আদাবুল ইখতেলাফ বা ফিকহী ও মাযহাবী ইখতেলাফের ক্ষেত্রে আমাদের করণীয়-বর্জনীয়,মুফতী হোসাইন আহমদ
Вставка
- Опубліковано 15 гру 2024
- আদাবুল ইখতেলাফ বা ফিকহী ইখতেলাফের ক্ষেত্রে আমাদের করণীয়-বর্জনীয় :
👉ফিকহী ইখতেলাফের ক্ষেত্রে করণীয় হলো -
১.ফিকহী ইখতেলাফ নিয়ে বাড়াবাড়ি করা (অন্য মাযহাবকে বাতিল বলা) ও একে নিন্দনীয় মনে করা সম্পূর্ণ ভুল।
২.একাধিক সুন্নাহ সম্বলিত বিষয়ে দলীলের আলোকে একটিকে প্রাধান্য দেওয়া যাবে। বিশেষত সাধারণ মানুষের সহজের জন্য যেকোনো একটিকে প্রাধান্য দেওয়া উচিত।
৩.মুনকার বা অগ্রহণযোগ্য কিছু থাকলে তা উলামায়ে কেরাম পারস্পরিক মতবিনিময় করে সমাধান করবেন।
৪.একাধিক সুন্নাহ সম্বলিত আমলের ক্ষেত্রে যে দেশে যেভাবে প্রচলন আছে,ঐ দেশে তা-ই বহাল থাকতে দেওয়া উচিত।
দলীলসমূহ :
১.ফিকহী ইখতেলাফ নাহি আনিল মুনকারের ক্ষেত্র নয়।
২.إبطال السنة بالسنة বা إبطال السنة بالحديث জায়েজ নয়।
৩.العمل المتوارث
ফিকহী ইখতেলাফের ক্ষেত্রে আমাদের করণীয়-বর্জনীয়,আদাবুল ইখতেলাফ,ফিকহী ইখতেলাফ কখন নিন্দনীয়, মাযহাবি ইখতেলাফ কখন নিন্দনীয়
মাশাআল্লাহ। সময় উপযোগী আলোচনা।
এরকম আলোচনা আরো হওয়ার দরকার।