শিলিগুড়ি থেকে জোরথাং। জোরথাং থেকে ওখরের গাড়ি। সরাসরি শিলিগুড়ি থেকেও শেয়ার গাড়ি আছে তবে সেটা হোম স্টের সাথে কথা বলে কনফার্ম করতে হবে। ওখরে ১ দিন স্টে করে। পরেরদিন গাড়ি করে হিলে। হিলে থেকে হেঁটে ভার্সে যেতে হবে। ভার্সেতে একদিন স্টে। তারপরদিন একই ভাবে ফেরা যায়। বা আমাদের মত অন্য আরেকটা গ্রামে নামা যায়।
ওখানে দুটোই জায়গা। একটা গুরাসকুঞ্জ আরেকটা ফরেস্ট ব্যারাক। আমরা যে টয়লেট দেখিয়েছি সেটা ফরেস্ট ব্যারাকের। গুরাসকুঞ্জের ডরমেটরি ও রুম ভিডিওতে দেখিয়েছি। তবে টয়লেট কমন, বাইরে।
Khub valo laglo.... photography darun. Bachonvongi asadharan👌
অনেক ধন্যবাদ আপনাকে। পাশে থাকবেন।
সত্যিই অসাধারণ একটা experience ❤
সঙ্গে বুড়িয়াখোপ এর অভিজ্ঞতা তো অবর্ণনীয়। দিনের পর দিন এখানে বসে কাটিয়ে দেওয়া যায়😍
আসছে বছর আবার হবে। ❤️🖤
khub khub shundor
অনেক ধন্যবাদ আপনাকে।
Kub bhalo laglo didi
অনেক ধন্যবাদ।
এই ছোট্ট রুট আসলেই খুব সুন্দর। ঘুরে আসতে পারেন।
দারুন সুন্দর বর্ণনা
থ্যাংক ইউ সায়ন্তদা।
ami 6th April jabo. Puro tour tai share garite korbo. Jorthang er share gari kotha theke pabo ektu bolle bhalo hoto. thanks in advance
গ্রাউন্ড ফ্লোর।
Debdutta apni ki mohilader group e trek ta korben na solo? Ami solo sikkim jachi 8 e, apnader group join kora somvob hote parle janaben plz
Darun sundor ❤
আমরা যাবার পরিকল্পনা করছি, এপ্রিলের শেষের দিকে
হ্যাঁ খুব ভাল সময়। ফুল থাকবে তখনও। ঘুরে আসুন।
Kon time tay gele rhododendron phool dekhte pabo?
এপ্রিল মে মাসে।
তবে প্রতি বছর ফুল আগে পরে ফুটে থাকে। যাবার আগে একবার লোকাল কারুর সাথে কথা বলে নিলে প্রপার ইনফো পাওয়া যায়।
Bharsey Guraskunj ki sara bochor khola thake na jana thakle aktu bolben amra January 14 e thakar plan korchi
ওই সময় বরফে ঢেকে যায়। যাতায়াতে খুব সমস্যা হয়।
যাবার আগে ওদের সাথে ফোনে আগে কথা বলে নেবেন।
K kore jabo siliguri theke aktu guide korben??
শিলিগুড়ি থেকে জোরথাং।
জোরথাং থেকে ওখরের গাড়ি। সরাসরি শিলিগুড়ি থেকেও শেয়ার গাড়ি আছে তবে সেটা হোম স্টের সাথে কথা বলে কনফার্ম করতে হবে।
ওখরে ১ দিন স্টে করে। পরেরদিন গাড়ি করে হিলে। হিলে থেকে হেঁটে ভার্সে যেতে হবে। ভার্সেতে একদিন স্টে। তারপরদিন একই ভাবে ফেরা যায়। বা আমাদের মত অন্য আরেকটা গ্রামে নামা যায়।
Khub toththosomridho video,ami may te jachchi, varsey jaor por porerdin richenpong,jete chai kotha theke share car pabo ?
ওখরে থেকে শেয়ারে জোরথাং। সেখান থেকে শেয়ার গাড়ি পাবেন। ২টো গাড়ি থাকে। ফলে আগে থেকে গাড়ির সাথে কথা বলে নেবেন। হোম স্টের মাধ্যমে বলে নিলে ভাল হয়।
❤❤❤❤
October er View ta kmn hoi didivai ....?
অক্টোবর নভেম্বর সবচেয়ে ভাল আবহাওয়া পাওয়া যায়। আকাশ পরিষ্কার থাকে ফলে বেস্ট চান্স কাঞ্চনজঙ্ঘা দেখার।
@@BongCountryroads ধন্যবাদ দিদিভাই ❤️
March/ April e jete chai. Agrohi keo achen?
এখনও ঠিক নেই।
তবে এই বছর ফুল ভাল ফুটবে ফলে আর একবার যাবার ইচ্ছে আছে।
0:56 ধন্যবাদ। গেলে জানাবেন।
Jawar icche roilo
Trekkers hut ar Guras Kunj ki alada?Baire Je common washroom gulo dekhalen ota kontay ache?
ওখানে দুটোই জায়গা।
একটা গুরাসকুঞ্জ আরেকটা ফরেস্ট ব্যারাক। আমরা যে টয়লেট দেখিয়েছি সেটা ফরেস্ট ব্যারাকের।
গুরাসকুঞ্জের ডরমেটরি ও রুম ভিডিওতে দেখিয়েছি। তবে টয়লেট কমন, বাইরে।
@@BongCountryroads Osongkho dhontobad. Amra agami porsu okhane pouchocchi.
খুব ভাল ভাল অভিজ্ঞতা হোক আপনাদের। 🌼💮
Already done this place
বাহ। আপনার অভিজ্ঞতা কেমন?
@@BongCountryroads দারুন এখনও মনে করে তৃপ্তি পাই খারাপ সময়ে
অসম্ভব ভাল সব স্মৃতি তৈরি হয়ছে আমাদেরও।
Barsey femous for rhododendron senchuri.
হ্যাঁ একদম।