Delhi te Rohinga colony ache.Jara Rohinga Rohinga kore tader Pakistan i hindhu nie problem keno? Rohinga asbe r Hindhu ra asbe na? CAA nie keno andolon holo? Rohinga to list e ase na.Ora Burmar lok.oder issue ta Bangladesh dekbe amra keno dekbo? India ki Asram naki.Sobaike asroy debe.
Subir Chakraborty বিষয়টা আশ্রয় দানের না। বিষয়টা নৈতিক সমর্থনের। যখন মিয়ানমার থেকে রোহিংগারা বিতাড়িত হচ্ছিল তখন মোদি মিয়ানমার সফরে গিয়ে বলে আসেন যে রোহিংগা ইস্যুতে মিয়ানমার যা ব্যবস্থা নিচ্ছে তাতে ভারতের সমর্থন রয়েছে। বাংলাদেশেও তখন বন্ধু রাস্ট্রের প্রয়োজন অনুভব করছিল। আর স্বাভাবিক ভাবেই আশা করছিল ভারত বন্ধু রাস্ট্র হিসেবে বাংলাদেশের পাশে থাকবে। কিন্তু তা হয়নি। তখন যখন পায়নি, তাহলে বর্তমান পরিস্থিতিতে কেন আপনারা চিল্লাচ্ছেন যে বাংলাদেশ সমর্থন করছেনা আপনাদের? বাংলাদেশ চুপ থাকাটাই শ্রেয় মনে করেছে। চীনের সাথে আপনাদের সমস্যা আপনারাই মেটান না! আর ভারতের প্রতি বাংলাদেশের অবদান কি জানতে চান? একটু কষ্ট করে গুগলে "দশ ট্রাক অস্ত্র মামলা" দিয়ে সার্চ করবেন। ২০০৪ সালে যদি বাংলাদেশ দশ ট্রাক অস্ত্র না আটকাতো, তাহলে হয়তোবা পৃথিবীতে আসাম নামে একটা দেশ থাকতো আজ।
আপা বাংলাদেশ সম্পর্কে আপনার বিশ্লেষণ ১০০% সত্যি। একজন বাংলাদেশী হিসেবে আপনার বিশ্লেষণ ঠিক বলে মেনে নিলাম। আপনার কাজের প্রতি শ্রদ্ধা আরও বাড়ল। সত্যের জয় হোক। আপনি ভাল থাকবেন।
দিদি, তোমার ভিডিওর জন্য ধন্যবাদ। আমি বাংলাদেশি শাসক দলেরই একজন ছোটোখাটো কর্মি। আমার মনোভাবকে তুমি বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনোভাব হিসেবে ধরে নিতে পারো। ১৯৭১ সালে ১ কোটিরও বেশী বাঙালীকে আশ্রয় এবং সহায়তা দেওয়া, এবং মুক্তিযুদ্ধে সহায়তা সহ, শেষ দশ দিনে আমাদের সাথে মিলে প্রান দিয়ে যুদ্ধ করা, আমাদের জাতির পিতাকে অবিশ্বাস্য মর্যাদা দান করায় আমরা ভারতের প্রতি চিরকৃতজ্ঞ। কিন্তু এই কৃতজ্ঞতা আসলেই কি একটা দেশের প্রতি? না, এই কৃতজ্ঞতা ভারতের একটা আদর্শের প্রতি। অসাম্প্রদায়িক, সাম্যবাদী ভারতের প্রতি। পাকিস্তান জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সাম্প্রদায়িকতা আর শোষনের একটা রোল মডেল। ঠিক এই কারনে বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্বদানকারী দল এবং বর্তমান ক্ষমতাশীন দল বাংলাদেশ আওয়ামীলীগ পাকিস্তান কে শত্রু এবং ভারতকে বন্ধু ও বড়ভাই মেনে এসেছে। কিন্তু, আপনিই বলুন, বর্তমান ভারত কি তার সেই অসাম্প্রদায়িকতা, সাম্যবাদী নীতি ধরে রাখতে পেরেছে? আপনিই বলুন, বর্তমান ভারত আর চিরন্তন পাকিস্তানের মধ্যে বর্তমানে আদর্শগত কোনো অমিল আছে কি? পাকিস্তানের আজকের অবস্থায় অবনতি হতে সময় লেগেছে ৫০ বছর। ভারত কি আজকে পাকিস্তানের পথেই হাটছে না? দিদি, আমার নাম তরিকুল বাশার শাওন। নাম শুনে হয়তো ভাবতে পারো, মুসলিম ছেলে, হিন্দুদের প্রতি একটু অনিহা হয়তো থাকতে পারে। তাই আমার ব্যক্তিগত একটা তথ্য দেই, আমি মুসলমানের সন্তান ঠিকই, কিন্তু বুকের দুধ খেয়েছি এক হিন্দু দাদুর। আমার চোখে হিন্দু-মুসলিম হচ্ছে সামাজিক ভেদাভেদ বানানোর হাতিয়ার ছাড়া আর কিছু নয়। আমার চোখে পৃথিবীতে দুইটা ধর্মই আছে, সাম্প্রদায়িক এবং অসাম্প্রদায়িক।
বাংলাদেশে ভারতের কথা বললে প্রথম যেই প্রতিউত্তর আসবে তা হচ্ছে "ফেলানির আত্মা কেমন আছে?" এমনকি কোথাও ভারতের সেনা মারা গেলে এখানকার মানুষ আনন্দ করে এই ভেবে ফেলানির আত্মা শান্তি পাচ্ছে । তিক্ততার চরম পর্যায়ে এই রিলেশন।
@@priyangshude9800 প্রথমেই বলছি আমি একজন বাংলাদেশি এবং দ্বিতীয় কথা, ফেলানি হচ্ছে বাংলাদেশ থেকে ভারতের দিকে অবৈধভাবে অনুপ্রবেশকারী এক বাংলাদেশি। আমাদের মেইনস্ট্রিম মিডিয়া এবং আপনাদের রাভিশ,রাজদীপ,বারখা মিডিয়া একই লবির আন্ডারে কাজ করে। এই মিডিয়াই একজন অবৈধ অনুপ্রবেশকারীর অবধারিত মৃত্যু কে হাজারটা মাল মসলা মাখিয়ে রোমান্টিসাইজ করে আমাদের মুমিন বাংলাদেশিদের ভড়কেছে। এই বাংলাদেশি মুসলমানদের মত ডবল ফেস পৃথিবীতে আর নেই,নিজেরা ভারতে সেকুলারিজম রক্ষার ধুয়া তুলে এদেশে হিন্দু নিধন চালিয়েছে। ভারত সরকারের কি অবস্থা হবে সেটা ত পরের ব্যাপার, বাট ওয়েস্ট বেংগল যেভাবে ডেমোগ্রাফিক চেঞ্জের দিকে এগোচ্ছে, আরেকটা কাশ্মীরি পন্ডিত ম্যাসাকারের মত ঘটনা দেখতে পাবেন বলে রাখলাম।
@@priyangshude9800 ফেলানি বাংলাদেশ এর ৮/১০ বছর এর একটা মেয়ে বাচ্চা । তাকে ভারতীয় বিএসেফ নিরর্মম ভাবে হত্যা করে বডার এর কাটাতারে ঝুলিয়ে রেখেছিন। গুগল এ ফেলানি বাংলাদেশে লিখতে খুজেলে দেখতে পারবেন।
বাংলাদেশের মানুষ হিন্দু হোক আর মুসলিম কেউ ভারতে যাবে না, কেন যাবে? কি জন্য যাবে? কি আছে ভারতে? ভারতের বর্তমান GDP growth কত? বেকারত্ব হার বেড়েই চলছে, ফকিন্নি তো ভারত! বাংলাদেশের মানুষ ভারতে যাবে কেন? হিন্দু মুসলিম একসাথে আমরা আমাদের দেশে ভালই আছি! ধর্মীয় স্বাধীনতা আছে। এখানে ভারত তার পাশাপাশি দেশ গুলোর সাথে সুসম্পর্ক রক্ষার যোগ্যতা রাখে না! ভারতের প্রতিবেশী নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, চীন, বাংলাদেশ! কার সাথে ভারতের ভালো সম্পর্ক আছে ! বাংলাদেশ ভারতের ক্রান্তি কালে সবসময়ই ভারতের সাথেই ছিল কিন্তু ভারত বরাবরই বাংলাদেশ কে পিঠে চুরি বসিয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র নীতি নতুন করে ভাবার সময় এসেছে ভারতের জন্য।
@@mdabulhossain3308 seta Bharat vabuk, Varatbasi vabuk..... Bangladesh ke vabte hobe na.... R BHARAT ar vangbeo na, kauke tar jaygay dhukteo debe na.... eta jene rakhun..r bangladesher lokera na dhukle to valoi...Bharat birodhi hok na Bangladesh, chirokal sobar ek taste valo lage na tai majhe majhe swad bodol Kora darkar...Dekhun ei notun dol kemon hoy??....apnara jekhane khushi Jan, asun amra nijera egiye jabo....
@@OurLittleplan we will definitely take them back....but the condition is bangladesh also have to take their own....only assam NRC give us 20lakh immigrants...18 lakh among them is bangladeshi.....so what is the no of immigrants all total....may exceeds 2cr ....will bangladesh take them back..
বাংলাদেশের সরকার এর উচিত নেপালের মতো পদক্ষেপ নেয়া,, আমার দেশের একজন ও মনে করেনা ইন্ডিয়া আমাদের বন্ধু,, ভারতের চাইতে বড় শত্রু আমাদের আর কেউ নেই,,,, কথাটা অন্তরের অন্তর থেকে বলছি,,,,
⚘অসাধারণ সুন্দর পর্যালোচনা⚘ প্রতিবেশীদের সাথে সম্মান ও মর্যাদা অক্ষুন রেখে চলার নামই আন্তরিকতা। সেটা ভারত তথা আপনারা দেখাতে ব্যর্থ হয়েছেন। বার বার শুধুই আত্মগরিমা বা অহংকার তার প্রধান কারণ। তাই আসুন প্রতিবেশী দেশ গোলার আত্মমর্যাদা ম্লান হয় এমন গর্হিত কর্ম কান্ড থেকে ফিরে এসে নিজেদেরকে সুধরিয়ে নেই,ধন্যবাদ।
পি, নাগ! আপা আপনার উপর শান্তি বর্ষিত হোক । বলাই বাহুল্য, আমি আপনার বক্তব্য খুব মন দিয়ে শুনা ও বুঝার চেষ্টা করি। বাংলাদেশের মানুষ আপনাদের ১৯৭১ এ সার্বিক সহায়তা কখনও ভুলবে না, ভুলে নাই। সমস্যা অন্যত্র । "ছোট ও বড়" এর মানসিকতা। বড় কে বেশি উদার হতে হবে। ছোটদের "অভিমান " ও "আত্মহংকার" স্বভাবতই বেশি। তার তো আর তেমন কিছু নাই। পশ্চিম বঙ্গের সাথে আমাদের নাড়ীর টান। পুরো ভারতের সঙ্গে কিন্তু নয়। আপনি বুদ্ধিমতি, বিচক্ষণ । আপনি অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন। আপনার মংগল কামনা করছি ।
দুঃখের বিষয় এটাই '৭১এর ভারত আর ২০২০এর ভারত এক নেই। ভারতবর্ষের শাসকের সৌভ্রাতৃত্বপূর্ণ মনোভাব এখন আগ্রাসী আকার ধারণ করেছে। বহু রক্তক্ষয়ী যুদ্ধ আর অজস্র রক্তপাতের পর মানুষ বুঝেছিল, একা বাঁচা যায় না। প্রতিযোগিতা নয়, সহযোগিতাই মানুষকে উন্নত করে। আবার তা আমরা ভুলতে বসেছি।
@@srutimukherjee9185 India killed 17 Bangladeshi this year. Also we have given transit to river water to India. But India gave nothing. Simply nothing. You are only benefiting from Bangladesh. Read this article to understand Bangladesh points of view.... www.newagebd.net/article/102197/unequal-bangladesh-india-relationship
Erokom bonutto ekhon teenager prem er moto.Kichudin prem kore chere debe.Bangladesh r Nepal era ekhon India r china duto deshke kelache. Bangladesh ektu logga pache,Nepal je palti marbe eta to jana chilo je din Rajtontrer abosan holo.China onek din dhore Nepal e secretly kaj korchilo,north east e korchilo flap hoe geche.ekhon dekte hobe Bangladesh kotodin chinar sathe ghar korbe, china kota bacha poida korbe? Emon hote pare Bangladesh chinar trap thekhe nao berote pare kintu Nepal motamuti chinar modhe dhuke jabe mane china Nepal ke gile khabe karon border country.Bangladesh er khetre seta hobe na karon Border nei.Tobe china trap e fele die nachabe.Esob hote 5 theke 10 bichor lege jete pare.jar jonno india Myanmar ke dhore rekeche.Dekha jak ki hoi.R esob cholte thakbe.ke bolte pare Pakistan na palti khai.karon Pakistan er jonogon chnar birodhita suru kore dieche.Dabar chal ekta chal e game ghure jete pare Er nam politics.kokhon game ghure jabe somoy er apekha korte hobe.
Afganistan ,Taiwan, Vietnam ,Japan ,Korea ,Iran , Mayanmar , Australia,EU , Africa akhon Bharat er bonghu desh.Pakistan jemon Wighur musalman der upor lakho ottachareo chup seibhabe Nepal ke guton dileo Bharat chup thakbe.Ak kale Pakistan jokhon Bangladseh ke musalman na bhebeo tader ma boner ijjat lutechilo tokhon Bharat er Pakistan birodhita kora uchit hoy ni.America ,Chin kintu Pakistan er pokshe chilo. Akhon Chin naki Bangladseh er boro bondhu?Rin er jal e fasie dharma tai change Kore debe.Ami Bharat er Pradhan Montri hole Chin er sathe hath milie Russia ke sange nie NRC,CAA kortam.Chin Bharat ke pase cheache .Bharat chole gele baki desh gulor gurottu -0 hobe.Nepal , Bangladseh r Pakistan ke bhag Kore nilei holo.Bharat Pakistan er Baluchistan, Nepal , Bangladseh upohar pabe r chin Taiwan ,Mongolia r Hongkong pabe.
বন্ধুকে সবসময় অসম্মান করলে, ছোট করলে, অবহেলা করলে, অত্যাচার করলে, নিপীড়ন করলে, নির্যাতন করলে সেই বন্ধু শত্রু হতে সময় লাগে না। ভারত এখন এটা খুব টের পাচ্ছে। তবে তারা সংশোধন হচ্ছে না। ভারত না শোধরালে প্রতিনিয়ত বিশ্বস্ত বন্ধু হারাবে।
আমি এই চ্যানেলের নিয়মিত দর্শক,,বহুদিন হলো প্রতিটা এপিসোড দেখে আসছি আর লাইক, শেয়ার করেও আসছি, তবে কমেন্টটা আজ প্রথম করছি, আজকের এপিসোড টা একটু ফিকে মনে হলো।।।।।যাই হোক সম্পর্ক খারাপ হওয়ার পিছনে অনেকগুলো উপযুক্ত কারণ এর মধ্যে আজ মাত্র দু তিনটে কারণ কে তুলে ধরা হয়েছে যে কারণগুলো বর্তমান কেন্দ্র সরকারের বিরুদ্ধে যায়।।। নেপালে কমিউনিস্ট পার্টি আসার পর থেকেই যবে থেকে (কেপি শর্মা অলি র সরকার) সম্পর্কের চির ধরার গতি ৯৯% বৃদ্ধি পেয়েছে,,, নেপাল সরকারের দাবি ওদের কমিউনিস্ট পার্টির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির অনেক মিল আছে।।। ভারত আর চীনের মধ্যে একটা বিরাট আর্থিক ফারাক আছে, নিজেদের ই সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে,,, ইচ্ছা থাকলেও নেপাল, বাংলাদেশের মতো মিত্র দেশগুলোকে চীনের মতো আর্থিক সাহায্য করা এই মুহূর্তে ভারতের পক্ষে কখনোই সম্ভব নয়।।।আর এনআরসি তো সেদিনকার কথা, খাতা-কলমের মিত্র দেশ বাংলাদেশ থাকলেও ভারতের পক্ষ নেওয়া বাংলাদেশী মানুষের সংখ্যা অনেক আগে থেকেই কম।।। ক্রিকেট ম্যাচে ভারতের সঙ্গে পাকিস্তানের খেলা হলে ভারত হারলে বাংলাদেশের মানুষের আনন্দ পাওয়াটা এনআরসি আসার অনেক আগে থেকেই ছিলো।।।
দাদা আপনার প্রতি সম্মান রেখে বলছি, আমরা বাংলাদেশীরা ভারতকে যেভাবে নিয়েছি ভারতের তরফ থকে তেমন একটা রেসপন্স আমাদের কাছে আসে নি। ফারাক্কা-তিস্তা ব্যারেজ থেকে শুরু করে বর্ডার কিলিং পর্যন্ত সবটাই আমাদের সরকার জনমত উপেক্ষা করে মেনে নিয়েছে। আমাদের বিজিবি পর্যন্ত বর্ডার কিলিং এর বিষয় গুলো ভালো ভাবে নেয় না। সুশৃঙ্খল একটা দল, চেইন অব কমান্ড ফলো করতে হয় বলে তাঁরা কোন একশেন নিতে পারে না। ভারত আমাদের অভ্যন্তরীণ প্রতিটা বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে প্রতিনিয়ত। আমাদের প্রতিটি ম্যগা প্রজেক্টে তারা কর্তৃত্ব করতে চেষ্টা করে। সম্প্রতি রোহিংগা ইস্যু নিয়ে ভারতের অবস্থান তো আপনারাও জানেন। এন্টি ডাম্পিং এর নামে আমাদের সাথে সব সময় একট বানিজ্য ঘাটতি বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়। এমন আরো অনেক কিছু বলা যায়। সমুদ্র বন্দর থেকে শুরু করে আমাদের সামরিক বাজেট নিয়ে পর্যন্ত তারা মন্তব্য করে। চীন ছাড়াও অন্য কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করতে হলে, সেখানে পর্যন্ত ভারত মন্তব্য করে বসে। আমাদের টিভি চ্যানেল গুলো পর্যন্ত ভারতে ব্যান করা। এটা কি ধরনের মানসিকতার পরিচয়। অথচ আপনাদের থেকে ২২ গুন ছোট হয়েও আপনাদের জন্য আমরা কতো কি করেছি একটিবার দেখুন। উলফা সমস্যা আমাদের জন্য থেমেছে। সেখানে আমাদের এলাকায় স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পার্বত্য অঞ্চলে একটা সময় তত্পরতা ছিল এই ভারতের। কিছুদিন আগেও বরিশালে, পরোক্ষ ভাবে দাংগা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে। এটার মাধ্যমে অত্র অঞ্চলে নতুন করে কিছু রিফিউজি সৃষ্টি করতে চেয়েছিল নিছক রাজনৈতিক কারনে। NRC নিয়ে যথেষ্ট অবমাননা করা হয়েছে বাংলাদেশীদের। এগুলো কি বন্ধু সুলভ মূল্যায়নের মধ্যে পরে? আমাদের ইয়াং জেনারেশন দেশকে নিয়ে ভাবে। তারা নিজেদের অস্তিত্ব মনে করে নিজের মাতৃভূমিকে। আমাদের দেশের জনমত উপেক্ষা করে কতক্ষণ সরকার টিকতে পারবে বলুন তো? সরকার ভারতের এমন আচরণে বাধ্য হয়েছে মুখ ফিরিয়ে নিতে। এই সমস্যা টা শুধু আমাদের সাথে হলে না হয় বুঝতাম সেখানে আমাদের দোষ ষোল আনা। মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভূটান, আফগানিস্তান ওদের সাথে সম্পর্ক এমন কেন? পাকিস্তানের সঙ্গে তুলনা করলাম না। আমাদের সাথে আপনাদের সম্পর্ক এমন হওয়ার কারণ আপনারা নিজেই একবার ভেবে দেখুন। একটা বড় প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব আপনারা কি পালন করেছেন।
kno support korbo amra ???? International law break kore tista dam boshie amader khoti korar jonno ??? Border a killing ar jonno ??? Apnader minister ra to regular bole bd dokhol kore nibe. apnara amader proyojoner tym a hut kore export bondho kore den. tokhon amra bipode pori na. amader export kora country ar ovab hobe na but tokhon abr apnader lage. amra submarine kini amader jonno r seita nie apnara saradin hoichoi koren kno??? amra ki apnader kena golam naki ??? mone rakhben 1971 a amader freedom dorkar silo but apnadero kintu kom dorkar silo na. coz ajo jodi amra east pakistan thaktam tahole na fight korte korte economy thakto na India ar. acha amra koto USD remittance dei apnader janen ??? aktu google koren. So oisob dialogue onno jaygay den. Apnara kokhonoi amader neighbor vaben na, vaben apnader kena golam. tai aj amadero apnader pashe paben na. amader kintu emnitei west bangle ar proti akta weakness ase, coz amra bangali but apnader govt ar achoron r tader damvikota amader aj dure thele diyese. r ha amr fokir na j chaina amader loan dibe r amra replay korte parbo na. doya kore amader foreign reserve ta google kore nien.
Bangladesher manush India ke age eto ta kharap chokhe dekhto na. Border killing and Modi'r first election er somoy Bangladesh ke niye dharabahik vabe choto kore kotha bolate ei sentiment create hoise. Erpr... India amader deshe commercially onek advantage ney... Jeta average manusher o chokhe pore... Tobe non-stop border killing is intolerable.. Etai bangladesher manusher first and biggest anger.
অনেক সুন্দর বিশ্লেষণ করেছেন দিদি! সত্যি টা অনেক ভালো করে বুজিয়েছেন! আপনার মত করে যদি সব ভারতীয়রা ভাবতো, তাহলে সব কিছু অন্য রকম সুন্দর হত❤️ ভালোবাসা বাংলাদেশ থেকে🇧🇩
আপনাদের দেশ বড় জনসংখ্যা বেশি অর্থনৈতিক উৎস বেশি বাংলাদেশ ছোট দেশ তার পরেও আপনাদের চেয়ে বাংলাদেশের জনগণ অনেক সুখে শান্তিতে আছে বাংলাদেশের মানুষের ইন্ডিয়ার মানুষের ছাড়াও অভাব কম
ভুলে গেলে চলবে না, ভারত বরাবরই বাংলাদেশ থেকে সুবিধা নিয়েছে, বিনিময়ে বাংলাদেশ যখন মিয়ানমারের সাথে সম্পর্কে টানা পুরোন চলছিল ঠিক ভারত মিয়ানমার কে সমর্থন করেছিল,
অাপনাৱ কথা গুলা অনেক সুন্দৱ ও ভালো লাগছে ..কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশেৱ ৮০% বেসি মানুষ এখন ভাৱতে কি পছন্দ কৱে না .অনেক কাৱন অাছে তাতে .বডাৱে যত মানুষ মাৱে বাংলাদেশেৱ তাতে কোন কিছুই হয় না অাপনাদেৱ .কিন্তু জনগন সৱকাৱেৱ কাৱনে কিছু বলতে পাৱে না .তবে মনে মনে ঘৃর্নাটা কিন্তু ঠিকি কৱে ..অাৱো অনেক কাৱন অাছে .
ভারতকে নিজের দ্বিতীয় জন্মভূমি মনে করতাম, ছোট বেলায় প্রতিজ্ঞা করেছিলাম যে দেশ আমার মাতৃভূমি স্বাধীন করতে সর্বাত্মক সাহায্য করেছে সেই দেশের কখনো আমাদের দরকার হলে জীবন বাজি রেখে তাদের জন্য যুদ্ধ করবো। কিন্তু তাদের দ্বিমুখী, স্বার্থপর এবং সাম্প্রদায়িক মনোভাবের কারনে অতিষ্ঠ হয়ে গেছি। যে শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা তাদের জন্য ছিলো এখন তা ঘৃনায় পরিনত হয়েছে। তবে তাদের মধ্যে অনেক মানুষ ই ভালো তাদের কথা আলাদা।
দিদি শক্তি দিয়ে ভালোবাসা আদায় করা যায়না। আর ভালোবাসা এক তর্ফা হয়না। বাংলায় একটি প্রভাত আছে, তুই দিলে তো মুই দেই, একা একা কত দেই। সত্যি বলতে কি ইদানিং বাংলাদেশর মানুষ ভারত কে চিনতে পারছে। আর দেশের জনগণের দিকটি ঐ দেশের সরকার কে মাথায় রাখতে হয়।
অসাধারন বিশ্লেষণ......আমি আপনার সাথে একমত ...আমাদের প্রতিবেশীরা যদি আমাদের ওপড় ভরসা রাখতে পারে তো দুরের বন্ধু দেশ কি করে রাখবে | আমাদের প্রধানমন্ত্রী পশ্চিমের দেশ গুলোকে বন্ধু বানাতে গিয়ে আমাদের প্রতিবেশীদের neglect করেছেন | আমাদের এখন সর্বপ্রথম কাজ হবে আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক ঠিক করা তাদের কে confidence এ নেওয়া, না হলে আমরা সত্যি ই একদিন Asia তে একা হয়ে যাবো | আমাদের দেশের সরকারের উচিত অবিলম্বে আমাদের প্রতিবেশীদের সাথে সুস্থ সম্পর্ক পুনরায় গড়ে তোলা বিশেষ করে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং শ্রীলংকার সাথে যারা আমাদের প্রকৃত বন্ধু ছিল বা আছে | তাছাড়া যদি আলোচনার মাধ্যমে করা সম্ভব হয় তো পাকিস্তানের সাথেও সম্পর্ক উন্নত করা ..কারন পৃথিবীর এই খারাপ সময় (এই করোনা মহামারির সময়) কোনো রকম যুদ্ধ হওয়া বাঞ্চনীয় নয় বরং সব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে আর এই সব দেশের মানুষের এই অবস্থায় কি ভাবে তাদের সাহায্য করা যায় কিভাবে তাদের জীবন যাত্রার মান আরো উন্নত করা যায় সেটা দেখতে হবে ও তার জন্য সবাই কে মিলেমিশে কাজ করতে হবে | মনে রাখতে হবে যে অসময় প্রতিবেশীরাই বেশি কাছের হয় আর তারাই বেশি সাহায্য করে | আর এই পশ্চিমের দেশ গুলো নিজেদের স্বার্থ ছাড়া কিছুই করবে না আমাদের মতো এই তৃতীয় বিশ্বের দেশের জন্য | সব থেকে বড় কথা হলো যে আমাদের এই প্রতিবেশীরাও জানে যে চীন কারো বন্ধু হয় না ওরা শুধু ব্যবসা বোঝে আর ওদের দেওয়া ধার শোধ করতে না পারলে ওরা কি প্রভূত ক্ষতি সাধন করতে পারে, তা সত্ত্বেও আমাদের প্রতিবেশীরা আমাদের উদাসীনতার জন্য চীনের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে | আমাদের দেশের সরকার যদি আবার আমাদের প্রতিবেশীদের দিকে যথাযথ সম্মানের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তো আমার বিশ্বাস যে আমাদের প্রতিবেশীরা যারা আজ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা তখন দ্বিগুন উৎসাহে আবার আমাদের বাড়িয়ে দেওয়া বন্ধুত্বের হাত আন্তরিক ভাবে গ্রহণ করবেন | আশাকরি আমাদের সরকারের সেই শুবুদ্ধি খুব শীঘ্রই উদয় হবে |
ভারত প্রকৃতপক্ষে বাংলাদেশের কোনদিন বন্ধু রাষ্ট্র ছিলনা। ভারত সবসময় নিজের স্বার্থের জন্য বাংলাদেশকে সাহায্য করছে। ভারত বাংলাদেশের উন্নয়নের জন্য নয় বিশেষ রাজনৈতিক দলের জন্য কাজ করে।
দিদি আপনার এই কথা গুলো, মোদিজির কাছে email করেন, মোদীজি হয়তো নিজের email নেয়, ওনার personal assistant এর কাছে বলেন, তাহলে ওরা অনেক কিছু জানতে বুঝতে পারবে
অসাধারণ ভিডিও, অনেক তথ্য জানতে পারলাম, আপনার প্রতিটা কথাটি সঠিক, ভারতের প্রতীবেশীর সাথে সম্পর্ক ভালো নেই, আর যে দুটি দেশ নেপাল ও বাংলাদেশ বন্ধু দেশ বলা হয়, সেই দুটি দেশকে ভারত তেমন একটা গুরুত্ব দেয়না, ছোট দেশ হিসেবে অবহেলা করে, ছোট দেশগুলো কোনো সুবিধা চাইলে বেশীর ভাগ সময় সেটা দেয়া হয়না, বন্ধু রাষ্ট্র বন্ধু রাষ্ট্র বলে ভারত এই ছোট দেশগুলোকে ব্যবহার করে লাভবান হতে চায়, এই বন্ধু রাষ্ট্র গুলোকে সুবিধা দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করে না। হয়তো ভারত সরকারি দলের মন হয় এই দুটি দেশ মিলে আমার একটা রাজ্যের সমান হবে না, এগুলোকে এতো সুবিধা দিয়ে কি করবো, ছোট দেশ আমার সাথে পাল্লা দিয়েও পারবে না কখনো, আর আমারতো বন্ধু রাষ্ট্র আমেরিকা আছে, এই মনমানসিকতা কারণে নেপাল ও বাংলাদেশকে বন্ধু বলে শুধুমাত্র ব্যবহার করার চেষ্টা করে, আর এই ছোট ছোট দেশগুলো বোঝতে পেরেছে ভারত থেকে সুবিধা নয়, ভারত শুধুমাত্র আমাদের কাছে থেকে সুবিধা নিতে চাইছে এবং চাইবে। এখন এই সুবাদে চীন বন্ধুরমতো নেপাল ও বাংলাদেশর পাশে এসে দাড়িয়েছে, আর যে সকল প্লান ও যে বিনিয়োগ গুলো করছে সেগুলো এই ছোট দেশগুলো বোঝতে পারছে চীন সঠিক আমাদের সাহায্য করার জন্যই এসব বিনিয়োগ করার কথা বলছে, এবং নেপাল ও বাংলাদেশে বিনিয়োগ করার ফলে চীনেরও লাভ হবে এই ছোট দেশগুলোরও লাভ হবে। এরকম ইকোনমিক মাইন্ডে চিন্তা করলে চীনের প্লান গুলো নেপাল ও বাংলাদেশর কাছে ইন্ডিয়ার প্রদেক্ষেপ ও প্লান গুলো থেকে যথেষ্ট ভালো প্লান মনে হয়েছে, তাই এই দুটি দেশ চীনের সাথে ইকোনমিক পরিকল্পনা করে দেশকে উন্নত করতে চাইছে।
সাজানো-গোছানো যুক্তি দিয়ে পরিষ্কার কথা শুনতে বেশ ভালো লাগে আমি রেগুলার আপনার বার্তা গুলো মিসুমি আমার কথাগুলো ভীষণ লাগে কখনো কখনো নেট সমস্যা হয়ে যায় তাই ডাউনলোড করে পরে শুনি
তোমার সব ক'টা report মন দিয়ে শুনেছি। speech গুলোর প্রশংসা অনেকেই করেছে। তাই গতানুগতিক মন্তব্য না করে একটা অন্য কথা বলি? এই শাড়ি টা তে তোমাকে একটু বেশিই দারুণ লাগছে...
ভালো নিরপেক্ষ আলেচনা। জলচুক্তি হলে এবং বাস্তবায়ন হলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের আরো উন্নয়ন ঘটবে। বাংলাদেশ ULFA নিয়ন্ত্রণ করতে হাছিনা সরকার ভারতকে সহযোগিতা করেছে।
আপু বড় বড় তো কথা বলেন এরকম লেকচার সবাই দিতে পারে। বাংলাদেশের সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক সেটা আপনি বলেন কিন্তু আপনার কথার ভিতরে অনেক ধরনের ভুল আছে। তাহলে মায়ানমারের সঙ্গে যখন বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু নিয়ে অনেক ঝামেলা চলছিল তখন ভারত কোথায় ছিল? তখন ভারত কেন কথা বলেনি। তখন তো ভালো চুপ ছিল ভারত.. এখন বাংলাদেশের চুপ কেন...? শেখানো বুলি টা আপনাদের.. আজকে বাংলাদেশ কেন কথা বলবে চীন-ভারত এটা আপনাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা বাঙালি জাতি আমরা বীরের জাতি আমাদের বিপদের সময় যে আমাদের পাশে থাকবে তাদের বিপদের সময় আমরা থাকবো।
ইন্ডিয়ার উচিত প্রতিবেশি দেশগুলোর সাথে স্বার্থপর পররাষ্ট্র নীতি পরিহার করা। পুরো বিশ্ব যেখানে গিভ এন্ড টেক নীতিতে চলছে সেখানে ইন্ডিয়া তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে শুধু টেক টেক নীতিতে চলছে।
This is the result of hyper-nationalism. The ruling party has insulted other nations for no reason, except for their own political gain, to prevail a sense of superiority.
আমার মনে হয় যদি ভারত পাকিস্তান নেপাল মালদ্বীপ শ্রীলংকা এবং বাংলাদেশ সব গুলো দেশ বন্ধুতত পূর্ণ অবস্থায় থাকতো তাহলে এখানে চায়না কেন দুনিয়ায় কোন পরাশক্তি এখানে এসে খবরদারি করতে পারতো না।কারণ ভূগোলিক দিক বিবেচনায় এই উপমহাদেশের এর অবস্থান এর কারণে। এখন কথা হলো বন্ধুতত পূর্ণ অবস্থা না থাকার কারণ কি?আমি অনেক চিন্তা করে যেটা বুঝতে পারছি সেটা হল এই উপমহাদেশের কিছু গোত্র, কিছু গুষ্টি, যারা নেতৃত্ব দিয়েছিলেন বা দিচ্ছেন ওনাদের একরূখা আচার-আচরণ উচঁাবিলাশি মনোভাব আর কিছু কুসংস্কার।দিদি আপনার উপস্থাপন টায় অনেক কিছু ফুটে উঠেছে ধন্যবাদ
আপনাকে একটা রিকোয়েস্ট করবো আপনারা সব রাজনৈতিক সাপোর্টারা ক্ষমতার জন্য অভ্যন্তরীণ লোভ ছাড়ুন । দেশের কথা ভাবুন , ক্ষমতার জন্য একজন আরেকজনকে দোষারোপ করে দেশের বরং ক্ষতি করবেন ,লাভ কিছুই হবে না।
@@sayantibanerjee8253 rohinga esute India vot dan theke biroto silo ai akta kotha mone rakho. Baki ta r na boli Akhon India bondhu khoje but bondhur dur somoi vot dan theke biroto thake
This is the actual scenario whats going on in west bengal for decades now. It seems like beneath the Hindi nationalism the Bangali indigenous origin washed away from your soul mostly.
দিদি আজ আপনাকে এই শাড়িটা য় খুব খুব সুন্দর লাগছে। refreshing face... আগের কোনো এপিসোডে এত সুন্দর লাগেনি।আজ আপনাকে সব মিলিয়ে দারুন লাগছে। কথাগুলো যদি অপ্রাসঙ্গিক তবুও মনে হলো বললাম দিদি। ভুল করলে খারাপ লাগলে ক্ষমা প্রার্থী।
রোহিঙ্গারা শুধু কাশ্মীর নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে তারা মানবেতর জীবনযাপন করছে, আর বাংলাদেশ তো বাদই দিলাম। যেই কনসেপ্ট নিয়ে এই কমেন্টটা লেখা হয়েছে সেটাই উগ্র জাতীয়তাবাদী কনসেপ্ট এবং ভারত এই নীতির কারণেই চরমভাবে তার প্রতিবেশীদের হারিয়েছে। কোনও সন্দেহ নেই এই কনসেপ্ট রাষ্ট্রনীতিতে এভাবে চলতে থাকলে ভারত মূর্খ অহংকারের জন্যে ধ্বংসের মুখ দেখবে।
Very relevant to the present international scenario of the country. Hope the Gov focus on those matters with a mature vision and task plan and not on petty internal matters based on marginalising certain caste and religion in order to establish supremacy of one religion as the National identity.
আপনার প্রতিটি এপিসোড আমি দেখি, খুবই আন্তরিক ভাবে আপনি উপস্থাপন করেন বিষয় গুলি,আমরা কখোনোই ভারত বিরোধী নয়,আমরা ভারতের আনন্দে হাসি,ভারতীয়দের দুঃখে কাদি আমাদের শেকর তো ভারতের সাথে এক নাড়িতেই গাথা,আমাদের ছুড়ে ফেলবেন না।জয় হিন্দ।
দিদি, বাংলাদেশের এক youtube চ্যানেল তোমার এই ভিডিও টার প্রায় হুবহু কপি করে নতুন ভিডিও বানিয়েছে। আশা করি তুমি স্টেপ নেবে। নেক্সট comment এ আমি youtube চ্যানেল টা র নাম সহ ছবি পোস্ট করলাম।
অসাধারণ এই biased media যুগে ও যে এতো নিরিপেক্ষ দৃষ্টিতে সমস্যার ব্যাখ্যা দিচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল দিদি আর অনেক ভালবাসা। #বাংলাদেশ থেকে।❤❤
@@dr.arkabiswas6694 ওইখানেই মস্ত বড় ভুল। আমেরিকা গোটা দুনিয়া নয়। আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হলে আমরা যেসব পণ্য আমদানি করি ওদের থেকে তা বন্ধ হয়ে যাবে।আর ওরাও এদেশ থেকে ব্যবসা তুলে নেবে। ওরা আমাদের ওপর নির্ভরশীল ঠিকই কিন্তু আমরা যদি এরকম করি তাহলে ওরা চায়নার দিকে ঝুঁকে পড়বে। চায়না এদিকে নেপালকে হাত করে নিয়েছে। পাকিস্তান তো অলরেডি চায়নাপন্থী।বাকি শুধু বাংলাদেশ।ওরা এখনো কিছু বলেনি আর করেওনি। আমার মনে আছে পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ঘটনার তীব্র নিন্দা করেছিল।অথচ আজ চায়না এত বড় হামলা করলো কিন্তু বাংলাদেশ নিশ্চুপ। ভারতের সরকারের কিছু ভুলের জন্য আজ আমাদের সমস্ত প্রতিবেশী আমাদের বিরোধী।আর তার ফায়দা লুটছে চায়না। এরকম করে সবাইকে আমাদের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। ভারত সরকার প্রথমত পেঁয়াজ রফতানি বন্ধ করে আসল সমস্যাটা করেছিল।তারপর নদীর জল গ্ৰীস্মকালে বন্ধ করে বর্ষাকালে খুলে দিত। এইজন্যই অনেক বাংলাদেশী আমাদের বিরুদ্ধে চলে গেছে। এখন সরকারের উচিত সব দেশের সাথে আলোচনা চালিয়ে সমস্যার সমাধান করা। ভারতের সরকার বড় দেশ বলে কিছুটা দাদাগিরি দেখায় ছোট দেশগুলোর ওপর।এটা সম্পূর্ণ সত্যি কথা। আমি ভারতীয় বলে দেশের সরকারের ভুলগুলো মনে রাখবনা এটা হতেই পারে না। তবে এটা ঠিক হতে পারে এখনও।কারণ নেপাল ও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিছুটা হলেও ভালো। এখনও পাকিস্তানের মতো মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় নি। নরেন্দ্র মোদী সরকার যেন এই দুটি দেশের সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে।
যা বলতে এসেছিলাম তা আমার অন্য ভাইরা বলে দিয়ে গিয়েছে। শুধু এতুটুকুই বলতে চাই ভারত তথা এর জনগণের প্রতি আমাদের ভালোবাসা আছে কিন্তু ভারতের ডিপ্লোমেটিক পলিসি আমাদের জন্য চোখের কাঁটা হয়ে আছে। এই দিকে ভারতের বিশেষ নজর দেওয়া উচিৎ। ধন্যবাদ আপু।
আপনার নিরপেক্ষ কথাগুলোর জন্য শুধু আপনার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করলাম কারন আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগছে কারণ আপনি কোন দেশের পক্ষ নিয়ে কথা বলেননি যেটা সত্য সেটাই আপনি বলেছেন
বন্ধু দেশ ভারত রোহিংগা ইস্যুতে মিয়ানমারের সাথে হাত মিলিয়েছিল। ভুলে গেলে চলবেনা কিন্তু।
Thanks EI point ta bad chilo....aro onek coz ache jmn felani...pani shompod lunthon Kora bla bla...
রোহিঙ্গা ইস্যুতে ভারত জাতিসংঘ কোনপক্ষে ভোট দেয় নাই কিন্তু পাকিস্তান, চিন মায়ানমারের পক্ষে ভোট দিয়েছিল।🤣🤣
Delhi te Rohinga colony ache.Jara Rohinga Rohinga kore tader Pakistan i hindhu nie problem keno? Rohinga asbe r Hindhu ra asbe na? CAA nie keno andolon holo? Rohinga to list e ase na.Ora Burmar lok.oder issue ta Bangladesh dekbe amra keno dekbo? India ki Asram naki.Sobaike asroy debe.
@@ashissaha6054 pakistan bangladesh er pokkha siloo
Subir Chakraborty বিষয়টা আশ্রয় দানের না। বিষয়টা নৈতিক সমর্থনের। যখন মিয়ানমার থেকে রোহিংগারা বিতাড়িত হচ্ছিল তখন মোদি মিয়ানমার সফরে গিয়ে বলে আসেন যে রোহিংগা ইস্যুতে মিয়ানমার যা ব্যবস্থা নিচ্ছে তাতে ভারতের সমর্থন রয়েছে। বাংলাদেশেও তখন বন্ধু রাস্ট্রের প্রয়োজন অনুভব করছিল। আর স্বাভাবিক ভাবেই আশা করছিল ভারত বন্ধু রাস্ট্র হিসেবে বাংলাদেশের পাশে থাকবে। কিন্তু তা হয়নি।
তখন যখন পায়নি, তাহলে বর্তমান পরিস্থিতিতে কেন আপনারা চিল্লাচ্ছেন যে বাংলাদেশ সমর্থন করছেনা আপনাদের? বাংলাদেশ চুপ থাকাটাই শ্রেয় মনে করেছে। চীনের সাথে আপনাদের সমস্যা আপনারাই মেটান না!
আর ভারতের প্রতি বাংলাদেশের অবদান কি জানতে চান?
একটু কষ্ট করে গুগলে "দশ ট্রাক অস্ত্র মামলা" দিয়ে সার্চ করবেন। ২০০৪ সালে যদি বাংলাদেশ দশ ট্রাক অস্ত্র না আটকাতো, তাহলে হয়তোবা পৃথিবীতে আসাম নামে একটা দেশ থাকতো আজ।
কি আশ্চর্য!
ভারতের কোন মিডিয়া এত নিরপেক্ষ বিশ্লেষণ করতে পারে কল্পনাই করা যায় না!
Shotti e to vi!!!!?????××××
r8 vai
আসলে সত্যি বলেছেন,কিন্তু এটাও হয়তো কিছু দিনের জন্য ফাটা বাঁশের চিপায় পরে।
Kano Tura ki india বিরুদ্ধে Khota bolis na sab samoi
হাতের প্রতিটা অাঙূল এক হয়না
আপা বাংলাদেশ সম্পর্কে আপনার বিশ্লেষণ ১০০% সত্যি। একজন বাংলাদেশী হিসেবে আপনার বিশ্লেষণ ঠিক বলে মেনে নিলাম। আপনার কাজের প্রতি শ্রদ্ধা আরও বাড়ল। সত্যের জয় হোক। আপনি ভাল থাকবেন।
সত্যের জয় হোক,জয় বাংলা... বাংলাদেশ জিন্দাবাদ...
ঠিক
দিদি, তোমার ভিডিওর জন্য ধন্যবাদ। আমি বাংলাদেশি শাসক দলেরই একজন ছোটোখাটো কর্মি। আমার মনোভাবকে তুমি বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনোভাব হিসেবে ধরে নিতে পারো।
১৯৭১ সালে ১ কোটিরও বেশী বাঙালীকে আশ্রয় এবং সহায়তা দেওয়া, এবং মুক্তিযুদ্ধে সহায়তা সহ, শেষ দশ দিনে আমাদের সাথে মিলে প্রান দিয়ে যুদ্ধ করা, আমাদের জাতির পিতাকে অবিশ্বাস্য মর্যাদা দান করায় আমরা ভারতের প্রতি চিরকৃতজ্ঞ।
কিন্তু এই কৃতজ্ঞতা আসলেই কি একটা দেশের প্রতি? না, এই কৃতজ্ঞতা ভারতের একটা আদর্শের প্রতি। অসাম্প্রদায়িক, সাম্যবাদী ভারতের প্রতি। পাকিস্তান জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সাম্প্রদায়িকতা আর শোষনের একটা রোল মডেল। ঠিক এই কারনে বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্বদানকারী দল এবং বর্তমান ক্ষমতাশীন দল বাংলাদেশ আওয়ামীলীগ পাকিস্তান কে শত্রু এবং ভারতকে বন্ধু ও বড়ভাই মেনে এসেছে।
কিন্তু, আপনিই বলুন, বর্তমান ভারত কি তার সেই অসাম্প্রদায়িকতা, সাম্যবাদী নীতি ধরে রাখতে পেরেছে?
আপনিই বলুন, বর্তমান ভারত আর চিরন্তন পাকিস্তানের মধ্যে বর্তমানে আদর্শগত কোনো অমিল আছে কি?
পাকিস্তানের আজকের অবস্থায় অবনতি হতে সময় লেগেছে ৫০ বছর। ভারত কি আজকে পাকিস্তানের পথেই হাটছে না?
দিদি, আমার নাম তরিকুল বাশার শাওন। নাম শুনে হয়তো ভাবতে পারো, মুসলিম ছেলে, হিন্দুদের প্রতি একটু অনিহা হয়তো থাকতে পারে।
তাই আমার ব্যক্তিগত একটা তথ্য দেই, আমি মুসলমানের সন্তান ঠিকই, কিন্তু বুকের দুধ খেয়েছি এক হিন্দু দাদুর। আমার চোখে হিন্দু-মুসলিম হচ্ছে সামাজিক ভেদাভেদ বানানোর হাতিয়ার ছাড়া আর কিছু নয়।
আমার চোখে পৃথিবীতে দুইটা ধর্মই আছে, সাম্প্রদায়িক এবং অসাম্প্রদায়িক।
দূর্দান্ত বিশ্লেষণ ভাই ---
ভারতের মত বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন নাই।
Great comment
দেখা যাবে তোমাদের বন্ধু দের মিত্রতা
সুন্দর।
Nice comment
তাই? তাহলে ভারতের তুলো কেনা বন্ধ করুন। আপনাদের বস্ত্র শিল্পর জন্য অন্য দেশ থেকে নেবেন। ভারত নিজের ক্ষতি করে কম দামে তুলো বেচা বন্ধ করুক।
বাংলাদেশে ভারতের কথা বললে প্রথম যেই প্রতিউত্তর আসবে তা হচ্ছে "ফেলানির আত্মা কেমন আছে?" এমনকি কোথাও ভারতের সেনা মারা গেলে এখানকার মানুষ আনন্দ করে এই ভেবে ফেলানির আত্মা শান্তি পাচ্ছে ।
তিক্ততার চরম পর্যায়ে এই রিলেশন।
ফেলানি টা কে ?
ফেলানী ব্যপারটা কি?
@@priyangshude9800 প্রথমেই বলছি আমি একজন বাংলাদেশি এবং দ্বিতীয় কথা, ফেলানি হচ্ছে বাংলাদেশ থেকে ভারতের দিকে অবৈধভাবে অনুপ্রবেশকারী এক বাংলাদেশি। আমাদের মেইনস্ট্রিম মিডিয়া এবং আপনাদের রাভিশ,রাজদীপ,বারখা মিডিয়া একই লবির আন্ডারে কাজ করে। এই মিডিয়াই একজন অবৈধ অনুপ্রবেশকারীর অবধারিত মৃত্যু কে হাজারটা মাল মসলা মাখিয়ে রোমান্টিসাইজ করে আমাদের মুমিন বাংলাদেশিদের ভড়কেছে। এই বাংলাদেশি মুসলমানদের মত ডবল ফেস পৃথিবীতে আর নেই,নিজেরা ভারতে সেকুলারিজম রক্ষার ধুয়া তুলে এদেশে হিন্দু নিধন চালিয়েছে। ভারত সরকারের কি অবস্থা হবে সেটা ত পরের ব্যাপার, বাট ওয়েস্ট বেংগল যেভাবে ডেমোগ্রাফিক চেঞ্জের দিকে এগোচ্ছে, আরেকটা কাশ্মীরি পন্ডিত ম্যাসাকারের মত ঘটনা দেখতে পাবেন বলে রাখলাম।
বাংলাদেশের প্রতিবেশী যদি পাকিস্তান অথবা চিন হত। ঐ রকম ফ্যালানির ঘটনা শত শত হয়ে যেত। শুধু মাত্র ধর্মীয় কারণে ফ্যালানি হত্যা ঘুরে ফিরে আসে। এবং থাকবে।
@@priyangshude9800 ফেলানি বাংলাদেশ এর ৮/১০ বছর এর একটা মেয়ে বাচ্চা । তাকে ভারতীয় বিএসেফ নিরর্মম ভাবে হত্যা করে বডার এর কাটাতারে ঝুলিয়ে রেখেছিন।
গুগল এ ফেলানি বাংলাদেশে লিখতে খুজেলে দেখতে পারবেন।
বাংলাদেশের মানুষ হিন্দু হোক আর মুসলিম কেউ ভারতে যাবে না, কেন যাবে? কি জন্য যাবে? কি আছে ভারতে? ভারতের বর্তমান GDP growth কত? বেকারত্ব হার বেড়েই চলছে, ফকিন্নি তো ভারত! বাংলাদেশের মানুষ ভারতে যাবে কেন? হিন্দু মুসলিম একসাথে আমরা আমাদের দেশে ভালই আছি! ধর্মীয় স্বাধীনতা আছে। এখানে ভারত তার পাশাপাশি দেশ গুলোর সাথে সুসম্পর্ক রক্ষার যোগ্যতা রাখে না! ভারতের প্রতিবেশী নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, চীন, বাংলাদেশ! কার সাথে ভারতের ভালো সম্পর্ক আছে ! বাংলাদেশ ভারতের ক্রান্তি কালে সবসময়ই ভারতের সাথেই ছিল কিন্তু ভারত বরাবরই বাংলাদেশ কে পিঠে চুরি বসিয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র নীতি নতুন করে ভাবার সময় এসেছে ভারতের জন্য।
ভারতবাসীরা যদি মোদি সরকার কে হঠাতে না পারে, খন্ড বিখন্ড হয়ে যাবে এখনো সময় আছে মোদি হটাও ভারত বাঁচাও!
@@mdabulhossain3308 seta Bharat vabuk, Varatbasi vabuk..... Bangladesh ke vabte hobe na.... R BHARAT ar vangbeo na, kauke tar jaygay dhukteo debe na.... eta jene rakhun..r bangladesher lokera na dhukle to valoi...Bharat birodhi hok na Bangladesh, chirokal sobar ek taste valo lage na tai majhe majhe swad bodol Kora darkar...Dekhun ei notun dol kemon hoy??....apnara jekhane khushi Jan, asun amra nijera egiye jabo....
DIBYENDU GOSWAMI you should take your people back from Bangladesh as well
সহমত আমি ও
@@OurLittleplan we will definitely take them back....but the condition is bangladesh also have to take their own....only assam NRC give us 20lakh immigrants...18 lakh among them is bangladeshi.....so what is the no of immigrants all total....may exceeds 2cr ....will bangladesh take them back..
ভারতের সাথে আমাদের সম্পর্ক যা ই হোক, পশ্চিম বঙ্গের বাঙালিদের আমরা সবসময়ই ভালোবাসি। আমরা একই জাতি, এবং একই ভাষায় কথা বলি।
Amader aktai porichoy amra Indian tai valo baste chaile gota India k basun noyto kau k noy....
আমরাও দাদা। বাংলা শুধু ভালোবাসাই নয় এটা একটা আবেগ
We the people of West Bengal are citizens of india.... If you want to love us then love India🇮🇳🇮🇳
জাতি কথায় একটু ফাকি আছে
Sabai mile lore des taki ganotantrik holo.aj Jader jonno des bachlo.tarai aj kharap..
বাংলাদেশের সরকার এর উচিত নেপালের মতো পদক্ষেপ নেয়া,, আমার দেশের একজন ও মনে করেনা ইন্ডিয়া আমাদের বন্ধু,, ভারতের চাইতে বড় শত্রু আমাদের আর কেউ নেই,,,, কথাটা অন্তরের অন্তর থেকে বলছি,,,,
⚘অসাধারণ সুন্দর পর্যালোচনা⚘ প্রতিবেশীদের সাথে সম্মান ও মর্যাদা অক্ষুন রেখে চলার নামই আন্তরিকতা। সেটা ভারত তথা আপনারা দেখাতে ব্যর্থ হয়েছেন। বার বার শুধুই আত্মগরিমা বা অহংকার তার প্রধান কারণ। তাই আসুন প্রতিবেশী দেশ গোলার আত্মমর্যাদা ম্লান হয় এমন গর্হিত কর্ম কান্ড থেকে ফিরে এসে নিজেদেরকে সুধরিয়ে নেই,ধন্যবাদ।
একমত --
পি, নাগ! আপা আপনার উপর শান্তি বর্ষিত হোক । বলাই বাহুল্য, আমি আপনার বক্তব্য খুব মন দিয়ে শুনা ও বুঝার চেষ্টা করি।
বাংলাদেশের মানুষ আপনাদের ১৯৭১ এ সার্বিক সহায়তা কখনও ভুলবে না, ভুলে নাই।
সমস্যা অন্যত্র । "ছোট ও বড়" এর মানসিকতা। বড় কে বেশি উদার হতে হবে। ছোটদের "অভিমান " ও "আত্মহংকার" স্বভাবতই বেশি। তার তো আর তেমন কিছু নাই।
পশ্চিম বঙ্গের সাথে আমাদের নাড়ীর টান। পুরো ভারতের সঙ্গে কিন্তু নয়।
আপনি বুদ্ধিমতি, বিচক্ষণ । আপনি অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন।
আপনার মংগল কামনা করছি ।
দুঃখের বিষয় এটাই '৭১এর ভারত আর ২০২০এর ভারত এক নেই। ভারতবর্ষের শাসকের সৌভ্রাতৃত্বপূর্ণ মনোভাব এখন আগ্রাসী আকার ধারণ করেছে। বহু রক্তক্ষয়ী যুদ্ধ আর অজস্র রক্তপাতের পর মানুষ বুঝেছিল, একা বাঁচা যায় না। প্রতিযোগিতা নয়, সহযোগিতাই মানুষকে উন্নত করে। আবার তা আমরা ভুলতে বসেছি।
সহমত পোষণ করছি....
@@srutimukherjee9185 India killed 17 Bangladeshi this year.
Also we have given transit to river water to India.
But India gave nothing.
Simply nothing.
You are only benefiting from Bangladesh.
Read this article to understand Bangladesh points of view....
www.newagebd.net/article/102197/unequal-bangladesh-india-relationship
ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছিল পাকিস্তানের উপর দাদাগীরি করার জন্য
দিদি ভারতের সাহায্য না পেলেও বাংলাদেশ সাদিন হয়ে যেত কারণ বঙ্গবন্ধুর মত নেতা বাংলাদেশের ছিলো।
রাষ্ট্র অনেক বড় বিষয় ।ব্যক্তি হিসেবে আমি যদি আমার সব প্রতিবেশীদের সাথে দ্বন্দ্বে লিপ্ত থাকি তাহলে আমার নিজের শান্তি এবং উন্নয়ন দুটোই ব্যাহত হয় ।
Erokom bonutto ekhon teenager prem er moto.Kichudin prem kore chere debe.Bangladesh r Nepal era ekhon India r china duto deshke kelache. Bangladesh ektu logga pache,Nepal je palti marbe eta to jana chilo je din Rajtontrer abosan holo.China onek din dhore Nepal e secretly kaj korchilo,north east e korchilo flap hoe geche.ekhon dekte hobe Bangladesh kotodin chinar sathe ghar korbe, china kota bacha poida korbe? Emon hote pare Bangladesh chinar trap thekhe nao berote pare kintu Nepal motamuti chinar modhe dhuke jabe mane china Nepal ke gile khabe karon border country.Bangladesh er khetre seta hobe na karon Border nei.Tobe china trap e fele die nachabe.Esob hote 5 theke 10 bichor lege jete pare.jar jonno india Myanmar ke dhore rekeche.Dekha jak ki hoi.R esob cholte thakbe.ke bolte pare Pakistan na palti khai.karon Pakistan er jonogon chnar birodhita suru kore dieche.Dabar chal ekta chal e game ghure jete pare Er nam politics.kokhon game ghure jabe somoy er apekha korte hobe.
হুম
অন্য কারোর সাথেবিবেধ জরালে আগে পাশেপ্রতি দেশগুলোর সাথে সমপর্ক জোরদার করতে হয়।এবং প্রতিবেশি দেশের কথামানতে ও শুনতে হয়।সমমান দিতে হয়।
@@subirchakraborty2707 মায়ানমার এক নাম্বার বন্ধ চায়নার
Afganistan ,Taiwan, Vietnam ,Japan ,Korea ,Iran , Mayanmar , Australia,EU , Africa akhon Bharat er bonghu desh.Pakistan jemon Wighur musalman der upor lakho ottachareo chup seibhabe Nepal ke guton dileo Bharat chup thakbe.Ak kale Pakistan jokhon Bangladseh ke musalman na bhebeo tader ma boner ijjat lutechilo tokhon Bharat er Pakistan birodhita kora uchit hoy ni.America ,Chin kintu Pakistan er pokshe chilo. Akhon Chin naki Bangladseh er boro bondhu?Rin er jal e fasie dharma tai change Kore debe.Ami Bharat er Pradhan Montri hole Chin er sathe hath milie Russia ke sange nie NRC,CAA kortam.Chin Bharat ke pase cheache .Bharat chole gele baki desh gulor gurottu -0 hobe.Nepal , Bangladseh r Pakistan ke bhag Kore nilei holo.Bharat Pakistan er Baluchistan, Nepal , Bangladseh upohar pabe r chin Taiwan ,Mongolia r Hongkong pabe.
বন্ধুকে সবসময় অসম্মান করলে, ছোট করলে, অবহেলা করলে, অত্যাচার করলে, নিপীড়ন করলে, নির্যাতন করলে সেই বন্ধু শত্রু হতে সময় লাগে না। ভারত এখন এটা খুব টের পাচ্ছে। তবে তারা সংশোধন হচ্ছে না। ভারত না শোধরালে প্রতিনিয়ত বিশ্বস্ত বন্ধু হারাবে।
দিদি, আমার মনেহয় international relations এর উপর একটা series হলে খুব ভালো হবে। তুমি যেভাবে বলো, জলের মতো বুঝতে পারি।
খুব ভালো লেগেছে ভিডিও টা,
ম্যাম আমি একজন বাংলাদেশী,
কিন্তু আমি ভারত কে খুবই ভালোবাসি,
I love INDIA,,,,,,
আপনি যে কেন ভারতকে ভালবাসেন সেটা নাম দেখলেই দেখা যায়।
ভীষণ ভালো বলেছেন।ভারতের উচিৎ বন্ধুদের গুরুত্ব দিয়ে কাজ করা।
আমেরিকা আর চীন দুটোই ব্যবসায়ী। আমরা ব্যবসা বাদ দিয়ে ভোট ব্যাঙ্কের রাজনীতি করি।
চরম সত্য
Ujjwal Mahata মদ আর গরু প্রসাব খাইলে যা হয়
আমার এ দেশের লোক কিছু থাক না থাক ধর্ম থাকবে পেটে যদি কিছু না থাকে তাও সমস্যা নাই ধর্ম আগে দরকার
@@amitdebnath7520 garur mutra kon dhormer manus khai ?
ভারতের অবরোধের জবাব এখন নেপাল এভাবেই দিচ্ছে ভারত কে, নেপাল বাঘের বাচ্চা অন্যায়ের প্রতিরোধ করতে পারে
আমি এই চ্যানেলের নিয়মিত দর্শক,,বহুদিন হলো প্রতিটা এপিসোড দেখে আসছি আর লাইক, শেয়ার করেও আসছি, তবে কমেন্টটা আজ প্রথম করছি, আজকের এপিসোড টা একটু ফিকে মনে হলো।।।।।যাই হোক সম্পর্ক খারাপ হওয়ার পিছনে অনেকগুলো উপযুক্ত কারণ এর মধ্যে আজ মাত্র দু তিনটে কারণ কে তুলে ধরা হয়েছে যে কারণগুলো বর্তমান কেন্দ্র সরকারের বিরুদ্ধে যায়।।। নেপালে কমিউনিস্ট পার্টি আসার পর থেকেই যবে থেকে (কেপি শর্মা অলি র সরকার) সম্পর্কের চির ধরার গতি ৯৯% বৃদ্ধি পেয়েছে,,, নেপাল সরকারের দাবি ওদের কমিউনিস্ট পার্টির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির অনেক মিল আছে।।। ভারত আর চীনের মধ্যে একটা বিরাট আর্থিক ফারাক আছে, নিজেদের ই সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে,,, ইচ্ছা থাকলেও নেপাল, বাংলাদেশের মতো মিত্র দেশগুলোকে চীনের মতো আর্থিক সাহায্য করা এই মুহূর্তে ভারতের পক্ষে কখনোই সম্ভব নয়।।।আর এনআরসি তো সেদিনকার কথা, খাতা-কলমের মিত্র দেশ বাংলাদেশ থাকলেও ভারতের পক্ষ নেওয়া বাংলাদেশী মানুষের সংখ্যা অনেক আগে থেকেই কম।।। ক্রিকেট ম্যাচে ভারতের সঙ্গে পাকিস্তানের খেলা হলে ভারত হারলে বাংলাদেশের মানুষের আনন্দ পাওয়াটা এনআরসি আসার অনেক আগে থেকেই ছিলো।।।
Are we trying to create issues to
cover our failure to combat pandemic ?
Thik bolechen dada, didi ek tarfa jukti diye cholechen...
দাদা আপনার প্রতি সম্মান রেখে বলছি,
আমরা বাংলাদেশীরা ভারতকে যেভাবে নিয়েছি ভারতের তরফ থকে তেমন একটা রেসপন্স আমাদের কাছে আসে নি।
ফারাক্কা-তিস্তা ব্যারেজ থেকে শুরু করে বর্ডার কিলিং পর্যন্ত সবটাই আমাদের সরকার জনমত উপেক্ষা করে মেনে নিয়েছে। আমাদের বিজিবি পর্যন্ত বর্ডার কিলিং এর বিষয় গুলো ভালো ভাবে নেয় না। সুশৃঙ্খল একটা দল, চেইন অব কমান্ড ফলো করতে হয় বলে তাঁরা কোন একশেন নিতে পারে না। ভারত আমাদের অভ্যন্তরীণ প্রতিটা বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে প্রতিনিয়ত। আমাদের প্রতিটি ম্যগা প্রজেক্টে তারা কর্তৃত্ব করতে চেষ্টা করে। সম্প্রতি রোহিংগা ইস্যু নিয়ে ভারতের অবস্থান তো আপনারাও জানেন। এন্টি ডাম্পিং এর নামে আমাদের সাথে সব সময় একট বানিজ্য ঘাটতি বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়। এমন আরো অনেক কিছু বলা যায়।
সমুদ্র বন্দর থেকে শুরু করে আমাদের সামরিক বাজেট নিয়ে পর্যন্ত তারা মন্তব্য করে। চীন ছাড়াও অন্য কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করতে হলে, সেখানে পর্যন্ত ভারত মন্তব্য করে বসে। আমাদের টিভি চ্যানেল গুলো পর্যন্ত ভারতে ব্যান করা। এটা কি ধরনের মানসিকতার পরিচয়। অথচ আপনাদের থেকে ২২ গুন ছোট হয়েও আপনাদের জন্য আমরা কতো কি করেছি একটিবার দেখুন। উলফা সমস্যা আমাদের জন্য থেমেছে। সেখানে আমাদের এলাকায় স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পার্বত্য অঞ্চলে একটা সময় তত্পরতা ছিল এই ভারতের। কিছুদিন আগেও বরিশালে, পরোক্ষ ভাবে দাংগা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে। এটার মাধ্যমে অত্র অঞ্চলে নতুন করে কিছু রিফিউজি সৃষ্টি করতে চেয়েছিল নিছক রাজনৈতিক কারনে। NRC নিয়ে যথেষ্ট অবমাননা করা হয়েছে বাংলাদেশীদের।
এগুলো কি বন্ধু সুলভ মূল্যায়নের মধ্যে পরে? আমাদের ইয়াং জেনারেশন দেশকে নিয়ে ভাবে। তারা নিজেদের অস্তিত্ব মনে করে নিজের মাতৃভূমিকে। আমাদের দেশের জনমত উপেক্ষা করে কতক্ষণ সরকার টিকতে পারবে বলুন তো? সরকার ভারতের এমন আচরণে বাধ্য হয়েছে মুখ ফিরিয়ে নিতে।
এই সমস্যা টা শুধু আমাদের সাথে হলে না হয় বুঝতাম সেখানে আমাদের দোষ ষোল আনা। মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভূটান, আফগানিস্তান ওদের সাথে সম্পর্ক এমন কেন? পাকিস্তানের সঙ্গে তুলনা করলাম না। আমাদের সাথে আপনাদের সম্পর্ক এমন হওয়ার কারণ আপনারা নিজেই একবার ভেবে দেখুন। একটা বড় প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব আপনারা কি পালন করেছেন।
kno support korbo amra ???? International law break kore tista dam boshie amader khoti korar jonno ??? Border a killing ar jonno ??? Apnader minister ra to regular bole bd dokhol kore nibe. apnara amader proyojoner tym a hut kore export bondho kore den. tokhon amra bipode pori na. amader export kora country ar ovab hobe na but tokhon abr apnader lage. amra submarine kini amader jonno r seita nie apnara saradin hoichoi koren kno??? amra ki apnader kena golam naki ??? mone rakhben 1971 a amader freedom dorkar silo but apnadero kintu kom dorkar silo na. coz ajo jodi amra east pakistan thaktam tahole na fight korte korte economy thakto na India ar. acha amra koto USD remittance dei apnader janen ??? aktu google koren. So oisob dialogue onno jaygay den. Apnara kokhonoi amader neighbor vaben na, vaben apnader kena golam. tai aj amadero apnader pashe paben na. amader kintu emnitei west bangle ar proti akta weakness ase, coz amra bangali but apnader govt ar achoron r tader damvikota amader aj dure thele diyese. r ha amr fokir na j chaina amader loan dibe r amra replay korte parbo na. doya kore amader foreign reserve ta google kore nien.
Bangladesher manush India ke age eto ta kharap chokhe dekhto na. Border killing and Modi'r first election er somoy Bangladesh ke niye dharabahik vabe choto kore kotha bolate ei sentiment create hoise. Erpr... India amader deshe commercially onek advantage ney... Jeta average manusher o chokhe pore... Tobe non-stop border killing is intolerable.. Etai bangladesher manusher first and biggest anger.
Seriously!!! এই মানুষটা এতো সুন্দর কেন!?!?! সব কিছু কি সুন্দর ভাবে বলে দিলো ❤💕
অনেক সুন্দর বিশ্লেষণ করেছেন দিদি! সত্যি টা অনেক ভালো করে বুজিয়েছেন! আপনার মত করে যদি সব ভারতীয়রা ভাবতো, তাহলে সব কিছু অন্য রকম সুন্দর হত❤️
ভালোবাসা বাংলাদেশ থেকে🇧🇩
ভারতের শিক্ষিত লোক এদের মাঝখানে আপনাকেই মনে হচ্ছে একজন শিক্ষিত শিক্ষিত মানুষ যার ভিতর অনেক মেধা আছে চালিয়ে যান কাজে লাগবে
আপনাদের দেশ বড় জনসংখ্যা বেশি অর্থনৈতিক উৎস বেশি বাংলাদেশ ছোট দেশ তার পরেও আপনাদের চেয়ে বাংলাদেশের জনগণ অনেক সুখে শান্তিতে আছে বাংলাদেশের মানুষের ইন্ডিয়ার মানুষের ছাড়াও অভাব কম
ধন্যবাদ দিদি সময় উপযোগী আন্তর্জাতিক রাজনীতি নিয়ে বিশ্লেষণ করার জন্য।
Didi khub valo vedio,
Thank you
Didi your presentation is very good. God bless you and your family.
If America is a friend, she does not require any enemy.
ভুলে গেলে চলবে না, ভারত বরাবরই বাংলাদেশ থেকে সুবিধা নিয়েছে, বিনিময়ে বাংলাদেশ যখন মিয়ানমারের সাথে সম্পর্কে টানা পুরোন চলছিল ঠিক ভারত মিয়ানমার কে সমর্থন করেছিল,
অাপনাৱ কথা গুলা অনেক সুন্দৱ ও ভালো লাগছে ..কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশেৱ ৮০% বেসি মানুষ এখন ভাৱতে কি পছন্দ কৱে না .অনেক কাৱন অাছে তাতে .বডাৱে যত মানুষ মাৱে বাংলাদেশেৱ তাতে কোন কিছুই হয় না অাপনাদেৱ .কিন্তু জনগন সৱকাৱেৱ কাৱনে কিছু বলতে পাৱে না .তবে মনে মনে ঘৃর্নাটা কিন্তু ঠিকি কৱে ..অাৱো অনেক কাৱন অাছে .
ভারতকে নিজের দ্বিতীয় জন্মভূমি মনে করতাম, ছোট বেলায় প্রতিজ্ঞা করেছিলাম যে দেশ আমার মাতৃভূমি স্বাধীন করতে সর্বাত্মক সাহায্য করেছে সেই দেশের কখনো আমাদের দরকার হলে জীবন বাজি রেখে তাদের জন্য যুদ্ধ করবো। কিন্তু তাদের দ্বিমুখী, স্বার্থপর এবং সাম্প্রদায়িক মনোভাবের কারনে অতিষ্ঠ হয়ে গেছি। যে শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা তাদের জন্য ছিলো এখন তা ঘৃনায় পরিনত হয়েছে। তবে তাদের মধ্যে অনেক মানুষ ই ভালো তাদের কথা আলাদা।
দিদি আপনার কথাগুলো একদম সত্য,উপরওয়ালা সুস্থ রাখুক আপনাকে সবসময়।
আপনি দারুণ বুঝিয়ে দিলেন দিদি, এগুলো তো আমরা কখনো ভাবিনি ধন্যবাদ আপনাকে 👏👏👏👍এই ভাবে সত্য টা তুলে ধরলেন তাই আরো ভালো লাগলো
খুব ভালো লাগলো।
Outstanding analysis!! I am really impressed. Brutal Truth! Thanks Didi, from Bangladesh
Neutrality is very tough when it comes to patriotism
But u did it very well Sister
Thx from the bottom of my heart (Bangladeshi)
দিদি আসল সত্য টা অতি সুন্দর ভাবে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার প্রতিবেদন সত্যি অসাধারণ |
journalism at its best. well done and good luck
দিদী আমি বাংলাদেশী, আমাদের মনের কষ্ট বোজতে পেরেছেন ধন্যবাদ,,,
দিদি শক্তি দিয়ে ভালোবাসা আদায় করা যায়না। আর ভালোবাসা এক তর্ফা হয়না। বাংলায় একটি প্রভাত আছে, তুই দিলে তো মুই দেই, একা একা কত দেই। সত্যি বলতে কি ইদানিং বাংলাদেশর মানুষ ভারত কে চিনতে পারছে। আর দেশের জনগণের দিকটি ঐ দেশের সরকার কে মাথায় রাখতে হয়।
আমি একজন বাংলাদেশি
আপু আপনাকে ধন্যবাদ সত্য কথা গুলো বলার জন্য লাভ ইউ বোন
অসাধারন বিশ্লেষণ......আমি আপনার সাথে একমত ...আমাদের প্রতিবেশীরা যদি আমাদের ওপড় ভরসা রাখতে পারে তো দুরের বন্ধু দেশ কি করে রাখবে | আমাদের প্রধানমন্ত্রী পশ্চিমের দেশ গুলোকে বন্ধু বানাতে গিয়ে আমাদের প্রতিবেশীদের neglect করেছেন | আমাদের এখন সর্বপ্রথম কাজ হবে আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক ঠিক করা তাদের কে confidence এ নেওয়া, না হলে আমরা সত্যি ই একদিন Asia তে একা হয়ে যাবো | আমাদের দেশের সরকারের উচিত অবিলম্বে আমাদের প্রতিবেশীদের সাথে সুস্থ সম্পর্ক পুনরায় গড়ে তোলা বিশেষ করে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং শ্রীলংকার সাথে যারা আমাদের প্রকৃত বন্ধু ছিল বা আছে | তাছাড়া যদি আলোচনার মাধ্যমে করা সম্ভব হয় তো পাকিস্তানের সাথেও সম্পর্ক উন্নত করা ..কারন পৃথিবীর এই খারাপ সময় (এই করোনা মহামারির সময়) কোনো রকম যুদ্ধ হওয়া বাঞ্চনীয় নয় বরং সব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে আর এই সব দেশের মানুষের এই অবস্থায় কি ভাবে তাদের সাহায্য করা যায় কিভাবে তাদের জীবন যাত্রার মান আরো উন্নত করা যায় সেটা দেখতে হবে ও তার জন্য সবাই কে মিলেমিশে কাজ করতে হবে | মনে রাখতে হবে যে অসময় প্রতিবেশীরাই বেশি কাছের হয় আর তারাই বেশি সাহায্য করে | আর এই পশ্চিমের দেশ গুলো নিজেদের স্বার্থ ছাড়া কিছুই করবে না আমাদের মতো এই তৃতীয় বিশ্বের দেশের জন্য | সব থেকে বড় কথা হলো যে আমাদের এই প্রতিবেশীরাও জানে যে চীন কারো বন্ধু হয় না ওরা শুধু ব্যবসা বোঝে আর ওদের দেওয়া ধার শোধ করতে না পারলে ওরা কি প্রভূত ক্ষতি সাধন করতে পারে, তা সত্ত্বেও আমাদের প্রতিবেশীরা আমাদের উদাসীনতার জন্য চীনের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে | আমাদের দেশের সরকার যদি আবার আমাদের প্রতিবেশীদের দিকে যথাযথ সম্মানের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তো আমার বিশ্বাস যে আমাদের প্রতিবেশীরা যারা আজ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা তখন দ্বিগুন উৎসাহে আবার আমাদের বাড়িয়ে দেওয়া বন্ধুত্বের হাত আন্তরিক ভাবে গ্রহণ করবেন | আশাকরি আমাদের সরকারের সেই শুবুদ্ধি খুব শীঘ্রই উদয় হবে |
ভারত প্রকৃতপক্ষে বাংলাদেশের কোনদিন বন্ধু রাষ্ট্র ছিলনা। ভারত সবসময় নিজের স্বার্থের জন্য বাংলাদেশকে সাহায্য করছে।
ভারত বাংলাদেশের উন্নয়নের জন্য নয় বিশেষ রাজনৈতিক দলের জন্য কাজ করে।
যখন রোহিঙ্গা ইস্যু নিয়ে ভোট হয়েছিল সে সময় ভারত পাশে ছিল না বাংলাদেশের, তাহলে এখন কিভাবে আশা করে যে বাংলাদেশ থাকবে?
আমরা সাধারণ মানুষ হয়ে দেশকে নিয়ে যেটুকু চিন্তাভাবনা করে থাকি, তা যদি দেশের মাথারা করে থাকতেন তাহলে এমন দিন দেখতে হত না।
Didi erokom aro valo valo video aro banaiben onek sundor lagche
What a great video it is ❤Love from Bangladesh 🇧🇩
Absolutely true . India have to relook its relationship with her neighbours.
দিদি আপনার এই কথা গুলো, মোদিজির কাছে email করেন, মোদীজি হয়তো নিজের email নেয়, ওনার personal assistant এর কাছে বলেন, তাহলে ওরা অনেক কিছু জানতে বুঝতে পারবে
অসাধারণ ভিডিও, অনেক তথ্য জানতে পারলাম, আপনার প্রতিটা কথাটি সঠিক, ভারতের প্রতীবেশীর সাথে সম্পর্ক ভালো নেই, আর যে দুটি দেশ নেপাল ও বাংলাদেশ বন্ধু দেশ বলা হয়, সেই দুটি দেশকে ভারত তেমন একটা গুরুত্ব দেয়না, ছোট দেশ হিসেবে অবহেলা করে, ছোট দেশগুলো কোনো সুবিধা চাইলে বেশীর ভাগ সময় সেটা দেয়া হয়না, বন্ধু রাষ্ট্র বন্ধু রাষ্ট্র বলে ভারত এই ছোট দেশগুলোকে ব্যবহার করে লাভবান হতে চায়, এই বন্ধু রাষ্ট্র গুলোকে সুবিধা দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করে না। হয়তো ভারত সরকারি দলের মন হয় এই দুটি দেশ মিলে আমার একটা রাজ্যের সমান হবে না, এগুলোকে এতো সুবিধা দিয়ে কি করবো, ছোট দেশ আমার সাথে পাল্লা দিয়েও পারবে না কখনো, আর আমারতো বন্ধু রাষ্ট্র আমেরিকা আছে, এই মনমানসিকতা কারণে নেপাল ও বাংলাদেশকে বন্ধু বলে শুধুমাত্র ব্যবহার করার চেষ্টা করে, আর এই ছোট ছোট দেশগুলো বোঝতে পেরেছে ভারত থেকে সুবিধা নয়, ভারত শুধুমাত্র আমাদের কাছে থেকে সুবিধা নিতে চাইছে এবং চাইবে।
এখন এই সুবাদে চীন বন্ধুরমতো নেপাল ও বাংলাদেশর পাশে এসে দাড়িয়েছে, আর যে সকল প্লান ও যে বিনিয়োগ গুলো করছে সেগুলো এই ছোট দেশগুলো বোঝতে পারছে চীন সঠিক আমাদের সাহায্য করার জন্যই এসব বিনিয়োগ করার কথা বলছে, এবং নেপাল ও বাংলাদেশে বিনিয়োগ করার ফলে চীনেরও লাভ হবে এই ছোট দেশগুলোরও লাভ হবে।
এরকম ইকোনমিক মাইন্ডে চিন্তা করলে চীনের প্লান গুলো নেপাল ও বাংলাদেশর কাছে ইন্ডিয়ার প্রদেক্ষেপ ও প্লান গুলো থেকে যথেষ্ট ভালো প্লান মনে হয়েছে, তাই এই দুটি দেশ চীনের সাথে ইকোনমিক পরিকল্পনা করে দেশকে উন্নত করতে চাইছে।
@MD SAROARE HOSSEN LETON china tomader uighurder moto abostha korbe. wait for few years
@@alokemajumder4290 China ki korbe na korbe sheita niye toder bhabte hobe na.
@@alokemajumder4290 কি সাহায্য করেছো বাপু একটু শুনি? বাংলাদেশকে বর্ষার সময় জলে বাসিয়ে দাও, শুকনো মৌসুমে শুকিয়ে ফেলো, প্রতিদিন কাক পখি র মত সীমান্তে আমাদের নিরীহ লোকে হত্যা করো। এ-ই তাহলে তোদের সাহায্য?
নিরপেক্ষ এবং মেধাবী বিশ্লেষক তুমি। কথা বলার ষ্টাইল আর উচ্চারণ সুন্দর।
খুব সুন্দর বিশ্লেষণ.... ভালো লেগেছে আমার
সাজানো-গোছানো যুক্তি দিয়ে পরিষ্কার কথা শুনতে বেশ ভালো লাগে আমি রেগুলার আপনার বার্তা গুলো মিসুমি আমার কথাগুলো ভীষণ লাগে কখনো কখনো নেট সমস্যা হয়ে যায় তাই ডাউনলোড করে পরে শুনি
তোমার সব ক'টা report মন দিয়ে শুনেছি। speech গুলোর প্রশংসা অনেকেই করেছে। তাই গতানুগতিক মন্তব্য না করে একটা অন্য কথা বলি?
এই শাড়ি টা তে তোমাকে একটু বেশিই দারুণ লাগছে...
দিদি, কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব, ভেবে পাচ্ছিনা।
ভালো নিরপেক্ষ আলেচনা। জলচুক্তি হলে এবং বাস্তবায়ন হলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের আরো উন্নয়ন ঘটবে। বাংলাদেশ ULFA নিয়ন্ত্রণ করতে হাছিনা সরকার ভারতকে সহযোগিতা করেছে।
ভারতীয় নয় একজন মানুষ হিসেবে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আপনাকে🙂🙂🙂
এই আলোচনাটি আমার খুবই ভালো লেগেছে,এবং অনেক কিছু জানতে পেরেছি,নতুন আপডেট পেতে অপেক্ষায় আছি।
Good morning
খুব ভালো লাগে। অনেক কিছু তথ্য জানতে পারি
আপু বড় বড় তো কথা বলেন এরকম লেকচার সবাই দিতে পারে।
বাংলাদেশের সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক সেটা আপনি বলেন কিন্তু আপনার কথার ভিতরে অনেক ধরনের ভুল আছে।
তাহলে মায়ানমারের সঙ্গে যখন বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু নিয়ে অনেক ঝামেলা চলছিল তখন ভারত কোথায় ছিল?
তখন ভারত কেন কথা বলেনি।
তখন তো ভালো চুপ ছিল ভারত..
এখন বাংলাদেশের চুপ কেন...?
শেখানো বুলি টা আপনাদের..
আজকে বাংলাদেশ কেন কথা বলবে
চীন-ভারত এটা আপনাদের অভ্যন্তরীণ বিষয়।
আমরা বাঙালি জাতি আমরা বীরের জাতি আমাদের বিপদের সময় যে আমাদের পাশে থাকবে তাদের বিপদের সময় আমরা থাকবো।
*15 ই আগস্ট 2020 সালে ভারতের নিজস্ব ইউটিউব লঞ্চ হবে। যদিও ইতিমধ্যে লঞ্চ হয়ে গিয়েছে অফিশিয়ালি ভাবে লঞ্চ হবে ১৫ ই আগস্ট।*
😁😁😁
এটা কি সত্যি
একটা তো আছে My tube india
ইন্ডিয়ার উচিত প্রতিবেশি দেশগুলোর সাথে স্বার্থপর পররাষ্ট্র নীতি পরিহার করা। পুরো বিশ্ব যেখানে গিভ এন্ড টেক নীতিতে চলছে সেখানে ইন্ডিয়া তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে শুধু টেক টেক নীতিতে চলছে।
চমৎকার বিশ্লেষণ
সহমত ।
তবে বাংলাদেশ ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে , চীনা কারুর না ।
চীন বাংলাদেশকে ধোকা দেবেই ।
You are right my friend. Love from india
সময়ই বলে দিবে। তবে ন্যাড়া বেল তলায় বারবার যায়না
হ্যাঁ, তবে বাংলাদেশ 'ধোঁকাদার' পরিবর্তন করে একটু নতুন রকমের ধোঁকা চাইছে।
R India amader border a maira jhulabe na ???
বাংলাদেশের অবস্থা তিব্বতের মতো হবে।
This is the result of hyper-nationalism. The ruling party has insulted other nations for no reason, except for their own political gain, to prevail a sense of superiority.
2020 সালে আইসা ভারতের মিডিয়ার কাছ থেকেই একটা কৌতুক হুনলাম 😅😅😅😅😅😅😅
আমার মনে হয় যদি ভারত পাকিস্তান নেপাল মালদ্বীপ শ্রীলংকা এবং বাংলাদেশ সব গুলো দেশ বন্ধুতত পূর্ণ অবস্থায় থাকতো তাহলে এখানে চায়না কেন দুনিয়ায় কোন পরাশক্তি এখানে এসে খবরদারি করতে পারতো না।কারণ ভূগোলিক দিক বিবেচনায় এই উপমহাদেশের এর অবস্থান এর কারণে। এখন কথা হলো বন্ধুতত পূর্ণ অবস্থা না থাকার কারণ কি?আমি অনেক চিন্তা করে যেটা বুঝতে পারছি সেটা হল এই উপমহাদেশের কিছু গোত্র, কিছু গুষ্টি, যারা নেতৃত্ব দিয়েছিলেন বা দিচ্ছেন ওনাদের একরূখা আচার-আচরণ উচঁাবিলাশি মনোভাব আর কিছু কুসংস্কার।দিদি আপনার উপস্থাপন টায় অনেক কিছু ফুটে উঠেছে ধন্যবাদ
Nice speech. Love form Bangladesh.
আপনাকে একটা রিকোয়েস্ট করবো আপনারা সব রাজনৈতিক সাপোর্টারা ক্ষমতার জন্য অভ্যন্তরীণ লোভ ছাড়ুন । দেশের কথা ভাবুন , ক্ষমতার জন্য একজন আরেকজনকে দোষারোপ করে দেশের বরং ক্ষতি করবেন ,লাভ কিছুই হবে না।
সময় গেলে সাধন হবেনা।
" যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের
বাতি আশুগৃহে তার জুঠিবেনা আর নিশীথ প্রদীপ বাতি।"
আপনাকে আরও গভীরে
যেতে হবে।
জুঠিবেনা নয়,,,দেখিবে না
বাংলাদেশ বিষয়ে আলোচনা সঠিক।ভারত সত্যিকার বন্ধু মত আচরন করছে না বাংলাদেশের সাথে----?
India jemon bangla desh k help kore Bangladesh serokm help kore ekjon k 6ara onno jon pongu...
@@sayantibanerjee8253 কি সাহায্য করেছো বাপু একটু শুনি? বাংলাদেশকে বর্ষার সময় জলে বাসিয়ে দাও, শুকনো মৌসুমে শুকিয়ে ফেলো, প্রতিদিন কাক পখি র মত সীমান্তে আমাদের নিরীহ লোকে হত্যা করো। এ-ই তাহলে তোদের সাহায্য?
@@sayantibanerjee8253 rohinga esute India vot dan theke biroto silo ai akta kotha mone rakho.
Baki ta r na boli
Akhon India bondhu khoje but bondhur dur somoi vot dan theke biroto thake
আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আমরা বাংলাদেশের মানুষেরাও চাই দুই দেশের সম্পর্ক চিরজীবন ভালো থাকুক। " জয় বাংলা "
অপূর্ব সুন্দর রকমের উপস্থাপন তথ্য বিশ্লেষণ , অনেক খুশি হলাম শুনে
আপনার ভিডিও হিন্দি ভাষাতে হলে দর্শক সংখ্যা কয়েকগুণ বেড়ে যেতো এটা নিশ্চিত। খুব ভালো করেন 👍👍
দরকার নেই আমরা বাংলা ভাষী
This is the actual scenario whats going on in west bengal for decades now. It seems like beneath the Hindi nationalism the Bangali indigenous origin washed away from your soul mostly.
দিদি আজ আপনাকে এই শাড়িটা য় খুব খুব সুন্দর লাগছে। refreshing face... আগের কোনো এপিসোডে এত সুন্দর লাগেনি।আজ আপনাকে সব মিলিয়ে দারুন লাগছে। কথাগুলো যদি অপ্রাসঙ্গিক তবুও মনে হলো বললাম দিদি। ভুল করলে খারাপ লাগলে ক্ষমা প্রার্থী।
রহিঙা বার্মা থেকে চীনে না গিয়ে যেটা 200 কিলোমিটার দূরে কাশ্মীর প্রায় 1700 কিলোমিটার দূরে তখন 370 আর 35A লাগু ছেল কীভাবে গেলো টার উপর একটি আলোচনা করুন
এরা সেটা করবে না।।। তার পিছনে অনেক কারণ মশাই😂😂😂
রবি ঠাকুরের কবিতা শোনাবে... অস্ট্রেলিয়ার সাথে চুক্তির কথা বলবে না।
Rohingya kaahmir ki kore gelo
Indian govt. Ki korche
রোহিঙ্গারা শুধু কাশ্মীর নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে তারা মানবেতর জীবনযাপন করছে, আর বাংলাদেশ তো বাদই দিলাম।
যেই কনসেপ্ট নিয়ে এই কমেন্টটা লেখা হয়েছে সেটাই উগ্র জাতীয়তাবাদী কনসেপ্ট এবং ভারত এই নীতির কারণেই চরমভাবে তার প্রতিবেশীদের হারিয়েছে।
কোনও সন্দেহ নেই এই কনসেপ্ট রাষ্ট্রনীতিতে এভাবে চলতে থাকলে ভারত মূর্খ অহংকারের জন্যে ধ্বংসের মুখ দেখবে।
Brilliant analysis .👍👍
দারুণ প্রতিবেদন,সেন্সটা এক্সিলেন্ট দিদি।।।❤❤❤💓
Very relevant to the present international scenario of the country. Hope the Gov focus on those matters with a mature vision and task plan and not on petty internal matters based on marginalising certain caste and religion in order to establish supremacy of one religion as the National identity.
ভারতের বন্ধু আমেরিকা? এই, কে আছ ? আমাকে মাঠে নিয়ে যাও। আমি আকাশ ফাটিয়ে হাসবো।
আপনাদের নিরপেক্ষতা বজায় রাখা উচিত
Bangladesi viewers der kothata mathae rakha hoeche dada..sob e business..bujhlen..
সেটা কি ভাবে? অর্ধ সত্য কথা বলে?
Khub valo laglo... Didi... Apnar kotha sune....
আপনার প্রতিটি এপিসোড আমি দেখি, খুবই আন্তরিক ভাবে আপনি উপস্থাপন করেন বিষয় গুলি,আমরা কখোনোই ভারত বিরোধী নয়,আমরা ভারতের আনন্দে হাসি,ভারতীয়দের দুঃখে কাদি আমাদের শেকর তো ভারতের সাথে এক নাড়িতেই গাথা,আমাদের ছুড়ে ফেলবেন না।জয় হিন্দ।
ভারতের আসল বন্ধু বাংলাদেশ
দিদি ১০০% নির্ভুল তথ্য দিয়েছেন।
ভালো বিশ্লেষণ। ভারতের ৪ পাশে কেউ সাথে নেই সত্যি। শুধু পানির জন্য বাংলাদেশ কত কাদলো কেউ শুনলে না।
Right
খুব সুন্দর analysis, খুব ভালো বলেছেন
Your presentation & specific top of the tropics of political subject are 100% rights.
দারুন বলেছেন পৌলমী।
একদম ঠিক বলেছেন দিদি...
দিদি, বাংলাদেশের এক youtube চ্যানেল তোমার এই ভিডিও টার প্রায় হুবহু কপি করে নতুন ভিডিও বানিয়েছে। আশা করি তুমি স্টেপ নেবে। নেক্সট comment এ আমি youtube চ্যানেল টা র নাম সহ ছবি পোস্ট করলাম।
অসাধারণ এই biased media যুগে ও যে এতো নিরিপেক্ষ দৃষ্টিতে সমস্যার ব্যাখ্যা দিচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।
আপনার জন্য অনেক অনেক দোয়া রইল দিদি আর অনেক ভালবাসা।
#বাংলাদেশ থেকে।❤❤
অতি সত্য ও গুরুত্বপূর্ণ উপস্থাপনা! ধন্যবাদ দিদি!
আমি ইন্ডিয়ান। তবু বলছি ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক খারাপ হয়ে গেছে যা আর কোনোদিনই ঠিক হবে না।
Drkr o nei thik haoar..ki ache oder theke paoar??ora amader opor nirvorshil..
definitely !!!!!!!!
@@dr.arkabiswas6694 ওইখানেই মস্ত বড় ভুল। আমেরিকা গোটা দুনিয়া নয়। আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হলে আমরা যেসব পণ্য আমদানি করি ওদের থেকে তা বন্ধ হয়ে যাবে।আর ওরাও এদেশ থেকে ব্যবসা তুলে নেবে। ওরা আমাদের ওপর নির্ভরশীল ঠিকই কিন্তু আমরা যদি এরকম করি তাহলে ওরা চায়নার দিকে ঝুঁকে পড়বে। চায়না এদিকে নেপালকে হাত করে নিয়েছে। পাকিস্তান তো অলরেডি চায়নাপন্থী।বাকি শুধু বাংলাদেশ।ওরা এখনো কিছু বলেনি আর করেওনি।
আমার মনে আছে পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ঘটনার তীব্র নিন্দা করেছিল।অথচ আজ চায়না এত বড় হামলা করলো কিন্তু বাংলাদেশ নিশ্চুপ।
ভারতের সরকারের কিছু ভুলের জন্য আজ আমাদের সমস্ত প্রতিবেশী আমাদের বিরোধী।আর তার ফায়দা লুটছে চায়না। এরকম করে সবাইকে আমাদের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে।
ভারত সরকার প্রথমত পেঁয়াজ রফতানি বন্ধ করে আসল সমস্যাটা করেছিল।তারপর নদীর জল গ্ৰীস্মকালে বন্ধ করে বর্ষাকালে খুলে দিত। এইজন্যই অনেক বাংলাদেশী আমাদের বিরুদ্ধে চলে গেছে।
এখন সরকারের উচিত সব দেশের সাথে আলোচনা চালিয়ে সমস্যার সমাধান করা।
ভারতের সরকার বড় দেশ বলে কিছুটা দাদাগিরি দেখায় ছোট দেশগুলোর ওপর।এটা সম্পূর্ণ সত্যি কথা। আমি ভারতীয় বলে দেশের সরকারের ভুলগুলো মনে রাখবনা এটা হতেই পারে না।
তবে এটা ঠিক হতে পারে এখনও।কারণ নেপাল ও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিছুটা হলেও ভালো। এখনও পাকিস্তানের মতো মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় নি।
নরেন্দ্র মোদী সরকার যেন এই দুটি দেশের সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে।
ভারত চীন দন্দ তাতে আমাদের কি?
রোহিঙ্গা বিষয় নিয়ে ভারত কি বাংলাদেশকে সমর্থন করেছিল?
Yesterday china approved 97% of duty free product on china market and it will active on this july, 2020 :)
দিদি সঠিক কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ।
যা বলতে এসেছিলাম তা আমার অন্য ভাইরা বলে দিয়ে গিয়েছে। শুধু এতুটুকুই বলতে চাই ভারত তথা এর জনগণের প্রতি আমাদের ভালোবাসা আছে কিন্তু ভারতের ডিপ্লোমেটিক পলিসি আমাদের জন্য চোখের কাঁটা হয়ে আছে। এই দিকে ভারতের বিশেষ নজর দেওয়া উচিৎ। ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে উক্তি দেওয়ার জন্য। আমার খুব ভালো লেগেছে।
You haven't talk about the countries like isreal,japan,Australia, russia.
Bolle to hoye e jato...
They wont cometo fight for you unless they want to start the ww3.🙂🙂
Janle toh korbe
কে বলছে ভারত আমাদের বন্ধু!
ভারত না পাকিস্তান আমাদের বন্ধু
আমি একজন বাংলাদেশী হিসেবে বললাম,,,
Mam, you are gradually becoming 'neo-nationalist'. Feeling sad! Really sad!
আপনার নিরপেক্ষ কথাগুলোর জন্য শুধু আপনার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করলাম কারন আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগছে কারণ আপনি কোন দেশের পক্ষ নিয়ে কথা বলেননি যেটা সত্য সেটাই আপনি বলেছেন
apu tomake hajaro thank you tomar kothar bastobota ase 100%.....
ঠিক বলেছেন আপনি,,,,, এক মত