কিশোরগঞ্জ-Nikli/Mithamain Day_Tour।নিকলি।মিঠামইন হাওড় ভ্রমণ২৪।অস্টগ্রাম।ইটনা।ছাতির চড়TravelwithMS।

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • একদিনের ভ্রমণে ঢাকার আশে পাশে কিশোরগঞ্জের নিকলী- মিঠামইন হাওড় চমৎকার একটি গন্তব্য। বর্ষা মৌসুমে হাওড়ের পানিতে গা ভাসাতে ঘুরে আস্তে পারেন। ঢাকা টু কিশোরগঞ্জের যাতায়াত / জলসিরি নামক বাস সকাল ৫টা থেকে সন্ধ্যা ৭/৩০ পর্যন্ত ছেড়ে যায়। ট্রেনে বুধবার ব্যতিত প্রতিদিন সকাল ৭ টায় এগার সিন্ধু দিয়ে যেতে পারবেন। সব চেয়ে ভাল নিজের কোন পরিবহনে যেতে পারলে। আল্পনা করা রাস্তা আর দু পাশে পানি এককথায় অসাধারণ।

КОМЕНТАРІ • 34

  • @TheRashad770
    @TheRashad770 3 місяці тому +1

    খুব ভালো লাগলো। এখন দেইখা মনে হইতাসে না গিয়া আনন্দ ভ্রমণটা মিস করলাম।

    • @merajsharker1208
      @merajsharker1208  3 місяці тому

      Thanks for give the support.. ❤️❤️🥰

  • @shapnablog8825
    @shapnablog8825 3 місяці тому +2

    আমারও খুব যাওয়ার ইচ্ছা আমি নতুন চ্যানেল খুলেছি সেখানে গিয়ে ব্লক ভিডিও বানাবো

    • @merajsharker1208
      @merajsharker1208  3 місяці тому

      অবশ্যই। ইনশাআল্লাহ যাবেন আরো সুন্দরভাবে আমাদের দেশ কে উপস্থাপন করবেন।আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

  • @tripidea8879
    @tripidea8879 3 місяці тому +1

    Informative.

  • @BABA-qh2ow
    @BABA-qh2ow 3 місяці тому +1

    ছবি উঠা বেশ জায়গায় নাম বলবেন। । এবং গুরুত্বপূর্ণ বিষয় কি আছে জানাবেন

    • @merajsharker1208
      @merajsharker1208  2 місяці тому

      দুঃখির আপনার প্রশ্ন টা ঠিক বুজে উঠতে পারি নি।দয়া করে বিষয় টা পুনরায় বলুন।

    • @BABA-qh2ow
      @BABA-qh2ow 2 місяці тому

      ছবি উঠার জন্য সুন্দর কোন জায়গা আছে ঐই খানে

    • @merajsharker1208
      @merajsharker1208  2 місяці тому

      গ্রামীণ প্রকৃতি আর সুন্দর আল্পনা করা রাস্তার দু পাশে পানি। মিঠামইন, অস্টগ্রাম রোড, সাবেক মহামান্য রাস্ট্রপতির বাড়ি সহ সুন্দর জায়গা রয়েছে সেখানে ছবি তুলতে পারবেন।

  • @mixerbd1570
    @mixerbd1570 3 місяці тому +1

    Wow❤

  • @tone-b5x
    @tone-b5x 2 місяці тому +1

    আপনি কোত্থেকে এইখানে গেছেন?
    আর আপনার এখানে ঘুরে আসছে কতক্ষণ সময় আর কি রকম খরচা লেগেছে তা একটু বলবেন।।

    • @merajsharker1208
      @merajsharker1208  2 місяці тому

      ধন্যবাদ। আমরা নারায়ণগঞ্জ থেকে গিয়েছিলাম। সকাল ৭/৩০ মদনপুর বাস স্ট্যান্ড থেকে রওনা হয়ে ১২ টার দিকে নিকলি পৌছাই। শুক্রবার হওয়ার সেখানে পৌছে জুম্মা আদায় করে দুপুরের খাবার শেষ করে ট্রলার নিয়ে সেখানে সারাদিন ঘুরে সন্ধায় বাসায় উদ্দেশ্যে রওনা দিই। রাত্র ১১/৩০ টার মধ্যে বাসায় পৌছাই। যেহেতু আমরা বাইকে গিয়েছিলাম, সং্খ্যায় বেশি থাকার কারনে যাত্রাপথে যেতে আসতে কিছুটা সময় বেশি লেগেছে। জেনে রাখা ভালো অইখানে ভ্রমণের জন্য হাতে কমপক্ষে ৫/৬ ঘন্টা রাখুন। সম্ভব হলে নিজস্ব পরিবহনে যাবেন। আর সন্ধ্যার আগে অইখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করবেন।

  • @Md.AnisurRahman-x2m
    @Md.AnisurRahman-x2m 3 місяці тому +1

    Bike niye ki jete deina(mithamoin)?I mean troler e bike tula jayna?

    • @merajsharker1208
      @merajsharker1208  3 місяці тому

      হ্যা ভাইয়া বাইক নিয়ে ও যাওয়া যায়।

  • @ayeshalipisvlog7673
    @ayeshalipisvlog7673 3 місяці тому +1

    দারুন হয়েছে

  • @mdsolayman4289
    @mdsolayman4289 3 місяці тому +1

    চমৎকার

  • @ব্লগভিডিও৩৬০ডিগ্রি

    নৌকার মাঝির নাম্বার দেওয়া যাবে ভাই

  • @zannatulferdoussumi8669
    @zannatulferdoussumi8669 3 місяці тому +1

    একদিনের ট্যুরে রিলাক্স বা বিশ্রামের জন্য কোন রেস্ট হাউস পাওয়া যাবে? যেখানে বাচ্চাকাচ্চা নিয়ে গেলে একটু চেঞ্জ হওয়া যায় ।

    • @merajsharker1208
      @merajsharker1208  3 місяці тому

      পেয়ে যাবেন তবে মান মোটামুটি মানের। আর নাইট স্টে করতে চাইলে প্রেসিডেন্ট স্যুট নামক রিসোর্ট বুকিং করতে পারেন।

  • @Mahfuz-j6n
    @Mahfuz-j6n 3 місяці тому +1

    ভাইয়া আমরা বাইক নিয়ে যেতে চাচ্ছি বাইক ট্রলার উঠালে বাইকের জন্য এক্সট্রা টাকা দিতে হবে আর আপনারা কি বাইক নিয়ে ট্রলারে উঠেছিলেন

    • @merajsharker1208
      @merajsharker1208  3 місяці тому

      @@Mahfuz-j6n ভাইয়া বাইক নিয়া যেতে পারবেন। বাইক প্রতি ৫০০-১০০০ টাকা আপ ডাউন ভাড়া নিয়ে থাকে বোটে।অবশ্যই দরদাম করে নিবেন।

  • @surujahmed3657
    @surujahmed3657 3 місяці тому +1

    কবে গিয়েছিলেন ভাই?

  • @mdateur5181
    @mdateur5181 3 місяці тому +1

    ১২ জনে বোট ভারা কত হতে পারে

    • @merajsharker1208
      @merajsharker1208  3 місяці тому +1

      শুক্রবার ও অন্যান্য সরকারী ছুটির দিন গুলো তে ভাড়া বেশি হবে। বাকি দিন গুলো তে ১২ জনের জন্য ২-৩০০০ হাজার এর মধ্যেই আপ ডাউন রিজার্ভ বোট পেয়ে যাবেন। দরদাম করতে ভুলবেন না।

    • @mdateur5181
      @mdateur5181 3 місяці тому

      @@merajsharker1208 ছাতিরচর যাওয়া যায় ভাই

    • @merajsharker1208
      @merajsharker1208  3 місяці тому

      হ্যা ভাই। গোসল টা চাইলে সেখানেই করে নিতে পারবেন।

  • @sharminvlog2497
    @sharminvlog2497 3 місяці тому +1

    নিকলি থেকে গাড়ি নিয়ে সরাসরি মিঠামইন যাওয়া যাবে না

    • @merajsharker1208
      @merajsharker1208  3 місяці тому

      না। নিকলি থেকে সরাসরি মিঠামইন যাওয়ার রাস্তা নাই।বোট বা ট্রলার দিয়ে যেতে হবে।