Navagraha Shani Temple, Ujjain | Navagraha Mandir Ujjain | নবগ্রহ শনি মন্দির
Вставка
- Опубліковано 8 лют 2025
- মধ্যপ্রদেশের একটি প্রাচীন ও পৌরাণিক তীর্থস্থান হিসেবে পরিচিত শহর উজ্জয়িনীর ইন্দোর রোডে ত্রিবেণী সঙ্গমের তীরে অবস্থিত নবগ্রহ শনি মন্দিরটি কর্মফলদাতা শনিদেব এবং অন্যান্য গ্রহের উদ্দেশ্যে নিবেদিত একটি অত্যন্ত প্রাচীন মন্দির। এই শনি মন্দির, উজ্জয়িনীর মহান সম্রাট বিক্রমাদিত্য কর্তৃক প্রতিষ্ঠিত, এটি বিশ্বের প্রথম মন্দির। এখানে একটি মন্দির রয়েছে যেখানে শনিদেব অন্যান্য গ্রহের সাথে শিবের রূপে অধিষ্ঠিত। এ ছাড়া, সমস্ত মন্দিরে শনিদেব স্বর্গীয় রূপে অধিষ্ঠিত। একটি পাথরের। এটিই একমাত্র মন্দির যেখানে দশা পূজাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া অন্য কোনও মন্দিরে দশা পূজা করা হয় না। এখানে আগত সকল ভক্তের কষ্ট কেবল শনিদেব দর্শন করলেই দূর হয়। বিশ্বের সবচেয়ে বৈজ্ঞানিক ক্যালেন্ডার, বিক্রম সংবতের ইতিহাসও এই মন্দিরের সাথে জড়িত। কথিত আছে যে এই মন্দির প্রতিষ্ঠার পর রাজা বিক্রমাদিত্য বিক্রম সংবত শুরু করেছিলেন। নবগ্রহ শনি মন্দির হল এমন একটি মন্দির যেখানে ভগবান শনিদেব তাঁর দৃশ্যমান রূপে ভক্তদের কাছে আবির্ভূত হন।
#shani
#astrology
#shanidev
#navagraha
#ujjain
#devotional
#famoustemples
#temple
#mandir
#shanidevmandir
#video
জয় শনি দেব❤❤❤🙏🙏🙏
@@ramaghosh9974 🙏🙏🙏❤️❤️❤️