি করা হয়, জীবনের প্রথম অভিজ্ঞতা হিসেবে খুব ভালো লাগছে।।
এটা একমাত্র আমার রব একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার রহমত ও আমাদের ভালোবাসা প্রিয় নাবীজি হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ এর দোয়ার বরকত ও অছিলায়
@@Jornaakterakter-rk7yi সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী সুবহানাল্লাহিল আজিম
@mahabubaferdoushi890 সুবহানআল্লাহ সুবহানআল্লাহ সুবহানআল্লাহ অসাধারণ কমেন্ট। মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা উত্তম জাজা দান করুক আমিন
কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ।
এই প্রথমবার দেখলাম রুটিফল গাছ তোমার ভিডিওর মাধ্যমে খুব ভালো লাগলো লাইক ডান ❤❤❤❤
অনেক অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।
অসাধারণ একটি প্রতিবেদন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বোন, তোমার নূতন নূতন বিষয়ের ভিডিও আর অসাধারণ উপস্থাপনা, যে কোনো ধরনের ভিডিওকে প্রাণবন্ত করে তোলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো।
আমি মালদ্বীপ প্রবাসী, মালদ্বীপে রুটিফল অনেক ভাবে খাওয়া যায় খুবই সুস্বাদু
আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আমরা জানতে পারলাম
One of the most useful video in this year. Thank you sincerely.
Glad it was helpful!
অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে। এটা একটা আশার বাণী আমাদের দেশের মানুষের জন্য ❤।
ধন্যবাদ আপনাকে এরকম অজানা তথ্য জানানো জন্য
কমেন্টস করার জন্য আপনাকেও ধন্যবাদ।
❤❤❤ assalamu alaikum my sister very nice beautiful thank you so much I'm from London United Kingdom
কমেন্টস করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
সত্যি আপু এই ভিডিও দেখে উপকৃত হলাম এবং আমি জানতাম না যে এরকম রুটি ফল গাছ পাওয়া যায়। ধন্যবাদ ❤❤❤❤
দিদি ভাই আমি এই প্রথম দেখলাম রুটিফল গাছ। খুব ভালো লাগলো। মালদা।
সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম অজানা তথ্য দেওয়ার জন্য
এই প্রথম বার জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
দেশের মানুষের সমৃদ্ধির কথা বিবেচনা করে অতি দ্রুততার সাথে দেশের সর্বত্র এই রুটি ফল গাছ রোপণ করা প্রয়োজন। এব্যাপারে ব্যাপক প্রচারণা চালানো উচিত।
ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো আসলে দুবাইতে মার্কেটে অনেক ফল দেখা যায় কিন্তু আমি মনে করতাম মনে হয় ছোট ছোট কাঁঠাল আপনার ভিডিও দেখে অনেকটা ধারণা পেলাম ধন্যবাদ ভালো থাকবেন
আপু আপনাকে ধন্যবাদ এই গাছটির সম্পর্কে জানানোর জন্য🥰
কমেন্টস করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
অজানা তথ্য সম্পর্কে জানতে পারলাম ধন্যবাদ আপু
আপা আপনাকে অভিনন্দন। এই প্রথম দেখলাম জানলাম। ধন্যবাদ।
নতুন জিনিস সম্পর্কে জানতে পারলাম, ধন্যবাদ আপনাকে
কমেন্টস করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
Masahallah khub sundor ruti foll ,ojana kichu jante parlam,,
অনেক ভালো লাগলো আপু,
Great to know about bread fruit. I hope more people start planting this tree and make bread from the fruits.
নুতন একটি গাছের নাম জানলাম। ধন্যবাদ আপনাকে !
এই ফলটি জীবনের প্রথম বার দেখলাম খুব ভালো লাগলো ❤❤❤❤❤
কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ।
ভালো একটি প্রতিবেদন ♥️
সত্যি সোমা আপু ছাড়া এমন অসাধারণ ভিডিও কেউ দেখাতে পারে না। আপুকে জানাই অনেক
অনেক শুভেচ্ছা ও শুভ কামনা দোয়া। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
তাই যদি হয়, তাহলে এই ফলটি উপেক্ষিতই থেকে গিয়েছে। বর্তমান যুগের খাদ্য সংকটে এই ফলটি বিশেষ একটা ভূমিকা রাখতে পারে। তাই এই ফলটির চাষের দিকে মনোনিবেশ করা প্রয়োজন। সম্পূর্ণ অজ্ঞাত একটি ফল সম্পর্কে ভিডিও করবার জন্য ধন্যবাদ।
সত্যি বলছি অসাধারণ একটা ভিডিও❤
আপু অসাধারণ একটি প্রতিবেদন ও তেমনি বাচন ভঙ্গি এই গাছটি আমি প্রথম বার দেখলাম। পশ্চিম বঙ্গ (ভারত) থেকে বলছি।
আপনার কথা মুগ্ধ হয়ে শুনি ভালো থাকবেন আপু
❤❤❤ অসাধারণ একটি ভিডিও উপহার দেয়ার জন্য ধন্যবাদ আপু
আপনাকেও অনেক ধন্যবাদ
❤❤❤❤❤❤
অভিনন্দন প্রচারের জন্য।
আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিক দাতা
মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ❤❤❤❤❤❤❤
Wow darun laglo apu👌ae prothom janlam bread fruit gach somporke😊❤❤❤
কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ।
Alhamdulillah. Great news
Masha allah apnar ai vdo sabar majha saria din ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমি গাছ পাগল লোক তাই ধন্যবাদ আপু
দেখে খুব ভালো লাগলো। কলম / চারা পেলে লাগাতাম। রুটি খেতে ইচ্ছে করছে ।
আগে কখনো দেখিনি আমি ❤❤❤ 6:42
সারা দেশে এই ফল প্রকাশ করা হোক বাধ্যতামূলক
খুব ভালো লাগলো।
All the best, very nice, Congratulations, from England, Jazakallah,
Mashuk
খুব ভালো লাগছে দিদি ভিডিও টা,,,,💝💖💞
অনেক ধন্যবাদ দিদি।
Khub valo laglo er uses dhonnobad .
অনেক ধন্যবাদ
মাশাল্লাহ প্রথম দেখলাম খুব ভালো লাগলো
অনেক ধন্যবাদ
আমিও আজ প্রথম শুনলাম
রুটি ফল দেখে ভালই লাগলো জীবনে প্রথমবার দেখলাম
সুবহানআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুআকবার ❤❤❤❤❤
কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ।
Jene khub valo laglo, thank you somuch
খুব ভালো লাগলো আপনার ভিডিও।আর সব থেকে ভালো লাগে আপনার বলার সুন্দর ভঙ্গিমা। ভালো থাকবেন দিদিভাই।
জীবনে প্রথম সুনলাম মেডাম ।
Apnar video Ami dekhi khub valo lage.
Awesome presentation.
অসাধারণ একটি অসাধারণ একটি উপস্থাপনা
অনেক অনেক ধন্যবাদ
Thank you for your rutifal Vologs.
মাসআললাহ আলহামদুলিললাহ যাযাকাললাহ খইরোন অসাধারণ পোসট আপু দিনাজপুর জেলা থেকে দেখছি আমি ।
,সেলুট এ-ই ভিড়িও করার জন্য্য
অনেক ধন্যবাদ
অসাধারণ তোমার উপস্থাপনা
কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ।
Khub vlo laghlo Jante parlam onk kico
আপু আপনাকে অনেক ধন্যবাদ 👌👌👌👌💝💝💝💝👈
আপনাকেও অনেক ধন্যবাদ
আপা আপনার যে প্রতিভা আপনার জন্য সব থেকে ভালো মানাতো কোন টিভি চ্যানেলের প্রতিবেক হলে।
অনেক অনেক ধন্যবাদ
অনেক সুন্দর হয়েছে
অনেক ধন্যবাদ
বোন, খুব ভালো লাগলো।
খুবি সুন্দর ভিডিও
Asadharon srishti ❤🇳🇪
অনেক ধন্যবাদ।
সত্যি বলছি আমি আপনার প্রতিবেদন দেখে মুগধ হয়ে গেলাম, অনেক দিন বেঁচে থাকুক এমন ভালো মনের মানুষ গুলো দোয়া রইলো, যারা সাধারণ মানুষের উপকারে প্রতিবেদন দেয়, রুটি ফল খাওয়ার অপেক্ষায় রইলাম৷ আপনার বাচন ভঙ্গি মাসাললাহ ৷
কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ জানাই আপনাকে ও আর শুভ কামনা রইলো সব সময় আপনি নিজ পরিবার নিয়ে শান্তিতে বসবাস করুন, এবং এমন সুন্দর সুন্দর প্রতিবেদন উপহার দিবেন ৷
আর আমার জন্য দোয়া করবেন আললাহ যেন আমাকে একটি নেক এবং সুস্থ সন্তান দান করেন, শুনেছি একসাথে চল্লিশ জনে মিলে দোয়া করলে মহান আললাহ নাকি খুশি হয়, আর এই দুনিয়াতে আজকে আমার বেঁচে থাকার কোন অর্থ থাকবেনা যদি একটা সন্তানের মা না হতে পারি, আমার দীর্ঘ বার বছরের সংসারে আমার মানুষটাকে আমি বাবা হবার সুখবর দিতে পারিনি, তার মহান আললাহর দরবারে আমি অভাগীর জন্য একটু দোয়া করবেন ৷
আপা, আপনার কন্টেন্ট, উপস্থাপনা চমৎকার,
অনেক ধন্যবাদ।
অনেক অজানা তথ্য জানলাম।
beautiful shearing 🌺
দারুন। আফরোজা বোন কে ধন্যবাদ।
অসাধারণ!
অনেক ধন্যবাদ
আপনার উপস্থাপনা এক কথায় অসাধারণ ❤❤❤
নতুন দেখলাম 💚💚💚খুব ভালো লাগলো 💚💚
অনেক অনেক ধন্যবাদ
অসাধারণ ভাবে বুঝিয়ে দিলেন ভারত থেকে
কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ।
চমৎকার একটি ভিডিও
Thank, thank, thank you Shoma debi for this important informatic video. Government of each country should take initiative for propagating the Bread fruit tree.
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপা, অনেক ভালো থাকবেন আমিন 🤲
Osadharan gaye kata deowa vdo
অসাধারণ সুন্দর অভিজ্ঞতা 🥀
রাইট আপু 👍👍
খুব ভালো লাগলো ম্যাডাম l ❤