বিদেশে জাতীয় পরিচয়পত্র তৈরির সুযোগ | প্রথম ১৫ দেশের তালিকায় কানাডা আছে, যুক্তরাষ্ট্র নেই

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2024
  • তালিকায় দেশ হিসেবে কানাডা আছে। যুক্তরাষ্ট্র নেই।
    বাংলাদেশ সরকার দেশের বাইরে বসবাসরত বাংলাদেশীদের জাতীয় পরিচয়পত্র দেয়ার উদ্যোগ নিয়েছে। এ জন্য গৃহিত প্রকল্পে প্রাথমিক পর্যায়ে যে ১৫টি দেশকে নির্বাচিত করেছে সরকার, তাতে কানাডা আছে, যুক্তরাষ্ট্র নেই। মঙ্গলবার (১৪ মে) বিকেলে নিউ ইয়র্ক সিটিতে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদার মত বিনিময়কালে এ তথ্য পাওয়া গেছে।
    যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীরা প্রথম পর্যায়ে কেনো এ সুযোগ পেলেন না, এমন প্রশ্নের জবাব মেলেনি এ আয়োজনে। শুধু জানা গেছে, দ্বিতীয় ধাপে যে ৪০টি দেশ এ তালিকায় আছে, সেখানে যুক্তরাষ্ট্রের নাম আছে।
    কনসাল জেনারেল জানান, নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে সরকারী ফি গ্রহণের বিদ্যমান ব্যবস্থা আরো সহজ করতে ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার চালুর উদ্যোগ নিয়েছেন তিনি।

КОМЕНТАРІ • 2

  • @nasim0719
    @nasim0719 Місяць тому

    ATA holey ki rkm upokar milbey..?Janar eccha?