E Passport Apply Online 2024 BD | ই পাসপোর্ট করার নিয়ম ২০২৪ | নতুন পাসপোর্ট করতে যা লাগে

Поділитися
Вставка
  • Опубліковано 16 лют 2024
  • e passport form fill up in bangladesh. e passport bangladesh online application 2024. e passport police verification, e passport renewal process bd. e passport documents required bangladesh. ই পাসপোর্ট দেখতে কেমন, ই পাসপোর্ট এর নতুন আপডেট। ই পাসপোর্ট আবেদন করার নিয়ম, ই পাসপোর্ট করতে কত টাকা লাগবে। ই পাসপোর্ট করতে কি কি লাগে, পাসপোর্ট আবেদন ফরম পূরণের নিয়ম। পাসপোর্ট চেক করার নিয়ম, পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক ২০২৪।
    ই-পাসপোর্ট আবেদন ওয়েবসাইট লিংকঃ www.ordinaryit.com/2021/07/e-...
    অর্ডিনারি আইটির ফ্রিল্যান্সিং কোর্সঃ • প্রমাণসহঃ ফ্রিল্যান্সি...

КОМЕНТАРІ • 198

  • @OrdinaryIT

    ই-পাসপোর্ট আবেদন ওয়েবসাইট লিংকঃ

  • @newsboyworld370

    আবদনের সময় আমার আইডি কার্ড নম্বর ও জম্মনিবন্ধন নাম্বার দুটাই দিয়েছি। আমি ভেবেছিলাম দুইটাই হয়ত দেওয়া লাগবে। আজকে পাসপোর্ট অফিসে যাওয়ার পরে বলা হইছে আবেদনটি বাতিল করে আবার করার জন্য। আমি বিকাশে ফি প্রদান করেছি, যার ফলে আবেদন বাতিল করলে আমার টাকা ফেরত পাব না, পরে ১৫০০ টাকা ঘুষ দিয়ে কাজটা করানো লাগছে😢😅

  • @unsb2k462

    04/05/2024 তারিখে কাগজপত্র জমা দিয়েছি। কিন্তু এখনো SB Police Clearance এর জন্য কল কিংবা মেসেজ আসে নাই। কি করব এখন

  • @sudipbaul1101

    আমার মা মারা গেছে ২০ বছর আগে। সে সময় NID card ছিল না। এখন আমার মায়ের ইনফরমেশন টা কি ভাবে দিবো। এখন বাবা মা কেউ ই বেচে নাই। এখন আমার কি কি সমস্যা হতে পারে।

  • @R-MDMarufIslamB-
    @R-MDMarufIslamB- 28 днів тому

    আমার পার্মানেন্ট এড্রেস নানা বাড়িতে আর আমার বাবার বাড়ি হচ্ছে কুমিল্লা। এখন কথা হচ্ছে সব ডকুমেন্টস আমি নিয়েছি শুধু প্রবলেম হচ্ছে বিদ্যুৎ বিলের কপির ক্ষেত্রে আপনি বললেন পিতা-মাতার নামে হতে হবে কিন্তু এটাতো আমার নানার নামে। এখন সে ক্ষেত্রে কিছু হবে কোন সমস্যা?

  • @BrawlStars-ho6ty

    আসসালামু আলাইকুম ভাইয়া,আমিও রাজশাহী থেকে বলছি আজকে জমা দিয়ে আসলাম,সেম অবস্থা ছিলো ভীড়,৩ ঘন্টা লাগছে টোটাল।।যাক ফিংগারপ্রিন্ট দিয়ে আসলাম দেখি আল্লাহ কি করে

  • @user-kg6wl6kv3b

    ভাই, ডিভোর্স হয়ে গেলে যদি সিঙ্গেল দিতে চাই, সেক্ষেত্রে কি ডিভোর্সের কাগজ জমা দেয়া লাগবে?

  • @user-bt5bw9bh3f

    ভাইয়া আমি ঢাকাতে থাকি আমার NID কার্ড এখানে বানানো সেক্ষেত্রে আমি তো দুইটা ঠিকানা ই ঢাকার দেবো। কিন্তু আমার আব্বু আম্মুর NID কার্ড তো গ্রামের ঠিকানা মানে রংপুর এর দুইবার পুলিশ ভ্যারিফিকেশনের ঝামেলা এড়াতে আমি যদি আমার আব্বু আম্মুর প্রেজেন্ট ও পারমানেন্ট দুইটা এড্রেস ই গ্রামের টা দেই তাহলে কি বায়োমেট্রিক প্রসেস গুলার জন্য রংপুর পাসপোর্ট অফিসে যেতে হবে?? নাকি ঢাকাতেই হবে? এবং আমার আব্বু আম্মুর পাসপোর্ট কি রংপুর থেকেই কালেক্ট করতে হবে? আপনি যদি আমার এই কমেন্ট এর রিপ্লাই দিতেন খুব ভালো হতো ভাইয়া।। এই জিনিস গুলা নিয়ে কোনো আইডিয়া নেই তেমন।

  • @robiulislam11239

    আসসালামুয়ালাইকুম স্যার পাসপোর্ট অনলাইনে আবেদন করার সময় আমার নামের একটা অক্ষর ভুল হয়। আমি যখন ছবি ও ফিঙ্গার দেয় তখন তাদের বলি যে আমার একটু ভুল আছে তারা তা সংশোধন করে দেয় । এবং delivery sleep এ সেই সঠিক নামটাই আসে ।কিন্তু আমার ইমেইল সেই ভুল নামটাই দেখাচ্ছে যেটা application এর সময় ভূল লিখেছিলাম। ভাই এখন আমার সঠিক নামটাই আসবে না ভুল নামটা আসবে।দয়া করে একটু জানাবেন ❤

  • @unsb2k462

    04/05/2024 তারিখে কাগজপত্র জমা দিয়েছি। কিন্তু এখনো SB Police Clearance এর জন্য কল কিংবা মেসেজ আসে নাই। কি করব এখন

  • @swapnilzex876

    sir, amr purber expierd passport a amr nijer nam banan vul ache, orthat data chang option click kore toh abar kagojpotro banate hobe, akhn ami jodi ' idont hve any passport ai option a click kore notun vabe passport form fill up kori tahole ki amr kono problem hobe???/

  • @foyzanahmed4091

    very informatic and helpful video

  • @user-lq7mk6um4b

    খুব সুন্দর উপস্থাপনা!!!❤

  • @mdrashedmiah9133
    @mdrashedmiah9133 19 годин тому

    Donnobad baia onek kichu siklam thanks

  • @ArifulIslam-lu8up

    Helpful Thanks.

  • @learnfromhere7034

    Jajakallah vai

  • @alowronit.

    মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাইয়া

  • @digitalsportstv610

    মাশাআল্লাহ স্যার

  • @rabeyaislam9878

    Bap mar id card onojai korle to certificates sob batil hoye jabea