দোয়েল এগ্রোর সালাম কি আসলেই একজন ইঞ্জিনিয়ার | Doyel Agro

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • আমি এতো জায়গা জমি কেনার টাকা কই পেলাম? পড়াশুনা আর চাকরি বাদ দিয়ে ইউটিউব আর ফেসবুকে ভিডিও বানিয়ে কি সফল হওয়া সম্ভব?
    Join this channel to get access to perks:
    / @doyelagro
    For business enquiries - doyelagro@gmail.com
    My Facebook page / doyelagrovlog
    My Facebook profile / doyel.agro
    আমাদের সাথে যোগাযোগ এবং লেনদেন করার নাম্বার (01602254717 অথবা 01876791804 বিকাশ পার্সোনাল) অথবা মেইল করতে পারেন doyelagro@gmail.com এর বাইরে কেউ লেনদেন করবেন না। অনেক প্রতারক আমাদের নাম ছবি ব্যবহার করে হুবুহু আমাদের পেজের মত পেজ বানিয়ে আপনাদের মেসেঞ্জার ইমু তে ফোন করে প্রতারণা করতে পারে তাই সাবধান। আপনাকে আমাদের পেজের মত কোন ফেসবুক পেজ থেকে মেসেজ দিলে আগে চেক করবেন ঐ পেজে আমার ভিডিও আছে কিনা এবং ফেসবুক পেজের ফলোয়ার ১৫+ লক্ষ কিনা। আর দয়া করে কেউ কমেন্ট বক্সে নিজের ফোন নাম্বার দিবেন না। ধন্যবাদ।
    I'm a software engineer. After 10 years of service i quit my job and decided to go after my dream. My dream is to living with nature growing my own food and become a true self-sufficient person. I already start working on my dream. Please support me in this journey by subscribing the channel also like and share my video. Thanks.
    আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি নিজে চাকরি বাদ দিয়ে খামার শুরু করছি বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে। বেশির ভাগ ভিডিওতে দেখানো হয় কৃষিকাজ আর খামার করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। আসলে লাভ হয় না লস হয় তার বাস্তব চিত্র জানতে পারবেন আমার থেকে। আমার এই খামারের ভিডিও দেখতে আমার সাথে থাকুন। ধন্যবাদ।
    Md Abdus Salam is a senior software engineer. Who loves living with nature and cultivate food for his family. Besides, he tried to help the poor people in the area by necessary things.
    #doyelagro
    #doyelagrovlog
    #villagelifewithshampa

КОМЕНТАРІ • 533

  • @syedsefayetshojib3853
    @syedsefayetshojib3853 3 місяці тому +221

    দোস্ত তোরে এই টাইপ কথা কারা বলে? আমাদের সিএসসি ডিপার্টমেন্টে আমাদের ব্যাচের ভালো স্টুডেন্ট গুলার মধ্যে তুইও একজন ছিলি।

    • @DoyelAgro
      @DoyelAgro  3 місяці тому +107

      আসলে বন্ধু গ্রামের অনেক মানুষ এটা বিশ্বাস বা মানতে পারে না যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে আমি কি জন্য গ্রামে থাকি। অনেকেই ভাবে আমার একমাত্র পরিচয় হচ্ছে ইউটিউবার। এমন অনেক কমেন্ট দেখি যেখানে অনেকেই আমার সার্টিফিকেট ও দেখতে চাইছে :) তাদের জন্যই মুলুত আজকের ভিডিও। এখন দেখতেছি ইউনিভার্সিটির ফ্রেন্ড দের একদিন দাওয়াত দিতে হবে :) তরে দিয়ে দাওয়াত শুরু।

    • @farhanahaque2343
      @farhanahaque2343 3 місяці тому

      সিএসসি ডিপার্টমেন্ট মানে হচ্ছে কম্পিউটার সাইন্স। আমার ছেলেও কানাডাতে কম্পিউটার সাইন্স এ পড়াশোনা করে। কম্পিউটার সাইন্স হচ্ছে থিওরেটিক্যাল ফাউন্ডেশন অফ কম্পিউটেশন এন্ড ইনফরমেশন। এরা মূলত প্রোগ্রামিং, কোডিং, করে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মূলত সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, মেইন্টেন্যান্স, টেস্টিং এন্ড ইভালিউশন অব সফটওয়্যার সিস্টেম। আপনি যদি সিএসসি তে মানে কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করেন ( যেটা আপনার ফ্রেন্ড উল্লেখ করলেন) তাহলে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার না। দুইটা সাব্জেক্ট ওতোপ্রোতো ভাবে জড়িত হলেও পার্থক্য আছে। তারপর জানি না। ভূল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। I commented according to your friend's statement. Thanks

    • @SalmaHabibi-r2x
      @SalmaHabibi-r2x 3 місяці тому

      ​@@DoyelAgroআজকাল মানুষের ভালো কেউ দেখতে পারে না সুধু হিংসা করে এই জন্যই মানতে পারে না??

    • @freedomcirlcle5581
      @freedomcirlcle5581 3 місяці тому

      ​@@DoyelAgro দুঃখিত ভাই কিছু মনে করবেন না। কৌতুহল থেকে বলা। আপনি প্রায়ই বলেন আপনি নাকি ৯০ এর দশক এর ছেলে, সেই হিসেবে ১৯৯০-১৯৯৯ এর মধ্যে কোন এক বছরে আপনার জন্ম। আবার আজ বললেন আপনি শেষ কোম্পানিতেই চাকরি করেছেন ১০-১২ বছর এবং বললেন এর আগেও ৩-৪ কোম্পানিতে কাজ করেছেন যেখানে আরো অসংখ্য কলিগ বন্ধুবান্ধব আছে আপনার, যদি মনে করি সেই ৩-৪ টা কোম্পানিতে আপনি নুন্যতম ১ বছর করে ছিলেন তাহলেও আপনার চাকরি জীবনে যোগ হবে ৩-৪ বছর। সেই হিসেবে, আপনার যদি ১৯৯০ সালেও জন্ম হয় তাহলেও আপনার বয়স ৩৩ বছর, বাংলাদেশের পড়াশুনা অনুযায়ী একজন মানুষ গ্রাজুয়েট হিসেবে ২৩ বছর বয়সে চাকুরী জীবনে প্রবেশ করে। তাহলে গ্রাজুয়েশন এর পর এখন অব্দি আপনার ১০ বছর পার হয়েছে, কিন্তু আজকের ভিডিও এবং আপনার অন্য ভিডিও অনুযায়ী আপনি প্রায় ১৫-১৬ বছর চাকরী করেছেন, ফ্রীল্যান্সিং ছাড়াই। তাহলে ভাই কোনটা সঠিক বলে ধরে নিবো?? আপনার ৯০ এর দশক এর মানুষ নাকি আপনার চাকরি জীবন প্রায় ১৫-১৬ বছর। এই হিসেবের গরমিল গুলো কি ভিডিওতে কথা বলতে বলতে ফ্লোতে বলা, স্লিপ অব টাং হিসেবে ধরে নেবো?? তাহলে ভাই পরবর্তীতে আপনার ব্যক্তিগত তথ্য গুলো বলার সময় অবশ্যই দয়া করে সচেতন থাকবেন৷ একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বললাম, মনে কষ্ট পেলে আবারো আমি দুঃখিত!!

    • @Matir_pinjira1
      @Matir_pinjira1 3 місяці тому +9

      Love from India Assam sontoli ❤️🥀❤️🥀

  • @alamgirhossain7631
    @alamgirhossain7631 3 місяці тому +68

    প্রিয় ভাই আপনি আপনার সকল আত্মীয়-স্বজনকে এবং বন্ধুদেরকে যেভাবে আপ্যায়ন করেন সাধ্য হলে আসমানের চান ও এনে দিতেন আপনার কাজ আর আমার হুজুরে পাকের বাণী মিলে যায়

  • @mdrobin2706
    @mdrobin2706 3 місяці тому +24

    সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজে একজন ভালো মনের মানুষ তাই আপনার কাছে সবাইকে ভালো মনে হয়

  • @jhumadewan4848
    @jhumadewan4848 3 місяці тому +30

    সব কিছু জন্য আলহামদুল্লিয়া , মাশাআল্লাহ। আপনার সফলতা আর ফ্যামেলি ওপর যাতে কোনো বদ নজর না লাগে । সব সময় সুস্থ্য সুন্দর, হাসি খুশি ভাবে ফ্যামিলি - আত্মীয় স্বজন নিয়ে আনন্দে জীবন যাপন করুন এই দোয়া রইলো। ❤❤

  • @rajuahamed5062
    @rajuahamed5062 3 місяці тому +24

    ভাই রেগুলার ভিডিও দেখি কিন্তুু কমেন্ট করি না,তবে যেনো মাইন্ড খায়য়েন না।
    আপনি অনেক একজন ভালো মনের মানুষ।

  • @mdmanik976
    @mdmanik976 3 місяці тому +168

    ভাইয়া আপনার তো ভাগ্য ভাল যেশম্পা আপুর ❤❤❤ মত একজন সঙ্গী পেয়েছেন যা অন্য কেউ পায়নি

    • @rezwan929
      @rezwan929 3 місяці тому +8

      সম্পা আপু অনেক ভালো।সব কাজ পারে।আর অনেক ক্যায়ারিং।হাজবেন্ড,শ্বশুর -শাশুড়ির ব্যাপারে।আয়াত অনেক কিউট।মাশাল্লাহ। ❤️

    • @tarminely9385
      @tarminely9385 3 місяці тому

      Ai kono kotha apni ki Bangladesh er 18 koti manuser modhe jara chale beya korse tader sober somporke ki apni janen je tara painai, seta kemne bujhlen. Joto sob faltu kota koy kichu ajaira manus.

    • @mohiruddin1328
      @mohiruddin1328 3 місяці тому

      Right Sir

    • @Rakib-453
      @Rakib-453 3 місяці тому

      সে সম্পা আপুর মতো একজন ভালো মানুষ বউ হিসেবে পেয়েছে সেটা বুঝলাম কিন্তু অন্য কেউ তেমন বউ পায়নি এটা কোন ধরনের কথা?আপনি কি দুনিয়ার সব ঘরের খবর জানেন?মানুষের ভালো গুন গাও ভালো কথা কিন্তু প্রয়োজনের থেকে অতিরিক্ত তেল মারতে যেও না🙄

    • @mohammadashik325
      @mohammadashik325 3 місяці тому +1

      Right

  • @mdsahadathossainmalaysia7831
    @mdsahadathossainmalaysia7831 3 місяці тому +12

    এটাই তো বাংলাদেশের মানুষের সমস্যা কারো ভালো কিছু দেখতে পারে না সেই কারনে সোনার বাংলা এখনো পিছিয়ে আছে মালোশিয়া থেকে ছালাম ভাইয়ের জন্য দুয়া ও ভালো বাসা রইলো আপনি আরো এগিয়ে জান দুয়া করি ❤❤❤

  • @raselmamun2019
    @raselmamun2019 3 місяці тому +28

    রাইট কথা বলছেন সালাম ভাই অন্যের কিছু না দেখে নিজে কিছু করার চেষ্টা করতে হবে তাহলে ইনশাআল্লাহ সাফল্য পাওয়া যাবে

  • @hillncer1
    @hillncer1 3 місяці тому +6

    ভালো লাগলো কথাগুলো যে "অন্যকে দেখে তেমনভাবে কাজ করতে গেলে সফল নাও হতে পারেন"

  • @Bengalifans-x4e
    @Bengalifans-x4e 3 місяці тому +20

    ভাই আপনার চ্যানেলের একটা জিনিস খুব মিস করি,বলতে পারেন সেটা কি.?
    সেটা হলো ড্রোন শটের ভিডিওর সাথে আপনার চ্যানেলের সেই বিক্ষ্যাত ব্যাকগ্রাউন্ড মিউজিক।
    দুইটা এক হলে জাস্ট মনটা জুরায়া জায় ভাই❤
    প্লিজ এমন একটা ভিডিও আমার জন্য হলেও করেন❤

  • @moznumiahniyamat4374
    @moznumiahniyamat4374 3 місяці тому +6

    আপনার ভিডিও দেখি অনেক দিন থেকে! আজকের কথাটা অনেক দামি কথা।কারো সফলতা দেখে সফল হওয়া যায়না। তবে সফল মানুষদের যে পরার্মশে ভালো কিন্তু সম্ভব! আপনার থেকে অনুপেরোনা পাই। আমি একদিন আপনার বাসায় যাবো ইনশাআল্লাহ। কিছু চাইবো না।দোয়া আর পরামর্শ চাইবো।

  • @Mahmuda_Akter
    @Mahmuda_Akter 3 місяці тому +22

    সুদুর ইংল‍্যান্ড থেকে যিনি এসেছিলেন - তার সঙ্গে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া উচিত ছিল।
    আপনার বন্ধুদের স্মরণ রাখা এবং আতিথেয়তা দেখে ভালো লাগলো।
    আপনার জন‍্য শুভকামনা।

  • @MuradSarker-q6s
    @MuradSarker-q6s 3 місяці тому +4

    আমি জানি আপনার মুল এবং গোপনিয় ট্রিপস হলো-ফরেক্স ট্রেডিং।এবং আপনি ভালো একজন ট্রেডার।

  • @mstsultana1622
    @mstsultana1622 3 місяці тому +12

    আসসালামু আলাইকুম ভাইজান। এত তাড়াতাড়ি ভিডিও দেখতে পাব ভাবিনি। পাছে লোকে কি বলে না বলে তাতে আপনি কান দিবেন না। দোয়া করি আপনি আপনার মতো এগিয়ে যান।❤❤❤❤

  • @rajonahmed8244
    @rajonahmed8244 3 місяці тому +112

    ভাই বাড়িটা সুন্দর হইছে কিন্তু বাড়িটা কেনো জানি ফুটতেছে না বাড়ির আগিনা আরো সুন্দর করবেন।

  • @TravelerOfBangladesh
    @TravelerOfBangladesh 3 місяці тому +15

    ভাই সফলতা নিয়ে যে উক্তিটি করেছেন তা ১০০% সঠিক। আমিও এই কথাটাই সবাইকে বলি।।।

  • @EverydayVillageLifeBD
    @EverydayVillageLifeBD 3 місяці тому +31

    ভাই আপনি আপনার মতো এগিয়ে যাচ্ছেন যা কিনা আপনার সফলতার মূল কারণ কাউকে অনুসরণ করে নয় এটা আমার খুব ভালো লাগে ❤

  • @mdasadkhandakarsuvo
    @mdasadkhandakarsuvo 3 місяці тому +6

    মাশাআল্লাহ আপনার বাড়িটা অনেক সুন্দর হয়েছে খামার সহ পুরো বাড়ি গুছানো হলে আরো সুন্দর লাগবে।

  • @kamruzzahansiddika3428
    @kamruzzahansiddika3428 3 місяці тому +2

    Alhumdulillah onek fine laglo.Bhai Ami o jeno dawat pai.Onek onek mono basonaApnar khamer Bari bekhbo InshaAllah.

  • @MdRasedIslam-r9l
    @MdRasedIslam-r9l 3 місяці тому +1

    Apnar content gular ekta speciality hocche, jokhoni apnar video dekhi mone kono oponnash shontechi!
    Apnar jonno dowa roilo!
    💜💜💜

  • @ভোজনবিলাস
    @ভোজনবিলাস 2 місяці тому +2

    আপনার আজকের ভিডিও টি বেশ ভাল লাগল ।ইচ্ছে করছে সরাসরি গিয়ে সবচক্ষে আপনার বারিটি ঘুরে দেখি ।এমন সুন্দর লোকেশন ।অসাধারন

  • @Mr.Faltu181
    @Mr.Faltu181 3 місяці тому +3

    ভিডিও তে আপনারা কথাগুলো আমাকে অনেক অনুপেরনা যোগায় ❤❤❤ দীর্ঘ আড়াই বছর এর উপরে আমি আপনার ভিডিও দেখি❤️❤️

  • @mstnurjahunnurjahun3902
    @mstnurjahunnurjahun3902 3 місяці тому +11

    যে যেমন তার মাইন্ড তেমন, আমার দেখা সর্বোচ্চ ভালো, মার্জিত, ইউটিউবার, যাদের ভিডিও দেখলে শান্তি পাই❤

    • @DoyelAgro
      @DoyelAgro  3 місяці тому +2

      ধন্যবাদ

  • @SanzidaAkter-y9l
    @SanzidaAkter-y9l 3 місяці тому +6

    বাড়ির চারদিকে ভালোভাবে মাটি উচু করে এবং সামনে অনেকটাযায়গা নিয়ে উঠানের মত করে দিলে আর ভালো লাগবে।

  • @NeelasHobby
    @NeelasHobby 3 місяці тому +6

    মাশাআল্লাহ আপনার আপ্যায়ন দেখে মন থেকেই অনেক দোয়া অসে আপানার জন্য ভাই।

  • @Ashik-Ahmed-556
    @Ashik-Ahmed-556 3 місяці тому +8

    দোয়েল এগ্রো আমার অনুপেরণা ছিলো! আপনাদের কার কার আমার মতো ছিলো ?

  • @NormalCook11
    @NormalCook11 3 місяці тому +13

    কথা গুলো সঠিক তাই আপনার ভিডিও দেখতে ভালো লাগে 💚🤲 10:41

  • @MDlutfuLutfor
    @MDlutfuLutfor 3 місяці тому +19

    আপনি এক জন ইন্জিনিয়ার আপনার বিডিও দেখি সেই ২০২০সাল থেকে

  • @shekhjabed6812
    @shekhjabed6812 3 місяці тому +32

    আপনারভিডিও অনেক ভালো লাগে

  • @SakibMolla-rx5ew
    @SakibMolla-rx5ew 3 місяці тому +9

    সালাম ভাই আপনি একদম রাইট কথা বলছেন❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anfiahmed-b6n
    @anfiahmed-b6n 3 місяці тому +4

    সুন্দর হয়েছে ভাই,, প্রতি দিন দেখি ভালো লাগে,, আয়াত কে ভালোবাসি ♥️

  • @MdShoidulIslam-zu7pe
    @MdShoidulIslam-zu7pe Місяць тому

    আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আয়াতকে ও আব্দুস সালাম ভাই কে ভালো রাখুন আমিন

  • @sinthiyaislam9592
    @sinthiyaislam9592 3 місяці тому +3

    প্রতিদিন অপেক্ষা করে থাকি আপনার ভিডও দেখার জন্য সব কিছুই এত প্রাকৃতিক ও মনোমুগ্ধকর বলার ভাষা নেই দোয়া করি আরও এগিয়ে যান

  • @TaslimaFarhaVlog01
    @TaslimaFarhaVlog01 3 місяці тому +5

    কিছু কিছু সময় অনেক মধুর হয় ওই সময় গুলো চাইলে ভুলা যায় না মাশাল্লাহ ভিডিও ভালো লাগলো

  • @AtikHasan-pm3yn
    @AtikHasan-pm3yn 3 місяці тому +1

    কে কিভাবে নাবে জানিনা সত্যি বলতে আমার আপনাকে ভালো লাগে আর আপনার ভিডিও তো দেখি চার বছর যাবৎ মালয়েশিয়া থেকে ❤❤❤❤

  • @Pakutia_fishing_bd
    @Pakutia_fishing_bd 3 місяці тому +12

    নিজের যা টেলেন্ট আছে সে দিকে ফোকাস দিলে সফলতা আসবেই,,,, অন্য কারও দেখা দেখি কিছু করতে গেলে,,, সফলতা আসে না,,,, সেটা যে কোনো বিষয় 😪

  • @mdasadulislam3463
    @mdasadulislam3463 3 місяці тому +5

    আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে

  • @RobiSim-i9z
    @RobiSim-i9z 3 місяці тому +10

    ভাই আপনার বাড়ির সামনে একটা পুকুর করলে বাড়িটা আরো অনেক সুন্দর লাবে।

  • @RipaCreations
    @RipaCreations 3 місяці тому +2

    আপনি একটা জ্ঞানি মানুষ এটা বলার অপেক্ষা রাখে না যারা আপনাকে নিয়ে আজেবাজে কথা বলে তারা আপনার সম্পর্কে জানে না

  • @sahidasahida3061
    @sahidasahida3061 3 місяці тому +1

    সালাম ভাই একজন ভালো মানুষ ২০২১ সাল থেকে ভিডিও দেখি

  • @rannaghoreami99
    @rannaghoreami99 3 місяці тому +7

    👍👍 আসসালামু আ'লাইকুম সালাম ভাইয়া, আমি আপনার ভিডিও দেখি আজ থেকে আরও ৪ বছর আগে থেকে, এই দোয়েল এগ্রোর মাধ্যমেই। তখন অন্য আইডি থেকে কমেন্টস করতাম। আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা অনেক আগেও বলেছেন। সেই ব্যাপারটা আজকে নাই বলি, আমি আজকে বলতে এসেছি ❤❤কেন আমি বাংলাদেশের মাত্র একটা ব্লগারের ভিডিও ভালোবেসে দেখি সে কথা। "আসলে ভাইয়া আপনাদের মাঝে কোন কৃত্তিমতা নাই। আপনারা যেমন, সেটাই আমাদের সঙ্গে তুলে ধরেন। আর মানুষকে সহযোগীতা করার যে মানুষিকতা আপনার, সেটা অতুলনীয়। আল্লাহ আপনাকে রহমত দেবেন বলেই আপনার প্রথম সন্তানটা কন্যা সন্তান দিয়েছেন। আর আপনাকে প্রতিনিয়ত সাহস যুগিয়ে চলেছে সম্পা আপুর মত একজন সরল ও ধৈর্য্যশীল স্ত্রী। এভাবেই আমাদের চমৎকার সব ভিডিও উপহার দিতে থাকুন ভাইয়া। আপনার সাফল্য কামনা করি❤❤❤

    • @DoyelAgro
      @DoyelAgro  3 місяці тому

      ধন্যবাদ আপু

  • @NoakhillaLifestyle
    @NoakhillaLifestyle 3 місяці тому +1

    আমার ফুফি আমেরিকা থাকেন উনি আপনার ভিডিও দেখেন অনেক কাজ রেফারেন্স হিসেবে আপনার ভিডিও গুলি দেখান । উনিও নোয়াখালীতে এমন বাগান বাড়ি করবেন।

  • @HALIMAAktr
    @HALIMAAktr 3 місяці тому +3

    ভাইয়া কে কি বললো তাতে কি আসে যায় আসল কথা হলো আমরা আপনার ভিডিও অনেক পছন্দ করি আপনি আয়াত শম্পা ভাবি সবায় কে মিলিয়ে অনেক সুন্দর একটা প্ররিবার দেখতেও ভালো লাগে আসলে যারা এসব কথা বলে তারা নিজেও কিন্তু আপনার ভিডিও অপেক্ষায় থাকে কিছু কিছু মানুষ আছে যে দেখতেও ভালো বাসে ভিডিও আবার দুস ও ধরে এসব মানুষ কে পাত্তা দুবেন না ভাইয়া ❤
    অনেক কথা বলে ফেললাম কিছু মনে করবেন না আসলে ভিডিও দেখতে দেখতে আপনাদের প্রিরিবারের একজন হয়ে গেছি তায় কেউ কিছু বললে সইতে পারি নাহ 💙☺️☺️

  • @Mohammadmohsinali152
    @Mohammadmohsinali152 3 місяці тому +1

    ইনশাআল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ❤❤❤

  • @ShezadHossain
    @ShezadHossain 3 місяці тому +1

    অসাধারণ 🌹🌹 সাফল্যের গল্প 🌹🌹 ভাই আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইল ।

  • @nipunnipun2352
    @nipunnipun2352 3 місяці тому +3

    আমরা বাঙালি আর কিছু করতে পারি বা না পরি মানুষের সমালোচনা করতে পারি তাতে কার কাছ থেকে শেখা লাগে না ❤❤

  • @mismoklima1497
    @mismoklima1497 3 місяці тому +9

    মাশাআল্লাহ খুব সুন্দর আয়োজন করলেন ভাই মেহমানদের জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এরকম সুন্দর সম্পর্ক সারা জীবন থাকুক দোয়া রইল ভাই

  • @shamukerchoktv
    @shamukerchoktv 3 місяці тому +2

    ভাই আপনার সাথে দেখা করার খুবই ইচ্ছা ছিলো জানিনা আল্লাহ্ ভাগ্যে রাখছে কি না ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥🥀🥀🥀🌹🌹🌹

  • @msmitu3273
    @msmitu3273 3 місяці тому +2

    আপনার বিল্ডিংটা ভালো একটা রং ব্যবহার করেন যেন আপনার বাড়িটা খুব সুন্দর ফুটে উঠে এখন ফুটতেছে না বাড়িতে বাড়িটা সুন্দর হয়েছে কিন্তু কিসে জানি একটু কম আছে

  • @A.Akhter
    @A.Akhter 3 місяці тому +3

    অনেক সুন্দর আতিথীয়তা মাশাআল্লাহ। দর্শকদের দাওয়াত দেবেন বললেন ভাইয়া 😊আমাকে দাওয়াত দেবেন না??

  • @mdnayem3006
    @mdnayem3006 3 місяці тому +2

    আলহামদুলিল্লাহ ভিডিওটা খুবই ভালো লাগছে

  • @সারা-ম৩প
    @সারা-ম৩প 3 місяці тому +3

    কিউট সালাম ভাইয়ের চোখ দুটো বেশি attractive .

  • @hasanc.t2201
    @hasanc.t2201 2 місяці тому

    অসংখ্য ধন্যবাদ সত্যি আপনি একজন সফল উদ্যোক্তা

  • @KalponaSouthKorea
    @KalponaSouthKorea 3 місяці тому +2

    Love from South Korea ❤❤❤

  • @selinaakhter286
    @selinaakhter286 3 місяці тому +2

    বাড়ীটা ঠিক সুন্দর হয়েও হচ্ছেনা;পাশ থেকে মাচাটা সড়ান কিছু ফুল গাছ লাগিয়ে দিন।খাপছাড়া লাগছে।তবে অভিনন্দন নতুন বাসার জন্য।

  • @muhammedsohal3578
    @muhammedsohal3578 3 місяці тому

    ভাই আপনাকে অনেক ধন্যবাদ একজনকে দেখে তো আরেকজন উৎসাহ পাই এবং এটাই নিয়ম

  • @NusratNisa-bc7mq
    @NusratNisa-bc7mq 3 місяці тому +7

    সুন্দর সম্পর্ক গুলো টিকে থাকুক। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন,কে কি বলল এগুলো নিয়ে চিন্তা করলে আর জীবনে কিছু করাই হবে না।

  • @mdjohurul8588
    @mdjohurul8588 3 місяці тому +11

    জি ভাই আপনার কথাগুলো সব ঠিক আছে আমরা বাঙালিরা সফলতা হয় আমরা কিভাবে তাকে নিচে নেব সেই ব্যবস্থা আমরা করি
    কের ভালো কেউ দেখতে পারে না তো দোয়া করি আপনার জন্য আপনার আরও বড় হন মানুষের কল্যাণে আপনি আরো কাজ করেন

  • @FATEMABEGUM-o9q
    @FATEMABEGUM-o9q 3 місяці тому +1

    ভাইয়া ভালো লাগল ভিডিও দেখে, আপনার বিল্ডিয়ের মেইল গেট থেকে সোজা বরাবর ৩,৪ হাত চওড়া করে পাকা করেনিবেন চলাফেরা করা বা গাড়ি নিয়ে ঢুকতে সহজ হবে

  • @Arshed100
    @Arshed100 3 місяці тому +1

    সুন্দর ভিডিও ভাই অনেক ভালো লাগলো। সালাম ভাই অনেক বড় মনের মানুষ।❤❤

  • @Faruque_hossain-n1m
    @Faruque_hossain-n1m 3 місяці тому +1

    🎉🎉আয়াত মামুনির কথা গুলো খুব সুন্দর এবং ভালো লাগে ❤❤

  • @Md.NuralomVlogs
    @Md.NuralomVlogs 3 місяці тому +1

    আপনার ভিডিও গুলো খুবই ভালো লাগে ভাইয়া, গ্রামীণ মনোরম পরিবেশে সত্যিই মন জুড়িয়ে যায়

  • @anisurrahmanmk5398
    @anisurrahmanmk5398 3 місяці тому

    ভাই বাড়িটা খুব সুন্দর হয়েছে।
    তবে বাড়ি যাওয়ার মেইন রোড় থেকে বাড়ি পর্যন্ত একটি মনোমুগ্ধকর রাস্তা দেখতে চাই।
    যেটির চারপাশে বিভিন্ন রকমের ফুলগাছ ও ভেশজ ওষধী গাছ থাকবে।
    আশা করি রিপ্লাই পাবো।

  • @Submission225
    @Submission225 3 місяці тому +2

    বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার হলেন আপনি

  • @mdtanvir1923
    @mdtanvir1923 3 місяці тому +1

    একদম প্রথম থেকে আপনার ভিডিও দেখি আপনার জন্য সব সময় শুভকামনা ও ভালোবাসা থাকবে

  • @সারা-ম৩প
    @সারা-ম৩প 3 місяці тому

    সালাম দেখতে আসলেই অনেক handsome😘😘😘.cute Salam bhai❤❤❤❤❤❤

  • @ishrajahanvlogs1907
    @ishrajahanvlogs1907 3 місяці тому +3

    আলহামদুলিল্লাহ 😊

  • @jojo62369
    @jojo62369 3 місяці тому

    Errands bhai Amar o colleague chilo, Wunderman Thompson (Graphic People) e. Uni asholei akjon bhalo manush. Best of luck, Salam bhai.

  • @khamaritv
    @khamaritv 3 місяці тому +1

    ভাই, শুভ কামনা ।চেস্টা করছি । সুপ্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন ।

  • @user-bv6zk8fi5i
    @user-bv6zk8fi5i 2 місяці тому

    মাশাআল্লাহ আপনার ভিডিও গুলা খুব সুন্দর ভাইয়া আপনি অনেক বড় মনের এক জন মানুষ দোয়া রহিলো সব সময় ভালো থাকেন 🤲🤲🤲🤲

  • @Sanjidas_painting
    @Sanjidas_painting 3 місяці тому

    আপনার কথা গুলো অনেক মূল্যবান 😮😮 অনেক কিছু জানতে পারলাম 😮😮😮

  • @FatemaAkter-yw2nw
    @FatemaAkter-yw2nw 3 місяці тому

    ভাই বাড়ির সামনে দিয়ে উচু নিচু মাটি গুলো সমান করে দিবেন।সাথে স্টেপ বাই স্টেপ কিছু ফুল গাছ লাগালে আরো সুন্দর ভাবে ফুটে উঠবে।

  • @shohelrana2168
    @shohelrana2168 3 місяці тому

    ভাই রোট থেকে ঘর পযন্ত ইটের রাস্তা বানান তাহলে আরো সৌন্দর্য বেড়ে যাবে তার পর রাস্তার দুই পাশে ফুল গাছ থাকবে।

  • @sultanasdreamworld7449
    @sultanasdreamworld7449 3 місяці тому

    ভাইয়া আপনার বাড়িটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কিন্তূ আশেপাশের পরিবেশ টা খুবই অগোছালো লাগে , যেহেতু গ্রামের বাড়ি সেহেতু সামনে একটা খোলা উঠান করে পরিবেশ টা আরো একটু গোছানো দরকার, আপনার তো ধান ও শুকাতে হয় বাড়ির উঠানে ধান শুকানোর প্রয়োজন তাও মিঠে গেলো আর চারিপাশে সবুজে ঘেরা একটি গোছালো পরিবেশ দেখার অপেক্ষায় রইলাম । গ্রামের ভিডিও গুলা আমার খুবই পছন্দের তাই আপনার আর আপুর কোনো ভিডিও দেখা বাদ থাকেনা।😊

  • @peacefulworld3rd674
    @peacefulworld3rd674 3 місяці тому

    আসসালামু আলাইকুম ভাই
    আপনার প্রতিটি ভিডিও দেখি কিন্তু লাইক ছাড়া কমেন্ট করি না লিখতে গিয়ে যদি ভুল হয় তাই,
    আজকে লেখার কারন আপনার পছন্দের বাহ বাহ দিতে এই রকম পরিবেশের বাড়ি আমার অনেক প্রিয়,
    যাই হোক আমি গুছিয়ে লিখতে পারিনি,আপনাদের মত,
    অনেক অনেক শুভকামনা রইলো, আর এগিয়ে যান ❤

  • @mdmaksud2089
    @mdmaksud2089 3 місяці тому

    হুম ভাই রাইট কথা বলছেন আয়াত মামুনি মাশা আল্লাহ্ সুন্দর করে কথা বলে ইনশা আল্লাহ্ দোয়া করি সবার জন্য

  • @limonlimonmia9891
    @limonlimonmia9891 3 місяці тому

    আলহামদুলিল্লাহ গরুর অপেক্ষায় থাকলাম ভাই অনেক সুন্দর হয়েছে ভিডিওটা

  • @AbdurRazzak-uk9ct
    @AbdurRazzak-uk9ct 3 місяці тому +7

    আমি আসাম থিকা আপনার ভিডিও দেখি । আপনার ভিডিও ভালো লাগে

  • @mdsajjadrohoman7681
    @mdsajjadrohoman7681 3 місяці тому

    ভাই আপনার ভিডিও জন্য আমি অপেক্ষায় থাকি সব ভিডিও আমি দেখি। অনেক দিন থেকে একটা কথা বলবো বলবো ভাবতেছি কিন্তু বলা হইনি আজ বল্লাম আপনার এখানো কতোটুতু জমি আছে বিশ্বাল বরো জমি দেখি তাই জিজ্ঞেস করতেছি। আশা করি রিপ্লাই পাবো 🥰

  • @Mdridoy-fu5by
    @Mdridoy-fu5by 3 місяці тому

    ভাই কথা ঠিক বলছেন অন্যের কিছু না দেখে নিজে কিছু করার চেষ্টা করতে হবে তাহলে সাফল্য পাওয়া যাবে ইনশাআল্লাহ ❤

  • @mirmaraj283
    @mirmaraj283 3 місяці тому +3

    আলহামদুলিল্লাহ আপনার সব ভিডিও দেখি এব

  • @meenamoujit1244
    @meenamoujit1244 3 місяці тому +4

    ছালাম এক বাপের এক ছেলে ওর বাবার অনেক সম্পত্তির মালিক। সক করে ই এই গুলো করে। এবং ভালো চাকরি ও করত।

  • @md.alamgirmondol9348
    @md.alamgirmondol9348 3 місяці тому +1

    যতই বন্ধু থাক না কেন ভাই আপনি সফল তো সবার কাছে দাম সফল না দাম নাই

  • @krishiculturebd
    @krishiculturebd 3 місяці тому

    মানুষকে খাওয়ানোর মাঝে অন্যরকম সুখ পাওয়া যায়।

  • @sintheatipsandvlog
    @sintheatipsandvlog 3 місяці тому

    অনেক সুন্দর দোয়া রইলো আপনার ❤❤❤ জন্য

  • @AmdadVlog-gh8kp
    @AmdadVlog-gh8kp 3 місяці тому +1

    ভাই আপনে বলেছেন আমারা পাইছি. আপনার সব ভিডিও দেখি কুয়েত থেকে.দোয়া করি আরো এগিয়ে যান.

  • @Salimmondolxt4wz1b
    @Salimmondolxt4wz1b 3 місяці тому +3

    আসসালামুয়ালাইকুম আলহামদুলিল্লাহ খুব সুন্দর লেগেছে

  • @biddutkhan8604
    @biddutkhan8604 3 місяці тому +1

    সালাম ভাইয়ের ভিডিও অনেক ভালো লাগে শম্পা আয়াত তারা এদের অনেক ভালো লাগে

  • @Jrfamily-yr9pd
    @Jrfamily-yr9pd 3 місяці тому +1

    আপনারদের ভিডিও ওনেক দিন দরে দেখ আমার ভালো লাগে ❤❤❤

  • @Bithy-u9d
    @Bithy-u9d 3 місяці тому +1

    Ai salam apanky amr onkk valo lagy,tarpor voice to mahshallah,

  • @SajedaAkter-u3o
    @SajedaAkter-u3o 3 місяці тому +4

    শম্পা আপুর ভাই ভাবিকে দাওয়াত করে আপনার বাড়িতে আনেন

  • @kaiumuddin7513
    @kaiumuddin7513 3 місяці тому +1

    এই প্রশ্নটা জনপ্রতিনিধিদের করার কথা,,,, অথচ প্রশ্ন করে সালাম ভাই কে,,,
    আমরা হলাম অযোগ্য জাতী।
    সালাম ভাই সরকারী চাকরি ও করে না,,,জনপ্রতিনিধি না।

  • @Abuhoraira_Adil
    @Abuhoraira_Adil 3 місяці тому

    মাশাল্লাহ বাড়িটা খুব সুন্দর ❤❤❤❤❤❤

  • @smritiaktar2792
    @smritiaktar2792 3 місяці тому +1

    আমার বাসা মানিকগঞ্জ সদর। আমার ইচ্ছে আছে একদিন যাব আপনার বাসায়।

  • @ZehadiSarkar
    @ZehadiSarkar 3 місяці тому

    আপনার সফলাতা আললাহ্ দিছে আর মোট কথা সমপার সাথে আপনার বিয়ের পরে ভাগ্য খুলতেছে

  • @sajal_fh
    @sajal_fh Місяць тому

    সফলতা বলতে আমি বুঝি, নিজের যোগ্যতায় সৎভাবে স্বাবলম্বী হওয়া। আর সফল হতে হলে এক বা একাধিক বিষয়ে দক্ষ হতে হয়, আর সেটার জন্য প্রয়োজন প্রবল ইচ্ছাশক্তি এবং সঠিকভাবে কঠোর পরিশ্রমী হওয়া, এক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং মনোবল বা আত্মবিশ্বাসেরও প্রয়োজন রয়েছে। সফলতায় আবেগ ও মায়ার কোন স্থান নেই। মেধা থাকলেও সেটা কাজে লাগাতে না পারলে সফল হওয়া সম্ভব নয়।
    কারো অনুকরণ নয়, বরং তার অনুসরণ করা যেতে পারে। অন্যের সাফল্যে অনুপ্রাণিত হতে হয়, একজন কোন একটি বিষয়ে সফল বলেই নিজেকেও ঐ বিষয়েই সফল হতে হবে, বিষয়টা এমন নয়। কোন একজন নিজে কি করতে চায় সেটা আগে বুঝতে হবে। আর কোন বিষয় নিয়ে কাজ করার আগে অবশ্যই সে বিষয় সম্পর্কে সঠিকভাব জেনে বুঝে, তবেই কাজটি শুরু করা উচিত।
    কেউই ভুলের উর্ধে না, আমার মন্তব্যে ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

  • @SweetyNikson
    @SweetyNikson 3 місяці тому

    বাড়ির উঠান আশেপাশের চারদিকটা সুন্দর করলে আরো বেশি সুন্দর লাগবে বাড়িটা

  • @m.sdoyelagro4651
    @m.sdoyelagro4651 3 місяці тому +1

    আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের
    মুশিদাবাদ বাড়ি। আপনাকে আমার খুব ভালো লাগে। আপনার বাড়ি সামনে জমি টা সোমান করেন।ভালো লাগবে দেখতে

  • @MashAllahAgro1
    @MashAllahAgro1 3 місяці тому +20

    সালাম ভাই আমিও আপনার মত ভিডিও বানাইতেছি ❤

    • @raselmamun2019
      @raselmamun2019 3 місяці тому

      এগিয়ে জান সাথে আছি ইনশাআল্লাহ

    • @raselmamun2019
      @raselmamun2019 3 місяці тому

      আমিও নতুন কাজ করতেছি

  • @SoyaibHasan-i6q
    @SoyaibHasan-i6q 3 місяці тому +1

    ভাইয়া আপনার ভিডিও দেখলে মনটা ভালো লাগে ভাইয়া আপনে এতো ভালো কেনো সত্যিই ভাইয়া আপনার কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় ভাইয়া আপনে এগিয়ে যান দোয়া করি আয়াত মামুনি ভালো থেকো দোয়া করি ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤