দাদা আমরা আপনার প্রায় অনেক পুরোনো সাবস্কাইবার একটাই কথা আপনি কচ্ছপ হয়েই এগোন খরগোস হওয়ার দরকার নেই আস্তে আস্তে ১ লক্ষ হোক ঐ মিলিয়ন সাব আর ভিউ ১০ হাজার ওটার কোনো দাম নেই আপনি এগিয়ে চলুন আমরা পাশে আছি 🎉🎉
সরাদিন খালি বিরিয়ানি বিরিয়ানি না করে........অত্যন্ত সংযত ও সুন্দর ভাবে যদি ফুড রিভিউ এর কোনো চ্যানেল থেকে থাকে সেগুলির মধ্যে gypsy bong অন্যতম। সব কিছুর variety টা বজায় রাখবেন সবসময়। অনেক ভালোবাসা রইলো।❤❤❤❤
সত্যি বলছি ,,, আপনার ভিডিও গুলি দেখে যেমন মনের তৃপ্তি পাওয়া পাওয়া যায় ,, তেমনি পেটের ও 🙂।।। সত্যি ভিডিও গুলি দেখে রসনা তৃপ্তি হয় ,,, মন থেকে ভালো লাগে ।।।
দাদা এটা বলতে খুব আনন্দ পাচ্ছি যে অনেক দিন আগেই তো সবাইকে পেছনে ফেলে দিয়েছেন, তাও একটা কথা বলবো আরো এগিয়ে যান দাদা আমরা আপনার সাথে ছিলাম আছি আর সব সময় থাকবো।
One of the best mutton tikia in Kolkata - public fast food centre. I have been eating since 2008 from this place. Thanks for covering this❤. Underrated food and yet unknown to many.
আমি একজন আ আইনজীবি, কোলকাতা হাইকোর্ট এর মামলা কাজ কর্ম শেষ করে মাঝে মাঝেই এই দোকান এ লাচ্ছা পরোটা আর চিকেন বটি কাবাব ফ্রাই খাই এবং বাড়ির সবার জন্য নিয়ে যাই। আজ এই দোকানের ব্লগ দেখে বেশ ভালো লাগলো।
অনেক দিন পর VDO টা দেখে, আপনার ভাষায় জীভে জলের জোয়ার এসে গেল। কলকাতায় গেলে নিশ্চয়ই যাবার চেষ্টা করব। আপনি এইজন্য অন্যদের থেকে আলাদা। জিভে জোয়ার। ধন্যবাদ।
বেশ ভাল উপভোগ্য একটা ভ্লগ। আগেও বলেছি, আপনার খাওয়া দেখতে ভাল লাগে। খুব আন্তরিকতা এবং আগ্রহের সঙ্গে আপনি খাবারের itemগুলো try out করেন। যে কারণে স্বাদ গ্রহণের সঙ্গে সঙ্গে honest reviewটাও বেরিয়ে আসে। যদিও, স্বভাবত ভদ্রতাবশতঃ কোন খাবারের স্বাদ মনোমতন না হলেও আপনি একটু tone down করেই ব্যখ্যা সহ বুঝিয়ে দিন কিসে খাবারটা আরও ভাল হতে পারত - বা কোথায় expectationএর সঙ্গে ফাঁক থেকে গেছে। যেমন আগের দিনের Bholanath Cabinএর Fish Fry এ "crumb টা একটু মোটা" (বোধহয় একটু misquote করলাম), বা "ষাট টাকার fish fry ...", ইত্যাদি কথাগুলো বেশ কয়েকবার repeat করার মধ্যে দিয়ে এবং তার পরেই Quick Bites এ Pepper Chicken এর "chickenটা একদম melt in the mouth বলব না" বা "আরেকটু moist হলে ভাল হতো" - কথাগুলো বলে তৃপ্তির জায়গায় অপরিপূর্ণতাটা বুঝিয়ে দিলেন। প্রসঙ্গত Bholanath Cabin এ আগেও খেয়েছি এবং আপনার observation এর সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করছি। আসলে, বাংলা ভাষার ফুড ভ্লগারদের জায়গাটা ক্রমশ এত ছোট হয়ে যাচ্ছে যে quality content এর যোগান দেওয়াটা কঠিন হয়ে পড়ছে। আর যেহেতু আপনি একজন classical orthodox Test Batsman ঘরানার ফুড ভ্লগার - আপনার পক্ষে ব্যক্তিগত প্রমোদ ভ্রমণ বা প্রতিমা নির্মানের ওপর ভ্লগে সুবিধামতন switchover করা মুশকিল। যদিও আপনার channel এর নামের মধ্যেই '"যাযাবর" জীবনের প্রকাশ রয়েছে। যাইহোক মূল প্রসঙ্গে ফিরি - এই honest and sincere review এর জন্যে স্বাভাবিক কারণেই ভ্লগারের বিশ্বাসযোগ্যতা বেড়ে যায়। আপনার কাজটাকে আপনি এত ভালবাসেন যে সবসময়ই আপনার মনে হয় যদি আরেকটু কিছু দেওয়া যায় - প্রতিটা ফ্রেমেই - খাবারের প্লেট ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো বা এই ধরনের movement ভ্লগের দৃশ্যগুলোতে একটা dynamism যোগ করে। আবার - বাঁ হাতে প্লেট তুলে নিয়ে ডান হাতে দ্রুততার সঙ্গে খাওয়ার যে ভঙ্গিমা খাবারের প্রতি আগ্রহ প্রকাশ করে, ওই ভঙ্গিমা একই সঙ্গে ভ্লগারের যেন একটু তাড়াহুড়ো আছে, এই শুট-টা শেষ করে অন্য কোন গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আছে, বা একটা feeling of slight discomfortও (যেটা B. T. Road Chiriamore এর হোটেলটার ভ্লগে প্রবল ভাবে ফুটে উঠেছিল) indicate করে। যদিও, কিছু পরেই Chicken Kebab এর সঙ্গে Biriyani মিশিয়ে খাওয়ার দৃশ্যে সেই আগ্রহ এবং ভাললাগার ক্ষেত্রটা পুনরায় প্রতিষ্ঠিত হয়। একেবারে শেষে আপনার সঙ্গীর relaxed ভঙ্গিতে খাওয়ার দৃশ্যটা খুবই ভাল লেগেছে। পুনশ্চ - ১) আপনার সঙ্গীতাংশের নির্বাচন এবং প্রয়োগ একেবারে top class। Repeat হলেও উপভোগ করি। উত্তর কলকাতার Bholanath Cabin এর moodএর সঙ্গে ঠুমরী বা চাঁদনীর ব্যস্ততার সঙ্গে snazzy music এর ব্যবহার - অনবদ্য । ২) সাম্প্রতিক ভ্লগগুলোতে খাওয়া শুরু করার আগে - "খাওয়ার যাক" - আরেকজন জনপ্রিয় self styled ভ্লগার Food People এর অক্ষয়-কে মনে করায়। ভবিষ্যতে একটা যৌথ প্রযোজনা মনে হয় জমে যাবে - দুজন সম্পূর্ণ দুই style এর ভ্লগার, ওঃ। জানিনা, সম্ভব কিনা। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 😊
দাদা আপনার ভিডিও খুব সাধারণ থাকে কিন্তু আমরা খুব আনন্দ পাই। খুব ভালো present করেন। একটা অনুরোধ আছে। এক বার Barbeque Nation এর ভিডিও বানান। একটা সাধারণ মানুষ কি ভাবে যাবে , কি কি করনীয় , কি ভাবে বুকিং করতে হয়। খাবার strategy কি থাকবে পয়সা অসুল করার জন্য। এই সব নানান প্রশ্ন উত্তর নিয়ে Barbeque Nation এর ভিডিও চাই চাই। Please.
Delicious dishes and attractive also ...biryani..laccha paratha..kabab all are looking good...owner behavior is also good..and its nice to see that u present ur sarathi in the episode...bhalo chilo ✌👍
হ্যাঁ দোকানের খাবারগুলো দাম অনুযায়ী সত্যিই ভালো। রবি আর জাভেদ এরা দুজনের একজ অমর সাথে থাকে সবসময়, ওরা আমার সাথে associated প্রায় সাত/আট বছর, কিন্তু দুজনেই এত ক্যামেরা শাই যে সামনে আসতেই চায়না
যখন সাব্বিরের ভ্লগ করলেন তখনই ভেবেছিলাম উল্টোদিকের এই দোকানটা কেন বাদ গেল? অবশেষে দেখে আনন্দ পেলাম। এখানকার টিকিয়া ফ্রাই + রুমালি রুটি+ লাচ্ছা পরোটা + উপরে ওঠা বা নামার সময় মাথায় গুঁতো আর নামার সময় পা পিছলে যাবার ভয় আমার খুব প্রিয় ছিল। আজকাল আর সঙ্গীসাথীর অভাবে যাওয়া হয়ে ওঠে না। দারুণ 👍👍
আমি তো গত বছরই এখানে ভিডিও করতে চেয়েছিলাম তো গত বছর ওরা পারমিশন দিল না। এই বছর তো ফোন করতেই রাজি হয়ে গেল ভিডিও এলাও করল, এদের বিহেভিয়ার ভালো লেগেছে বেশ। আর সত্যি কথা ওখানে সিঁড়িটা খুব খাড়া আর সরু সিঁড়ি, সত্যি পরে যাবার ভয় বিশেষ করে নামার সময়
Dada Apnar Khawar Style Ta Darun Aar Khawar Majhe Majhe Apni Je Taste R Kotha Ta Bolen Darun Ar 1You Tuber Je Khawar er Last Taste Obdi Bole Seta Rid@Bite 2Jon Kei Sellut/Gajab Ho Dono Par Thoda Jyada Gypsy Bong Sellut Sir Aapko❤❤❤❤❤
Amar ar amar bondhuder khub favourite dokan, amra school college er time e (2007-2008) esplanade e new empire e cinema dekhe, chandni market ghure (notun ki tech esche dekhe) ekhane astam ... tikiya ta ar roll gulo era best banato, ekhono nischoi banay ager moto..
এই কনটেন্টটা যে আমার কত বড় উপকার করলে আমি বলে বোঝাতে পারবো না I যেহেতু আমি খাদ্যপ্রেমী, তাই আমি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে খাবার সন্ধান করি, সেই সূত্রে আমার খুঁজে পাওয়া এই দোকানটা, এদের খাবার যথেষ্ট ভালো এবং pocket friendly .🥰 এদের মটন টিকিয়াটা আর টিকিয়া দিয়ে এগরোল আমার খুবই ভালো লাগে, সস্তায় পুষ্টিকর I😍😍 তো আমি দুবার এদের থেকে মটন টিকিয়া নিয়ে অফিসে সবাই কে খাইয়েছি, খাবার পর শুরু হলো আশল গল্প" এতো সস্তায় কি করে মটন টিকিয়া দেয়, সত্তি মটন তো নাকি অন্য কিছু?"🥺🥺🥺এছাড়াও আরো তো আছেই I☺ তো যাই হোক এবার এটা দেখিয়ে আমি সবাইকে সত্যিটা বোঝাতে পারবো I😛😆😋
মেম্বারশিপ জয়েন করবেন না প্লিজ, আমি কখনো কোনোদিনও কোনো ভিডিওতে কাউকে বলিনি মেম্বারশিপ জয়েন করতে, ওটা ইউটিউব একটা ফেসিলিটি দিয়েছিল সেই ফেসিলিটিটাকে জাস্ট এক্টিভেট করে রেখেছি। আমি কাউকে কখনো বলি না যে মেম্বারশিপ জয়েন করে টাকা দিন।
Are dada amr khub po6ondo r dokan chadni ba Esplanade gelei double chicken roll na hle mutton biriyani must ekhn thk . 1st may b tmr k6 thk vid peye khub vlo laglo...priyo dokan sthe priyo manush...❤❤
খুব পাপ দেবে ভগবান , খুব পাপ। যা শুরু করেছেন বাড়িতে কি রান্না আছে জিজ্ঞাসা করলে বলে, ভাত করেছি আর Gypsy bong এর channel এ নতুন ভিডিও এসে গেছে। Jokes apart, দারুণ লাগলো। জয় মা কালী
দারুণ হয়েছে 👌🏼, নতুন পকেট friendly restaurant এর খোঁজ পাওয়া গেল, Special Mutton Biriyani তে rice এর quantity কম লাগলো, নট enough for two people, laccha parota and chicken boti kebab টা try করার ইচ্ছে রইলো, But স্পেশাল Mutton Biriyani তে কটা mutton দেয় সেটা একটু জানাবেন, Thank you, Maidan Metro station এর পাশে কিছু পকেট friendly restaurant এর খোঁজ দিলে ভালো হয়.
I am happy jeh finally after 2 not so good experience with biryani finally Shubro da tasted a good biryani😊😂 Also mukher khabar kheye aaram se tarporei kotha bolben ,aapnar dekhchi Jagannath hotel er experience tar poreu dhyaan nei😅😅
দাদা আমরা আপনার প্রায় অনেক পুরোনো সাবস্কাইবার
একটাই কথা আপনি কচ্ছপ হয়েই এগোন খরগোস হওয়ার দরকার নেই
আস্তে আস্তে ১ লক্ষ হোক
ঐ মিলিয়ন সাব আর ভিউ ১০ হাজার ওটার কোনো দাম নেই
আপনি এগিয়ে চলুন আমরা পাশে আছি 🎉🎉
একদম আমার মনের কথা বলেছেন, অনেক অনেক ধন্যবাদ
Era sb khabar ke valo ado ki sb dokane khabar vlo hoi? Sobsi income er dhanda.
@@nabinewajshah3763apnar problem thakle dekhben na
@@nabinewajshah3763taste kre dekhe asun ny 😂
হ্যাঁ ঠিক বলেছেন কচ্ছপ হওয়া ভালো ভাল্লুক হওয়ার চেয়ে।
পরে henglabazz এর মত অবস্থা হবে খিস্তি খেতে খেতে দিন যায় ওর।
সরাদিন খালি বিরিয়ানি বিরিয়ানি না করে........অত্যন্ত সংযত ও সুন্দর ভাবে যদি ফুড রিভিউ এর কোনো চ্যানেল থেকে থাকে সেগুলির মধ্যে gypsy bong অন্যতম। সব কিছুর variety টা বজায় রাখবেন সবসময়। অনেক ভালোবাসা রইলো।❤❤❤❤
🙏
This is called authentic food vlogging..... 1000 of food vlogger should learn from you.
Keep it up.
সত্যি বলছি ,,, আপনার ভিডিও গুলি দেখে যেমন মনের তৃপ্তি পাওয়া পাওয়া যায় ,, তেমনি পেটের ও 🙂।।। সত্যি ভিডিও গুলি দেখে রসনা তৃপ্তি হয় ,,, মন থেকে ভালো লাগে ।।।
😊😊
দাদা এটা বলতে খুব আনন্দ পাচ্ছি যে অনেক দিন আগেই তো সবাইকে পেছনে ফেলে দিয়েছেন, তাও একটা কথা বলবো আরো এগিয়ে যান দাদা আমরা আপনার সাথে ছিলাম আছি আর সব সময় থাকবো।
🙏
Subhroda, osadharon. Just awesome. Amaar kopal, video dekhte2 khide peye gelo ! Biscuit khacchi !!! :P
😊😊😊
One of the best mutton tikia in Kolkata - public fast food centre. I have been eating since 2008 from this place. Thanks for covering this❤.
Underrated food and yet unknown to many.
Onek din por aapnar video dekhlam..3 din 50k..দারুণ ব্যাপার..আশা করব আরো এগিয়ে যাবেন...
ধন্যবাদ, কোন ভিডিও চলবে আর কোন ভিডিও চলবে না সেটা একমাত্র UA-cam-এর অ্যালগোরিদম ডিসাইড করে। ওখানে তো আমার কোনো হাত নেই, আমি আমার পরিশ্রমটা করে যাচ্ছি।
যথারীতি দুর্দান্ত উপস্থাপনা,পাশে ছিলাম ,আছি ও থাকবো....."আপনি থাকছেন স্যার"😊
🙏
Video ta darun laglo. Amra public first food centre chhara onnyo kothao khai na khub testy food.
শর্টকাট রুচিশীল একটা ব্লগ। বাংলাদেশ থেকে ♥️♥️♥️
আমি অনেকের ফুড ব্লগিং ভিডিও দেখি তাদের মধ্যে আপনি বেস্ট, কারন আপনার কথা বলার ধরন অন্যদের থেকে আলাদা প্রেজেন্টেশন অনেক ভালো, ভালোবাসা 🇧🇩🇧🇩 থেকে🤗
আমি একজন আ আইনজীবি, কোলকাতা হাইকোর্ট এর মামলা কাজ কর্ম শেষ করে মাঝে মাঝেই এই দোকান এ লাচ্ছা পরোটা আর চিকেন বটি কাবাব ফ্রাই খাই এবং বাড়ির সবার জন্য নিয়ে যাই।
আজ এই দোকানের ব্লগ দেখে বেশ ভালো লাগলো।
আমারও জেনে ভালো লাগল যে আপনি এদের খাবার পছন্দ করেন, ভিডিও এনজয় করার জন্য অনেক ধন্যবাদ
অনেক দিন পর VDO টা দেখে, আপনার ভাষায় জীভে জলের জোয়ার এসে গেল। কলকাতায় গেলে নিশ্চয়ই যাবার চেষ্টা করব। আপনি এইজন্য অন্যদের থেকে আলাদা। জিভে জোয়ার। ধন্যবাদ।
ধন্যবাদ
একদম জিভে জল আনা ভিডিও। লাচ্ছা পরটা টা একদম আমার মনের মতো। আর ওই কচ্ছপই থাকুন। শেষ অবধি রেসটা সেই জেতে। আমরা তো পাশে আছিই। ভালো থাকবেন দাদা ❤
অনেক অনেক ধন্যবাদ
মাঝে মধ্যে এরকম এক্সপেরিমেন্ট কোর। খুব ভাল লাগল। ভালো থেকো।
অনেক ধন্যবাদ 😊🙏
Khub sundar video dekhlam.
Khub bhalo laglo.
Valo theko baba.
Osadharon content...!! Sotti kojon chrne ai dokan ta..!!
Ai jnnei ai channel ta best food vlogging channel ai muhurte..!!
Period...!! ❤🔥
সবসময় এত প্রশংসা করে তো স্বভাব খারাপ করে দিচ্ছেন 😊😊 অনেক ধন্যবাদ ভিডিওগুলো এনজয় করার জন্য আর এইরকম ভালো ভালো কমেন্ট সব সময় করার জন্য
Yummy 😋
এককথায় দূর্দান্ত -খাবারগুলি ও presentation.টি।congratu,lations.
🙏
Khub sundar video dekhlam.
Khub enjoy korlam.
Valo theko baba.
ধন্যবাদ ম্যাডাম ভালো থাকবেন
Extremely delicious episode.....ভীষন লোভনীয়......superbly narrated....Lacha paratha & Mutton Biriyani is just wonderful.....many thanks Shuvro da!!🙏🌹
অনেক ধন্যবাদ দেখার জন্য
Apnar sob vlog gulo e darun lage .......eta o darun lagche.....
Anobodyo Uposthapona👏👏👏👏👏👏👏
🙏🙏🙏
বাহ খুব ভালো লাগলো আজকের ভিডিওটা দেখে এবং অবশ্যই এখানে যাবার চেষ্টা করব😊
😊😊😊
লাচ্ছা পরোটা টা খুব লাচ্ছেদার লাগলো দেখে। লাচ্ছা গুলো খুলে খুলে আসছিলো
apnar video prayasoi dekhe thaki,ai videota besh laglo.aasanno pujoy try korbo.aapni valo thakben👍❤️
🙏🙏🙏
Subhra Da tomar presentation khub e valo & Genuine.. Video dekhei bojha Jai kaj ta dilse koren.
ধন্যবাদ
dada khub valo pls carry on
Ek kothay durdanto... Egiye jao dada.. Sei prothom din theke pase achi.. Love GYPSY BONG ❤
অসংখ্য ধন্যবাদ ভাই, খুব ভালো থেকো 😊❤️
Best bengali food blogger
Osadharon video once again
🙏
Apner video gulo khub e valo..😀
বেশ ভাল উপভোগ্য একটা ভ্লগ। আগেও বলেছি, আপনার খাওয়া দেখতে ভাল লাগে। খুব আন্তরিকতা এবং আগ্রহের সঙ্গে আপনি খাবারের itemগুলো try out করেন। যে কারণে স্বাদ গ্রহণের সঙ্গে সঙ্গে honest reviewটাও বেরিয়ে আসে।
যদিও, স্বভাবত ভদ্রতাবশতঃ কোন খাবারের স্বাদ মনোমতন না হলেও আপনি একটু tone down করেই ব্যখ্যা সহ বুঝিয়ে দিন কিসে খাবারটা আরও ভাল হতে পারত - বা কোথায় expectationএর সঙ্গে ফাঁক থেকে গেছে।
যেমন আগের দিনের Bholanath Cabinএর Fish Fry এ "crumb টা একটু মোটা" (বোধহয় একটু misquote করলাম), বা "ষাট টাকার fish fry ...", ইত্যাদি কথাগুলো বেশ কয়েকবার repeat করার মধ্যে দিয়ে এবং তার পরেই Quick Bites এ Pepper Chicken এর "chickenটা একদম melt in the mouth বলব না" বা "আরেকটু moist হলে ভাল হতো" - কথাগুলো বলে তৃপ্তির জায়গায় অপরিপূর্ণতাটা বুঝিয়ে দিলেন।
প্রসঙ্গত Bholanath Cabin এ আগেও খেয়েছি এবং আপনার observation এর সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করছি।
আসলে, বাংলা ভাষার ফুড ভ্লগারদের জায়গাটা ক্রমশ এত ছোট হয়ে যাচ্ছে যে quality content এর যোগান দেওয়াটা কঠিন হয়ে পড়ছে।
আর যেহেতু আপনি একজন classical orthodox Test Batsman ঘরানার ফুড ভ্লগার - আপনার পক্ষে ব্যক্তিগত প্রমোদ ভ্রমণ বা প্রতিমা নির্মানের ওপর ভ্লগে সুবিধামতন switchover করা মুশকিল।
যদিও আপনার channel এর নামের মধ্যেই '"যাযাবর" জীবনের প্রকাশ রয়েছে।
যাইহোক মূল প্রসঙ্গে ফিরি - এই honest and sincere review এর জন্যে স্বাভাবিক কারণেই ভ্লগারের বিশ্বাসযোগ্যতা বেড়ে যায়।
আপনার কাজটাকে আপনি এত ভালবাসেন যে সবসময়ই আপনার মনে হয় যদি আরেকটু কিছু দেওয়া যায় - প্রতিটা ফ্রেমেই - খাবারের প্লেট ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো বা এই ধরনের movement ভ্লগের দৃশ্যগুলোতে একটা dynamism যোগ করে।
আবার - বাঁ হাতে প্লেট তুলে নিয়ে ডান হাতে দ্রুততার সঙ্গে খাওয়ার যে ভঙ্গিমা খাবারের প্রতি আগ্রহ প্রকাশ করে, ওই ভঙ্গিমা একই সঙ্গে ভ্লগারের যেন একটু তাড়াহুড়ো আছে, এই শুট-টা শেষ করে অন্য কোন গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আছে, বা একটা feeling of slight discomfortও (যেটা B. T. Road Chiriamore এর হোটেলটার ভ্লগে প্রবল ভাবে ফুটে উঠেছিল) indicate করে।
যদিও, কিছু পরেই Chicken Kebab এর সঙ্গে Biriyani মিশিয়ে খাওয়ার দৃশ্যে সেই আগ্রহ এবং ভাললাগার ক্ষেত্রটা পুনরায় প্রতিষ্ঠিত হয়।
একেবারে শেষে আপনার সঙ্গীর relaxed ভঙ্গিতে খাওয়ার দৃশ্যটা খুবই ভাল লেগেছে।
পুনশ্চ -
১) আপনার সঙ্গীতাংশের নির্বাচন এবং প্রয়োগ একেবারে top class। Repeat হলেও উপভোগ করি। উত্তর কলকাতার Bholanath Cabin এর moodএর সঙ্গে ঠুমরী বা চাঁদনীর ব্যস্ততার সঙ্গে snazzy music এর ব্যবহার - অনবদ্য ।
২) সাম্প্রতিক ভ্লগগুলোতে খাওয়া শুরু করার আগে - "খাওয়ার যাক" - আরেকজন জনপ্রিয় self styled ভ্লগার Food People এর অক্ষয়-কে মনে করায়।
ভবিষ্যতে একটা যৌথ প্রযোজনা মনে হয় জমে যাবে - দুজন সম্পূর্ণ দুই style এর ভ্লগার, ওঃ।
জানিনা, সম্ভব কিনা।
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 😊
Onno channel e food vlog mane vlog na jachhe tai bapar kintu sotti bolchi just vlog ta dekhe valo laglo
Very good presentation. Actual location ta bolle bhalo hoto.
As usual osadharon presentation
Dekhei jete mon korche
😊😊😊
ek kothay osadharon
Khub bhalo exploration..❤
As usual .... ভাল হয়েছে ❤️
থ্যাঙ্ক ইউ স্যার 😊😊
Khub sundor video 🎉🎉
উফফ জিভে জল চলে এলো দাদা মটন টিকিয়া দেখে |
😊😊😊
দারুন উপস্থাপনা।খুব উপভোগ্য
Thank you dada...amar akhane prayy khaoa hoyy..khub bhalo ranna...so testy
দাদা আপনার ভিডিও খুব সাধারণ থাকে কিন্তু আমরা খুব আনন্দ পাই। খুব ভালো present করেন। একটা অনুরোধ আছে। এক বার Barbeque Nation এর ভিডিও বানান। একটা সাধারণ মানুষ কি ভাবে যাবে , কি কি করনীয় , কি ভাবে বুকিং করতে হয়। খাবার strategy কি থাকবে পয়সা অসুল করার জন্য। এই সব নানান প্রশ্ন উত্তর নিয়ে Barbeque Nation এর ভিডিও চাই চাই। Please.
You are the best blogger
Sundar video enjoy korlam.
I was been to ths place twice...excellent food.....perfect review......nice vlog....
Thanks a lot 😊
Visiting since 2010 , eder mutton tikia with paratha or tikia roll is awesome.
Durdhorsho lobhoniyo sob khabar item. Daruuun food vlog. 🙂😊😋.
😊👍👍
Delicious dishes and attractive also ...biryani..laccha paratha..kabab all are looking good...owner behavior is also good..and its nice to see that u present ur sarathi in the episode...bhalo chilo ✌👍
হ্যাঁ দোকানের খাবারগুলো দাম অনুযায়ী সত্যিই ভালো। রবি আর জাভেদ এরা দুজনের একজ অমর সাথে থাকে সবসময়, ওরা আমার সাথে associated প্রায় সাত/আট বছর, কিন্তু দুজনেই এত ক্যামেরা শাই যে সামনে আসতেই চায়না
Thank you kotha rakhar jonne❤
যখন সাব্বিরের ভ্লগ করলেন তখনই ভেবেছিলাম উল্টোদিকের এই দোকানটা কেন বাদ গেল? অবশেষে দেখে আনন্দ পেলাম। এখানকার টিকিয়া ফ্রাই + রুমালি রুটি+ লাচ্ছা পরোটা + উপরে ওঠা বা নামার সময় মাথায় গুঁতো আর নামার সময় পা পিছলে যাবার ভয় আমার খুব প্রিয় ছিল। আজকাল আর সঙ্গীসাথীর অভাবে যাওয়া হয়ে ওঠে না। দারুণ 👍👍
আমি তো গত বছরই এখানে ভিডিও করতে চেয়েছিলাম তো গত বছর ওরা পারমিশন দিল না। এই বছর তো ফোন করতেই রাজি হয়ে গেল ভিডিও এলাও করল, এদের বিহেভিয়ার ভালো লেগেছে বেশ। আর সত্যি কথা ওখানে সিঁড়িটা খুব খাড়া আর সরু সিঁড়ি, সত্যি পরে যাবার ভয় বিশেষ করে নামার সময়
@@GypsyBong 😄😄😄😄
নতুন জায়গার সন্ধান পেয়ে ভাল লাগল
Asadharon uposthapona❤❤❤❤
😊👍
দারুন আপনার উপস্থাপনা । খুব সাধারণ খাবারের বিবরণ আপনার উপস্থাপনায় সুন্দর ও আরও সুস্বাদু বলে মনে হয় ।
🙏
Darun blog
খুব সুন্দর একটি ভিডিও । আপনাকে অশেষ ধন্যবাদ ।
🙏
Khub sundor
Dada keno katha habe na, apni sera food blogger, pase aci.
Dalda diye bhaja shotyeo and amar ojon beshi howa shotyeo ---- Mutton Tikia টা mone hochhe khetei hobe !!!! 😃😃 Another great episode 👍👍
অনেক ধন্যবাদ, ট্রাই করলে জানাবেন কেমন লাগল 😊
খাবার গুলো খুবই লোভনীয় ছিল। শুভ্র কে ধন্যবাদ।
😊😊
Dada Apnar Khawar Style Ta Darun Aar Khawar Majhe Majhe Apni Je Taste R Kotha Ta Bolen Darun Ar 1You Tuber Je Khawar er Last Taste Obdi Bole Seta Rid@Bite 2Jon Kei Sellut/Gajab Ho Dono Par Thoda Jyada Gypsy Bong Sellut Sir Aapko❤❤❤❤❤
অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো ❤
খাবার গুলো লোভনীয় ।।
As usual quality content. Thank you Subhro da.
So nice of you
Good for the behind the camera, Best of Luck
Ami ei dokane onke bar kheyechi ..beside princep street CESC Branch .Pocket friendly , great restaurent.
Excellent vlog SIR.
🙏🙏✌✌💙💙
Amar ar amar bondhuder khub favourite dokan, amra school college er time e (2007-2008) esplanade e new empire e cinema dekhe, chandni market ghure (notun ki tech esche dekhe) ekhane astam ... tikiya ta ar roll gulo era best banato, ekhono nischoi banay ager moto..
অসাধারণ 👍
😊👍
USA te bose apnar video dekhte dekhte dinner kori 😅😅 .... chaliye jan!! 🎉
অনেক ধন্যবাদ
Darun laglo
জিভে জল আটকানো গেল না।মন খচ্খচ্ শুধু ওই দালদায়। তাও একদিন তা অগ্রাহ্য করাই যায়।
😊😊
Onaboshyok lomba video.
খুব বেশি হলে 45 সেকেন্ড এক্সট্রা আছে তার বেশি নেই
Jive jol 😊❤❤❤
🤩
Areey Waah Just Amazing Vlog 👌👌❤️ Bhisoon bhalo laglo ❤ Fantastic Episode 🔥 Lachha porota ,Mutton kosha faatafati 😋 Biriyani ta osaadharon 😋 Chaliye jao..Good Review , keep it up ❤️❤️❤️❤️
😊😊😊
Vlog ta bhalo laglo, khabar gulo dekhte khub e bhalo laglo kintu oe jehetu 'dalda' so try kakhonoi korbo na.....ae weekend ei Chandni jabo, dekhi onno kichu try korbo
ভিডিও দেখার জন্য ধন্যবাদ
এই কনটেন্টটা যে আমার কত বড় উপকার করলে আমি বলে বোঝাতে পারবো না I যেহেতু আমি খাদ্যপ্রেমী, তাই আমি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে খাবার সন্ধান করি, সেই সূত্রে আমার খুঁজে পাওয়া এই দোকানটা, এদের খাবার যথেষ্ট ভালো এবং pocket friendly .🥰 এদের মটন টিকিয়াটা আর টিকিয়া দিয়ে এগরোল আমার খুবই ভালো লাগে, সস্তায় পুষ্টিকর I😍😍 তো আমি দুবার এদের থেকে মটন টিকিয়া নিয়ে অফিসে সবাই কে খাইয়েছি, খাবার পর শুরু হলো আশল গল্প" এতো সস্তায় কি করে মটন টিকিয়া দেয়, সত্তি মটন তো নাকি অন্য কিছু?"🥺🥺🥺এছাড়াও আরো তো আছেই I☺
তো যাই হোক এবার এটা দেখিয়ে আমি সবাইকে সত্যিটা বোঝাতে পারবো I😛😆😋
Darun❤
মেম্বারশিপ জয়েন করবেন না প্লিজ, আমি কখনো কোনোদিনও কোনো ভিডিওতে কাউকে বলিনি মেম্বারশিপ জয়েন করতে, ওটা ইউটিউব একটা ফেসিলিটি দিয়েছিল সেই ফেসিলিটিটাকে জাস্ট এক্টিভেট করে রেখেছি। আমি কাউকে কখনো বলি না যে মেম্বারশিপ জয়েন করে টাকা দিন।
Khub sundar... Most of the so called food blogging channel belongs to chapris except gypsy bong 🙏
Ekhane jete hobe 🌻
যথার্থ আরেকটা বোম ফেললেন ❤
অনেক ধন্যবাদ 😊🙏
Darun khabar..
Are dada amr khub po6ondo r dokan chadni ba Esplanade gelei double chicken roll na hle mutton biriyani must ekhn thk . 1st may b tmr k6 thk vid peye khub vlo laglo...priyo dokan sthe priyo manush...❤❤
অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য
End ta best chelo dada😂
😊😊😊👍
Jene shune dalda aato khaben na dada.. video as usual enjoy korlam
রোজ থোরি খাই আমি এখানে! ভিডিও দেখার জন্য ধন্যবাদ
Darun
Eta darun shondhan dilen dada
👍
আপনি দূর্দান্ত
খুব পাপ দেবে ভগবান , খুব পাপ। যা শুরু করেছেন বাড়িতে কি রান্না আছে জিজ্ঞাসা করলে বলে, ভাত করেছি আর Gypsy bong এর channel এ নতুন ভিডিও এসে গেছে।
Jokes apart, দারুণ লাগলো।
জয় মা কালী
আরে বাঃ বাড়িতে তো দারুন পলিসি নিয়েছেন দেখছি 😄😄😍 অনেক ধন্যবাদ ভিডিও এনজয় করার জন্য
Dekhei to lobh lagche, ei dokan ta ki this opposite to Sabir's hotel ?
So sweet 😘
Ha amio vabtam tumi sob aka khaw. Tobe tomar vuri ta bes valo hoyeche kintu😊😊
Good Episode, but make sure that you let your viewers know in clear terms the Medium of Oil and Brand used in the preparation
I admire your presentation skills a lot. It is way better than those "Hello Guys" saying assholes. Keep shining, Shuvro da \m/
Thanks 😊👍
দারুণ হয়েছে 👌🏼, নতুন পকেট friendly restaurant এর খোঁজ পাওয়া গেল, Special Mutton Biriyani তে rice এর quantity কম লাগলো, নট enough for two people, laccha parota and chicken boti kebab টা try করার ইচ্ছে রইলো, But স্পেশাল Mutton Biriyani তে কটা mutton দেয় সেটা একটু জানাবেন, Thank you, Maidan Metro station এর পাশে কিছু পকেট friendly restaurant এর খোঁজ দিলে ভালো হয়.
I am happy jeh finally after 2 not so good experience with biryani finally Shubro da tasted a good biryani😊😂
Also mukher khabar kheye aaram se tarporei kotha bolben ,aapnar dekhchi Jagannath hotel er experience tar poreu dhyaan nei😅😅
আসলে আমি খাবার সময় সত্যিই একটু তাড়াহুড়ো করি খুব বাজে স্বভাব, প্রায় রোজ আমি বিষম খাই
Tumi shottyi Kolkatar hidden gems khuje bar koro. Amar suggestion, tumi ekta boi lekho, hidden culinary delights of Kolkata
অনেক ধন্যবাদ ম্যাডাম এই প্রশংসার জন্য। 🙏
Excellent vlog as usual. But go easy on eating ‘dalda’ 😊
So true!