15 দিনে টাকা 5 গুন করতে ও বিনা পয়সায় প্রশিক্ষণ নিতে হলে দেখুন এই ভিডিও||

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 541

  • @farmingadviseranathhalder7579

    এখন থেকে মাছ চাষ সম্পর্কিত তথ্য জানতে
    অসীম নস্কর
    What's app number: 7548072156
    এবার থেকে এই নম্বরে যোগাযোগ করবেন

  • @baidyanathtudu2430
    @baidyanathtudu2430 2 роки тому +12

    নমস্কার স্যার বর্তমানে বেকার সমস্যা প্রকট এবং সময় উপযোগী আলোচনা very nice 👏👏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому +1

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।

  • @Orshabikezone
    @Orshabikezone 2 роки тому +3

    বরাবরের মতো বাংলাদেশ থেকে দোয়া এবং ভালোবাসা রইলো।
    আপনার প্রত্যেক ভিডিও থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি ।
    আল্লাহ্ আপনার ভালো করবেন ইন শা আল্লাহ্।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому +1

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @technicalkisanbodhu9095
    @technicalkisanbodhu9095 2 роки тому +10

    আমাদের এরকম নোতুন নোতুন ভিডিও উপহার দেয়ার জন্য আপনাকে ও আপনার পুরো টিমকে জানায় অনেক অনেক ধন্যবাদ🙏💕

  • @Saymantika
    @Saymantika Рік тому +1

    স্যার আপনাকে আর অসীম স্যার কে অনেক অনেক ধন্যবাদ এই প্রচেষ্টার জন্য 🤝🙏

  • @pritishbanerjee1910
    @pritishbanerjee1910 Рік тому

    খুব ভালো,বিজ্ঞান সম্মত।সবচেয়ে বড় কথা হেল্প করার মানসিকতা

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Рік тому +1

      দ্বিতীয় প্রশিক্ষন শিবির শুরু হচ্ছে
      ফোন করে যোগাযোগ করতে পারেন।

  • @netaisardar418
    @netaisardar418 2 роки тому +2

    বর্তমানে চাকরি না পাওয়া ছেলেমেয়েদের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভিডিও। আমাদের খুবই ছোট্ট একটি পুকুর আছে কিন্তু প্রশিক্ষত হয়ে পরবর্তী সময়ে বড়ো পুকুরে মাছ চাষ করার ইচ্ছে আর শ্রদ্ধেয় অনাথ বাবুর দর্শনের জন্য সত্যি মন থেকে প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ পাচ্ছে। খুব সুন্দর ভিডিও হয়েছে। সবাইকে আমার আন্তরিক অনেক ভালোবাসা প্রনাম ❤️🧡❤️🙏🙏🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому +1

      নিশ্চয়ই এগিয়ে আসবেন এবং আপনাদের সাফল্য কামনা করছি।
      নিশ্চিত আপনি আর্থিকভাবে উন্নতি করতে পারবেন।
      ঠকবেন না ,
      কথা দিলাম ,
      আসুন আমাদের সঙ্গে।

    • @chaaquabiotech1
      @chaaquabiotech1 25 днів тому

      একবার ঘুরে যান আমাদের বাড়ি থেকে❤

  • @chittabiswas9920
    @chittabiswas9920 2 роки тому +6

    নমস্কার স্যার । যে আশার আলো জ্বালিয়েছেন তার দীপ্তি ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে। আমিও সাধ্যমত যুক্ত হতে চাই ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      খুব খুব ভালো লাগলো।
      আপনাদের আশীর্বাদ ও সঠিক পথে এগিয়ে চলার প্রেরনা যোগাবে বলে মনে করি। সত্যিই মানুষ যেন উপকার পায় তবেই আমার ভিডিও করা সার্থক হবে।
      আমি আশাবাদী অবশ্যই মানুষ কে উপকার করতে পারবো।

  • @ismailmondal4947
    @ismailmondal4947 2 роки тому +6

    খুব ভালো দাদা সবাইকে ভালোর দিকে আনার জন্য

  • @mochashamohasa6398
    @mochashamohasa6398 2 роки тому +1

    Beautiful Lin sir nomoskar neben KHUB Valo laglo video Jay kisan Jay jagannath.

  • @bechanmandal820
    @bechanmandal820 2 роки тому +3

    স্টবেরি ফল চাষ যে কোনো শব্জী চাষ থেকে পাঁচ গুন বেশি লাভ করা যায়_ খবরে পড়েছি ৷ Please Anath Sir স্টবেরি ফল চাষের একটি ভিডিও বানান এবং খরচ ও লাভ দেখান - অপেক্ষায় রইলাম

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      বাজার ভালো পাবেন না।
      লোকাল এলাকায় বেশি দামে কেউ
      কিনবেন না।আমি দু বৎসর আগে জিন্দাল
      কোম্পানি তে পনের কাঠাতে চাষ করেছিলাম । ভালো দামে বিক্রি করা যায়নি। পরে ভিডিও করার চেষ্টা করবো।

  • @purokait
    @purokait 2 роки тому +5

    আসলেই আপনি আমাদের গুরুজন তাই আপনি আমাদের নিয়ে এতো ভাবেন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, শুধু মালিকের কাছে এই প্রার্থনা করি মালিক যেন আপনাকে সর্বদা সপরিবারে সুখে রাখেন, এবং আপনার দ্বারা আমরা সবাই যেন আর্থিকভাবে সচ্ছল হই

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому +1

      নিশ্চয়ই আপনাদের কে এগিয়ে নিয়ে যাওয়ার সব রকম চেষ্টা।আমি মনে থেকে চাই আপনারা আর্থিক ভাবে আরো সমৃদ্ধ
      হয়ে উঠুন।

  • @azaharulislam4609
    @azaharulislam4609 2 роки тому +1

    খুব সুন্দর আলোচনা করেছেন, আপনাদেরকে অসঙ্খ ধন্যবাদ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।

  • @FoodForest19
    @FoodForest19 2 роки тому +3

    ধন্যবাদ স্যার,
    আমি জৈব ভাবে বাগান ও চাষ ছাড়াও একটি ছোট্ট পুকুরে বাড়িতে ব্যাবহারের জন্য মাছ চাষ করি।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому +1

      অবশ্যই অবশ্যই অবশ্যই ফোনে যোগাযোগ করুন।আপনার নিশ্চিত উপকার হবে।

    • @biltukundu5209
      @biltukundu5209 Рік тому

      @@farmingadviseranathhalder7579 sir apnar contact number din

  • @tanmayroy1280
    @tanmayroy1280 2 роки тому +6

    দারুণ দাদা এগিয়ে চলুন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      ধন্যবাদ জানাই,
      সেইসঙ্গে আমাদের সঙ্গে থাকুন ,
      নিশ্চিত এগিয়ে যেতে পারবেন।

  • @sumaghosh2874
    @sumaghosh2874 2 роки тому +2

    স্যার যে রকম ভালো আর আপনি যাদের সঙ্গে নিয়ে ভিডিও করছেন তাঁরাও কিন্তু অত টাই ভালো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      ঠিক করেছি আপনাদের কে অবশ্যই অবশ্যই অবশ্যই এগিয়ে নিয়ে যাবো।
      আমার ছাত্র খুব খুব গরীব থেকে কোটিপতি হয়েছে
      আমি মনে করি ও নিশ্চিত আপনাদের কে সব রকম সাহায্য করবে।

  • @fatemaakterrimi9959
    @fatemaakterrimi9959 2 роки тому +3

    আমি বাংলাদেস থেকে দেখছি অনেক বেশি সুভো কামনা

  • @sajaldalui1355
    @sajaldalui1355 2 роки тому +1

    খুব ভালো উদ্যোগ।

  • @niazmorshd
    @niazmorshd 2 роки тому +15

    আসসালামুঅলাইকুম স্যার, বাংলাদেশ থেকে বলছি ,এই টপিকের ভিডিও পুরো কোর্স পার্ট বাই পার্ট করে দিন।মানে পুরো কোর্সটা চাই।অনুরোধ রইলো।আল্লাহ আপনার মঙ্গল করুন।দীর্ঘজীবী হোন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому +2

      খুব ভালো পরামর্শ দিয়েছেন।
      এজন্য ধন্যবাদ জানাই।
      অবশ্যই অবশ্যই চেষ্টা করবো।

    • @naharkhan3242
      @naharkhan3242 Рік тому +1

      বাংলাদেশ থেকে কোর্সটা কিভাবে করবো

    • @MoteurRahman
      @MoteurRahman 9 місяців тому

      বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশে তো মহুয়া খোল পাওয়া যায় না পাওয়া যায় সরিষার খোল এটা কি দেওয়া যাবে এবং কি পরিমাণ বলে দেবেন

  • @ajmotullah2333
    @ajmotullah2333 2 роки тому +5

    বড় মাছ চাষ নিয়েও একটি ভিডিও করুন স্যার।

  • @uzzolpramanik1811
    @uzzolpramanik1811 2 роки тому +4

    দাদু মাছ চাষ নিয়ে আরো ভিডিও চাই প্লিজ ভওডিও গুলা দেখে অনেক ভালোলাগছে দাদু 💯💯💯💯%❤️❤️❤️ দাদু

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому +1

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থেকো আর এগিয়ে চলো।

    • @chaaquabiotech1
      @chaaquabiotech1 25 днів тому

      মাছ চাষ কাকে বলে জানতে আমাদের একবার যোগাযোগ করুন

  • @somnathbhowmik329
    @somnathbhowmik329 2 роки тому +2

    Sir Khub bhalo Laglo.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      ধন্যবাদ জানাই ভালো থাকুন আর এগিয়ে চলুন।

  • @greeninwrold1996
    @greeninwrold1996 2 роки тому +1

    Darun sir video ta khub Valo hyeche

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому +1

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @nasimsekh4398
    @nasimsekh4398 2 роки тому +2

    Very Good Sir

  • @pankajbhowmik8356
    @pankajbhowmik8356 2 роки тому +2

    ধন্যবাদ স্যার

  • @ayanananyaatozgreen8087
    @ayanananyaatozgreen8087 2 роки тому +2

    দারুন লাগলো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।

  • @দেখতেদেখাতে-ছ৪ঠ

    ভাল লাগল বাংলাদেশ থেকে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @saratdhara7292
    @saratdhara7292 2 роки тому +2

    দাদু আমাদের সন্দীপ মাহেশ্বরী।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      সপরিবারে ভালো থেকো আর এগিয়ে চলো এই কামনা করবো।

  • @haripadanath657
    @haripadanath657 10 місяців тому

    এক দম ঠিক বলেছেন ভাই

  • @md.masudrana1439
    @md.masudrana1439 2 роки тому +1

    অনেক সুন্দর।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      ধন্যবাদ জানাই ভালো থাকুন আর এগিয়ে চলুন।

  • @joynalseikh170
    @joynalseikh170 2 роки тому +1

    Darun Darun sundar video dada

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому +1

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @chaaquabiotech1
    @chaaquabiotech1 25 днів тому

    খুবই উপকৃত হলাম আমার একটা রিকোয়েস্ট আছে অনাথ বাবুর কাছে স্যার একটা দিন আপনার উপস্থিতি কাম্য আমাদের অফিসে

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  25 днів тому

      আপনাদের অফিস কোথায় ?
      হুগলী জেলায় হলে খুব ভালো হয়।
      আচ্ছা অফিসের ঠিকানা জানান।
      কাছাকাছি হলে চেষ্টা করবো।

  • @donotmindsm1201
    @donotmindsm1201 2 місяці тому

    খুব সুন্দর হয়েছে

  • @FlyingFish-77
    @FlyingFish-77 8 місяців тому

    চমৎকার আলোচনা

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  8 місяців тому

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @upendrakuiry1529
    @upendrakuiry1529 2 роки тому +3

    প্রণাম নেবেন মাস্টার মশায়🙏
    আর আশীর্বাদ করবেন🙏🚩

  • @technicalkisanbodhu9095
    @technicalkisanbodhu9095 2 роки тому +3

    🙏 স্যার, কোন সার কত পরিমাণে গাছের পাতায় স্পে করা যায় এই নিয়ে একটি ভিডিও বানান। আর আমাদের আরো একটু এগিয়ে নিয়ে যান। ভালো থাকবেন ❤🌹💥💥💥

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Рік тому

      গাছের বয়স কম হলে প্রতি লিটার জলে দুই গ্রাম Aries কোম্পানির Macro Fert
      মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় পাঁচ দিন ছাড়া তিন বার।

  • @debasischakraborty4470
    @debasischakraborty4470 Рік тому

    আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর প্রচেষ্টা র জন্য। আমি কলকাতায় থাকি আর গ্ৰামের বাড়ি পূর্ব মেদিনীপুর। বাবা পূজা-আরচা করে ন। আমি ও করছি। কিন্তু গ্ৰামে প্রায় ৬-৭বিঘে জায়গা আছে। যদি ও জলজমি। যৌথ পুকুর আছে যা ১৫-১৮কাঠা জল।ধান চাষে আগ্রহী নই। যে কাজ করছি,ওতে মন নেই। ভিডিও দেখে অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ। এই ভিডিওটি এপিষোডটি সম্পূর্ণ করার বিশেষভাবে অনুরোধ জানাই।। ধন্যবাদ

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Рік тому

      আগামী ডিসেমবর মাসের 23 ও 24 তারিখে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার
      কাজ শুরু হচ্ছে । ডিম পোনা সাপ্লাই করে
      সেই কোম্পানির মালিক ও প্রশিক্ষন শিবিরে থাকবেন ।ফোন করে জেনে নিতে পারেন।

  • @debkumarjanajana8770
    @debkumarjanajana8770 Рік тому

    Apni khub valo asim babu

  • @kazaldas9116
    @kazaldas9116 2 роки тому

    Hare bol...dada dondobot pronam

  • @amitkumerhalder9637
    @amitkumerhalder9637 2 роки тому +1

    খুব কার্যকরী ভিডিও।

  • @HabiburRahman-er4bf
    @HabiburRahman-er4bf Рік тому

    খুব সুন্দর ভিডিও ধন্যবাদ দাদা।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Рік тому

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @swapankarmakar5206
    @swapankarmakar5206 Рік тому +1

    Very nice video

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Рік тому

      ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
      বিনা পয়সার প্রশিক্ষন পেতে ঐ নাম্বারে যোগাযোগ করুন।

  • @MazuMiah-s8w
    @MazuMiah-s8w 11 місяців тому

    Good idia

  • @mohiuddinahammed3458
    @mohiuddinahammed3458 Рік тому

    Good good.very good.

  • @dulalghorai4226
    @dulalghorai4226 Рік тому

    Khub valo vvv nice

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Рік тому +1

      আগামী রবিবার 1/ 10 23আমাদের ব্লক অফিসের উপরতলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মৎস্য চাষীরা আসছেন তাদেরকে আমরা সমস্ত দিন বিনা পয়সার প্রশিক্ষণ দিচ্ছি। এই ব্যাপারে আমরা যে কথা দিয়েছিলাম যে আমরা মাছ চাষের ব্যাপারে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব তার প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। নিশ্চিত ভিডিও দেখাবো।
      আপনিও এগিয়ে চলুন।

  • @mdamiruddin3191
    @mdamiruddin3191 Рік тому

    Very very beautiful video ok

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Рік тому

      ধন্যবাদ জানাই,সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @mofizurrahman9809
    @mofizurrahman9809 2 роки тому +1

    thank you sir.

  • @koyeldas6336
    @koyeldas6336 5 місяців тому

    Rui katla mach chaser video chai.new chasi.pukur ready kora ,thik macher pona chara ,trpr macher food nie alochona😊

  • @madhumitadas9671
    @madhumitadas9671 2 роки тому +1

    মাছ চাষের এই ভিডিওটি থেকে অনেকে উপকৃত হবে। তার জন্য আপনাকে এবং আপনার টিমকে ধন্যবাদ জানাই।
    আমি একটি প্রশ্ন কয়েক বার করে কোনো উত্তর পাইনি। আশাকরি এবারে পাব। এখানে অনেক দোকানে খোঁজ করেছি। ওয়েস্ট ডি কম্পোজার পাই নি। কোথায় পাব। আমি হলদিয়াতে থাকি। যদি বলেন খুব উপকৃত হই।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      550 New Alipur ,
      N Block,
      Kolkata 53 Near Hindusthan Sweets,
      এখানে পাবেন । শনি ও রবিবার আমি এখানে থাকি।

    • @madhumitadas9671
      @madhumitadas9671 2 роки тому

      রায়চক ধর্মতলা বাসে গেলে ওখানে যাওয়া যায়? সবচেয়ে কাছের স্টপেজ টার নাম যদি বলেন তো ভালো হয়।

  • @anupamsworld2006
    @anupamsworld2006 Рік тому

    let's go and inspiring you for your bright future.

  • @sukumarsardar2588
    @sukumarsardar2588 2 роки тому +1

    আপনাদের অবদান সত্যি ভারতের উন্নয়নে কার্যকরী। সরকারি দায়সারা অনেক ট্রেনিং আসে আর যায়; সেই প্রকল্পের স্থায়ী ও নিশ্চিত ভরসা থাকে না। তাই মানুষ খুঁজে বেড়ায় আপনাদের সন্ধানে। আপনারাই জাগরণ ঘটাতে পারেন মানুষের মধ্যে.....

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের কে এগিয়ে নিয়ে যাওয়ার। আশাকরি নিশ্চিত করে দেখাতে পারবো।

  • @alamjamilul3977
    @alamjamilul3977 Рік тому +1

    ইনশাল্লাহ বাংলাদেশ থেকে এসে আপনার ফ্রি কোচিংয়ে অংশগ্রহণ করব

  • @rajkumarmondal5532
    @rajkumarmondal5532 Рік тому

    Khul sundor

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Рік тому

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @harekrishnabiswas1745
    @harekrishnabiswas1745 2 роки тому +1

    Thanks sir

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @gopalchandradas7146
    @gopalchandradas7146 2 роки тому +2

    ধন্যবাদ স্যার ।
    ভালোবাসা নেবেন।
    ❤️

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @dilipmondal5341
    @dilipmondal5341 2 роки тому +3

    👍👍👍👍👍
    🙏🙏🙏🙏🙏

  • @sahidhasan839
    @sahidhasan839 2 роки тому +2

    💖 Nich video 💖

  • @কবিতাপাড়া
    @কবিতাপাড়া 2 роки тому +1

    বর্তমান সময়ের উপযোগী কয়েকটি বাংলায় লেখা Agriculture বই এর নাম বলবেন প্লীজ। যাতে ফল থেকে ফুল সব বিষয়ের উপর আলোচনা থাকে। কিছু শিখতে পারি।
    আর আমার একান্ত অনুরোধ আপনি একটি বই লিখুন, যা যুগান্তকারী কৃষিবিপ্লবের দলিল হয়ে চিরদিন থাকবে। প্রণাম নেবেন।
    তুষার কান্তি নস্কর। কাকদ্বীপ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому +1

      শুধু বলবো কলকাতার কলেজ স্ট্রীট
      বই দোকানে আসুন।
      ওখানে এসে নিজে বিভিন্ন বই থেকে বাছাই করে কিনবেন। এখন প্রচুর বই
      এসেছে । আমাদের সময়কার ব ই
      এখন বাজারে পাওয়া যাবে না।

    • @MasaddaraliAhmed
      @MasaddaraliAhmed Рік тому

      Sir
      আমি কাছাড়, শিলচর
      দয়া করে একটা বই এর নাম বলুন খুব উপকৃত হব।

  • @hasanoorrahaman1268
    @hasanoorrahaman1268 2 роки тому +2

    Sir sorse bonar somoy zinc sulphate diyechilam jal sech dewar somoy ki sulpher r debo
    Narkel gacher root feeding niye akta video korle upokrito hotam

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      পরে ভিডিও করার চেষ্টা করবো।
      আর সালফার স্প্রে করতে পারেন।

  • @bikramghosh5660
    @bikramghosh5660 Рік тому

    একটা ভালো অনুখাদ্যের নাম বলুন মটরশুটি গাছের স্প্রে করবার জন্য । যেটা দিলে ভালো result পাওয়া যাবে

  • @technicalkisanbodhu9095
    @technicalkisanbodhu9095 2 роки тому +2

    স্যার, মোটা ধানের মধ্যে যাতে ভাত খাওয়া যায় সেরকম এই মুহূর্তে লাগানো যায় বেশি ফলনশীল জাতের ধানের নাম বলুন। উত্তরের আশায় রইলাম 🙏🙏🙏

  • @technicalkisanbodhu9095
    @technicalkisanbodhu9095 2 роки тому +2

    স্যার, সিজেন্টা হিমশেখর টমেটো এখন লাগানো যাবে
    আর এটি কেমন হবে। উত্তরের অপেক্ষায় থাকলাম 🇮🇳❤🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      আমি চাষীদের গরমের টমাটো চাষ করাচ্ছি কয়েক বছর সবচাইতে ভালো হচ্ছে সেমিনিজ কোম্পানির সক্ষম অথবা বালাজি অথবা ৫০১ অথবা এস ডব্লিউ ১৫০৫ এই জাত গুলো।
      অন্য জাত বলতে পারবো না।

  • @farmerviswa
    @farmerviswa 2 роки тому +1

    Colour fish nia jodi video banan, tahole valo hoy, valo thakun sustho thakun

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও করা আছে।
      মহিলাদের আয়ের সহজ পথ এই ভিডিও
      টা দেখুন আশাকরি সব বুঝতে পারবেন।

  • @kanailalmondal1101
    @kanailalmondal1101 Рік тому +1

    আপনার কথা শুনে ভেন্ডি চাষ করেছি। একমাস কাটছি। গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, ভেন্ডি বাকা হচ্ছে, ফুল ঝড়ে যাচ্ছে, গাছ দুর্বল । ,,,দাম 45/কেজি পাচ্ছি । স্যার অনুগ্রহ করে তাড়াতাড়ি বলুন কী করব?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Рік тому

      Amister Top প্রতি লিটার জলে এক মিলি সেই সঙ্গে Aries কোম্পানির
      Macro Fert NPK 20 20 20 তিন গ্রাম
      ও মোবোমিন দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।
      তিন দিন পর পি জি আর প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে
      20 20 20 তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায়।আবার খুব ভালো ফলন শুরু হবে।

  • @prosantabhuniya6862
    @prosantabhuniya6862 2 роки тому +1

    আপনার ভিডিও খুব ভালো লেগেছে স্যার অসীম দার এড্রেসটা যদি বলতেন এবং রুই এবং মৃগেল কাদরার ভালো রেনু পেতে গেলে কখন কিভাবে যোগাযোগ হবে? উত্তরের আশায় থাকলাম ধন্যবাদ ভাল থাক।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      গ্রাম - সন্তোষ পুর
      পোষ্ট- চাঁদপালা
      থানা - ফলতা
      জেলা - দক্ষিণ 24 পরগনা। ঐ নাম্বারে ফোন করে যোগাযোগ করুন অবশ্যই অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে।

  • @manisankarmaitymaity4148
    @manisankarmaitymaity4148 Рік тому

    Sir apnar kotha moto chas korchi 3biga.jomita kub mutha gas.lagol kora diyachi.bij bosanor aga ki gas mara osud parta parbo? please bolban

  • @gobindamondal5929
    @gobindamondal5929 10 місяців тому

    ভালো থাকুন সবাই ,

  • @karttik1738
    @karttik1738 2 роки тому +2

    স্যার উত্তরবঙ্গে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করুন🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому +3

      খুব ভালো কথা বলেছেন ।আচ্ছা ওকে ফোন করে দেখুন ডাক্তারবাবুকে নিয়ে ও যদি যেতে পারে। বা অন্য কিভাবে প্রশিক্ষণ দিতে পারে।

  • @noyonsk195
    @noyonsk195 2 роки тому +1

    Nice

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।

  • @asishkumarporey4143
    @asishkumarporey4143 2 роки тому +2

    অসীম বাবু আমি নোদাখালি থানার অন্তরগত বাসিন্দা। আমার একটি পুকুর আছে এবং পাশে আরো একটি পুকুর করতে চলেছি, আমি আপনার পরামর্শ চাই । সাক্ষাতে আপনার সাথে দেখা করব একটু সময় দেবেন আশা করি।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому +1

      অবশ্যই অবশ্যই অবশ্যই সময় দেবে এবং আপনাকে সাহায্য করবে কথা দিলাম ।
      ওই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করুন।

    • @asishkumarporey4143
      @asishkumarporey4143 2 роки тому

      অনাথ স্যার, আমি আপনার চ্যানেলের একজন subscriber।

  • @sb9497
    @sb9497 2 роки тому +1

    Nice video

  • @soumyapaul2052
    @soumyapaul2052 Рік тому +1

    🙏

  • @swarupbiswas1753
    @swarupbiswas1753 2 роки тому +1

    kub helpful video valo thakben

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।

  • @shubhankarnaskar9355
    @shubhankarnaskar9355 2 роки тому +1

    Sir, ভালো editing হয়েছে আর video quality আগের থেকে অনেক better , আপনি কি কাজের জায়গায় চলে গেছেন?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      হ্যাঁ ,
      আমি এখন বাড়িতে নেই। কাজের জায়গায় চলে এসেছি ।অন্য ফোনের সাহায্যে ভিডিও ছেড়েছি।

  • @soumyapaul2052
    @soumyapaul2052 2 роки тому +1

    Sir amar ekta prosno aache.... Seta holo PGR, PGS ( Plant growth stimulator), PGP r modhe difference ki?

  • @petslover1982
    @petslover1982 2 роки тому +2

    dada amistar top...ar dimethoate 30 ec aksathe mishiye gashe spray kora jabe?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      আপাতত Blitox প্রতি লিটার জলে তিন
      গ্রাম সেই সঙ্গে দুই মিলি ডাইমেথয়েট
      মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।

  • @uzzolpramanik1811
    @uzzolpramanik1811 2 роки тому +1

    💯💯💯💯💯%❤️❤️❤️❤️❤️ দাদু

  • @am2pmlike
    @am2pmlike Рік тому

    Kaku 100 dicimel dhan chaser jomi niye begun chas korte chaichi, malching diye korte chai, mati toyri korar somay ki dile besi din folon valo vabe pabo, ektu bolun, purba medinipur, contai 3 block theke bolchi

  • @sariyamondal1828
    @sariyamondal1828 2 роки тому +1

    Ram ram sir, akhn laganor moto guaranteed sosha er variety bolben plz....
    Sosha lagai gach hoi but fol hoina....

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому +1

      অবশ্যই অবশ্যই ফলন হবে।
      আপনি শীতের শসা সুজাতা বীজ বুনুন।

    • @sariyamondal1828
      @sariyamondal1828 2 роки тому

      @@farmingadviseranathhalder7579 kon company er..?

  • @pragyaagro7651
    @pragyaagro7651 2 роки тому +1

    Service is Service (govt). Dada

  • @manisankarmaitymaity4148
    @manisankarmaitymaity4148 Рік тому

    Sir jomita lagol korachi.prochur mutha gas.bis marta parbo gar parar por.jodi bis Mari koto din por bij bosata parbo

  • @arponnath4299
    @arponnath4299 Рік тому

    Sir ami Assam theke bolchi sim gache phool khub kom..ki dile phool bhalo ashbe .. bolben sir

  • @olympiabose8054
    @olympiabose8054 Рік тому

    Sir diunthus ful r beej felechi 7/8 din e chara beriyeche.kdin par tob e transplant korbo?

  • @rupali3113
    @rupali3113 Рік тому

    Sir, ami ekta chhoto pukure machh chas shuru korte chai. Ebong tar jonyo apnar advice chai.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Рік тому

      আমার চ্যানেলে এই বিষয়ে পর পর ভিডিও আনছি ।
      ঐ ভিডিও গুলো দেখতে থাকুন
      তারপর প্রশ্ন থাকলে জানাবেন।
      আশাকরি সফল হবেন।

  • @nurulhoque4025
    @nurulhoque4025 2 роки тому

    দাদাআপনারভিডিওগুলিদেখেছি

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  Рік тому

      ধন্যবাদ জানাই।
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @mofizurrahman9809
    @mofizurrahman9809 2 роки тому +1

    স্যার, মাসকলাই চাষের ভিডিও চাই

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      দু ভাবে চাষ করা যায়।
      একটা আষাঢ় মাসের শেষে বা শ্রাবণ মাসের প্রথমে বীজ বোনা যায়, আবার ওইটাই ফেলার সময় মাঘ মাসে প্রথমের দিকে বীজ বুনলে খুব ভালো হয় ।মুগের মতোই চাষ করুন আমি চেষ্টা করব ভিডিও করতে জানিনা পারবো কিনা।

  • @rajughosh6092
    @rajughosh6092 2 роки тому +1

    আমার কিছু ছিম সাদা হয়ে যাচ্ছে কি করবো????
    একবার কী এমিস্টার টপ দিয়ে দেখবো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому +1

      পোকার জন্য হতে পারে আবার
      রোগের জন্য ও হতে পারে।
      রোগের জন্য হলে Amister Top
      ভালো কাজ করবে।

  • @somnathpatra7060
    @somnathpatra7060 3 місяці тому

    সব জায়গাতে ডিম পোনা টো নেবেন না
    অনেকে তো আরতে বিক্রি করে বা খোলাবাজারে বিক্রি করবে সেই ক্ষেত্রে মাছ কি ধরনের চাষ করতে হবে তার উপরে ভিডিও করুন

  • @sknasim2491
    @sknasim2491 Рік тому

    Nise

  • @kuntalganguly3342
    @kuntalganguly3342 2 роки тому +1

    আলু চাষ নিয়ে ভিডিও করুন। অতিরিক্ত আলু কি ভাবে মোটা করবো।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      P G R গাছের বয়স একমাস হলে
      15 দিন ছাড়া ছাড়া স্প্রে করবেন।

  • @bhutnathshikari2978
    @bhutnathshikari2978 2 роки тому +1

    গুরু আমি ধান ফেলেছি অগ্র হায়ণ আট তারিখ। তাএখন সার দেওয়া যাবে কি। কি কি সার দিব। চার কেজি 802।(লাল আইটি 16কেজি)মোট ছয় বিঘা জমি চাষ করব। আপনার পরামশ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      চার কেজি ধানটা পৌষ মাসের
      দশ তারিখের মধ্যেই রোয়া শেষ করতে হবে।
      এখন ডি এ পি সার ছয় কেজি ও ইউরিয়া সার
      তিন কেজি অথবা চার কেজি গাছের অবস্থা অনুযায়ী দুপুর বেলায় ছড়িয়ে দেবেন। সার ব্যবহার করার আগে জমিতে হালকা জল ধরে রেখে সার
      ছড়াতে হবে।

  • @ranajoydutta9060
    @ranajoydutta9060 Рік тому

    Sir bombai moricher bij akhon ki felte parbo ek tu jodi bolen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JishnuDutta-mt8ch
    @JishnuDutta-mt8ch 9 місяців тому

    দেশী মাগুরের পোনা উৎপাদন এর ট্রেনিং কি দিয়ে থাকেন?

  • @meghapramanik8998
    @meghapramanik8998 2 роки тому +1

    Sir শীতের সময় করলা বীজ কি ভাবে কলা করবো(অঙ্কুর)?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 роки тому

      বলতে অনেক সময় লাগবে। বীজ
      দু রাত জলে ভিজিয়ে রেখে
      পর দিন দুপুরে পাতায় ভিজে ধানের তূষের মধ্যে দিয়ে খড়ের গাদায় খুঁজে রাখতে হবে দুই দিন।

  • @manisankarmaitymaity4148
    @manisankarmaitymaity4148 Рік тому

    Sir amar jomita kub mutha gas.lagol kora diyachi.akon gas marar jonna ki bis marta hoba.bis marar koto din por bij daya jaba

  • @maakali1278
    @maakali1278 2 роки тому +1

    Sir! Bolchilam je je kono macher dim charte hobe na ki chalai mach charte hobe ?
    Please ! Eta aktu bole din sir !

  • @sujanmaity1594
    @sujanmaity1594 Рік тому

    Sir sing ma6 niye ekta video banaben

  • @bulletgaming8740
    @bulletgaming8740 2 роки тому +2

    চিংড়ি চাষ টা একটু ভালো করে দেখান

  • @sanjoychoudhury8927
    @sanjoychoudhury8927 Рік тому

    Namaskar!!!
    K Booster spray kora holo
    Ata koto din ontor Debo?

  • @sumanpan3126
    @sumanpan3126 2 роки тому

    কাকু চন্দ্রমুখী আলু গাছে মাটি দেওয়ার আগেই একটু একটু শুকনো ধ্বসা লেগেছে ।কী করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাব। না হলে মহা বিপদ হয়ে যাবে। আর আগের বছর আপনি বলেছিলেন Amister top+coside+plantomysine. এবারেও কি ওটাই দেবো। নাকি অন‍্যকিছু। ছোটো গাছ ডোজ টাও বলবেন।