স্টেশন বাংলা🔸নওয়াজীশ আলী খান🔸৪র্থ পর্ব🔸সাক্ষাৎকার🔸Nawazish Ali Khan🔸Iqbal Khorshed🔸Part 4

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • "স্টেশনে মুখোমুখি"~ ৪র্থ পর্ব (শেষ পর্ব)
    ----------------------------------------
    স্টেশন বাংলা আয়োজিত "স্টেশনে মুখোমুখি" অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন জনাব নওয়াজীশ আলী খান (টেলিভিশন ও গণমাধ্যম ব্যক্তিত্ব, খ্যাতিমান নাট্য পরিচালক ও প্রোযোজক)। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়েছিলো ১৪ই জুলাই, ২০২০। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন জনাব ইকবাল খোরশেদ।

КОМЕНТАРІ • 2

  • @MehediHasan-lp3vt
    @MehediHasan-lp3vt 3 роки тому +2

    নওয়াজীশ আলী খান l - নামটি আমার মতো অনেকেরি খুবই পরিচিত একটি নাম কিন্তু আমরা আপনাকে কখনো দেখি নাই..., পরিচিত একটি নাম কারণ - একটা সময় তুমুল জনপ্রিয় নাটক এর শেষে নওয়াজীশ আলী খান আর হুমায়ুন আহমেদ নামটাই দেখতাম । তবে যেকোন হুমায়ুন আহমেদ নিজে যখন নাটক বানালেন -সেই নাটক গুলো তো সেই রকম হচ্ছিলো না যেমন ছিল - এইসব দিন রাত্রি , বহুব্রীহি , অয়োময় আর কোথাও কেউ নাই। . কারণ খুঁজতে গিয়া বুঝতে পারলাম ওই নাটক গুলাতে হুমায়ুন আহমেদের সাথে আরো একটি নাম থাকতোই - নওয়াজীশ আলী খান. l .. আপনি সব সময় লোক চক্ষুর অন্তরালে থেকেছেন তাই এই প্রথম আপনাকে দেখলাম।.. আপনাকে অনেক ধন্যবাদ কোটি কোটি মানুষকে এতো সুন্দর কিছু নাটক বানিয়ে দেখানোর জন্যে। ..

    • @lorddio1
      @lorddio1  3 роки тому

      @Mehedi Hasan ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেই দৃষ্টিভঙ্গী নিয়ে কথাগুলো বলেছেন এই কথাগুলো আমাদের বাংলাদেশের ৮০% দর্শকরাই এভাবে উপলব্ধি করে না। একজন পরিচালককে (টেলিভিশন বা সিনেমায়) বলা হয় "Captain of the Ship"...কিন্তু যেহেতু তাঁরা সবসময় পর্দার পেছনে ছিলেন, সেহেতু তাঁদের অবদানগুলো-ও পেছনে পড়ে গিয়েছে (আমি আরও স্মরণ করতে চাই নওয়াজীশ আলী খান-এর সমসাময়িক পরিচালকদের নাম, যেমন- মুস্তাফিজুর রহমান, মরহুম বরকত উল্লাহ এবং আরও অনেকে)। তবে আজকালকার তথ্যপ্রযুক্তির যুগে বর্তমান পরিচালকরা যথেষ্টই celebrated...
      আপনি ভালো থাকবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি।