He Namaji | Aseer Arman | হে নামাজী | আসির আরমান । Tribute To Kazi Nazrul Islam
Вставка
- Опубліковано 9 лют 2025
- Song : He Namaji
Singer : Aseer Arman
Lyrics : Kazi Nazrul Islam
Video : Saif Zohan
Photo : Nishat
Piano : Rupok
Connect with Aseer Arman on:-
Facebook - / aseerarmanonline
UA-cam - / aseerarman
Website : aseerarman.com
হে নামাজী! আমার ঘরে নামাজ পড় আজ।
দিলাম তোমার চরণ-তলে হৃদয় -জায়নামাজ।
আমি গুনাহগার বে-খবর,
নামাজ পড়ার ন্ই অবসর
(তব) চরণ-ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ।।
তোমার ওজুর পানি মোছ আমার পিরান দিয়ে
আমার এ ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে।
যে শয়তানের ফন্দিতে ভাই,
খোদায় ডাকার সময় না পাই
সেই শয়তান যাক দূরে, শুনে তকবীরের আওয়াজ।।
#AseerArman #EidSpecialSong #HeNamaji #Ghazal #Nazrul
এই ঈশ্বর প্রদত্ত গুনী মানুষটির জন্য রইলো অনেক শুভকামনা আর প্রার্থনা ❤
ভালোবাসা জেনো দিশা
Apur kontho o onk sundor
ধন্যবাদ আপনাকে ♥
❤
আমি মুসলিম নয়, বাংলাদেশীও নয়, কিন্তু আপনার এই গান শুনে মনে হয় স্বয়ং খোদা যেন আপনার গলায় সুর ঢেলে দিয়েছে
❤❤
❤❤❤❤❤
পাঠশালার আর একজন সূর্য সন্তান!!
এগিয়ে যান ভাইয়া!!
আপনার লেভেল আলাদা!!
অসম্ভব সুন্দর করে গেয়েছো। বেচেঁ থাকুক নজরুল গীতি এবং তোমার গান আরও হাজার,লক্ষ্য বছর। ❤️
ধন্যবাদ, চারু হাসিনী।
ভালোবাসা জানবেন!
সাথেই থাকুন সবসময়।
অনেক ওয়াজ শুনেছি নামাজ এর উপর কিন্তু আপনার এই গানটি শুনে মনে হলো নামাজ যেনো এক অমূল্য ধন
amazing Bhai. Apni oshadhorn.
হৃদয়ের অসমাপ্ত সীমাহীন, যা
আর কেউ না জানলে ও,,
জানেন আল্লাহ,
ভাই... কিছু বলার ভাষা নাই আমার
যে,হৃদয়ে সৃষ্টি হয় না কিছুই,
সে খোদার প্রেমে কিভাবে হবে
মশগুল,,
ওহো অদ্ভুত সুন্দর একটি,,,,,
নাথশরীফ, সুবহান আল্লাহ,,
শুনলে মন্টা শান্তি খুঁজে পায়,
রমজানে আবার শুনছি,ঐশ্বরিক আনন্দ❤
ভালোবাসা জানবেন আসির ভাই👏
টিক,যতই থাকো দুটি চোখ এর অন্তরালে,, মনের দুটি চোখ কিছু তেই, না দেখে, কান্ত হয় না,
মন ছুয়ে গেল - ভাই
দয়া করে আরও নজরুল গাইবেন?
Ghazal হলে ভালো হয়।
ভালোবাসা ও শ্রদ্ধা নেবেন 🖤
মন,যদিও কুল হারিয়ে, বেকুল
হয়ে যায়, তখন, আল্লাহ সুবহান আল্লাহ,, সব,টিক, মুচিবত থেকে ,, রক্ষা করেন,
শুকরিয়া আলহামদুলিল্লাহ,
আল্লাহুআকবর,
অসম্ভব মায়াময় কন্ঠ!
এমন গজল আরো বেশি বেশি চাই❣️
এ মানুষ টা অন্য জগত এর... প্রতিটা গানে, একেক্টা সুরের টানে, কোথায় যে টান দিয়ে নিয়ে যায়......!! আর ফিরতে মন চায়না অই জগত থেকে...
যখন মনের ট্রিট দরকার পড়ে তখনি এসে পড়ি এ ঘাটে....সাধু সাধু সাধু..
বাহ, কি সুন্দর, মুগ্ধ হলাম ভাই
নজরুলসঙ্গীতের এতো চমৎকার গায়েকী কখনো শুনি নাই, ভাই। সত্যি!
এই গানের সেরা ভার্সনগুলোর মধ্যে এটা অন্যতম। আপনার গলায় ইসলামী গান গুলো দারুণ মানাবে। ❤️
Ontor sitol hoye galo😊
নজরুল এবং তার সৃষ্টির একজন নগণ্য ভক্ত, আপনার প্রতি ভালোবাসা তাই আরও বেড়ে গেল।🤍
নজরুল আবারও তরুণ সমাজে ছড়িয়ে পড়ুক আপনাদের মতো শিল্পীদের মাধ্যমে।
আল্লাহু ,, লা ইলাহা ইল্লাল লাহ
আল্লাহু,,লা ইলাহা ইল্লাল লাহ,
আল্লাহু,, লা ইলাহা ইল্লাল লাহ,
কান্নাটা উপহার হিসেবে নিলাম।ধন্যবাদ❤
বাহ্ কি দারুণ কথা।
শূন্যের মধ্যে, বিন্দুর পরিমান,
না থাকলে অনন্ত সৃষ্টি হবে
কিভাবে, এক থাকলে একক
ও অনন্ত সৃষ্টি হতে পারে,না
থাকলে শুধুই শূন্য, পরে
থাকে,,,,,
এসো সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি,, আল্লাহ সুবহান আল্লাহ, সব বিপদ ও
বালামুসিবত থেকে, সবাই কে,
রক্ষা করুন,,,,, সুবহানআল্লাহ,
মনে করতে হবে, সীমিত
সময়ের জীবন কে,টিক একটি
সিগারেট যেমন খুব তারা তারি শেষ হয়ে যায়, জীবন ও
ঐ সিগারেটের মতন,
প্রশংসা করি করিবো না ছোট তব কলমের ছোঁয়া,
হৃদে লাগি জাগিল নজরুলের অমোঘ বাণীর একই ধোঁয়া।
আমার খুব, খুব, খুব প্রিয়,,,,,
একটি নাথশরীফ, সুবহান আল্লাহ,
Aha Aseer bhai ❤️
যে নজরুল কে ভালোবেসে কন্ঠে ধারণ করে, আমি ও তাকে ভালবাসি! অনেক ভালোবাসা রইলো 🌻
আমার শুনা সবচেয়ে ভাল কভার হয়েছে।
মন্তব্যগুলোর সাথে গানের সুর কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম!!!!
যারা এই নিভৃতচারী গুণী শিল্পীর প্রশংসা এতো সুন্দর ভাষায় করেছেন আমি সত্যিই মুগ্ধ হয়েছি।
সবাইকে অনেক ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা।
ভালোর সাথে থাকুন এবং এভাবেই অনুপ্রেরণা দিয়ে যান। 💚💙💚💙
অসাধারণ। কণ্ঠের অসাধারণ নিয়ন্ত্রণ। দরাজ। দারুন।
আত্মায় প্রশান্তি অনুভব করলাম কিছুক্ষন, ধন্যবাদ আসির ভাই।
Valobasha Bandhu❤❤
ভাই আপনার কন্ঠ জান্নাতের স্বাদ পাক, এই কামনা করি।
ভাই, ভালোবাসা জানবেন! সাথেই থাকুন।
বর্তমান সময়ে অর্ণব এর বিকল্প আপনার চিন্তাভাবনা আলাদা এগিয়ে যান ভালোবাসা রইলো।🌸
আজ শুনেগেলাম বছর কয়েক পরে আবার আসবো।
২৮ ই অগাস্ট ২০২০
এত মায়া! এত দরদ! এত ভালোবাসা! আহা আরো চাইরে ভাই আপনার গলায় এমন গজল।
আপনি এতো অসাধারণ গান করেন।চোখে জল চলে আসে।প্রতিটা গানে এতো মায়া,এতো টান!
আপনি অনেকদূর এগিয়ে যাবেন এই কামনা করি।খুব পছন্দ করি আপনার প্রতিটা গান।অসংখ্য শুভেচ্ছা রইলো❤️
Bhai Love from USA. May Allah make everything easy for you.
অনেক ধন্যবাদ ভাই!
ভালোবাসা জানবেন!
সাথেই থাকুন!
নজরুল সংগীতের প্রতি পূর্ব থেকেই এক ভালোলাগা কাজ করে। আপনার কণ্ঠে আরো প্রাণবন্ত হয়ে উঠল নজরুল গীতি ❤❤❤
ধন্যবাদ!
সাথেই থাকুন
মুগ্ধ ❤ ভালোবাসা রইলো ভাই ❤
শিল্পী আব্বাস উদ্দিন একদিন অনেক খোঁজাখুঁজি করে নজরুলকে না পেয়ে সকালে তার বাসায় গেলেন। বাসায় গিয়ে দেখলেন নজরুল গভীর মনোযোগ দিয়ে কী যেন লিখছেন। নজরুল ইশারায় আব্বাস উদ্দিনকে বসতে বললেন। আব্বাস উদ্দিন অনেকক্ষণ বসে থাকার পর জোহরের নামাজের সময় হলে তিনি উসখুস করতে লাগলেন। নজরুল বললেন ‘কি তাড়া আছে, যেতে হবে?’ আব্বাস উদ্দিন বললেন, ‘ঠিক তাড়া নেই, তবে আমার জোহরের নামাজ পড়তে হবে। আর এসেছি একটা ইসলামি গজল নেওয়ার জন্য।’
নামাজ পড়ার কথা শুনে নজরুল তাড়াতাড়ি একটি পরিষ্কার চাদর তার ঘরের আলমারি থেকে বের করে বিছিয়ে দিলেন। জোহরের নামাজ শেষ করার সাথে সাথে নজরুল আব্বাস উদ্দিনের হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে বললেন, ‘এই নাও তোমার গজল।’ আব্বাস উদ্দিন বিস্ময়ের সাথে দেখলেন তার নামাজ পড়তে যে সময় লেগেছে ঠিক সেই সময়ের মধ্যে নজরুল সম্পূর্ণ একটি নতুন গজল লিখে ফেলেছেন। সেটিই হলো বিখ্যাত সেই গজল, ‘হে নামাজি আমার ঘরে নামাজ পড় আজ/ দিলাম তোমার চরণ তলে হৃদয় জায়নামাজ...’।
kichu bolar nai, just speechless, amazing vai
ভালোবাসা নিবেন 🖤।
আরো চাই এরকম
ভীষন সুন্দর গেয়েছ। মন ছুঁয়ে গেল, তুমি হাজার বছর গাও এই নজরুল গীতি।👍👍👍
আহা কি শীতলতা আপনার কন্ঠে
হৃদয় একেবারে শান্ত হয়ে গেল
ভাইরে আপনি হয়তো জানেন না আপনার গলায় অন্য রকম কিছু একটা আছে।চালিয়ে জান ইনশাআল্লাহ ভবিষ্যতে উজ্জ্বল 🖤
ভালোবাসা জানবেন ভাই।এমন গানগুলো একবার করে গাইলেই শিল্পী জীবন ধন্য হয়❤️
♥
অসাধারণ! আরো কিছু ইসলামি গান চাই আপনার কন্ঠে।
অসাধারণ পরিবেশনা হয়েছে, যত শুনছি তত কম মনে হ্চ্ছে।ভালবাসা এবং অনেক শ্রদ্ধা রইল আপনার জন্য।
ভালবাসা জানবেন। সাথেই থাকুন!
বেস্ট কাভার বলা ঠিক হবে না, এই গানটার এটাই বেস্ট গায়কী ❤আরো চাই এমন❤❤❤
আমার মনে হয় আপনার কথাগুলো শুনতেও গানের মত হয়!🤨
এ গজলটা অনেক শুনছি,এখনো গুনগুনিয়ে গাওয়া হয়,আপনার কণ্ঠে আরো মায়াময় লাগলো!❤
ভালোবাসা জানবেন!
ভাল থাকুন, সাথে থাকুন!
@@AseerArman ভালোবাসি সবসময়!💙
আসির আরমান ভাইয়ের গান
মানেই আমাদের নতুন
করে বেঁচে থাকার এক অনুপ্রেরণা
হাজারো ভালোবাসা
রইলো প্রিয় শিল্পী শ্রদ্ধীয় বড়
ভাইয়ের জন্য 🥀🥀🥀
মনে হচ্ছে নজুরুলের একটুখানি ছোঁয়া
ইউ আর গড গিফটেট ট্যালেন্ট ব্রাদার।আসাধারন তোমার গলার স্বর এবং প্রেজেন্টেশন ভঙ্গি
দারুন লিরিক্স এ অনবদ্য কন্ঠ
Ufff josh chilo
আর কি দেখাবেন আপনি ভাইজান🖤 আল্লাহ আপনাকে অনেক দূর যাওয়ার তৌফিক দিক আমিন।
আহ্ কি সুন্দর গান, কি সুন্দর কন্ঠ, অনেক অনেক শুভকামনা ❤
আসীর ভাই ভালোবাসা অবিরাম
এই গান আগেও শুনেছি, এত ভালো লাগেনি কখোনো
Goosebumps vai....❤️❤️❤️ VaLobasha niben
আমি একটা জিনিসই বুঝি
সংগীতের কোন ধর্ম হয় নাহ
ইবাদত প্রতিটা মানুষ করে তার ঈশ্বরের নিকটে, বিধাতার সৃষ্টি যতো টা সুন্দর
তারই একটা অংশ আপনার কন্ঠ,
আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক
এই প্রত্যাশা করছি
খুব সুন্দর বলেছেন।
Oshadharon gan
Nice ☺☺😀
I dropped my heart here!! You are amazing
কিছু ভালোবাসা কুড়িয়ে নিয়ে যান অন্তত
@@AseerArman আইলাব্যু ভাই🍀❤️
ভালোবাসা রইলো ভাই
অনেক অনেক ভালোবাসা রইলো 🧡😊
কতবার যে শুনি প্রতিদিন, ভালবাসা নিবেন ভাই। অনেক ভালবাসি আপনাকে এবং আপনার কাজ।
অনেক অনেক অনেক ভালোবাসা
সুর আমাকে বিমোহিত করে ফেলেছে❤️❤️❤️❤️ কি শব্দে প্রকাশ করি এই অনুভূতি?
আমার গুণী বন্ধু আসির এত নিপুন দক্ষ একজন শিল্পী যার গায়কী অসাধারন শব্দের নতুন ব্যাখ্যা নিয়ে এসেছে, এ খরার জুগে তুমি বিধাতা থেকে উপঢৌকন রুপে নাজিল হয়েছো সুরসুরা হয়ে।
ধন্যবাদ বন্ধু!
সাথে আছো তো?
@@AseerArman সবসময় আছি। তুমি বন্ধু এমন মনচোরা যাকে উপেক্ষা করা আমার পক্ষে অসম্ভব। 🖤🖤
আপনি অসম্ভব গুণী একজন শিল্পী।শুভকামনা রইলো❤চালিয়ে যান।আমরা অপেক্ষায় রইলাম নতুন কিছুর।ভালোবাসা ও শুভাশীষ রইলো❤
অসংখ্য ধন্যবাদ!
ভালোবাসা জানবেন।
সাথেই থাকুন।
ভাল একটা কিছু, কিছুতেই
শেষ হতে দিতে চাই না,,,,, মন,আর সেটা এই নাথশরীফ এর মতোই, হলে, অসাধারণ,
মনে করে, মাতার মূকুট মনে
করা যেতো,
খুবই ভালো লাগল!
আহা! হৃদয়ও জায়নামাজ।
😘😘😘
অসম্ভব সুন্দর ❤️
এরকম আরো কাজী নজরুল ইসলামের লেখা গজল আপনার কণ্ঠে শুনতে চাই।
আমি যত গুলো গান শুনলাম
তার মধ্যে আপনার টাই বেস্ট,
সংগীতের কোন তুলনা হয় নাহ
তবে আপনার কন্ঠে একটা অনিদ্রার ক্ষুদা আছে
অনিদ্রা তারানা থাকলেই তো,
সে নিজ থেকে নিমিশেই,,,,,
নিদ্রায় দীদ্বা হীন ভাবে চলে যেতো,
আহেম আহেম....জিও ভাই।
আপনার নতুন গান টা শুনে, এই গান টা শুনলাম।অনুরোধ থাকলো আরো যেনো নজরুল গীতি কভার করুন।❤️❤️❤️
অসম্ভব সুন্দর
মন ছুয়ে গেল🥰🥰🥰
Dislike dey kon abal gula....
Super dada❤️❤️
এতো সুন্দর করে গেয়েছেন 🥰
কিভাবে সম্ভব
আহা মনটা শীতল হয়ে গেলো ❤
অসম্ভব সুন্দর গেয়েছেন।
দারুণ দরাজ কন্ঠ।
কয়েক টা গান শুনলাম তোমার আজ,
তোমার ফ্রেন্ড হয়ে গেলাম 😍😍😍
ভালোবাসা অভিরাম
ভালোবাসা
প্রিয় কবির অমৃত গান আর আপনার অসাধারণ দরাজ কন্ঠ...গজলটা শুনতে শুনতে চোখের কোণে পানি চলে আসলো।
আপনার কন্ঠে প্রিয় কবির আরও গজল শুনতে চাই জনাব।
হৃদয়স্পর্শী... ভালোবাসা রইলো ভাই ❤
ভালোবাসা
একজন আসিরের জন্যই হয়তো এই গান লেখা।
দোয়া করি তুমি এমনই থাকো ডাউন টু আর্থ ❤
ভালোবাসা জানবেন!
সাথেই থাকুন
Sei hoice bro
Love you vaiya...khub sundor gan apni..♥♥♥
কেউ কোনোদিন এভাবে গাইতে পারেনি...
Ma Sha Allah 😍
Ma Sha Allah❤️😊
Bhaiya apnake onk onk bhalobashi,Egiye jan,Apnar gan shunle Lom shiure uthei🙂❤
ভালোবাসা রইল!
সাথে থাকুন
@@AseerArman omg Bhaiya koivabe believe kori.. Tha n ks For replying me🙂😚
Apnar Eka gan sob cheye beshi pochondo🙂
মুগ্ধ হয়েছি,খুবই সুন্দর গেয়েছেন
ধন্যবাদ!
ভালোবাসা জানবেন।
সাথেই থাকুন।
আহারে আহারে আহারে, প্রিয় কবি। কোথায় গেলেন আপনি?
আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
অসাধারণ ❤