Shei Tumi Keno Eto Ochena Hole | Ayub Bachchu | Zunaid Ahmed Palak | Basis Youth Fest 2018

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2018
  • The most popular song from LRB was performed by Ayub Bachchu himself with ICT State Minister Zunaid Ahmed Palak at BASIS Youth Fest 2018.

КОМЕНТАРІ • 910

  • @abubakarshaim3331
    @abubakarshaim3331 4 роки тому +110

    ঢাকার ভেতরে আইয়ুব বাচ্চুর লাস্ট কন্সার্ট ছিলো এটাই।
    হাতিরঝিলে এই কন্সার্টে সব ফ্রেন্ডরা একসাথে গিয়েছিলাম।
    Bangladesh miss u AB

  • @MDAnas-zi7or
    @MDAnas-zi7or 2 роки тому +19

    আসলেই বাচ্চু ভাই এর চলাপেরা দেখলে মনেই হয়না ওনি যে এ-তো বড় শিল্পী। নামায পড়তে গেলে দেখি একদম সাধারণ মুসল্লীর মতো। সবার সাথে কি সুন্দর হাসি মুখে কথা বলে। এতো বড় শিল্পী ওনি মনের মধ্যে কোনো অহংকার নেই।।

  • @shorabuddin7768
    @shorabuddin7768 2 роки тому +83

    বাচ্চু ভাইয়ে অনেক গুণ ছিল ১,ভালো মানুষ ২,গান নিজে লেখে ৩,ভালো গায়ক,৪,ভালো গিটার বাজাতে পারে ৫,তার হাত দরে অনেক শিল্পী প্রতিষ্টিত,৬,সহানুভূতি ছিল মানুষের জন্য, দান করতো,

  • @skashik54
    @skashik54 Місяць тому +3

    এই গানের অনুষ্ঠানটি হাতিরঝিলে হয়েছিল। তারিখটি ছিল ২০১৮ সালের ৬ ই অক্টোবর। তখন আমি একজন ছোট পুলিশ অফিসার হিসেবে ডিউটিতে নিয়োজিত ছিলাম। মজার কথা হইল জনপ্রিয় সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর কে আমি এদিন প্রথম দেখেছিলাম জীবনে। এবং তারই নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ছিলাম এই অনুষ্ঠানে। কিন্তু দুঃখের কথা হল ২০১৮ সালের অক্টোবর মাসের ১৮ তারিখে অর্থাৎ এই অনুষ্ঠানের ১২ দিন পর তিনি মৃত্যুবরণ করেন। নিঃসন্দেহে তিনি একজন কিংবদন্তি সংগীতশিল্পী। তিনি আমাদের মাঝে অমর হয়ে আছেন এবং থাকবেন। তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।।

  • @RajRaj-fe5hj
    @RajRaj-fe5hj 5 років тому +216

    কিংবদন্তি শিল্পী আইউব বাচ্চু আজীবন বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে.. পরম শ্রদ্ধায়-ভালোবাসায়...

  • @kmridonepalash7823
    @kmridonepalash7823 5 років тому +124

    এই দৃশ্য টি সারাজীবন মনে থাকবে।
    অনেক অনেক ধন্যবাদ মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভাই কে।

    • @Realshort....
      @Realshort.... 8 місяців тому +2

      বাচ্চু ভাই আজ বেঁচে থাকলে আনার সাথে গাইতাম

  • @a.j.4058
    @a.j.4058 4 роки тому +39

    পলক স্যার আমাদের জেনারেশন এর জন্য যোগ্য প্রতিমন্ত্রী। উনার মতো সব মন্ত্রী হলে দেশ আরো দ্রুত এগিয়ে যেত 😍

  • @goldenstar1214
    @goldenstar1214 3 роки тому +52

    আমরা একজন লিজেন্ড কে হারলাম এ ক্ষতি কখোনই পূরন হবার নয়,ধন্যবাদ মাননীয় মন্ত্রী অসম্ভব সুন্দর গায়কী আপনার

  • @ushamukta3455
    @ushamukta3455 5 років тому +103

    কত টা প্রাণ খোলা মানুষ হলে মানুষের সাথে এই রকম সুন্দর ব্যবহার করা যায় ? প্রিয় শিল্পী চলে গেলেন 18 অক্টোবর 2018. আল্লাহ যেন আপনাকে বেহেস্ত নসিব করেন.
    অক্টোবর 20 2018

  • @salmanrizvi5870
    @salmanrizvi5870 4 роки тому +233

    একজন মন্ত্রী যে এতো সুন্দর গান গাইতে পারে তা আমার জানা ছিলনা "!!

    • @hm.hridoyflut7397
      @hm.hridoyflut7397 3 роки тому +8

      কেন মন্ত্রী কি মানুষ না?

    • @mdarifkhan7503
      @mdarifkhan7503 2 роки тому

      @@hm.hridoyflut7397 p0ppppppppppppp

    • @user-hj8pk8dn8z
      @user-hj8pk8dn8z Рік тому +3

      অাপনি কোন দেশে বাস করেন ভাই। এ দেশে যে মমতাজ অাছে তা কি ভুলে গেছেন?

    • @ShamimAhmed-jy9kk
      @ShamimAhmed-jy9kk Рік тому

      এ কোন মন্ত্রী

    • @hridoyislam8766
      @hridoyislam8766 Рік тому +1

      @@ShamimAhmed-jy9kk প্রতি মন্ত্রী

  • @Apitaf999
    @Apitaf999 5 років тому +561

    যত বড় শিল্পী, তার চেয়েও অনেক বেশি ভাল মানুষ ছিলেন প্রিয় বাচ্চু ভাই।

    • @shohagahmed6054
      @shohagahmed6054 5 років тому +7

      Sotti vai jotota video dekhlam..aktateo kono honkar nai tar..Allha jano thake Jannat basi kore amin

    • @rumman.adspark
      @rumman.adspark 4 роки тому +4

      এপিটাফ ❤️

    • @tohad355
      @tohad355 4 роки тому +4

      খুভ মিস করি, আল্লাহ তাকে জান্নাত দিও। তার গুনাহ যা ছিল মাফ করে দিও আমিন

    • @arifhossainarif8
      @arifhossainarif8 4 роки тому

      Raght

    • @mominahmed7063
      @mominahmed7063 3 роки тому

      @@shohagahmed6054 law

  • @saharankabir4758
    @saharankabir4758 2 роки тому +36

    হারিয়ে গেলো আমাদের সেই প্রিয় বাচ্চু ভাই😔😔😔
    চট্টগ্রাম এর গর্ব ছিলেন আপনি🙂🖤

  • @mishadmorshedzubayer2354
    @mishadmorshedzubayer2354 5 років тому +243

    পলক ভাই সারা জীবন মনে রাখার মতো একটা মূহুর্ত আপনাকে দিয়ে গেলেন তিনি। ইউ আর ওয়ান অফ দা লাকিয়েস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড।

  • @rezathepioneer
    @rezathepioneer 5 років тому +56

    দুজনই আইডল। খুবই পছন্দের মানুষ আমার। মিস করি প্রিয় লিজেন্ডকে। ভালো থাকুন ওপারে।

  • @riyadmahmud8187
    @riyadmahmud8187 5 років тому +87

    এটাই ছিলো বসের সাথে থেকে লাইভ দেখা শেষ কনসার্ট। ৬ অক্টোবর ২০১৮,,,,,,বসকে শেষবারের মতো সামনে থেকে দেখে বিদায় নিয়ে আসলাম,,,এর পরে আর পেলাম না বস কে,,,, Love U #AB,,,,,,Love U LRB

  • @RashedAyesha_Rayesha
    @RashedAyesha_Rayesha 4 роки тому +7

    আগে মোবাইল ছিলো না। ক্যাসেট ছিলো। স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে বাচ্চু স্যারের ক্যাসেটের ফিতা কিনতাম। সেই ছোটবেলা।
    আর পলক ভাইয়ের কথা কি বলবো। আমাদের নাটোরের গর্ব আপনি। এই ঐতিহাসিক সময় টা যদি সামনে থেকে দেখতে পেতাম। 😥
    লাভ ইউ বোথ।
    বাচ্চু স্যারকে আল্লাহ জান্নাতবাসী করুন। আমীন।
    আর পলক ভাইকে যেন আরো সম্মানিত করেন। দেশের সেবা করার সুযোগ বাড়িয়ে দেন। আমীন।

  • @adnanafif9991
    @adnanafif9991 5 років тому +83

    Unbelievable.. আপনার রকস্টার হওয়ার স্বপ্ন সেদিন পূর্ণ হয়েগেলো।
    আজ প্রিয় #AB অতীত হয়েগেছে, আর কখনো দেখা যাবেনা রূপালি গীটারে বাচ্চু ভাইকে।
    শুধু এটুকু বলবো 'ভালো থাকো ওপারে'।

  • @thuhin7449
    @thuhin7449 5 років тому +131

    আওয়ামেলীগের ভিতরে কিছু ভালো মানুষের ভিতরে জুনায়েত স্যার।
    উনার কাছ থেকে অন্যদের অনেক কিছু শেখার আছে।

  • @ssofficial736
    @ssofficial736 5 років тому +77

    গিটার যে তৈরী করে, তার জীবন সার্থক।
    বসের জন্যই গিটার তৈরী হয়ে ছিলো।

  • @raselislam740
    @raselislam740 8 місяців тому +22

    একটা কমেন্ট করে গেলাম কেউ লাইক দিলে নোটিফিকেশন দেখে হয়তো এই গানটি আবারও কোন এক দিন শোনা হবে।❤❤

  • @Gangster-35
    @Gangster-35 5 років тому +83

    ওপারে ভালো থেকো বস। তোমার গান ই এখন আমাদের মাঝে বাচিয়ে রাখবে তোমাকে। তুমি অমর হয়ে থাকবে.....😭😭

  • @fardinzahan6142
    @fardinzahan6142 2 роки тому +11

    বাচ্চু স্যার! আপনাকে পুরো দেশের মানুষ খুব মিস করি! লাভ ইউ ফরেভার! 🌷❤️

  • @Ashok_BD
    @Ashok_BD 4 роки тому +12

    মিউ ইউ বাচ্চু ভাই। কতো বড় ও মহান শিল্পীকে আমরা তাড়াতাড়ি হারিয়ে ফেললাম। 😢

  • @gazinazmul6352
    @gazinazmul6352 5 років тому +49

    প্রিয় পলক ভাই বেঁচে থাকুন মানুষের ভালোবাসায়😘

  • @appystukitaki9308
    @appystukitaki9308 5 років тому +42

    আল্লাহ আপনাকে বেহেশতের উচ্চ আসন দান করোক আমিন| চোখ দিয়া পানি আসতেছে

  • @nurulanower3959
    @nurulanower3959 5 років тому +72

    পলক ভাই সুন্দর গাইছেন, অনেক ভাল লাগল শুনে। বাচ্চু ভাইয়ের জন্য দোয়া রইল, তিনি যেন জান্নাতবাসী হন

  • @parthochakraborty4214
    @parthochakraborty4214 2 роки тому +28

    I'm from Kolkata, I'm also a guitarist & great fan of my beloved Bachchu Bhai. He is icon of present generation from elsewhere in world. My salute & pranam for my beloved elder brother. 🙏🙏🙏🙏🙏🙏

  • @talharuhani9774
    @talharuhani9774 5 років тому +210

    রাজনীতিবিদ দের ভিতর আমার দুজনকে ভালো লাগে,এক আন্দালিভ রহমান ,আরেক জুনাইদ আহমেদ পলক স্যার।

  • @faizlamiunlimited8662
    @faizlamiunlimited8662 5 років тому +41

    শিল্পীর মৃত্যু নেই
    একজন শিল্পী আজীবন বেঁচে থাকে তার কর্মের মাঝে এবং তার ভক্তদের মাঝে :'( ♥

  • @mohammadmixaan6115
    @mohammadmixaan6115 5 років тому +130

    সেই তুমি কেন এত অচেনা হলে
    সেই তুমি কেন আমাদের দুঃখ দিলে😭😭😍
    #RIP_AYUB_BACCHU Sir

    • @aheshakhanmir9284
      @aheshakhanmir9284 5 років тому +5

      M R Mizaan আল্লাহ পাক যেন উনার সবগুনা মাপ করে জান্নাত নছিব করেন

    • @solaymasohel9403
      @solaymasohel9403 5 років тому +1

      [Thanks for love]

    • @mafas7259
      @mafas7259 5 років тому +1

      hummm

  • @kaziarif9037
    @kaziarif9037 4 роки тому +11

    গানটি যতবারই শুনি ততবারই হৃদয়টা কেপে ওঠে......
    স্যালুট হে প্রয়াত আইয়ুব বাচ্চু স্যার...
    আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক...
    #ভালবাসা অবিরাম
    #জুনাইদ আহম্মেদ পলক ভাই

  • @perfectsky7624
    @perfectsky7624 5 років тому +78

    খুব কষ্ট হয় এই মানুষটা আর নেই😢😢😢

  • @siuliakter9486
    @siuliakter9486 5 років тому +141

    এতো বড় সিংগার কিন্ত মানুষকে সব সময় বেশি ভালোবাসলো

    • @akidulislam839
      @akidulislam839 4 роки тому +1

      এত ভালো লাগে তোমার গান,,,,,, লাভ ইউ বস

  • @alonesea349
    @alonesea349 3 роки тому +12

    এই লোকটা মানুষকে সম্মান করতে জানে। দুইজন ভালোবাসার মানুষ

  • @sowravhasan8619
    @sowravhasan8619 4 роки тому +5

    স্যার,আপনার কাছে বাংলাদেশ আমলীগের সকল নেতাকর্মীদের অনেক কিছু শিখার আছে আপনি এমন মনের একজন মানুষ আপনাকে দেখেই বুঝা যাচ্ছে। আল্লাহ পাক আপনাকে চিরজীবন বেঁচে রাখুক, কণ্ঠশিল্পী আয়বাচু আপনাকে এমন একটি মুহূর্ত উপহার দিয়ে গেছে সারা জীবন তাকে মিস করা দরকার সকলের

  • @raihanchowdhury4586
    @raihanchowdhury4586 4 роки тому +5

    হে আল্লাহ আপনি বাচ্চু ভাইয়ের সব গুনা মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করুন। আমিন।

  • @AbdurRahman-us1iz
    @AbdurRahman-us1iz 5 років тому +14

    আপনি এতো ভালো গান গাইতে পারেন জানা ছিলো না।অসাধারণ ❤

  • @parthasengupta104
    @parthasengupta104 3 роки тому +28

    Ayub Sir, you will always remain in our heart. Death cannot fade you....
    Love from Kolkata.

  • @Peter2022
    @Peter2022 3 роки тому +28

    এভাবে লিরিক্স না দেখে লাইভ গাওয়াটা কিন্তু সহজ না। পলক ভাই 🤘🤘🤘

  • @user-px4bn3dj1k
    @user-px4bn3dj1k 4 роки тому +15

    আমার শৈশব- কৈশোরের ঘুম পড়ানি মাসি- পিশি। আজ সে নিজেই চির নিদ্রায় শায়িত।

  • @sankupaul4288
    @sankupaul4288 5 років тому +43

    Lots of love and respect to u from India remain good wherever u r now and keep your blessings with us always 🎸🎸🎸

  • @mdrahatzaman4883
    @mdrahatzaman4883 5 років тому +14

    Palak স্যার আমার খুব পচন্দের একজন মানুষ, উনার এমন মানুষ প্রত্যেক ঘরে ঘরে হওয়া উচিত।

  • @raselfoodchallenge
    @raselfoodchallenge 3 роки тому +56

    এই গানটা 3 বেলা শোনি আমি। Very Nice ❤❤

  • @biplabghosh_official
    @biplabghosh_official 8 місяців тому +1

    আইয়ুব বাচ্চু,
    আপনার অসামান্য সুরের মায়াজাল আজও আমাদের হৃদয়কে স্পর্শ করে যায়। আপনার সৃষ্টি আমাদের কয়েকটি প্রজন্মের আবেগকে ধারণ করে এখনো প্রজন্ম থেকে প্রজন্মকে ছুঁয়ে যাচ্ছে। আপনার গিটারের নোট, গানের সুর আর কবিতার অনুরণন আমাদের অনুপ্রেরণার অফুরান উৎস। পরম শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছি আপনাকে।
    - অক্টোবর ১৮ ২০২৩

  • @nabiltajwarnabil0305
    @nabiltajwarnabil0305 4 роки тому +3

    আইয়ুব বাচ্চু স্যার, সত্যিই আপনি লিজেন্ড ছিলেন । আর পলক স্যার, অসাধারণ গেয়েছেন আপনি

  • @mohebullahmoheb5526
    @mohebullahmoheb5526 5 років тому +17

    হাতিরঝিল এ ছিলো প্রোগ্রাম টা আমি ও ছিলাম।

  • @fakrulislamripon7555
    @fakrulislamripon7555 4 місяці тому

    গানটা শুনলেই বাচ্চু ভাইয়ের কথা ভিষণ মনে পড়ে। বাংলার ব্যান্ড জগতের এক নক্ষত্র ছিলো বাচ্চু ভাই। পরপারে ভালো থাকবেন প্রিয় বাচ্চু ভাই। আর মাননীয় মন্ত্রী মহোদয় পলক ভাইয়ের কথা কি বলবো? তিনি তো বাংলাদেশের নতুন প্রজন্মের আইডল।

  • @rummanislam3822
    @rummanislam3822 4 роки тому +15

    আওয়ামিলীগের মধ্যে ভাল নেতার মধ্যে একজন মানুষ জুনায়েদ আহমেদ পলক।

  • @sankupaul4288
    @sankupaul4288 5 років тому +12

    Awesome and lovely song of Ayub Bacchu sir as usual but seeing Ayub Bacchu sir is feeling very sad as he is no more its getting really hard to believe that he is no more with us may his good,heartful and Musical song Rest In Peace my deep condolences to his entire family 🙏🙏🙏 😥😥😥

    • @kazimisbah6989
      @kazimisbah6989 5 років тому

      আই লাভ মাই ফেভারিট সিঙ্গার আইয়ুব বাচ্চু

  • @ezazmahmud1698
    @ezazmahmud1698 Рік тому

    গানটা আমার জীবনের সবচেয়ে প্রিয় একটা গান।একদিন প্রেমিকার সাথে দেখা করতে যায় দূর শহরে বাইক আর বন্ধুদের নিয়ে। প্রেমিকা আমাকে এত্ত সুন্দর একটা জীবন উপহার দিয়েছিলো যে গানটি ছিলো আমার সম্পদ।যেদিন প্রেমিকার সাথে শেষ দেখা করতে যায় বাইকে করে আমার কয়েকজন বন্ধুকে নিয়ে গানটি গেয়ে গেয়ে বাইক চালাই ছিলাম। বাইকের গতি ছিলো১২০ +।আর হঠাৎ একটা এক্সিডেন্ট। পরে ৬৪ দিন হুইল চেয়ারে ৯৯ দিন হসপিটালের বেডে।আমি যতদিন বেঁচে থাকবো গানটিও আমার মনে থাকবে।

  • @imrozhossen7541
    @imrozhossen7541 2 роки тому +1

    বাচ্চু ভাইয়ের এই লাইভ অনুষ্ঠান হাতিঝিল এ আমার দেখার সুজোগ হয়েছিল। এটাই মনে হয় ভাইয়ের ঢাকায় শেষ কনর্সাট ছিলো। বেচে থাকবেন আমাদের মাঝে হাজার বছর প্রিয় লিজেন্ড 🧡

  • @user-zg5vb2eb1d
    @user-zg5vb2eb1d 5 років тому +58

    AB আর আসবে না।
    কত চাপা কস্ট নিয়ে থাকতেন বুঝতে দেননি।ভাল থাকেন শ্বান্তিতে থাকেন ওপারে।

  • @sujoybarua3907
    @sujoybarua3907 5 років тому +3

    Bachchu Bhai is watching us all from Heaven whenever we enjoy his famous songs. May Bachchu Bhai rest in peace

  • @sdrubelaslam1794
    @sdrubelaslam1794 4 роки тому +1

    শিল্পী:আইয়ূব বাচ্চু ভাই য়ের শুন্যতা কোন দিন পুরন হবে না।দোয়া করি মহান আল্লাহ যেন উনাকে ক্ষমা করে দেন..

  • @nbanglachannel5564
    @nbanglachannel5564 2 роки тому +1

    কিংবদন্তি আইয়ুব বাচ্চু স্যার এই পৃথিবীতে না থাকলেও তার গাওয়া গান গুলো বেচে থাকবে হাজার ও ভাঙ্গালির হৃদয়ে ওপরে যেনো আল্লাহ তায়ালা তাকে ভালো রাখে

  • @gaanunlimited3543
    @gaanunlimited3543 5 років тому +4

    You r not a politician.... you r a genius... a complete MAN....

  • @nipahuq3262
    @nipahuq3262 5 років тому +6

    Polok vai valo laglo.
    Ab k allah jannat basi koruk.

  • @enamulhaquesweet3055
    @enamulhaquesweet3055 4 роки тому +2

    বাংলা রক সঙ্গীতের সবচেয়ে বড় তারা ছিলেন আইয়ুব বাচ্চু।।।
    পরপাড়ে ভালো থাকবেন বাচ্চু ভাই।।।।

  • @marjiyabristy552
    @marjiyabristy552 5 років тому +2

    সেই তুমি আমার প্রিয় গান মন খারাপের কান্নার সাথী আপনাকে ভুলবো না বস আল্লাহ আপনাকে বেহেশত নসীব করুক

  • @muhammadislam3270
    @muhammadislam3270 5 років тому +5

    He also sings well...thank you. We need more fresh blood in BD politics.

  • @balajirudrakshharmony2197
    @balajirudrakshharmony2197 4 роки тому +6

    I AM JUST CRYING .LOVE AND RESPECT FROM ASSAM TO THE LEGEND AYUB BACCHU SIR .BLESS ME SIR🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MdShihab-sc4hn
    @MdShihab-sc4hn 2 місяці тому

    বাচ্চু ভাইয়ের কন্ঠে গাওয়া এই গানটা সারাজীবন ই শুনে যাবো।আর প্রিয়তমা কে মন থেকে সারাজীবন ই ভালোবেসে যাবো। 💔🥺😅

  • @RR-sv7ru
    @RR-sv7ru 4 роки тому +1

    এখন ও মাঝে মাঝে শুনি আর চোখের পানি ঝরে,,,,
    জুনায়েদ আহমেদ পলক স্যার অসাধারণ ছিলো😍😍😍😍😍❤❤❤

  • @mdjubayerahmed6880
    @mdjubayerahmed6880 5 років тому +6

    my favourite song

  • @poroshtoufiqhulhulia4734
    @poroshtoufiqhulhulia4734 5 років тому +5

    Very Good Song Minister

  • @robiullarobi5199
    @robiullarobi5199 5 років тому +1

    আমি এখনও ভাবতে পারিনি বাচ্চু ভাই চলে গেছে,
    তোমাকে হাজারো স্যালুট গুরু উপারে সুখে থাক...

  • @mohammadarman9128
    @mohammadarman9128 4 роки тому +1

    Once in a lifetime opportunity !!! Palak vai , u r luckey enough to sing with such a people's singer & awesome personality guy . Love from USA & also ur personality ( down yo earth as always, palak vai )

  • @mamuntalukder05
    @mamuntalukder05 5 років тому +5

    WOW excellent voice of #Polok_vai_MP

  • @ALAMITBD
    @ALAMITBD 5 років тому +3

    অনেক সুন্দর গান স্যার

  • @rakibraihan4848
    @rakibraihan4848 3 місяці тому

    Two favorite person of mine. Miss you, Bacchu vai.
    Hope Almighty Allah grant you Jannah, Ameen.

  • @sumonrs485
    @sumonrs485 2 роки тому +1

    সবচাইতে প্রিয় ক্লিন ইমেজের মাননীয় মন্ত্রী জনাব জুনায়েদ আহম্মেদ পলক ভাই।

  • @AshikurRahman-tj9mz
    @AshikurRahman-tj9mz 5 років тому +3

    Beautiful

  • @GamingSakirul
    @GamingSakirul 5 років тому +4

    miss u legend...😧

  • @mdfarukhossainbachelor
    @mdfarukhossainbachelor 4 місяці тому

    জুনায়েদ আহমেদ পলক ভাই একটা আইকন। শ্রদ্ধাভরে স্মরণ করছি লিজেন্ড আইয়ুব বাচ্চু কে।

  • @sohagali9495
    @sohagali9495 4 роки тому

    ভাই আপনি সিংড়ার গৌরব।।।
    আমরা সিংড়াবাসি আপনাকেই সারাজীবন এমন ভাল মানুষ রুপেই দেখতে চাই।।আপনার মত নেতা পেয়ে সিংড়াবাসি তাদের নেতার নাম গৌরবের সাথে সব জায়গায় বলতে পারে।।।
    আপনার জন্য অনেক অনেক শুভকামনা চলনবিলের যোগ্য নেতা।।💝💝💝💝

  • @gazinazmul6352
    @gazinazmul6352 5 років тому +6

    আল্লাহ বেহেশতে নসীব করুন💌💌

  • @shiulikhanam5048
    @shiulikhanam5048 5 років тому +8

    আপনি লাকি!! জুনায়েদ আহমেদ পলক।।

  • @nebmedia4359
    @nebmedia4359 6 місяців тому +1

    বাংলা‌দে‌শে এরকম দৃশ‌্য যেন স্বাভ‌া‌বিক দৃশ‌্য হয়, এই প্রত‌্যাশা। ❤

  • @pralaysarkar2563
    @pralaysarkar2563 4 роки тому

    আগে এই music চোখে জল আনত প্রেমিকা কে মনে করিয়ে। আজ আমার এই ভালবাসার প্রিয় মানুষ কে মনে করে আপনা হতেই কাঁদি।
    ছোট বেলা, টিফিন এর টাকা জমিয়ে cd কেনা। ২ ঘণ্টা গান শোনার জন্য সারা দিন ধরে পড়াশোনা। খুব miss করি 🙂

  • @safayetmonon6935
    @safayetmonon6935 5 років тому +12

    Polok vai kintu onk smart and polite ekjon bekti. Valo gan o gay.. Jodio vai ami Awami League kori na....

  • @user-cu1vi7iz9q
    @user-cu1vi7iz9q 4 роки тому +3

    Rock Star polok sir❤❤❤

  • @hamedhossain8
    @hamedhossain8 2 роки тому

    প্রিয় বাচ্চু ভাইকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের দান করুক। আমাদের চট্টলার অহংকার।

  • @makentertainment9567
    @makentertainment9567 3 роки тому

    খুবই মিছ করছি গুরু তোমাকে। আর হয়তো কখনো ফিরে পাবনা তোমাকে গুরু। গুরু তোমার গান শুনলে আমার চোখে জল চোলে আসে. কেনোনা তোমাকে অসময়ে হারিয়েছি। কিন্তু সারাজীবন তুমি আমাদের বুকের মাঝে থাকবে গুরু.. I love u guru....

  • @jsimkhan9413
    @jsimkhan9413 5 років тому +4

    অনেক মিস করি

  • @mdjubayerahmed6880
    @mdjubayerahmed6880 5 років тому +4

    nice

  • @md.abdulkaium7656
    @md.abdulkaium7656 5 років тому

    I am speechless,, i miss you dear,,,Ayub Bachchu became a heartthrob singer overnight across the country for the heart touching song.

  • @JamalUddin-qm2df
    @JamalUddin-qm2df 4 роки тому +1

    আল্লাহ প্রিয় বাচ্চু ভাই কে জান্নাত বাসী করুক, আমিন, মিস ইউ AB,❤❤

  • @mdarmanchowdhury9689
    @mdarmanchowdhury9689 5 років тому

    সে তুমি কেন এতো অচেনা হলে,
    সে আমি কেন তোমাকে দুঃখ দিলাম,,
    বস জীবনের শেষ দেখা একবার করতে পারি নাই,,আপনাকে দেখার সুভাগ্য হয়নি আমার,,
    মনে একটা বড় দুঃখ থেকে গেল,,
    যে থাকো না কে LRB বস সুখে থেকো।
    হে আল্লাহ আমার গুরু কে আপনি জান্নাতের নসিফ দান করুন,😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢💖💞💘💕💟💜💛💜💚💙🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸LRB🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸

  • @gfakruddinahmad8316
    @gfakruddinahmad8316 3 роки тому +2

    Palak bhai you are truly a down-to-earth person. Salute to you. Good impromptu performance !

  • @baruasajalkanti2394
    @baruasajalkanti2394 11 місяців тому

    আহ্! এই দৃশ্যটি আজীবন ভুলবার নয়, সজোরে গেথেঁ রেখেছি ❤❤

  • @AbedinStudio79
    @AbedinStudio79 2 роки тому

    সেই ১৯৯৩ সালে ফিরে গেলাম । ধন্যবাদ পলক ভাইকে ♥♥♥

  • @nishshongho_sherpha
    @nishshongho_sherpha 7 місяців тому

    বাচ্চু ভাই, আমার প্রিয় চট্টগ্রামের গর্ব, আপনি নগরীর চৈতন্য গলি বাইশ মহল্লা কবরস্থানে নয় আছেন চট্টগ্রামসহ পুরো দেশবাসীর হ্নদয়ে।

  • @user-os8uh4ri5y
    @user-os8uh4ri5y 4 місяці тому

    এক কথায় অসাধারণ সুন্দর গানটি
    ধন্যবাদ মন্ত্রী মহোদয় পলক ভাই

  • @MrKhan-sv1kp
    @MrKhan-sv1kp 2 роки тому +1

    আহা কি মুহূর্ত ❣️
    আর আসবে কি না জানি না😢

  • @tanvirkhantamim9211
    @tanvirkhantamim9211 4 роки тому

    ওপারে ভালো থাইকেন স্যার 😢😢😭😭 বাচ্চু ভাইয়ের সেই তুমি গানটা আমার অনেক প্রিয় প্রিয়😍😍 বাচ্চু ভাই আমাদের কাছে সবসময় অমর হয়ে থাকবে।।

  • @topukhan6503
    @topukhan6503 5 років тому +2

    তিনি মরেন নাই তিনি বেচে থাকবেন সারাজিবন আমাদের মনে

  • @skimran5007
    @skimran5007 2 роки тому

    আইয়ূব বাচ্চু অসাধারণ গায়ক,বেঁচে থাকুক সকলের মাঝে
    আমাদের সিংড়ার পলক ভাই, দেশে আপনার অবস্থান বুঝতে পারছি

  • @user-rw4gh7yl9r
    @user-rw4gh7yl9r 4 місяці тому

    পলক স্যার সত্যিই আপনি অসাধারন, অসাধারণ আপনার ভয়েজ, বুঝলাম মেডাম কেনো আপনার প্রেমে পরেছিলেন। 🥰🥰🥰

  • @MohammadImran-bp9xe
    @MohammadImran-bp9xe 2 роки тому +2

    Miss you ayub bacchu😢allah apnke jannatul Ferdous dan koruk😢😢❤️❤️

  • @rashedurrahman3548
    @rashedurrahman3548 3 місяці тому

    স্যার কে যত দেখি তত বেশি ভালো লাগে, আমি তাঁর চরম ভক্ত।