আমি চলেছিলাম একলা পথে- দেখেছি কত না কিছু আমার দুচোখে। যেখানে আকাশের শুরু- যেখানে সাগরের শেষ- সবই আমি খুঁজেছি দেখার জন্য। আকাশ খুঁজতে গিয়ে আমি দেখেছি- কত বৃষ্টি ঝরে পড়ে মানুষের চোখ থেকে। সাগর খুঁজতে গিয়ে আমি দেখেছি- কত দুঃখের বন্যা বয়ে যায় মানুষের মনে। কত না কিছুই দেখেছি আমি- আমার এই দুচোখে! কত না কিছুই সয়ে গেছি আমার এই মনে! আজ আমি জীবনের শেষ প্রান্তে দাড়িয়ে- দমকা এক হাওয়া আসবে আমার খোঁজে । আনমনে আমি ভেবে চলেছি- অপেক্ষায় প্রহর গুনি কখন আসবে সে হাওয়া? এটাই কি জীবন? যেখানে সব আশার সমাধী হয় এক নিমেষে? এটাই কি জীবন? যেখানে স্বপ্ন ভেঙ্গে যায় কিছু না পাবার আগেই! জীবনের শেষ প্রান্তে এসেছি আমি আজ- না পায়নি কিছুই, না হারায়নি কিছুই, সব কিছু গোটা কয়েক স্বপ্ন- গোটা কয়েক আশার মাঝে বন্দী ছিল। কালের প্রবর্তে আমি এসেছি আজ ভেসে- সব কিছু উজাড় করে দিয়েছি নিজের বিলাসীতার মাঝে । এটাই কি জীবন- যেখানে কেউ কাঁদে কেউ হাসে- কেউবা ঈষায় জ্বলে পুড়ে মরে? অনেক পথ চলার পর আমি, থমকে দাড়িয়েছি আজ আবার একাকী। সব আছে চারিপাশে- হাজারও মানুষ- হাজারও ইট-পাথরের যান্ত্রিক জীবন। শুধু থমকে আছি আমি- যখন দেখি এত মানুষের ভিড়ে- নিজের আপন একান্ত আপন বলতে- কেউ নেই আমার পাশে, আমি একাকী। এটাই কি জীবন? যার অনেক আছে সব শেষে শূন্য হাত! এটাই কি জীবন? পথের মাঝে থমকে দাড়িয়ে- আবার প্রথম থেকে শুরু করার অভিপ্রায়! আজ সব শেষে চলে এসেছি আমি, দমকা হাওয়া আসবে কখন তাও জানি না। সে কি আমাকে অপেক্ষা করতে বলছে? না কি আরও কিছু দূর যেতে বলছে? আমি তো আজ বড় ক্লান্ত, আর তো যেতে পারছি না। অনেক দেখে নিয়েছি- সারাটা জীবনের পথ চলায়! এখন কি বসবো একটু ছায়ায়? না কি অলসতা ফের জড়িয়ে ধরবে আমায়? না আর পারি না এই পথ চলতো। জীবন তুমি কি চলবে আমায় রেখে? না কি একটু বসবে, একটু অপেক্ষা করবে আমার জন্যে?
This track just helped me reach a milestone in my playing. Thank you!
That is awesome!
Love this. Is it available to download?
I really like this backing track!
Amazing man, is it okay if I use it to post a jam over?
Yeah no problem.
Super track
CRACKING work thanks
fantastic as allways, thanks
Very nice track ! Nice mix too !
+Sebastien Zunino thanks Sebastian :-D
Great very interesting piece. Thank you.
So great to jam to
আমি চলেছিলাম একলা পথে-
দেখেছি কত না কিছু আমার দুচোখে।
যেখানে আকাশের শুরু-
যেখানে সাগরের শেষ-
সবই আমি খুঁজেছি দেখার জন্য।
আকাশ খুঁজতে গিয়ে আমি দেখেছি-
কত বৃষ্টি ঝরে পড়ে মানুষের চোখ থেকে।
সাগর খুঁজতে গিয়ে আমি দেখেছি-
কত দুঃখের বন্যা বয়ে যায় মানুষের মনে।
কত না কিছুই দেখেছি আমি-
আমার এই দুচোখে!
কত না কিছুই সয়ে গেছি আমার এই মনে!
আজ আমি জীবনের শেষ প্রান্তে দাড়িয়ে-
দমকা এক হাওয়া আসবে আমার খোঁজে ।
আনমনে আমি ভেবে চলেছি-
অপেক্ষায় প্রহর গুনি কখন আসবে সে হাওয়া?
এটাই কি জীবন?
যেখানে সব আশার সমাধী হয় এক নিমেষে?
এটাই কি জীবন?
যেখানে স্বপ্ন ভেঙ্গে যায় কিছু না পাবার আগেই!
জীবনের শেষ প্রান্তে এসেছি আমি আজ-
না পায়নি কিছুই,
না হারায়নি কিছুই,
সব কিছু গোটা কয়েক স্বপ্ন-
গোটা কয়েক আশার মাঝে বন্দী ছিল।
কালের প্রবর্তে আমি এসেছি আজ ভেসে-
সব কিছু উজাড় করে দিয়েছি নিজের বিলাসীতার মাঝে ।
এটাই কি জীবন-
যেখানে কেউ কাঁদে কেউ হাসে-
কেউবা ঈষায় জ্বলে পুড়ে মরে?
অনেক পথ চলার পর আমি,
থমকে দাড়িয়েছি আজ আবার একাকী।
সব আছে চারিপাশে-
হাজারও মানুষ-
হাজারও ইট-পাথরের যান্ত্রিক জীবন।
শুধু থমকে আছি আমি-
যখন দেখি এত মানুষের ভিড়ে-
নিজের আপন একান্ত আপন বলতে-
কেউ নেই আমার পাশে, আমি একাকী।
এটাই কি জীবন?
যার অনেক আছে সব শেষে শূন্য হাত!
এটাই কি জীবন?
পথের মাঝে থমকে দাড়িয়ে-
আবার প্রথম থেকে শুরু করার অভিপ্রায়!
আজ সব শেষে চলে এসেছি আমি,
দমকা হাওয়া আসবে কখন তাও জানি না।
সে কি আমাকে অপেক্ষা করতে বলছে?
না কি আরও কিছু দূর যেতে বলছে?
আমি তো আজ বড় ক্লান্ত,
আর তো যেতে পারছি না।
অনেক দেখে নিয়েছি-
সারাটা জীবনের পথ চলায়!
এখন কি বসবো একটু ছায়ায়?
না কি অলসতা ফের জড়িয়ে ধরবে আমায়?
না আর পারি না এই পথ চলতো।
জীবন তুমি কি চলবে আমায় রেখে?
না কি একটু বসবে,
একটু অপেক্ষা করবে আমার জন্যে?
Yeah, this is a good one.
Can i use your backing for a Video.. I mean improvisation?.. It sounds incredible btw
Yeah dude. Thanks 🙂
This is masterpiece.. Im Playing along with this like 4 Days in row 🤘🤘🤘
Rhythm guitar is great love to know what the chords are?
AMAZING
mixing is really good bro....
Thanks brother
Great backing track! Top
Such a great track! thank youu
Perfecto!!!!
Brother show
What chords are they?
This Rocks |,,/
thanks